আইনকানুন একাডেমি

/100
121

Model test [3]

এটি ৩ নং পূর্ণাঙ্গ মডেল টেস্ট; যা কিনা আইনের ধারাপাত মডেল টেস্ট বুক এর ৩ নং টেস্টটির অবিকল অনুরূপ

আরো জ্ঞাতব্য যে, এই টেস্টটি মূলত বার কাউন্সিলের বিগত ২০১৫ সালের প্রশ্নের অনুরূপ ধরণে শ্যাডো মডেল টেস্ট এবং এটি আসন্ন ২০২৫ সালের এমসিকিউ পরীক্ষায় কমন পাবার ক্ষেত্রে অত্যন্ত উপযোগী একটি পূর্ণাঙ্গ মডেল টেস্ট।

এখানে আপনার নাম ও ফোন নাম্বার লিখুন। ইমেইলটি লেখা বাধ্যতামূলক নয়; তবে, ইমেইল এড্রেস দিলে আপনার ইমেইলে বিস্তারিত ফলাফল চলে যাবে।

1 / 100

1. তামাদি আইনের ১৫৬ অনুচ্ছেদের বিধানমতে হাইকোর্টে একটি দেওয়ানি আপিলের তামাদির মেয়াদ কত দিনের?

2 / 100

2. প্রতিটি ডাকাতিতে আবশ্যিকভাবে নিচের কোনটি আছে?

3 / 100

3. একজন চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত কোন অধস্তন আদালতের দণ্ডাদেশের আপিল শুনতে পারেন?

4 / 100

4. তামাদি আইনের কত ধারায় ‘বিবাদী’র সংজ্ঞা দেওয়া আছে?

5 / 100

5. জেরার সময় ইঙ্গিতপূর্ণ প্রশ্ন করার বৈধতা সাক্ষ্য আইনের কোন ধারায় দেওয়া আছে?

6 / 100

6. কোনো মামলায় কোনো ঘটনা প্রমাণের জন্য কোনো নির্দিষ্ট সংখ্যক সাক্ষীর প্রয়োজন হবেনা। উক্তিটি-

7 / 100

7. সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৯ ধারার বিষয়বস্তু কী?

8 / 100

8. দায়রা জজের রিভিশন ক্ষমতা কোন আদালতের অনুরূপ?

9 / 100

9. অন্যের দখলীয় সম্পত্তিতে কোনো অপরাধ সংঘটনের জন্য প্রবেশ করলে দণ্ডবিধি অনুযায়ী তা কোন ধারার অপরাধ?

10 / 100

10. দেওয়ানি কার্যবিধিতে নেক্সট ফ্রেন্ড বলতে কি বোঝানো হয়?

11 / 100

11. ফৌজদারি কার্যবিধির ৩৫ক ধারাটি কত সালে আইনটিতে যুক্ত করা হয়?

12 / 100

12. নিজ সাক্ষীকে জেরা করাকে সাক্ষ্য আইনে কি বলে?

13 / 100

13. বিলম্বিত দেনমোহরের জন্য মোকদ্দমা দায়েরের তামাদির মেয়াদ গণনা শুরু হবে -

14 / 100

14. ক রাস্তার উপরে একটি পত্রসহ একটি ব্যাংকনোট পায়। পত্রের বিবরণ ও নির্দেশ হতে সে জানতে পায় ব্যাংকনোটটি কার। এ অবস্থায় ব্যাংকনোটটি নিজের কাছে রেখে দিলে দণ্ডবিধি অনুযায়ী কোন অপরাধ?

15 / 100

15. দণ্ডবিধি অনুসারে `In calculating fractions of terms of punishment, imprisonment for life shall be reckoned as equivalent to ....... ......’ শুণ্যস্থানে কী বসবে?

16 / 100

16. Unregistered contract for sale not specifically enforceable- এটি সুনির্দিষ্ট প্রতিকার আইনের কত ধারার শিরোনাম?

17 / 100

17. হাইকোর্টের কাছে নিচে বর্ণিত কোন ধরনের আদালত অভিমত চাইতে পারেন?

18 / 100

18. স্যার জেমস স্টিফেন কত সালে সাক্ষ্য আইনের খসড়া তৈরি করে?

