আইনকানুন একাডেমি

/100
27

Model test [1]

এটি ১ নং পূর্ণাঙ্গ মডেল টেস্ট; যা কিনা আইনের ধারাপাত মডেল টেস্ট বুক এর ১ নং টেস্টটির অবিকল অনুরূপ

আরো জ্ঞাতব্য যে, এই টেস্টটি মূলত বার কাউন্সিলের বিগত ২০১২ সালের প্রশ্নের অনুরূপ ধরণে শ্যাডো মডেল টেস্ট এবং এটি আসন্ন ২০২৫ সালের এমসিকিউ পরীক্ষায় কমন পাবার ক্ষেত্রে অত্যন্ত উপযোগী একটি পূর্ণাঙ্গ মডেল টেস্ট।

এখানে আপনার নাম ও ফোন নাম্বার লিখুন। ইমেইলটি লেখা বাধ্যতামূলক নয়; তবে, ইমেইল এড্রেস দিলে আপনার ইমেইলে বিস্তারিত ফলাফল চলে যাবে।

1 / 100

1. দণ্ডবিধির ৩০৪ ধারায় নিচের কোন অপরাধের সাজা বর্ণিত আছে?

2 / 100

2. তামাদি আইনের কত নং তফসিলে ঘোষিত তামাদি মেয়াদের পর দায়েরকৃত মামলা খারিজ হবে?

3 / 100

3. মারাত্মক অস্ত্র দ্বারা আঘাতের শাস্তি কি?

4 / 100

4. কোনো প্লিডিং এ সত্যপাঠ থাকা ....।

5 / 100

5. নিচের কোন ক্ষেত্রে চুরির সাজা সর্বোচ্চ ৭ বছরের কারাদণ্ড হতে পারে?

6 / 100

6. অধিকতর জেরার উদ্দেশ্য কী?

7 / 100

7. ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারার আদেশ অমান্য করার মধ্য দিয়ে কোনো ক্ষতি সংঘটিত হলে দণ্ডবিধি অনুসারে সর্বোচ্চ সাজা কত?

8 / 100

8. কোনো সহকারী জজের কোনো ডিক্রির বিরুদ্ধে আপিল শুনবেন কে সাধারণভাবে?

9 / 100

9. কোনো আদেশের বিরুদ্ধে আপিলে প্রদত্ত কোনো আদেশের বিরুদ্ধে আপিল চলবে না - এই বিধানটি -

10 / 100

10. আসামি পুলিশ হেফাজতে থাকা অবস্থায় প্রদত্ত স্বীকারোক্তি তার বিরুদ্ধে প্রমাণ করা যাবে না- এটি সাক্ষ্য আইনের কত ধারায় বলা আছে?

11 / 100

11. কোনো দেওয়ানি মোকদ্দমায় চরিত্র কতটুকু প্রাসঙ্গিক?

12 / 100

12. ‘A suit in which the .......... is contested is a suit of a civil nature’ — শুণ্যস্থানে কী বসবে?

13 / 100

13. Pleading to be signed - সম্পর্কে দেওয়ানি কার্যবিধির কোথায় বিধান বর্ণিত আছে?

14 / 100

14. ঢাকার শাহবাগ থানার আওতাধীন একজন রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে দণ্ডিত হলে তিনি তার দণ্ডের বিরুদ্ধে আপিল কোথায় করবেন?

15 / 100

15. সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৯ ধারার বিধান অনুসারে ........... এর বিরুদ্ধে মোকদ্দমা দায়ের করা যায়।

16 / 100

16. বেসরকারি ব্যক্তি কর্তৃক গ্রেফতারকৃত ব্যক্তিকে পুলিশে সোপর্দ করা হলে পুলিশ কোন ধারামতে পুনরায় গ্রেফতার দেখাতে পারে?

17 / 100

17. দণ্ডবিধি কত সালের কত নম্বর আইন?

18 / 100

18. সাক্ষ্য আইনে Estoppel নীতির উল্লেখ নিচে বর্ণিত কত ধারায় আছে?

