আইনকানুন একাডেমি

/35
6

Penal Code [463-502] - Advanced Exam

এখানে দণ্ডবিধির ৪৬৩-৫০২ ধারাসমূহ নিয়ে অ্যাডভান্সড লেভেলের এমসিকিউ টেস্ট আছে। সংশ্লিষ্ট ধারাগুলো পড়ে নিয়ে এটি অনুশীলন করুন।

এখানে আপনার নাম ও ফোন নাম্বার লিখুন। ইমেইলটি লেখা বাধ্যতামূলক নয়; তবে, ইমেইল এড্রেস দিলে আপনার ইমেইলে বিস্তারিত ফলাফল চলে যাবে।

1 / 35

1. মানহানি করার সর্বোচ্চ শাস্তি নিচের কোনটি?

2 / 35

2. দণ্ডবিধির ৪৬৩ ধারার শিরোনাম হিসেবে নিচের কোনটি সঠিক?

3 / 35

3. দণ্ডবিধি অনুসারে জালিয়াতির সর্বোচ্চ শাস্তি নিচের কোনটি?

4 / 35

4. মূল্যবান জামানত, উইল ইত্যাদি জালকরণ এর সর্বোচ্চ সাজা কত?

5 / 35

5. A একটি বিনিময় বিলে এই উদ্দেশ্যে তার নিজ নাম স্বাক্ষর করে যে, এটি একই নামের অন্য কোনো ব্যক্তি ড্র (draw) করেছে বলে বিশ্বাস করা হয়। A অপরাধ করেছে .... । [বার : ২০২০]

6 / 35

6. দণ্ডবিধির ৪৬৪ ধারার শিরোনাম হিসেবে নিচের কোনটি সঠিক?

7 / 35

7. আপনি জানেন একটি দলিল জাল এবং সেটি আপনি তৈরি করেননি। কিন্তু, তা জানা সত্ত্বেও উক্ত দলিলটি খাঁটি দলিল হিসেবে ব্যবহার করলেন। এক্ষেত্রে আপনার অপরাধটি নিচে বর্ণিত কোনটির আওতায় পড়বে?

8 / 35

8. ‘ক’ থানায় অভিযোগ করে যে, তার ভাই ‘খ’ একটি সাদা কাগজে তাদের পিতার সই নকল করেছে। দণ্ডবিধি অনুসারে এটা কোন অপরাধ? [বার : ২০১৫]

9 / 35

9. আদালতের নথিপত্র বা সরকারি রেজিস্টার জালকরণ এর শাস্তি দণ্ডবিধির কত ধারায় বলা আছে?

10 / 35

10. মিথ্যা ট্রেডমার্ক বা প্রোপার্টি মার্ক ব্যবহার করার সর্বোচ্চ শাস্তি কত?

11 / 35

11. দণ্ডবিধির ৪৬৪ ধারা অনুসারে মিথ্যা দলিল তৈরি করার কতটি ক্ষেত্রের কথা বলা রয়েছে?

12 / 35

12. ব্যভিচারের জন্য কাকে অভিযুক্ত করা যায়? [বার : ২০১৫]

13 / 35

13. দণ্ডবিধির কত ধারায় ট্রেডমার্ক এর সংজ্ঞা দেওয়া হয়েছে?

14 / 35

14. দণ্ডবিধি অনুযায়ী একজন স্বামী বা স্ত্রী নিচের কোন শর্তের কারণে স্বামী বা স্ত্রী’র জীবদ্দশাতেও পুনরায় বিবাহ করতে পারবে?

15 / 35

15. ক একটি প্রেসের মালিক। খ একটি মানহানিকর লিফলেট ক এর প্রেস থেকে ছাপিয়ে বিলি করলে প্রেসের মালিকের শাস্তি নিচের কোনটি?

16 / 35

16. ব্যভিচার এক প্রকার—

17 / 35

17. দণ্ডবিধি অনুসারে Forgery for purpose of cheating অপরাধটি করার সর্বোচ্চ সাজা কত?

18 / 35

18. ক একটি বিল অব এক্সচেঞ্জে নিজের নাম স্বাক্ষর করে। তার উদ্দেশ্য, বিলটিতে নিজের নাম স্বাক্ষর করে উহা একই নামের অপর একজন ব্যক্তি কর্তৃক সম্পাদিত হয়েছে বলে বিশ্বাস সৃষ্টি করবে। ক ...... করেছে।

19 / 35

19. মৃত কোনো ব্যক্তির বিরুদ্ধে ......... অপরাধটি সংঘটিত করা যায়।

20 / 35

20. The Penal Code, 1860 এর কত ধারায় ‘Defamation’ সংজ্ঞায়িত হয়েছে? [বার : ২০২০]

21 / 35

21. দণ্ডবিধিতে ব্যভিচার সম্পর্কিত ধারা কোনটি?

22 / 35

22. দণ্ডবিধির ৪৬৪ ধারা অনুসারে নিচের কোন ক্ষেত্রে মিথ্যা দলিল তৈরি করা বলে গণ্য হয়?

23 / 35

23. Forgery এর সংজ্ঞা দণ্ডবিধির কত ধারার বিষয়বস্তু?

24 / 35

24. The Penal Code, 1860 এর ধারা ৪৯৯ এ বর্ণিত মানহানির সংজ্ঞার কয়টি ব্যতিক্রমের উল্লেখ আছে? [বার : ২০২২]

25 / 35

25. ব্যভিচারের শাস্তি দণ্ডবিধি অনুযায়ী নিচের কোনটি?

26 / 35

26. Forged document এর সংজ্ঞা দণ্ডবিধির কোন ধারার বিষয়বস্তু?

27 / 35

27. Forgery for purpose of harming reputation অপরাধটির সর্বোচ্চ সাজা কত?

28 / 35

28. দণ্ডবিধি অনুসারে - A man’s signature of his own name may amount to ..... . - শুণ্যস্থানে কী বসবে?

29 / 35

29. আদালতের নথি বা সরকারি রেজিস্টার জাল করলে সর্বোচ্চ কত বছরের কারাদণ্ড হতে পারে?

30 / 35

30. ক জনৈক ব্যাঙ্কারের নামে খ দ্বারা স্বাক্ষরিত একটি বাহককে প্রদেয় চেক পায়। চেকটিতে কোনো পরিমাণ উল্লে­খ নাই। ক প্রবঞ্চনামূলক ভাবে চেকটিতে দশ হাজার টাকা লিখে উহা পূরণ করে নেয়। এটি নিচে বর্ণিত কোন অপরাধ?

31 / 35

31. স্বামী বা স্ত্রী’র জীবদ্দশায় পুনরায় বিবাহ করার সর্বোচ্চ শাস্তি নিচের কোনটি হতে পারে?

32 / 35

32. দণ্ডবিধিতে বর্ণিত মানহানির মূল সংজ্ঞায় কতটি ব্যাখ্যা অংশ রয়েছে?

33 / 35

33. Making a false document এর সংজ্ঞা দণ্ডবিধির কত ধারার বিষয়বস্তু?

34 / 35

34. জালিয়াতির সাজা দণ্ডবিধির কোন ধারায় দেওয়া আছে?

35 / 35

35. Forgery for purpose of cheating এর শাস্তি দণ্ডবিধির কত ধারায় বলা আছে?

Your score is

0%