আইনকানুন একাডেমি

/55
42

SR Act [8-11]

এখানে সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৮-১১ ধারাসমূহ নিয়ে অ্যাডভান্সড লেভেলের এমসিকিউ টেস্ট আছে। সংশ্লিষ্ট ধারাগুলো পড়ে নিয়ে এটি অনুশীলন করুন।

এখানে আপনার নাম ও ফোন নাম্বার লিখুন। ইমেইলটি লেখা বাধ্যতামূলক নয়; তবে, ইমেইল এড্রেস দিলে আপনার ইমেইলে বিস্তারিত ফলাফল চলে যাবে।

1 / 55

1. সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৮ ধারা অনুসারে কোনো স্থাবর সম্পত্তির দখলের অধিকারী ব্যক্তি কোন আইনের বিধান অনুসারে তা ফেরত পেতে পারেন?

2 / 55

2. সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৯ ধারার বিধান অনুসারে ........... এর বিরুদ্ধে মোকদ্দমা দায়ের করা যায়।

3 / 55

3. সরকার কতৃর্ক বেআইনিভাবে বেদখল হলে সুনির্দিষ্ট প্রতিকার আইনের কত ধারার অধীনে দখল পুনরুদ্ধারের মোকদ্দমা দায়ের করতে হয়?

4 / 55

4. ‘ক’—একজন মৃত চিত্রকরের একটি চিত্র এবং একজোড়া দুষ্প্রাপ্য চীনামাটির কারুকার্যখচিত পাত্রের অধিকারী। কিন্তু সেগুলো ‘খ’—এর দখলে রয়েছে। এ জিনিসগুলো অত্যন্ত বৈশিষ্ট্যপূর্ণ এবং তার বাজারদর নির্ণয় করাও কষ্টসাধ্য। এক্ষেত্রে ‘ক’— এর প্রতিকার কী?

5 / 55

5. A special or temporary right to the present possession of property is sufficient to support a suit under this section- এটি কোন ধরণের সম্পত্তির পুনরুদ্ধারের বিধান সংক্রান্ত?

6 / 55

6. Recovery of specific immoveable property’ এটি সুনির্দিষ্ট প্রতিকার আইনের কত ধারার শিরোনাম?

7 / 55

7. সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৯ ধারার মোকদ্দমায় বাদীকে প্রমাণ করতে হয় -

8 / 55

8. সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৯ ধারার অধীনে প্রদত্ত ডিক্রি বা আদেশের বিরুদ্ধে ........ বা ........ দায়ের করা যাবে না।

9 / 55

9. সুনির্দিষ্ট প্রতিকার আইনের ১০ ধারার শিরোনাম হিসেবে নিচের কোনটি সঠিক?

10 / 55

10. অস্থাবর সম্পত্তির দখল পুনরুদ্ধারের মোকদ্দমায় তামাদির মেয়াদ—

11 / 55

11. সরকার কর্তৃক কোনো ব্যক্তি তার জমি হতে বেদখল হলে সে মামলা করতে পারে- [বার : ২০১৩]

12 / 55

12. সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৯ ধারা অনুসারে জমির দখল পুনরুদ্ধারের জন্য কোন বিষয়গুলি প্রমাণ করতে হবে? [বার : ২০১২]

13 / 55

13. সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৮ ধারার বিষয়বস্তু হিসেবে নিচের কোনটি সঠিক?

14 / 55

14. সুনির্দিষ্ট স্থাবর সম্পত্তির দখলের অধিকারী ব্যক্তি ........... অনুসারে তা নির্ধারিত পন্থায় পুনরুদ্ধার করতে পারে - শূণ্যস্থানে কী বসবে?

15 / 55

15. সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৯ ধারার মোকদ্দমার ডিক্রি কিংবা আদেশের বিরুদ্ধে কি করতে হয়? [বার : ২০১৭]

16 / 55

16. ‘ক’ এর একটি স্থাবর সম্পত্তিতে ‘খ’ অবৈধভাবে দখলে আছে। প্রকৃতপক্ষে ‘খ’ এর উক্ত সম্পত্তিতে কোনো মালিকানা নেই। কিন্তু ‘ক’ তার সম্পত্তি ‘খ’ এর নিকট থেকে নিতে চাইলে ‘খ’ প্রতিরোধ সৃষ্টি করেছে। এক্ষেত্রে ‘ক’ কোন ধারামতে তার দখল পুনরুদ্ধার করতে পারে?

