আইনকানুন একাডেমি

/100
11

Model test [15]

এটি ১৫ নং পূর্ণাঙ্গ মডেল টেস্ট; যা কিনা আইনের ধারাপাত মডেল টেস্ট বুক এর ১৫ নং টেস্টটির অবিকল অনুরূপ। আরো জ্ঞাতব্য যে, এই টেস্টটি মূলত বিগত সালে প্রশ্ন আসেনি, কিন্তু গুরুত্বপূর্ণ - এমন ধারাসমূহের ওপরে প্রধানত জোর দিয়ে তৈরি করা প্রশ্ন এবং এটি আসন্ন ২০২৫ সালের এমসিকিউ পরীক্ষায় কমন পাবার ক্ষেত্রে অত্যন্ত উপযোগী একটি পূর্ণাঙ্গ মডেল টেস্ট।

এখানে আপনার নাম ও ফোন নাম্বার লিখুন। ইমেইলটি লেখা বাধ্যতামূলক নয়; তবে, ইমেইল এড্রেস দিলে আপনার ইমেইলে বিস্তারিত ফলাফল চলে যাবে।

1 / 100

1. সাক্ষীর আচরণ সম্পর্কে মন্তব্য লিপিবদ্ধ করার বিধান ফৌজদারি কার্যবিধির কোন ধারায় বর্ণিত আছে?

2 / 100

2. মিথ্যা দাবির ব্যাপারে ক্ষতিপূরণমূলক খরচা দেওয়ানি কার্যবিধির কোন ধারায় বর্ণিত আছে?

3 / 100

3. Power to require party for whom instrument is cancelled to make compensation - এটি সুনির্দিষ্ট প্রতিকার আইনের কত ধারার শিরোনাম?

4 / 100

4. দাখিলকৃত বা নিবন্ধিত দলিল জাল বলে ঘোষণার দাবিতে মোকদ্দমার তামাদি মেয়াদ —

5 / 100

5. যে পক্ষ সাক্ষীকে হাজির করে, তার প্রতিপক্ষের আইনজীবী প্রশ্ন করলে তাকে কি বলে?

6 / 100

6. ‘ক’ একটি নতুন দালানের দ্বারা আলোর গমনাগমন ও ব্যবহারের পথে এমন প্রতিবন্ধকতা স্থাপন করে, যার উপর ‘খ’ তামাদি আইনের (৪র্থ খণ্ড) বিধানুসারে অধিকার অর্জন করেছে। ‘খ’ শুধু দালান নির্মাণের কাজ হতে বিরত রাখার জন্যই নয় বরং ‘খ’ আলোর পথে যতখানি নির্মাণের বাধা স্থাপন করেছে তাহা ভেঙ্গে ফেলার জন্যও নিষেধাজ্ঞা পাইতে পারে। এরূপ নিষেধাজ্ঞাকে নিচের কোন ধরনের নিষেধাজ্ঞা হিসেবে অভিহিত করা যায়?

7 / 100

7. কোনো মোকদ্দমা সরাসরি খারিজ আদেশ রদকরণের বিধানটি দেওয়ানি কার্যবিধিতে কোন সালে সংযোজিত হয়?

8 / 100

8. দণ্ডবিধি অনুযায়ী ধর্ষণের সর্বোচ্চ সাজা নিচের কোনটি?

9 / 100

9. অপরাধমূলক ভীতি প্রদর্শন এর সংজ্ঞা দণ্ডবিধির কত ধারার বিষয়বস্তু?

10 / 100

10. নিঃসম্বল ব্যক্তি হিসেবে আপিলের অনুমতির দরখাস্ত করার জন্য তামাদির গণনা কখন থেকে শুরু হবে?

11 / 100

11. দলিল সংশোধনের সময় আদালত অনুসন্ধান করতে পারেন-

12 / 100

12. ফৌজদারি কার্যবিধির ৩৭৪ ধারা অনুসারে কোনো পেশকৃত মামলার ক্ষেত্রে হাইকোর্ট বিভাগ নিচের কোনটি করতে পারেন?

13 / 100

13. দণ্ডবিধির কত ধারার বিধান সাপেক্ষে সদবিশ্বাসে কৃত যোগাযোগ অপরাধ হিসেবে বিবেচিত হবে না?