19 / 100

19. বিরোধীয় সম্পত্তিতে কে দখলের অধিকারী তা নির্ধারণ করা হয় ফৌজদারি কার্যবিধির কোন ধারার মাধ্যমে?

20 / 100

20. কখন অন্যের কথা মৌখিক সাক্ষ্য হিসেবে বলা যাবে?

21 / 100

21. ফৌজদারি মামলার ক্ষেত্রে G. D. অর্থ কি?

22 / 100

22. ফরিয়াদি ম্যাজিস্ট্রেটের কাছে জবানবন্দির দেবার ক্ষেত্রে কয়টি শর্তাংশ ফৌজদারি কার্যবিধির ২০০ ধারায় বর্ণিত আছে?

23 / 100

23. ফৌজদারি কার্যবিধি কত সালের কত তারিখ থেকে ব্রিটিশ ভারতে কার্যকর হয়?

24 / 100

24. রহিমের দ্বারা আহত হয়ে করিম মাসাধিককাল ধরে কোনো সাধারণ কাজ করতে না পারলে, দণ্ডবিধির অনুসারে কোন ধরনের অপরাধের সংজ্ঞায় সংজ্ঞায়িত হবে?

25 / 100

25. ৩০ বছরের পুরনো দলিল উপযুক্ত হেফাজত থেকে আসলে সেটির বিশুদ্ধতা সম্পর্কে আদালতের অনুমান আইনত কী ধরনের?

26 / 100

26. দলিল বাতিলের ক্ষেত্রে আদালত ক্ষতিপূরণ দেবার নির্দেশ দিলে ক্ষতিপূরণটি কে দেবেন?

27 / 100

27. দণ্ডবিধি অনুসারে কয় ধরনের ফলাফল বা পরিণতিকে আঘাতের সংজ্ঞাভুক্ত করা হয়েছে?

28 / 100

28. কোনো আরজিতে মোকদ্দমার কারণ ব্যক্ত না করলে তার পরিণতিতে কী হতে পারে?

29 / 100

29. রিভিশন মামলায় একটি ডিক্রি হাইকোর্ট বিভাগে বহাল হলে তা জারির জন্য কোন আদালতে দরখাস্ত করতে হয়? [বার : ২০১২]

30 / 100

30. বার কাউন্সিলের নির্বাহী কমিটির সদস্য সংখ্যা কতজন?

31 / 100

31. হাইকোর্ট বিভাগে আইনপেশা চর্চার যোগ্যতা সম্পর্কে বার কাউন্সিল অর্ডারের কত অনুচ্ছেদে বিধান করা আছে?

32 / 100

32. তামাদি আইনের ৫ ধারা অনুযায়ী যথেষ্ট কারণ কী?

33 / 100

33. দেওয়ানি কার্যবিধির ১১ ধারার শিরোনাম হিসেবে নিচের কোনটি সঠিক?

34 / 100

34. সুমনা ঢাকা জেলার সাভার থানার বাসিন্দা। তার দ্বারা একই জেলার আশুলিয়া থানায় একটি শান্তিভঙ্গের সম্ভাবনা দেখা দিয়েছে। এমতাবস্থায় শান্তিভঙ্গের আশঙ্কা রোধ করার জন্য মুচলেকা সম্পাদনের আদেশ কেন দেওয়া হবেনা মর্মে কারণ দর্শাতে বলবেন কে?

35 / 100

35. পুলিশ অফিসারের তদন্ত রিপোর্ট সাধারণভাবে কত প্রকারের হতে পারে?

36 / 100

36. একটি আরজি ফেরতের সময় আদালত আরজির উপর নিচে বর্ণিত কোন তথ্যটি লিখবেন না?

37 / 100

37. মোকদ্দমা বিচার করতে এখতিয়ারাবান একাধিক আদালত যদি ভিন্ন ভিন্ন আপিল আদালতের অধীন হয়, তাহলে এখতিয়ার নিয়ে আপত্তি কোথায় করতে হবে?

38 / 100

38. কোনো প্লিডিং সংশোধনের আবেদনে ‘বিলম্বের উদ্দেশ্যে’ প্রতীয়মান হলে আদালত কত পরিমাণ ক্ষতিপূরণের নির্দেশ দেবেন?

