আইনকানুন একাডেমি

/100
24

Model test [22]

এটি ২২ নং পূর্ণাঙ্গ মডেল টেস্ট; যা কিনা আইনের ধারাপাত মডেল টেস্ট বুক এর ২২ নং টেস্টটির অবিকল অনুরূপ। আরো জ্ঞাতব্য যে, এই টেস্টটি মূলত বিগত সালে প্রশ্ন আসেনি, কিন্তু গুরুত্বপূর্ণ - এমন ধারাসমূহের ওপরে প্রধানত জোর দিয়ে তৈরি করা প্রশ্ন এবং এটি আসন্ন ২০২৫ সালের এমসিকিউ পরীক্ষায় কমন পাবার ক্ষেত্রে অত্যন্ত উপযোগী একটি পূর্ণাঙ্গ মডেল টেস্ট।

এখানে আপনার নাম ও ফোন নাম্বার লিখুন। ইমেইলটি লেখা বাধ্যতামূলক নয়; তবে, ইমেইল এড্রেস দিলে আপনার ইমেইলে বিস্তারিত ফলাফল চলে যাবে।

1 / 100

1. দণ্ডবিধি অনুসারে একটি অপসহায়তা নিচের কোন উপায়ে করা যেতে পারে?

2 / 100

2. preventing a party from doing that which he is under an obligation not to do – এটিকে কোন ধরণের প্রতিকার বলে গণ্য করা হয়?

3 / 100

3. দশ বছরের কম বয়স্ক শিশুকে কিডন্যাপিং বা অ্যাবডাকশনের শাস্তি নিচের কোনটি হতে পারে?

4 / 100

4. Confidential communications with legal advisers — এটি সাক্ষ্য আইনের কত ধারার বিধান?

5 / 100

5. মামলায় পক্ষের অপসংযোগ কাকে বলে?

6 / 100

6. ‘ক’-এর জমিতে অনধিকার প্রবেশ করার জন্য ‘খ’-এর বিরুদ্ধে মামলা দায়ের করলো। ‘খ’-দাবি করলো যে, ঐ জমিতে সাধারণের চলাচলের অধিকার আছে।‘ক’-তা অস্বীকার করলো। ঐ জমিতে অনধিকার প্রবেশের জন্য ‘গ’-এর বিরুদ্ধেও ‘ক’-মামলা করেছিল। সেই মামলায় ‘ক’-তার পক্ষে ডিক্রি পায়। ‘খ’-এর বিরুদ্ধে চলা মামলায়-

7 / 100

7. দেওয়ানি কার্যবিধির ১৪ আদেশে বিধি ৩ মোতাবেক কয়টি ক্ষেত্র থেকে বিচার্য বিষয়ের নির্ধারণ সম্পর্কে বলা আছে?

8 / 100

8. অপরাধমূলক বলপ্রয়োগের সাজা দণ্ডবিধির কোন ধারার শর্তাবলী সাপেক্ষে হয়ে থাকে?

9 / 100

9. ‘ক’ ‘খ’—এর জন্য ছবি অঁাকার ব্যাপারে ‘খ’ এর সহিত চুক্তিবদ্ধ হয় এবং ‘খ’ তিনটি ছবির জন্য ১০০০ টাকা প্রদানে সম্মত হয়। এই ঘটনায় নিচে বর্ণিত কোন ক্ষেত্রে চুক্তি প্রবলের মোকদ্দমা করে ডিক্রি পাওয়া যেতে পারে?

10 / 100

10. কোন ক্ষেত্রে তামাদি মেয়াদ গণনা প্রযোজ্য হবে -

11 / 100

11. দণ্ডবিধি অনুসারে “Wrongful loss” is the loss by unlawful means of property to which the person losing it is ........... . শূণ্যস্থানে কী বসবে?

