আইনকানুন একাডেমি

/28
101

Penal Code [1-5] - Advanced Exam

এখানে দণ্ডবিধির ১-৫ ধারাসমূহ নিয়ে অ্যাডভান্সড লেভেলের এমসিকিউ টেস্ট আছে। সংশ্লিষ্ট ধারাগুলো পড়ে নিয়ে এটি অনুশীলন করুন।

এখানে আপনার নাম ও ফোন নাম্বার লিখুন। ইমেইলটি লেখা বাধ্যতামূলক নয়; তবে, ইমেইল এড্রেস দিলে আপনার ইমেইলে বিস্তারিত ফলাফল চলে যাবে।

1 / 28

1. Penal Code প্রণয়ণের উদ্দেশ্যে গঠিত ১৮৩৭ সালের প্রথম ভারতীয় আইন কমিশনের সভাপতি ও কমিশনার কে বা কারা ছিলেন? [জুডি. : ২০১৫]

2 / 28

2. দণ্ডবিধি আইনটি পাশ হয় কবে?

3 / 28

3. ‘ক’ - একজন বাংলাদেশী নাগরিক। সে উগান্ডায় একটি খুনের অপরাধ সংঘটন করে। তাকে বাংলাদেশ পুলিশ উক্ত অপরাধে ঢাকাতে গ্রেফতার করে। ‘ক’এর শাস্তি-

4 / 28

4. দণ্ডবিধি কোন ধরনের আইন? [বার : ২০১২]

5 / 28

5. দণ্ডবিধি একটি .... আইন।

6 / 28

6. দণ্ডবিধির খসড়া প্রণয়ন করেন-

7 / 28

7. নিচে বর্ণিত কোন শর্তের কারণে একজন বাংলাদেশি লোকের বিদেশে কৃত কোনো অপরাধের বিচার বাংলাদেশের আদালত করতে পারে?

8 / 28

8. পেনাল কোড হলো একটি— [বার : ২০১৩]

9 / 28

9. দণ্ডবিধি আইনটি কার্যকর হবে-

10 / 28

10. Actus rea শব্দের অর্থ কী?

11 / 28

11. `Mens rea’ শব্দের অর্থ কী?

12 / 28

12. Extension of Code to extra-territorial offences এটি দণ্ডবিধির কোন ধারার শিরোনাম?

13 / 28

13. দণ্ডবিধির ৫ ধারার বিষয়বস্তু কী?

14 / 28

14. দণ্ডবিধি প্রণীত হয় কত সালে? [বার : ২০১২]

15 / 28

15. দণ্ডবিধি প্রয়োগের ক্ষেত্রে Extraterritorial Application কোন ধারা সম্পর্কিত?

16 / 28

16. দণ্ডবিধি প্রয়োগের ক্ষেত্রে Intraterritorial Application কোন ধারা সম্পর্কিত?

17 / 28

17. The Penal Code, 1860 এর কোন ধারায় আইনটির অতিরাষ্ট্রিক প্রযোজ্যতার বিধান রয়েছে? [জুডি. : ২০২৪]

18 / 28

18. ০৩. প্রথম ভারতীয় আইন কমিশন এর চেয়ারম্যান ছিলেন-

19 / 28

19. দণ্ডবিধি সর্বশেষ কত সালে সংশোধিত হয়?

20 / 28

20. দণ্ডবিধি কত সালের কত নম্বর আইন?

21 / 28

21. Special law prevails over general law এই ম্যাক্সিমটির প্রকাশ দণ্ডবিধির নিচের কোন ধারায় প্রকাশ পেয়েছে?

22 / 28

22. ১৮৩৪ সালে গঠিত প্রথম আইন কমিশনের চেয়ারম্যান ছিলেন? [জুডি. : ২০১৩]

23 / 28

23. দণ্ডবিধির সর্বশেষ সংশোধনীতে নিচের কোন বিষয়বস্তু সংশোধিত করা হয়?

24 / 28

24. যুক্তরাজ্যে বসবাসকারী X একজন বাংলাদেশী নাগরিক। সে উগাণ্ডায় এক ব্যক্তিকে হত্যা করে। বাংলাদেশের যোগ্যতাসম্পন্ন কোনো আদালত X এর বিচার করতে পারে, যদি তাকে পাওয়া যায়— [বার : ২০১৫]

25 / 28

25. নিম্নবর্ণিত অভিব্যক্তিগুলির মধ্যে কোনটি দণ্ডবিধিতে উল্লি­খিত আছে এবং তা Mens rea কে নির্দেশ করে? [বার : ২০১২]

26 / 28

26. বাংলাদেশী নাগরিক ক যুক্তরাজ্যে একটি খুন করে। ক এর বিচার ও শাস্তি— [বার : ২০১৭]

27 / 28

27. ‘বাংলাদেশের অভ্যন্তরে অনুষ্ঠিত অপরাধসমূহের শাস্তি’- এটি দণ্ডবিধির কত ধারার শিরোনাম?

28 / 28

28. দণ্ডবিধি কত সালে কত তারিখ থেকে ব্রিটিশ ভারতে কার্যকর হয়?

Your score is

0%

-