আইনকানুন একাডেমি

/100
24

Model test [18]

এটি ১৮ নং পূর্ণাঙ্গ মডেল টেস্ট; যা কিনা আইনের ধারাপাত মডেল টেস্ট বুক এর ১৮ নং টেস্টটির অবিকল অনুরূপ। আরো জ্ঞাতব্য যে, এই টেস্টটি মূলত বিগত সালে প্রশ্ন আসেনি, কিন্তু গুরুত্বপূর্ণ - এমন ধারাসমূহের ওপরে প্রধানত জোর দিয়ে তৈরি করা প্রশ্ন এবং এটি আসন্ন ২০২৫ সালের এমসিকিউ পরীক্ষায় কমন পাবার ক্ষেত্রে অত্যন্ত উপযোগী একটি পূর্ণাঙ্গ মডেল টেস্ট।

এখানে আপনার নাম ও ফোন নাম্বার লিখুন। ইমেইলটি লেখা বাধ্যতামূলক নয়; তবে, ইমেইল এড্রেস দিলে আপনার ইমেইলে বিস্তারিত ফলাফল চলে যাবে।

1 / 100

1. খুন করার উদ্দেশ্যে কিডন্যাপিং বা অ্যাবডাকশন এর শাস্তির বিধান দণ্ডবিধির কত ধারায় বলা আছে?

2 / 100

2. দেওয়ানি কার্যবিধি অনুযায়ী আদালত কয়টি ক্ষেত্রে কমিশন প্রেরণ করতে পারেন?

3 / 100

3. দেওয়ানি কার্যবিধির ৮ আদেশের ৯ বিধি মোতাবেক আদালত কর্তৃক চাহিত জবাব দানে ব্যর্থ হলে আদালত তার বিরুদ্ধে রায় ঘোষণা করে দিলে সংক্ষুব্ধ পক্ষ .... করতে পারেন।

4 / 100

4. কোনো দেওয়ানি মোকদ্দমা নিম্নোক্ত কার দ্বারা পরিচালনা করা যায় না?

5 / 100

5. একজন চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তার অধস্তন ম্যাজিস্ট্রেটগণের বসার সময়, স্থান বা বিচার্য বিষয়ের শ্রেণি সম্পর্কে বিধি প্রণয়ন করতে পারেন - এই ক্ষমতা ফৌজদারি কার্যবিধির কোথায় বর্ণিত আছে?

6 / 100

6. ‘যেসকল দরখাস্তসমূহের মেয়াদ সম্পর্কে এই তফসিলের অন্য কোথাও বা দেওয়ানি কার্যবিধি, ১৯০৮ এর ৪৮ ধারায় বিধান করা নাই সেই সকল দরখাস্তের বিষয়ে তামাদির বিধান করা আছে কত নং অনুচ্ছেদে?

7 / 100

7. সাক্ষ্য আইনের ১৫৯ ধারার বিষয়বস্তু হিসেবে নিচের কোনটি সঠিক?

8 / 100

8. দাঙ্গা করার সাজা দণ্ডবিধির কত ধারার বিষয়বস্তু?

9 / 100

9. দণ্ডবিধির ২৯৯ ধারা অনুসারে -The causing of the death of a child in the mother’s womb .... - শুণ্যস্থানে কী বসবে?

10 / 100

10. যে ব্যক্তি দুই বছরের কম দণ্ডে দণ্ডনীয় অপরাধের অপরাধমূলক ষড়যন্ত্রে অংশগ্রহণ করে তার কি শাস্তি হতে পারে?

11 / 100

11. একাধিক ব্যক্তিকে কখন বিবাদী হিসেবে মোকদ্দমার পক্ষভুক্ত করা যেতে পারে?

12 / 100

12. নিচের কোন ক্ষেত্রে নিষেধাজ্ঞা মঞ্জুর করতে অস্বীকার করতে পারে আদালত?

13 / 100

13. যেক্ষেত্রে বিভিন্ন ব্যক্তি মোকদ্দমা বা কার্যধারা দায়ের করার অথবা ডিক্রি জারির জন্য দরখাস্ত দাখিল করার অধিকারী এবং এর মধ্যে একজন আইনগত অপারগতার স্বীকার।এইরূপ অপরাগ ব্যক্তি ব্যতীত যদি দায়মুক্ত করা না যায় তবে অন্যদের প্রতিকূলে -

14 / 100

14. রেস জুডিকাটা কোন ধরণের বাদী বা বিবাদীগণের ওপর প্রযোজ্য হয় না?

