/41 38 Penal Code [141-160] - Advanced Exam এখানে দণ্ডবিধির ১৪১-১৬০ ধারাসমূহ নিয়ে অ্যাডভান্সড লেভেলের এমসিকিউ টেস্ট আছে। সংশ্লিষ্ট ধারাগুলো পড়ে নিয়ে এটি অনুশীলন করুন। এখানে আপনার নাম ও ফোন নাম্বার লিখুন। ইমেইলটি লেখা বাধ্যতামূলক নয়; তবে, ইমেইল এড্রেস দিলে আপনার ইমেইলে বিস্তারিত ফলাফল চলে যাবে। 1 / 41 1. দাঙ্গায় ন্যূনতম কতজনের উপস্থিতি প্রয়োজন হয়? ২ জন ৩ জন ৫ জন ১০ জন সঠিক উত্তর : ৫ জন ; [ধারা : ১৪৬, দণ্ডবিধি] সঠিক উত্তর : ৫ জন ; [ধারা : ১৪৬, দণ্ডবিধি] 2 / 41 2. The Penal Code, 1860 অনুযায়ী সর্বনিম্ন কত জনের অংশগ্রহণে বেআইনি সমাবেশ সংঘটিত হয়? [বার : ২০২২] ৪ ৫ ৭ ১০ সঠিক উত্তর : ৫ ; [ধারা : ১৪১, দণ্ডবিধি] সঠিক উত্তর : ৫ ; [ধারা : ১৪১, দণ্ডবিধি] 3 / 41 3. বেআইনি সমাবেশে যোগদান করার জন্য একজনের সবোর্চ্চ কত সময়ের কারাদণ্ড হতে পারে? ১২ মাস ৯ মাস ৬ মাস ৩ মাস সঠিক উত্তর : ৬ মাস ; [ধারা : ১৪৩, দণ্ডবিধি] সঠিক উত্তর : ৬ মাস ; [ধারা : ১৪৩, দণ্ডবিধি] 4 / 41 4. ‘জনশৃঙ্খলা বিরোধী অপরাধ’ দণ্ডবিধির কোন অধ্যায়ে বর্ণিত আছে? ৬ষ্ঠ অধ্যায় ৭ম অধ্যায় ৮ম অধ্যায় ৯ম অধ্যায় সঠিক উত্তর : ৮ম অধ্যায় ; [ধারা : ১৪১—১৬০, দণ্ডবিধি] সঠিক উত্তর : ৮ম অধ্যায় ; [ধারা : ১৪১—১৬০, দণ্ডবিধি] 5 / 41 5. ‘সাধারণ উদ্দেশ্য’ বা Common Object কোন ধারার বিষয়বস্তু? ১৪১ ধারা ৩৪ ধারা ১৪৭ ধারা ১৪৯ ধারা সঠিক উত্তর : ১৪৯ ধারা ; [ধারা : ১৪৯, দণ্ডবিধি] সঠিক উত্তর : ১৪৯ ধারা ; [ধারা : ১৪৯, দণ্ডবিধি] 6 / 41 6. দণ্ডবিধির ১৫৯ ধারার শিরোনাম হিসেবে নিচের কোনটি সঠিক? দাঙ্গা মারামারি মারামারির সাজা দাঙ্গার সাজা সঠিক উত্তর : মারামারি ; [ধারা : ১৫৯, দণ্ডবিধি] সঠিক উত্তর : মারামারি ; [ধারা : ১৫৯, দণ্ডবিধি] 7 / 41 7. মারাত্মক অস্ত্রসহ দাঙ্গা করার সাজা দণ্ডবিধির কোথায় বর্ণিত আছে? ৩৪৮ ধারা ৪৮ ধারা ১৪৮ ধারা ২৪৮ ধারা সঠিক উত্তর : ১৪৮ ধারা ; [ধারা : ১৪৮, দণ্ডবিধি] সঠিক উত্তর : ১৪৮ ধারা ; [ধারা : ১৪৮, দণ্ডবিধি] 8 / 41 8. বেআইনি সমাবেশের জন্য ভাড়াটিয়া লোকদের আশ্রয় দান করার সর্বোচ্চ সাজা কত? ৩ মাসের কারাদণ্ড ৬ মাসের কারাদণ্ড ১ বছরের কারাদণ্ড ৩ বছরের কারাদণ্ড সঠিক উত্তর : ৬ মাসের কারাদণ্ড ; [ধারা : ১৫৭, দণ্ডবিধি] সঠিক উত্তর : ৬ মাসের কারাদণ্ড ; [ধারা : ১৫৭, দণ্ডবিধি] 9 / 41 9. Rioting এর সংজ্ঞা পেনাল কোডের কত ধারার বিষয়বস্তু? ১৫৪ ধারা ১৪৫ ধারা ১৪৬ ধারা ১২৪ ধারা সঠিক উত্তর : ১৪৬ ধারা ; [ধারা : ১৪৬, দণ্ডবিধি] সঠিক উত্তর : ১৪৬ ধারা ; [ধারা : ১৪৬, দণ্ডবিধি] 10 / 41 10. বেআইনি সমাবেশ থেকে হিংস্র বা উগ্র পদ্ধতিতে বলপ্রয়োগ করা হলে সেটাকে কী নামে অভিহিত করা যায়? মারামারি দাঙ্গা আঘাত গুরুতর আঘাত সঠিক উত্তর : দাঙ্গা ; [ধারা : ১৪৬, দণ্ডবিধি] সঠিক উত্তর : দাঙ্গা ; [ধারা : ১৪৬, দণ্ডবিধি] 11 / 41 11. মারাত্মক অস্ত্রে সজ্জিত হয়ে বেআইনি সমাবেশে যোগদান করার সাজা দণ্ডবিধির কত ধারায় বলা আছে? ১৪২ ধারায় ১৪৩ ধারায় ১৪৪ ধারায় ১৬০ ধারায় সঠিক উত্তর : ১৪৪ ধারায় ; [ধারা : ১৪৪, দণ্ডবিধি] সঠিক উত্তর : ১৪৪ ধারায় ; [ধারা : ১৪৪, দণ্ডবিধি] 12 / 41 12. দণ্ডবিধির ১৪১ ধারার শিরোনাম হিসেবে নিচের কোনটি সঠিক? বেআইনি সমাবেশ বেআইনি সমাবেশের সদস্য হওয়া অস্ত্রসহ বেআইনি সমাবেশে যোগদান বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা সঠিক উত্তর : বেআইনি সমাবেশ ; [ধারা : ১৪১, দণ্ডবিধি] সঠিক উত্তর : বেআইনি সমাবেশ ; [ধারা : ১৪১, দণ্ডবিধি] 13 / 41 13. The Penal Code, 1860 এর কোন ধারায় বেআইনি সমাবেশ এর সংজ্ঞা রয়েছে? [বার : ২০২৩] ৪৪৭ ১৪৭ ১৪১ ১৪৬ সঠিক উত্তর : ১৪১ ; [ধারা : ১৪১, দণ্ডবিধি] সঠিক উত্তর : ১৪১ ; [ধারা : ১৪১, দণ্ডবিধি] 14 / 41 14. কলহ বা মারামারির সাজা দণ্ডবিধির কোন ধারায় বর্ণিত আছে? ১৪১ ধারায় ১৪৯ ধারায় ১৫৯ ধারায় ১৬০ ধারায় সঠিক উত্তর : ১৬০ ধারায় ; [ধারা : ১৬০, দণ্ডবিধি] সঠিক উত্তর : ১৬০ ধারায় ; [ধারা : ১৬০, দণ্ডবিধি] 15 / 41 15. The Penal Code, 1860 অনুসারে কোন অপরাধে অর্থদণ্ডের সুনির্দিষ্ট পরিমাণ উল্লেখ নাই? [বার : ২০২৩] অবৈধ বাধা দান স্বেচ্ছাকৃতভাবে আঘাত দান দাঙ্গা মারামারি সঠিক উত্তর : দাঙ্গা ; [ধারা : ১৪৭, দণ্ডবিধি] সঠিক উত্তর : দাঙ্গা ; [ধারা : ১৪৭, দণ্ডবিধি] 16 / 41 16. সাধারণ উদ্দেশ্য বাস্তবায়নে যোগদানকারী ব্যক্তিবর্গ নিম্নোক্ত কোন মতে দোষী সাব্যস্ত হবে? যোগদানকারী প্রত্যেকেই সমানভাবে অপরাধী হবে যোগদানকারীদের ভেতর যিনি মূল অপরাধটি সংঘটিত করেন তিনিই শুধু দোষী হবেন যোগদানকারীদের স্ব স্ব ভূমিকা অনুযায়ী দোষী সাব্যস্ত হবেন মূল অপরাধটি সংঘটিতকারী ব্যক্তির সর্বোচ্চ শাস্তি হবে এবং অন্যদের তার অর্ধেক শাস্তি হবে সঠিক উত্তর : যোগদানকারী প্রত্যেকেই সমানভাবে অপরাধী হবে ; [ধারা : ১৪৯, দণ্ডবিধি] সঠিক উত্তর : যোগদানকারী প্রত্যেকেই সমানভাবে অপরাধী হবে ; [ধারা : ১৪৯, দণ্ডবিধি] 17 / 41 17. দণ্ডবিধির কত ধারায় মারামারির সংজ্ঞা প্রদান করা আছে? ১৫৭ ধারায় ১৫৮ ধারায় ১৫৯ ধারায় ১৬০ ধারায় সঠিক উত্তর : ১৫৯ ধারায় ; [ধারা : ১৫৯, দণ্ডবিধি] সঠিক