14 / 100

14. Suits relating to Public Matters - দেওয়ানি কার্যবিধির কোন অংশে বিধৃত রয়েছে?

15 / 100

15. প্লিডিংস সংশোধন আদালত কর্তৃক নির্দিষ্ট সময়ের ভেতরে করতে না পারলে পরিণতি কী?

16 / 100

16. সাক্ষীর বিশ্বাসযোগ্যতা সম্পর্কে অভিযোগ আনয়ন করা যায় সাক্ষ্য আইনের কোন ধারাবলে?

17 / 100

17. পদাধিকারবলে বার কাউন্সিলের সদস্য কতজন সদস্য বার কাউন্সিলের কমিটিতে থাকেন?

18 / 100

18. তামাদি আইনমতে একটি মামলা কখন দায়ের বা দাখিল করা হয়েছে বলে গণ্য হয়?

19 / 100

19. দণ্ডবিধির সংজ্ঞাগুলোর অর্থ ব্যতিক্রমসমূহ সাপেক্ষে হবে - এই কথাটি দণ্ডবিধির কোন ধারায় বলা আছে?

20 / 100

20. মি. করিম একজনকে দণ্ডবিধির ৩৯৬ ধারার অধীনে একজনকে দণ্ডিত করার জন্য মিথ্যা সাক্ষ্য দিলে ও উক্ত ব্যক্তি সেই ধারানুসারে সর্বোচ্চ শাস্তি পেলে এবং পরবর্তীতে করিমের মিথ্যা সাক্ষ্য প্রমাণিত হলে করিমের শাস্তি নিচের কোনটি হতে পারে?

21 / 100

21. সাক্ষ্য আইন অনুসারে - The Court ...... that every digital record purporting to be an agreement containing the digital signatures of the parties was so concluded by affixing the digital signature of the parties. - শুণ্যস্থানে কী বসবে?

22 / 100

22. পুলিশ কর্তৃক কোনো তলবকৃত সাক্ষীর প্রদত্ত মৌখিক বিবৃতি লিপিবদ্ধ করা হলে -

23 / 100

23. তদন্তাধীন কোনো মামলার বিষয়ে স্বেচ্ছায় সাক্ষ্য দিতে আসা ব্যক্তিকে পুলিশ -

24 / 100

24. রিভিউ করা যায় দেওয়ানি কার্যবিধির কত ধারাবলে?

25 / 100

25. যেক্ষেত্রে মোকদ্দমা দায়ের করার অধিকারী ব্যক্তির মৃত্যু পর্যন্ত আইনগত অপারগতা অব্যাহত থাকে সেক্ষেত্রে তার বৈধ উত্তরাধিকারীর ক্ষেত্রেও -

26 / 100

26. দাঙ্গায় ন্যূনতম কতজনের উপস্থিতি প্রয়োজন হয়?

27 / 100

27. কোনো ব্যক্তির মৃত্যুকালে তার সম্পত্তি অসাধুভাবে আত্মসাৎকরণের শাস্তি সাধারণভাবে নিচের কোনটি?

28 / 100

28. সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৫৪ ধারামতে কোনো ট্রেড মার্ক সংক্রান্ত নিষেধাজ্ঞার পরিণতি হিসেবে নিচের কোনটি সঠিক?

29 / 100

29. ‘ক’ — একটি জমির জিম্মাদার। জিম্মাদার হিসেবে সে উক্ত জমি ৫ বছরের জন্য ইজারা দিতে পারে। কিন্তু সে ‘খ’ -এর নিকট উক্ত জমি ১০ বছরের জন্য ইজারা চুক্তি করলো। উক্ত চুক্তি-

30 / 100

30. কোন কোন ক্ষেত্রে আদালত ফৌজদারি কার্যবিির্ধর ৪৩৬ ধারা মোতাবেক further inquiry করার আদেশ দিতে পারেন?

31 / 100

31. পলাতক ব্যক্তির সম্পত্তি ক্রোক করা যায় কোন সময় হতে?

32 / 100

32. নিম্নোক্ত কোন ধরণের ব্যক্তিকে কোনো নির্বাহী বা জেলা ম্যাজিস্ট্রেট সদাচরণের জন্য মুচলেকার আদেশ দিতে পারেন না?

