/28 101 Penal Code [1-5] - Advanced Exam এখানে দণ্ডবিধির ১-৫ ধারাসমূহ নিয়ে অ্যাডভান্সড লেভেলের এমসিকিউ টেস্ট আছে। সংশ্লিষ্ট ধারাগুলো পড়ে নিয়ে এটি অনুশীলন করুন। এখানে আপনার নাম ও ফোন নাম্বার লিখুন। ইমেইলটি লেখা বাধ্যতামূলক নয়; তবে, ইমেইল এড্রেস দিলে আপনার ইমেইলে বিস্তারিত ফলাফল চলে যাবে। 1 / 28 1. Penal Code প্রণয়ণের উদ্দেশ্যে গঠিত ১৮৩৭ সালের প্রথম ভারতীয় আইন কমিশনের সভাপতি ও কমিশনার কে বা কারা ছিলেন? [জুডি. : ২০১৫] সভাপতি হেস্টিং, কমিশনার লর্ড ম্যাকুলে এবং ম্যালয়েড এন্ডারসন সভাপতি লর্ড ম্যাকুলে এবং কমিশনার হেস্টিং এবং ম্যাকলয়েড এন্ডারসন সভাপতি এন্ডারসন এবং কমিশনার লর্ড ম্যাকুলে সভাপতি লর্ড ম্যাকুলে এবং কমিশনার ম্যাকলয়েড এন্ডারসন ও মিলেট সঠিক উত্তর : সভাপতি লর্ড ম্যাকুলে এবং কমিশনার ম্যাকলয়েড এন্ডারসন ও মিলেট ; [প্রাথমিক ইতিহাস, দণ্ডবিধি] সঠিক উত্তর : সভাপতি লর্ড ম্যাকুলে এবং কমিশনার ম্যাকলয়েড এন্ডারসন ও মিলেট ; [প্রাথমিক ইতিহাস, দণ্ডবিধি] 2 / 28 2. দণ্ডবিধি আইনটি পাশ হয় কবে? ৯ই অক্টোবর, ১৮৬০ ৬ই অক্টোবর, ১৮৬০ ১লা জানুয়ারি, ১৮৬২ ১লা জুলাই, ১৮৬২ সঠিক উত্তর : ৬ই অক্টোবর, ১৮৬০; [দণ্ডবিধির ইতিহাস, দণ্ডবিধি] সঠিক উত্তর : ৬ই অক্টোবর, ১৮৬০; [দণ্ডবিধির ইতিহাস, দণ্ডবিধি] 3 / 28 3. ‘ক’ - একজন বাংলাদেশী নাগরিক। সে উগান্ডায় একটি খুনের অপরাধ সংঘটন করে। তাকে বাংলাদেশ পুলিশ উক্ত অপরাধে ঢাকাতে গ্রেফতার করে। ‘ক’এর শাস্তি- উগান্ডার আইন অনুসারে করতে হবে উগান্ডার পুলিশের কাছে তাকে হস্তান্তর করতে হবে বাংলাদেশের দণ্ডবিধি অনুসারে তার বিচার করা যাবে আন্তর্জাতিক আইন অনুসারে তার বিচার করতে হবে সঠিক উত্তর : বাংলাদেশের দণ্ডবিধি অনুসারে তার বিচার করা যাবে; [ধারা : ৪, দণ্ডবিধি] সঠিক উত্তর : বাংলাদেশের দণ্ডবিধি অনুসারে তার বিচার করা যাবে; [ধারা : ৪, দণ্ডবিধি] 4 / 28 4. দণ্ডবিধি কোন ধরনের আইন? [বার : ২০১২] Substantive Law সামাজিক শৃঙ্খলা রক্ষাকারী আইন সংস্কারমূলক আইন পদ্ধতি বিষয়ক আইন সঠিক উত্তর : Substantive Law; [দণ্ডবিধির তাত্ত্বিক আলোচনা] সঠিক উত্তর : Substantive Law; [দণ্ডবিধির তাত্ত্বিক আলোচনা] 5 / 28 5. দণ্ডবিধি একটি .... আইন। পদ্ধতিগত আইন সাধারণ আইন তত্ত্বগত আইন খ ও গ উভয়ই সঠিক উত্তর : খ ও গ উভয়ই; [দণ্ডবিধির সাধারণ আলোচনা] সঠিক উত্তর : খ ও গ উভয়ই; [দণ্ডবিধির সাধারণ আলোচনা] 6 / 28 6. দণ্ডবিধির খসড়া প্রণয়ন করেন- অ্যান্ডারসন ম্যাকলিওড লর্ড ম্যাকুলে লর্ড ফিলিপস সঠিক উত্তর : লর্ড ম্যাকুলে; [দণ্ডবিধির ইতিহাস, দণ্ডবিধি] সঠিক উত্তর : লর্ড ম্যাকুলে; [দণ্ডবিধির ইতিহাস, দণ্ডবিধি] 7 / 28 7. নিচে বর্ণিত কোন শর্তের কারণে একজন বাংলাদেশি লোকের বিদেশে কৃত কোনো অপরাধের বিচার বাংলাদেশের আদালত করতে পারে? উক্ত অপরাধটি বিদেশের আদালতে বিচারযোগ্য উক্ত অপরাধটি বাংলাদেশের আইন অনুসারে অপরাধ উক্ত অপরাধটি বিদেশে সংঘটিত হয়েছিলো সবগুলোই সঠিক সঠিক উত্তর : উক্ত অপরাধটি বাংলাদেশের আইন অনুসারে অপরাধ; [ধারা : ৩ এবং ৪, দণ্ডবিধি] সঠিক উত্তর : উক্ত অপরাধটি বাংলাদেশের আইন অনুসারে অপরাধ; [ধারা : ৩ এবং ৪, দণ্ডবিধি] 8 / 28 8. পেনাল কোড হলো একটি— [বার : ২০১৩] Adjective law Substantive law Preventive law Procedural law সঠিক উত্তর : Substantive law; [দণ্ডবিধির তাত্ত্বিক আলোচনা] সঠিক উত্তর : Substantive law; [দণ্ডবিধির তাত্ত্বিক আলোচনা] 9 / 28 9. দণ্ডবিধি আইনটি কার্যকর হবে- পার্বত্য অঞ্চল বাদে সমগ্র বাংলাদেশ কমনওয়েলথভূক্ত রাষ্ট্রসমূহে ভারতীয় উপমহাদেশে সমগ্র বাংলাদেশে সঠিক উত্তর : সমগ্র বাংলাদেশে; [ধারা : ২, দণ্ডবিধি] সঠিক উত্তর : সমগ্র বাংলাদেশে; [ধারা : ২, দণ্ডবিধি] 10 / 28 10. Actus rea শব্দের অর্থ কী? দুষ্ট মন অপরাধমূলক কাজ অপরাধমূলক ইচ্ছা অপরাধের পরিকল্পনা করা সঠিক উত্তর : অপরাধমূলক কাজ; [দণ্ডবিধির তাত্ত্বিক আলোচনা, দণ্ডবিধি] সঠিক উত্তর : অপরাধমূলক কাজ; [দণ্ডবিধির তাত্ত্বিক আলোচনা, দণ্ডবিধি] 11 / 28 11. `Mens rea’ শব্দের অর্থ কী? দুষ্ট মন অপরাধমূলক কাজ অপরাধমূলক ইচ্ছা অপরাধের পরিকল্পনা করা সঠিক উত্তর : দুষ্ট মন; [দণ্ডবিধির তাত্ত্বিক আলোচনা, দণ্ডবিধি] সঠিক উত্তর : দুষ্ট মন; [দণ্ডবিধির তাত্ত্বিক আলোচনা, দণ্ডবিধি] 12 / 28 12. Extension of Code to extra-territorial offences এটি দণ্ডবিধির কোন ধারার শিরোনাম? ২ ধারা ৩ ধারা ৪ ধারা ৫ ধারা সঠিক উত্তর : ৪ ধারা; [ধারা : ৪, দণ্ডবিধি] সঠিক উত্তর : ৪ ধারা; [ধারা : ৪, দণ্ডবিধি] 13 / 28 13. দণ্ডবিধির ৫ ধারার বিষয়বস্তু কী? বিশেষ আইন দণ্ডবিধির ওপর প্রাধান্য পাবে বিশেষ আইন দণ্ডবিধির অধীন হবে দণ্ডবিধির সাধারণ ব্যতিক্রম কোনোটিই সঠিক নয় সঠিক উত্তর : বিশেষ আইন দণ্ডবিধির ওপর প্রাধান্য পাবে; [ধারা : ৫, দণ্ডবিধি] সঠিক উত্তর : বিশেষ আইন দণ্ডবিধির ওপর