/47 15 Penal Code [339-358] - Advanced Exam এখানে দণ্ডবিধির ৩৩৯-৩৫৮ ধারাসমূহ নিয়ে অ্যাডভান্সড লেভেলের এমসিকিউ টেস্ট আছে। সংশ্লিষ্ট ধারাগুলো পড়ে নিয়ে এটি অনুশীলন করুন। এখানে আপনার নাম ও ফোন নাম্বার লিখুন। ইমেইলটি লেখা বাধ্যতামূলক নয়; তবে, ইমেইল এড্রেস দিলে আপনার ইমেইলে বিস্তারিত ফলাফল চলে যাবে। 1 / 47 1. মারাত্মক প্ররোচনার ফলে অপরাধমূলক বলপ্রয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ কত টাকা অর্থদণ্ড প্রদত্ত হতে পারে? ২০০ টাকা ৩০০ টাকা ৫০০ টাকা ১০০০ টাকা সঠিক উত্তর : ২০০ টাকা ; [ধারা : ৩৫৮, দণ্ডবিধি] সঠিক উত্তর : ২০০ টাকা ; [ধারা : ৩৫৮, দণ্ডবিধি] 2 / 47 2. কোনো সরকারি কর্মচারীকে তার কর্তব্য পালনের সময় অপরাধমূলক বলপ্রয়োগ করলে তার শাস্তি নিচের কোনটি হতে পারে? ৪ বছরের সশ্রম কারাদণ্ড ৫ বছরের সশ্রম কারাদণ্ড ৭ বছরের সশ্রম কারাদণ্ড সঠিক উত্তর নেই সঠিক উত্তর : সঠিক উত্তর নেই ; [ধারা : ৩৫৩, দণ্ডবিধি] সঠিক উত্তর : সঠিক উত্তর নেই ; [ধারা : ৩৫৩, দণ্ডবিধি] 3 / 47 3. মুক্তির জন্য রিট জারি করার পরেও কোনো ব্যক্তিকে অবৈধভাবে আটক রাখা - দণ্ডবিধির কোন ধারা অনুসারে অপরাধ বলে গণ্য হবে? ৩৩৯ ধারা অনুসারে ৩৪৪ ধারা অনুসারে ৩৪৫ ধারা অনুসারে ৩৪৭ ধারা অনুসারে সঠিক উত্তর : ৩৪৫ ধারা অনুসারে ; [ধারা : ৩৪৫, দণ্ডবিধি] সঠিক উত্তর : ৩৪৫ ধারা অনুসারে ; [ধারা : ৩৪৫, দণ্ডবিধি] 4 / 47 4. ক কোনো বাড়ির সকল দরজায় আগ্নেয়াস্ত্রে—সজ্জিত ব্যক্তিদের মোতায়েন করে চ—কে বলে যে, চ বাড়ি হতে বের হবার চেষ্টা করলে আগ্নেয়াস্ত্র সজ্জিত ব্যক্তিরা চ—এর প্রতি গুলিবর্ষণ করবে। ক এর অপরাধ নিচের কোনটি? অন্যায় আটক/অবরোধ অন্যায় অর্পণ অন্যায়ভাবে বাধা অন্যায় নিয়ন্ত্রণ সঠিক উত্তর : অন্যায় আটক/অবরোধ ; [ধারা : ৩৪০, দণ্ডবিধি] সঠিক উত্তর : অন্যায় আটক/অবরোধ ; [ধারা : ৩৪০, দণ্ডবিধি] 5 / 47 5. সরকারি কর্মচারীকে তার কর্তব্যপালনে বাধাপ্রদানের উদ্দেশ্যে আক্রমণ করা দণ্ডবিধির কোন ধারা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ? ১৭২ ধারা ১৬২ ধারা ৩৫২ ধারা ৩৫৩ ধারা সঠিক উত্তর : ৩৫৩ ধারা ; [ধারা : ৩৫৩, দণ্ডবিধি] সঠিক উত্তর : ৩৫৩ ধারা ; [ধারা : ৩৫৩, দণ্ডবিধি] 6 / 47 6. দণ্ডবিধির ৩৫২ ধারা অনুসারে- Whether the provocation was grave and sudden enough to mitigate the offence, is a ... . - শুণ্যস্থানে কী বসবে? question of fact question of law question of law and fact question of relevant fact সঠিক উত্তর : question of fact ; [ধারা : ৩৫২, দণ্ডবিধি] সঠিক উত্তর : question of fact ; [ধারা : ৩৫২, দণ্ডবিধি] 7 / 47 7. কোন অপরাধের কারাদণ্ড বিনাশ্রম হবে? [বার : ২০২৩] মনুষ্যহরণ অবৈধ বাধা দান খুন ডাকাতি সঠিক উত্তর : অবৈধ বাধা দান ; [ধারা : ৩৪১, দণ্ডবিধি] সঠিক উত্তর : অবৈধ বাধা দান ; [ধারা : ৩৪১, দণ্ডবিধি] 8 / 47 8. অবৈধ অবরোধ এর শাস্তি দণ্ডবিধির কত ধারায় বলা আছে? ৩৪০ ধারা ৩৩৯ ধারা ৩৪১ ধারা ৩৪২ ধারা সঠিক উত্তর : ৩৪২ ধারা ; [ধারা : ৩৪২, দণ্ডবিধি] সঠিক উত্তর : ৩৪২ ধারা ; [ধারা : ৩৪২, দণ্ডবিধি] 9 / 47 9. আক্রমণ এবং অপরাধমূলক বলপ্রয়োগের সাজা যথাক্রমে — যথাক্রমে ৬ মাস ও ৩ মাসের কারাদণ্ড যথাক্রমে ২ বছর ও ১ বছরের কারাদণ্ড যথাক্রমে ৩ মাস ও ৩ মাসের কারাদণ্ড যথাক্রমে ১ বছর ও ৬ মাসের কারাদণ্ড সঠিক উত্তর : যথাক্রমে ৩ মাস ও ৩ মাসের কারাদণ্ড ; [ধারা : ৩৫২, দণ্ডবিধি] সঠিক উত্তর : যথাক্রমে ৩ মাস ও ৩ মাসের কারাদণ্ড ; [ধারা : ৩৫২, দণ্ডবিধি] 10 / 47 10. Assault or criminal force to woman with intent to outage her modesty- অপরাধটির শাস্তি দণ্ডবিধির কোন ধারায় বর্ণিত আছে? ৩৫৩ ধারা ৩৫৪ ধারা ৪৯৭ ধারা ৫০৯ ধারা সঠিক উত্তর : ৩৫৪ ধারা ; [ধারা : ৩৫৪, দণ্ডবিধি] সঠিক উত্তর : ৩৫৪ ধারা ; [ধারা : ৩৫৪, দণ্ডবিধি] 11 / 47 11. দণ্ডবিধির ৩৫৮ ধারাটি কোন ধারার ব্যাখ্যাসাপেক্ষে বিবেচনা করতে হয়? ৩৩৪ ধারার ব্যাখ্যা সাপেক্ষে ৩৫২ ধারার ব্যাখ্যা সাপেক্ষে ৩৫৮ ধারার ব্যাখ্যা সাপেক্ষে ৩৩৫ ধারার ব্যাখ্যা সাপেক্ষে সঠিক উত্তর : ৩৫২ ধারার ব্যাখ্যা সাপেক্ষে ; [ধারা : ৩৫৮, দণ্ডবিধি] সঠিক উত্তর : ৩৫২ ধারার ব্যাখ্যা সাপেক্ষে ; [ধারা : ৩৫৮, দণ্ডবিধি] 12 / 47 12. দণ্ডবিধি মোতাবেক অবৈধ অবরোধের দণ্ড কি? সর্বোচ্চ ১ মাস কারাদণ্ড