33 / 100

33. দেওয়ানি আদালতের অধস্তনতা সম্পর্কে দেওয়ানি কার্যবিধির কোন ধারায় বর্ণিত আছে?

34 / 100

34. কোনটি প্রাইভেট ডকুমেন্ট?

35 / 100

35. দেওয়ানি কার্যবিধির ১৮ বিধিটির প্রযোজ্য হয় না নিচের কোন ক্ষেত্রে?

36 / 100

36. অ্যাডভোকেট হিসেবে তালিকাভূক্তির যোগ্যতা সংক্রান্ত বিষয়ে বার কাউন্সিল অর্ডারের কত অনুচ্ছেদে বিধান করা আছে?

37 / 100

37. fine is unlimited, but shall not be excessive. - বিধানটি দণ্ডবিধির .... ধারার বিধান।

38 / 100

38. জবানবন্দি অথবা পুনঃজবানবন্দির সময় ইঙ্গিতপূর্ণ প্রশ্ন -

39 / 100

39. একটি ফৌজদারি মামলায় ব্যক্তিগত হাজিরা থেকে রেহাই দিয়ে একজন আইনজীবীর মাধ্যমে হাজির হবার অনুমতি ফৌজদারি কার্যবিধির কোন ধারায় দেওয়া আছে?

40 / 100

40. সাধারণভাবে নিচে বর্ণিত কোন ধরনের ম্যাজিস্ট্রেট কোনো মামলা আমলে নিতে পারেন না?

41 / 100

41. দেওয়ানি কার্যবিধি অনুসারে Direct re-hearing of appeal - এর আবেদনের সাথে কি যুক্ত করতে হয়?

42 / 100

42. একাধিক ব্যক্তিকে কখন বাদী হিসেবে মোকদ্দমার পক্ষভুক্ত করা যেতে পারে?

43 / 100

43. গ্রেফতারকৃত কোনো ব্যক্তিকে কে জামিন দিতে পারে ফৌজদারি কার্যবিধির ৪৯৬ ধারা মোতাবেক?

44 / 100

44. সাধারণভাবে অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন কোন বিধিবলে করতে হয়?

45 / 100

45. An expert’s report shall be addressed to the Court and not to the party on whose behalf he is examined and he shall owe a duty to help the Court.- এখানে কোন ধরণের বিশারদ সম্পর্কে এই বিধান বর্ণিত হয়েছে সাক্ষ্য আইন অনুসারে?

46 / 100

46. ২০ লাখ টাকায় একটি বাড়ি ও জমি ক্রয় বিক্রয়ের একটি চুক্তিতে দুই পক্ষই সম্মত হয় যে, আসবাবপত্রের অংশবিশেষের মূল্য নির্ধারণ করিয়া নেওয়া হইবে — এই মর্মে সিদ্ধান্ত হয় পক্ষগণের ভেতরে। পরবর্তীতে আসবাবপত্রের মূল্যায়নের ব্যাপারে পক্ষগণ একমত হইতে অসমর্থ হলে নিচের কোন প্রকারে প্রতিকার প্রদান করা সম্ভব?

47 / 100

47. কোনো বিশেষজ্ঞ হিসেবে কাউকে সাক্ষ্য দেবার জন্য আদালতে হাজির করতে হলে তাকে সঙ্গত পারিশ্রমিক কীভাবে নির্ধারণ করতে হয়?

48 / 100

48. আপিল রেজিস্টার এর সংজ্ঞা দেওয়ানি কার্যবিধির কোথায় দেওয়া আছে?

49 / 100

49. কোনো ব্যক্তি যদি পুলিশ অফিসারের কাছে নিজের নাম ও বাসস্থান জানাতে অস্বীকার করে তখন করণীয় হিসেবে নিচের কোনটি সঠিক?

50 / 100

50. ইচ্ছাকৃতভাবে [Voluntarily] এবং প্ররোচনার [Provocation] দরুণ আঘাতের শাস্তি দণ্ডবিধি অনুযায়ী যথাক্রমে-

51 / 100

51. মোকদ্দমা ব্যতীত অন্য কার্যধারায় দেওয়ানি আদালতের সিদ্ধান্ত বা আদেশ পরিবর্তন বা বাতিলের জন্য মোকদ্দমা দায়েরের তামাদির মেয়াদ কত?

