/30 26 Sample Test এখানে বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষার একটি ছোট্ট নমুনা পরীক্ষা রয়েছে। এই পরীক্ষা দিয়ে নিজেকে যাচাই করে পছন্দ হলে নিজের অনুশীলনের জন্য মেম্বারশিপ নিয়ে রাখুন। এখানে আপনার নাম ও ফোন নাম্বার লিখুন। ইমেইলটি লেখা বাধ্যতামূলক নয়; তবে, ইমেইল এড্রেস দিলে আপনার ইমেইলে বিস্তারিত ফলাফল চলে যাবে। 1 / 30 1. একজন সহকারী জজের আপিল অযোগ্য ডিক্রির বিরুদ্ধে রিভিশন দায়ের করতে হয় - জেলা জজ আদালতে অতিরিক্ত জেলা জজ আদালতে দায়রা জজ আদালতে হাইকোর্ট বিভাগে সঠিক উত্তর : হাইকোর্ট বিভাগে ; [ধারা : ১১৫, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : হাইকোর্ট বিভাগে ; [ধারা : ১১৫, দেওয়ানি কার্যবিধি] 2 / 30 2. অপসহায়তাকরী স্বয়ং ঘটনাস্থলে উপস্থিত থাকলে এর পরিণতি হিসেবে নিচের কোনটি সঠিক? তিনি অপসহায়তাকারী হিসেবেই শুধু গণ্য হবেন তিনি মূল অপরাধ সংঘটনকারী হিসেবে গণ্য হবেন তিনি মূল অপরাধ সংঘটনকারীর সহযোগী হিসেবে গণ্য হবেন তিনি বেআইনি সমাবেশের নেতৃত্বদানকারী ব্যক্তি হিসেবে গণ্য হবেন সঠিক উত্তর : তিনি মূল অপরাধ সংঘটনকারী হিসেবে গণ্য হবেন ; [ধারা : ১১৪, দণ্ডবিধি] সঠিক উত্তর : তিনি মূল অপরাধ সংঘটনকারী হিসেবে গণ্য হবেন ; [ধারা : ১১৪, দণ্ডবিধি] 3 / 30 3. দেওয়ানি আপিল সম্পর্কে নিচের কোন বক্তব্যটি সঠিক নয়? পক্ষগণের সম্মতিসূচক ডিক্রিতে আপিল চলে না একতরফা মূল ডিক্রি হতে আপিল করা যায় চূড়ান্ত ডিক্রির সময় প্রাথমিক ডিক্রির বিষয় নিয়ে আপিল করা চলে আপিল করতে হয় আপিল শুনতে এখতিয়াবান আদালতে সঠিক উত্তর : চূড়ান্ত ডিক্রির সময় প্রাথমিক ডিক্রির বিষয় নিয়ে আপিল করা চলে ; [ধারা : ৯৭, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : চূড়ান্ত ডিক্রির সময় প্রাথমিক ডিক্রির বিষয় নিয়ে আপিল করা চলে ; [ধারা : ৯৭, দেওয়ানি কার্যবিধি] 4 / 30 4. ফৌজদারি কার্যবিধির বিংশতম অধ্যায়ের বিষয়বস্তু কী? জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারের পদ্ধতি সম্পর্কে নির্বাহী মাজিস্ট্রেট আদালতের বিচারের পদ্ধতি সম্পর্কে দায়রা আদালতের বিচারের পদ্ধতি সম্পর্কে হাইকোর্ট বিভাগের বিচারের পদ্ধতি সম্পর্কে সঠিক উত্তর : জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারের পদ্ধতি সম্পর্কে ; [বিংশ অধ্যায়, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারের পদ্ধতি সম্পর্কে ; [বিংশ অধ্যায়, ফৌজদারি কার্যবিধি] 5 / 30 5. ময়না তদন্তের রিপোর্ট স্বয়ং সাক্ষ্য হিসেবে মর্যাদা পাবে — এটি ফৌজদারি কার্যবিধির কোন ধারায় বর্ণিত আছে? ৪০৩ ধারা ৪২৬ ধারা ৫০৯ক ধারা ১৭৬ ধারা সঠিক উত্তর : ৫০৯ক ধারা ; [ধারা : ৫০৯ক, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : ৫০৯ক ধারা ; [ধারা : ৫০৯ক, ফৌজদারি কার্যবিধি] 6 / 30 6. সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৮ ধারামতে সুনির্দিষ্ট স্থাবর সম্পত্তির পুনরুদ্ধারের পদ্ধতিগত বিধান কোথায় বর্ণিত আছে? সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৯ ধারায় সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৪৪ ধারায় দেওয়ানি কার্যবিধির ২১ নং আদেশের ৩৫ ও ৩৬ নং বিধিদ্বয়ে দেওয়ানি কার্যবিধির ২১ নং বিধির ৮৯ ও ৯০ বিধিদ্বয়ে সঠিক উত্তর : দেওয়ানি কার্যবিধির ২১ নং আদেশের ৩৫ ও ৩৬ নং বিধিদ্বয়ে ; [ধারা : ৮, সুনির্দিষ্ট প্রতিকার আইন] সঠিক উত্তর : দেওয়ানি কার্যবিধির ২১ নং আদেশের ৩৫ ও ৩৬ নং বিধিদ্বয়ে ; [ধারা : ৮, সুনির্দিষ্ট প্রতিকার আইন] 7 / 30 7. কোনো স্থানে তল্লাশি করতে হলে কমপক্ষে কতজন সাক্ষীর উপস্থিতিতে তল্লাশিটি করতে হবে? ১ জন ২ জন ৩ জন ৪ জন সঠিক উত্তর : ২ জন ; [ধারা : ১০৩, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : ২ জন ; [ধারা : ১০৩, ফৌজদারি কার্যবিধি] 8 / 30 8. সাক্ষ্য আইনের ৬৫ ধারা অনুসারে কতটি ক্ষেত্রে কোনো দলিল মাধ্যমিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যেতে পারে? ৩টি ক্ষেত্রে ৫টি ক্ষেত্রে ৭টি ক্ষেত্রে ৯টি ক্ষেত্রে সঠিক উত্তর : ৭টি ক্ষেত্রে ; [ধারা : ৬৫, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : ৭টি ক্ষেত্রে ; [ধারা : ৬৫, সাক্ষ্য আইন] 9 / 30 9. Search of house ফৌজদারি কার্যবিধির কোন ধারার বিষয়বস্তু? ১২৪ ধারায় ৯৬ ধারায় ৯৮ ধারায় ১০০ ধারায় সঠিক উত্তর : ৯৮ ধারায় ; [ধারা : ৯৮, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : ৯৮ ধারায় ; [ধারা : ৯৮, ফৌজদারি কার্যবিধি] 10 / 30 10. দেওয়ানি কার্যবিধির ১২৩ ধারা অনুযায়ী বিধি কমিটিতে কতজন সুপ্রিমকোর্টের বিচারপতি থাকেন? ৩ জন ৪ জন ৫ জন ২ জন সঠিক উত্তর : ৩ জন ; [ধারা : ১২৩, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : ৩ জন ; [ধারা : ১২৩, দেওয়ানি কার্যবিধি] 11 / 30 11. চুরির অপরাধে ৩ বছরের জন্য দণ্ডিত