15 / 100

15. ঢাকা জেলার সাভার থানার মামলা ঢাকা মহানগরীর শাহবাগ থানায় স্থানান্তরের ক্ষমতা নিচের কোন আদালতের আছে?

16 / 100

16. Pecuniary jurisdiction দেওয়ানি কার্যবিধির কোন ধারার বিষয়বস্তু?

17 / 100

17. পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে বিকল্পভাবে সমন জারির ক্ষেত্রে কোন ধরণের পত্রিকায় তা প্রকাশ করতে হয়?

18 / 100

18. স্বার্থবিহীন মোকদ্দমা সংক্রান্ত পদ্ধতিগত বিধানের বিস্তারিত দেওয়ানি কার্যবিধির কোন আদেশে দেওয়া আছে?

19 / 100

19. নিচে বর্ণিত কোন ধরনের দলিল সম্পর্কে আদালত সঠিক বলে অনুমান করতে বাধ্য?

20 / 100

20. ক একজন সরকারি কর্মচারী। খ তার স্ত্রী। স্বামীকে প্রভাবিত করে চাকরির সংস্থান করে দেওয়ার উদ্দেশ্যে খ জনৈক ব্যক্তির নিকট থেকে একটি উপহার গ্রহণ করেন। ক তার স্ত্রীর কার্যে সহায়তা করেন। এখানে খ কর্তৃক কৃত অপরাধের জন্য দণ্ডবিধির কোন ধারানুসারে মামলা করা যাবে?

21 / 100

21. Appointment of receivers discretionary - এটি সুনির্দিষ্ট প্রতিকার আইনের কত ধারার বিধান?

22 / 100

22. ফৌজদারি কার্যবিধি অনুযায়ী বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার আদেশ কে দিতে পারে?

23 / 100

23. তামাদি আইন অনুসারে নিচের কোনটি সঠিক নয়?

24 / 100

24. কারাবাস একের পর এক চলবে বলে আদালত আদেশ দিলে অভিযুক্ত ব্যক্তিকে সর্বোচ্চ কত বছর কারাদণ্ডে দণ্ডিত করতে পারবে?

25 / 100

25. সমন বা পরোয়ানার জন্য নির্ধারিত ফি নির্ধারিত সময়ের মধ্যে পরিশোধ না করলে ম্যাজিস্ট্রেট নিচের কোনটি করতে পারেন?

26 / 100

26. পূর্ববর্তী দণ্ডের বিষয় কোনো চার্জে কোন ধারামতে উল্লেখ করতে হয়?

27 / 100

27. কোনো বিচারকের বিরুদ্ধে মামলার পদ্ধতিগত সংক্রান্ত বিধান ফৌজদারি কার্যবিধির কোন ধারায় বর্ণিত আছে?

28 / 100

28. একজন আসামিকে ম্যাজিস্ট্রেট খালাস দিতে পারেন ফৌজদারি কার্যবিধির কোন ধারামতে?

29 / 100

29. থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাধারণভাবে নিম্নোক্ত কোন ধরণের তল্লাশি নিজ উদ্যোগে পরিচালনা করতে পারেন না?

30 / 100

30. দলিলের জিম্মাদার এর সংজ্ঞা কোন আইনের কোন ধারায় বর্ণিত আছে?

31 / 100

31. কোনো মামলার ঘটনা সম্পর্কে তথ্য জানার জন্য পুলিশ অফিসার কর্তৃক সাক্ষ্য সংগ্রহ বা সাক্ষ্য গ্রহণ -

32 / 100

32. সরকার কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেটকে ফৌজদারি কার্যবিধির ১৯০ ধারামতে নিচের কোন কোন ধরণের মামলা আমলে নেবার ক্ষমতা দিতে পারেন?

33 / 100

33. দণ্ডবিধির ৪৪২ ধারার শিরোনাম হিসেবে নিচের কোনটি সঠিক?

