আইনকানুন একাডেমি

/27
27

Penal Code [96-106] - Advanced Exam

এখানে দণ্ডবিধির ৯৬-১০৬ ধারাসমূহ নিয়ে অ্যাডভান্সড লেভেলের এমসিকিউ টেস্ট আছে। সংশ্লিষ্ট ধারাগুলো পড়ে নিয়ে এটি অনুশীলন করুন।

এখানে আপনার নাম ও ফোন নাম্বার লিখুন। ইমেইলটি লেখা বাধ্যতামূলক নয়; তবে, ইমেইল এড্রেস দিলে আপনার ইমেইলে বিস্তারিত ফলাফল চলে যাবে।

1 / 27

1. দণ্ডবিধির ৯৬ ধারার শিরোনাম হিসেবে নিচের কোনটি সঠিক?

2 / 27

2. দণ্ডবিধির কত ধারার বিধান মতে ব্যক্তিগত আত্মরক্ষায় কৃত বিষয়সমূহ অপরাধ হিসেবে বিবেচিত হবে না?

3 / 27

3. অপরের মৃত্যু ঘটানো ব্যতীত নিজ সম্পত্তি রক্ষায় অন্যের ক্ষতিসাধন করা দণ্ডবিধির কোন ধারায় বর্ণিত আছে?

4 / 27

4. When the right of private defence of property extends to causing death- এটি দণ্ডবিধির কত ধারার শিরোনাম?

5 / 27

5. The right of private defence in no case extends to the inflicting of more harm than it is necessary to inflict for the purpose of defence. এই বিধানটি দণ্ডবিধির কোন ধারার বিষয়বস্তু?

6 / 27

6. ব্যক্তিগত আত্মরক্ষার অধিকার প্রয়োগের সীমা বর্ণনা করা আছে দণ্ডবিধির কত ধারায়?

7 / 27

7. দণ্ডবিধির ১০৪ ধারাটি দণ্ডবিধির কত ধারার ব্যতিক্রমসাপেক্ষে বিবেচনা করতে হবে?

8 / 27

8. দণ্ডবিধির ৯৯ ধারার শিরোনাম হিসেবে নিচের কোনটি সঠিক?

9 / 27

9. The Penal Code, 1860 এর ৯৭ ধারানুসারে কোন অপরাধের ক্ষেত্রে কোনো ব্যক্তির সম্পত্তির প্রতিরক্ষার অধিকার থাকবে? [বার : ২০২৩]

10 / 27

10. সম্পত্তি রক্ষার জন্য আত্মরক্ষার অধিকার প্রয়োগের সময়কাল সম্পর্কে দণ্ডবিধির কোন ধারায় বলা আছে?

11 / 27

11. দণ্ডবিধির ১০০ ধারাটি দণ্ডবিধির কত ধারার ব্যতিক্রমসাপেক্ষে বিবেচনা করতে হবে?

12 / 27

12. ব্যক্তিগত আত্মরক্ষার অধিকার দণ্ডবিধির কোন ধারার ব্যতিক্রমসাপেক্ষে বিবেচনা করতে হয়?

13 / 27

13. নিম্নের কোন ক্ষেত্রে The Penal Code, 1860 অনুযায়ী শরীরের আত্মরক্ষামূলক অধিকার প্রয়োগের মাধ্যমে মৃত্যু ঘটানো যায়? [বার : ২০২০]

14 / 27

14. দণ্ডবিধি অনুযায়ী আত্মরক্ষামূলক অধিকার প্রয়োগের মাধ্যমে অপরাধীর মৃত্যু ঘটানো যায় কোন ক্ষেত্রে? [বার : ২০১২]

15 / 27

15. নিচের কোনটি অপরাধ হিসেবে গণ্য হবে না? [বার : ২০১৩]

16 / 27

16. দণ্ডবিধির ৯৮ ধারাটির সাথে নিচের কোন কোন ধারাগুলো সম্পর্কিত করে বিবেচনা করতে হয়?

17 / 27

17. ‘When the right of private defence of the body extends to causing death’- এটি দণ্ডবিধির কত ধারার শিরোনাম?

18 / 27

18. আত্মরক্ষার জন্য আক্রমণকারীকে হত্যা বা গুরুতর জখম করার জন্য নিম্নের কোন কারণটি গ্রহণযোগ্য হবে না? [জুডি. : ২০১২]

19 / 27

19. দণ্ডবিধির ৯৮ ধারার বিষয়বস্তু হিসেবে নিচের কোনটি সঠিক?

20 / 27

20. অন্যের দেহ রক্ষার ক্ষেত্রে ব্যক্তিগত অধিকারের কথা দণ্ডবিধির কোন ধারায় বলা আছে?

21 / 27

21. অপরের মৃত্যু ঘটানো ব্যতীত নিজ দেহের আত্মরক্ষায় অন্যের ক্ষতিসাধন করা দণ্ডবিধির কোন ধারায় বর্ণিত আছে?

22 / 27

22. দেহ রক্ষার জন্য আত্মরক্ষার অধিকার প্রয়োগের সময়কাল সম্পর্কে দণ্ডবিধির কোন ধারায় বলা আছে?

23 / 27

23. শরীরের ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকারের স্থিতিকাল- [বার : ২০২২]

24 / 27

24. কয়টি ক্ষেত্রে শরীরের ব্যক্তিগত প্রতিরক্ষা অধিকার মৃত্যু ঘটানোর ক্ষেত্রেও প্রযোজ্য? [বার : ২০২২]

25 / 27

25. আত্মরক্ষার্থে কয়েকজন লোকের হামলা থেকে বাঁচতে গিয়ে কোনো নিরপরাধ একজন পথচারী যদি খুন হয়ে যায় সেক্ষেত্রে এই অপরাধটি কী নামে অভিহিত হবে দণ্ডবিধি অনুযায়ী?

26 / 27

26. Nothing is an offence which is done in the exercise of the right of private defence- এটি দণ্ডবিধির কোন ধারার মূল কথা?

27 / 27

27. কয়টি ক্ষেত্রে সম্পত্তি সম্পর্কিত ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার মৃত্যু ঘটানোর ক্ষেত্রেও প্রযোজ্য হতে পারে?

Your score is

0%