/34 7 Judi Exam Paper [2012] জুডিসিয়ারি ২০১২ সালের প্রশ্নের বার কাউন্সিলের কমন অংশের প্রশ্ন এটি। মাত্র ৩৪ টি প্রশ্ন আছে। এই ছোট্ট পরীক্ষাটি দিয়ে নিজেকে পুনরায় যাচাই করুন। এখানে আপনার নাম ও ফোন নাম্বার লিখুন। ইমেইলটি লেখা বাধ্যতামূলক নয়; তবে, ইমেইল এড্রেস দিলে আপনার ইমেইলে বিস্তারিত ফলাফল চলে যাবে। 1 / 34 1. ম্যাজিস্ট্রেট কতৃর্ক জামিন না মঞ্জুরের আদেশের বিরুদ্ধে কোন আদালতে জামিনের আবেদন করা যাবে? [জুডি. : ২০১২] জেলা জজ আদালত বিশেষ জজ আদালত দায়রা জজ আদালত হাইকোর্ট বিভাগ সঠিক উত্তর : দায়রা জজ আদালত ; [ধারা : ৪৯৮, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : দায়রা জজ আদালত ; [ধারা : ৪৯৮, ফৌজদারি কার্যবিধি] 2 / 34 2. নিম্নের কোন বিষয়ে নিজের সাক্ষীকে ইঙ্গিতপূর্ণ প্রশ্ন করা যায়? [জুডি. : ২০১২] যে কোনো বিষয় স্বীকৃত বিষয় তর্কিত বিষয় বিশেষজ্ঞের মতামত বিষয় সঠিক উত্তর : স্বীকৃত বিষয় ; [ধারা : ১৪২, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : স্বীকৃত বিষয় ; [ধারা : ১৪২, সাক্ষ্য আইন] 3 / 34 3. নিম্নের কোনটি পাবলিক দলিল? [জুডি. : ২০১২] চিঠি কবলা রায় উইল সঠিক উত্তর : রায় ; [ধারা : ৭৪, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : রায় ; [ধারা : ৭৪, সাক্ষ্য আইন] 4 / 34 4. দেওয়ানি মামলার বিচার্য বিষয় কত প্রকার? [জুডি. : ২০১২] ১ প্রকার ২ প্রকার ৩ প্রকার ৪ প্রকার সঠিক উত্তর : ২ প্রকার ; [আদেশ ১৪ : বিধি ১, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : ২ প্রকার ; [আদেশ ১৪ : বিধি ১, দেওয়ানি কার্যবিধি] 5 / 34 5. নিম্নের কোন ক্ষেত্রে দেওয়ানি কার্যবিধির অর্ডার ২৬ এর বিধান অনুযায়ী Commission ইস্যুর আদেশ দেওয়া যাবে না? [জুডি. : ২০১২] স্থাবর সম্পত্তি ভাগ বণ্টন নালিশী জমি কোনো নির্দিষ্ট দাগভুক্ত কিনা তা নির্ধারণ কোনো দলিলে বর্ণিত জমি নির্দিষ্ট কোনো দাগভুক্ত কিনা তা নির্ধারণ নালিশী জমিতে কোনো পক্ষের স্বত্ব আছে কিনা তা নির্ধারণ সঠিক উত্তর : নালিশী জমিতে কোনো পক্ষের স্বত্ব আছে কিনা তা নির্ধারণ ; [আদেশ : ২৬, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : নালিশী জমিতে কোনো পক্ষের স্বত্ব আছে কিনা তা নির্ধারণ ; [আদেশ : ২৬, দেওয়ানি কার্যবিধি] 6 / 34 6. আসামির অব্যাহতি পাওয়ার দরখাস্তÍ [Discharge petition] বিবেচনার সময় নিম্নের কোন দলিল বিবেচনায় নেয়া যাবে না? [জুডি. : ২০১২] তদন্ত কর্মকর্তার নিকট প্রদত্ত জবানবন্দি আসামির দাখিলকৃত দলিলপত্র ডাক্তারের সার্টিফিকেট প্রাথমিক তথ্য বিবরণ [F.I.R] সঠিক উত্তর : আসামির দাখিলকৃত দলিলপত্র ; [ধারা : ২৪১ক, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : আসামির দাখিলকৃত দলিলপত্র ; [ধারা : ২৪১ক, ফৌজদারি কার্যবিধি] 7 / 34 7. দেওয়ানি আদালত কতৃর্ক প্রদত্ত নিম্নের কোন সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে না? [জুডি. : ২০১২] এক তরফা ডিক্রি এক তরফা খারিজ দো তরফা ডিক্রি পক্ষদের সম্মতিমূলক ডিক্রি সঠিক উত্তর : পক্ষদের সম্মতিমূলক ডিক্রি ; [ধারা : ৯৬, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : পক্ষদের সম্মতিমূলক ডিক্রি ; [ধারা : ৯৬, দেওয়ানি কার্যবিধি] 8 / 34 8. একজন সহকারী জজ আদালত নিম্নের কোন সম্পত্তি রায় প্রদানের পূর্বে অগ্রিম ক্রোকের আদেশ দিতে পারেন না? [জুডি. : ২০১২] কৃষকের জমি/বাড়ি কৃষকের স্থাবর সম্পত্তি কৃষকের ফসল ব্যাংকে রক্ষিত কৃষকের টাকা সঠিক উত্তর : কৃষকের ফসল ; [আদেশ ৩৮ : বিধি ১২, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : কৃষকের ফসল ; [আদেশ ৩৮ : বিধি ১২, দেওয়ানি কার্যবিধি] 9 / 34 9. Complaint Case Gi Cognizance taking stageq—এ ম্যাজিস্ট্রেট যদি দেখতে পান যে, তার কোনো এখতিয়ার নেই, তখন নিম্নের কোন আদেশটি সঠিক হবে? [জুডি. : ২০১২] Complaint টি সরাসরি Reject করা আসামি যদি উপস্থিত থাকে তাকে রিলিজ করা ২০৩ ধারায় Complaint টি ডিসমিস করা উপযুক্ত আদালতে পেশের জন্য Complaint ফেরত দেওয়া সঠিক উত্তর : উপযুক্ত আদালতে পেশের জন্য Complaint ফেরত দেওয়া ; [ধারা : ২০১, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : উপযুক্ত আদালতে পেশের জন্য Complaint ফেরত দেওয়া ; [ধারা : ২০১, ফৌজদারি কার্যবিধি] 10 / 34 10. কোন সন হতে স্থাবর সম্পত্তি বিক্রির অরেজিস্ট্রিকৃত চুক্তিনামা বলবৎযোগ্য নহে? [জুডি. : ২০১২] ২০০৩ ২০০৪ ২০০৫ ২০০৬ সঠিক উত্তর : ২০০৫ ; [ধারা : ২১ক, সুনির্দিষ্ট প্রতিকার আইন] সঠিক উত্তর : ২০০৫ ; [ধারা : ২১ক, সুনির্দিষ্ট প্রতিকার আইন] 11 / 34 11. ‘ক’ এর প্ররোচনায় ‘খ’ খুন করার উদ্দেশ্য ‘গ’ কে ছুরিকাঘাত করে। ‘গ’ চিকিৎসান্তে সুস্থ হয়ে ওঠে। ‘ক’ নিম্নের কোন অপরাধ করেছে? [জুডি. : ২০১২] গুরুতর আঘাতের প্ররোচনা নরহত্যার প্ররোচনা খুন করার প্ররোচনা সুস্থ হওয়ায় কোনো অপরাধ হয়নি সঠিক উত্তর : খুন করার প্ররোচনা ; [ধারা : ১০৮, দণ্ডবিধি] সঠিক উত্তর : খুন করার প্ররোচনা ; [ধারা : ১০৮, দণ্ডবিধি] 12 / 34 12. দেওয়ানি আদালতের অর্থ ডিক্রিজারির মামলায় নিম্নের কোন ব্যক্তিকে দেওয়ানি জেলে আটক রাখার আদেশ দেয়া যাবে না? [জুডি. : ২০১২] একজন কৃষক একজন মহিলা একজন নিঃস্ব ব্যক্তি একজন সরকারি কর্মচারী সঠিক উত্তর : একজন মহিলা ; [ধারা : ৫৬, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : একজন মহিলা ; [ধারা : ৫৬, দেওয়ানি কার্যবিধি] 13 / 34 13. ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারানুসারে পুলিশ ম্যাজিস্ট্রেটের আদেশ এবং ওয়ারেন্ট ব্যতীত কত প্রকারের ব্যক্তিকে গ্রেফতার করতে পারে? [জুডি. : ২০১২] ৯ ৮ ৭ ৬ সঠিক উত্তর : ৯ ; [ধারা : ৫৪, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : ৯ ; [ধারা : ৫৪, ফৌজদারি কার্যবিধি] 14 / 34 14. সহকারী জজের রায়ের বিরুদ্ধে কোন আদালতে রিভিউ দায়ের করা যায়? [জুডি. : ২০১২] রায় প্রদানকারী সহকারী জজ আদালত জেলা জজ আদালত সিনিয়র সহকারী জজ আদালত হাইকোর্ট বিভাগ সঠিক উত্তর : রায় প্রদানকারী সহকারী জজ আদালত ; [ধারা : ১১৪, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : রায় প্রদানকারী সহকারী জজ আদালত ; [ধারা : ১১৪, দেওয়ানি কার্যবিধি] 15 / 34 15. দেওয়ানি মামলার আরজি ভুল আদালতে দাখিল করার পরিণাম কী? [জুডি. : ২০১২] মামলা ফেরত আরজি খারিজ আরজি ফেরত মামলার কার্যক্রম চলবে সঠিক উত্তর : আরজি ফেরত ; [আদেশ ৭ : বিধি ১০, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : আরজি ফেরত ; [আদেশ ৭ : বিধি ১০, দেওয়ানি কার্যবিধি] 16 / 34 16. আইনে যদি কোনো দলিল প্রত্যয়ন করার বিধান থাকে, তবে উহা প্রমাণে সাক্ষ্য আইনের কোন ধারা অনুসরণ করতে হবে? [জুডি. : ২০১২] ৬৮ ৬৯ ৭০ ৭১ সঠিক উত্তর : ৬৮ ; [ধারা : ৬৮, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : ৬৮ ; [ধারা : ৬৮, সাক্ষ্য আইন] 17 / 34 17. মৃত্যুকালীন ঘোষণার সময় নিম্নের কোন বিষয় সাক্ষ্য হিসাবে গ্রহণযোগ্য হবে না? [জুডি. : ২০১২] মৃত্যুর কারণ সম্পত্তি দান বৈবাহিক সম্পর্ক পিতৃত্বের দাবি সঠিক উত্তর : সম্পত্তি দান ; [ধারা : ৩২, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : সম্পত্তি দান ; [ধারা : ৩২, সাক্ষ্য আইন] 18 / 34 18. একটি সাহিত্যকর্ম সম্পাদন ও প্রকাশের জন্য লেখক ‘ক’, গ্রন্থ প্রকাশক ‘খ’ এর সাথে চুক্তিবদ্ধ হন। ‘ক’ চুক্তি ভঙ্গ করলে সুনিির্র্দষ্ট প্রতিকার আইনের অধীন ‘খ’ এর কী প্রতিকার আছে? [জুডি. : ২০১২] চুক্তি বলবতের মামলা করা চুক্তি বলবতের জন্য ঘোষণামূলক মামলা করা চুক্তিপত্র বাতিলের মামলা করা চুক্তি বলবতের কোনো সুযোগ নেই সঠিক উত্তর : চুক্তি বলবতের কোনো সুযোগ নেই ; [ধারা : ২১, সুনির্দিষ্ট প্রতিকার আইন] সঠিক উত্তর : চুক্তি বলবতের কোনো সুযোগ নেই ; [ধারা : ২১, সুনির্দিষ্ট প্রতিকার আইন] 19 / 34 19. দেওয়ানি কার্যবিধির অর্ডার ৭ রুল ১১ এর বিধান মতে আরজি নাকচের সিদ্ধান্ত মূলত একটি — [জুডি. : ২০১২] আদেশ রায় ডিক্রি চূড়ান্তÍ রায় সঠিক উত্তর : ডিক্রি ; [ধারা : ২(২), দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : ডিক্রি ; [ধারা : ২(২), দেওয়ানি কার্যবিধি] 20 / 34 20. কোনো জেলার ম্যাজিস্ট্রেট আদালতে বিচারাধীন মামলা অন্য কোনো জেলায় অবস্থিত ম্যাজিস্ট্রেট আদালতে স্থানান্তর করার দরখাস্ত কোন আদালতে করতে হবে? [জুডি. : ২০১২] হাইকোর্ট বিভাগ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত দায়রা আদালত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত সঠিক উত্তর : হাইকোর্ট বিভাগ ; [ধারা : ৫২৬, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : হাইকোর্ট বিভাগ ; [ধারা : ৫২৬, ফৌজদারি কার্যবিধি] 21 / 34 21. সরকার পক্ষকে নোটিশ প্রদান না করে দেওয়ানি মামলা করলে, সরকার বিবাদীকে লিখিত বর্ণনা দাখিলের জন্য