12 / 100

12. রায়ের পূর্বে বিবাদীর গ্রেফতারের বিধানের ক্ষেত্রে কোনো জামিনদার কোন বিধিবলে নিজের জামিনদারিত্ব থেকে অব্যাহতির দরখাস্ত করতে পারেন আদালতে?

13 / 100

13. নিম্নলিখিত কোন ক্ষেত্রে বিলম্ব মওকুফের জন্য আবেদন করা যায়?

14 / 100

14. মোকদ্দমা করার অধিকার বিদ্যমান থাকলে পক্ষের মৃত্যুতে মোকদ্দমা বাতিল হবে না - এটি দেওয়ানি কার্যবিধির কোন আদেশের বিষয়বস্তু?

15 / 100

15. রায় প্রকাশ পাবার পর আদালতের রায়ে কোন ধরনের পরিবর্তন করা যায়?

16 / 100

16. `Effect of fraud’ - এটি তামাদি আইনের কত ধারার শিরোনাম?

17 / 100

17. দেওয়ানি কার্যবিধির কোন ধারায় দেওয়ানি প্রকৃতির মোকদ্দমা সম্পর্কে ধারণা বর্ণিত আছে?

18 / 100

18. দায়রা জজের রিভিশন করার ক্ষমতা ফৌজদারি কার্যবিধির কোন ধারার বিষয়বস্তু?

19 / 100

19. প্রতিটি সমনে জজ কর্তৃক সংশ্লিষ্ট নিযুক্ত কর্মকর্তার স্বাক্ষরের সাথে নিচের কোনটি থাকা বাধ্যতামূলক?

20 / 100

20. সাক্ষ্য আইনের ১১৮ ধারার শিরোনাম হিসেবে নিচের কোনটি সঠিক?

21 / 100

21. Suits relating to Public Matters - এর ক্ষেত্রে অ্যাটর্নি জেনারেলের ক্ষমতা কোনো কালেক্টর প্রয়োগ করতে পারেন কোন ধারার বিধান অনুযায়ী?

22 / 100

22. ক একজন সরকারি কর্মচারী। খ তার স্ত্রী। স্বামীকে প্রভাবিত করে চাকরির সংস্থান করে দেওয়ার উদ্দেশ্যে খ জনৈক ব্যক্তির নিকট থেকে একটি উপহার গ্রহণ করেন। ক তার স্ত্রীর কার্যে সহযোগিতা করেন। এখানে Abettor কে?

23 / 100

23. ম্যাজিস্ট্রেট কর্তৃক মামলা স্থানান্তর করা যায় ফৌজদারি কার্যবিধির কোন ধারা মোতাবেক?

24 / 100

24. Appointment of Metropolitan Magistrates- ফৌজদারি কার্যবিধির কোন ধারার বিষয়বস্তু?

25 / 100

25. কোন ক্ষেত্রে আইনগত অপারগতার বিধানটি প্রযোজ্য হবে না?

26 / 100

26. আপিলের তামাদির সময়সীমা সম্পর্কে বিধান রয়েছে তামাদি আইনের প্রথম তফসিলের কোন অনুচ্ছেদসমূহে?

27 / 100

27. কোনো পিপি কর্তৃক খালাসের আদেশের বিরুদ্ধে কোনো আপিলের দরখাস্ত গৃহীত না হলে পিপি’র করণীয় হিসেবে নিচের কোনটি সঠিক?

28 / 100

28. ফৌজদারি মামলায় কোনো ম্যাজিস্ট্রেট একসঙ্গে সর্বোচ্চ কতদিনের রিমান্ড দিতে পারবেন?

29 / 100

29. যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধের ক্ষেত্রে, অপরাধীকে আশ্রয়দানে আশ্রয়দাতার সর্বোচ্চ সাজা কত?

30 / 100

30. অপরাধমূলক অনধিকার প্রবেশের ক্ষেত্রে অভিযুক্ত ব্যক্তিকে সর্বোচ্চ কত টাকা পর্যন্ত অর্থদণ্ডে দণ্ডিত করা যেতে পারে?

