আইনকানুন একাডেমি

/100
32

Model test [20]

এটি ২০ নং পূর্ণাঙ্গ মডেল টেস্ট; যা কিনা আইনের ধারাপাত মডেল টেস্ট বুক এর ২০ নং টেস্টটির অবিকল অনুরূপ। আরো জ্ঞাতব্য যে, এই টেস্টটি মূলত বিগত সালে প্রশ্ন আসেনি, কিন্তু গুরুত্বপূর্ণ - এমন ধারাসমূহের ওপরে প্রধানত জোর দিয়ে তৈরি করা প্রশ্ন এবং এটি আসন্ন ২০২৫ সালের এমসিকিউ পরীক্ষায় কমন পাবার ক্ষেত্রে অত্যন্ত উপযোগী একটি পূর্ণাঙ্গ মডেল টেস্ট।

এখানে আপনার নাম ও ফোন নাম্বার লিখুন। ইমেইলটি লেখা বাধ্যতামূলক নয়; তবে, ইমেইল এড্রেস দিলে আপনার ইমেইলে বিস্তারিত ফলাফল চলে যাবে।

1 / 100

1. কোনো ফৌজদারি জরিমানা আদায়ের পদ্ধতি আকারে নিচের কোন পদ্ধতি ব্যবহার করতে পারে?

2 / 100

2. বিচারক সাধারণত রায়ের শেষে স্বাক্ষর করে থাকেন। কিন্তু কোন ক্ষেত্রে একটি ফৌজদারি রায়ের প্রতিটি পৃষ্ঠাতেই স্বাক্ষর করতে হয় বিচারককে?

3 / 100

3. সাক্ষ্য আইন অনুসারে An expert may refresh his memory by reference to professional treatises. - বিধানটি কোন ধারার বিষয়বস্তু?

4 / 100

4. জনদাতব্য প্রতিষ্ঠান বা Public charities নিয়ে মোকদ্দমার কারণ কেন উদ্ভব হয় সাধারণত?

5 / 100

5. পক্ষগণের উপস্থিতি—অনুপস্থিতির পরিণাম দেওয়ানি কার্যবিধির কোন আদেশে বলা আছে?

6 / 100

6. একজন সহকারী জজ সর্বোচ্চ কত টাকা মূল্যমানের মোকদ্দমা গ্রহণ করতে পারেন?

7 / 100

7. অপরাধমূলক বিশ্বাসভঙ্গের সাধারণ শাস্তি কি?

8 / 100

8. একজন আসামিকে ম্যাজিস্ট্রেট শাস্তি দিতে পারেন ফৌজদারি কার্যবিধির কোন ধারামতে?

9 / 100

9. দণ্ডবিধি অনুসারে Whoever commits criminal trespass by entering into or remaining in any building, tent or vessel used as a human dwelling or any building used as a place for worship, or as a place for the custody of property, is said to commit “.......” শুণ্যস্থানে কী বসবে?

10 / 100

10. দেওয়ানি কার্যবিধিতে কোথায় প্লিডিং এর ফরম বা নমুনাসমূহ দেওয়া আছে?

11 / 100

11. দেওয়ানি কার্যবিধির ৪১ আদেশের ১২ক বিধি মোতাবেক কোনো আপিল একতরফাভাবে খারিজ বা নিষ্পত্তি হয়ে গেলে কতদিনের ভেতরে সেটি শুনানির জন্য পুনরুজ্জীবীত করার সুযোগ থাকে?

12 / 100

12. দণ্ডবিধিতে Fabricating false evidence এর সংজ্ঞা দণ্ডবিধির কত ধারায় দেওয়া আছে?

13 / 100

13. অবৈধ লাভ হচ্ছে, বেআইনিভাবে এইরূপ সম্পত্তি লাভ করা, যে সম্পত্তি লাভকারী ব্যক্তির কোনো-

14 / 100

14. জেরাকৃত সাক্ষীর স্মৃতি পুনরুজ্জীবীত করা সাক্ষ্য আইনের কোন ধারার বিষয়বস্তু?

15 / 100

15. স্থানীয় তদন্তে নিচের কোনটি তদন্তের আওতাধীন হতে পারে না?

16 / 100

16. Injunction to perform negative agreement - এটি সুনির্দিষ্ট প্রতিকার আইনের কত ধারার শিরোনাম?

17 / 100

17. Appeals on what matters admissible - এটি ফৌজদারি কার্যবিধির কোন ধারার বিষয়বস্তু?

18 / 100

18. চ যাতে খুন হয় এই উদ্দেশ্যে ক জোরপূর্বক প্রলুব্ধ করে চ কে তার বাড়ি হতে নিয়ে যায়। ক দণ্ডবিধির কোন ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছে?