34 / 100

34. ঢাকার বাসিন্দা ক চট্টগ্রামের বাসিন্দা চ—এর এজেন্ট। ক ও চ—এর মধ্যে একটি ¯পষ্ট বা অব্যক্ত চুক্তি এই মর্মে বিদ্যমান আছে যে, চ—এর প্রেক্ষিতে সকল টাকা ক, চ—এর নির্দেশ মত বিনিয়োগ করবে। চ ক—এর কাছে এক লক্ষ টাকা প্রেরণ করে এই টাকা কোম্পানির কাজে লগ্নি করার নির্দেশ দেয়। ক সরলমনে কোম্পানির যে খাতে বিনিয়োগ করার কথা, সেইখাতে বিনিয়োগ না করে অন্য একটি খাতে বিনিয়োগ করে। ক নিচে বর্ণিত কোন অপরাধটি সংঘটন করেছে?

35 / 100

35. Effect of rules in First Schedule - দেওয়ানি কার্যবিধির কোন ধারার বিধান?

36 / 100

36. তামাদি আইনের ১৯ ও ২০ ধারায় বর্ণিত ‘ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধি’ বলতে কাকে বোঝাবে?

37 / 100

37. বার কাউন্সিল এর সভার ক্ষেত্রে কোরাম হয় কতজন সদস্যে?

38 / 100

38. An appeal may lie on a matter of fact as well as a matter of law - এটি ফৌজদারি কার্যবিধির কোন ধারার বিধান?

39 / 100

39. ৭ বছরের কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধে দণ্ডিত করার উদ্দেশ্যে কোনো ব্যক্তি মিথ্যা এজাহার করলে তার সর্বোচ্চ শাস্তি নিচের কোনটি হতে পারে?

40 / 100

40. কিন্তু ‘ক’,‘খ’ কে আঘাত করার সময় যদি ‘ঘ’ বাধাদান করে এবং ইচ্ছাকৃতভাবে ‘ঘ’—কেও আঘাত করে। এরূপ অবস্থায় ক এর দণ্ডের ক্ষেত্রে নিচের কোনটি সত্য?

41 / 100

41. ‘ক’ এর একটি স্থাবর সম্পত্তিতে ‘খ’ অবৈধভাবে দখলে আছে। প্রকৃতপক্ষে ‘খ’ এর উক্ত সম্পত্তিতে কোনো মালিকানা নেই। কিন্তু ‘ক’ তার সম্পত্তি ‘খ’ এর নিকট থেকে নিতে চাইলে ‘খ’ প্রতিরোধ সৃষ্টি করেছে। এক্ষেত্রে ‘ক’ কোন ধারামতে তার দখল পুনরুদ্ধার করতে পারে?

42 / 100

42. সাক্ষ্য আইনের ১৩৭ ধারানুসারে - The examination of a witness by the ... .... shall be called his cross-examination. - শুণ্যস্থানে কী বসবে?

43 / 100

43. বিশারদের অভিমতের সাথে সংশ্লিষ্ট ঘটনা সাক্ষ্য আইনের কোন ধারামতে প্রাসঙ্গিক?

44 / 100

44. আপিল শুনানির জন্য খরচাসহ সময় মঞ্জুর করার ক্ষেত্রে আদালত কমপক্ষে কত টাকা খরচা প্রদানের আদেশ দিতে পারেন?

45 / 100

45. বিনা ওয়ারেন্টে গ্রেফতারকৃত ব্যক্তি পুলিশের কাছ থেকে অব্যাহতি [Discharge]] পেতে পারেন কতটি বিকল্প উপায়ে?

46 / 100

46. প্ররোচনার কারণে গুরুতর আঘাত করলে তার সর্বোচ্চ শাস্তি হিসেবে নিচের কোনটি সঠিক?

47 / 100

47. ‘খ’-একজন মৃত চিত্রকারের একটি চিত্র এবং একজোড়া কারুকার্যখচিত দুষ্প্রাপ্য চীনামাটির পাত্র বিক্রয় করতে সম্মত হয় এবং ‘ক’-তা ক্রয় করতে সম্মত হয়। পরবর্তীতে ‘খ’ - সম্মতিভূক্ত উক্ত কাজ করতে অস্বীকার করে। ‘ক’-এর প্রতিকার হিসেবে নিচের কোনটি সঠিক?

