/57 20 Penal Code [319-338A] - Advanced Exam এখানে দণ্ডবিধির ৩১৯-৩৩৮ক ধারাসমূহ নিয়ে অ্যাডভান্সড লেভেলের এমসিকিউ টেস্ট আছে। সংশ্লিষ্ট ধারাগুলো পড়ে নিয়ে এটি অনুশীলন করুন। এখানে আপনার নাম ও ফোন নাম্বার লিখুন। ইমেইলটি লেখা বাধ্যতামূলক নয়; তবে, ইমেইল এড্রেস দিলে আপনার ইমেইলে বিস্তারিত ফলাফল চলে যাবে। 1 / 57 1. দণ্ডবিধির ৩৩৪ ধারাটির প্রয়োগ কোন ধারার শর্তাবলীর সাপেক্ষে বিবেচনা করতে হয়? ২৯৯ ধারায় বর্ণিত ৩টি ব্যাখার শর্তসাপেক্ষে ৩২৬ক ধারার শাস্তির ব্যতিক্রমের শর্তাবলীর সাপেক্ষে ৩০০ ধারার ১ নং ব্যতিক্রমের শর্তাবলীর সাপেক্ষে ৩৫৮ ধারায় বর্ণিত ব্যতিক্রমের শর্ত সাপেক্ষে সঠিক উত্তর : ৩০০ ধারার ১ নং ব্যতিক্রমের শর্তাবলীর সাপেক্ষে ; [ধারা : ৩৩৪, দণ্ডবিধি] সঠিক উত্তর : ৩০০ ধারার ১ নং ব্যতিক্রমের শর্তাবলীর সাপেক্ষে ; [ধারা : ৩৩৪, দণ্ডবিধি] 2 / 57 2. মারাত্মক অস্ত্র দিয়ে গুরুতর আঘাতের শাস্তি কি? ৩ বছর কারাদণ্ড ৫ বছর কারাদণ্ড ৭ বছর কারাদণ্ড যাবজ্জীবন বা ১০ বছর কারাদণ্ড সঠিক উত্তর : যাবজ্জীবন বা ১০ বছর কারাদণ্ড ; [ধারা : ৩২৬, দণ্ডবিধি] সঠিক উত্তর : যাবজ্জীবন বা ১০ বছর কারাদণ্ড ; [ধারা : ৩২৬, দণ্ডবিধি] 3 / 57 3. গুরুতর আঘাতের শাস্তি কি? ৩ বছর কারাদণ্ড ৫ বছর কারাদণ্ড ৭ বছর কারাদণ্ড ১০ বছর কারাদণ্ড সঠিক উত্তর : ৭ বছর কারাদণ্ড ; [ধারা : ৩২৫, দণ্ডবিধি] সঠিক উত্তর : ৭ বছর কারাদণ্ড ; [ধারা : ৩২৫, দণ্ডবিধি] 4 / 57 4. সুমন করিমকে মুখের কথায় নানাভাবে উত্যক্ত করতে থাকে। এমতাবস্থায় করিম উত্তেজিত হয়ে সুমনকে ঘুষি মেরে আঘাত করলে করিমের সর্বোচ্চ শাস্তি নিচের কোনটি হতে পারে? সর্বোচ্চ ১ মাসের সশ্রম কারাদণ্ড সর্বোচ্চ ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড সর্বোচ্চ ৩ মাসের সশ্রম কারাদণ্ড সর্বোচ্চ ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড সঠিক উত্তর : সর্বোচ্চ ১ মাসের সশ্রম কারাদণ্ড ; [ধারা : ৩৩৪, দণ্ডবিধি] সঠিক উত্তর : সর্বোচ্চ ১ মাসের সশ্রম কারাদণ্ড ; [ধারা : ৩৩৪, দণ্ডবিধি] 5 / 57 5. চোখ উপড়িয়ে ফেলার সর্বোচ্চ শাস্তি হিসেবে নিচের কোনটি সঠিক? ৫ বছর কারাদণ্ড ৭ বছর কারাদণ্ড ১০ বছর কারাদণ্ড মৃত্যুদণ্ড সঠিক উত্তর : মৃত্যুদণ্ড ; [ধারা : ৩২৬ক, দণ্ডবিধি] সঠিক উত্তর : মৃত্যুদণ্ড ; [ধারা : ৩২৬ক, দণ্ডবিধি] 6 / 57 6. দণ্ডবিধির ৩০০ ধারার ১ নং ব্যতিক্রমের শর্তাবলী নিচে বর্ণিত দণ্ডবিধির কোন ধারার জন্য প্রযোজ্য নয়? ৩৫৮ ধারার প্রয়োগের জন্য ৩৩৪ ধারার প্রয়োগের জন্য ৩৩৫ ধারার প্রয়োগের জন্য ৩০৯ ধারার প্রয়োগের