17 / 55

17. সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৮ ধারার মোকদ্দমার ক্ষেত্রে বাদীকে প্রমাণ করতে হবে-

18 / 55

18. সুনির্দিষ্ট অস্থাবর সম্পত্তির দখলের অধিকারী ব্যক্তি ......... নিধার্রিত পন্থায় তার দখল পুনরুদ্ধার করতে পারে।

19 / 55

19. সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৯ ধারার অধীনে মোকদ্দমা দায়ের করা যায়-

20 / 55

20. The Specific Relief Act, 1877 এর ৮ ও ৯ ধারার দখল পুনরুদ্ধারের মামলার বিষয়ে কোনটি সঠিক নয়? [বার : ২০২০]

21 / 55

21. “NO ………… shall lie from any order or decree passed in any suit inistituted under this section, nor shall any ……….. of any order or decree be allowed”- The Specific Relief Act, 1877 এর ৯ ধারা অনুসারে শূণ্যস্থানে সন্নিবেশিত শব্দ দুইটি যথাক্রমে- [জুডি. : ২০১৭]

22 / 55

22. The Specific Relief Act, 1877 এর কোন ধারায় সরকারের বিরুদ্ধে মামলা করা যায় না? [বার : ২০২২]

23 / 55

23. Recovery of specific moveable property’- এটি সুনির্দিষ্ট প্রতিকার আইনের কত ধারার শিরোনাম?

24 / 55

24. সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৯ ধারার অধীনে সহকারী জজ কর্তৃক প্রদত্ত ডিক্রির বিরুদ্ধে রিভিশন দায়ের করতে হবে কোথায়?

25 / 55

25. ‘ক’ নিজের জমির ওপরে একটি ঘর নিমার্ণ করে সেখানে দোকান দিয়েছে। জেলা প্রশাসক এর নির্দেশে রাস্তা সংলগ্ন উক্ত ঘর ভেঙ্গে ফেলা হয় এবং ‘ক’ কে উক্ত জমি থেকে উচ্ছেদ করা হয়। ‘ক’ এর প্রতিকার হিসেবে নিচের কোনটি সঠিক?

26 / 55

26. The Specific Relief Act, 1877 এর ৯ ধারায় দখল পুনরুদ্ধারের জন্য মামলা দায়েরের সময় সীমা বেদখলের তারিখ থেকে ...। [বার : ২০২০]

27 / 55

27. সুনির্দিষ্ট প্রতিকার আইনের ১১ ধারার বিধানুসারে আদালত কয়টি ক্ষেত্রে অস্থাবর সম্পত্তি অর্পণের আদেশ দিতে পারে?

28 / 55

28. সুনির্দিষ্ট প্রতিকার আইনের ১১ ধারায় মোকদ্দমা দায়ের করতে পারে-

29 / 55

29. অস্থাবর সম্পত্তির তাৎক্ষণিক দখলের অধিকারী ব্যক্তির দায় সংক্রান্তে বিধান সুনির্দিষ্ট প্রতিকার আইনের কোন ধারার বিষয়বস্তু?

30 / 55

30. ‘যদি কোনো ব্যক্তি তার অসম্মতিতে স্থাবর সম্পত্তির দখলচ্যুত হয়, তবে সে অথবা তার মাধ্যমে দাবিদার কোনো ব্যক্তি মোকদ্দমার মাধ্যমে তার দখল পুনরুদ্ধার করতে পারে, যদিও তেমন মোকদ্দমায় অপর কোন স্বত্ব খাড়া করা হতে পারে তথাপিও।’ Ñ এটি সুনির্দিষ্ট প্রতিকার আইনের কত ধারা বিধান?

31 / 55

31. স্থাবর সম্পত্তি দখল পুনরুদ্ধারের জন্য সরকারের বিরুদ্ধে মোকদ্দমা দায়ের করা যায় না এটি সুনির্দিষ্ট প্রতিকার আইনের কত ধারার বিধান?

32 / 55

32. সুনির্দিষ্ট প্রতিকার আইনের কত ধারার বিধান অনুসারে সুনির্দিষ্ট অস্থাবর সম্পত্তি পুনরুদ্ধারের মোকদ্দমা দায়ের করা যায়?

33 / 55

33. সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৯ ধারার অধীনে মোকদ্দমা দায়ের করতে পারে-

34 / 55

34. নিম্নলিখিত কোন মামলায় ad valorem কোর্ট ফি দিতে হবে না — [বার : ২০১৭]

35 / 55

35. The Specific Relief Act, 1877 এর কোন ধারা অনুযায়ী স্থাবর সম্পত্তি পুনরুদ্ধারের মোকদ্দমা করা যায়? [বার : ২০২২]

36 / 55

36. ‘সুনির্দিষ্ট অস্থাবর সম্পত্তি পুনরুদ্ধার’— এটি সুনির্দিষ্ট প্রতিকার আইনের কত ধারার শিরোনাম?