আসামি পরবর্তীতে দ্বিতীয়বার উক্ত একই অপরাধ করলে দ্বিতীয়বারের অপরাধের জন্য সর্বোচ্চ কোন দণ্ডে দণ্ডিত হতে পারে? যাবজ্জীবন কারাদণ্ড ১০ বছর কারাদণ্ড ৭ বছর কারাদণ্ড উক্ত অপরাধটির সর্বোচ্চ সাজার দ্বিগুণ সাজা সঠিক উত্তর : যাবজ্জীবন কারাদণ্ড ; [ধারা : ৭৫, দণ্ডবিধি] সঠিক উত্তর : যাবজ্জীবন কারাদণ্ড ; [ধারা : ৭৫, দণ্ডবিধি] 12 / 30 12. লিখিতভাবে দায় স্বীকারের ফলে তামাদির গণনায় কী প্রভাব পড়বে? তামাদির মেয়াদ গণনা বন্ধ হয়ে যাবে তামাদির মেয়াদ নতুনভাবে গণনা শুরু হবে তামাদির মেয়াদ গণনায় কোন পরিবর্তন হবে না তামাদির মেয়াদ গণনা স্থগিত থাকবে সঠিক উত্তর : তামাদির মেয়াদ নতুনভাবে গণনা শুরু হবে ; [ধারা : ১৯, তামাদি আইন] সঠিক উত্তর : তামাদির মেয়াদ নতুনভাবে গণনা শুরু হবে ; [ধারা : ১৯, তামাদি আইন] 13 / 30 13. সরকারি দলিলের জাবেদা নকল প্রাপ্ত হবার পদ্ধতিগত বিধান কোন আইনের কোন ধারার বিষয়বস্তু? সাক্ষ্য আইনের ৭৬ ধারা সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৬ ধারা দেওয়ানি কার্যবিধির ৮ ধারা ফৌজদারি কার্যবিধির ৫ ধারা সঠিক উত্তর : সাক্ষ্য আইনের ৭৬ ধারা ; [ধারা : ৭৬, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : সাক্ষ্য আইনের ৭৬ ধারা ; [ধারা : ৭৬, সাক্ষ্য আইন] 14 / 30 14. তৃতীয় পক্ষ হিসেবে digital signature বিষয়ে কার মতামত সাক্ষ্য আইন অনুসারে প্রাসঙ্গিক? ডিজিটাল স্বাক্ষর প্রস্তুতকারী কর্তৃপক্ষের মতামত ডিজিটাল স্বাক্ষর সার্টিফিকেট প্রত্যয়নকারী কর্তৃপক্ষের মতামত ডিজিটাল স্বাক্ষরের সাথে মিলিয়ে নেওয়া জাতীয় পরিচয়পত্রের কর্তৃপক্ষের মতামত বর্ণিত যেকারো মতামত সঠিক উত্তর : ডিজিটাল স্বাক্ষর সার্টিফিকেট প্রত্যয়নকারী কর্তৃপক্ষের মতামত ; [ধারা : ৪৭ক, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : ডিজিটাল স্বাক্ষর সার্টিফিকেট প্রত্যয়নকারী কর্তৃপক্ষের মতামত ; [ধারা : ৪৭ক, সাক্ষ্য আইন] 15 / 30 15. ফৌজদারি কার্যবিধি অনুসারে সমনে তলবী ব্যক্তিকে পাওয়া না গেলে নিম্নোক্ত কার নিকট সমন জারি করা যাবে না? তলবী ব্যক্তির বড় ভাইয়ের কাছে তলবী ব্যক্তির স্ত্রী কাছে তলবী ব্যক্তির বাড়ির পুরুষ সদস্যের কাছে তলবী ব্যক্তির পিতার কাছে সঠিক উত্তর : তলবী ব্যক্তির স্ত্রী কাছে ; [ধারা : ৭০, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : তলবী ব্যক্তির স্ত্রী কাছে ; [ধারা : ৭০, ফৌজদারি কার্যবিধি] 