19 / 100

19. ‘Exclusion of time proceeding bonafide in court without jurisdiction’- এটি তামাদি আইনের কত ধারার শিরোনাম?

20 / 100

20. Manner of recording evidence - এটি কোন আইনের কোন ধারার বিষয়বস্তু?

21 / 100

21. বার কাউন্সিল অর্ডার অনুসারে বার অ্যাসোসিয়েশন কত প্রকার হতে পারে?

22 / 100

22. Birth during marriage conclusive proof of legitimacy - এটি সাক্ষ্য আইনের কত ধারার শিরোনাম?

23 / 100

23. দ্বিতীয় মোকদ্দমার বিচার নিষিদ্ধ করার জন্য পূর্ববর্তী মামলার রায় সাক্ষ্য আইনের কোন ধারা মতে প্রাসঙ্গিক?

24 / 100

24. আইনজীবী হিসেবে তালিকাভূক্তির আবেদনকারী ব্যক্তিকে এমন একজন আইনজীবীর অধিনে শিক্ষানবিস কাল অতিক্রম করতে হবে, যিনি আইনজীবী হিসেবে কর্মরত আছেন কমপক্ষে-

25 / 100

25. কোনো নিষেধাজ্ঞার আবেদনের নোটিশ গরজারিতে ফিরে এলে নোটিশটি জারি বৈধ হতে মোট সর্বোচ্চ কত দিন সময় লাগে?

26 / 100

26. সম্পত্তির বাটোয়ারার মোকদ্দমায় তামাদির মেয়াদ কত?

27 / 100

27. বহু সংখ্যক লোকের একই রূপ স্বার্থ নিহিত থাকে - এমন ধরণের মোকদ্দমায় কেউ বাদী বা বিবাদী হিসেবে যুক্ত হতে চাইলে দেওয়ানি কার্যবিধি অনুসারে তার করণীয় হিসেবে নিচের কোনটি সঠিক?

28 / 100

28. Of the rectification of instruments সুনির্দিষ্ট প্রতিকার আইনের কোন অধ্যায়ের বিষয়বস্তু?

29 / 100

29. দণ্ডবিধির ৩৩৫ ধারাটির প্রয়োগ কোন ধারার শর্তাবলীর সাপেক্ষে বিবেচনা করতে হয়?

30 / 100

30. যার বিরুদ্ধে কোনো মোকদ্দমা করার অধিকার অর্জিত হবার পূর্বেই উক্ত বিবাদী মৃত্যুবরণ করলে তার আইনানুগ প্রতিনিধির বিরুদ্ধে কখন থেকে বাদীর তামাদির গণনা শুরু হবে?

31 / 100

31. কোনো ব্যক্তি কোনো আইনসম্মত হেফাজত থেকে পলায়ন করলে তাকে অনুসরণ ও পুনরায় গ্রেফতার করার ক্ষমতা ফৌজদারি কার্যবিধির কোন ধারায় বর্ণিত আছে?

32 / 100

32. বার কাউন্সিল এনরোলমেন্ট কমিটির মধ্যে কতজন হাইকোর্ট বিভাগের বিচারক থাকবেন?

33 / 100

33. ফৌজদারি কার্যবিধি অনুসারে concurrent punishments বলতে নিচের কোনটি বোঝায়?

34 / 100

34. আইনজীবীর কাছে কেউ এসে কোনো একজন সাক্ষী সম্পর্কে বলে যে - উক্ত সাক্ষী একজন ডাকাত। সেক্ষেত্রে শুধুই এই শোনা তথ্যের ওপর নির্ভর তিনি ডাকাত কি—না এরূপ প্রশ্ন -

35 / 100

35. Cases in which secondary evidence relating to documents may be given - এটি সাক্ষ্য আইনের কত ধারার বিধান?

36 / 100

36. ফৌজদারি মামলায় অভিযুক্ত ব্যক্তির জবানবন্দি গ্রহণ করার সময় কোনো প্রশ্নের জবাব দিতে অস্বীকার করলে বা মিথ্যা জবাব দিলে পরিণতি হিসেবে কোনটি সঠিক?

37 / 100

37. সরকারী কর্তৃত্বাধীন ব্যতীত তৈরিকৃত মানচিত্র ইত্যাদির সঠিকতা সম্পর্কে আদালতের অনুমান কি ধরণে হবে?