48 / 100

48. তামাদি আইন সর্বপ্রথম কার্যকর হয় কত সালে?

49 / 100

49. চিকিৎসক সাক্ষীর জবানবন্দি বিষয়ে ফৌজদারি কার্যবিধির কোন ধারায় বলা আছে?

50 / 100

50. দেওয়ানি মোকদ্দমার রায় ও ডিক্রির জাবেদা নকল সংগ্রহ করতে খরচ সম্পর্কে নিচের কোনটি সঠিক?

51 / 100

51. সাক্ষ্য আইনের ২২ ধারামতে আদালতে দাখিলকৃত দলিলের সঠিকতা নিয়ে প্রশ্ন না ওঠা পর্যন্ত, উক্ত দলিলের অন্তর্ভূক্ত বিষয়ে .............. প্রাসঙ্গিক নয়।

52 / 100

52. ফৌজদারি কার্যবিধি অনুসারে কোন ধরণের মামলার ক্ষেত্রে কোনো অভিযুক্ত ব্যক্তি সরাসরি সাক্ষী হিসেবে নিজেকে উপস্থাপন করতে পারবেন?

53 / 100

53. আদালতের ইচ্ছাধীন ক্ষমতা স্বেচ্ছাচারিতা নয়, বরং-

54 / 100

54. Upon hearing, respondent may object to decree as if he had preferred separate appeal - এই বিধানটি দেওয়ানি কার্যবিধির কোথায় বর্ণিত আছে?

55 / 100

55. দণ্ডবিধির অনুসারে যেকোনো অপরাধমূলক ভীতি প্রদর্শনের সাধারণ সর্বোচ্চ সাজা কত বছর?

56 / 100

56. ফৌজদারি রিভিশন সংক্রান্তে হাইকোর্ট বিভাগের ক্ষমতা সম্পর্কে নিচের কোনটি সত্য নয়?

57 / 100

57. অবহেলাজনিত কাজ দ্বারা জীবন বিপন্নকারী রোগের সংক্রমণ বিস্তার করলে তার সর্বোচ্চ সাজা-

58 / 100

58. অন্যায় কারাদণ্ড ভোগের কারণে কেউ ক্ষতিপূরণের মোকদ্দমা করতে চাইলে তার তামাদির মেয়াদ কত দিনের?

59 / 100

59. দলিল বলতে নিচের কোনগুলোকে বোঝাবে?

60 / 100

60. “Bar Association” means Supreme Court Bar Association or a .............. - শুণ্যস্থানে কী বসবে?

61 / 100

61. মালিক ও প্রতিনিধির মধ্যে যে পেশাদারিত্বের সম্পর্ক থাকে অথবা না থাকে - তা প্রমাণ করার দায়িত্ব কার ওপর বর্তায়?

62 / 100

62. দেওয়ানি কার্যবিধির ৭ আদেশের ১ নং বিধিতে আরজিতে বাধ্যতামূলকভাবে যেসকল বিষয় অন্তর্ভুক্ত থাকবে সেরূপ কয়টি বিষয়ের বর্ণনা রয়েছে?

63 / 100

63. বাদীর স্থাবর সম্পত্তি থেকে বিবাদীর অন্যায়ভাবে অর্জিত মুনাফার বিরুদ্ধে মোকদ্দমার তামাদি মেয়াদ তামাদি আইনের প্রথম তফসিলের কত অনুচ্ছেদের বিষয়বস্তু?

64 / 100

64. মোকদ্দমা করার অধিকার অর্জনের পূর্বেই মৃত্যুবরণ করার ফলাফল কি?

65 / 100

65. বার কাউন্সিলের আইন শিক্ষা কমিটিতে কতজন বার কাউন্সিলের সদস্য থাকবে?

66 / 100

66. ক একজন দোভাষী বা অনুবাদক। সে একটি শপথমূলে সঠিকভাবে অনুবাদ করতে বা দোভাষীর কাজ করতে আইনত বাধ্য। এমতাবস্থায় সে কোনো উক্তি বা বিবৃতি কিংবা দলিলের তরজমা বা অনুবাদকে সঠিক বলে সনাক্ত করে। কিন্তু উক্ত তরজমা বা অনুবাদ সঠিক নয় এবং সে উহা সঠিক বলে বিশ্বাস করে না। ক এখানে নিচে বর্ণিত কোন অপরাধটি করেছে?

