আইনকানুন একাডেমি

/49
11

Limitation Act [37-115] - Advanced Exam

এখানে তামাদি আইনের ৩৭-১১৫ অনুচ্ছেদ নিয়ে অ্যাডভান্সড লেভেলের এমসিকিউ টেস্ট আছে। সংশ্লিষ্ট ধারাগুলো পড়ে নিয়ে এটি অনুশীলন করুন।

এখানে আপনার নাম ও ফোন নাম্বার লিখুন। ইমেইলটি লেখা বাধ্যতামূলক নয়; তবে, ইমেইল এড্রেস দিলে আপনার ইমেইলে বিস্তারিত ফলাফল চলে যাবে।

1 / 49

1. কোনো মামলায় আইনজীবীর খরচা আদায় বাবদ মামলার তামাদির মেয়াদ তামাদি আইনের কোন অনুচ্ছেদে বর্ণিত রয়েছে?

2 / 49

2. কোনো স্থাবর সম্পত্তি থেকে প্রাপ্ত Mesne profits আদায়ের মোকদ্দমার তামাদি মেয়াদ কত সময়ের?

3 / 49

3. সুনির্দিষ্ট চুক্তি প্রবলের মোকদ্দমার তামাদির মেয়াদ .... বছর। [বার : ২০২২]

4 / 49

4. ধারের টাকা যদি যথাক্রমে অর্থের মাধ্যমে এবং চেকের মাধ্যমে পরিশোধযোগ্য হয় তাহলে এ বিষয়ে ভুক্তভোগী ব্যক্তির মোকদ্দমা করার তামাদির মেয়াদ যথাক্রমে —

5 / 49

5. চুক্তি প্রবলের মামলা দায়েরের ক্ষেত্রে তামাদির মেয়াদকাল কত বছর? [জুডি. : ২০১৪]

6 / 49

6. বিলম্বিত দেনমোহরের জন্য মোকদ্দমা দায়েরের তামাদির মেয়াদ গণনা শুরু হবে -

7 / 49

7. দলিল সংশোধনের মামলা কত বছরের মধ্যে দায়ের করতে হয়? [জুডি. : ২০১৯]

8 / 49

8. নাবালক ব্যক্তি সাবালক হবার পরে অভিভাবক কতৃর্ক সম্পত্তি হস্তান্তর রদের মোকদ্দমায় তামাদির মেয়াদ কত?

9 / 49

9. প্রতারণামূলক ডিক্রি রদ—রহিতের জন্য আনীত মামলার তামাদি কত? [বার : ২০২৩]

10 / 49

10. প্রতারণার কারণে পাওয়া ডিক্রি লাভের বিরুদ্ধে তা রদ বা অন্য কোনো প্রতিকার পাবার উদ্দেশ্যে মোকদ্দমার তামাদি মেয়াদ কত সময়ের?

11 / 49

11. বিলম্বিত দেনমোহরের জন্য মোকদ্দমা দায়েরে তামাদির মেয়াদ -

12 / 49

12. কোনো কপিরাইট ভঙ্গের জন্য ক্ষতিগ্রস্থ ব্যক্তিকে ক্ষতিপূরণের জন্য মোকদ্দমা কতদিনের ভেতরে করতে হবে?

13 / 49

13. স্থাবর সম্পত্তিতে অনধিকার প্রবেশে ক্ষতিগ্রস্থ ব্যক্তি কতদিনের ভেতরে ক্ষতিপূরণের মোকদ্দমা করতে পারবেন?

14 / 49

14. বিবাহ বিচ্ছেদের পর বিলম্বিত দেনমোহরের জন্য একজন মুসলিম স্ত্রী কর্তৃক মামলা দায়েরের ক্ষেত্রে তামাদি সময়কাল হলো - [বার : ২০১৫]

15 / 49

15. চুক্তির সুনির্দিষ্ট কার্যসম্পাদনের কোনো মামলায় যেক্ষেত্রে কোনো সময়কাল নির্ধারিত নেই, সেক্ষেত্রে তামাদির মেয়াদ গণনা আরম্ভ হবে- [বার : ২০১৫]

16 / 49

16. একটি জাল দলিলের জাল ঘোষণার দাবিতে মোকদ্দমার তামাদি মেয়াদ গণনা শুরু হবে—

17 / 49

17. দেনমোহরের জন্য মামলা দায়েরের তামাদি মেয়াদ কত? [জুডি. : ২০১৮]

18 / 49

18. পাওনা অর্থ আদায়ের মোকদ্দমা দাখিলের তামাদি কত? [বার : ২০২২]

19 / 49

19. ভুলের কারণে প্রতিকার লাভের মামলার তামাদির মেয়াদ কত? [বার : ২০২৩]

20 / 49

20. দলিল বাতিল বা বাতিলযোগ্য বিষয়টি অবগত হওয়ার কত বছরের মধ্যে ক্ষতিগ্রস্থ পক্ষকে মামলা দায়ের করতে হয়? [বার : ২০২০]

21 / 49

21. বাঁকীতে বিক্রিত পণ্যের মূল্যের জন্য মোকদ্দমা দায়েরের তামাদির মেয়াদ কত?

22 / 49

22. ধারের টাকা আদায়ের জন্য মোকদ্দমা দায়েরের তামাদির মেয়াদ কত অনুচ্ছেদে বলা আছে?