19 / 100

19. একটি মোকদ্দমায় আদালতে এমন প্রশ্ন উঠেছে যে, ‘খ’-এর নিকট থেকে অর্ডার দেওয়া কিছু মাল ক-এর নিকট অর্পিত হয়েছে কি না। সংশ্লিষ্ট মালগুলি পর্যায়ক্রমিকভাবে কতিপয় মধ্যবর্তী ব্যক্তির নিকট অর্পণ করা হয়েছিল। এখানে-

20 / 100

20. দলিল সংশোধনের মূল উদ্দেশ্য হিসেবে নিচের কোনটি সর্বাধিক সঠিক?

21 / 100

21. কারো দখল হতে তার অসম্মতিতে কোনো অস্থাবর সম্পত্তি নিলে তা চুরি বলে গণ্য হবে- এই বাক্যটিতে চুরির জন্য প্রয়োজনীয় অথচ অনুল্লেখিত উপাদানটি নিচের কোনটি?

22 / 100

22. একজন অপরাধী জেল ও জরিমানা উভয় দণ্ডে দণ্ডিত হলো। কিন্তু জরিমানা পরিশোধে সে যখন ব্যর্থ হয়, তখন আদালত অপরাধীকে ঐ অপরাধের সর্বোচ্চ শাস্তির মেয়াদের কত অংশ কারাদণ্ডে দণ্ডিত করতে পারে?

23 / 100

23. প্রতারণার সাজা দণ্ডবিধির কত ধারার বিষয়বস্তু?

24 / 100

24. ক, খ—কে একটি জমি প্রদান করে। খ সেটি গ এর নামে উইল করে মারা যায়। এরপর ক সেই জমির দখল গ্রহণ করে এবং একটি জাল দলিল পেশ করে বলে যে, ক এর পক্ষে জিম্মাদার হিসেবে খ— কে সেই জমি প্রদান করা হয়েছিল। এ ক্ষেত্রে গ—এর প্রতিকার কী?

25 / 100

25. দেওয়ানি কার্যবিধি অনুসারে “..... means any person against whom a decree has been passed or an order capable of execution has been made” -

26 / 100

26. রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের বিশেষ অধিকার বহাল থাকার বা সংরক্ষণ করা হয়েছে দণ্ডবিধির কোন ধারায়?

27 / 100

27. ৩টি ক্ষেত্রে রিভিউ এর আবেদন করা যায় এটি দেওয়ানি কার্যবিধির কোথায় বর্ণিত আছে?

28 / 100

28. তামাদি আইন, ১৯০৮ ধারা ১৪ প্রযোজ্য হয় - [বার : ২০১৭]

29 / 100

29. ‘যদি না এবং যতক্ষণ পর্যন্ত না বিপরীত কিছু প্রমাণিত হয়, আদালত এটা ধরে নেবেন যে, .......... হস্তান্তরের চুক্তিভঙ্গের পর্যাপ্ত প্রতিকার আর্থিক ক্ষতিপূরণের মাধ্যমে সম্ভব নয় এবং ......... হস্তান্তরের চুক্তিভঙ্গের প্রতিকার তেমনভাবে করা যায়।’ শুণ্যস্থানদ্বয়ে কী বসবে?

30 / 100

30. কোনো রাষ্ট্র—বাদী মামলায় অতিরিক্ত দায়রা জজ কর্তৃক আপিলে প্রদত্ত খালাস আদেশ এর বিরুদ্ধে কোথায় আপিল করতে হবে?

31 / 100

31. Forgery এর সংজ্ঞা দণ্ডবিধির কত ধারার বিষয়বস্তু?

32 / 100

32. প্রত্যেকটি মোকদ্দমা উহা বিচার করার যোগ্যতাসম্পন্ন সর্বনিম্ন পর্যায়ের আদালতে দায়ের করতে হবে - এটি দেওয়ানি কার্যবিধির কোন ধারার বিষয়বস্তু?

33 / 100

33. অনধিক ৫০ টাকার ডিক্রি জারিতে একজন ব্যক্তিকে আটক রাখা যাবে— [বার : ২০১৫]

34 / 100

34. বিনা পরোয়ানায় গ্রেফতার হওয়া একজন ব্যক্তিকে কোনো মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট যদি আসামিকে হেফাজতে আটক রাখার নির্দেশ দেন, তাহলে এ বিষয়ে কার কাছে রিপোর্ট প্রদান করবেন উক্ত ম্যাজিস্ট্রেট?

