/37 6 Judi Exam Paper [2013] জুডিসিয়ারি ২০১৩ সালের প্রশ্নের বার কাউন্সিলের কমন অংশের প্রশ্ন এটি। মাত্র ৩৭ টি প্রশ্ন আছে। এই ছোট্ট পরীক্ষাটি দিয়ে নিজেকে পুনরায় যাচাই করুন। এখানে আপনার নাম ও ফোন নাম্বার লিখুন। ইমেইলটি লেখা বাধ্যতামূলক নয়; তবে, ইমেইল এড্রেস দিলে আপনার ইমেইলে বিস্তারিত ফলাফল চলে যাবে। 1 / 37 1. মামলার অ্যাবেটমেন্ট আদেশ সরাসরি বাতিলের জন্য আদালত একজন দরখাস্তকারীর বিরুদ্ধে সর্বোচ্চ কত ঈড়ংঃ পরিশোধের নির্দেশ দিতে পারেন? [জুডি. : ২০১৩] ৫০০ টাকা ৩০০০ টাকা ২০০০ টাকা ৫০০০ টাকা সঠিক উত্তর : ৩০০০ টাকা ; [আদেশ ২২ : বিধি ৯ক, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : ৩০০০ টাকা ; [আদেশ ২২ : বিধি ৯ক, দেওয়ানি কার্যবিধি] 2 / 37 2. কোড অব ক্রিমিনাল প্রসিডিউর ১৮৯৮ অনুযায়ী মৃত্যুদণ্ডাদেশ বহাল করেন— [জুডি. : ২০১৩] হাইকোর্ট বিভাগ অতিরিক্ত দায়রা জজ আদালত দায়রা জজ আদালত আপিল বিভাগ সঠিক উত্তর : হাইকোর্ট বিভাগ ; [ধারা : ৩৭৬, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : হাইকোর্ট বিভাগ ; [ধারা : ৩৭৬, ফৌজদারি কার্যবিধি] 3 / 37 3. চূড়ান্তÍ ডিক্রি প্রচারের পর সংক্ষুব্ধ পক্ষ নিম্নের কোন পদক্ষেপ নিতে পারবে? [জুডি. : ২০১৩] প্রাথমিক ডিক্রির বিরুদ্ধে আপিল প্রাথমিক ডিক্রির বিরুদ্ধে রিভিশন চূড়ান্ত ডিক্রির বিরুদ্ধে আপিল প্রাথমিক ডিক্রির বিরুদ্ধে রিভিউ সঠিক উত্তর : চূড়ান্ত ডিক্রির বিরুদ্ধে আপিল ; [ধারা : ৯৭, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : চূড়ান্ত ডিক্রির বিরুদ্ধে আপিল ; [ধারা : ৯৭, দেওয়ানি কার্যবিধি] 4 / 37 4. নিম্নের কোনটিতে প্রত্যক্ষ সাক্ষ্য [Direct Evidence] হিসাবে গণ্য করা যায়? [জুডি. : ২০১৩] যে বিষয়ে সাক্ষ্য দিবেন সাক্ষী উহা দেখেন নাই বা শুনেন নাই যে বিষয়ে সাক্ষ্য দিবেন সাক্ষী উহা দেখেন নাই যে বিষয়ে সাক্ষ্য দিবেন সাক্ষী স্বয়ং উহা দেখেছেন যে বিষয়ে সাক্ষ্য দিবেন সাক্ষী উহা অন্যের অভিমতের ভিত্তিতে প্রাপ্ত সঠিক উত্তর : যে বিষয়ে সাক্ষ্য দিবেন সাক্ষী স্বয়ং উহা দেখেছেন ; [ধারা : ৬০, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : যে বিষয়ে সাক্ষ্য দিবেন সাক্ষী স্বয়ং উহা দেখেছেন ; [ধারা : ৬০, সাক্ষ্য আইন] 5 / 37 5. নিম্নের কোন ক্ষেত্রে একটি দেওয়ানি আদালত উহার বিবেচনামূলক ক্ষমতা [Discretionary Power] প্রয়োগ করতে পারে না? [জুডি. : ২০১৩] ঘোষণামূলক মোকদ্দমা স্থায়ী নিষেধাজ্ঞার মোকদ্দমা দলিল সংশোধন মোকদ্দমা অগ্রক্রয় সংক্রান্ত মোকদ্দমা সঠিক উত্তর : অগ্রক্রয় সংক্রান্ত