16 / 30 16. ফৌজদারি কার্যবিধির চতুর্থ তফসিলের সংশ্লিষ্টধারা নিচের কোনটি? ৫৬১ক ৫৫২ ৩৭ ৩৬ সঠিক উত্তর : ৩৭ ; [ধারা : ৩৭, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : ৩৭ ; [ধারা : ৩৭, ফৌজদারি কার্যবিধি] 17 / 30 17. অর্থের মোকদ্দমা করার পদ্ধতি দেওয়ানি কার্যবিধির কোন আদেশের কোন বিধির বিষয়বস্তু? ৬ আদেশের ২ বিধি ৬ আদেশের ৬ বিধি ৭ আদেশের ২ বিধি ৭ আদেশের ৬ বিধি সঠিক উত্তর : ৭ আদেশের ২ বিধি ; [আদেশ ৭ : বিধি ২, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : ৭ আদেশের ২ বিধি ; [আদেশ ৭ : বিধি ২, দেওয়ানি কার্যবিধি] 18 / 30 18. সাক্ষীর আচরণ সম্পর্কে মন্তব্য লিখতে বিচারক ক্ষমতাবান কোন আদেশের কোন বিধিবলে? ৯ আদেশের ১২ বিধিবলে ১০ আদেশের ১২ বিধিবলে ১৮ আদেশের ১২ বিধিবলে ৪৬ আদেশের ১২ বিধিবলে সঠিক উত্তর : ১৮ আদেশের ১২ বিধিবলে ; [আদেশ ১৮ : বিধি ১২, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : ১৮ আদেশের ১২ বিধিবলে ; [আদেশ ১৮ : বিধি ১২, দেওয়ানি কার্যবিধি] 19 / 30 19. কোনো জাবেদা নকলের কপি যে সঠিকভাবে প্রণীত হয়েছে বা তা বৈধ হিসেবে আদালত গ্রহণ করতে বাধ্য কখন? যদি সংশ্লিষ্ট দলিলের জিম্মাদার কর্তৃক স্বাক্ষরিত হয় যদি সংশ্লিষ্ট দলিলের জিম্মাদার কর্তৃক তা মৌখিকভাবে ঘোষিত হয় যদি সংশ্লিষ্ট দলিলের জিম্মাদার কর্তৃক আইন অনুসারে তা যথাযথভাবে সম্পাদিত হয় যদি সংশ্লিষ্ট অ্যাডভোকেট অ্যাফিডেভিট সহযোগে তা আদালতে উপস্থাপন করে সঠিক উত্তর : যদি সংশ্লিষ্ট দলিলের জিম্মাদার কর্তৃক আইন অনুসারে তা যথাযথভাবে সম্পাদিত হয় ; [ধারা : ৭৯, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : যদি সংশ্লিষ্ট দলিলের জিম্মাদার কর্তৃক আইন অনুসারে তা যথাযথভাবে সম্পাদিত হয় ; [ধারা : ৭৯, সাক্ষ্য আইন] 20 / 30 20. নৈতিক স্খলন জনিত কারণে সাজা প্রাপ্ত হলে সাজার মেয়াদ অতিক্রান্ত হওয়ার পরে কতদিন অতিবাহিত না হলে বার কাউন্সিল এর তালিকাভূক্ত হওয়ার যোগ্যতা অর্জন হয়না? ২ বছর ৪ বছর ৫ বছর ১০ বছর সঠিক উত্তর : ৫ বছর ; [অনু.: ২৭, বিবিসি অর্ডার] সঠিক উত্তর : ৫ বছর ; [অনু.: ২৭, বিবিসি অর্ডার] 21 / 30 21. ‘ক’ নিজের জমির ওপরে একটি ঘর নিমার্ণ করে সেখানে দোকান দিয়েছে। জেলা প্রশাসক এর নির্দেশে রাস্তা সংলগ্ন উক্ত ঘর ভেঙ্গে ফেলা হয় এবং ‘ক’ কে উক্ত জমি থেকে উচ্ছেদ করা হয়। ‘ক’ এর প্রতিকার হিসেবে নিচের কোনটি সঠিক? ‘ক’ সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৮ ধারার ও ৪২ ধারা সহযোগে সম্পত্তি পুনরুদ্ধারের মোকদ্দমা করতে পারবে ‘ক’ সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৯ ধারার অধীনে দখল পুনরুদ্ধার এর মোকদ্দমা করতে পারবে ‘ক’ সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৪২ ধারার অধীনে ঘোষণামূলক মোকদ্দমা করতে পারবে ‘ক’ কোনো প্রতিকার পাবে না সঠিক উত্তর : ‘ক’ সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৮ ধারার ও ৪২ ধারা সহযোগে সম্পত্তি পুনরুদ্ধারের মোকদ্দমা করতে পারবে ; [ধারা : ৯, সুনির্দিষ্ট প্রতিকার আইন] সঠিক উত্তর : ‘ক’ সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৮ ধারার ও ৪২ ধারা সহযোগে সম্পত্তি পুনরুদ্ধারের মোকদ্দমা করতে পারবে ; [ধারা : ৯, সুনির্দিষ্ট প্রতিকার আইন] 22 / 30 22. আপনি জানেন একটি দলিল জাল এবং সেটি আপনি তৈরি করেননি। কিন্তু, তা জানা সত্ত্বেও উক্ত দলিলটি খাঁটি দলিল হিসেবে ব্যবহার করলেন। এক্ষেত্রে আপনার অপরাধটি নিচে বর্ণিত কোনটির আওতায় পড়বে? অপরাধমূলক বিশ্বাসভঙ্গ জালিয়াতি প্রতারণা সঠিক উত্তর নেই সঠিক উত্তর : জালিয়াতি ; [ধারা : ৪৭১, দণ্ডবিধি] সঠিক উত্তর : জালিয়াতি ; [ধারা : ৪৭১, দণ্ডবিধি] 23 / 30 23. সাক্ষ্য আইনের ১৪৬ ধারাটিতে আনীত সংশোধনীর উদ্দেশ্য হিসেবে নিচের কোনটি সঠিক? ডিজিটাল বিষয়কে সাক্ষ্য আকারে অন্তর্ভুক্ত করা আইনের চোখে সমতা নীতির প্রতিষ্ঠা ফরেনসিক সাক্ষ্যকে সাক্ষ্য আইনের অন্তর্ভুক্ত করা নারী অধিকার প্রতিষ্ঠা সঠিক উত্তর : আইনের চোখে সমতা নীতির প্রতিষ্ঠা ; [ধারা : ১৪৬, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : আইনের চোখে সমতা নীতির প্রতিষ্ঠা ; [ধারা : ১৪৬, সাক্ষ্য আইন] 24 / 30 24. তামাদি আইন অনুসারে “....... ” does not include an appeal or application - শুণ্যস্থানে কী বসবে? revision leave to appeal review suit সঠিক উত্তর : suit ; [ধারা : ২(১০), তামাদি আইন সঠিক উত্তর : suit ; [ধারা : ২(১০), তামাদি আইন 25 / 30 25. Rioting এর পূর্ব শর্ত নিচের কোনটি? সেখানে সাধারণ অভিপ্রায় থাকতে হবে ন্যূনতম ১০ জনের উপস্থিতিতে বেআইনি সমাবেশ অনুষ্ঠিত হতে হবে দস্যুতা অপরাধটি সংঘটিত হতে হবে সেটি বেআইনি সমাবেশ হতে হবে সঠিক উত্তর : সেটি বেআইনি সমাবেশ হতে হবে ; [ধারা : ১৪৬, দণ্ডবিধি] সঠিক উত্তর : সেটি বেআইনি সমাবেশ হতে হবে ; [ধারা : ১৪৬, দণ্ডবিধি] 26 / 30 26. দণ্ডবিধির ৩৩৪ ধারাটির প্রয়োগ কোন ধারার শর্তাবলীর সাপেক্ষে বিবেচনা করতে হয়? ২৯৯ ধারায় বর্ণিত ৩টি ব্যাখার শর্তসাপেক্ষে ৩২৬ক ধারার শাস্তির ব্যতিক্রমের শর্তাবলীর সাপেক্ষে ৩০০ ধারার ১ নং ব্যতিক্রমের শর্তাবলীর সাপেক্ষে ৩৫৮ ধারায় বর্ণিত ব্যতিক্রমের শর্ত সাপেক্ষে সঠিক উত্তর : ৩০০ ধারার ১ নং ব্যতিক্রমের শর্তাবলীর সাপেক্ষে ; [ধারা : ৩৩৪, দণ্ডবিধি] সঠিক উত্তর : ৩০০ ধারার ১ নং ব্যতিক্রমের শর্তাবলীর সাপেক্ষে ; [ধারা : ৩৩৪, দণ্ডবিধি] 27 / 30 27. অন্যায় কারাদণ্ড ভোগের কারণে কেউ ক্ষতিপূরণের মোকদ্দমা করতে চাইলে তার তামাদির মেয়াদ কত দিনের? ৬০ দিন ৯০ দিন ১ বছর ২ বছর সঠিক উত্তর : ১ বছর ; [অনুচ্ছেদ : ১৯, প্রথম তফসিল, তামাদি আইন] সঠিক উত্তর : ১ বছর ; [অনুচ্ছেদ : ১৯, প্রথম তফসিল, তামাদি আইন] 28 / 30 28. বার কাউন্সিল রুলস এর কত বিধিতে আইনজীবীর শপথ সংক্রান্ত বিধান করা হয়েছে? ৬০এ বিধি ৬০ বিধি ৬২ বিধি ৫৪ বিধি সঠিক উত্তর : ৬২ বিধি ; [বিধি: ৬২, বিবিসি রুলস] সঠিক উত্তর : ৬২ বিধি ; [বিধি: ৬২, বিবিসি রুলস] 29 / 30 29. পূর্ববর্তী দণ্ড অথবা খালাস প্রাপ্তির বিষয়টি আদালতে কয়ভাবে প্রমাণ করা যায়? ২ ভাবে ৩ ভাবে ৪ ভাবে ৫ ভাবে সঠিক উত্তর : ২ ভাবে ; [ধারা : ৫১১, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : ২ ভাবে ; [ধারা : ৫১১, ফৌজদারি কার্যবিধি] 30 / 30 30. ‘ক’ কোনো সরকারি জায়গায় ঘর নিমার্ণ করে সেখানে দোকান দিয়েছে। জেলা প্রশাসক এর নির্দেশে রাস্তা সংলগ্ন উক্ত ঘর ভেঙ্গে ফেলা হয় এবং ‘ক’ কে উক্ত জমি থেকে উচ্ছেদ করা হয়। ‘ক’ এর প্রতিকার হিসেবে নিচের কোনটি সঠিক? ‘ক’ সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৮ ধারার অধীনে সম্পত্তি পুনরুদ্ধারের মোকদ্দমা করতে পারবে ‘ক’ সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৯ ধারার অধীনে দখল পুনরুদ্ধার এর মোকদ্দমা করতে পারবে ‘ক’ সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৪২ ধারার অধীনে ঘোষণামূলক মোকদ্দমা করতে পারবে ‘ক’ কোনো প্রতিকার পাবে না সঠিক উত্তর : ‘ক’ কোনো প্রতিকার পাবে না ; [ধারা : ৯, সুনির্দিষ্ট প্রতিকার আইন] সঠিক উত্তর : ‘ক’ কোনো প্রতিকার পাবে না ; [ধারা : ৯, সুনির্দিষ্ট প্রতিকার আইন] Your score is Facebook 0% Restart quiz By Wordpress Quiz plugin আজই মেম্বারশিপ নিয়ে আনলিমিটেড এমসিকিউ অনুশীলন করুন! Register for Account