35 / 100

35. প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট কোন সকল দণ্ড দিতে পারেন তা ফৌজদারি কার্যবিধির কোন ধারায় বর্ণিত আছে?

36 / 100

36. একটি ফৌজদারি আপিল পণ্ড হয় নিচের কোন কারণে?

37 / 100

37. আইনজীবী হিসেবে নিবন্ধনের জন্য রেজিস্ট্রেশনের মেয়াদ থাকবে-

38 / 100

38. দলিল বাতিলের মোকদ্দমায় নিচে বর্ণিত কোনটি বাদীকে প্রমাণ করতে হবে?

39 / 100

39. একটি ফৌজদারি মামলার আপোষ করতে পারেন -

40 / 100

40. দেওয়ানি কার্যবিধি অনুসারে Direct re-hearing of appeal - এর মূল কারণ নিচের কোনটি?

41 / 100

41. Effect of withdrawal from prosecution - কার্যবিধির কোন ধারার বিধান?

42 / 100

42. যে ব্যক্তি দস্যুতা সংঘটনের উদ্যোগ করে সে সর্বোচ্চ কতদিনের জন্য দণ্ডিত হতে পারে?

43 / 100

43. ব্যভিচার এক প্রকার—

44 / 100

44. তামাদি আইনের ৫ ধারায় তামাদি মওকুফের জন্য আবেদন মঞ্জুর করা আদালতের জন্য কি ধরনের?

45 / 100

45. দণ্ডবিধির কোন ধারায় বলপূর্বক গ্রহণের সংজ্ঞা দেওয়া আছে?

46 / 100

46. সংক্ষিপ্ত বিচারের কোন ক্ষেত্রে আপিল চলবে না?

47 / 100

47. In all civil proceedings the parties to the suit, and the husband or wife of any party to the suit, shall be competent witnesses- এটি সাক্ষ্য আইনের কোন ধারার বিষয়বস্তু?

48 / 100

48. নিচে বর্ণিত কোন শর্তের কারণে একজন বাংলাদেশি লোকের বিদেশে কৃত কোনো অপরাধের বিচার বাংলাদেশের আদালত করতে পারে?

49 / 100

49. যেক্ষেত্রে অপরাধের শাস্তি শুধুুমাত্র অর্থদণ্ড, সেক্ষেত্রে ১০০ টাকার অধিক অর্থদণ্ড প্রদানে ব্যর্থ হলে সর্বোচ্চ কত মেয়াদের জন্য কারাদণ্ড দেয়া যাবে?

50 / 100

50. একটি মোকদ্দমার খরচার ওপর ৬% বার্ষিক হারে সুদ প্রদান করতে হবে - এটি দেওয়ানি কার্যবিধিতে কোন ধারার বিষয়বস্তু?

51 / 100

51. ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারা অনুসারে কোন বিষয় একজন ম্যাজিস্ট্রেট রেকর্ড করতে পারেন?

52 / 100

52. শিক্ষানবিশ ডায়েরিতে সর্বমোট কতটি মামলার উল্লেখ থাকতে হবে?

53 / 100

53. For the recession of a contract - এটি তামাদি আইনের প্রথম তফসিলের কোন অনুচ্ছেদের বিষয়বস্তু?

54 / 100

54. মহানগর এলাকার প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট কি নামে পরিচিত?

55 / 100

55. The Evidence Act, 1872 এর কোন ধারানুযায়ী একজন সাক্ষী নিজের লিখিত তথ্য দেখে আদালতে জবানবন্দি দিতে পারবেন? [জুডি. : ২০২২]

56 / 100

56. বার কাউন্সিল ট্রাইবুনাল সংক্রান্ত বিষয়ে নিচের কোন বক্তব্যটি সঠিক?

57 / 100

57. আইনজীবীগণের জেষ্ঠ্যতা সম্পর্কিত যাবতীয় বিষয় নির্ধারণ করবে-

58 / 100

58. দুষ্কর্মে সহযোগী ব্যক্তি যোগ্য সাক্ষী হবে - এটি সাক্ষ্য আইনের কোন ধারার বিষয়বস্তু?

59 / 100

59. প্রশ্নমালা জারির কতদিনের মধ্যে প্রশ্নমালা বাতিল এবং কর্তনের [Setting aside and striking out Interrogatories] দরখাস্ত করা যাবে?

