আইনকানুন একাডেমি

/29
26

Penal Code [503-511] - Advanced Exam

এখানে দণ্ডবিধির ৫০৩-৫১১ ধারাসমূহ নিয়ে অ্যাডভান্সড লেভেলের এমসিকিউ টেস্ট আছে। সংশ্লিষ্ট ধারাগুলো পড়ে নিয়ে এটি অনুশীলন করুন।

এখানে আপনার নাম ও ফোন নাম্বার লিখুন। ইমেইলটি লেখা বাধ্যতামূলক নয়; তবে, ইমেইল এড্রেস দিলে আপনার ইমেইলে বিস্তারিত ফলাফল চলে যাবে।

1 / 29

1. A’ makes an attempt of pick the pocket of ‘Z’ by thrusting his hand into ‘Z’s pocket. ‘A’ fails in the attempt in consequence of Zs having nothing in his pocket. এটি penal code এর কত ধারার অপরাধ? [জুডি. : ২০১৫]

2 / 29

2. দণ্ডবিধির অনুসারে যেকোনো অপরাধমূলক ভীতি প্রদর্শনের সাধারণ সর্বোচ্চ সাজা কত বছর?

3 / 29

3. X এর বাবা মৃত Y একজন বীর মুক্তিযোদ্ধা। Z, X এর নিকট Y এর সুনাম ক্ষুণ্ণ করার ভয় দেখায়। Z এর কৃত কাজ- [বার : ২০২২]

4 / 29

4. ক খ—কে একটি দেওয়ানি মামলা পরিচালনা করা হতে বিরত করার জন্য খ—এর বাড়ি পুড়ে ফেলার ভীতি প্রদর্শন করে, ক এর অপরাধ কি?

5 / 29

5. দণ্ডবিধির কোন ধারায় Word, gesture or act intended to insult the modesty of a woman এটিকে অপরাধ বলে সংজ্ঞায়িত করা হয়েছে?

6 / 29

6. নেশাগ্রস্থ ব্যক্তি দ্বারা প্রকাশ্যে অসদাচরণের শাস্তি কি?

7 / 29

7. দণ্ডবিধির ৫০৯ ধারার বিষয়বস্তু কী?

8 / 29

8. বিদেশের সাথে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের জন্য অনিষ্টকর কোনো উড়ো খবর অথবা প্রতিবেদন প্রকাশ বা প্রচার করলে দণ্ডবিধি অনুসারে সর্বোচ্চ কত বছরের কারাদণ্ড প্রদান করা যাবে?

9 / 29

9. বিদেশের সাথে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের জন্য অনিষ্টকর কোনো উড়ো খবর অথবা প্রতিবেদন প্রকাশ বা প্রচার করা দণ্ডবিধির কোন ধারা অনুসারে অপরাধ বলে গণ্য হবে?

10 / 29

10. পেনাল কোডের কোন ধারায় ঈভ টিজিং এর শাস্তির বিধান আছে? [বার : ২০১৫]

11 / 29

11. অপরাধমূলক ভীতি প্রদর্শন এর সংজ্ঞা দণ্ডবিধির কত ধারার বিষয়বস্তু?

12 / 29

12. কোনো নারীকে শ্লীলতাহানির উদ্দেশ্যে কোনো অঙ্গভঙ্গি বা কোনো কাজ করার সর্বোচ্চ শাস্তি কি?

13 / 29

13. দণ্ডবিধি অনুসারে to cause an offence punishable with death or imprisonment for life — এক্ষেত্রে যদি কোনো অপরাধমূলক ভীতি প্রদর্শন করা হয় তাহলে এর সর্বোচ্চ সাজা কত বছরের কারাদণ্ড?

14 / 29

14. যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধ সংঘটনের উদ্যোগের সাজা হিসেবে নিচের কোন মন্তব্যটি সঠিক?

15 / 29

15. অপরাধমূলক ভীতি প্রদর্শনের সাজার উল্লেখ দণ্ডবিধির কোন ধারায় বর্ণিত আছে?

16 / 29

16. দণ্ডবিধি অনুসারে to cause death or grievous hurt, or to cause the destruction of any property by fire — এক্ষেত্রে যদি কোনো অপরাধমূলক ভীতি প্রদর্শন করা হয় তাহলে এর সর্বোচ্চ সাজা কত বছরের কারাদণ্ড?

17 / 29

17. অপরামূলক ভীতি প্রদর্শনের শাস্তি The Penal Code, 1860 কোন ধারায় রয়েছে? [বার : ২০২৩]

18 / 29

18. দণ্ডবিধি অনুসারে to impute unchastity to a woman — এক্ষেত্রে যদি কোনো অপরাধমূলক ভীতি প্রদর্শন করা হয় তাহলে এর সর্বোচ্চ সাজা কত বছরের কারাদণ্ড?

19 / 29

19. ক একটি দোকনঘরে ঢুকে বাক্স ভেঙে কিছু গহনাপত্র চুরি করার উদ্যোগ করে। সে বাক্সটি ভেঙে দেখতে পায় যে, উহাতে কোনো গহনাপত্র নাই। এক্ষেত্রে ক এর শাস্তি হিসেবে আদালত কোন শাস্তিটি দিতে পারে?

20 / 29

20. ক চ—এর পকেটে হাত দিয়ে চ—এর পকেট মারার উদ্যোগ নেয়। চ—এর পকেটে কিছুই ছিলো না বলে ক—এর চেষ্টা ব্যর্থ হয়। ক এর কৃত অপরাধটি দণ্ডবিধির কোন ধারানুসারে অপরাধ বলে গণ্য হবে?

21 / 29

21. অপরাধমূলক ভীতি প্রদর্শন সংজ্ঞা ও এর সাজার উল্লেখ দণ্ডবিধিতে যথাক্রমে —

22 / 29

22. A, B এর পকেট মারার উদ্দেশ্যে তার পকেটে হাত দেয় কিন্তু B এর পকেট শূন্য থাকায় A পকেট মারতে ব্যর্থ হয়। অ এর শাস্তি হতে পারে অপরাধের সর্বোচ্চ সাজার মেয়াদের ......। [বার : ২০২০]

23 / 29

23. নিচের কোন ক্ষেত্রে অপরাধমূলক ভীতি প্রদর্শনের সর্বোচ্চ সাজা ৭ বছরের কারাদণ্ড হতে পারে?

24 / 29

24. A threat to injure the reputation of any deceased person in whom the person threatened is interested, is within this section.- এটি দণ্ডবিধির কোন অপরাধের জন্য প্রযোজ্য?

25 / 29

25. কোনো ব্যক্তিকে বিধাতার রোষভাজন হবে এইরূপ বিশ্বাস করে কোনো কাজ সম্পাদন করালে কত বছরের কারাদণ্ড হতে পারে?

26 / 29

26. যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধ সংঘটনের উদ্যোগের সাজা হিসেবে নিচের কোন মন্তব্যটি সঠিক?

27 / 29

27. ক একটি বাক্স ভেঙে কিছু গহনাপত্র চুরি করার উদ্যোগ করে। সে বাক্সটি ভেঙে দেখতে পায় যে, উহাতে কোনো গহনাপত্র নাই। এক্ষেত্রে ক এর অপরাধ কী?

28 / 29

28. পেনাল কোডে বর্ণিত অপরাধগুলির মধ্যে সর্বনিম্ন সাজা— [জুডি. : ২০১৩]

29 / 29

29. বেনামি চিঠি বা যোগাযোগের [anonymous communication] মাধ্যমে কোনো অপরাধমূলক ভীতি প্রদর্শনের শাস্তি দণ্ডবিধির কোন ধারায় বর্ণিত রয়েছে?

Your score is

0%