মোকদ্দমা ; [তাত্ত্বিক ধারণা, সুনির্দিষ্ট প্রতিকার আইন] সঠিক উত্তর : অগ্রক্রয় সংক্রান্ত মোকদ্দমা ; [তাত্ত্বিক ধারণা, সুনির্দিষ্ট প্রতিকার আইন] 6 / 37 6. সাক্ষ্য আইনের কোন ধারায় Res Judicata নীতির প্রতিফলন ঘটেছে? [জুডি. : ২০১৩] ৩৯ ৪০ ৪৫ ৪৭ সঠিক উত্তর : ৪০ ; [ধারা : ৪০, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : ৪০ ; [ধারা : ৪০, সাক্ষ্য আইন] 7 / 37 7. ‘ক’ একটি বাড়ি ১ লক্ষ টাকায় ‘খ’ এর নিকট বিক্রয় করতে চুক্তি করে। পরদিন ঘূর্ণিঝড়ে বাড়িটি ধ্বংস হয়ে যায়। এক্ষেত্রে নিম্নের কোনটি সঠিক হবে? [জুডি. : ২০১৩] ক, খ এর বিরুদ্ধে ক্ষতিপূরণ দাবি করতে পারবে খ, ক বিরুদ্ধে ক্ষতিপূরণ দাবি করতে পারেন খ কে চুক্তির ক্রয়মূল্য পরিশোধে বাধ্য করা যাবে খ কে চুক্তির ক্রয়মূল্য পরিশোধে বাধ্য করা যাবে না সঠিক উত্তর : খ কে চুক্তির ক্রয়মূল্য পরিশোধে বাধ্য করা যাবে ; [ধারা : ১৩, সুনির্দিষ্ট প্রতিকার আইন] সঠিক উত্তর : খ কে চুক্তির ক্রয়মূল্য পরিশোধে বাধ্য করা যাবে ; [ধারা : ১৩, সুনির্দিষ্ট প্রতিকার আইন] 8 / 37 8. কোনো জেলার ফৌজদারি আদালতের ওয়ারেন্ট স্থানীয় অধিক্ষেত্রের বহির্ভূত কোনো মেট্রোপলিটন এলাকায় তামিলের জন্য নিম্নের কার নিকট প্রেরণ করতে হবে? [জুডি. : ২০১৩] থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পুলিশ কমিশনার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট চিফ মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট সঠিক উত্তর : পুলিশ কমিশনার ; [ধারা : ৮৩, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : পুলিশ কমিশনার ; [ধারা : ৮৩, ফৌজদারি কার্যবিধি] 9 / 37 9. সহকারী জজ আদালতে প্রচারিত ডিক্রির বিরুদ্ধে জেলা জজ আদালতে কত দিনের মধ্যে আপিল দায়ের করতে হয়? [জুডি. : ২০১৩] ৩০ ৬০ ৯০ ১২০ সঠিক উত্তর : ৩০ ; [অনুচ্ছেদ : ১৫২, তামাদি আইনের প্রথম তফসিল] সঠিক উত্তর : ৩০ ; [অনুচ্ছেদ : ১৫২, তামাদি আইনের প্রথম তফসিল] 10 / 37 10. যে ক্ষেত্রে কোনো কর্ম বা কর্মবিচ্যুতি দুই বা ততোধিক আইনের অধীনে শাস্তিযোগ্য অপরাধ হয়, সেক্ষেত্রে নিম্নের কোনটি সঠিক হবে? [জুডি. : ২০১৩] অপরাধীকে দুই বা ততোধিক আইনের অধীনে অভিযুক্ত করা যাবে অপরাধীকে দুই বা ততোধিক আইনের অধীনে শাস্তি দেওয়া যাবে অপরাধীকে যে কোন একটি আইনের অধীনে অভিযুক্ত ও শাস্তি প্রদান করা যাবে দুটি আইনের অধীনে দায়েরকৃত পৃথক দুটি মামলার [Analogous] বিচার হবে সঠিক উত্তর : অপরাধীকে যে কোন একটি আইনের অধীনে অভিযুক্ত ও শাস্তি প্রদান করা যাবে ; [তাত্ত্বিক ধারণা : ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : অপরাধীকে যে কোন একটি আইনের অধীনে অভিযুক্ত ও শাস্তি প্রদান করা যাবে ; [তাত্ত্বিক ধারণা : ফৌজদারি কার্যবিধি] 11 / 37 11. সর্বপ্রথম কখন সিভিল কোর্ট সংক্রান্ত পদ্ধতিগত আইন কোডিফাই হয়? [জুডি. : ২০১৩] ১৮৭৭ সালে ১৮৪৯ সালে ১৮৫৯ সালে ১৮৬৩ সালে সঠিক উত্তর : ১৮৫৯ সালে ; [প্রাথমিক আলোচনা, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : ১৮৫৯ সালে ; [প্রাথমিক আলোচনা, দেওয়ানি কার্যবিধি] 12 / 37 12. নিম্নের কোন কার্যটি চুরি হিসাবে গণ্য হবে না? [জুডি. : ২০১৩] চলাচলের রাস্তায় পড়ে থাকা মূল্যবান আংটি কুড়িয়ে নেওয়া অপরের জমিতে দণ্ডায়মান গাছ কেটে ফেলা টোপ দিয়ে অন্যের পোষা প্রাণী নিয়ে যাওয়া অপরের জমিতে দণ্ডায়মান গাছ কেটে নিয়ে যাওয়া সঠিক উত্তর : চলাচলের রাস্তায় পড়ে থাকা মূল্যবান আংটি কুড়িয়ে নেওয়া ; [ধারা : ৩৭৮, দণ্ডবিধি] সঠিক উত্তর : চলাচলের রাস্তায় পড়ে থাকা মূল্যবান আংটি কুড়িয়ে নেওয়া ; [ধারা : ৩৭৮, দণ্ডবিধি] 13 / 37 13. একজন শৈল্য চিকিৎসক সরল বিশ্বাসে একজন রোগীকে বলেন “আপনি আর বাঁচবেন না”। এতে উক্ত রোগী মানসিক আঘাত পেয়ে মারা যায়। এক্ষেত্রে শৈল্য চিকিৎসক নিম্নের কোন ধারার অপরাধ করেছেন? [জুডি. : ২০১৩] খুন নরহত্যা হত্যার প্রচেষ্টা কোনো অপরাধ করেন নাই সঠিক উত্তর : কোনো অপরাধ করেন নাই ; [ধারা : ৯৩, দণ্ডবিধি] সঠিক উত্তর : কোনো অপরাধ করেন নাই ; [ধারা : ৯৩, দণ্ডবিধি] 14 / 37 14. একজন ১ম শ্রেণির জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পেনাল কোডের ৩৭৯ ধারায় অভিযুক্ত আসামির বিরুদ্ধে চার্জ গঠনকালে আসামি guilty plead করায় ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। উক্ত দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল দায়ের হলে নিম্নের কোনটি হতে পারে? [জুডি. : ২০১৩] আপিলটি শুনানির জন্য গ্রহণ করা হবে আপিলটি দায়রা জজ আদালতে দাখিলের জন্য ফেরত দেয়া হবে আপিলযোগ্য নয় বিধায় আপিলটি না মঞ্জুর হবে রিভিশন দায়েরের জন্য ফেরত দেয়া হবে সঠিক উত্তর : আপিলযোগ্য নয় বিধায় আপিলটি না মঞ্জুর হবে ; [ধারা : ৪১২, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : আপিলযোগ্য নয় বিধায় আপিলটি না মঞ্জুর হবে ; [ধারা : ৪১২, ফৌজদারি কার্যবিধি] 15 / 37 15. কোনো দেওয়ানি মামলায় ডিক্রি প্রচারের পর কত দিনের মধ্যে ডিক্রি প্রস্তুত করতে হয়? [জুডি. : ২০১৩] ৭ ১০ ২১ ৩০ সঠিক উত্তর : ৭ ; [আদেশ ২০ : বিধি ৫ক, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : ৭ ; [আদেশ ২০ : বিধি ৫ক, দেওয়ানি কার্যবিধি] 16 / 37 16. একজন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট একটি নালিশী মামলায় কারাদণ্ড প্রদান করেন। উক্ত দণ্ডাদেশ বৃদ্ধির জন্য অভিযোগকারী নিম্নের কোন আদালতে আপিল দায়ের করবে? [জুডি. : ২০১৩] মহানগর দায়রা জজ আদালত হাইকোর্ট বিভাগ চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দায়রা জজ আদালত সঠিক উত্তর : মহানগর দায়রা জজ আদালত ; [ধারা : ৪১৭ক, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : মহানগর দায়রা জজ আদালত ; [ধারা : ৪১৭ক, ফৌজদারি কার্যবিধি] 17 / 37 17. কোড অব ক্রিমিনাল প্রসিডিউর, ১৮৯৮ অনুসারে ১২০ দিনের মধ্যে মামলার তদন্তকার্য সম্পন্ন করার বিধানটি— [জুডি. : ২০১৩] নির্দেশনামূলক বিচার বিবেচনামূলক বাধ্যতামূলক নিষেধাজ্ঞামূলক সঠিক উত্তর : নির্দেশনামূলক ; [ধারা : ১৬৭, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : নির্দেশনামূলক ; [ধারা : ১৬৭, ফৌজদারি কার্যবিধি] 18 / 37 18. কোন মামলায় আদালত ডিক্রির কপি রেজিস্ট্রি অফিসে প্রেরণ করতে আইনগত বাধ্য? [জুডি. : ২০১৩] রেজিস্ট্রার্ড দলিল বেআইনি মর্মে ঘোষণামূলক মোকদ্দমা রেজিস্ট্রার্ড দলিল সংশোধনের মোকদ্দমা রেজিস্ট্রার্ড দলিল বাতিলের মোকদ্দমা রেজিস্ট্রার্ড দলিল রদরহিতের মোকদ্দমা সঠিক উত্তর : রেজিস্ট্রার্ড দলিল বাতিলের মোকদ্দমা ; [ধারা : ৩৯, সুনির্দিষ্ট প্রতিকার আইন] সঠিক উত্তর : রেজিস্ট্রার্ড দলিল বাতিলের মোকদ্দমা ; [ধারা : ৩৯, সুনির্দিষ্ট প্রতিকার আইন] 19 / 37 19. ইঙ্গিতবাহী প্রশ্ন [Leading Question] বলতে নিম্নের কোনটিকে বুঝাবে? [জুডি. : ২০১৩] যে প্রশ্নের পূর্বে উত্তর বলা থাকে যে প্রশ্নের পরে উত্তর বলা থাকে যে প্রশ্নের মধ্যেই উত্তর থাকে যে প্রশ্নে প্রশ্নকারী হঁ্যা বা না সূচক প্রশ্ন করে থাকে সঠিক উত্তর : যে প্রশ্নের মধ্যেই উত্তর থাকে ; [ধারা : ১৪১, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : যে প্রশ্নের মধ্যেই উত্তর থাকে ; [ধারা : ১৪১, সাক্ষ্য আইন] 20 / 37 20. সমন বিনা জারিতে ফেরত আসার কত দিনের মধ্যে বাদী পদক্ষেপ না নিলে মামলা খারিজ হবে? [জুডি. : ২০১৩] ১ মাস ২ মাস ৩ মাস ৬ মাস সঠিক উত্তর : ১ মাস ; [আদেশ ৯ : বিধি ৫, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : ১ মাস ; [আদেশ ৯ : বিধি ৫, দেওয়ানি কার্যবিধি] 21 / 37 21. আগাম জামিন [Anticipatory bail] বলতে নিম্নের কোনটিকে বুঝাবে? [জুডি. : ২০১৩] গ্রেফতার পূর্ব জামিন বিচার পূর্ব জামিন চার্জ পূর্ব জামিন যুক্তিতর্ক শুনানি পূর্ব জামিন সঠিক উত্তর : গ্রেফতার পূর্ব জামিন ; [ধারা : ৪৯৮, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : গ্রেফতার পূর্ব জামিন ; [ধারা : ৪৯৮, ফৌজদারি কার্যবিধি] 22 / 37 22. ক’ ১০০ মন গম ‘খ’ এর নিকট বিক্রয় করার চুক্তি করে। কোনো কারণ ব্যতিরেকেই উক্ত গম ‘খ’ কে সরবরাহ করা হয় নাই। ‘খ’ এর প্রতিকার কী? [জুডি. : ২০১৩] খ সুনির্দিষ্টভাবে চুক্তিটি বলবৎ করতে পারবে খ ক্ষতিপূরণ লাভ করতে পারবে খ ক্ষতিপূরণ পাবে না খ শুধুমাত্র চুক্তির ক্রয়মূল্য ফেরত পাবে সঠিক উত্তর : খ ক্ষতিপূরণ লাভ করতে পারবে ; [ধারা : ১৯, সুনির্দিষ্ট প্রতিকার আইন] সঠিক উত্তর : খ ক্ষতিপূরণ লাভ করতে পারবে ; [ধারা : ১৯, সুনির্দিষ্ট প্রতিকার আইন] 23 / 37 23. জেলা জজ কতৃর্ক রিভিশন মামলায় প্রদত্ত আদেশের বিরুদ্ধে সংক্ষুদ্ধ পক্ষ হাইকোর্ট বিভাগে Ñ [জুডি. : ২০১৩] সরাসরি রিভিশন দায়ের করতে পারে অনুমতি সাপেক্ষে রিভিশন দায়ের করতে পারে আপিল করতে পারে অনুমতি সাপেক্ষে আপিল করতে পারে সঠিক উত্তর : অনুমতি সাপেক্ষে রিভিশন দায়ের করতে পারে ; [ধারা : ১১৫, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : অনুমতি সাপেক্ষে রিভিশন দায়ের করতে পারে ; [ধারা : ১১৫, দেওয়ানি কার্যবিধি] 24 / 37 24. আদালত কারাবন্দি আসামির বিরুদ্ধে কারাদণ্ডাদেশ প্রদান করলে, উক্ত দণ্ডাদেশ সংক্রান্ত ওয়ারেন্ট কার নিকট প্রেরণ করতে হবে? [জুডি. : ২০১৩] জেলা ম্যাজিস্ট্রেট পুলিশ সুপার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কারারক্ষক সঠিক উত্তর : কারারক্ষক ; [ধারা : ৩৮৪, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : কারারক্ষক ; [ধারা : ৩৮৪, ফৌজদারি কার্যবিধি] 25 / 37 25. ‘চ’ সহ পাঁচ ব্যক্তি ‘ছ’ কে হত্যা করার পরিকল্পনা করে। পরিকল্পিত দিন, তারিখ ও সময়ে তারা সকলে মিলে ‘ছ’ কে হত্যা করে। ‘চ’ সহ উক্ত পাঁচ ব্যক্তির পেনাল কোডের ৩০২ ধারার সাথে নিম্নের কোন ধারাটি প্রাসঙ্গিক? [জুডি. : ২০১৩] ১৩৪ ৩৪ ১২০এ ১১৪ সঠিক উত্তর : ৩৪ ; [ধারা : ৩৪, দণ্ডবিধি] সঠিক উত্তর : ৩৪ ; [ধারা : ৩৪, দণ্ডবিধি] 26 / 37 26. যাবজ্জীবন কারাদণ্ড বলতে নিম্নের কোনটিকে নির্দেশ করে? [জুডি. : ২০১৩] ১৪ বছর সশ্রম কারাদণ্ড দণ্ডিত ব্যক্তির অবশিষ্ট জীবনব্যাপী কারাদণ্ড ২০ বছরের সশ্রম কারাদণ্ড ৩০ বছরের সশ্রম কারাদণ্ড সঠিক উত্তর : ৩০ বছরের সশ্রম কারাদণ্ড ; [তাত্ত্বিক ধারণা, দণ্ডবিধি] সঠিক উত্তর : ৩০ বছরের সশ্রম কারাদণ্ড ; [তাত্ত্বিক ধারণা, দণ্ডবিধি] 27 / 37 27. নিম্নের কোন আদেশটি ডিক্রি হিসাবে গণ্য হবে? [জুডি. : ২০১৩] আরজি ফেরত আদেশ আরজি গ্রহণ আদেশ আরজি