52 / 100

52. ওজনের জন্য অপ্রকৃত যন্ত্রের [false instrument] প্রতারণামূলক ব্যবহারের সর্বোচ্চ সাজা কত?

53 / 100

53. শাসনতান্ত্রিক আইন বা সংবিধান সংক্রান্ত কোনো প্রশ্ন উঠলে পদ্ধতিগত বিধান সম্পর্কে দেওয়ানি কার্যবিধির কোথায় বর্ণিত রয়েছে?

54 / 100

54. নাবালক ব্যক্তি কর্তৃক মোকদ্দমা সম্পর্কে পদ্ধতিগত বিধান দেওয়ানি কার্যবিধির কোন আদেশে বলা আছে?

55 / 100

55. অস্থাবর সম্পত্তি অর্পণের ডিক্রির ধরণ সম্পর্কে দেওয়ানি কার্যবিধির কোন বিধিতে বর্ণিত রয়েছে?

56 / 100

56. আসামির অনুপস্থিতিতে বিচারকাজ শুরু করার প্রয়োজনে আসামিকে হাজির করার জন্য কোন ধরণের পত্রিকায় বিজ্ঞপ্তি দেবার বিধান রয়েছে?

57 / 100

57. অসাধু বা অবৈধ উপায়ে সরকারি কর্মচারীকে প্রভাবিত করার উদ্দেশ্যে বকশিশ গ্রহণের শাস্তি দণ্ডবিধির কত ধারায় বলা আছে?

58 / 100

58. মক্কেল কর্তৃক উকিলের কিছু বিক্রয়ের ব্যাপারে মক্কেল একটি মোকদ্দমা দায়ের করলে উক্ত বিক্রয়ের ক্ষেত্রে সরল বিশ্বাস সম্পর্কে প্রশ্ন উত্থাপন করেছে। লেনদেনটির সরল বিশ্বাস প্রমাণ করিবার দায়িত্ব কার?

59 / 100

59. মি. রহিম একজন অতি ন্যায়বান, নিরীহ এবং ধার্মিক মানুষ। রহিমের বিরুদ্ধে নিন্দনীয় নরহত্যার অভিযোগ আদালতে উঠেছে। সেখানে তার আইনজীবী সাক্ষ্য শুনানীর সময় মি. রহিমের সচ্চরিত্রের পরিচয় বিস্তারিত তুলে ধরলেন এবং তার বিপক্ষের আইনজীবী তার সচ্চরিত্রের বিরোধিতা করতে গিয়ে তার খারাপ চরিত্র সংক্রান্তে বিভিন্ন বিষয় তুলে ধরার চেষ্টা করলে, নিচের কোন বক্তব্যটি সঠিক?

60 / 100

60. আইনানুগ কার্যধারায় যে সময় তামাদির গণনা থেকে বাদ দিতে হয় - এটি তামাদি আইনের কোন ধারার বিষয়বস্তু?

61 / 100

61. মারাত্মক প্ররোচনার ফলে আক্রমণের সর্বোচ্চ শাস্তি কী?

62 / 100

62. ‘ক’, ‘খ’ - কে হত্যা করেছে কি না এর বিচারে, ঘটনাস্থলে বা এর নিকটে ধস্তাধস্তির ফলে মাটিতে যেসব চিহ্ন পড়েছে তা-

63 / 100

63. ‘স্থানীয় বার এসোসিয়েশন’ - এর সংজ্ঞা বার কাউন্সিল অর্ডার এর কত অনুচ্ছেদে বলা আছে?

64 / 100

64. বার কাউন্সিলের অর্থ কমিটির সদস্য সংখ্যা কত হবে?

65 / 100

65. হুলিয়াধীন ব্যক্তি নির্দিষ্ট সময়ের ভেতরে আদালতে উপস্থিত হলে ক্রোককৃত সম্পত্তির পরিণতি হিসেবে বা আদালতের করণীয় হিসেবে নিচের কোনটি সঠিক?

66 / 100

66. দণ্ডবিধির ৪৬৪ ধারা অনুসারে নিচের কোন ক্ষেত্রে মিথ্যা দলিল তৈরি করা বলে গণ্য হয়?

67 / 100

67. ঠগ এর সংজ্ঞা দণ্ডবিধির কোন ধারার বিষয়বস্তু?

68 / 100

68. বার কাউন্সিলের সাধারণ সভা আহ্বান করবে-

69 / 100

69. সরকারি রাস্তা, পুল, নদী বা খালের ক্ষতি করে অনিষ্ট সাধন এর শাস্তির বিধান দণ্ডবিধির কত ধারায় বলা আছে?

70 / 100

70. নিম্নের কোন বিষয় সাক্ষ্য হিসেবে প্রকাশ করতে বাধ্য করা যায়না?

71 / 100

71. সাক্ষ্য আইনের ৬১ ধারা অনুসারে - The contents of documents may be proved either ................ ....... . - শুণ্যস্থানে কী বসবে?

72 / 100

72. একজন আক্রমণ করার অভিযোগে অভিযুক্ত হবার পর অভিযুক্ত ব্যক্তিটি দাবি করলেন যে, তিনি প্ররোচণার কারণে উত্তেজিত হয়ে ভিকটিমকে আক্রমণ করেছিলেন। অভিযুক্তের দাবিকৃত বিষয় প্রতিষ্ঠা করার জন্য দণ্ডবিধি এবং সাক্ষ্য আইনের কোন কোন ধারা প্রাসঙ্গিক?

73 / 100

73. দেওয়ানি কার্যবিধির ২২ আদেশের ৯ক বিধি মোতাবেক কোনো অ্যাবেট আদেশ রদ করার আবেদন অগ্রাহ্য হলে -

74 / 100

74. সাক্ষ্য হিসেবে স্বীকৃত দলিল আদালতের কাছ থেকে কোন পর্যায়ে ফেরত নেওয়া যায়?

75 / 100

75. Simaltaneous issue of summons for service by ..... in addition to personal service. - শূণ্যস্থানে কী বসবে?

76 / 100

76. সুনির্দিষ্ট প্রতিকার আইনের ২৪ ধারানুসারে চুক্তির সুনির্দিষ্ট কার্যসম্পাদন পাবার ক্ষেত্রে কত ধরণের ব্যক্তিগত প্রতিবন্ধকতার কথা বর্ণিত হয়েছে?

77 / 100

77. সাক্ষ্য আইনের ৩২ ধারা মোতাবেক যাদেরকে সাক্ষী হিসেবে তলব করা যায় না, কত ধরনের পরিস্থিতিতে বা শর্তে তাদের বিবৃতি প্রাসঙ্গিক?

78 / 100

78. ক একটি কূপের মুখে আড়াআড়িভাবে বাঁশের কঞ্চি পেতে তার উপর ঘাস পাতা বিছিয়ে দেয়- এই উদ্দেশ্যে যে, তাতে মৃত্যু ঘটতে পারে অথবা তাতে যে মৃত্যু ঘটতে পারে তা জানা সত্ত্বেও তা করে। চ শক্ত মাটি মনে করে উহার উপর দিয়ে চলতে গিয়ে কূপের ভিতর পড়ে যায় এবং নিহত হয়। ক এর অপরাধ কী ?

79 / 100

79. সুনির্দিষ্ট স্থাবর সম্পত্তির দখলের অধিকারী ব্যক্তি ........... অনুসারে তা নির্ধারিত পন্থায় পুনরুদ্ধার করতে পারে-শূণ্যস্থানে কী বসবে?

80 / 100

80. তামাদি আইনে নিচের কোনটি বর্ণিত নেই?

81 / 100

81. নিচে বর্ণিত কোন ক্ষেত্রে তৃতীয় একজন ব্যক্তির সাক্ষ্য স্বীকৃতি হিসেবে গ্রহণ করা যেতে পারে?

82 / 100

82. দণ্ডবিধির ৩৪৯ ধারা অনুযায়ী কোনো বলপ্রয়োগ বা Force এর শাস্তি নিচের কোনটি?

83 / 100

83. ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারার আদেশ অমান্য করার মধ্য দিয়ে কোনো ক্ষতি সংঘটিত হলে দণ্ডবিধি অনুসারে সর্বোচ্চ সাজা কত?