67 / 100

67. নৈতিক স্খলনজনিত কারণে সাজাপ্রাপ্ত হলে সাজার মেয়াদ অতিক্রান্ত হওয়ার পরে কতদিন অতিবাহিত না হলে বার কাউন্সিল এর তালিকাভূক্ত হওয়ার যোগ্যতা অর্জন হয়না?

68 / 100

68. Witnesses to be examined in .... . শূণ্যস্থানে কী বসবে?

69 / 100

69. গর্ভপাত করানো দণ্ডবিধির কোন ধারা অনুযায়ী অপরাধ?

70 / 100

70. ফৌজদারি কার্যবিধির ২৫০ ধারার অধীনে সর্বোচ্চ compensation কত?

71 / 100

71. ক কোনো মহিলাকে ভীতিগ্রস্থ বা আহত করার উদ্দেশ্যে যদি তার ঘোমটা খুলে ফেলে তবে তা দণ্ডবিধি অনুযায়ী নিচে বর্ণিত কোন অপরাধটি হবে?

72 / 100

72. আদালতের নথি বা সরকারি রেজিস্টার জাল করলে সর্বোচ্চ কত বছরের কারাদণ্ড হতে পারে?

73 / 100

73. কখন কোনো প্রিজাইডিং জজ একটি ফৌজদারি মামলার সম্পূর্ণ রায় পড়ে শোনাতে বাধ্য?

74 / 100

74. সাক্ষ্য আইনের ৬৪ ধারা অনুসারে Documents must be proved by ....... except in the cases hereinafter mentioned শুণ্যস্থানে কী বসবে?

75 / 100

75. দণ্ডবিধি অনুসারে Unnatural offences অপরাধটির সর্বোচ্চ শাস্তি নিচের কোনটি?

76 / 100

76. অপরের মৃত্যু ঘটানো ব্যতীত নিজ সম্পত্তি রক্ষায় অন্যের ক্ষতিসাধন করা দণ্ডবিধির কোন ধারায় বর্ণিত আছে?

77 / 100

77. সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৫ ধারার বিষয়বস্তু হিসেবে নিচের কোনটি সঠিক?

78 / 100

78. ‘খ’-কে হত্যার জন্য ‘ক’-এর বিচারে দেখা যায়, ‘ক’, ‘গ’-কে হত্যা করেছিল, যা ‘খ’-জানতে পারে এবং তা প্রকাশ করার ভয় দেখিয়ে সে ‘ক’ এর নিকট থেকে অর্থ আদায়ের চেষ্টা করে। ‘খ’-কে হত্যার দায়ে ‘ক’-এর বিচারের ক্ষেত্রে এই ঘটনা-

79 / 100

79. `Extinguishment of right to property’- এটি তামাদি আইনের কত ধারার শিরোনাম?

80 / 100

80. একাধিক বাদী বা বিবাদীগণের মধ্যে এক বা একাধিকজন অনুপস্থিত থাকলে মোকদ্দমাটি -

81 / 100

81. No fact of which the Court will take judicial notice need be proved -এই বিধান সাক্ষ্য আইনের কোন ধারায় বলা আছে?

82 / 100

82. পূর্ববর্তী লিখিত বিবৃতি সম্পর্কে জেরা করার শর্ত কি?

83 / 100

83. যখন প্রতিবাদী বাদীর সম্পত্তির অধিকারে অথবা সম্ভোগে অনধিকার হস্তক্ষেপ করে অথবা হস্তক্ষেপ করিবার হুমকি দেয় তখন আদালত নিচের কোন কারণে চিরস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করতে পারে না?

84 / 100

84. মক্কেল ‘ক’- অ্যাডভোকেট ‘খ’-কে জানালো যে সে জালিয়াতি করেছে এবং সে চায় যে ‘খ’- তাকে রক্ষা করবে। এ সম্পর্কে নিচের কোন বাক্যটি সঠিক?

