আইনকানুন একাডেমি

/87
33

Penal Code [403-462B] - Advanced Exam

এখানে দণ্ডবিধির ৪০৩-৪৬২খ ধারাসমূহ নিয়ে অ্যাডভান্সড লেভেলের এমসিকিউ টেস্ট আছে। সংশ্লিষ্ট ধারাগুলো পড়ে নিয়ে এটি অনুশীলন করুন।

এখানে আপনার নাম ও ফোন নাম্বার লিখুন। ইমেইলটি লেখা বাধ্যতামূলক নয়; তবে, ইমেইল এড্রেস দিলে আপনার ইমেইলে বিস্তারিত ফলাফল চলে যাবে।

1 / 87

1. দণ্ডবিধির ৪০৩ ধারার শিরোনাম হিসেবে নিচের কোনটি সঠিক?

2 / 87

2. আপনি রাজপথে ৫০০ টাকার একটি নোট পড়ে থাকতে দেখে এবং টাকাটির মালিকের সন্ধান জানা না থাকায় টাকাটি কুড়িয়ে নিলেন। এক্ষেত্রে আপনার অপরাধ কি?

3 / 87

3. দণ্ডবিধির ৪১০ ধারার শিরোনাম হিসেবে নিচের কোনটি সঠিক?

4 / 87

4. অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ করা দণ্ডবিধির কোন ধারা অনুযায়ী অপরাধ?

5 / 87

5. আপনার বাড়ির গৃহপরিচারিকা হিসেবে কর্তব্যপালনরত কেউ যদি অপরাধমূলক বিশ্বাসভঙ্গ করেন তাহলে তার সর্বোচ্চ শাস্তি হিসেবে নিচের কোনটি হতে পারে?

6 / 87

6. অনধিকার গৃহ প্রবেশ অপরাধের সংজ্ঞা দণ্ডবিধির কোন ধারায় দেওয়া আছে?

7 / 87

7. সরকারি রাস্তা, পুল, নদী বা খালের ক্ষতি করে অনিষ্টসাধন এর সর্বোচ্চ শাস্তি হিসেবে নিচের কোনটি সঠিক?

8 / 87

8. অপরাধমূলক বিশ্বাসভঙ্গের সাজা দণ্ডবিধির নিম্নবর্ণিত কত ধারায় বলা আছে?

9 / 87

9. অপরাধমূলক অনধিকার প্রবেশের ক্ষেত্রে অভিযুক্ত ব্যক্তিকে সর্বোচ্চ কত টাকা পর্যন্ত অর্থদণ্ডে দণ্ডিত করা যেতে পারে?

10 / 87

10. দণ্ডবিধির ৪১৬ ধারার বিষয়বস্তু হিসেবে নিচের কোনটি সবচেয়ে সঠিক?

11 / 87

11. ক টাকাসহ একটি থলি পায়। থলিটি কার সে তা তখন জানে না। পরে সে জানতে পায় যে, থলিটি চ—এর, কিন্তু তবু সে উহা নিজের ব্যবহারের জন্য রেখে দেয়। এক্ষেত্রে ক এর অপরাধ নিচে বর্ণিত কোনটি?

12 / 87

12. ডাকাতির মাধ্যমে লব্ধ চোরাই সম্পত্তি কেউ জেনে—বুঝে তার কাছে রাখলে সর্বোচ্চ শাস্তি নিচের কোনটি?

13 / 87

13. আঘাত, আক্রমণ বা অবৈধ আটকের প্রস্তুতি নেওয়ার পর অনধিকার গৃহপ্রবেশ এর শাস্তি কত?

14 / 87

14. X নিজেকে মৃত Y হিসেবে পরিচয় দিয়ে প্রতারণা করে। X এর কৃত অপরাধ হলো- [বার : ২০১৩]

15 / 87

15. অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ এর বিষয়বস্তু নিচের কোনটি হতে পারে-

16 / 87

16. সম্পদটি চোরাই জেনেও তা অসাধুভাবে দখলে রাখার অপরাধ বিষয়ে The Penal Code, 1860 এর কোন ধারায় বলা হয়েছে? [বার : ২০২৩]

17 / 87

17. কেরানি বা ভৃত্য দ্বারা অপরাধমূলক বিশ্বাসভঙ্গের শাস্তি কি?

