আইনকানুন একাডেমি

/50
10

Limitation Act [17-25] - Advanced Exam

এখানে তামাদি আইনের ১৭-২৫ ধারাসমূহ নিয়ে অ্যাডভান্সড লেভেলের এমসিকিউ টেস্ট আছে। সংশ্লিষ্ট ধারাগুলো পড়ে নিয়ে এটি অনুশীলন করুন।

এখানে আপনার নাম ও ফোন নাম্বার লিখুন। ইমেইলটি লেখা বাধ্যতামূলক নয়; তবে, ইমেইল এড্রেস দিলে আপনার ইমেইলে বিস্তারিত ফলাফল চলে যাবে।

1 / 50

1. তামাদি আইনের ১৭ ধারার বিধান নিম্নের কোন মোকদ্দমার ক্ষেত্রে প্রযোজ্য হবে না?

2 / 50

2. যৌথ চুক্তিকারী, অংশীদার, নির্বাহক বা বন্ধকগ্রহীতাগণের মধ্যে শুধুমাত্র একজনের প্রাপ্তি স্বীকারের ক্ষেত্রে তা -

3 / 50

3. নতুন বাদী বা বিবাদী হিসেবে কেউ পক্ষভুক্ত হলে এর প্রভাব সম্পর্কে তামাদি আইনের কোন ধারার বিধান?

4 / 50

4. তামাদি আইনের ১৯ ও ২০ ধারায় বর্ণিত ‘ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধি’ বলতে কাকে বোঝাবে?

5 / 50

5. নিম্নলিখিত কোন ব্যক্তিগণ প্রাপ্তিস্বীকার করতে পারে?

6 / 50

6. যে ব্যক্তি প্রতারণার কারণে তার অধিকার সম্পর্কে অজ্ঞ থাকে, তার বিরুদ্ধে তামাদির মেয়াদ গণনা শুরু হবে কবে থেকে?

7 / 50

7. তামাদি আইনের ১৭ ধারানুসারে - Nothing in sub-sections (1) and (2) applied to suits to enforce rights of pre-emption or to suits for the possession of ................ or of an hereditary office - শুণ্যস্থানে কী বসবে?

8 / 50

8. Effect of death before right to sue accrues - এটি তামাদি আইনের কোন ধারায় বর্ণিত আছে?

9 / 50

9. প্রতারণার ফলাফল হিসেবে তামাদি গণনায় নিচের কোনটি সঠিক?

10 / 50

10. তামাদি আইনের ২০ ধারা প্রযোজ্য হতে পারে শুধুই —

11 / 50

11. অবিরাম চুক্তিভঙ্গের ফলাফল কী? [বার : ২০১৭]

12 / 50

12. অবিরাম চুক্তিভঙ্গ এর ক্ষেত্রে তামাদির মেয়াদ গণনা করতে হবে -

13 / 50

13. যার বিরুদ্ধে কোনো মোকদ্দমা করার অধিকার অর্জিত হবার পূর্বেই উক্ত বিবাদী মৃত্যুবরণ করলে তার আইনানুগ প্রতিনিধির বিরুদ্ধে কখন থেকে বাদীর তামাদির গণনা শুরু হবে?

14 / 50

14. অক্ষম ব্যক্তির প্রতিনিধির সংজ্ঞা তামাদি আইনের কোন ধারায় বর্ণিত আছে?

15 / 50

15. মামলা করার অধিকার সৃষ্টির পূর্বেই সংশ্লিষ্ট ব্যক্তি মৃত্যুবরণ করলে তার আইনানুগ উত্তরাধিকারী মামলা করার যোগ্য হওয়ার তারিখ থেকে তামাদি গণনা শুরু হবে। এই বিধানের ব্যতিক্রম হলো .... মামলা। [বার : ২০২২]

16 / 50

16. বিশেষ ক্ষতি না হলে যে কাজের জন্য মামলা করা যায়না তার জন্য ক্ষতিপূরণের মোকদ্দমায় তামাদির মেয়াদ গণনা শুরু হবে-

17 / 50

17. Suit for compensation for act not actionable without special damage - এটি তামাদি আইনের কত ধারার শিরোনাম?

18 / 50

18. নিচে বর্ণিত কোন ক্ষেত্রে তামাদির মেয়াদ প্রতি মুহূর্তেই বাড়তে পারে?

19 / 50

19. জনৈক হিন্দু একটা অঙ্গীকার পত্রে স্থানীয় বর্ষপঞ্জী অনুসারে তারিখ উল্লে­খ করে। অঙ্গীকারপত্রটি ঐ তারিখ হইতে চার মাস পর পরিশোধযোগ্য। এক্ষেত্রে তামাদি গণনা করা হবে কোন সাল অনুসারে ?

20 / 50

20. রেহেনী জমির ফসল প্রাপ্তির রসিদের ফলাফল সম্পর্কে তামাদি আইনের কত ধারায় বলা আছে?