জন্য সঠিক উত্তর : ৩০৯ ধারার প্রয়োগের জন্য ; [ধারা : ৩৩৫, দণ্ডবিধি] সঠিক উত্তর : ৩০৯ ধারার প্রয়োগের জন্য ; [ধারা : ৩৩৫, দণ্ডবিধি] 7 / 57 7. দণ্ডবিধির ৩০০ ধারার ১ নং ব্যতিক্রমের শর্তাবলী দণ্ডবিধির কোন কোন ধারার জন্য প্রযোজ্য? ৩৫৮ ধারার প্রয়োগের জন্য ৩৩৪ ধারার প্রয়োগের জন্য ৩৩৫ ধারার প্রয়োগের জন্য বর্ণিত সব ধারার জন্যই সঠিক উত্তর : বর্ণিত সব ধারার জন্যই ; [ধারা : ৩৩৫, দণ্ডবিধি] সঠিক উত্তর : বর্ণিত সব ধারার জন্যই ; [ধারা : ৩৩৫, দণ্ডবিধি] 8 / 57 8. উত্তেজনাবশত স্বেচ্ছাকৃতভাবে গুরুতর আঘাত প্রদানের শাস্তি দণ্ডবিধির কত ধারায় বলা আছে? ৩৩৪ ধারা ৩৩৫ ধারা ৩৩৮ ধারা ৩৩৮ক ধারা সঠিক উত্তর : ৩৩৫ ধারা ; [ধারা : ৩৩৫, দণ্ডবিধি] সঠিক উত্তর : ৩৩৫ ধারা ; [ধারা : ৩৩৫, দণ্ডবিধি] 9 / 57 9. প্ররোচনার কারণে গুরুতর আঘাত করলে তার সর্বোচ্চ শাস্তি হিসেবে নিচের কোনটি সঠিক? ১ মাসের কারাদণ্ড ১ বছরের কারাদণ্ড ৩ বছরের কারাদণ্ড ৪ বছরের কারাদণ্ড সঠিক উত্তর : ৪ বছরের কারাদণ্ড ; [ধারা : ৩৩৫, দণ্ডবিধি] সঠিক উত্তর : ৪ বছরের কারাদণ্ড ; [ধারা : ৩৩৫, দণ্ডবিধি] 10 / 57 10. প্ররোচনার [Provocation] দরুণ আঘাত প্রদান করা হলে তার সর্বোচ্চ শাস্তি নিচের কোনটি হতে পারে? ১ মাসের কারাদণ্ড ২ মাসের কারাদণ্ড ৩ মাসের কারাদণ্ড ৬ মাসের কারাদণ্ড সঠিক উত্তর : ১ মাসের কারাদণ্ড ; [ধারা : ৩৩৪, দণ্ডবিধি] সঠিক উত্তর : ১ মাসের কারাদণ্ড ; [ধারা : ৩৩৪, দণ্ডবিধি] 11 / 57 11. Punishment for voluntarily causing grievous hurt- দণ্ডবিধির কোন ধারায় এই শাস্তির বিধানটি বর্ণিত রয়েছে? ৩২৩ ৩২৪ ৩২৫ ৩২৬ সঠিক উত্তর : ৩২৫ ; [ধারা : ৩২৫, দণ্ডবিধি] সঠিক উত্তর : ৩২৫ ; [ধারা : ৩২৫, দণ্ডবিধি] 12 / 57 12. দণ্ডবিধির ৩০০ ধারার ১ নং ব্যতিক্রমের শর্তাবলী দণ্ডবিধির কোন কোন ধারার জন্য প্রযোজ্য? ৩০০ ধারার ১ নং ব্যতিক্রমের জন্য ৩৩৪ ধারার প্রয়োগের জন্য ৩৩৫ ধারার প্রয়োগের জন্য বর্ণিত সব ধারার জন্যই সঠিক উত্তর : বর্ণিত সব ধারার জন্যই ; [ধারা : ৩৩৫, দণ্ডবিধি] সঠিক উত্তর : বর্ণিত সব ধারার জন্যই ; [ধারা : ৩৩৫, দণ্ডবিধি] 13 / 57 13. দণ্ডবিধির ৩১৯ ধারার শিরোনাম হিসেবে নিচের কোনটি সঠিক? Hurt Simple hurt Grievous hurt Voluntarily causing hurt সঠিক উত্তর : Hurt ; [ধারা : ৩১৯, দণ্ডবিধি] সঠিক উত্তর : Hurt ; [ধারা : ৩১৯, দণ্ডবিধি] 14 / 57 14. পেনাল কোডে কত প্রকারের আঘাতকে “মারাত্মক” হিসেবে চিহ্নিত করা হয়েছে? [বার : ২০১৩] ৬ প্রকারের ৮ প্রকারের ৯ প্রকারের ১০ প্রকারের সঠিক উত্তর : ৮ প্রকারের ; [ধারা : ৩২০, দণ্ডবিধি] সঠিক উত্তর : ৮ প্রকারের ; [ধারা : ৩২০, দণ্ডবিধি] 15 / 57 15. কোনো আঘাত অপরাধ বলে গণ্য হবার ক্ষেত্রে নিচের কোনটি আবশ্যিক উপাদান? আঘাত বা গুরুতর আঘাতটি অসাধুভাবে হতে হবে আঘাত বা গুরুতর আঘাতটি ক্ষতির উদ্দেশ্যে হতে হবে আঘাত বা গুরুতর আঘাতটি ইচ্ছাকৃতভাবে হতে হবে আঘাত বা গুরুতর আঘাতটি সরল বিশ্বাসে হতে হবে সঠিক উত্তর : আঘাত বা গুরুতর আঘাতটি ইচ্ছাকৃতভাবে হতে হবে ; [ধারা : ৩২১ ও ৩২২, দণ্ডবিধি] সঠিক উত্তর : আঘাত বা গুরুতর আঘাতটি ইচ্ছাকৃতভাবে হতে হবে ; [ধারা : ৩২১ ও ৩২২, দণ্ডবিধি] 16 / 57 16. বলপূর্বক সম্পত্তি ছিনিয়ে নেওয়ার জন্য স্বেচ্ছাকৃতভাবে গুরুতর আঘাত দানের শাস্তি সর্বোচ্চ কত বছর? ১২ বছর কারাদণ্ড ১০ বছর কারাদণ্ড ১৪ বছর কারাদণ্ড যাবজ্জীবন কারাদণ্ড সঠিক উত্তর : যাবজ্জীবন কারাদণ্ড ; [ধারা : ৩২৯, দণ্ডবিধি] সঠিক উত্তর : যাবজ্জীবন কারাদণ্ড ; [ধারা : ৩২৯, দণ্ডবিধি] 17 / 57 17. মারাত্মক অস্ত্র দ্বারা স্বেচ্ছাকৃতভাবে গুরুতর আঘাত প্রদানের সর্বোচ্চ কারাদণ্ড ....... । [বার : ২০২৩] ৫ বছর ৭ বছর ১০ বছর ৩ বছর সঠিক উত্তর : ১০ বছর ; [ধারা : ৩২৬, দণ্ডবিধি] সঠিক উত্তর : ১০ বছর ; [ধারা : ৩২৬, দণ্ডবিধি] 18 / 57 18. প্ররোচনার [Provocation] দরুণ আঘাত প্রদান করা হলে সর্বোচ্চ জরিমানা কত? ২০০ টাকা জরিমানা ৩০০ টাকা জরিমানা ৫০০ টাকা জরিমানা ১০০০ টাকা জরিমানা সঠিক উত্তর : ৫০০ টাকা জরিমানা ; [ধারা : ৩৩৪, দণ্ডবিধি] সঠিক উত্তর : ৫০০ টাকা জরিমানা ; [ধারা : ৩৩৪, দণ্ডবিধি] 19 / 57 19. দণ্ডবিধির ৩২০ ধারার শিরোনাম হিসেবে নিচের কোনটি নঠিক? Hurt Simple hurt Grievous hurt Voluntarily causing hurt সঠিক উত্তর : Grievous hurt ; [ধারা : ৩২০, দণ্ডবিধি] সঠিক উত্তর : Grievous hurt ; [ধারা : ৩২০, দণ্ডবিধি] 20 / 57 20. ‘ক’ স্বেচ্ছায় ‘খ’ কে বাঁশ দিয়ে গুরুতর আঘাত প্রদান করে। The Penal Code,1860 অনুযায়ী ‘ক’ এর সর্বোচ্চ শাস্তি ..... [জুডি. : ২০২২] ৩ ৫ ৭ ১০ সঠিক উত্তর : ৭ ; [ধারা : ৩২৫, দণ্ডবিধি] সঠিক উত্তর : ৭ ; [ধারা : ৩২৫, দণ্ডবিধি] 21 / 57 21. রহিমের দ্বারা আহত হয়ে করিম মাসাধিককাল ধরে কোনো সাধারণ কাজ করতে না পারলে, দণ্ডবিধির অনুসারে কোন ধরনের অপরাধের সংজ্ঞায় সংজ্ঞায়িত হবে? বেআইনি আক্রমণ আঘাত গুরুতর আঘাত কোনোটিই সঠিক নয় সঠিক উত্তর : গুরুতর আঘাত ; [ধারা : ৩২০, দণ্ডবিধি] সঠিক উত্তর : গুরুতর আঘাত ; [ধারা : ৩২০, দণ্ডবিধি] 22 / 57 22. দণ্ডবিধির ৩৩৫ ধারাটির প্রয়োগ কোন ধারার শর্তাবলীর সাপেক্ষে বিবেচনা করতে হয়? ২৯৯ ধারায় বর্ণিত ৩টি ব্যাখার শর্তসাপেক্ষে ৩২৬ক ধারার শাস্তির ব্যতিক্রমের শর্তাবলীর সাপেক্ষে ৩০০ ধারার ১ নং ব্যতিক্রমের শর্তাবলীর সাপেক্ষে ৩৫৮ ধারায় বর্ণিত ব্যতিক্রমের শর্ত সাপেক্ষে সঠিক উত্তর : ৩০০ ধারার ১ নং ব্যতিক্রমের শর্তাবলীর সাপেক্ষে ; [ধারা : ৩৩৫, দণ্ডবিধি] সঠিক উত্তর : ৩০০ ধারার ১ নং ব্যতিক্রমের শর্তাবলীর সাপেক্ষে ; [ধারা : ৩৩৫, দণ্ডবিধি] 23 / 57 23. এসিড দিয়ে মুখ বা মাথা বিকৃতকরণের সর্বোচ্চ শাস্তি হিসেবে নিচের কোনটি সঠিক? ৫ বছর কারাদণ্ড ৭ বছর কারাদণ্ড ১০ বছর কারাদণ্ড মৃত্যুদণ্ড সঠিক উত্তর : মৃত্যুদণ্ড ; [ধারা : ৩২৬ক, দণ্ডবিধি] সঠিক উত্তর : মৃত্যুদণ্ড ; [ধারা : ৩২৬ক, দণ্ডবিধি] 24 / 57 24. মারাত্মক অস্ত্র দ্বারা আঘাতের শাস্তি কি? ১ বছর কারাদণ্ড ২ বছর কারাদণ্ড ৩ বছর কারাদণ্ড ৪ বছর কারাদণ্ড সঠিক উত্তর : ৩ বছর কারাদণ্ড ; [ধারা : ৩২৪, দণ্ডবিধি] সঠিক উত্তর : ৩ বছর কারাদণ্ড ; [ধারা : ৩২৪, দণ্ডবিধি] 25 / 57 25. দণ্ডবিধি অনুসারে - Whoever causes bodily pain, disease or infirmity to any person is said to cause .... - শুণ্যস্থানে কী বসবে? hurt simple hurt grievous hurt voluntarily causing hurt সঠিক উত্তর : hurt ; [ধারা : ৩১৯, দণ্ডবিধি] সঠিক উত্তর : hurt ; [ধারা : ৩১৯, দণ্ডবিধি] 26 / 57 26. ‘ক’ ঘুষি মেরে ‘খ’ এর দাত ফেলে দেয়। ‘ক’ এর কৃত অপরাধ হল— [জুডি. : ২০১৫] সাধারণ জখম মারাত্মক জখম হত্যার প্রচেষ্টা অনিচ্ছাকৃত জখম সঠিক উত্তর : মারাত্মক জখম ; [ধারা : ৩২০, দণ্ডবিধি] সঠিক উত্তর : মারাত্মক জখম ; [ধারা : ৩২০, দণ্ডবিধি] 27 / 57 27. X, Y এর নাকে ঘুষি মেরে নাক ভেঙ্গে দেয়। The Penal Code,1860 এর কোন ধারায় X অপরাধ করেছে? [বার : ২০২২] ৩২৩ ৩২৪ ৩২৫ ৩২৬ সঠিক উত্তর : ৩২৫ ; [ধারা : ৩২৫, দণ্ডবিধি] সঠিক উত্তর : ৩২৫ ; [ধারা : ৩২৫, দণ্ডবিধি] 28 / 57 28. প্ররোচনার [Provocation] দরুণ আঘাত প্রদান করা হলে তার সর্বোচ্চ শাস্তি হিসেবে নিচের কোনটি সঠিক? ১ মাসের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ৩ মাসের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড সঠিক উত্তর : ১ মাসের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড ; [ধারা : ৩৩৪, দণ্ডবিধি] সঠিক উত্তর : ১ মাসের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড ; [ধারা : ৩৩৪, দণ্ডবিধি] 29 / 57 29. সুমন করিমকে মুখের কথায় নানাভাবে টিজ করতে থাকে। এমতাবস্থায় করিম উত্তেজিত হয়ে সুমনকে ঘুষি মেরে গুরুতর আঘাত করলে করিমের সর্বোচ্চ শাস্তি নিচের কোনটি হতে