31 / 100

31. কোন ধরণের ঘটনার পরিপ্রেক্ষিতে প্লিডিংয়ে বিশদ বিবরণ দেবার ব্যতিক্রমী বিধান রয়েছে?

32 / 100

32. স্মৃতি পুনরুজ্জীবনে ব্যবহৃত কোনো লেখা সম্পর্কে বিরুদ্ধ পক্ষের অধিকার সম্পর্কে সাক্ষ্য আইনের কোন ধারায় বর্ণনা আছে?

33 / 100

33. ফৌজদারি কার্যবিধির চতুর্থ তফসিলের বিষয়বস্তু হিসেবে নিচের কোনটি সঠিক?

34 / 100

34. স্থাবর সম্পত্তি সংক্রান্ত মোকদ্দমার আরজিতে নিচের কোন বর্ণনা থাকা বাধ্যতামূলক?

35 / 100

35. চুরির অপরাধে ৩ বছরের জন্য দণ্ডিত আসামি পরবর্তীতে দ্বিতীয়বার উক্ত একই অপরাধ করলে দ্বিতীয়বারের অপরাধের জন্য সর্বোচ্চ কোন দণ্ডে দণ্ডিত হতে পারে?

36 / 100

36. বার কাউন্সিলে অ্যাডভোকেটগণের তালিকাভুক্তি জ্যেষ্ঠতার ভিত্তিতে হবে। এই জ্যেষ্ঠতা নির্ধারিত হয় সাধারণত -

37 / 100

37. দণ্ডবিধির কোন ধারার অপরাধের ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধির ১৬৭ ধারার জামিন সংক্রান্ত বিধান প্রযোজ্য হবে না?

38 / 100

38. বার কাউন্সিল ট্রাইবুনালের অধীনে প্রত্যেকটি অনুসন্ধান judicial proceeding বলে গণ্য হবে কোন আইনের কোন ধারার সংজ্ঞানুসারে?

39 / 100

39. কোনো জাবেদা নকলের কপি যে সঠিকভাবে প্রণীত হয়েছে বা তা বৈধ হিসেবে আদালতকে গ্রহণ করে নিতে হবে - এটি সাক্ষ্য আইনের কোন ধারার বিষয়বস্তু?

40 / 100

40. Temporary injunctions are such as are to continue until a specified time, or until the further order of the Court.- এটি সুনির্দিষ্ট প্রতিকার আইনের কোথায় বলা আছে?

41 / 100

41. ফৌজদারি কার্যবিধির ৪১৮ ধারানুসারে - The alleged severity of a sentence shall, for the purposes of this section, be deemed to be a ....... . - শুণ্যস্থানে কী বসবে?

42 / 100

42. বাদী কর্তৃক সমনের খরচা প্রদানে অপারগতায় একটি মোকদ্দমা -

43 / 100

43. নিচের কোন অপরাধটির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড?

44 / 100

44. অচল মুদ্রা বলে জানা সত্ত্বেও প্রতারণামূলকভাবে অন্যকে তা অর্পণের দায়ে ‘ক’- অভিযুক্ত হয়েছে। ইতিপূর্বে ‘ক’-এর এইরূপ অপরাধে দণ্ডিত হওয়ার ঘটনা বর্তমান বিচারের ক্ষেত্রে প্রাসঙ্গিক হবে সাক্ষ্য আইনের কোন ধারা মতে?

45 / 100

45. একটি দেওয়ানি মোকদ্দমায় পক্ষগণের জবানবন্দি গ্রহণে আদালতের প্রথম কাজ কী?

46 / 100

46. Forged document এর সংজ্ঞা দণ্ডবিধির কোন ধারার বিষয়বস্তু?

47 / 100

47. সুনির্দিষ্ট কার্য সম্পাদনের মোকদ্দমায় আদালত ন্যায় বিচারের স্বার্থে সুনির্দিষ্ট কার্য সম্পাদনসহ ক্ষতিপূরণ প্রদানের আদেশ দিতে পারে, সুনির্দিষ্ট প্রতিকার আইনের কোন ধারার বিধান অনুসারে?

