/24 13 Limitation Act [1-36] - Advanced Exam এখানে তামাদি আইনের ১—৩৬ অনুচ্ছেদ নিয়ে অ্যাডভান্সড লেভেলের এমসিকিউ টেস্ট আছে। সংশ্লিষ্ট ধারাগুলো পড়ে নিয়ে এটি অনুশীলন করুন। এখানে আপনার নাম ও ফোন নাম্বার লিখুন। ইমেইলটি লেখা বাধ্যতামূলক নয়; তবে, ইমেইল এড্রেস দিলে আপনার ইমেইলে বিস্তারিত ফলাফল চলে যাবে। 1 / 24 1. শ্রমিকের মজুরির জন্য মোকদ্দমা দায়েরের তামাদির মেয়াদ কত ? ১ বছর ১ মাস ৩ বছর ৩ মাস সঠিক উত্তর : ১ বছর ; [অনুচ্ছেদ : ৭, প্রথম তফসিল, তামাদি আইন] সঠিক উত্তর : ১ বছর ; [অনুচ্ছেদ : ৭, প্রথম তফসিল, তামাদি আইন] 2 / 24 2. জমির স্বত্ব ঘোষণা ছাড়াই শুধু দখল পুনরুদ্ধারের মামলা দায়েরে তামাদি মেয়াদ কত? [বার : ২০১২] ৩ বছর ৬ মাস ১২ বছর ৬ বছর সঠিক উত্তর : ৬ মাস ; [অনুচ্ছেদ : ৩, তামাদি আইনের প্রথম তফসিল] সঠিক উত্তর : ৬ মাস ; [অনুচ্ছেদ : ৩, তামাদি আইনের প্রথম তফসিল] 3 / 24 3. সুনির্দিষ্ট প্রতিকার আইন, ১৮৭৭ এর ৯ ধারার অধীন দায়েরযোগ্য মামলার তামাদির মেয়াদ হবে বেদখলের তারিখ হতে- [বার : ২০১৩] ৬ বছর ৬ মাস ৬ দিন ৬ সপ্তাহ সঠিক উত্তর : ৬ মাস ; [অনুচ্ছেদ : ৩, তামাদি আইনের প্রথম তফসিল] সঠিক উত্তর : ৬ মাস ; [অনুচ্ছেদ : ৩, তামাদি আইনের প্রথম তফসিল] 4 / 24 4. কোন সংবিধি, আইন, প্রবিধান বা উপ—আইনের আওতায় কোন দন্ড বা বাজেয়াপ্তির জন্য মোকদ্দমা দায়েরের তামাদির মেয়াদ কত? ৬ মাস ১ বছর ৩ বছর ৩ মাস সঠিক উত্তর : ১ বছর ; [অনুচ্ছেদ : ৬, প্রথম তফসিল, তামাদি আইন] সঠিক উত্তর : ১ বছর ; [অনুচ্ছেদ : ৬, প্রথম তফসিল, তামাদি আইন] 5 / 24 5. Malicious Prosecution এর কারণে ক্ষতিসাধনের মামলার তামাদির মেয়াদ কোন বিধিতে বর্ণিত রয়েছে? ২৩ অনুচ্ছেদ ২৫ অনুচ্ছেদ ২৯ অনুচ্ছেদ ৩৩ অনুচ্ছেদ সঠিক উত্তর : ২৩ অনুচ্ছেদ ; [অনুচ্ছেদ : ২৩, তামাদি আইন] সঠিক উত্তর : ২৩ অনুচ্ছেদ ; [অনুচ্ছেদ : ২৩, তামাদি আইন] 6 / 24 6. মানহানির জন্য ক্ষতিপূরণের কেউ দাবি করতে চাইলে তাকে কতদিনের ভেতরে মোকদ্দমা করতে হবে? ৬০ দিন ৯০ দিন ১ বছর ২ বছর সঠিক উত্তর : ১ বছর ; [অনুচ্ছেদ : ২৪ ও ২৫, প্রথম তফসিল, তামাদি আইন] সঠিক উত্তর : ১ বছর ; [অনুচ্ছেদ : ২৪ ও ২৫, প্রথম তফসিল, তামাদি