18 / 87

18. কোনো গুদামের রক্ষক হিসেবে কেউ যদি অপরাধমূলক বিশ্বাসভঙ্গ করেন, তাহলে তার সর্বোচ্চ শাস্তি হিসেবে নিচের কোনটি হতে পারে?

19 / 87

19. প্রতারণার সাজা দণ্ডবিধির কত ধারার বিষয়বস্তু?

20 / 87

20. ব্যাংক কোম্পানীর সাথে প্রতারণার শাস্তি কত?

21 / 87

21. X অন্যায়ভবে Y এর ক্ষতিসাধনের উদ্দেশ্য ইচ্ছাপূর্বক Y এর একটি আংটি নদীতে নিক্ষেপ করে। X এর কৃত অপরাধ হলো- [বার : ২০১৩]

22 / 87

22. সম্পত্তি অসাধুভাবে আত্মসাৎকরণের শাস্তি হিসেবে নিচের কোনটি সঠিক?

23 / 87

23. প্রতারণার অপরাধের নিচের কোন ধরণের ক্ষেত্রে সর্বোচ্চ সাজা ৭ বছরের কারাদণ্ড হতে পারে?

24 / 87

24. ‘ক’ এর দোকনে ‘খ’ ক্যাশ কাউন্টারের দায়িত্বে নিয়োজিত থাকাবস্থায় ৫০,০০০ টাকা সরিয়ে ফেলে। ‘খ’ পেনাল কোড এর কোন ধারার অপরাধ করেছে? [জুডি. : ২০১৪]

25 / 87

25. অপথে বা সঙ্গোপনে গৃহপ্রবেশ এর সর্বোচ্চ শাস্তি কত?

26 / 87

26. কোনো সরকারি কর্মচারি কর্তৃক অপরাধমূলক বিশ্বাসভঙ্গের সর্বোচ্চ শাস্তি নিচের কোনটি হতে পারে?

27 / 87

27. ঢাকার বাসিন্দা ক চট্টগ্রামের বাসিন্দা চ—এর এজেন্ট। ক ও চ—এর মধ্যে একটি ¯পষ্ট বা অব্যক্ত চুক্তি এই মর্মে বিদ্যমান আছে যে, চ—এর প্রেক্ষিতে সকল টাকা ক, চ—এর নির্দেশ মত বিনিয়োগ করবে। চ ক—এর কাছে এক লক্ষ টাকা প্রেরণ করে এই টাকা কোম্পানির কাজে লগ্নি করার নির্দেশ দেয়। ক অসাধুভাবে নির্দেশটি অমান্য করে টাকাটা নিজের ব্যবসায় খাটায়। ক নিচে বর্ণিত কোন অপরাধটি সংঘটন করেছে?

28 / 87

28. Y এর কর্মচারী X জনসাধারণের চলাচলের রাস্তায় একটি আংটি কুড়িয়ে পেয়ে নিয়ে যায়। X এর অপরাধ- [জুডি. : ২০২১]

29 / 87

29. অভ্যাসগতভাবে চোরাইমাল বেচাকেনা করার শাস্তি দণ্ডবিধির কত ধারায় বলা আছে?

30 / 87

30. ব্যাংক অফিসার ও কর্মচারীদের অবহেলামূলক আচরণের অপরাধটি দণ্ডবিধির কোন ধারায় বর্ণিত রয়েছে?

31 / 87

31. নিচের কোনটি অপরাধমূলক বিশ্বাসভঙ্গের উপাদান নয়? [বার : ২০২০]

32 / 87

32. দণ্ডবিধির ৪৪২ ধারার শিরোনাম হিসেবে নিচের কোনটি সঠিক?

33 / 87

33. রাত্রিকালে সঙ্গোপনে বা অপথে গৃহপ্রবেশ এর সর্বোচ্চ সাজা কত?