39 / 100

39. আইনদ্বারা কার্যকরীকরণযোগ্য প্রতিটি কর্তব্যকে বলে -

40 / 100

40. দণ্ডবিধির ১৪১ ধারায় বেআইনি সমাবেশ সংঘটিত হওয়া নিয়ে কয়টি সাধারণ উদ্দেশ্যের ক্ষেত্র উল্লেখ রয়েছে?

41 / 100

41. একাধিক এলাকায় দায়েরযোগ্য স্থাবর সম্পত্তির কোনো দেওয়ানি মোকদ্দমায় আদালতের এখতিয়ার নিয়ে আপত্তি কোন বিবেচনায় মঞ্জুর করতে পারে?

42 / 100

42. একজন ম্যাজিস্ট্রেট সরকারি কর্মকর্তাকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দিতে পারেন - ?

43 / 100

43. ফৌজদারি কার্যবিধি অনুসারে কোনো ‘চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট’বলতে নিচের কোনটিকে অন্তর্ভুক্ত করে?

44 / 100

44. Power to order inquiry - ফৌজদারি কার্যবিধির কোন ধারার বিধান?

45 / 100

45. সাক্ষ্য আইনের কত ধারায় প্রাথমিক সাক্ষ্যের সংজ্ঞা দেওয়া হয়েছে?

46 / 100

46. তামাদি আইনের ১২ ধারা অনুযায়ী তামাদির মেয়াদ গণনার ক্ষেত্রে নিচের কোনটি বাদ যাবে?

47 / 100

47. দশ বছরের কম বয়স্ক শিশুকে কিডন্যাপিং বা অ্যাবডাকশনের শাস্তি ... বছরের কম হবে না।

48 / 100

48. দণ্ডবিধিতে Kidnapping এর সংজ্ঞা কোন ধারায় দেওয়া আছে?

49 / 100

49. দণ্ডবিধির কোন ধারায় অপরাধমূলক জ্ঞান [criminal knowledge] সম্পর্কে বিধান আছে?

50 / 100

50. সরকারের নির্দেশে ও পরিকল্পনায় প্রকাশিত মানচিত্র বা নকশাকে সঠিক বলে ধরে নিতে হবে আদালতকে - এমন বাধ্যতা সাক্ষ্য আইনের কত ধারায় বলা আছে?

51 / 100

51. ক একটি সম্পদ ভর্তি বাক্স—বহনকারী ষাঁড় দেখতে পায়; সে ষাঁড়টিকে একটি বিশেষ দিকে তাড়াইয়া দিতে থাকে যাতে সে অসাধুভাবে বাক্সটি হস্তগত করতে পারে। ক নিচের কোন অপরাধটি করতে যাচ্ছে?

52 / 100

52. সাক্ষ্য আইন অনুযায়ী নিচের কোনটি আদালতে প্রমাণের কোনো প্রয়োজন নেই?

53 / 100

53. Actus rea শব্দের অর্থ কী?

54 / 100

54. Enlargement of time - এটি দেওয়ানি কার্যবিধির কোন ধারার বিষয়বস্তু?

55 / 100

55. রিভিশনের এখতিয়ার কার আছে?

56 / 100

56. একটি জেলায় এক মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালত থেকে অন্য অন্য মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে মামলা স্থানান্তর করতে পারেন সাধারণভাবে কে?

57 / 100

57. In what cases bail to be taken - এটি ফৌজদারি কার্যবিধির কোন ধারার বিধান?

58 / 100

58. কোনো পণ্যের উপর কোনো নকল মার্ক দিয়ে ক ইচ্ছাকৃতভাবে চ—কে প্রবঞ্চনামূলক এইরূপ বিশ্বাস করায় যে, পণ্যটি কোনো প্রসিদ্ধ প্রস্তুতকারকের তৈরি। এইভাবে ক চ—কে সে পণ্যটি ক্রয় করতে ও উহার জন্য মূল্য প্রদান করতে প্ররোচিত করে। এখানে ক এর অপরাধ কী?