48 / 100

48. ভুলের জন্য চুক্তি রদ নিচের কোন শর্তের ওপর নির্ভরশীল?

49 / 100

49. ‘ক’- নির্দিষ্ট জমি ‘খ’- এর নিকট থেকে ক্রয় করার জন্য চুক্তিবদ্ধ হয়। কিন্তু, জমির প্রবেশ পথের ব্যাপারে চুক্তিতে কিছু উল্লেখ করা হয়না। জমিতে প্রবেশের জন্য কোনো পথের অধিকারের অস্তিত্ব নাই বলে দেখানো যেতে পারে। এই চুক্তির পরিণতি কি হবে-

50 / 100

50. সুনির্দিষ্ট প্রতিকার আইনের নেতিবাচক নিষেধাজ্ঞার প্রয়োগ কোন বিধানের ব্যতিক্রম সত্ত্বেও প্রয়োগযোগ্য?

51 / 100

51. তৃতীয় পক্ষ হিসেবে digital signature বিষয়ে কার মতামত সাক্ষ্য আইন অনুসারে প্রাসঙ্গিক?

52 / 100

52. দণ্ডবিধির কত ধারায় মারামারির সংজ্ঞা প্রদান করা আছে?

53 / 100

53. সরকার কর্তৃক কোনো প্রকাশনা বাজেয়াপ্তির ঘোষণা হলে সংক্ষুব্ধ পক্ষ ফৌজদারি কার্যবিধির কোন ধারামতে হাইকোর্টে তা বাতিল করার আবেদন করতে পারেন?

54 / 100

54. “Certifying Authority” means Certificate issuing Authority as defined in ..... .... . - শুণ্যস্থানে কী বসবে?

55 / 100

55. ক তার দোকানের খাতায় একটি মিথ্যা কথা লিপিবদ্ধ করে। কোনো আদালতে সমর্থক সাক্ষ্য হিসেবে ব্যবহারে জন্যই ক এইরূপ মিথ্যা কথা লিপিবদ্ধ করে। ক এখানে নিচে বর্ণিত কোন অপরাধটি সংঘটিত করেছে?

56 / 100

56. ফৌজদারি কার্যবিধি মোতাবেক - In every trial before a Court of Session, the prosecution shall be conducted by a...... . - শুণ্যস্থানে কী বসবে?

57 / 100

57. যুক্তিসঙ্গত কারণ ছাড়া প্রশ্ন করা হলে আদালত একজন আইনজীবী সম্পর্কে-

58 / 100

58. দেওয়ানি আপিল শুনানির জন্য রেসপন্ডেন্টের ওপর নোটিশ জারির পদ্ধতি কী?

59 / 100

59. রাস্তায় বেপরোয়া যান চালিয়ে কারো মৃত্যু ঘটালে দণ্ডবিধির ৩০৪খ ধারানুসারে সর্বোচ্চ ৩ বছরের সাজা হবে - এটির ক্ষেত্রে অন্যতম শর্ত হিসেবে নিচের কোনটি সঠিক?

60 / 100

60. সাক্ষ্য আইনের ৫৭ ধারায় বর্ণিত আদালত যা যা দৃষ্টিগোচরে নেবেন, তা আদালতের ওপর —

61 / 100

61. তামাদি আইন অনুসারে কোনো fresh period of limitation নিচের কোন ক্ষেত্রে শুরু হয়

62 / 100

62. নিম্নোক্ত কোন প্রশ্নটি জেরায় আইনসম্মত নয়?

63 / 100

63. সমন জারি করার ধরণ সম্পর্কে ফৌজদারি কার্যবিধির কোন ধারায় বলা আছে?

64 / 100

64. স্থাবর সম্পত্তির বাটোয়ারর জন্য কমিশনের রিপোর্ট কতদিনের মধ্যে দিতে হয়?