38 / 100

38. ক একটি হিংস্র কুকুরের মুখ বন্ধনী খুলতে শুরু করে। চ যাতে বিশ্বাস করে যে, ক কুকুরটিকে দিয়ে তাকে আক্রমণ করার উদ্দেশ্যেই কুকুরটির মুখ বন্ধনী খুলে দিচ্ছে, এই উদ্দেশ্যেই, অথবা চ এইরূপ বিশ্বাস করতে পারে জানা সত্ত্বেও ক এই কাজ করে। এখানে দণ্ডবিধি অনুযায়ী ক কী করেছে?

39 / 100

39. তামাদির মেয়াদ মওকুফ করার আবেদন করা যায় তামাদি আইনের কোন ধারায়?

40 / 100

40. দণ্ডবিধির ৩০০ ধারার ১ নং ব্যতিক্রম অনুসারে Whether the provocation was grave and sudden enough to prevent the offence from amounting to murder is a ..... .... ..... শুণ্যস্থানে কী বসবে?

41 / 100

41. ‘সাধারণ উদ্দেশ্য’ বা Common Object কোন ধারার বিষয়বস্তু?

42 / 100

42. ‘ক’- অবৈধভাবে ‘খ’-এর ট্রেডমার্ক ব্যবহার করছে। ‘খ’- এর করণীয় হিসেবে নিম্নের কোনটি?

43 / 100

43. কোনো ব্যক্তি যদি ১৪ বছর কারাদণ্ডে দণ্ডনীয় কোনো অপরাধ সংঘটনের জন্য কোনো অপরাধমূলক ষড়যন্ত্রে অংশগ্রহণ করে এবং উক্ত অপরাধের ক্ষেত্রে ষড়যন্ত্রের শাস্তি উল্লে­খ না থাকে, তাহলে উক্ত অপরাধের জন্য উক্ত ব্যক্তি দায়ী হবে-

44 / 100

44. সুনির্দিষ্ট প্রতিকার আইনের ২২ ধারার বিধান অনুসারে আদালত কয়টি ক্ষেত্রে সুনির্দিষ্ট প্রতিকার না মঞ্জুর করতে বিবেচনামূলক ক্ষমতা প্রয়োগ করতে পারে?

45 / 100

45. Unless and until the contrary is proved, the Court ...... that the breach of a contract to transfer immoveable property cannot be adequately relieved by compensation in money’
শুণ্যস্থানে কী বসবে?

46 / 100

46. ফৌজদারি কার্যবিধি অনুসারে - ...... includes any proceeding in the course of which evidence is or may be legally taken on oath. - শুণ্যস্থানে কী বসবে?

47 / 100

47. Qui facit per aliumfacit per se লিগ্যাল ম্যাক্সিমটির সাথে দণ্ডবিধির কোন ধারাটি সম্পর্কিত?

48 / 100

48. সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচার করতে পারেন নিচে বর্ণিত কোন বিচারক?

49 / 100

49. তামাদি আইনের কত ধারায় সরল বিশ্বাসের সংজ্ঞা দেওয়া আছে?

50 / 100

50. সাক্ষীর সাক্ষ্য নিচের কোনভাবে নিতে হবে?

51 / 100

51. দুইটি রাজনৈতিক দল একই জায়গায় একই সময়ে সমাবেশ ডাকলে এবং সেখানে শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হবার সম্ভাবনা থাকলে ফৌজদারি কার্যবিধির কোন ধারা প্রয়োগ করা যায়?

52 / 100

52. Digital record” or “electronic record” - বলতে নিচের কোন আইনে সংজ্ঞায়িত ডিভাইসের তথ্য—উপাত্তকে বোঝাবে?

53 / 100

53. সুনির্দিষ্ট প্রতিকার আইন অনুসারে কোন ক্ষেত্রে আদালত চুক্তি রদের আদেশ দিতে পারেন না?

54 / 100

54. বাসগৃহে চুরির অপরাধে দণ্ডিত করার উদ্দেশ্যে কোনো ব্যক্তি মিথ্যা এজাহার করলে তার সর্বোচ্চ শাস্তি নিচের কোনটি হতে পারে?

55 / 100

55. জবানবন্দির সংজ্ঞা সাক্ষ্য আইনের কত ধারার বিষয়বস্তু?

56 / 100

56. Disobedience to quarantine rule - এটি দণ্ডবিধির কোন ধারা অনুসারে একটি অপরাধ?

57 / 100

57. নিম্নের কোনটি আদেশাত্মক প্রতিকার?

58 / 100

58. অর্থের মোকদ্দমার ক্ষেত্রে কখন অর্থের আনুমানিক পরিমাণ বর্ণনা করে মোকদ্দমা করা যায়?