পারে? সর্বোচ্চ ১ মাসের কারাদণ্ড সর্বোচ্চ ১ বছরের কারাদণ্ড সর্বোচ্চ ৪ বছরের কারাদণ্ড সর্বোচ্চ ৭ বছরের কারাদণ্ড সঠিক উত্তর : সর্বোচ্চ ৪ বছরের কারাদণ্ড ; [ধারা : ৩৩৫, দণ্ডবিধি] সঠিক উত্তর : সর্বোচ্চ ৪ বছরের কারাদণ্ড ; [ধারা : ৩৩৫, দণ্ডবিধি] 30 / 57 30. দণ্ডবিধির ৩৩৪ ধারার বিষয়বস্তু হিসেবে নিচের কোনটি সঠিক? Punishment for voluntarily causing grievous hurt Voluntarily causing hurt on provocation Act endangering life or personal safety to others Voluntarily causing grievous hurt on provocation সঠিক উত্তর : Voluntarily causing hurt on provocation ; [ধারা : ৩৩৪, দণ্ডবিধি] সঠিক উত্তর : Voluntarily causing hurt on provocation ; [ধারা : ৩৩৪, দণ্ডবিধি] 31 / 57 31. কোন অপরাধের সবোর্চ্চ কারাদণ্ডের পরিমাণ বেশি? [বার : ২০২৩] স্বেচ্ছাকৃত আঘাত বেআইনি সমাবেশ অবৈধ বাধাদান অনিষ্ট সঠিক উত্তর : স্বেচ্ছাকৃত আঘাত ; [ধারা : ৩২৩, দণ্ডবিধি] সঠিক উত্তর : স্বেচ্ছাকৃত আঘাত ; [ধারা : ৩২৩, দণ্ডবিধি] 32 / 57 32. The Penal Code, 1860 অনুযায়ী নিচের কোনটি গুরুতর আঘাত? [বার : ২০২০] পায়ে ১ ইঞ্চি পরিমাণ কাটার আঘাত বাহুতে আঘাত ঘাড়ে ১.৫ ইঞ্চি কাটা আঘাত বাম কর্ণের শ্রবণশক্তি স্থায়ীভাবে রহিতকরণ সঠিক উত্তর : বাম কর্ণের শ্রবণশক্তি স্থায়ীভাবে রহিতকরণ ; [ধারা : ৩২০, দণ্ডবিধি] সঠিক উত্তর : বাম কর্ণের শ্রবণশক্তি স্থায়ীভাবে রহিতকরণ ; [ধারা : ৩২০, দণ্ডবিধি] 33 / 57 33. সুমন করিমকে মুখের কথায় নানাভাবে টিজ করতে থাকে। এমতাবস্থায় করিম উত্তেজিত হয়ে সুমনকে ঘুষি মেরে আঘাত করলে করিমের জরিমানা সর্বোচ্চ কত পরিমাণ হতে পারে? সর্বোচ্চ ২০০ টাকা সর্বোচ্চ ৫০০ টাকা সর্বোচ্চ ১০০০ টাকা সর্বোচ্চ ২০০০ টাকা সঠিক উত্তর : সর্বোচ্চ ৫০০ টাকা ; [ধারা : ৩৩৪, দণ্ডবিধি] সঠিক উত্তর : সর্বোচ্চ ৫০০ টাকা ; [ধারা : ৩৩৪, দণ্ডবিধি] 34 / 57 34. দণ্ডবিধি অনুসারে কয় ধরনের ফলাফল বা পরিণতিকে আঘাতের সংজ্ঞাভুক্ত করা হয়েছে? ২ ধরনের ৩ ধরনের ৪ ধরনের ৫ ধরনের সঠিক উত্তর : ৩ ধরনের ; [ধারা : ৩১৯, দণ্ডবিধি] সঠিক উত্তর : ৩ ধরনের ; [ধারা : ৩১৯, দণ্ডবিধি] 35 / 57 35. আঘাতের শাস্তি কি? ১ বছর কারাদণ্ড ২ বছর কারাদণ্ড ৩ বছর কারাদণ্ড ৬ মাসের কারাদণ্ড সঠিক উত্তর : ১ বছর কারাদণ্ড ; [ধারা : ৩২৩, দণ্ডবিধি] সঠিক উত্তর : ১ বছর কারাদণ্ড ; [ধারা : ৩২৩, দণ্ডবিধি] 36 / 57 36. Voluntarily causing hurt by dangerous weapons or means- দণ্ডবিধির কোন ধারায় এই শাস্তির বিধানটি বর্ণিত রয়েছে? ৩২৩ ৩২৪ ৩২৫ ৩২৬ সঠিক