আইনকানুন একাডেমি

/32
19

Limitation Act [3-5] - Advanced Exam

এখানে তামাদি আইনের ৩-৫ ধারাসমূহ নিয়ে অ্যাডভান্সড লেভেলের এমসিকিউ টেস্ট আছে। সংশ্লিষ্ট ধারাগুলো পড়ে নিয়ে এটি অনুশীলন করুন।

এখানে আপনার নাম ও ফোন নাম্বার লিখুন। ইমেইলটি লেখা বাধ্যতামূলক নয়; তবে, ইমেইল এড্রেস দিলে আপনার ইমেইলে বিস্তারিত ফলাফল চলে যাবে।

1 / 32

1. তামাদি মেয়াদের পরে দেওয়ানি মামলা দায়ের করার ফল হচ্ছে— [বার : ২০১২]

2 / 32

2. তামাদি আইনের ৩ ধারা অনুযায়ী তামাদির বিষয়বস্তু কয়টি?

3 / 32

3. তামাদি আইনমতে একটি মামলা কখন দায়ের বা দাখিল করা হয়েছে বলে গণ্য হয়?

4 / 32

4. তামাদি আইনের কত নং তফসিলে ঘোষিত তামাদি মেয়াদের পর দায়েরকৃত মামলা খারিজ হবে?

5 / 32

5. তামাদি আইনের ৩ ধারা প্রযোজ্য -

6 / 32

6. তামাদির মেয়াদ উত্তীর্ণ হওয়ার সময় আদালত বন্ধ থাকলে, আদালত পুনরায় খোলার দিন উক্ত মামলা, আপিল বা দরখাস্ত দায়ের করতে হবে। তামাদি আইনের কত ধারায় এ বিধানটি বলা আছে—

7 / 32

7. তামাদির মেয়াদ উত্তীর্ণ হওয়ার সময় আদালত বন্ধ থাকলে আপনি কী করবেন?

8 / 32

8. Dismissal of suits, etc, instituted, etc, after period of limitation - এটি তামাদি আইনের কোন ধারার বিষয়বস্তু?

9 / 32

9. তামাদি আইনের ৫ ধারায় বিলম্ব মওকুফের জন্য আবেদন করা যায় কয়টি ক্ষেত্রে?

10 / 32

10. ক’ দখল পুনরুদ্ধারের একটি মামলা দায়ের করেছে। মামলা দায়েরের সময় ছিলো ৬ মাস। ‘ক’ ১২ মাস পর মামলা দায়ের করেছে। বিবাদীপক্ষ তামাদির মেয়াদ নিয়ে কোনো প্রশ্ন উত্থাপন করেনি। এই ক্ষেত্রে আদালত নিম্নলিখিত কোন ধরনের সিদ্ধান্ত দিতে পারে? [বার : ২০১৭]

11 / 32

11. একটি দখল পুনরুদ্ধারের মামলায় তামাদির মেয়াদ অতিবাহিত হবার পরে মামলা করার পরেও বিবাদী কোনো আপত্তি উত্থাপন না করলে আদালত নিচের কোনটি করবে?

12 / 32

12. তামাদির মেয়াদ উত্তীর্ণ হবার শেষ দিন শুক্রবার হলে তার পরিণতি কী হবে?

13 / 32

13. তামাদি আইনের ৩ ধারার বিধান মান্য করা আদালতের জন্য—

14 / 32

14. তামাদির মেয়াদ শেষ হবার পর দায়েরকৃত মামলার পরিণতি হিসেবে নিচের কোনটি সঠিক?

15 / 32

15. তামাদি আইনের ৪ ধারায় নিচের কোন বিষয়বস্তুটি বর্ণিত আছে?

16 / 32

16. নিম্নলিখিত কোনটি তামাদি আইনের ৫ ধারা অনুযায়ী যথেষ্ট কারণ নয়?

17 / 32

17. তামাদির মেয়াদ বৃদ্ধির ক্ষেত্রে মূল মোকদ্দমা গন্য হবে না তামাদি আইনের কত ধারার বিধান মতে?

18 / 32

18. লিমিটেশন এ্যাক্ট, ১৯০৮ এর ৫ ধারা প্রযোজ্য হবে না— [বার : ২০১৩]

19 / 32

19. তামাদি আইনে ৩ ধারায় কত ধারা থেকে কত ধারা পর্যন্ত তামাদির নিয়ম প্রয়োগের কথা বলা আছে?

20 / 32

20. তামাদি আইনের ৫ ধারা অনুযায়ী যথেষ্ট কারণ কী?

21 / 32

21. ‘Extension of period in certain cases’ - এটি বলতে তামাদি আইনে মূলত কিসের কথা বলা হয়েছে?

22 / 32

22. একজন দেউলিয়া ব্যক্তির ক্ষেত্রে একটি মামলা কখন দায়ের বা দাখিল করা হয়েছে বলে গণ্য করতে হবে?

23 / 32

23. তামাদির মেয়াদ মওকুফ করার আবেদন করা যায় তামাদি আইনের কোন ধারায়?

24 / 32

24. The Limitation Act, 1908 এর ৫ ধারায় বর্ণিত তামাদির মেয়াদ বৃদ্ধির বিষয়টি নিচের কোন ক্ষেত্রে প্রযোজ্য নয়? [বার : ২০২০]

25 / 32

25. কোন মামলার ক্ষেত্রে তামাদি মওকুফ হবে না? [বার : ২০১২]

26 / 32

26. যদি আপিলকারী বা দরখাস্তকারী হাইকোর্ট বিভাগের কোনো আদেশ, কর্ম বা রায় দ্বারা তামাদির মেয়াদ নির্ধারণ বা গণনায় বিভ্রান্ত হয়, তবে তা তামাদির মেয়াদ গণনার ক্ষেত্রে -

27 / 32

27. নিম্নলিখিত কোন ক্ষেত্রে বিলম্ব মওকুফের জন্য আবেদন করা যাবে না?

28 / 32

28. তামাদি আইনের কোন ধারায় আদালত বিলম্ব মওকুফ করতে পারে— [জুডি. : ২০১১]

29 / 32

29. `Where court is closed when period expires'- এটি তামাদি আইনের কত ধারার শিরোনাম?

30 / 32

30. নিম্নলিখিত কোন ক্ষেত্রে বিলম্ব মওকুফের জন্য আবেদন করা যায়?

31 / 32

31. তামাদি আইনের ৫ ধারা প্রযোজ্য হয় যেখানে কোনো- [বার : ২০১৫]

32 / 32

32. তামাদি আইনের ৫ ধারায় তামাদি মওকুফের জন্য আবেদন মঞ্জুর করা আদালতের জন্য কি ধরনের?

Your score is

0%