উত্তর : ১৫৯ ধারায় ; [ধারা : ১৫৯, দণ্ডবিধি] 18 / 41 18. দণ্ডবিধির ১৪৯ ধারার বিষয়বস্তু হিসেবে নিচের কোনটি সর্বাধিক সঠিক? সাধারণ উদ্দেশ্য সাধারণ অভিপ্রায় অপরাধে সহায়তা বেআইনি সমাবেশ সঠিক উত্তর : সাধারণ উদ্দেশ্য ; [ধারা : ১৪৯, দণ্ডবিধি] সঠিক উত্তর : সাধারণ উদ্দেশ্য ; [ধারা : ১৪৯, দণ্ডবিধি] 19 / 41 19. দণ্ডবিধি অনুযায়ী দাঙ্গার শাস্তি সাধারণভাবে নিচের কোনটি? সর্বোচ্চ ১ বছরের কারাদণ্ড সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড সর্বোচ্চ ৩ বছরের কারাদণ্ড সর্বোচ্চ ৬ মাসের কারাদণ্ড সঠিক উত্তর : সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড ; [ধারা : ১৪৭, দণ্ডবিধি] সঠিক উত্তর : সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড ; [ধারা : ১৪৭, দণ্ডবিধি] 20 / 41 20. দণ্ডবিধির ১৪১ ধারায় বেআইনি সমাবেশ সংঘটিত হওয়া নিয়ে কয়টি সাধারণ উদ্দেশ্যের ক্ষেত্র উল্লেখ রয়েছে? ৩টি ৪টি ৫টি ৬টি সঠিক উত্তর : ৫টি ; [ধারা : ১৪১, দণ্ডবিধি] সঠিক উত্তর : ৫টি ; [ধারা : ১৪১, দণ্ডবিধি] 21 / 41 21. `Being member of unlawful assembly’- এটি দণ্ডবিধির কত ধারার শিরোনাম? ১৫৪ ধারা ১৪৫ ধারা ১৪২ ধারা ১২৪ ধারা সঠিক উত্তর : ১৪২ ধারা ; [ধারা, ১৪২, দণ্ডবিধি] সঠিক উত্তর : ১৪২ ধারা ; [ধারা, ১৪২, দণ্ডবিধি] 22 / 41 22. মারামারি (Affray) সংঘটনের জন্য সর্বনিম্ন কতজনের অংশগ্রহণ আবশ্যক? [বার : ২০২২] ২ ৩ ৪ ৫ সঠিক উত্তর : ২ ; [ধারা : ১৬০, দণ্ডবিধি] সঠিক উত্তর : ২ ; [ধারা : ১৬০, দণ্ডবিধি] 23 / 41 23. কোন বেআইনি সমাবেশ ভঙ্গ করার নির্দেশ দেওয়া হয়েছে তা জানা সত্বেও তাতে যোগদান করা বা অবস্থান করার সর্বোচ্চ শাস্তি কত? ৬ মাসের কারাদণ্ড ১০ বছরের কারাদণ্ড ৭ বছরের কারাদণ্ড ২ বছরের কারাদণ্ড সঠিক উত্তর : ২ বছরের কারাদণ্ড; [ধারা : ১৪৫, দণ্ডবিধি] সঠিক উত্তর : ২ বছরের কারাদণ্ড; [ধারা : ১৪৫, দণ্ডবিধি] 24 / 41 24. বেআইনি সমাবেশের সদস্য হওয়া বলতে কী বোঝাবে সে সম্পর্কে দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারা নিচের কোনটি? ১৪১ ধারা ১৪২ ধারা ১৪৯ ধারা ১৫০ ধারা সঠিক উত্তর : ১৪২ ধারা ; [ধারা, ১৪২, দণ্ডবিধি] সঠিক উত্তর : ১৪২ ধারা ; [ধারা, ১৪২, দণ্ডবিধি] 25 / 41 25. দাঙ্গা দমনকালে সরকারি কর্মচারীকে আক্রমণ বা বাধা দান করার শাস্তি বলা আছে কত ধারায়? ১৫৭ ধারায় ১৫২ ধারায় ১৫৯ ধারায় ১৬০ ধারায় সঠিক উত্তর : ১৫২ ধারায় ; [ধারা : ১৫২, দণ্ডবিধি] সঠিক উত্তর : ১৫২ ধারায় ; [ধারা : ১৫২, দণ্ডবিধি] 26 / 41 26. মারাত্মক অস্ত্রে