34 / 87

34. ‘ক’ রাজপথে একটি ৫০০ টাকার নোট দেখতে পান। নোটটির মালিক কে, তা না খঁুজেই ‘ক’ সেটি খরচ করে ফেলেন। এক্ষেত্রে ‘ক’ কোন ধরণের অপরাধ করেছেন? [জুডি. : ২০২৩]

35 / 87

35. ক সিভিল সার্ভিসে রয়েছে বলে মিথ্যা ভান করে ইচ্ছাকৃতভাবে চ—কে বঞ্চনা করে এবং তাকে ধারে সম্পত্তি দিতে চ—কে অসাধুভাবে প্ররোচিত করে। অথচ এই সম্পত্তির মূল্য প্রদানের ইচ্ছা তার নাই। এখানে ক এর অপরাধটি কী?

36 / 87

36. The Penal Code,1860 এর কোন ধারায় ‘অনিষ্ট’ [Mischief] এর সংজ্ঞা দেওয়া হয়েছে? [জুডি. : ২০২২]

37 / 87

37. চোরাই মালের সংজ্ঞা দণ্ডবিধির কোন ধারায় আছে?

38 / 87

38. A অজ্ঞাত মালিকের একটি সোনার আংটি পায়। মালিককে খঁুজে বের করার চেষ্টা না করেই A তা বিক্রি করে। A ০৯. যে অপরাধে দোষী হবে, তা— [বার : ২০১৫]

39 / 87

39. Dishonestly receiving stolen property অপরাধটির সাজা দণ্ডবিধির কত ধারায় বলা আছে?

40 / 87

40. কোনো সম্পত্তির দখল দস্যুতার ফলে হলে সে সম্পত্তিকে কি বলে?

41 / 87

41. অপথে গৃহপ্রবেশ এর শাস্তি দণ্ডবিধির কত ধারায় বলা আছে?

42 / 87

42. পঞ্চাশ টাকার অধিক পরিমাণ টাকা ক্ষতি করে অনিষ্ট সাধন করলে তার শাস্তি কি?

43 / 87

43. ঢাকার বাসিন্দা ক চট্টগ্রামের বাসিন্দা চ—এর এজেন্ট। ক ও চ—এর মধ্যে একটি ¯পষ্ট বা অব্যক্ত চুক্তি এই মর্মে বিদ্যমান আছে যে, চ—এর প্রেক্ষিতে সকল টাকা ক, চ—এর নির্দেশ মত বিনিয়োগ করবে। চ ক—এর কাছে এক লক্ষ টাকা প্রেরণ করে এই টাকা কোম্পানির কাজে লগ্নি করার নির্দেশ দেয়। ক সরলমনে কোম্পানির যে খাতে বিনিয়োগ করার কথা, সেইখাতে বিনিয়োগ না করে অন্য একটি খাতে বিনিয়োগ করে। ক নিচে বর্ণিত কোন অপরাধটি সংঘটন করেছে?

44 / 87

44. দণ্ডবিধির ৪০৫ ধারার শিরোনাম হিসেবে নিচের কোনটি সঠিক?

45 / 87

45. চোরাই মাল কেউ অসাধুভাবে গ্রহণ করলে তার সর্বোচ্চ শাস্তি সাধারণভাবে নিচের কোনটি?

46 / 87

46. দণ্ডবিধির অনুসারে House-trespass অপরাধটির আবশ্যিক উপাদান নিচের কোনটি?

47 / 87

47. অপরাধমূলক বিশ্বাসভঙ্গ এর সংজ্ঞা দণ্ডবিধির কত ধারায় বলা আছে?

48 / 87

48. অন্যের দখলীয় সম্পত্তিতে কোনো অপরাধ সংঘটনের জন্য প্রবেশ করলে দণ্ডবিধি অনুযায়ী তা কোন ধারার অপরাধ?