59 / 100

59. বার কাউন্সিল কতটি ট্রাইবুনাল গঠন করতে পারে?

60 / 100

60. Where evidence on record sufficient, Appellate Court may determine case finally - এই বিধানটি দেওয়ানি কার্যবিধির কোন বিধির বিধান?

61 / 100

61. তামাদির বিধান নিচের কোন ক্ষেত্রে প্রযোজ্য হয় না? [বার : ২০১৭]

62 / 100

62. অপরাধজনক বিশ্বাসভঙ্গের অপরাধ সংঘটিত হবার ক্ষেত্রে দফায় দফায় অপরাধটি সংঘটিত হলে চার্জ গঠনের ক্ষেত্রে নিচের কোন তথ্যটি সঠিক নয়?

63 / 100

63. ইন্টারপ্লিডার মোকদ্দমায় বিষয়বস্তুটি যদি কোনো বস্তু হয় তা মোকদ্দমার -

64 / 100

64. বিধি কমিটিতে কতজন উকিল যুক্ত থাকবেন দেওয়ানি কার্যবিধি অনুসারে?

65 / 100

65. বিচারকের দৃষ্টিগোচর হবার কারণে নিচের কোন বিষয়টি আদালতে প্রমাণের কোনো প্রয়োজন পড়ে না?

66 / 100

66. অস্থায়ী নিষেধাজ্ঞার সংজ্ঞা সুনির্দিষ্ট প্রতিকার আইনের কত ধারায় বলা আছে?

67 / 100

67. Enhanced sentence এর ধারণা হিসেবে নিচের কোনটি সঠিক?

68 / 100

68. নিম্নের কোন ক্ষেত্রে তামাদি আইনের ৭ ধারা প্রয়োগযোগ্য হয়না

69 / 100

69. সাক্ষ্য আইন অনুসারে ডিজিটাল মাধ্যমে যোগাযোগকৃত কোনো বিষয়বস্তুর ক্ষেত্রে ‘প্রেরক’ অথবা ‘প্রাপক’ এর সংজ্ঞা কোন আইন অনুসারে প্রযোজ্য হবে?

70 / 100

70. রিভিশন আদালত হিসেবে হাইকোর্ট বিভাগ নিচের কোনটি করতে পারেন না? -

71 / 100

71. একতরফা ডিক্রি বা মোকদ্দমা খারিজ আদেশ রদের মাধ্যমে তথা পক্ষগণের অনুপস্থিতির কারণে রদ হওয়া মোকদ্দমা পুনর্বহাল করা হলে তার মর্যাদা কিরূপ হবে?

72 / 100

72. নিম্নের কোন ক্ষেত্রে কোনো দলিলের অন্তভূর্ক্ত বিষয় সম্পর্কে মৌখিক সাক্ষ্য প্রদান প্রাসঙ্গিক হয়?

73 / 100

73. সাক্ষ্য আইনের ৭৬ ধারা অনুসারে - Any officer who, by the ordinary course of official duty, is authorized to deliver such copies, shall be deemed to have the ........... ...... within the meaning of this section. - শুণ্যস্থানে কী বসবে?

74 / 100

74. মানহানির জন্য ক্ষতিপূরণের কেউ দাবি করতে চাইলে তাকে কতদিনের ভেতরে মোকদ্দমা করতে হবে?

75 / 100

75. ৭ বছরের কারাদণ্ডে দণ্ডনীয় কোনো অপরাধে অভিযুক্ত ব্যক্তি আটক থাকলে ম্যাজিস্ট্রেট তার জামিন মঞ্জুর করতে পারেন নিচে বর্ণিত কোন কারণে?

76 / 100

76. ফৌজদারি কার্যবিধিতে চার্জ গঠনের সময় Effect of material error এর ফলাফল হিসেবে নিচের কোনটি সঠিক নয়?

77 / 100

77. Forgery for purpose of cheating এর শাস্তি দণ্ডবিধির কত ধারায় বলা আছে?

78 / 100

78. বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস—চেয়ারম্যান নিয়োগ হয় -

79 / 100

79. কোনো যুগ্ম দায়রা জজের কর্ম কে বণ্টন করে থাকেন?

80 / 100

80. দেওয়ানি কার্যবিধির ২২ আদেশমতে বাদী পক্ষ কর্তৃক কায়মোকাম বা Substitution করতে হয় সর্বোচ্চ -

81 / 100

81. দেওয়ানি কার্যবিধির ৫ নং আদেশের ১ নং বিধি অনুসারে - if the officer of the Court fails to issue the summons within the said period of time, he shall be liable ....... - শূণ্যস্থানে কী বসবে?