প্রাধান্য পাবে; [ধারা : ৫, দণ্ডবিধি] 14 / 28 14. দণ্ডবিধি প্রণীত হয় কত সালে? [বার : ২০১২] ১৮৯৮ ১৮৬০ ১৮৭০ ১৯৮০ সঠিক উত্তর : ১৮৬০; [দণ্ডবিধির শিরোনাম] সঠিক উত্তর : ১৮৬০; [দণ্ডবিধির শিরোনাম] 15 / 28 15. দণ্ডবিধি প্রয়োগের ক্ষেত্রে Extraterritorial Application কোন ধারা সম্পর্কিত? ২ ধারা ৩ ধারা ৫ ধারা ৬ ধারা সঠিক উত্তর : ৩ ধারা; [ধারা : ৩, দণ্ডবিধি] সঠিক উত্তর : ৩ ধারা; [ধারা : ৩, দণ্ডবিধি] 16 / 28 16. দণ্ডবিধি প্রয়োগের ক্ষেত্রে Intraterritorial Application কোন ধারা সম্পর্কিত? ২ ধারা ৩ ধারা ৪ ধারা ৫ ধারা সঠিক উত্তর : ২ ধারা; [ধারা : ২, দণ্ডবিধি] সঠিক উত্তর : ২ ধারা; [ধারা : ২, দণ্ডবিধি] 17 / 28 17. The Penal Code, 1860 এর কোন ধারায় আইনটির অতিরাষ্ট্রিক প্রযোজ্যতার বিধান রয়েছে? [জুডি. : ২০২৪] ৬ ৫ ৭ ৪ সঠিক উত্তর : ৪ ; [ধারা : ৪, দণ্ডবিধি] সঠিক উত্তর : ৪ ; [ধারা : ৪, দণ্ডবিধি] 18 / 28 18. ০৩. প্রথম ভারতীয় আইন কমিশন এর চেয়ারম্যান ছিলেন- লর্ড ম্যাকুলে ম্যাকলিওড অ্যান্ডারসন লর্ড ফিলিপস সঠিক উত্তর : লর্ড ম্যাকুলে; [দণ্ডবিধির ইতিহাস, দণ্ডবিধি] সঠিক উত্তর : লর্ড ম্যাকুলে; [দণ্ডবিধির ইতিহাস, দণ্ডবিধি] 19 / 28 19. দণ্ডবিধি সর্বশেষ কত সালে সংশোধিত হয়? ২০০২ সালে ২০০৪ সালে ১৯৭২ সালে ১৮৯৮ সালে সঠিক উত্তর : ২০০৪ সালে; [দণ্ডবিধির ইতিহাস, দণ্ডবিধি] সঠিক উত্তর : ২০০৪ সালে; [দণ্ডবিধির ইতিহাস, দণ্ডবিধি] 20 / 28 20. দণ্ডবিধি কত সালের কত নম্বর আইন? ১৮৬০ সালের ১ নম্বর আইন ১৮৬২ সালের ১ নম্বর আইন ১৮৬০ সালের ৪৫ নম্বর আইন ১৮৬০ সালের ৫৫ নম্বর আইন সঠিক উত্তর : ১৮৬০ সালের ৪৫ নম্বর আইন; [দণ্ডবিধির শিরোনাম, দণ্ডবিধি] সঠিক উত্তর : ১৮৬০ সালের ৪৫ নম্বর আইন; [দণ্ডবিধির শিরোনাম, দণ্ডবিধি] 21 / 28 21. Special law prevails over general law এই ম্যাক্সিমটির প্রকাশ দণ্ডবিধির নিচের কোন ধারায় প্রকাশ পেয়েছে? ২ ধারা ৩ ধারা ৪ ধারা ৫ ধারা সঠিক উত্তর : ৫ ধারা; [ধারা : ৫, দণ্ডবিধি] সঠিক উত্তর : ৫ ধারা; [ধারা : ৫, দণ্ডবিধি] 22 / 28 22. ১৮৩৪ সালে গঠিত প্রথম আইন কমিশনের চেয়ারম্যান ছিলেন? [জুডি. : ২০১৩] G.W. Anderson F. Millet J.M. Macleod Lord Macaulay সঠিক উত্তর : Lord Macaulay ; [প্রাথমিক ইতিহাস, দণ্ডবিধি] সঠিক উত্তর : Lord Macaulay ; [প্রাথমিক ইতিহাস, দণ্ডবিধি] 23 / 28 23. দণ্ডবিধির সর্বশেষ সংশোধনীতে নিচের কোন