সর্বোচ্চ ১ বছর কারাদণ্ড সর্বোচ্চ ৩ মাস কারাদণ্ড সর্বোচ্চ ৩ বছর কারাদণ্ড সঠিক উত্তর : সর্বোচ্চ ১ বছর কারাদণ্ড ; [ধারা : ৩৪২, দণ্ডবিধি] সঠিক উত্তর : সর্বোচ্চ ১ বছর কারাদণ্ড ; [ধারা : ৩৪২, দণ্ডবিধি] 13 / 47 13. অপরাধমূলক বলপ্রয়োগের সাজা দণ্ডবিধির কোন ধারার শর্তাবলী সাপেক্ষে হয়ে থাকে? ২৯৯ ধারায় বর্ণিত ৩টি ব্যাখার শর্তসাপেক্ষে ৩২৬ক ধারার শাস্তির ব্যতিক্রমের শর্তাবলীর সাপেক্ষে ৩০০ ধারার ১ নং ব্যতিক্রমের শর্তাবলীর সাপেক্ষে ৩৫৪ ধারায় বর্ণিত ব্যতিক্রমের শর্ত সাপেক্ষে সঠিক উত্তর : ৩০০ ধারার ১ নং ব্যতিক্রমের শর্তাবলীর সাপেক্ষে ; [ধারা : ৩৫২, দণ্ডবিধি] সঠিক উত্তর : ৩০০ ধারার ১ নং ব্যতিক্রমের শর্তাবলীর সাপেক্ষে ; [ধারা : ৩৫২, দণ্ডবিধি] 14 / 47 14. X, Y—কে একটি ঘরে যেতে বাধ্য করত সেখানে তালাবদ্ধ করে রাখে। X— কী অপরাধ করেছে? [বার : ২০২০] অবৈধ বাধা অবৈধ অবরোধ অপহরণ বলপূর্বক বাধা সঠিক উত্তর : অবৈধ অবরোধ ; [ধারা : ৩৩৯, দণ্ডবিধি] সঠিক উত্তর : অবৈধ অবরোধ ; [ধারা : ৩৩৯, দণ্ডবিধি] 15 / 47 15. অপরাধমূলক বলপ্রয়োগের সাজা দণ্ডবিধির কোন ধারার শর্তাবলী সাপেক্ষে হয়ে থাকে? ২৯৯ ধারায় বর্ণিত ৩টি ব্যাখার শর্তসাপেক্ষে ৩৫৮ ধারার ব্যতিক্রমের শর্তাবলীর সাপেক্ষে ৩০০ ধারার ১ নং ব্যতিক্রমের শর্তাবলীর সাপেক্ষে খ ও গ উভয়ই সঠিক উত্তর : ৩০০ ধারার ১ নং ব্যতিক্রমের শর্তাবলীর সাপেক্ষে ; [ধারা : ৩৫২, দণ্ডবিধি] সঠিক উত্তর : ৩০০ ধারার ১ নং ব্যতিক্রমের শর্তাবলীর সাপেক্ষে ; [ধারা : ৩৫২, দণ্ডবিধি] 16 / 47 16. ক, চ—কে একটি দেয়ালঘেরা জায়গায় যেতে বাধ্য করে এবং সেখানে চ—কে তালাবদ্ধ করে রাখে। ফলে, চ সে দেওয়ালের মধ্যবর্তী নির্দিষ্ট সীমার বাইরে যেতে অসমর্থ হয়। দণ্ডবিধি অনুযায়ী ক এর অপরাধটি কী নামে অভিহিত হবে? অন্যায় আটক অন্যায় অর্পণ অন্যায়ভাবে বাধা অন্যায় নিয়ন্ত্রণ সঠিক উত্তর : অন্যায় আটক ; [ধারা : ৩৪০, দণ্ডবিধি] সঠিক উত্তর : অন্যায় আটক ; [ধারা : ৩৪০, দণ্ডবিধি] 17 / 47 17. অবৈধ বাধাদান এর সংজ্ঞা দণ্ডবিধির কত ধারায় বলা আছে? ৩৪০ ধারা ৩৩৯ ধারা ৩৪১ ধারা ৩৪২ ধারা সঠিক উত্তর : ৩৩৯ ধারা ; [ধারা : ৩৩৯, দণ্ডবিধি] সঠিক উত্তর : ৩৩৯ ধারা ; [ধারা : ৩৩৯, দণ্ডবিধি] 18 / 47 18. অপরাধমূলক বলপ্রয়োগ অথবা আক্রমণের অপরাধে একজন অপরাধীকে সর্বোচ্চ কত টাকা অর্থদণ্ড দেওয়া যেতে পারে? ২০০ টাকা ৩০০ টাকা ৫০০ টাকা ১০০০ টাকা সঠিক উত্তর : ৫০০ টাকা ; [ধারা : ৩৫২, দণ্ডবিধি] সঠিক উত্তর : ৫০০ টাকা ; [ধারা : ৩৫২, দণ্ডবিধি] 19 / 47 19. ক কোনো মহিলাকে ভীতিগ্রস্থ বা আহত করার উদ্দেশ্যে যদি তার ঘোমটা খুলে ফেলে তবে তা দণ্ডবিধি অনুযায়ী নিচে বর্ণিত কোন অপরাধটি হবে? বলপ্রয়োগ শ্লীলতাহানী ব্যভিচার অপরাধমূলক বলপ্রয়োগ সঠিক উত্তর : অপরাধমূলক বলপ্রয়োগ ; [ধারা : ৩৫০, দণ্ডবিধি] সঠিক উত্তর : অপরাধমূলক বলপ্রয়োগ ; [ধারা : ৩৫০, দণ্ডবিধি] 20 / 47 20. ক, চ—এর প্রতি মুষ্টি উত্তোলন করে। ইহার ফলে চ যাতে বিশ্বাস করে যে ক তাকে আঘাত করতে উদ্যত হয়েছে, সে জন্যই ক তা করে অথবা ইহার ফলে এরূপ হতে পারে জানা সত্ত্বেও তা করে। এখানে দণ্ডবিধি অনুযায়ী কী করেছে? বলপ্রয়োগ অপরাধমূলক বলপ্রয়োগ আক্রমণ বর্ণিত সবগুলোই সঠিক সঠিক উত্তর : আক্রমণ ; [ধারা : ৩৫১, দণ্ডবিধি] সঠিক উত্তর : আক্রমণ ; [ধারা : ৩৫১, দণ্ডবিধি] 21 / 47 21. দণ্ডবিধির ৩৪৯ ধারা অনুযায়ী কোনো বলপ্রয়োগ বা Force এর শাস্তি নিচের কোনটি? ১ বছরের কারাদণ্ড ৩ মাসের কারাদণ্ড ৬ মাসের কারাদণ্ড এটি কোনো অপরাধ নয় সঠিক উত্তর : এটি কোনো অপরাধ নয় ; [ধারা : ৩৪৯, দণ্ডবিধি] সঠিক উত্তর : এটি কোনো অপরাধ নয় ; [ধারা : ৩৪৯, দণ্ডবিধি] 22 / 47 22. কোনো নারীর শ্লীলতাহানির উদ্দেশ্যে আক্রমণ করলে সর্বোচ্চ শাস্তি নিচের কোনটি হতে পারে? ৩ মাস পর্যন্ত কারাদণ্ড ২ বছর পর্যন্ত কারাদণ্ড ৩ বছর পর্যন্ত কারাদণ্ড ২ মাস পর্যন্ত কারাদণ্ড সঠিক উত্তর : ২ বছর পর্যন্ত কারাদণ্ড ; [ধারা : ৩৫৪, দণ্ডবিধি] সঠিক উত্তর : ২ বছর পর্যন্ত কারাদণ্ড ; [ধারা : ৩৫৪, দণ্ডবিধি] 23 / 47 23. আক্রমণ এর সংজ্ঞা দণ্ডবিধির কত ধারায় বর্ণিত আছে? ৩৪৯ ধারায় ৩৫০ ধারায় ৩৫১ ধারায় ৩৫২ ধারায় সঠিক উত্তর : ৩৫১ ধারায় ; [ধারা : ৩৫১, দণ্ডবিধি] সঠিক উত্তর : ৩৫১ ধারায় ; [ধারা : ৩৫১, দণ্ডবিধি] 24 / 47 24. অবৈধ অবরোধ এর সংজ্ঞা দণ্ডবিধির