49 / 87

49. সরকারি রাস্তা, পুল, নদী বা খালের ক্ষতি করে অনিষ্ট সাধন এর শাস্তির বিধান দণ্ডবিধির কত ধারায় বলা আছে?

50 / 87

50. কোনো ব্যক্তির মৃত্যুকালে তার সম্পত্তি অসাধুভাবে আত্মসাৎকরণের শাস্তি সাধারণভাবে নিচের কোনটি?

51 / 87

51. অন্যের দখলীয় সম্পত্তিতে কোনো অপরাধ সংঘটনের জন্য যে কেহ প্রবেশ করে যে অপরাধটি করে তা হলো- [বার : ২০১৫]

52 / 87

52. কেরাণী বা চাকর কতৃর্ক অপরাধমূলক বিশ্বাসভঙ্গ এর শাস্তি দণ্ডবিধির কত ধারায় বলা আছে?

53 / 87

53. ক রাস্তার উপরে একটি পত্রসহ একটি ব্যাংকনোট পায়। পত্রের বিবরণ ও নির্দেশ হতে সে জানতে পায় ব্যাংকনোটটি কার। এ অবস্থায় ব্যাংকনোটটি নিজের কাছে রেখে দিলে দণ্ডবিধি অনুযায়ী কোন অপরাধ?

54 / 87

54. সরকারি কর্মচারী কতৃর্ক অপরাধমূলক বিশ^াসভঙ্গের ক্ষেত্রে The Penal Code, 1860 অনুযায়ী কারাদণ্ডের সবোর্চ্চ মেয়াদ কী? [বার : ২০২৩]

55 / 87

55. অপরের রূপ ধারণ করে প্রতারণার বিষয়টি দণ্ডবিধির কত ধারায় আছে?

56 / 87

56. ক একটি গুদামের রক্ষক। চ বিদেশ যাত্রাকালে তার আসবাবপত্র ক—এর কাছে গচ্ছিত রাখে এই শর্তে যে, গুদামের জন্য একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদানের পর গুদাম হতে চ—এর আসবাবপত্র প্রত্যর্পণ করা হবে। ক অসাধুভাবে এই গচ্ছিত আসবাবপত্র বিক্রয় করে। ক এর অপরাধ কী?

57 / 87

57. রাত্রিকালে সঙ্গোপনে বা অপথে গৃহপ্রবেশ এর শাস্তি দণ্ডবিধির কত ধারায় বলা আছে?

58 / 87

58. অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ করলে তার শাস্তি সাধারণভাবে কোনটি?

59 / 87

59. ‘ক’ ৫,০০০ টাকা ‘খ’ কে ৭ দিনের জন্য রাখতে দেয়। ‘খ’ আকস্মিক প্রয়োজনে তা খরচ করে ফেলে এবং ১৫ দিন পরে তা ‘ক’ এর নিকট ফেরত দেয়। এটি নিম্নের কোন অপরাধ? [জুডি. : ২০১৪]

60 / 87

60. দণ্ডবিধির ৪৪১ ধারার শিরোনাম হিসেবে নিচের কোনটি সঠিক?

61 / 87

61. Lurking house trespass by night এর বিষয়ে দণ্ডবিধির কত ধারায় বলা আছে?

62 / 87

62. দণ্ডবিধির কত ধারায় অনিষ্টের সাধারণ সাজা উল্লেখ আছে?

63 / 87

63. অন্যের রূপ ধারণ পূর্বক প্রতারণা করার শাস্তি দণ্ডবিধির কত ধারায় বলা আছে?

64 / 87

64. The Penal Code, 1860 অনুসারে কয়টি উপায়ে `Housing-breaking’ ’ এর অপরাধ সংঘটিত হতে পারে? [বার : ২০২৩]

65 / 87

65. The Penal Code, 1860 এর কোন ধারায় ‘প্রতারণা’র সংজ্ঞা বর্ণিত হয়েছে? [বার : ২০২২]

66 / 87

66. কোনো ব্যবসায়ী কর্তৃক অপরাধমূলক বিশ্বাসভঙ্গের শাস্তি নিচের কোনটি হতে পারে?