উত্তর : ৩২৪ ; [ধারা : ৩২৪, দণ্ডবিধি] সঠিক উত্তর : ৩২৪ ; [ধারা : ৩২৪, দণ্ডবিধি] 37 / 57 37. দণ্ডবিধির ৩০০ ধারার ১ নং ব্যতিক্রমের শর্তাবলী দণ্ডবিধির কোন কোন ধারার জন্য প্রযোজ্য? ৩৫২ ধারার প্রয়োগের জন্য ৩৩৪ ধারার প্রয়োগের জন্য ৩৩৫ ধারার প্রয়োগের জন্য বর্ণিত সব ধারার জন্যই সঠিক উত্তর : বর্ণিত সব ধারার জন্যই ; [ধারা : ৩৩৫, দণ্ডবিধি] সঠিক উত্তর : বর্ণিত সব ধারার জন্যই ; [ধারা : ৩৩৫, দণ্ডবিধি] 38 / 57 38. দণ্ডবিধির কত ধারায় আঘাতের সংজ্ঞা দেওয়া আছে? ৩১৯ ধারা ৩২০ ধারা ৩২১ ধারা ৩২২ ধারা সঠিক উত্তর : ৩১৯ ধারা ; [ধারা : ৩১৯, দণ্ডবিধি] সঠিক উত্তর : ৩১৯ ধারা ; [ধারা : ৩১৯, দণ্ডবিধি] 39 / 57 39. দণ্ডবিধির ৩৩৮ক ধারার বিষয়বস্তু হিসেবে নিচের কোনটি সঠিক? বেপরোয়া গাড়ি চালিয়ে গুরুতর আঘাত প্রদান প্ররোচনার দরুণ গুরুতর আঘাত প্রদান আত্মহত্যায় প্ররোচনা প্রদান অবৈধ আটক সঠিক উত্তর : বেপরোয়া গাড়ি চালিয়ে গুরুতর আঘাত প্রদান ; [ধারা : ৩৩৮ক, দণ্ডবিধি] সঠিক উত্তর : বেপরোয়া গাড়ি চালিয়ে গুরুতর আঘাত প্রদান ; [ধারা : ৩৩৮ক, দণ্ডবিধি] 40 / 57 40. দণ্ডবিধির ৩৩৫ ধারার বিষয়বস্তু হিসেবে নিচের কোনটি সঠিক? Punishment for voluntarily causing grievous hurt Voluntarily causing hurt on provocation Act endangering life or personal safety to others Voluntarily causing grievous hurt on provocation সঠিক উত্তর : Voluntarily causing grievous hurt on provocation ; [ধারা : ৩৩৫, দণ্ডবিধি] সঠিক উত্তর : Voluntarily causing grievous hurt on provocation ; [ধারা : ৩৩৫, দণ্ডবিধি] 41 / 57 41. দণ্ডবিধি অনুসারে - Whoever causes bodily pain, .... to any person is said to cause hurt- শুণ্যস্থানে কী বসবে? disease, mental injury or infirmity infirmity or mental injury disease or infirmity mental injury or infirmity সঠিক উত্তর : disease or infirmity ; [ধারা : ৩১৯, দণ্ডবিধি] সঠিক উত্তর : disease or infirmity ; [ধারা : ৩১৯, দণ্ডবিধি] 42 / 57 42. ইচ্ছাকৃতভাবে [Voluntarily] এবং প্ররোচনার [Provocation] দরুণ আঘাতের শাস্তি দণ্ডবিধি অনুযায়ী যথাক্রমে- যথাক্রমে সর্বোচ্চ ১ বছর ও সর্বোচ্চ ১ মাসের কারাদণ্ড যথাক্রমে সর্বোচ্চ ৩ বছর ও সর্বোচ্চ ১ বছরের কারাদণ্ড যথাক্রমে সর্বোচ্চ ১ মাস ও সর্বোচ্চ ১ বছরের কারাদণ্ড যথাক্রমে সর্বোচ্চ ১ বছর ও সর্বোচ্চ ৩ মাসের কারাদণ্ড সঠিক উত্তর : যথাক্রমে সর্বোচ্চ ১ বছর ও সর্বোচ্চ ১ মাসের কারাদণ্ড ; [ধারা : ৩২৩ ও ৩৩৪, দণ্ডবিধি] সঠিক উত্তর : যথাক্রমে সর্বোচ্চ ১ বছর ও সর্বোচ্চ ১ মাসের কারাদণ্ড ; [ধারা : ৩২৩ ও ৩৩৪, দণ্ডবিধি] 43 / 57 43. আঘাত সম্পর্কিত দণ্ডবিধির কোন ধারায় সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে? ৩২৪ ধারায় ৩২৬ ধারায় ৩২৬ক ধারায় ৩৩৬ ধারায় সঠিক উত্তর : ৩২৬ক ধারায় ; [ধারা : ৩২৬ক, দণ্ডবিধি] সঠিক উত্তর : ৩২৬ক ধারায় ; [ধারা : ৩২৬ক, দণ্ডবিধি] 44 / 57 44. সরকারি কর্মচারীকে তার কর্তব্য পালনে বাধা দানের উদ্দেশ্যে স্বেচ্ছাকৃতভাবে গুরুতর আঘাত দানের সর্বোচ্চ সাজা কত? ১২ বছর কারাদণ্ড ১০ বছর কারাদণ্ড ১৪ বছর কারাদণ্ড যাবজ্জীবন সঠিক উত্তর : ১০ বছর কারাদণ্ড ; [ধারা : ৩৩৩, দণ্ডবিধি] সঠিক উত্তর : ১০ বছর কারাদণ্ড ; [ধারা : ৩৩৩, দণ্ডবিধি] 45 / 57 45. কোনো অপরাধ অনুষ্ঠানের উদ্দেশ্যে বিষ প্রয়োগের মাধ্যমে আঘাত প্রদান করার সর্বোচ্চ শাস্তি কত? ৫ বছর কারাদণ্ড ৭ বছর কারাদণ্ড ১০ বছর কারাদণ্ড যাবজ্জীবন সঠিক উত্তর : ১০ বছর কারাদণ্ড ; [ধারা : ৩২৮, দণ্ডবিধি] সঠিক উত্তর : ১০ বছর কারাদণ্ড ; [ধারা : ৩২৮, দণ্ডবিধি] 46 / 57 46. গুরুতর আঘাত হিসেবে বিবেচিত হবে যদি কোনো আঘাত একজনকে- [বার : ২০১২] ৭ দিন পর্যন্ত প্রচণ্ড দৈহিক যন্ত্রণা দেয় ১০ দিন পর্যন্ত প্রচণ্ড দৈহিক যন্ত্রণা দেয় ১৪ দিন পর্যন্ত প্রচণ্ড দৈহিক যন্ত্রণা দেয় ২০ দিন পর্যন্ত প্রচণ্ড দৈহিক যন্ত্রণা দেয় সঠিক উত্তর : ২০ দিন পর্যন্ত প্রচণ্ড দৈহিক যন্ত্রণা দেয় ; [ধারা : ৩২০] সঠিক উত্তর : ২০ দিন পর্যন্ত প্রচণ্ড দৈহিক যন্ত্রণা দেয় ; [ধারা : ৩২০] 47 / 57 47. দণ্ডবিধির কত ধারায় মারাত্মক আঘাতের সংজ্ঞা প্রদান করা হয়েছে? ৩১৯ ধারা ৩২০ ধারা ৩৩৪ ধারা ৩৩৫ ধারা সঠিক উত্তর : ৩২০ ধারা ; [ধারা : ৩২০, দণ্ডবিধি] সঠিক উত্তর : ৩২০ ধারা ; [ধারা : ৩২০, দণ্ডবিধি] 48 / 57 48. নিচে বর্ণিত কোন ধরনের আঘাতের শাস্তি মৃত্যুদণ্ড হতে পারে? অস্ত্র দিয়ে গুরুতর আঘাত এসিড দ্বারা মুখমণ্ডল বিকৃত করা প্ররোচনার দ্বারা কৃত গুরুতর আঘাতে ইচ্ছাকৃতভাবে গুরুতর আঘাত করা সঠিক উত্তর : এসিড দ্বারা মুখমণ্ডল বিকৃত করা ; [ধারা : ৩২৬ক, দণ্ডবিধি] সঠিক উত্তর : এসিড দ্বারা মুখমণ্ডল বিকৃত করা ; [ধারা : ৩২৬ক, দণ্ডবিধি] 49 / 57 49. সাধারণভাবে গুরুতর আঘাতের [Grevious Hurt] শাস্তি দণ্ডবিধির কোন ধারার ব্যতিক্রমসাপেক্ষে বিবেচনা করতে হয়? ৩৩৪ ধারা ৩৩৫ ধারা ৩৩৮ ধারা ৩৩৮ক ধারা সঠিক উত্তর : ৩৩৫ ধারা ; [ধারা : ৩৩৫, দণ্ডবিধি] সঠিক উত্তর : ৩৩৫ ধারা ; [ধারা : ৩৩৫, দণ্ডবিধি] 50 / 57 50. দণ্ডবিধির ৩২১ ধারার বিষয়বস্তু হিসেবে নিচের কোনটি