82 / 100

82. ‘ক’, ‘খ’—কে সারাজীবনের জন্য জমি উইল করে দেয় এবং ‘গ’—কে পরবতীর্ অধিকারী নির্দেশ করে। ‘ক’ মারা যায়। ‘খ’ জমিতে প্রবেশ করে কিন্তু ‘গ’, ‘খ’— এর সম্মতি ছাড়াই স্বত্ব সম্পর্কিত দলিলসমূহ হস্তগত করে। দলিলসমূহ পুনরুদ্ধারে ‘খ’ এর করণীয় নিচের কোনটি হতে পারে?

83 / 100

83. সরকার কর্তৃক নিচে বর্ণিত কোন ধরণের প্রকাশনা বাজেয়াপ্ত ঘোষণা করার বিধান ফৌজদারি কার্যবিধিতে বর্ণিত রয়েছে?

84 / 100

84. Every plaint shall comply with the rules contained in Orders ....... , so far as they are applicable. - শুণ্যস্থানে কী বসবে?

85 / 100

85. দণ্ডবিধি অনুসারে to cause an offence punishable with death or imprisonment for life — এক্ষেত্রে যদি কোনো অপরাধমূলক ভীতি প্রদর্শন করা হয় তাহলে এর সর্বোচ্চ সাজা কত বছরের কারাদণ্ড?

86 / 100

86. হাতের লেখা বিষয়ে তৃতীয় পক্ষ হিসেবে নিচের কোন ব্যক্তির অভিমত প্রাসঙ্গিক?

87 / 100

87. স্থলাভিষিক্ত বা নতুনভাবে পক্ষভুক্ত বিবাদীর জন্য কোন তারিখে মামলার দায়ের হয়েছে বলে গণ্য করতে হবে?

88 / 100

88. Report of post-mortem examination - এটি ফৌজদারি কার্যবিধির কোন ধারার বিধান?

89 / 100

89. চুক্তির অংশবিশেষের সুনির্দিষ্টভাবে কার্যসম্পাদনে প্রতিবন্ধকতা সংক্রান্ত বিধান সুনির্দিষ্ট প্রতিকার আইনের কত ধারায় বলা আছে?

90 / 100

90. তামাদি আইনের ‘সংরক্ষণ’ — আইনটির কোন ধারার বিষয়বস্তু?

91 / 100

91. দণ্ডবিধির ১৭ তম অধ্যায়ের বিষয়বস্তু হিসেবে নিচের কোনটি সর্বাধিক সঠিক?

92 / 100

92. Small Cause Court এর ক্ষেত্রে দেওয়ানি কার্যবিধির প্রয়োগ কীভাবে হবে তা দেওয়ানি কার্যবিধির কোন ধারায় বর্ণিত আছে?

93 / 100

93. সাক্ষ্য আইনের ১২৬ ধারা অনুসারে - The communication, being made in furtherance of a criminal purpose, ..... disclosure. - শুণ্যস্থানে কী বসবে?

94 / 100

94. আসামির আবেদনে মামলা স্থানান্তর করা যায় ফৌজদারি কার্যবিধির কোন ধারা মোতাবেক?

95 / 100

95. সাধারণভাবে গর্ভপাত করানোর শাস্তি হিসেবে নিচের কোনটি সঠিক?

96 / 100

96. বিচার্য বিষয় প্রণয়ন ও লিপিবদ্ধ করার প্রয়োজন হয়না কোন পরিস্থিতিতে?

97 / 100

97. তামাদি আইন, ১৯০৮ কার্যকর হয় কত তারিখ হতে?

98 / 100

98. রায়ের পূর্বে গ্রেফতারের ক্ষেত্রে দেওয়ানি কার্যবিধির কোন ধারায় বর্ণিত প্রকারের মোকদ্দমার অপ্রযোজ্যতার কথা বলা হয়েছে?

99 / 100

99. সাক্ষ্য আইন অনুসারে Facts not otherwise relevant are relevant, If they are ...... any fact in issue or relevant fact;- শুণ্যস্থানে কী বসবে?

100 / 100

100. ক একজন সরকারি কর্মচারী। খ তার স্ত্রী। স্বামীকে প্রভাবিত করে চাকরির সংস্থান করে দেওয়ার উদ্দেশ্যে খ জনৈক ব্যক্তির নিকট থেকে একটি উপহার গ্রহণ করেন। ক তার স্ত্রীর কার্যে সহায়তা করেন। এখানে ক দণ্ডবিধির কোন ধারা অনুসারে অপরাধ করেছেন?

Your score is

0%