সজ্জিত হয়ে একটি বেআইনি সমাবেশ থেকে হিংস্র বা উগ্র পদ্ধতিতে বলপ্রয়োগ করা হলে তার শাস্তি কি? ২ বছরের কারাদণ্ড ৩ বছরের কারাদণ্ড ৬ মাসের কারাদণ্ড ১ বছরের কারাদণ্ড সঠিক উত্তর : ৩ বছরের কারাদণ্ড; [ধারা : ১৪৮, দণ্ডবিধি] সঠিক উত্তর : ৩ বছরের কারাদণ্ড; [ধারা : ১৪৮, দণ্ডবিধি] 27 / 41 27. দণ্ডবিধি অনুযায়ী ‘জনশৃঙ্খলা বিরোধী অপরাধ’ নিচের কোনটি? মারামারি রাষ্ট্রদ্রোহিতা চুরি প্রতারণা সঠিক উত্তর : মারামারি ; [ধারা : ১৫৯, দণ্ডবিধি] সঠিক উত্তর : মারামারি ; [ধারা : ১৫৯, দণ্ডবিধি] 28 / 41 28. মারাত্মক অস্ত্রে সজ্জিত হয়ে বেআইনি সমাবেশে যোগদান করলে সবোর্চ্চ কত সময়ের কারাদণ্ড হতে পারে? ১ বছর ২ বছর ৩ বছর ৫ বছর সঠিক উত্তর : ২ বছর ; [ধারা : ১৪৪, দণ্ডবিধি] সঠিক উত্তর : ২ বছর ; [ধারা : ১৪৪, দণ্ডবিধি] 29 / 41 29. দাঙ্গা করার সাজা দণ্ডবিধির কত ধারার বিষয়বস্তু? ৫৪ ধারা ৪৫ ধারা ১৪৭ ধারা ১২৪ক ধারা সঠিক উত্তর : ১৪৭ ধারা ; [ধারা : ১৪৭, দণ্ডবিধি] সঠিক উত্তর : ১৪৭ ধারা ; [ধারা : ১৪৭, দণ্ডবিধি] 30 / 41 30. দাঙ্গা দমনকালে সরকারি কর্মচারীকে আক্রমণ বা বাধা দান এর সর্বোচ্চ শাস্তি কত? ৩ বছরের কারাদণ্ড ২ বছরের কারাদণ্ড ৬ মাসের কারাদণ্ড ৭ বছরের কারাদণ্ড সঠিক উত্তর : ৩ বছরের কারাদণ্ড ; [ধারা : ১৫২, দণ্ডবিধি] সঠিক উত্তর : ৩ বছরের কারাদণ্ড ; [ধারা : ১৫২, দণ্ডবিধি] 31 / 41 31. দণ্ডবিধি অনুযায়ী ‘জনশৃঙ্খলা বিরোধী অপরাধ’ নিচের কোনটি? দাঙ্গা বেআইনি সমাবেশ মারামারি বর্ণিত সবগুলোই সঠিক উত্তর : বর্ণিত সবগুলোই ; [ধারা : ১৪১—১৬০, দণ্ডবিধি] সঠিক উত্তর : বর্ণিত সবগুলোই ; [ধারা : ১৪১—১৬০, দণ্ডবিধি] 32 / 41 32. The Penal Code, 1860 এর কোন ধারার বিধান অনুযায়ী অপরাধ সংঘটনে অংশগ্রহণ না করা সত্ত্বেও শুধু সাধারণ উদ্দেশ্য থাকায় অপরাধ সংঘটনের অপরাধে অভিযুক্ত হতে হয়? [বার : ২০২০] ৩৪ ১৪৯ ১৮৬ ২০৫ সঠিক উত্তর : ১৪৯ ; [ধারা : ১৪৯, দণ্ডবিধি] সঠিক উত্তর : ১৪৯ ; [ধারা : ১৪৯, দণ্ডবিধি] 33 / 41 33. দণ্ডবিধি অনুযায়ী ‘জনশৃঙ্খলা বিরোধী অপরাধ’ নিচের কোনটি? দাঙ্গা চুরি রাষ্ট্রদ্রোহিতা প্রতারণা সঠিক উত্তর : দাঙ্গা ; [ধারা : ১৪৬, দণ্ডবিধি] সঠিক উত্তর : দাঙ্গা ; [ধারা : ১৪৬, দণ্ডবিধি] 34 / 41 34. কোন বেআইনি সমাবেশ ভঙ্গ করার নির্দেশ দেওয়া হয়েছে তা জানা সত্বেও তাতে যোগ দেওয়া বা অবস্থান করার শাস্তি দণ্ডবিধির কত ধারায় বলা আছে? ১৫৪ ধারা ১৪৫ ধারা ১৪৬ ধারা ১২৪ ধারা সঠিক উত্তর : ১৪৫ ধারা ; [ধারা : ১৪৫, দণ্ডবিধি] সঠিক উত্তর : ১৪৫ ধারা ; [ধারা : ১৪৫, দণ্ডবিধি] 