65 / 100

65. ১৪৪ ধারার জারির বিধান কার্যবিধির ..... অধ্যায়ের বিষয়বস্তু।

66 / 100

66. ফৌজদারি মামলায় সাক্ষী হিসেবে তলব না করেই নিচের কোন বিষয়গুলো সাক্ষ্যে ব্যবহার করা যেতে পারে?

67 / 100

67. দেওয়ানি কার্যবিধি অনুসারে বিধি কমিটির সচিব কার দ্বারা নিয়োগপ্রাপ্ত হবেন?

68 / 100

68. শিক্ষানবিশ চুক্তিপত্র বার কাউন্সিলের সচিবের নিকট জমা দিতে হবে তা সম্পাদনের কত দিনের মধ্যে?

69 / 100

69. মোকদ্দমা দায়েরের পর আরজি ফেরৎ দেওয়া হয়েছে। ইতোমধ্যে মোকদ্দমার মেয়াদ শেষ হয়ে গেলে তখন আপনি কী করবেন?

70 / 100

70. দেওয়ানি মামলার রেজিস্টার কোন সময়কাল ধরে রক্ষিত হয় বা ক্রমিক নম্বর দেওয়া হয়?

71 / 100

71. দণ্ডবিধির ৩১৭ ধারা অনুসারে অভিভাবক কর্তৃক কত বছরের কম বয়স্ক শিশুকে বর্জন করিবার উদ্দেশ্যে পরিত্যাগ করা অপরাধ ?

72 / 100

72. সুমন তার নিজের দলিলটি কোনোভাবে হারিয়ে বা বিনষ্ট করে থাকলে এটির প্রমাণের ক্ষেত্রে নিচে বর্ণিত কোন পদ্ধতি অবলম্বন করতে হবে?

73 / 100

73. ডিজিটাল রেকর্ডের খাঁটিত্ব নিয়ে মৌখিক সাক্ষ্য প্রাসঙ্গিক সাক্ষ্য আইনের -

74 / 100

74. সরকার ........... এর মধ্য হতে বার কাউন্সিল এর সচিব নিয়োগ দিবেন।

75 / 100

75. একই ধরণের অনধিক কয়টি অপরাধ ১ বছরের মধ্যে হলে একত্রে অভিযোগ গঠন করে একত্রে বিচার করা যাবে?

76 / 100

76. হাইকোর্ট ভিন্ন অন্য যেকোনো ফৌজদারি আপিল আদালতে আপিল করার তামাদির মেয়াদ সাধারণভাবে -

77 / 100

77. ফৌজদারি কার্যবিধি অনুসারে concurrent punishments নিচের কোন ক্ষেত্রে চলতে থাকবে?

78 / 100

78. No order of ad interim or temporary injunction without hearing the opposite party - বিধানটি দেওয়ানি কার্যবিধির কোন বিধির বিধান?

79 / 100

79. মালামাল অর্পণ না করা বা বিলম্বে মালামাল সরবরাহের কারণে ক্ষতিগ্রস্থ ব্যক্তি সর্বোচ্চ কতদিনের ভেতরে তার ক্ষতিপূরণের মোকদ্দমা করতে পারবেন?

80 / 100

80. অপরাধমূলক ভীতি প্রদর্শনের সাজার উল্লেখ দণ্ডবিধির কোন ধারায় বর্ণিত আছে?

81 / 100

81. নিম্নের কোন ধরনের ব্যক্তি সুনির্দিষ্ট প্রতিকার আইনের ১০ ধারার অধীনে মোকদ্দমা দায়ের করতে পারে?

82 / 100

82. চূড়ান্ত শুনানির তারিখ নির্ধারণের সর্বোচ্চ কত দিনের ভেতর কোনো মোকদ্দমার শুনানি সমাপ্ত করতে হয়?