37 / 55

37. সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৯ ধারার বিধান অনুসারে ........ এর বিরুদ্ধে মোকদ্দমা দায়ের করা যায়না।

38 / 55

38. ‘সুনির্দিষ্ট স্থাবর সম্পত্তি পুনরুদ্ধার’Ñ এটি সুনির্দিষ্ট প্রতিকার আইনের কত ধারার শিরোনাম?

39 / 55

39. The Specific Relief Act, 1877এর ৯ ধারানুসারে আনীত মোকদ্দমার ক্ষেত্রে কোনটি সঠিক নয়? [বার : ২০২৩]

40 / 55

40. সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৯ ধারা অনুসারে স্থাবর সম্পত্তি দখল উদ্ধারের ডিক্রির বিরুদ্ধে সংক্ষুব্ধ পক্ষ দায়ের করতে পারে- [বার : ২০১৩]

41 / 55

41. ‘ক’, ‘খ’—কে সারাজীবনের জন্য জমি উইল করে দেয় এবং ‘গ’—কে পরবতীর্ অধিকারী নির্দেশ করে। ‘ক’ মারা যায়। ‘খ’ জমিতে প্রবেশ করে কিন্তু ‘গ’, ‘খ’— এর সম্মতি ছাড়াই স্বত্ব সম্পর্কিত দলিলসমূহ হস্তগত করে। দলিলসমূহ পুনরুদ্ধারে ‘খ’ এর করণীয় নিচের কোনটি হতে পারে?

42 / 55

42. নিম্নের কোন ধরনের ব্যক্তি সুনির্দিষ্ট প্রতিকার আইনের ১০ ধারার অধীনে মোকদ্দমা দায়ের করতে পারে?

43 / 55

43. সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৮ ধারামতে সুনির্দিষ্ট স্থাবর সম্পত্তির পুনরুদ্ধারের পদ্ধতিগত বিধান কোথায় বর্ণিত আছে?

44 / 55

44. সুনির্দিষ্ট প্রতিকার আইনের ১১ ধারার অধীনে কার বিরুদ্ধে মোকদ্দমা দায়ের করা যায় না?

45 / 55

45. স্থাবর সম্পত্তির দখল পুনরুদ্ধার সম্পর্কে সুনির্দিষ্ট প্রতিকার আইনের ......এবং......ধারায় বিধান করা হয়েছে।

46 / 55

46. A person entitled to the possession of specific immovable property may recover it in the manner prescribed by the — [জুডি. : ২০১৭]

47 / 55

47. Recovery of specific moveable property’- এটি সুনির্দিষ্ট প্রতিকার আইনের কোন ধারার বিধান?

48 / 55

48. সুনির্দিষ্ট প্রতিকার আইনের ১০ ধারায় কয়টি ব্যাখ্যা অনুচ্ছেদ রয়েছে?

49 / 55

49. ‘ক’ কোনো সরকারি জায়গায় ঘর নিমার্ণ করে সেখানে দোকান দিয়েছে। জেলা প্রশাসক এর নির্দেশে রাস্তা সংলগ্ন উক্ত ঘর ভেঙ্গে ফেলা হয় এবং ‘ক’ কে উক্ত জমি থেকে উচ্ছেদ করা হয়। ‘ক’ এর প্রতিকার হিসেবে নিচের কোনটি সঠিক?

50 / 55

50. ‘সুনির্দিষ্ট স্থাবর সম্পত্তি পুনরুদ্ধার’— এটি সুনির্দিষ্ট প্রতিকার আইনের কত ধারার শিরোনাম?

51 / 55

51. সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৮ ধারার অধীনে প্রদত্ত ডিক্রির বিরুদ্ধে সংক্ষুব্ধ পক্ষের প্রতিকার কী?

52 / 55

52. Liability of person in possession, not as owner to deliver to person entitled to immediate possession— এটি সুনির্দিষ্ট প্রতিকার আইনের কত ধারার বিধান?

53 / 55

53. সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৯ ধারার বিষয়বস্তু কী?

54 / 55

54. সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৯ ধারার অধীনে কোনো মামলা দায়ের করা যাবে না - [বার : ২০১৫]

55 / 55

55. স্বত্বের দাবি উত্থাপন ব্যতিরেকে দখল পুনরুদ্ধারের মামলার কোনো আদেশ বা ডিক্রির বিরুদ্ধে সংক্ষুব্ধ পক্ষের প্রতিকার কী? [জুডি. : ২০২২]

Your score is

0%