67 / 87

67. Lurking house-trespass এর সংজ্ঞা দণ্ডবিধির কত ধারায় বলা হয়েছে?

68 / 87

68. কোনো পণ্যের উপর কোনো নকল মার্ক দিয়ে ক ইচ্ছাকৃতভাবে চ—কে প্রবঞ্চনামূলক এইরূপ বিশ্বাস করায় যে, পণ্যটি কোনো প্রসিদ্ধ প্রস্তুতকারকের তৈরি। এইভাবে ক চ—কে সে পণ্যটি ক্রয় করতে ও উহার জন্য মূল্য প্রদান করতে প্ররোচিত করে। এখানে ক এর অপরাধ কী?

69 / 87

69. অপরাধমূলক অনধিকার প্রবেশের শাস্তি দণ্ডবিধির কত ধারায় বলা আছে?

70 / 87

70. House-breaking by night অপরাধ দণ্ডবিধির কোন ধারায় বর্ণিত আছে?

71 / 87

71. কোনো ব্যক্তি সূর্যাস্তের পরে ও সূর্যোদয়ের পূর্বে সিঁধ কেটে বা দরজা—জানালা ভেঙে গৃহে প্রবেশ করলে যে ব্যক্তির অপরাধ হবে- [বার : ২০১৩]

72 / 87

72. অনধিকার গৃহপ্রবেশ এর শাস্তি দণ্ডবিধির কত ধারায় উল্লেখ আছে?

73 / 87

73. দণ্ডবিধির ৪১৫ ধারার শিরোনাম হিসেবে নিচের কোনটি সঠিক?

74 / 87

74. মৃত্যু বা আঘাত ঘটাবার প্রস্তুতি গ্রহণের পর অনিষ্ট সাধন এর শাস্তি কত?

75 / 87

75. প্রতারণা (Cheating) এর সংজ্ঞা দণ্ডবিধির কত ধারায় আছে? [বার : ২০১২]

76 / 87

76. দণ্ডবিধি অনুসারে অন্যের রূপ ধারণ করে ছদ্মবেশে প্রতারণার শাস্তি কি?

77 / 87

77. মৃত ব্যক্তির মৃত্যুকালে তার দখলভুক্ত সম্পত্তি অসাধুভাবে আত্মসাৎকরণ এর শাস্তি দণ্ডবিধির কত ধারায় বলা আছে?

78 / 87

78. দণ্ডবিধি অনুসারে Habitually dealing in stolen property অপরাধটির সর্বোচ্চ সাজা কত?

79 / 87

79. প্রতারণার সর্বোচ্চ শাস্তি কী? [বার : ২০১৫]

80 / 87

80. অপরাধমূলক বিশ্বাসভঙ্গের সাধারণ শাস্তি কি?

81 / 87

81. দণ্ডবিধির কত ধারায় House-breaking এর সংজ্ঞা প্রদান করা হয়েছে?

82 / 87

82. অপরাধমূলক অনধিকার প্রবেশের শাস্তি কি?

83 / 87

83. অনধিকার গৃহপ্রবেশের শাস্তি কত?

84 / 87

84. কোনো ব্যক্তির মৃত্যুকালে তার সম্পত্তি তার চাকর বা কর্মচারী কর্তৃক অসাধুভাবে আত্মসাৎকরণের শাস্তি নিচের কোনটি?

85 / 87

85. X সদবিশ্বাসে Y এর একটি ঘড়ি তার (X) নিজের মনে করে নিয়ে যায় এবং তা ব্যবহার করতে থাকে। X এর কৃত কাজ- [বার : ২০২২]

86 / 87

86. একটি চোরাইমাল গ্রহণ কখন অপরাধ বলে গণ্য হয়?

87 / 87

87. দণ্ডবিধি অনুসারে Whoever commits criminal trespass by entering into or remaining in any building, tent or vessel used as a human dwelling or any building used as a place for worship, or as a place for the custody of property, is said to commit “.......” শুণ্যস্থানে কী বসবে?

Your score is

0%