83 / 100

83. বিক্রয়ের উদ্দেশ্যে কোনো খাদ্যে ভেজাল মিশিয়ে সেটিকে অস্বাস্থ্যকর করে তুললে দণ্ডবিধি অনুযায়ী তার শাস্তি কি?

84 / 100

84. পুনঃজবানবন্দির সংজ্ঞা সাক্ষ্য আইনের কত ধারার বিষয়বস্তু?

85 / 100

85. একটি উপজেলা এলাকায় সংঘটিত একটি অপরাধের সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচার করার ক্ষমতার অধিকারী কে?

86 / 100

86. দণ্ডবিধির ৩৭৯ ধারা অনুযায়ী চুরির সাধারণ সর্বোচ্চ সাজা নিচের কোনটি?

87 / 100

87. ‘ক’ একটি কারখানা পরিচালনা করে এবং ‘খ’ তার সহকারি। তার ব্যবসা চলাকালে ক, খ কে একটি মূল্যবান গুপ্ত পদ্ধতি অবগত করে। পরবর্তীতে খ, ক-এর নিকট অর্থ দাবি করে এবং হুমকি দেয় যে, তার দাবি প্রত্যাখান করা হলে সে পদ্ধতিটি প্রতিদ্বন্দী উৎপাদনকারী ‘গ’-এর নিকট ফাঁস করে দিবে। ‘ক’— এর করণীয় কি?

88 / 100

88. “Good faith”: nothing shall be deemed to be done in good faith which is not done with due care and attention - এই সংজ্ঞাটি তামাদি আইনের কোন ধারায় বর্ণিত আছে?

89 / 100

89. কোনো দেওয়ানি মোকদ্দমায় চরিত্র কতটুকু প্রাসঙ্গিক?

90 / 100

90. বাংলাদেশ বার কাউন্সিল একটি- [বার : ২০১২]

91 / 100

91. সরকার ফৌজদারি কার্যবিধির কোন ধারা অনুযায়ী দণ্ড রদবদল করতে পারে?

92 / 100

92. দণ্ডবিধির ৩০০ ধারার ১ নং ব্যতিক্রমের শর্তাবলী নিচে বর্ণিত দণ্ডবিধির কোন ধারার জন্য প্রযোজ্য নয়?

93 / 100

93. চোরাই মালের সংজ্ঞা দণ্ডবিধির কোন ধারায় আছে?

94 / 100

94. করিম একটি জমির বিষয়ে সুমনের বিরুদ্ধে দেওয়ানি মামলা দায়ের করে। জমিটি সুমনের দখলে থাকা অবস্থায় করিম দাবি করে যে, উক্ত জমির প্রকৃত মালিক সে নিজেই, সুমন নয়। এখানে প্রমাণের দায়িত্ব কার?

95 / 100

95. Suits for compensation for wrongs to person or movables.- ব্যক্তি ও অস্থাবর সম্পত্তিকে ঘিরে মোকদ্দমার এখতিয়ার সংক্রান্তে বিধানটি দেওয়ানি কার্যবিধির কোথায় বর্ণিত আছে?

96 / 100

96. দলিল সংশোধনের ক্ষমতা আদালতের -

97 / 100

97. মধ্যস্থতাকারী প্যানেলের তালিকা প্রস্তুত করতে জেলা জজ কার সাথে পরামর্শ করবেন?

98 / 100

98. ফৌজদারি কার্যবিধি অনুসারে - “non-cognizable offence” means an offence for, and “non-cognizable case” means a case in, which a police-officer, ........... - শুণ্যস্থানে কী বসবে?

99 / 100

99. ফৌজদারি কার্যবিধির ৩৪৮ ধারার প্রাসঙ্গিকতা নিচের কোন ক্ষেত্রে রয়েছে?

100 / 100

100. আপিল আদালত কর্তৃক অতিরিক্ত সাক্ষ্য গ্রহণের পদ্ধতিগত বিধান বর্ণিত আছে দেওয়ানি কার্যবিধির -

Your score is

0%