আইনকানুন একাডেমি

/56
80

Evidence Act [61-73B] - Advanced Exam

এখানে সাক্ষ্য আইনের ৬১-৭৩খ ধারাসমূহ নিয়ে অ্যাডভান্সড লেভেলের এমসিকিউ টেস্ট আছে। সংশ্লিষ্ট ধারাগুলো পড়ে নিয়ে এটি অনুশীলন করুন।

এখানে আপনার নাম ও ফোন নাম্বার লিখুন। ইমেইলটি লেখা বাধ্যতামূলক নয়; তবে, ইমেইল এড্রেস দিলে আপনার ইমেইলে বিস্তারিত ফলাফল চলে যাবে।

1 / 56

1. Comparison of physical or forensic evidence with others, admitted or proved - সাক্ষ্য আইনের কোন ধারার বিধান?

2 / 56

2. সাক্ষ্য আইনের ৬৭ ধারার শিরোনাম / বিষয়বস্তু হিসেবে নিচের কোনটি সঠিক?

3 / 56

3. নিম্নের কোনটি গৌণ সাক্ষ্য নহে? [বার : ২০১৩]

4 / 56

4. সাক্ষ্য আইনের ৬৩ ধারায় কয় ধরনের মাধ্যমিক সাক্ষ্যের কথা বলা আছে?

5 / 56

5. সাক্ষ্য আইনের ৬২ ধারার বিধান হিসেবে নিচের কোনটি সর্বাধিক সঠিক?

6 / 56

6. সাক্ষ্য আইনের কত ধারায় প্রাথমিক সাক্ষ্যের সংজ্ঞা দেওয়া হয়েছে?

7 / 56

7. কোনো জাবেদা নকল বা মামলার সার্টিফায়েড কপি কী ধরনের সাক্ষ্য?

8 / 56

8. দলিল যার বিরুদ্ধে প্রমাণ করতে চাওয়া হচ্ছে তার কাছেই যদি মূল দলিলটি থেকে থাকে এবং নোটিশ দেওয়া সত্ত্বেও তা সে দাখিল করছেনা, সেক্ষেত্রে কোনো দলিল প্রমাণের পদ্ধতি কী?

9 / 56

9. Primary evidence means the document itself produced for the inspection of the Court. এই বিধান সাক্ষ্য আইনের কত ধারায় বলা আছে?

10 / 56

10. Proof as to verification of digital signature - সাক্ষ্য আইনের কোন ধারার বিধান?

11 / 56

11. সকল ক্ষেত্রে দলিল প্রমাণ করার সাধারণ নিয়ম কোনটি?

12 / 56

12. মুক্তিযুদ্ধে শহীদ হওয়া একজন মুক্তিযোদ্ধার রক্তমাখা জামা ঢাকা যাদুঘরে সংরক্ষিত আছে। এক্ষেত্রে কোনো বিষয় প্রমাণে তা প্রাসঙ্গিক হলে এটি প্রমাণের পদ্ধতি কী?

13 / 56

13. সর্বসাধারণের জন্য সংরক্ষিত সরকারি দলিল কোনো প্রমাণে প্রাসঙ্গিক হলে সাক্ষ্য আইন অনুযায়ী তা প্রমাণের পদ্ধতি কী?

14 / 56

14. মূল দলিল হতে প্রস্তুত করা অথবা মূল দলিলের সাথে মিলিয়ে নেওয়া নকলসমূহ-

15 / 56

15. Proof of contents of documents - এটি সাক্ষ্য আইনের কত ধারার বিষয়বস্তু?

16 / 56

16. Proof where no attesting witness found এটি সাক্ষ্য আইনের কত ধারার বিষয়বস্তু?

17 / 56

17. ‘দলিল দাখিল করার নোটিশ সংক্রান্ত নিয়মাবলী’ - এটি সাক্ষ্য আইনের কত ধারার বিধান?

18 / 56

18. সুমন আদালতে এমন একটি দলিলের অস্তিত্বের কথা উপস্থাপন করলো যেই দলিলটি স্থানান্তরযোগ্য নয়। এরূপ অবস্থায় আদালত এটি কীভাবে প্রমাণ করার নির্দেশ দেবেন?

19 / 56

19. সাক্ষ্য আইনের ৬৫ ধারা অনুসারে কতটি ক্ষেত্রে কোনো দলিল মাধ্যমিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যেতে পারে?

20 / 56

20. Proof of execution of document required by law to be attested - এটি সাক্ষ্য আইনের কত ধারার শিরোনাম?

21 / 56

21. The Evidence Act, 1872 এর কত ধারায় “Comparison of Signature, writing or seal with others admitted or Proved”— সংক্রান্ত বিধানটি বর্ণিত আছে? [জুডি. : ২০১৯]

22 / 56

22. ‘মাধ্যমিক সাক্ষ্য’-এটি সাক্ষ্য আইনের কত ধারার শিরোনাম?