কত ধারায় বলা আছে? ৩৪০ ধারা ৩৩৯ ধারা ৩৪১ ধারা ৩৪২ ধারা সঠিক উত্তর : ৩৪০ ধারা ; [ধারা : ৩৪০, দণ্ডবিধি] সঠিক উত্তর : ৩৪০ ধারা ; [ধারা : ৩৪০, দণ্ডবিধি] 25 / 47 25. দণ্ডবিধির ৩৩৯ ধারার বিষয়বস্তু হিসেবে নিচের কোনটি সঠিক? Wrongful restraint Wrongful confinement Punishment for wrongful restraint Punishment for wrongful confinement সঠিক উত্তর : Wrongful restraint ; [ধারা : ৩৩৯, দণ্ডবিধি] সঠিক উত্তর : Wrongful restraint ; [ধারা : ৩৩৯, দণ্ডবিধি] 26 / 47 26. মারাত্মক প্ররোচনার ফলে আক্রমণের সর্বোচ্চ শাস্তি কী? ১ মাসের সশ্রম কারাদণ্ড ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ৩ মাসের সশ্রম কারাদণ্ড ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড সঠিক উত্তর : ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ; [ধারা : ৩৫৮, দণ্ডবিধি] সঠিক উত্তর : ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ; [ধারা : ৩৫৮, দণ্ডবিধি] 27 / 47 27. কোনো ব্যক্তিকে অবৈধ বাধা দিলে বাধাদানকারীর দণ্ড হিসেবে কোনটি সঠিক? সর্বোচ্চ ১ মাস কারাদণ্ড সর্বোচ্চ ১ বছর কারাদণ্ড সর্বোচ্চ ৩ মাস কারাদণ্ড সর্বোচ্চ ৩ বছর কারাদণ্ড সঠিক উত্তর : সর্বোচ্চ ১ মাস কারাদণ্ড ; [ধারা : ৩৪১, দণ্ডবিধি] সঠিক উত্তর : সর্বোচ্চ ১ মাস কারাদণ্ড ; [ধারা : ৩৪১, দণ্ডবিধি] 28 / 47 28. অপরাধমূলক বলপ্রয়োগ এর সংজ্ঞা দণ্ডবিধির কত ধারায় বর্ণিত আছে? ৩৪৯ ধারায় ৩৫০ ধারায় ৩৫১ ধারায় ৩৫২ ধারায় সঠিক উত্তর : ৩৫০ ধারায়; [ধারা : ৩৫০, দণ্ডবিধি] সঠিক উত্তর : ৩৫০ ধারায়; [ধারা : ৩৫০, দণ্ডবিধি] 29 / 47 29. দণ্ডবিধির ৩৪৯ ধারার শিরোনাম হিসেবে নিচের কোনটি সঠিক? Force Criminal Force Assault Grievous hurt সঠিক উত্তর : Force ; [ধারা : ৩৪৯, দণ্ডবিধি] সঠিক উত্তর : Force ; [ধারা : ৩৪৯, দণ্ডবিধি] 30 / 47 30. ক একটি হিংস্র কুকুরের মুখ বন্ধনী খুলতে শুরু করে। চ যাতে বিশ্বাস করে যে, ক কুকুরটিকে দিয়ে তাকে আক্রমণ করার উদ্দেশ্যেই কুকুরটির মুখ বন্ধনী খুলে দিচ্ছে, এই উদ্দেশ্যেই, অথবা চ এইরূপ বিশ্বাস করতে পারে জানা সত্ত্বেও ক এই কাজ করে। এখানে