60 / 100

60. কোনো আদালত দৈনিক কার্য—তালিকায় কতটির নিচে মামলা চূড়ান্ত শুনানির পর্যায়ে [peremptory stage] নেমে এলে নতুনভাবে আনতে পারে?

61 / 100

61. সাক্ষ্য আইনের ৭৪ ধারার বিষয়বস্তু হিসেবে নিচের কোনটি সঠিক?

62 / 100

62. জারির জন্য নতুন দরখাস্ত দাখিল করা যায় না— [বার : ২০১৫]

63 / 100

63. দণ্ডবিধি অনুযায়ী বেপরোয়া যান চালিয়ে কারো মৃত্যু ঘটানোর সর্বোচ্চ শাস্তি কী ?

64 / 100

64. নির্বাহী ম্যাজিস্ট্রেটগণের আদালত ও অফিস সম্পর্কে ফৌজদারি কার্যবিধির কোন ধারায় বিধান রয়েছে?

65 / 100

65. কোনো নারীকে শ্লীলতাহানির উদ্দেশ্যে কোনো অঙ্গভঙ্গি বা কোনো কাজ করার সর্বোচ্চ শাস্তি কি?

66 / 100

66. দেওয়ানি কার্যবিধি অনুসারে সুপ্রিম কোর্ট কর্তৃক বিধি প্রণয়নের ক্ষমতা কার পূর্বকালীন অনুমোদন সাপেক্ষ হবে?

67 / 100

67. একটি দেওয়ানি আপিলে কোন সঙ্গত কারণগুলো গ্রহণীয় হবে তার বিধান ৪১ আদেশের কোথায় বর্ণিত আছে?

68 / 100

68. অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ অমান্য করার কারণে সম্পত্তি ১ বছর ধরে ক্রোক করে রাখার পরেও নিষেধাজ্ঞার আদেশের অমান্যতা চলতেই থাকে তাহলে আদালত নিচের কোনটি করবে বলে বিধান আছে দেওয়ানি কার্যবিধির ৩৯ আদেশে?

69 / 100

69. দণ্ডবিধির ৭০ ধারার বিষয়বস্তু হিসেবে নিচের কোনটি সঠিক নয়?

70 / 100

70. দণ্ডবিধির ৩০৯ ধারার শিরোনাম হিসেবে নিচের কোনটি সঠিক?

71 / 100

71. সাক্ষ্য আইন অনুসারে জেরায় শুধুই -

72 / 100

72. একটি চুক্তি অথবা এর অংশবিশেষের সুনির্দিষ্ট কার্যসম্পাদনের মোকদ্দমা খারিজ হয়ে গেলে, উক্ত মোকদ্দমার বাদী-

73 / 100

73. সাক্ষীর জবানবন্দির সময় কোনো আচরণ যদি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে একজন জজ সেটি ...।

74 / 100

74. নিম্নের কোন ব্যক্তি সাক্ষ্য দিতে অক্ষম?

75 / 100

75. ক রাজপথে চ—এর সাক্ষাৎ পেয়ে তাকে একটি পিস্তল দেখায় এবং তার টাকার থলি দাবি করে। আঘাতের ভয়ের ফলে চ টাকার থলি সমর্পণ করে। এখানে কী অপরাধ সংঘটিত হয়েছে?

76 / 100

76. মাধ্যমিক সাক্ষ্যের সংজ্ঞা ও প্রকার সাক্ষ্য আইনের কোন ধারায় বর্ণিত আছে?

77 / 100

77. সরকার হাইকোর্টের সাথে পরামর্শক্রমে একজন ম্যাজিস্ট্রেটকে বিশেষ ক্ষমতা প্রদান করলে তিনি নিচে বর্ণিত কোন শাস্তিটি দিতে পারবেন?

78 / 100

78. কোনো মামলার রায়ে আপিল চলমান থাকলে একটি আপিল আদালত ফৌজদারি কার্যবিধির কোন ধারাবলে কোনো দণ্ডিত আসামির দণ্ড স্থগিত রাখতে পারেন?

79 / 100

79. একটি ৩০ বছরের পুরাতন দলিল যদি সঠিক ব্যক্তির হেফাজত থেকে পাওয়া যায়, তাহলে আদালত কী ধরনের অনুমান করবে?

80 / 100

80. একজন রিসিভারের পারিশ্রমিক কে ধার্য করেন?

81 / 100

81. পরোয়ানা ইস্যু স্থগিত রাখা যায় ফৌজদারি কার্যবিধির কোন ধারা অনুসারে?