সংশোধন আদেশ আরজি প্রত্যাখ্যান আদেশ সঠিক উত্তর : আরজি প্রত্যাখ্যান আদেশ ; [ধারা : ২(২), দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : আরজি প্রত্যাখ্যান আদেশ ; [ধারা : ২(২), দেওয়ানি কার্যবিধি] 28 / 37 28. ফৌজদারি বিচার ব্যবস্থায় নিম্নের কোন আদালতের অন্তর্নিহিত ক্ষমতা আছে? [জুডি. : ২০১৩] আপিল বিভাগ হাইকোর্ট বিভাগ দায়রা জজ আদালত মহানগর দায়রা জজ আদালত সঠিক উত্তর : হাইকোর্ট বিভাগ ; [ধারা : ৫৬১ক, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : হাইকোর্ট বিভাগ ; [ধারা : ৫৬১ক, ফৌজদারি কার্যবিধি] 29 / 37 29. পেনাল কোডে বর্ণিত অপরাধগুলির মধ্যে সর্বনিম্ন সাজা— [জুডি. : ২০১৩] ২৪ ঘণ্টার বিনাশ্রম কারাদণ্ড বা ১০ টাকা জরিমানা ২৪ ঘণ্টার বিনাশ্রম কারাদণ্ড বা ১০ টাকা পর্যন্ত জরিমানা বা উভয়ই ১ দিনের বিনাশ্রম কারাদণ্ড বা ১০০ টাকা পর্যন্ত জরিমানা বা উভয়ই ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড বা ৫০০ টাকা পর্যন্ত জরিমানা বা উভয়ই সঠিক উত্তর : ২৪ ঘণ্টার বিনাশ্রম কারাদণ্ড বা ১০ টাকা পর্যন্ত জরিমানা বা উভয়ই ; [ধারা : ৫১০, দণ্ডবিধি] সঠিক উত্তর : ২৪ ঘণ্টার বিনাশ্রম কারাদণ্ড বা ১০ টাকা পর্যন্ত জরিমানা বা উভয়ই ; [ধারা : ৫১০, দণ্ডবিধি] 30 / 37 30. কোনো জলপথে বর্তস্বত্ব [Easement] অধিকার অর্জনের ক্ষেত্রে কোনটি প্রযোজ্য? [জুডি. : ২০১৩] শুধুমাত্র ২০ বছর ব্যবহার নিরবিচ্ছিন্নভাবে ২০ বছর ব্যবহার নিরবিচ্ছিন্নভাবে ও শান্তিপূর্ণভাবে ২০ বছর ব্যবহার নিরবিচ্ছিন্নভাবে, শান্তিপূর্ণভাবে ও অধিকার হিসাবে ২০ বছর ব্যবহার সঠিক উত্তর : নিরবিচ্ছিন্নভাবে, শান্তিপূর্ণভাবে ও অধিকার হিসাবে ২০ বছর ব্যবহার ; [ধারা : ২৬, তামাদি আইন] সঠিক উত্তর : নিরবিচ্ছিন্নভাবে, শান্তিপূর্ণভাবে ও অধিকার হিসাবে ২০ বছর ব্যবহার ; [ধারা : ২৬, তামাদি আইন] 31 / 37 31. ১৮৩৪ সালে গঠিত প্রথম আইন কমিশনের চেয়ারম্যান ছিলেন? [জুডি. : ২০১৩] G.W. Anderson F. Millet J.M. Macleod Lord Macaulay সঠিক উত্তর : Lord Macaulay ; [প্রাথমিক ইতিহাস, দণ্ডবিধি] সঠিক উত্তর : Lord Macaulay ; [প্রাথমিক ইতিহাস, দণ্ডবিধি] 32 / 37 32. আসামির বিরুদ্ধে চার্জ গঠনের পূর্বে প্রসিকিউশন কোনো মামলা প্রত্যাহার করলে ফলাফল হবে— [জুডি. : ২০১৩] আসামির খালাস আসামির মুক্তি আসামির অব্যাহতি যুক্তিতর্ক শুনানি পূর্ব জামিন সঠিক উত্তর : আসামির অব্যাহতি ; [ধারা : ৪৯৪, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : আসামির অব্যাহতি ; [ধারা : ৪৯৪, ফৌজদারি কার্যবিধি] 33 / 37 33. একজন দায়রা জজ কোনো আসামিকে বিচারে খালাস প্রদান করেন। উক্ত রায়ের বিরুদ্ধে দায়েরকৃত আপিলের আসামি মারা যায়- সেক্ষেত্রে আপিলটির ফলাফল কী হবে? [জুডি. : ২০১৩] আপিলটি মেধাতে নিষ্পত্তি হবে প্রসিকিউশনকে শুনানি করে আদেশ প্রদান করা হবে আপিলটি অ্যাবেইট হবে আপিলটি খারিজ হবে সঠিক উত্তর : আপিলটি অ্যাবেইট হবে ; [ধারা : ৪৩১, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : আপিলটি অ্যাবেইট হবে ; [ধারা : ৪৩১, ফৌজদারি কার্যবিধি] 34 / 37 34. ‘জ’ মিথ্যা কুৎসা রটনার ভয় দেখিয়ে ‘ঝ’ কে ১ লক্ষ টাকা দিতে বাধ্য করে। ‘জ’ নিম্নের কোন অপরাধ করেছে? [জুডি. : ২০১৩] দস্যুতা প্রতারণা বলপূর্বক গ্রহণ চুরি সঠিক উত্তর : বলপূর্বক গ্রহণ ; [ধারা : ৩৮৩, দণ্ডবিধি] সঠিক উত্তর : বলপূর্বক গ্রহণ ; [ধারা : ৩৮৩, দণ্ডবিধি] 35 / 37 35. কোড অব সিভিল প্রসিডিউর, ১৯০৮ এর ১০৭ ধারার বিধান অনুযায়ী নিম্নের কোনটি আপিল আদালতের ক্ষমতার অন্তর্ভুক্ত নহে? [জুডি. : ২০১৩] মামলা পুনঃবিচারে প্রেরণ আরজি গ্রহণ অতিরিক্ত সাক্ষ্য গ্রহণ পুনঃবিচারে প্রেরণের জন্য বিচার্য বিষয় গঠন সঠিক উত্তর : আরজি গ্রহণ ; [ধারা : ১০৭, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : আরজি গ্রহণ ; [ধারা : ১০৭, দেওয়ানি কার্যবিধি] 36 / 37 36. একজন জেলা জজ কোড অব সিভিল প্রসিডিউর, ১৯০৮ অনুসারে সহকারী জজের নিম্নের কোন আদেশের বিরুদ্ধে রিভিশন ক্ষমতা প্রয়োগ করতে পারেন? [জুডি. : ২০১৩] অর্ডার ৭ রুল ১০ অনুযায়ী আরজি ফেরতের আদেশ অর্ডার ৮ রুল ১০ অনুসারে প্রচারিত রায় অর্ডার ৯ রুল ৯ অনুসারে দাখিলী দরখাস্তের না মঞ্জুর আদেশ অর্ডার ৯ রুল ১৩ অনুযায়ী দাখিলী দরখাস্তের মঞ্জুর আদেশ সঠিক উত্তর : অর্ডার ৯ রুল ১৩ অনুযায়ী দাখিলী দরখাস্তের মঞ্জুর আদেশ ; [ধারা : ১১৫, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : অর্ডার ৯ রুল ১৩ অনুযায়ী দাখিলী দরখাস্তের মঞ্জুর আদেশ ; [ধারা : ১১৫, দেওয়ানি কার্যবিধি] 37 / 37 37. নিম্নের কোন ক্ষেত্রে রিভিউ দরখাস্ত দাখিল করা যায় না? [জুডি. : ২০১৩] কোনো ডিক্রি রিভিউ এর আদেশের বিরুদ্ধে আপিলযোগ্য কিন্তু আপিল করা হয়নি এমন ডিক্রির বিরুদ্ধে আপিলযোগ্য নহে এমন ডিক্রির বিরুদ্ধে স্মল কজেজ আদালত এর রেফারেন্স প্রদত্ত সিদ্ধান্তের বিরুদ্ধে সঠিক উত্তর : কোনো ডিক্রি রিভিউ এর আদেশের বিরুদ্ধে ; [আদেশ ৪৭ : বিধি ৯, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : কোনো ডিক্রি রিভিউ এর আদেশের বিরুদ্ধে ; [আদেশ ৪৭ : বিধি ৯, দেওয়ানি কার্যবিধি] Your score is Facebook 0% Restart quiz By Wordpress Quiz plugin