দণ্ডবিধি অনুযায়ী ক কী করেছে? বলপ্রয়োগ অপরাধমূলক বলপ্রয়োগ আক্রমণ বর্ণিত সবগুলোই সঠিক সঠিক উত্তর : আক্রমণ ; [ধারা : ৩৫১, দণ্ডবিধি] সঠিক উত্তর : আক্রমণ ; [ধারা : ৩৫১, দণ্ডবিধি] 31 / 47 31. দশ বা ততোধিক দিনের জন্য অবৈধভাবে কাউকে আটক রাখলে সর্বোচ্চ কত দিনের সাজা হতে পারে? ১ বছরের দণ্ড ২ বছরের দণ্ড ৩ বছরের দণ্ড ৪ বছরের দণ্ড সঠিক উত্তর : ৩ বছরের দণ্ড ; [ধারা : ৩৪৪, দণ্ডবিধি] সঠিক উত্তর : ৩ বছরের দণ্ড ; [ধারা : ৩৪৪, দণ্ডবিধি] 32 / 47 32. তিন বা ততোধিক দিনের জন্য অবৈধভাবে কাউকে আটক রাখলে উক্ত ব্যক্তির সাজা নিচের বর্ণিত কোন ধারার বিষয়বস্তু? ৩৩৯ ধারায় ৩৪০ ধারায় ৩৪৩ ধারায় ৩৪৪ ধারায় সঠিক উত্তর : ৩৪৩ ধারায় ; [ধারা : ৩৪৩, দণ্ডবিধি] সঠিক উত্তর : ৩৪৩ ধারায় ; [ধারা : ৩৪৩, দণ্ডবিধি] 33 / 47 33. তিন বা ততোধিক দিনের জন্য অবৈধভাবে কাউকে আটক রাখলে সর্বোচ্চ কত দিনের সাজা হতে পারে? ১ বছরের দণ্ড ২ বছরের দণ্ড ৩ বছরের দণ্ড ৪ বছরের দণ্ড সঠিক উত্তর : ২ বছরের দণ্ড ; [ধারা : ৩৪৩, দণ্ডবিধি] সঠিক উত্তর : ২ বছরের দণ্ড ; [ধারা : ৩৪৩, দণ্ডবিধি] 34 / 47 34. শ্লীলতাহানীর উদ্দেশ্যে কোনো নারীর ওপর অপরাধমূলক বলপ্রয়োগের সর্বোচ্চ শাস্তি নিচের কোনটি হতে পারে? ২ বছরের কারাদণ্ড ৩ বছরের কারাদণ্ড ৫ বছরের সশ্রম কারাদণ্ড ৭ বছরের কারাদণ্ড সঠিক উত্তর : ২ বছরের কারাদণ্ড ; [ধারা : ৩৫৪, দণ্ডবিধি] সঠিক উত্তর : ২ বছরের কারাদণ্ড ; [ধারা : ৩৫৪, দণ্ডবিধি] 35 / 47 35. দণ্ডবিধির ৩৪০ ধারার শিরোনাম হিসেবে নিচের কোনটি সঠিক? Wrongful restraint Wrongful confinement Punishment for wrongful restraint Punishment for wrongful confinement সঠিক উত্তর : Wrongful confinement ; [ধারা : ৩৪০, দণ্ডবিধি] সঠিক উত্তর : Wrongful confinement ; [ধারা : ৩৪০, দণ্ডবিধি] 36 / 47 36. দশ বা ততোধিক দিনের জন্য অবৈধভাবে কাউকে আটক রাখলে উক্ত ব্যক্তির সাজা নিচের বর্ণিত কোন ধারার বিষয়বস্তু? ৩৩৯ ধারায় ৩৪০ ধারায় ৩৪৩ ধারায় ৩৪৪ ধারায় সঠিক উত্তর : ৩৪৪ ধারায় ; [ধারা : ৩৪৪, দণ্ডবিধি] সঠিক উত্তর : ৩৪৪ ধারায় ; [ধারা : ৩৪৪, দণ্ডবিধি] 37 / 47 