আদালত অন্যূন কত দিনের সময় মঞ্জুর করেন? [জুডি. : ২০১২] ৩০ দিন ২ মাস ৩ মাস ৬ মাস সঠিক উত্তর : ৩ মাস ; [ধারা : ৮০, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : ৩ মাস ; [ধারা : ৮০, দেওয়ানি কার্যবিধি] 22 / 34 22. আত্মরক্ষার জন্য আক্রমণকারীকে হত্যা বা গুরুতর জখম করার জন্য নিম্নের কোন কারণটি গ্রহণযোগ্য হবে না? [জুডি. : ২০১২] আক্রমণকারীকে হত্যা না করলে নিজেই নিহত হত আক্রমণকারীকে গুরুতর জখম না করলে নিজেই গুরুতর জখম হত আক্রমণকারীকে গুরুতর জখম না করলে তাকে অপহরণ করা হত আক্রমণকারীকে হত্যা না করলে তার মূল্যবান জিনিসপত্র জোরপূর্বক নিয়ে যেত সঠিক উত্তর : আক্রমণকারীকে হত্যা না করলে তার মূল্যবান জিনিসপত্র জোরপূর্বক নিয়ে যেত ; [ধারা : ১০০, দণ্ডবিধি] সঠিক উত্তর : আক্রমণকারীকে হত্যা না করলে তার মূল্যবান জিনিসপত্র জোরপূর্বক নিয়ে যেত ; [ধারা : ১০০, দণ্ডবিধি] 23 / 34 23. যে ক্ষেত্রে পেনাল কোড অনুসারে অর্থদণ্ডের বিধান থাকে, কিন্ত কত টাকা অর্থদণ্ড দেওয়া যাবে সে বিষয়ে কোনো উল্লেখ থাকে না, সেক্ষেত্রে সর্বোচ্চ অর্থদণ্ডের পরিমাণ কত? [জুডি. : ২০১২] ১০০০ টাকা ২০০০ টাকা ৫০০ টাকা নির্দিষ্ট সীমা নেই সঠিক উত্তর : নির্দিষ্ট সীমা নেই ; [ধারা : ৬৩, দণ্ডবিধি] সঠিক উত্তর : নির্দিষ্ট সীমা নেই ; [ধারা : ৬৩, দণ্ডবিধি] 24 / 34 24. অস্থায়ী নিষেধাজ্ঞা অমান্য করার কারণে আদালত কী কী আদেশ দিতে পারে? [জুডি. : ২০১২] সম্পত্তি বাজেয়াপ্ত ও ৬ মাসের দেওয়ানি জেল ৬ মাসের সশ্রম কারাদণ্ড ও জরিমানা সম্পত্তি ক্রোক ও ৬ মাসের দেওয়ানি জেল ৬ মাসের দেওয়ানি জেল সঠিক উত্তর : সম্পত্তি ক্রোক ও ৬ মাসের দেওয়ানি জেল ; [আদেশ ৩৯ : বিধি ২, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : সম্পত্তি ক্রোক ও ৬ মাসের দেওয়ানি জেল ; [আদেশ ৩৯ : বিধি ২, দেওয়ানি কার্যবিধি] 25 / 34 25. নিম্নের কোন ক্ষেত্রে অস্থায়ী নিষেধাজ্ঞা দেয়া যাবে না? [জুডি. : ২০১২] বাদীর দখলে বাধা সৃষ্টি না করার জন্য বাদীর নিজ পদের দায়িত্ব পালনে বাধা সৃষ্টি না করার জন্য বাদীর চলাচলের রাস্তায় বাধা সৃষ্টি না করার জন্য লিজের মেয়াদ অতিক্রান্তের পরও বাদীর দখলে বিঘ্ন সৃষ্টি না করার জন্য সঠিক উত্তর : লিজের মেয়াদ অতিক্রান্তের পরও বাদীর দখলে বিঘ্ন সৃষ্টি না করার জন্য ; [ধারা : ৫৩, সুনির্দিষ্ট প্রতিকার আইন] সঠিক উত্তর : লিজের মেয়াদ অতিক্রান্তের পরও বাদীর দখলে বিঘ্ন সৃষ্টি না করার জন্য ; [ধারা : ৫৩, সুনির্দিষ্ট প্রতিকার আইন] 26 / 34 26. একটি Complaint Case—এ প্রদত্ত খালাসের রায় প্রদানের কত দিনের মধ্যে Complainant আপিল করতে পারবে? [জুডি. : ২০১২] ১৫ দিন ২১ দিন ৩০ দিন ৬০ দিন সঠিক উত্তর : ৬০ দিন ; [ধারা : ৪১৭, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : ৬০ দিন ; [ধারা : ৪১৭, ফৌজদারি কার্যবিধি] 27 / 34 27. ‘খ’ একজন পুলিশ কর্মকর্তা আদালতের নির্দেশে ‘ক’ কে আইনানুগভাবে গ্রেফতার