আইন] 7 / 24 7. সাভারে অবস্থিত একটি পোশাক কারখানার একজন শ্রমিককে তার পাওনা মজুরি থেকে বঞ্চিত করলে উক্ত শ্রমিক তামাদি আইনের বিধান অনুযায়ী সর্বোচ্চ কতদিনের ভেতরে মজুরি আদায়ের জন্য মোকদ্দমা করতে পারবেন? সর্বোচ্চ ৬ মাসের ভেতরে সর্বোচ্চ ১ বছরের মধ্যে সর্বোচ্চ ২ বছরের মধ্যে সর্বোচ্চ ৩ বছরের মধ্যে সঠিক উত্তর : সর্বোচ্চ ১ বছরের মধ্যে ; [অনুচ্ছেদ : ৭, প্রথম তফসিল, তামাদি আইন] সঠিক উত্তর : সর্বোচ্চ ১ বছরের মধ্যে ; [অনুচ্ছেদ : ৭, প্রথম তফসিল, তামাদি আইন] 8 / 24 8. সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৯ ধারার অধীনে দখল পুনরুদ্ধারের ক্ষেত্রে তামাদির মেয়াদ কত? ৬ মাস ৬ বছর ৩ মাস ১২ বছর সঠিক উত্তর : ৬ মাস ; [অনুচ্ছেদ : ৩, প্রথম তফসিল, তামাদি আইন] সঠিক উত্তর : ৬ মাস ; [অনুচ্ছেদ : ৩, প্রথম তফসিল, তামাদি আইন] 9 / 24 9. কোনো সরকারি অফিসার কতৃর্ক, সরকারি পদাধিকার বলে করা কোনো কাজ বা আদেশ বাতিলের মোকদ্দমায় তামাদির মেয়াদ কত? ১ মাস ৬ মাস ৩ মাস ১ বছর সঠিক উত্তর : ১ বছর ; [অনুচ্ছেদ : ১৪, প্রথম তফসিল, তামাদি আইন] সঠিক উত্তর : ১ বছর ; [অনুচ্ছেদ : ১৪, প্রথম তফসিল, তামাদি আইন] 10 / 24 10. কোনো দৈহিক ক্ষতিপূরণের জন্য মোকদ্দমার তামাদি মেয়াদ কতদিন? ৬০ দিন ৯০ দিন ১ বছর ২ বছর সঠিক উত্তর : ১ বছর ; [অনুচ্ছেদ : ২২, প্রথম তফসিল, তামাদি আইন] সঠিক উত্তর : ১ বছর ; [অনুচ্ছেদ : ২২, প্রথম তফসিল, তামাদি আইন] 11 / 24 11. অগ্রক্রয়ের অধিকার বলবতের মোকদ্দমায় তামাদির মেয়াদ কয় বছর? সর্বোচ্চ ৬ মাসের ভেতরে সর্বোচ্চ ১ বছরের মধ্যে সর্বোচ্চ ২ বছরের মধ্যে সর্বোচ্চ ৯০ দিনের মধ্যে সঠিক উত্তর : সর্বোচ্চ ১ বছরের মধ্যে ; [অনুচ্ছেদ : ১০, প্রথম তফসিল, তামাদি আইন] সঠিক উত্তর : সর্বোচ্চ ১ বছরের মধ্যে ; [অনুচ্ছেদ : ১০, প্রথম তফসিল, তামাদি আইন] 12 / 24 12. মোকদ্দমা ব্যতীত অন্য কার্যধারায় দেওয়ানি আদালতের সিদ্ধান্ত বা আদেশ পরিবর্তন বা বাতিলের জন্য মোকদ্দমা দায়েরের তামাদির মেয়াদ কত? ১ বছর ৩ বছর ৬ মাস ১ মাস সঠিক উত্তর : ১ বছর ; [অনুচ্ছেদ : ১৩, প্রথম তফসিল, তামাদি আইন] সঠিক উত্তর : ১ বছর ; [অনুচ্ছেদ : ১৩, প্রথম তফসিল, তামাদি আইন] 13 / 