23 / 49

23. দাখিলকৃত বা নিবন্ধিত দলিল জাল বলে ঘোষণার দাবিতে মোকদ্দমার তামাদি মেয়াদ —

24 / 49

24. কিস্তিতে পরিশোধযোগ্য মুচলেকার জন্য মোকদ্দমা দায়েরে তামাদির মেয়াদ কত?

25 / 49

25. চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের মোকদ্দমা দায়েরে তামাদির মেয়াদ কত?

26 / 49

26. কোনো মামলায় আইনজীবীর খরচা আদায় বাবদ মামলার তামাদির মেয়াদ কতো? [বার : ২০২৩]

27 / 49

27. বিক্রিত গাছ বা বাড়ন্ত শস্যের মূল্যের জন্য মোকদ্দমায় (যেখানে মূল্য পরিশোধের মেয়াদ নির্ধারিত নাই) তামাদির মেয়াদ কত?

28 / 49

28. প্রতিনিধির অবহেলা বা অসদাচরণের জন্য প্রধান কতৃর্ক মোকদ্দমা দায়েরের তামাদির মেয়াদ কত?

29 / 49

29. For specific performance of a contract - এটি তামাদি আইনের প্রথম তফসিলের কোন অনুচ্ছেদের বিষয়বস্তু?

30 / 49

30. চুক্তি বলবৎকরণের মামলা দায়ের করার তামাদি মেয়াদ The Limitation Act, 1908 এর ১ম তফসিলের কত অনুচ্ছেদে বর্ণিত? [বার : ২০২০]

31 / 49

31. কোনো চুক্তি রদ করার জন্য মোকদ্দমার তামাদির মেয়াদ কত বছর?

32 / 49

32. The Limitation Act, 1908 এর অনুচ্ছেদ ১১৩ অনুযায়ী চুক্তি প্রবলের মামলায় Period of Limitation হলো — [জুডি. : ২০১৮]

33 / 49

33. কোন পথ বা পানিপ্রবাহের গতিপথে বাঁধার সৃষ্টি করা হলে তার বিরুদ্ধে ক্ষতিপূরণের মোকদ্দমায় তামাদির মেয়াদ কত?

34 / 49

34. বকেয়া বাড়ি ভাড়া আদায়ে দায়ের করা মোকদ্দমায় তামাদির মেয়াদ -

35 / 49

35. সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৩৯ ধারায় উল্লেখিত বিষয়ের মোকদ্দমার তামাদি মেয়াদ —

36 / 49

36. মানসিকভাবে অসুস্থ থাকা অবস্থায় হস্তান্তরিত হওয়া সম্পত্তির জন্য মোকদ্দমায় তামাদির মেয়াদ কত?

37 / 49

37. একজন মুসলিম মহিলা তার মোহরানা আদায় করার জন্য মোকদ্দমা দায়ের করতে পারবেন ৩ বছরের মধ্যে। কিন্তু তামাদির মেয়াদ গণনাটি শুরু হবে কবে থেকে?

38 / 49

38. বাদীর স্থাবর সম্পত্তি থেকে বিবাদীর অন্যায়ভাবে অর্জিত মুনাফার বিরুদ্ধে মোকদ্দমার তামাদি মেয়াদ তামাদি আইনের প্রথম তফসিলের কত অনুচ্ছেদের বিষয়বস্তু?

39 / 49

39. অংশীদারী প্রতিষ্ঠান ভেঙে যাবার পর হিসাব—নিকাশ ও লভ্যাংশের জন্য মোকদ্দমা করার তামাদির মেয়াদ কত সময়ের?

40 / 49

40. সুনির্দিষ্ট অস্থাবর সম্পত্তির জন্য ক্ষতিপূরণের মোকদ্দমায় তামাদির মেয়াদ কত?

41 / 49

41. অন্যায়ভাবে নিষেধাজ্ঞা লাভের ফলে ক্ষতিগ্রস্থ ব্যক্তিকে ক্ষতিপূরণের জন্য মাকদ্দমা কতদিনের ভেতরে করতে হবে?

42 / 49

42. স্থাবর সম্পত্তিতে অনধিকার প্রবেশের জন্য ক্ষতিপূরণের মোকদ্দমার তামাদির মেয়াদ বলা আছে -

43 / 49

43. For the recession of a contract - এটি তামাদি আইনের প্রথম তফসিলের কোন অনুচ্ছেদের বিষয়বস্তু?

44 / 49

44. দলিল রদ বা বাতিল সংক্রান্ত মোকদ্দমার তামাদির বিধান বলা আছে -

45 / 49

45. বাদীকে পরিশোধযোগ্য অর্থ বিবাদীকে পরিশোধ করা হলে তা আদায়ের মোকদ্দমায় তামাদির মেয়াদ কত?

46 / 49

46. কোনো অনিবন্ধিত চুক্তিভঙ্গজনিত ক্ষতিপূরণের মোকদ্দমার তামাদি মেয়াদ কত বছর?

47 / 49

47. বিলম্বে পরিশোধযোগ্য দেনমোহরের জন্য মোকদ্দমার তামাদির মেয়াদ তামাদি আইনের কোন অনুচ্ছেদে বর্ণিত আছে?

48 / 49

48. অবিলম্বে পরিশোধযোগ্য দেনমোহরের জন্য মোকদ্দমার তামাদির মেয়াদ তামাদি আইনের কোন অনুচ্ছেদে বর্ণিত আছে?

49 / 49

49. দলিল বাতিলের মামলার তামাদি The Limitation Act , 1908 এর প্রথম তফসিলের কোন অনুচ্ছেদে বর্ণিত? [বার : ২০২৩]

Your score is

0%