84 / 100

84. cognizable offence এর ক্ষেত্রে পুলিশ -

85 / 100

85. High Court Division may transfer case or itself try it - এটি ফৌজদারি কার্যবিধির কোন ধারার বিধান?

86 / 100

86. ফৌজদারি কার্যবিধির ২৪৭ ধারানুসারে - where the complainant is a public servant and his personal attendance is not required, the Magistrate may ...... with his attendance.

87 / 100

87. অপর্যাপ্ত দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল ফৌজদারি কার্যবিধির কোন ধারার বিষয়বস্তু?

88 / 100

88. ডিক্রি জারিতে নিলাম খরিদ করা সম্পত্তির দখল পাওয়ার জন্য নিলাম ক্রেতা কতৃর্ক মামলা দায়ের করার জন্য নির্ধারিত তামাদির মেয়াদ গণনার সময় নিলাম রদের জন্য কার্যধারা যতদিন চলেছিল, তা ঐ তামাদির মেয়াদ গণনা হতে বাদ যাবে’- এটি তামাদি আইনের কত ধারায় বলা আছে?

89 / 100

89. সাক্ষ্য আইনের ৩ ধারায় Evidence এর সংজ্ঞায় নিচের কোন শব্দটিকে সবশেষ সংশোধনীতে যুক্ত করা হয়েছে?

90 / 100

90. যেকোনো ধরণের বিশেষ ম্যাজিস্ট্রেট এর নিয়োগ সম্পর্কে ফৌজদারি কার্যবিধির কোন ধারায় বিধান বর্ণিত আছে?

91 / 100

91. তামাদি আইন অনুসারে “plaintiff” includes any person from or through whom a plaintiff derives his right to sue. - এটি কোথায় বলা হয়েছে?

92 / 100

92. দেওয়ানি কার্যবিধির ১১ ধারার বিধানে কতটি ব্যাখ্যামূলক অনুচ্ছেদ রয়েছে?

93 / 100

93. সাক্ষীকে উত্তর দিতে বাধ্য করার সময় আদালত স্বীয় ইচ্ছাধীন ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে কতটি বিষয় বিবেচনায় নেবেন?

94 / 100

94. সুনির্দিষ্ট প্রতিকার আইন অনুসারে any agreement which is not a contract এর পরিণতি হিসেবে নিচের কোনটি সঠিক?

95 / 100

95. হাইকোর্ট বিভাগ সর্বোচ্চ কত বছরের অপরাধের বিচার করার ক্ষমতা কোনো প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকে অর্পণ করতে পারে?

96 / 100

96. সাধারণভাবে কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধে অপসহায়তাকরণের শাস্তি কী, যদি অপরাধটি প্রকৃতপক্ষে সংঘটিত না হয়?

97 / 100

97. Proclamation for person absconding’- এটি ফৌজদারি কার্যবিধির কোন ধারার বিষয়বস্তু?

98 / 100

98. নিম্নলিখিত কোন ধরণের সম্পত্তি হস্তান্তর সম্পর্কিত কোনো চুক্তিভঙ্গের আর্থিক ক্ষতিপূরণ দ্বারা পর্যাপ্ত প্রতিকার বিধান করা যায় বলে আদালত ‘অবশ্য অনুমান’ করতে পারে?

99 / 100

99. কোনো মোকদ্দমা এমনভাবে গঠন করতে হবে যেন —

100 / 100

100. করিম পথ চলার অধিকারে বাধা প্রদানের জন্য ১৯১১ সালে একটা মোকদ্দমা দায়ের করে। বিবাদী বাধা প্রদানের কথা স্বীকার করে। কিন্তু পথ চলার অধিকারের প্রতি অস্বীকৃতি জানায়। বাদী প্রমাণ করে যে, সে এই অধিকার ১৮৯০ সালের ১লা জানুয়ারি হতে ১৯১০ সালের ১লা জানুয়ারি পর্যন্ত অব্যাহতভাবে এতে সুখাধিকার হিসেবে স্বত্ব দাবি করে শান্তিপূর্ণভাবে ও প্রকাশ্যে ভোগ করেছে। এই ক্ষেত্রে মোকদ্দমাটির ফলাফল হতে পারে -

Your score is

0%