37. করিম একটি রাস্তায় বাধার সৃষ্টি করে, যে রাস্তা সুমনের অতিক্রম করার অধিকার রয়েছে। করিম সরল বিশ্বাসে মনে করে যে, তার উক্ত পথ বন্ধ করার অধিকার রয়েছে। সুমন বাধাপ্রাপ্ত হওয়ায় করিমের অপরাধটি কি? অন্যায় আটক কোনো অপরাধ নয় অন্যায়ভাবে বাধা অবৈধ অবরোধ সঠিক উত্তর : কোনো অপরাধ নয় ; [ধারা : ৩৩৯, দণ্ডবিধি] সঠিক উত্তর : কোনো অপরাধ নয় ; [ধারা : ৩৩৯, দণ্ডবিধি] 38 / 47 38. করিম একজন সরকারি কর্মচারী। তার সরকারি কর্তব্যপালনে বাধা দেবার উদ্দেশ্যে সুমন মি. করিমকে আক্রমণ করলে সুমনের সর্বোচ্চ শাস্তি নিচের কোনটি হতে পারে? ৩ মাস পর্যন্ত কারাদণ্ড ২ বছর পর্যন্ত কারাদণ্ড ৩ বছর পর্যন্ত কারাদণ্ড ২ মাস পর্যন্ত কারাদণ্ড সঠিক উত্তর : ৩ বছর পর্যন্ত কারাদণ্ড ; [ধারা : ৩৫৩, দণ্ডবিধি] সঠিক উত্তর : ৩ বছর পর্যন্ত কারাদণ্ড ; [ধারা : ৩৫৩, দণ্ডবিধি] 39 / 47 39. ক চ—এর সম্মতি ব্যতীত চ—এর উপর একটি কুকুরকে ঝাপিয়ে পড়তে লেলিয়ে দেয়। এখানে ক—এর উদ্দেশ্য যদি হয় চ—কে আহত, ভীতিগ্রস্ত বা বিরক্ত করা, তবে ক চ এর সাথে কি অপরাধ করেছে? অন্যায় অবরোধ অন্যায় বাধা অপরাধমূলক বলপ্রয়োগ আক্রমণ সঠিক উত্তর : অপরাধমূলক বলপ্রয়োগ ; [ধারা : ৩৫০, দণ্ডবিধি] সঠিক উত্তর : অপরাধমূলক বলপ্রয়োগ ; [ধারা : ৩৫০, দণ্ডবিধি] 40 / 47 40. কোন ব্যক্তিকে অবৈধভাবে অবরোধ করার উদ্দেশ্যে আক্রমণ বা অপরাধমূলক বলপ্রয়োগ এর শাস্তি কত? ৩ মাস পর্যন্ত কারাদণ্ড ২ বছর পর্যন্ত কারাদণ্ড ১ বছর পর্যন্ত কারাদণ্ড ২ মাস পর্যন্ত কারাদণ্ড সঠিক উত্তর : ১ বছর পর্যন্ত কারাদণ্ড ; [ধারা : ৩৫৭, দণ্ডবিধি] সঠিক উত্তর : ১ বছর পর্যন্ত কারাদণ্ড ; [ধারা : ৩৫৭, দণ্ডবিধি] 41 / 47 41. Assault or Criminal force to deter public servent from discharge of his duty – অপরাধের শাস্তি কী? [জুডি. : ২০১৭] ৩ বছরের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড অথবা অর্থদণ্ড অথবা উভয়ই ৫ বছরের কারাদণ্ড এবং অর্থদণ্ড ৩ বছরের সশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড কোনোটিই সঠিক নয় সঠিক উত্তর : ৩ বছরের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড অথবা অর্থদণ্ড অথবা উভয়ই ; [ধারা : ৩৫৩, দণ্ডবিধি] সঠিক উত্তর : ৩ বছরের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড অথবা অর্থদণ্ড অথবা উভয়ই ; [ধারা : ৩৫৩, দণ্ডবিধি] 42 / 47 42. অবৈধ বাধাদান এর শাস্তি দণ্ডবিধির কত ধারায় বলা আছে? ৩৪০ ধারা ৩৩৯ ধারা ৩৪১ ধারা ৩৪২ ধারা সঠিক উত্তর : ৩৪১ ধারা ; [ধারা : ৩৪১, দণ্ডবিধি] সঠিক উত্তর : ৩৪১ ধারা ; [ধারা : ৩৪১, দণ্ডবিধি] 43 / 47 43. বলপ্রয়োগ এর সংজ্ঞাটি দণ্ডবিধির কত ধারায় আছে? ৩৪৯ ধারায় ৩৫০ ধারায় ৩৫১ ধারায় ৩৫২ ধারায় সঠিক উত্তর : ৩৪৯ ধারায় ; [ধারা : ৩৪৯, দণ্ডবিধি] সঠিক উত্তর : ৩৪৯ ধারায় ; [ধারা : ৩৪৯, দণ্ডবিধি] 44 / 47 44. অপরাধমূলক বলপ্রয়োগ এর শাস্তি হিসেবে নিচের কোনটি সঠিক? ১ মাসের কারাদণ্ড ২ মাসের কারাদণ্ড ৩ মাসের কারাদণ্ড ৬ মাসের কারাদণ্ড সঠিক উত্তর : ৩ মাসের কারাদণ্ড ; [ধারা : ৩৫২, দণ্ডবিধি] সঠিক উত্তর : ৩ মাসের কারাদণ্ড ; [ধারা : ৩৫২, দণ্ডবিধি] 45 / 47 45. Y এর যে রাস্তায় চলাচলের অধিকার আছে সে পথে X বিঘ্ন সৃষ্টি করে। এতে Y এর চলাচল বাধাগ্রস্ত হয়। X এর কৃত অপরাধ হলো- [বার : ২০১৩] অন্যায় আটক অন্যায় অর্পণ অন্যায় বাধা অন্যায় নিয়ন্ত্রণ সঠিক উত্তর : অন্যায় বাধা ; [ধারা : ৩৩৯, দণ্ডবিধি] সঠিক উত্তর : অন্যায় বাধা ; [ধারা : ৩৩৯, দণ্ডবিধি] 46 / 47 46. X লাঠি হাতে নিয়ে Y কে বলে, ‘আমি তোমাকে পিটাবো।’ এর দ্বারা X এর কৃত অপরাধ .....। [বার : ২০২২] আক্রমণ আঘাত বল প্রয়োগ আঘাতের চেষ্টা সঠিক উত্তর : আক্রমণ ; [ধারা : ৩৫১, দণ্ডবিধি] সঠিক উত্তর : আক্রমণ ; [ধারা : ৩৫১, দণ্ডবিধি] 47 / 47 47. ক অসৎ উদ্দেশ্যে জনৈক মহিলার সম্মতি ছাড়া ও মহিলাটি বিরক্ত হবেন জেনেও তার ঘোমটা খুলে ফেলেন। ক কোন অপরাধ করেছেন? [জুডি. : ২০২৪] Use of criminal force Assault Assault with intent to outrage modesty Casuing hurt সঠিক উত্তর : Assault with intent to outrage modesty ; [ধারা : ৩৫৪, দণ্ডবিধি] সঠিক উত্তর : Assault with intent to outrage modesty ; [ধারা : ৩৫৪, দণ্ডবিধি] Your score is Facebook 0% Restart quiz By Wordpress Quiz plugin