21 / 50

21. একটি মামলায় প্রতারণামূলক দলিল সৃজনের অভিযোগ করা হলে উক্ত মামলায় তামাদির মেয়াদ গণনা শুরু হবে বাদীর- [বার : ২০১৩]

22 / 50

22. The Limitation Act , 1908 এর কোন ধারায় দলিলে বর্ণিত সময়ের হিসাব করার বিধান রয়েছে? [বার : ২০২৩]

23 / 50

23. ‘ক’ একটি মাঠের উপরিভাগের মালিক। ‘খ’ ভূ—গর্ভের মালিক। উপরিভাগের তাৎক্ষণিক স্পষ্ট কোন ক্ষতি না করে ‘খ’ ভূ—গর্ভ হতে কয়লা খনন ও উত্তোলন করে। কিন্তু অবশেষে জমিটির উপরিভাগ ধ্বসে পড়ে। ‘ক’ কতৃর্ক ‘খ’- এর বিরুদ্ধে মোকদ্দমা দায়েরের ক্ষেত্রে তামাদির মেয়াদ শুরু হবে -

24 / 50

24. `Continuing breaches and wrongs’- এটি তামাদি আইনের কত ধারার শিরোনাম?

25 / 50

25. Effect of acknowledgement in writing - এটি তামাদি আইনের কোন ধারার বিষয়বস্তু?

26 / 50

26. `Effect of fraud’ - এটি তামাদি আইনের কত ধারার শিরোনাম?

27 / 50

27. `Computation of time mentioned in instruments’ - এটি তামাদি আইনের কত ধারার শিরোনাম?

28 / 50

28. ‘ক’.‘খ’- এর নিকট এক লক্ষ টাকা পায়। ‘ক’- এর মামলা দায়েরের তামাদি মেয়াদ শেষ হওয়ার পূর্বে ‘খ’,‘ক’- কে একটি লিখিত প্রাপ্তি স্বীকার প্রদান করলো। এক্ষেত্রে তামাদির মেয়াদ-

29 / 50

29. দেনা বলতে আদালতের ডিক্রি বা আদেশের অধীন প্রদেয় অর্থও বোঝাবে - তামাদি আইনের কোন ধারায় এই ব্যাখ্যা বর্ণিত আছে?

30 / 50

30. স্থলাভিষিক্ত বাদীর জন্য কোন তারিখে মামলার দায়ের হয়েছে বলে গণ্য করতে হবে?

31 / 50

31. লিখিতভাবে দায় স্বীকারের ফলে তামাদির গণনায় কী প্রভাব পড়বে?

32 / 50

32. তামাদি আইনের ১৮ ধারার বর্ণিত বিষয় হিসেবে নিচের কোনটি সর্বাধিক সঠিক?

33 / 50

33. `Effect of substituting or adding new plaintiff or defendant’- এটি তামাদি আইনের কত ধারার শিরোনাম?

34 / 50

34. Effect of payment on account of debt as of interest on legacy - এটি তামাদি আইনের কত ধারার শিরোনাম?

35 / 50

35. তামাদি আইনে অবিরামভাবে চুক্তিভঙ্গ করা সম্পর্কিত ধারা কোনটি?

36 / 50

36. মোকদ্দমা করার অধিকার অর্জনের আগেই কোনো ব্যক্তির মৃত্যুর ফলে ব্যক্তিটির আইনানুগ প্রতিনিধি মোকদ্দমা দায়ের করার যোগ্যতাসম্পন্ন হবার দিন থেকেই তামাদির গণনা শুরু হবে - এটি তামাদি আইনের কোন ধারার বিষয়বস্তু?

37 / 50

37. মামলা করার অধিকারী কোনো ব্যক্তির বিরুদ্ধে তামাদির মেয়াদ গণনা শুরু হবে না, যদি উক্ত ব্যক্তি—

38 / 50

38. তামাদি আইনের কত ধারায় তঞ্চকতা বা প্রতারণার ফলাফল বলা আছে? [বার : ২০১৭]

39 / 50

39. লিখিত দায় স্বীকার পত্রে তারিখ উল্লে­খ না থাকলে সে সম্পর্কে —

40 / 50

40. তামাদি গণনা করা হয় কোন সাল অনুসারে?

41 / 50

41. তামাদি আইনের কোন ধারায় ‘স্বাক্ষরিত’ শব্দটির সংজ্ঞা দেওয়া আছে?

42 / 50

42. স্বীকৃতির ফলাফল হিসেবে নিচের কোনটি সঠিক?

43 / 50

43. তামাদি আইন অনুসারে কোনো fresh period of limitation নিচের কোন ক্ষেত্রে শুরু হয়

44 / 50

44. মোকদ্দমা করার অধিকার অর্জনের পূর্বেই মৃত্যুবরণ করার ফলাফল কি?

45 / 50

45. তামাদি আইনের ১৯ ধারায় বর্ণিত লিখিত প্রাপ্তি স্বীকারের আবশ্যকীয় শর্ত কোনটি?

46 / 50

46. দেনা আংশিক পরিশোধের ফলে তামাদি গণনায় প্রভাব নিচের কোনটি?

47 / 50

47. মোকদ্দমা করিবার অধিকার অর্জনের পূর্বে মৃত্যুর ফলাফল নিয়ে তামাদি আইনের কত ধারায় আলোচনা করা হয়েছে?

48 / 50

48. তামাদি আইনের ১৮ ধারার অধীনে কোনো ব্যক্তিকে প্রতারণার মাধ্যমে কোনো দলিল গোপন করা হলে, তামাদির মেয়াদ গণনা করা হবে -

49 / 50

49. স্থলাভিষিক্ত বা নতুনভাবে পক্ষভুক্ত বিবাদীর জন্য কোন তারিখে মামলার দায়ের হয়েছে বলে গণ্য করতে হবে?

50 / 50

50. তামাদি আইনের ১৭ ধারানুসারে - Nothing in sub-sections (1) and (2) applied to suits to enforce rights of pre-emption or to suits for the possession of immoveable property or of ............. - শুণ্যস্থানে কী বসবে?

Your score is

0%