24 13. সরকারি বকেয়া রাজস্ব বা এইরূপ অন্য কোন বকেয়া দাবী আদায়ের জন্য বিক্রয় রদ এর মোকদ্দমায় তামাদির মেয়াদ কত? ১ মাস ১ বছর ৬ মাস ৩ বছর সঠিক উত্তর : ১ বছর ; [অনুচ্ছেদ : ১২, প্রথম তফসিল, তামাদি আইন] সঠিক উত্তর : ১ বছর ; [অনুচ্ছেদ : ১২, প্রথম তফসিল, তামাদি আইন] 14 / 24 14. অন্যায় কারাদণ্ড ভোগের কারণে কেউ ক্ষতিপূরণের মোকদ্দমা করতে চাইলে তার তামাদির মেয়াদ কত দিনের? ৬০ দিন ৯০ দিন ১ বছর ২ বছর সঠিক উত্তর : ১ বছর ; [অনুচ্ছেদ : ১৯, প্রথম তফসিল, তামাদি আইন] সঠিক উত্তর : ১ বছর ; [অনুচ্ছেদ : ১৯, প্রথম তফসিল, তামাদি আইন] 15 / 24 15. Specific Relief Act এর ৯ ধারা অনুযায়ী দখল ফেরত পাওয়ার জন্য কত দিনের মধ্যে মামলা দায়ের করতে হয়? [জুডি. : ২০১০] ৩ মাস ৬ মাস ১ বছর ৩ বছর সঠিক উত্তর : ৬ মাস ; [অনুচ্ছেদ : ৩, তামাদি আইনের প্রথম তফসিল] সঠিক উত্তর : ৬ মাস ; [অনুচ্ছেদ : ৩, তামাদি আইনের প্রথম তফসিল] 16 / 24 16. আইনী প্রক্রিয়ায় ভুলভাবে অস্থাবর সম্পত্তি জব্দ করার জন্য ক্ষতিপূরণের মোকদ্দমা দায়েরে তামাদির মেয়াদ কত? ১ বছর ১ মাস ৬ মাস ৯ মাস সঠিক উত্তর : ১ বছর ; [অনুচ্ছেদ : ২৯, প্রথম তফসিল, তামাদি আইন] সঠিক উত্তর : ১ বছর ; [অনুচ্ছেদ : ২৯, প্রথম তফসিল, তামাদি আইন] 17 / 24 17. যে উদ্দেশ্য সম্পত্তি ব্যবহারে অধিকারী তা ভিন্ন অন্য উদ্দেশ্যে সম্পত্তি ব্যবহার করা হলে, উক্ত ব্যক্তির বিরুদ্ধে মোকদ্দমা দায়েরে তামাদির মেয়াদ কত? ১ মাস ৬ মাস ১ বছর ২ বছর সঠিক উত্তর : ২ বছর ; [অনুচ্ছেদ : ৩২, প্রথম তফসিল, তামাদি আইন] সঠিক উত্তর : ২ বছর ; [অনুচ্ছেদ : ৩২, প্রথম তফসিল, তামাদি আইন] 18 / 24 18. সরকার কতৃর্ক অধিগ্রহণ কৃত জমির ক্ষতিপূরণের জন্য সরকারের বিরুদ্ধে মোকদ্দমা দায়েরের তামাদির মেয়াদ কত? ১ বছর ২ বছর ৬ মাস ৬ বছর সঠিক উত্তর : ১ বছর ; [অনুচ্ছেদ : ১৭, প্রথম তফসিল, তামাদি আইন] সঠিক উত্তর : ১ বছর ; [অনুচ্ছেদ : ১৭, প্রথম তফসিল, তামাদি আইন] 19 / 24 19. তামাদি আইনের প্রথম তফসিলের অনুচ্ছেদ ৩ এর বিষয়বস্তু হিসেবে নিচের কোনটি সঠিক? স্থাবর সম্পত্তির স্বত্ব ঘোষণার মোকদ্দমার তামাদি মেয়াদ অস্থাবর সম্পত্তির স্বত্ব ঘোষণার মোকদ্দমার তামাদি