59 / 100

59. অতিরিক্ত দায়রা জজ নিয়োগ হয়-

60 / 100

60. ডিক্রির মাধ্যমে আদালত কি করে?

61 / 100

61. নিচে বর্ণিত কোনটি সরকারি দলিল?

62 / 100

62. Preventive relief is granted at the discretion of the Court by injunction, ..... ..... ...... - সুনির্দিষ্ট প্রতিকার আইন অনুসারে শুণ্যস্থানে কী বসবে?

63 / 100

63. দেওয়ানি কার্যবিধি, ১৯০৮ আইনটি কত তারিখ থেকে কার্যকর হয়?

64 / 100

64. যে চুক্তির শর্তাবলী আদালত যুক্তিসঙ্গত নিশ্চয়তার সঙ্গে নির্ধারণ করতে পারে না, সেসকল চুক্তি -

65 / 100

65. একজন সহকারী জজের আপিল অযোগ্য আদেশের বিরুদ্ধে রিভিশন দায়ের করতে হয় -

66 / 100

66. প্লিডিংস এর ক্ষেত্রে Dates, sums and numbers shall be expressed in .....- শূণ্যস্থানে কী বসবে?

67 / 100

67. সাক্ষ্য আইনের ১০৫ ধারা মোতাবেক কোনো আসামির মামলা সাধারণ ব্যতিক্রমের মধ্যে পড়লে নিচের কোনটি সঠিক?

68 / 100

68. আত্মীয়তা বা সম্পর্ক বিষয়ে কোনো নিখেঁাজ ব্যক্তির বিবৃতি নিচে বর্ণিত কোন পরিস্থিতিতে গ্রহণযোগ্য হতে পারে?

69 / 100

69. নিচের কোনটি একটি দেওয়ানি মোকদ্দমার আরজিতে অবশ্যই উল্লেখ থাকতে হবে?

70 / 100

70. দায়রা জজবৃন্দ কোন সকল দণ্ড দিতে পারেন তা ফৌজদারি কার্যবিধির কোন ধারায় বর্ণিত আছে?

71 / 100

71. When bail may be taken in case of non-bailable offence - এটি ফৌজদারি কার্যবিধির কোন ধারার বিধান?

72 / 100

72. ফৌজদারি কার্যবিধির বিংশতম অধ্যায়ের বিষয়বস্তু কী?

73 / 100

73. কখন চুক্তি রদ করা যায় না?

74 / 100

74. কোনো আঘাত অপরাধ বলে গণ্য হবার ক্ষেত্রে নিচের কোনটি আবশ্যিক উপাদান?

75 / 100

75. ‘ক’, ‘খ’ কে মিথ্যা সাক্ষ্যদানে প্ররোচিত করে। ‘খ’ উক্ত প্ররোচনার ফলে উক্ত অপরাধ সংঘটন করলে ক কোন অপরাধের শাস্তিতে দণ্ডিত হবে?

76 / 100

76. বার কাউন্সিল ট্রাইবুনালের চেয়ারম্যান হবে -

77 / 100

77. একজন আসামিকে কখন আদালত জিজ্ঞাসা করে যে সে অপরাধটি করেছে কিনা?

78 / 100

78. দেওয়ানি মামলার আরজিতে উত্থাপিত দাবি সমর্থনকারী দলিলাদি বাদীর দখলে না থাকলে সেগুলোর তালিকা ও তার দখলকারের নাম বর্ণনা বা বিবৃতি দেবার বিধানটি কোথায় বর্ণিত রয়েছে?

79 / 100

79. সুনির্দিষ্ট প্রতিকার আইন সর্বশেষ সংশোধন হয়েছে কত সালের কত নং আইন দ্বারা?

80 / 100

80. পরিবর্তিত চার্জ আসামিকে পড়ে শোনানোর বাধ্যবাধকতা ফৌজদারির কার্যবিধির কোন ধারায় বণিত আছে?

81 / 100

81. অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ অমান্য করার কারণে সম্পত্তি সর্বোচ্চ কত সময়ের জন্য ক্রোক করতে পারে আদালত?