সঠিক? Hurt Simple hurt Grievous hurt Voluntarily causing hurt সঠিক উত্তর : Voluntarily causing hurt ; [ধারা : ৩২১, দণ্ডবিধি] সঠিক উত্তর : Voluntarily causing hurt ; [ধারা : ৩২১, দণ্ডবিধি] 51 / 57 51. সরকারি কর্মচারীকে তার কর্তব্য পালনে বাধা দানের উদ্দেশ্যে স্বেচ্ছাকৃতভাবে আঘাত দানের শাস্তি দণ্ডবিধির কত ধারায় বলা আছে? ৩৩২ধারা ৩২৩ ধারা ৩২৬ ধারা ৩৪৮ ধারা সঠিক উত্তর : ৩৩২ধারা ; [ধারা : ৩৩২, দণ্ডবিধি] সঠিক উত্তর : ৩৩২ধারা ; [ধারা : ৩৩২, দণ্ডবিধি] 52 / 57 52. Voluntarily causing grievous hurt by dangerous weapons or means - দণ্ডবিধির কোন ধারায় এই শাস্তির বিধানটি বর্ণিত রয়েছে? ৩২৩ ৩২৪ ৩২৫ ৩২৬ সঠিক উত্তর : ৩২৬ ; [ধারা : ৩২৬, দণ্ডবিধি] সঠিক উত্তর : ৩২৬ ; [ধারা : ৩২৬, দণ্ডবিধি] 53 / 57 53. সুমন করিমকে মুখের কথায় নানাভাবে টিজ করতে থাকে। এমতাবস্থায় করিম উত্তেজিত হয়ে সুমনকে ঘুষি মেরে মারাত্মক আঘাত করলে করিমের জরিমানা সর্বোচ্চ কত পরিমাণ হতে পারে? সর্বোচ্চ ২০০ টাকা সর্বোচ্চ ৫০০ টাকা সর্বোচ্চ ১০০০ টাকা সর্বোচ্চ ২০০০ টাকা সঠিক উত্তর : সর্বোচ্চ ২০০০ টাকা ; [ধারা : ৩৩৫, দণ্ডবিধি] সঠিক উত্তর : সর্বোচ্চ ২০০০ টাকা ; [ধারা : ৩৩৫, দণ্ডবিধি] 54 / 57 54. দণ্ডবিধির অনুসারে সাধারণভাবে আঘাতের (Hurt) যেকোনো শাস্তির প্রযোজ্যতা কোন ধারার ব্যতিক্রমসাপেক্ষ? ৩৩৪ ধারা ৩৩৫ ধারা ৩৩৮ ধারা ৩৩৮ক ধারা সঠিক উত্তর : ৩৩৪ ধারা ; [ধারা : ৩৩৪, দণ্ডবিধি] সঠিক উত্তর : ৩৩৪ ধারা ; [ধারা : ৩৩৪, দণ্ডবিধি] 55 / 57 55. দণ্ডবিধির ৩২২ ধারার বিষয়বস্তু হিসেবে নিচের কোনটি সঠিক? আঘাত এর সংজ্ঞা গুরুতর আঘাত এর সংজ্ঞা ইচ্ছাকৃতভাবে আঘাত এর সংজ্ঞা ইচ্ছাকৃতভাবে গুরুতর আঘাত এর সংজ্ঞা সঠিক উত্তর : ইচ্ছাকৃতভাবে গুরুতর আঘাত এর সংজ্ঞা ; [ধারা : ৩২২, দণ্ডবিধি] সঠিক উত্তর : ইচ্ছাকৃতভাবে গুরুতর আঘাত এর সংজ্ঞা ; [ধারা : ৩২২, দণ্ডবিধি] 56 / 57 56. দণ্ডবিধি অনুসারে কোনটি গুরুতর আঘাত? [বার : ২০১২] পায়ে রক্তাক্ত জখম হাতে জখম পিঠে স্থায়ী ক্ষত দাঁত ভেঙে ফেলা সঠিক উত্তর :দাঁত ভেঙে ফেলা ; [ধারা : ৩২০, দণ্ডবিধি] সঠিক উত্তর :দাঁত ভেঙে ফেলা ; [ধারা : ৩২০, দণ্ডবিধি] 57 / 57 57. X, Z এর মুখে ঘুষি মারলে তার (Z) একটি দাঁত পড়ে যায়। X এর কৃত অপরাধ হলো- [বার : ২০১৩] সাধারণ জখম মারাত্মক জখম ইচ্ছাকৃত জখম হত্যার প্রচেষ্টা সঠিক উত্তর : মারাত্মক জখম ; [ধারা : ৩২০, দণ্ডবিধি] সঠিক উত্তর : মারাত্মক জখম ; [ধারা : ৩২০, দণ্ডবিধি] Your score is Facebook 0% Restart quiz By Wordpress Quiz plugin