82 / 100

82. বংশগত পদ লাভের মোকদ্দমা দায়েরের তামাদির মেয়াদ কত?

83 / 100

83. দণ্ডবিধির ৫৫ ধারা অনুসারে যাবজ্জীবন কারাদণ্ডকে অনুর্ধ্ব ২০ বছর মেয়াদী কারাদণ্ডে পরিণত করার ক্ষমতা-

84 / 100

84. মিথ্যা বা তুচ্ছ অভিযোগের জন্য একজন ব্যক্তিকে সর্বোচ্চ কত সময়ের কারাদণ্ড দিতে পারে আদালত?

85 / 100

85. একটি দায়রা আদালতের রায়ের কপি নিম্নোক্ত কার বা কাদের নিকট প্রেরণ করতে হবে?

86 / 100

86. Exclusion of time during which proceedings are suspended - এটি তামাদি আইনের কোন ধারার বিষয়বস্তু?

87 / 100

87. ‘ক’ এই মর্মে আদালতের রায় কামনা করে যে, ‘খ’—এর দখলভুক্ত কোনো একটি জমি ‘ক’ পাইবার অধিকারী। গ উক্ত দলিল সংক্রান্তে একজন সাক্ষী। ক তার দাবির সমর্থনে কতগুলি ঘটনার অস্তিত্ব দাবি করে এবং ‘খ’ সেই সমস্ত ঘটনার অস্তিত্ব অস্বীকার করে। এক্ষেত্রে প্রমাণের দায়ভার সম্পর্কে নিচের কোন বাক্যটি সঠিক?

88 / 100

88. ডিক্রিদারের মৌখিক আবেদনের প্রেক্ষিতে জারি কার্যক্রম শুরু হতে পারে, যদি ডিক্রিটি হয়- [বার : ২০১৫]

89 / 100

89. কোন ধরনের মামলায় আদালত রায়ের পূর্বে গ্রেফতারি পরোয়ানা ইস্যু করতে পারে?

90 / 100

90. দণ্ডিত হবার ক্ষেত্র ছাড়া অন্যান্য ক্ষেত্রে শান্তি রক্ষার জন্য কোনো ব্যক্তিকে মুচলেকার আদেশ দিতে পারে কোন আদালত?

91 / 100

91. দেওয়ানি কার্যবিধির ২২ আদেশমতে কোনো মোকদ্দমার অ্যাবেট আদেশের সরাসরি রদ করা যায় -

92 / 100

92. ‘খ’ দাবি করে যে ৩০ বছর ধরে নিখেঁাজ থাকা ‘ক’ জীবিত আছে। ‘ক’ যে জীবিত আছে এটা প্রমাণের দায়িত্ব কার?

93 / 100

93. একজন সহকারী জজের আপিল অযোগ্য ডিক্রির বিরুদ্ধে রিভিশন দায়ের করতে হয় -

94 / 100

94. Specific relief cannot be granted for the mere purpose of enforcing a ...... .- শূণ্যস্থানে কী বসবে?

95 / 100

95. একজন যুগ্ম জেলা জজের আপিল অযোগ্য আদেশের বিরুদ্ধে রিভিশন দায়ের করতে হয় -

96 / 100

96. মোকদ্দমার আপস [Compromise of suit] — কোন আদেশের কোন বিধির বিষয়বস্তু?

97 / 100

97. কোনো ব্যক্তি কারো কোনো আইনগত পরিচয় অস্বীকার করলে তার করণীয় নিচের কোনটি হতে পারে?

98 / 100

98. বিনা পরোয়ানায় গ্রেফতারকৃত ব্যক্তি সম্পর্কে ২৪ ঘণ্টার মধ্যে তদন্ত সম্পন্ন করা না গেলে তখনকার পদ্ধতি কী হবে সেটি সম্পর্কে ফৌজদারি কার্যবিধির কোন ধারায় বলা আছে?

99 / 100

99. অধস্তন আদালতে আপিল করার অনুমতি না দেওয়ার বিরুদ্ধে লিভ টু আপিল এর ক্ষেত্রে তামাদির মেয়াদ কত?

100 / 100

100. কোন ধরনের মামলার তদন্ত পুলিশ ম্যাজিস্ট্রেটের অনুমতি ছাড়াই করতে পারে?

Your score is

0%