85 / 100

85. সুনির্দিষ্ট প্রতিকার আইনের ২৮ ধারার বিধান অনুসারে কয়টি ক্ষেত্রে চুক্তিবদ্ধ একটি পক্ষের বিরুদ্ধে চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন কার্যকর করা যাবে না

86 / 100

86. মোকদ্দমা দায়েরের কত কর্মদিবসের ভেতর বিবাদীর নিকট সমন প্রেরণ করার নিয়ম বর্ণিত আছে দেওয়ানি কার্যবিধির ৫ আদেশে?

87 / 100

87. নিষেধাজ্ঞার আবেদনের নোটিশ অপর পক্ষকে জানানো বাধ্যতামূলক— এটি ..... বিধান।

88 / 100

88. ‘ক’,‘খ’- এর বিরুদ্ধে একটি দেওয়ানী মোকদ্দমা করার অধিকারী হয়। কিন্তু যখন ‘ক’- মোকদ্দমা করার অধিকারী হয় তখন ‘খ’- কাতারে অবস্থান করছিল।‘খ’ এর কাতাারে অবস্থানকালীন সময়-

89 / 100

89. কোনো গুরুত্বপূর্ণ বস্তু আদালতে জমা ও ফেরতের বিষয়ে বিধান দেওয়ানি কার্যবিধির কোন বিধির বিষয়বস্তু?

90 / 100

90. Of The Rescission Of Contracts সুনির্দিষ্ট প্রতিকার আইনের কোন অধ্যায়ের বিষয়বস্তু?

91 / 100

91. কোনো ফৌজদারি জরিমানা আদায়ের পদ্ধতি আকারে দেওয়ানি পদ্ধতি ব্যবহার করা হলে উক্ত পরোয়ানা জেলার কালেক্টরের মাধ্যমে কার্যকর করতে হলে জেলার কালেক্টর কি হিসেবে গণ্য হবেন?

92 / 100

92. Public charities নিয়ে দেওয়ানি কার্যবিধি অনুসারে কোনো বেসরকারি ব্যক্তির মোকদ্দমা করতে পারা সম্পর্কে নিচের কোনটি সঠিক?

93 / 100

93. বার কাউন্সিলের একজন সদস্য সর্বোচ্চ কয় মেয়াদের জন্য বার কাউন্সিলের সদস্যরূপে থাকতে পারবে?

94 / 100

94. `Previous judgements relevant to bar a second suit or trial’ এটি সাক্ষ্য আইনের কত ধারার শিরোনাম?

95 / 100

95. ‘ক’ ২০ লাখ টাকায় বাড়ি ও বাগানসহ একটি সম্পত্তি ‘খ’ এর নিকট বিক্রয় করিতে চুক্তিবদ্ধ হয়। বাড়ির ব্যবহার বা উপভোগের জন্য বাগানটি গুরুত্বপূর্ণ। পরে দেখা যায় যে, ‘ক’ বাগান হস্তান্তর করিতে সক্ষম নয়। এরূপ পরিস্থিতিতে খ সুনির্দিষ্ট কার্য সম্পাদন পেতে চাইলে নিচের কোন শর্তের অধীনে তা পেতে পারে?

96 / 100

96. রায়ের পূর্বে গ্রেফতারের বিধিসমূহ নিচের কোনগুলো?

97 / 100

97. ফৌজদারি কার্যবিধির ৯৪ ধারা মোতাবেক কোনো দলিল অথবা অন্যান্য জিনিস হাজির করার ব্যাপারে সাক্ষ্য আইনের কোন কোন ধারার বিধানকে প্রভাবিত করবে না বলে উক্ত ধারায় বিধান রয়েছে?

98 / 100

98. যুক্তিসঙ্গত কারণ ছাড়া কোনো সাক্ষীকে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করা যাবে না - এই বিধান সাক্ষ্য আইনের কোন ধারায় বর্ণিত আছে?

99 / 100

99. সাক্ষ্য আইনের কত ধারা অনুযায়ী সাক্ষী তার স্মৃতি পুনরুজ্জীবিত করার জন্য কোনো কিছু দেখে নিতে পারে?

100 / 100

100. The words “..........” are intended to include corporeal property of every description, except land and 47. thing attached to the earth or permanently fastened to anything which is attached to the earth.- শুণ্যস্থানে কী বসবে?

Your score is

0%