বিষয়বস্তু সংশোধিত করা হয়? ব্যাভিচার সংক্রান্ত ৪৯৭ ধারা শিশু অপহরণের বয়স সংক্রান্ত বিষয়বস্তু অপরাধের ব্যতিক্রমের ক্ষেত্রে বয়সের বিষয়বস্তু ধর্ষণের শাস্তি সংক্রান্ত বিষয়বস্তু সঠিক উত্তর : অপরাধের ব্যতিক্রমের ক্ষেত্রে বয়সের বিষয়বস্তু; [দণ্ডবিধির ইতিহাস, দণ্ডবিধি] সঠিক উত্তর : অপরাধের ব্যতিক্রমের ক্ষেত্রে বয়সের বিষয়বস্তু; [দণ্ডবিধির ইতিহাস, দণ্ডবিধি] 24 / 28 24. যুক্তরাজ্যে বসবাসকারী X একজন বাংলাদেশী নাগরিক। সে উগাণ্ডায় এক ব্যক্তিকে হত্যা করে। বাংলাদেশের যোগ্যতাসম্পন্ন কোনো আদালত X এর বিচার করতে পারে, যদি তাকে পাওয়া যায়— [বার : ২০১৫] বাংলাদেশ উগাণ্ডায় যুক্তরাজ্য যেকোনো দেশ সঠিক উত্তর : বাংলাদেশ; [ধারা : ৪, দণ্ডবিধি] সঠিক উত্তর : বাংলাদেশ; [ধারা : ৪, দণ্ডবিধি] 25 / 28 25. নিম্নবর্ণিত অভিব্যক্তিগুলির মধ্যে কোনটি দণ্ডবিধিতে উল্লিখিত আছে এবং তা Mens rea কে নির্দেশ করে? [বার : ২০১২] Guilty mind Criminal mind Good faith Dishonesty সঠিক উত্তর : Guilty mind; [দণ্ডবিধির তাত্ত্বিক আলোচনা] সঠিক উত্তর : Guilty mind; [দণ্ডবিধির তাত্ত্বিক আলোচনা] 26 / 28 26. বাংলাদেশী নাগরিক ক যুক্তরাজ্যে একটি খুন করে। ক এর বিচার ও শাস্তি— [বার : ২০১৭] বাংলাদেশে ‘ক’ এর বিচার করা যাবে না বাংলাদেশে বিচার করা যাবে এবং খুনের দণ্ডে দণ্ডিত করা যাবে বাংলাদেশের দণ্ডবিধি ‘ক’ এর ক্ষেত্রে প্রযোজ্য নয় বিদেশে অপরাধ করায় ‘ক’ বাংলাদেশের দণ্ডবিধি অনুযায়ী কোনো অপরাধ করেনি সঠিক উত্তর : বাংলাদেশে বিচার করা যাবে এবং খুনের দণ্ডে দণ্ডিত করা যাবে; [ধারা : ৪, দণ্ডবিধি] সঠিক উত্তর : বাংলাদেশে বিচার করা যাবে এবং খুনের দণ্ডে দণ্ডিত করা যাবে; [ধারা : ৪, দণ্ডবিধি] 27 / 28 27. ‘বাংলাদেশের অভ্যন্তরে অনুষ্ঠিত অপরাধসমূহের শাস্তি’- এটি দণ্ডবিধির কত ধারার শিরোনাম? ২ ধারা ৩ ধারা ৫ ধারা ৭ ধারা সঠিক উত্তর : ২ ধারা; [ধারা : ২, দণ্ডবিধি] সঠিক উত্তর : ২ ধারা; [ধারা : ২, দণ্ডবিধি] 28 / 28 28. দণ্ডবিধি কত সালে কত তারিখ থেকে ব্রিটিশ ভারতে কার্যকর হয়? ১৮৬২ সালের ৬ অক্টোবর ১৮৬০ সালের ৯ ডিসেম্বর ১৮৬২ সালের ১ জানুয়ারি ১৮৬০ সালের ৬ অক্টোবর সঠিক উত্তর : ১৮৬২ সালের ১ জানুয়ারি; [দণ্ডবিধির শিরোনাম, দণ্ডবিধি] সঠিক উত্তর : ১৮৬২ সালের ১ জানুয়ারি; [দণ্ডবিধির শিরোনাম, দণ্ডবিধি] Your score is Facebook 0% Restart quiz By Wordpress Quiz plugin -