82 / 100

82. দশ বা ততোধিক দিনের জন্য অবৈধভাবে কাউকে আটক রাখলে সর্বোচ্চ কত দিনের সাজা হতে পারে?

83 / 100

83. কোনো ব্যক্তি চুরি করার উদ্দেশ্যে যদি মৃত্যু ঘটানো, আঘাত প্রদান বা আটকানোর প্রস্তুতি নেয়ার পর চুরি সংঘটিত করে, তাহলে উক্ত ব্যক্তির সর্বোচ্চ শাস্তি হতে পারে ?

84 / 100

84. তামাদি আইনের ৮ ধারায় বর্ণিত বিষয় হিসেবে নিচের কোনটি সঠিক?

85 / 100

85. কোনো কৃষিজাত দ্রব্য রায়ের পূর্বে ক্রোকযোগ্য নয় - এটি কোন আদেশের কোন বিধির বিষয়বস্তু?

86 / 100

86. মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট যদি দণ্ডবিধির ১২৪ক ধারায় শাস্তি দেয় তবে এর বিরুদ্ধে আপিল কোথায় করতে হবে?

87 / 100

87. ‘ক’ বৈধভাবে একটি সম্পত্তিতে দখল থাকা অবস্থায় পার্শ¦বর্তী গ্রামের মানুষেরা তার সেই সম্পত্তির মাঝখান দিয়ে যাতায়াত এর অধিকার দাবি করল। এক্ষেত্রে ক নিচের কোনটি করতে পারে?

88 / 100

88. দণ্ডবিধির কত ধারার বিধান অনুসারে ৯ বছরের কম বয়স্ক শিশুর কোন কাজই অপরাধ বলে বিবেচিত হয়না?

89 / 100

89. সুনির্দিষ্ট প্রতিকার আইন অনুসারে Where a party to a contract is unable to perform the whole of his part of it, and the part which must be left unperformed forms a considerable portion of the whole, or does not admit compensation in money, he is ..... ..... .....’ - শুণ্যস্থানে কী বসবে?

90 / 100

90. Admissibility of Digital Records - সাক্ষ্য আইনের কোন ধারার বিষয়বস্তু?

91 / 100

91. Specific denial - এটি দেওয়ানি কার্যবিধির কোন আদেশের কোন বিধির বিষয়বস্তু?

92 / 100

92. নিচে বর্ণিত কোন ক্ষেত্রে রিভিউ করা যায়?

93 / 100

93. বার কাউন্সিলের নির্বাচনের জন্য যদি সাধারণ আসনের জন্য বৈধ প্রস্তাব যদি ........ অধিক না হয় তাহলে চেয়ারম্যান প্রার্থীদেরকে নির্বাচিত ঘোষণা করতে পারে

94 / 100

94. ডাকাতির সংজ্ঞা দণ্ডবিধির কত ধারায় বলা আছে?

95 / 100

95. কয়টি ক্ষেত্রে সম্পত্তি সম্পর্কিত ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার মৃত্যু ঘটানোর ক্ষেত্রেও প্রযোজ্য হতে পারে?

96 / 100

96. জবানবন্দি অথবা পুনঃজবানবন্দির সময় ইঙ্গিতপূর্ণ প্রশ্ন করার অনুমতি আদালত দেবেন কোন কোন ক্ষেত্রে?

97 / 100

97. সুনির্দিষ্ট প্রতিকার আইনটি কত সালের কত তারিখ হতে কার্যকর হয়?

98 / 100

98. কোন ধরনের মামলায় সাধারণত চরিত্র প্রাসঙ্গিক হয়?

99 / 100

99. একজন মহানগর ম্যাজিস্ট্রেট সর্বোচ্চ কত বছরের জেল দিতে পারেন?

100 / 100

100. ফৌজদারি কার্যবিধি অনুসারে নিজের সম্পর্কে বা পেশা সম্পর্কে কোনো সন্তোষজনক বিবরণ দিতে না পারলে তাকে -

Your score is

0%