করে। এতে ‘ক’ প্রচণ্ডভাবে উত্তেজিত হয়ে ‘খ’ কে হত্যা করে। ‘ক’ দণ্ডবিধির কোন ধারার শাস্তিযোগ্য অপরাধ করেছে? [জুডি. : ২০১২] ৩০০ ৩০২ ৩০৪ ৩০৪এ সঠিক উত্তর : ৩০২ ; [ধারা : ৩০২, দণ্ডবিধি] সঠিক উত্তর : ৩০২ ; [ধারা : ৩০২, দণ্ডবিধি] 28 / 34 28. কোনো মহাসড়কে রাতের বেলায় দস্যুতার অপরাধ করলে সর্বোচ্চ কত বছরের কারাদণ্ড হতে পারে? [জুডি. : ২০১২] যাবজ্জীবন ১৪ বছর ১০ বছর ৬ মাস সঠিক উত্তর : ১৪ বছর ; [ধারা : ৩৯২, দণ্ডবিধি] সঠিক উত্তর : ১৪ বছর ; [ধারা : ৩৯২, দণ্ডবিধি] 29 / 34 29. দেওয়ানি আদালতের ডিক্রি বা আদেশ প্রদানের কত সময়ের মধ্যে ডিক্রিজারি মামলা দায়ের করতে হয়? [জুডি. : ২০১২] ৩ বছর ৫ বছর ১০ বছর ১ বছর সঠিক উত্তর : ৩ বছর ; [অনুচ্ছেদ : ১৮২, তামাদি আইনের প্রথম তফসিল] সঠিক উত্তর : ৩ বছর ; [অনুচ্ছেদ : ১৮২, তামাদি আইনের প্রথম তফসিল] 30 / 34 30. সিভিল প্রসিডিউর কোডের ১৪৪ ধারার অধীন প্রত্যর্পণ বিষয়ে কোনো সিদ্ধান্ত হলে সেটি হবে একটি- [জুডি. : ২০১২] রায় ডিক্রি আদেশ রিভিউ সঠিক উত্তর : ডিক্রি ; [ধারা : ২(২), দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : ডিক্রি ; [ধারা : ২(২), দেওয়ানি কার্যবিধি] 31 / 34 31. একজন প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেটের, রাষ্ট্রদ্রোহিতা ব্যতীত, অন্য সকল অপরাধের দণ্ডাদেশের বিরুদ্ধে কোন আদালতে আপিল করতে হবে? [জুডি. : ২০১২] দায়রা আদালত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত হাইকোর্ট বিভাগ চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত সঠিক উত্তর : দায়রা আদালত ; [ধারা : ৪০৮, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : দায়রা আদালত ; [ধারা : ৪০৮, ফৌজদারি কার্যবিধি] 32 / 34 32. কোনো দেওয়ানি মামলা চলাকালীন উহার বাদী বা বিবাদী মারা গেলে তার মৃত্যুর কত দিনের মধ্যে তা ওয়ারিশদের স্থলাভিষিক্ত না করলে মামলা বাতিল হবে? [জুডি. : ২০১২] ৩০ দিন ৬০ দিন ৯০ দিন ১২০ দিন সঠিক উত্তর : ৯০ দিন ; [অনুচ্ছেদ : ১৭৬ ও ১৭৭, তামাদি আইনের প্রথম তফসিল] সঠিক উত্তর : ৯০ দিন ; [অনুচ্ছেদ : ১৭৬ ও ১৭৭, তামাদি আইনের প্রথম তফসিল] 33 / 34 33. জারির দরখাস্ত ডিক্রির কত দিন পর দায়ের করা হলে দায়িকের উপর অবশ্যই নোটিশ জারি করতে হবে? [জুডি. : ২০১২] ৬ মাস ৪ বছর ২ বছর ৩ বছর সঠিক উত্তর : ২ বছর ; [আদেশ ২১ : বিধি ২২, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : ২ বছর ; [আদেশ ২১ : বিধি ২২, দেওয়ানি কার্যবিধি] 34 / 34 34. যেক্ষেত্রে অপরাধের শাস্তি শুধুুই অর্থদণ্ড, সেক্ষেত্রে ১০০ টাকার অধিক অর্থদণ্ড প্রদানে ব্যর্থ হলে সর্বোচ্চ কত মেয়াদের জন্য বিনাশ্রম কারাদণ্ড দেয়া যাবে? [জুডি. : ২০১২] ২ মাস ৩ মাস ৪ মাস ৬ মাস সঠিক উত্তর : ৬ মাস ; [ধারা : ৬৭, দণ্ডবিধি] সঠিক উত্তর : ৬ মাস ; [ধারা : ৬৭, দণ্ডবিধি] Your score is Facebook 0% Restart quiz By Wordpress Quiz plugin