35 / 41 35. দণ্ডবিধির ১৪৬ ধারার শিরোনাম হিসেবে নিচের কোনটি সঠিক? Unlawful assembly Being member of unlawful assembly Rioting Punishment for rioting সঠিক উত্তর : Rioting ; [ধারা : ১৪৬, দণ্ডবিধি] সঠিক উত্তর : Rioting ; [ধারা : ১৪৬, দণ্ডবিধি] 36 / 41 36. বেআইনি সমাবেশ সম্পর্কে দণ্ডবিধির কত ধারায় বিধান করা আছে? ১৪২ ধারা ১৪১ ধারা ১৫১ ধারা ১৫২ ধারা সঠিক উত্তর : ১৪১ ধারা ; [ধারা : ১৪১, দণ্ডবিধি] সঠিক উত্তর : ১৪১ ধারা ; [ধারা : ১৪১, দণ্ডবিধি] 37 / 41 37. বেআইনি সমাবেশে যোগদান করার সাজা দণ্ডবিধির কত ধারায় বলা আছে? ১৪২ ধারায় ১৪৩ ধারায় ১৪৪ ধারায় ১৬০ ধারায় সঠিক উত্তর : ১৪৩ ধারায় ; [ধারা : ১৪৩, দণ্ডবিধি] সঠিক উত্তর : ১৪৩ ধারায় ; [ধারা : ১৪৩, দণ্ডবিধি] 38 / 41 38. দণ্ডবিধি মোতাবেক মারামারির শাস্তি কি? ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ১ মাসের সশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা ২ মাসের সশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা ২ মাসের সশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা সঠিক উত্তর : ১ মাসের সশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা ; [ধারা : ১৬০, দণ্ডবিধি] সঠিক উত্তর : ১ মাসের সশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা ; [ধারা : ১৬০, দণ্ডবিধি] 39 / 41 39. দণ্ডবিধির ১৪২ ধারার শিরোনাম হিসেবে নিচের কোনটি সঠিক? Unlawful assembly Being member of unlawful assembly Punishment Assembly unlawful defined সঠিক উত্তর : Being member of unlawful assembly ; [ধারা, ১৪২, দণ্ডবিধি] সঠিক উত্তর : Being member of unlawful assembly ; [ধারা, ১৪২, দণ্ডবিধি] 40 / 41 40. `Every member of unlawful assembly guilty of offence committed in prosecution of common object’- এটি দণ্ডবিধির কত ধারার শিরোনাম? ১৫৪ ধারা ১৪৬ ধারা ১৫১ ধারা ১৪৯ ধারা সঠিক উত্তর : ১৪৯ ধারা ; [ধারা, ১৪৯, দণ্ডবিধি] সঠিক উত্তর : ১৪৯ ধারা ; [ধারা, ১৪৯, দণ্ডবিধি] 41 / 41 41. Rioting এর পূর্ব শর্ত নিচের কোনটি? সেখানে সাধারণ অভিপ্রায় থাকতে হবে ন্যূনতম ১০ জনের উপস্থিতিতে বেআইনি সমাবেশ অনুষ্ঠিত হতে হবে দস্যুতা অপরাধটি সংঘটিত হতে হবে সেটি বেআইনি সমাবেশ হতে হবে সঠিক উত্তর : সেটি বেআইনি সমাবেশ হতে হবে ; [ধারা : ১৪৬, দণ্ডবিধি] সঠিক উত্তর : সেটি বেআইনি সমাবেশ হতে হবে ; [ধারা : ১৪৬, দণ্ডবিধি] Your score is Facebook 0% Restart quiz By Wordpress Quiz plugin