মেয়াদ স্থাবর সম্পত্তির দখল পুনরুদ্ধারের মোকদ্দমার তামাদি মেয়াদ শ্রমিকের মজুরির জন্য মোকদ্দমার তামাদির মেয়াদ সঠিক উত্তর : স্থাবর সম্পত্তির দখল পুনরুদ্ধারের মোকদ্দমার তামাদি মেয়াদ ; [অনুচ্ছেদ : ৩, প্রথম তফসিল, তামাদি আইন] সঠিক উত্তর : স্থাবর সম্পত্তির দখল পুনরুদ্ধারের মোকদ্দমার তামাদি মেয়াদ ; [অনুচ্ছেদ : ৩, প্রথম তফসিল, তামাদি আইন] 20 / 24 20. বিক্রয় রদের মোকদ্দমায় তামাদির মেয়াদ কত দিনের? সর্বোচ্চ ৯০ দিন সর্বোচ্চ ৬ মাস সর্বোচ্চ ১ বছর সর্বোচ্চ ২ বছর সঠিক উত্তর : সর্বোচ্চ ১ বছর ; [অনুচ্ছেদ : ১২, প্রথম তফসিল, তামাদি আইন] সঠিক উত্তর : সর্বোচ্চ ১ বছর ; [অনুচ্ছেদ : ১২, প্রথম তফসিল, তামাদি আইন] 21 / 24 21. মালামাল অর্পণ না করা বা বিলম্বে মালামাল সরবরাহের কারণে ক্ষতিগ্রস্থ ব্যক্তি সর্বোচ্চ কতদিনের ভেতরে তার ক্ষতিপূরণের মোকদ্দমা করতে পারবেন? ৯০ দিন ১৮০ দিন ১ বছর ২ বছর সঠিক উত্তর : ১ বছর ; [অনুচ্ছেদ : ৩১, প্রথম তফসিল, তামাদি আইন] সঠিক উত্তর : ১ বছর ; [অনুচ্ছেদ : ৩১, প্রথম তফসিল, তামাদি আইন] 22 / 24 22. অগ্রক্রয়ের অধিকার বলবতের মোকদ্দমায় তামাদির মেয়াদ সম্পর্কে তামাদি আইনের প্রথম তফসিলের কোন অনুচ্ছেদে বলা আছে? ৩ অনুচ্ছেদ ৭ অনুচ্ছেদ ১০ অনুচ্ছেদ ১২ অনুচ্ছেদ সঠিক উত্তর : ১০ অনুচ্ছেদ ; [অনুচ্ছেদ : ১০, প্রথম তফসিল, তামাদি আইন] সঠিক উত্তর : ১০ অনুচ্ছেদ ; [অনুচ্ছেদ : ১০, প্রথম তফসিল, তামাদি আইন] 23 / 24 23. নিচের কোন ধরনের মোকদ্দমার মেয়াদ সর্বোচ্চ ১ বছর? শ্রমিকের মজুরি আদায়ের মোকদ্দমায় অগ্রক্রয়ের অধিকার বলবতের মোকদ্দমায় বিক্রয় রদের মোকদ্দমায় বর্ণিত সবগুলোই সঠিক সঠিক উত্তর : বর্ণিত সবগুলোই সঠিক ; [অনুচ্ছেদ : ৭, ১০ ও ১২, প্রথম তফসিল, তামাদি আইন] সঠিক উত্তর : বর্ণিত সবগুলোই সঠিক ; [অনুচ্ছেদ : ৭, ১০ ও ১২, প্রথম তফসিল, তামাদি আইন] 24 / 24 24. Malicious Prosecution এর কারণে ক্ষতিসাধনের মামলার তামাদি কত? [বার : ২০২৩] ১ বছর ৬ বছর ১২ বছর ৩ বছর সঠিক উত্তর : ১ বছর ; [অনুচ্ছেদ : ২৩, তামাদি আইন] সঠিক উত্তর : ১ বছর ; [অনুচ্ছেদ : ২৩, তামাদি আইন] Your score is Facebook 0% Restart quiz By Wordpress Quiz plugin