23 / 56

23. The Evidence Act, 1872 অনুযায়ী প্রাথমিক সাক্ষ্য (Primary Evidence) অর্থ ..... [বার : ২০২২]

24 / 56

24. সাক্ষ্য আইনের ৬১ ধারা অনুসারে The contents of ..... .... may be proved either by primary or by secondary evidence. শুণ্যস্থানে কী বসবে?

25 / 56

25. সাক্ষ্য আইনের ৬১ ধারা অনুসারে - The contents of documents may be proved either ................ ....... . - শুণ্যস্থানে কী বসবে?

26 / 56

26. প্রাথমিক সাক্ষ্য বলতে বুঝায় এমন দলিল যাহা পরিদর্শনের জন্য উপস্থাপন করা হয়েছে— [বার : ২০১৩]

27 / 56

27. Admissibility of Digital Records - সাক্ষ্য আইনের কোন ধারার বিষয়বস্তু?

28 / 56

28. ‘প্রাথমিক সাক্ষ্য দ্বারা দলিল প্রমাণ’- এটি সাক্ষ্য আইনের কত ধারার শিরোনাম?

29 / 56

29. নিচের কোনটি উৎকৃষ্ট বা উত্তম সাক্ষ্য?

30 / 56

30. Proof of document not required by law to be attested এটি সাক্ষ্য আইনের কত ধারার বিষয়বস্তু?

31 / 56

31. যে দলিলের প্রত্যয়ন আইনত আবশ্যকীয় নয়, সে দলিলের প্রত্যয়ন হয়ে থাকলে আদালতে উক্ত দলিলটির মর্যাদা বা স্ট্যাটাস কী হবে?

32 / 56

32. প্রাথমিক সাক্ষ্যের বিধান সাক্ষ্য আইনের কোন ধারায় উল্লেখ আছে? [বার : ২০১৭]

33 / 56

33. সুমন তার নিজের দলিলটি কোনোভাবে হারিয়ে বা বিনষ্ট করে থাকলে এটির প্রমাণের ক্ষেত্রে নিচে বর্ণিত কোন পদ্ধতি অবলম্বন করতে হবে?

34 / 56

34. যখন একটি দলিলের প্রত্যয়ন আইন অনুসারে প্রয়োজন নেই, তবুও যদি তা প্রত্যায়িত হয়ে থাকে, তবে সে ক্ষেত্রে উক্ত দলিল প্রমাণ করা যাবে-

35 / 56

35. একটি মূল দলিলের সাথে এর ফটেকপি না মিলিয়ে দেখলেও যদি প্রমাণিত হয়, যে জিনিস ফটোকপি হয়েছে তা মূল দলিল। তাহলে ঐ ফটোকপিটি ঐ মূল দলিলের বিষয়বস্তু সম্পর্কে -

36 / 56

36. নিম্নের কোন দলিলটি মাধ্যমিক সাক্ষ্য হিসেবে গণ্য হয়? [বার : ২০১৫]

37 / 56

37. Cases in which secondary evidence relating to documents may be given - এটি সাক্ষ্য আইনের কত ধারার বিধান?

38 / 56

38. দলিল যার বিরুদ্ধে প্রমাণ করতে চাওয়া হচ্ছে তার কাছেই যদি মূল দলিলটি থেকে থাকলে তাকে নোটিশ দেবার বিধান সাক্ষ্য আইনের কোন ধারায় বর্ণিত আছে?

39 / 56

39. মাধ্যমিক সাক্ষ্যের সংজ্ঞা ও প্রকার সাক্ষ্য আইনের কোন ধারায় বর্ণিত আছে?

40 / 56

40. বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের কোনো ব্যক্তিগত ডায়েরি কোনো যাদুঘরে সংরক্ষিত থাকলে এবং সেটি কোনো প্রমাণে প্রাসঙ্গিক হলে তা প্রমাণের পদ্ধতি কী হবে?

41 / 56

41. একটি দলিলের বিষয়বস্তু প্রমাণ করা যেতে পারে - [বার : ২০১৩]

42 / 56

42. কোনটি মূল দালিলিক সাক্ষ্য (Primary evidence)? [বার : ২০১২]

43 / 56

43. এক ব্যক্তির দখলে এমন কতগুলো প্লাকার্ড আছে বলে দেখানো হল, যার সবগুলো একটি মূল দলিল হতে একই সময়ে মুদ্রিত হয়েছে। প্লাকার্ডগুলির যে কোনো একটি অপরটির বিষয়বস্তু সম্পর্কে-

44 / 56

44. সাক্ষ্য আইনের ৬৪ ধারা অনুসারে ....... must be proved by primary evidence except in the cases hereinafter mentioned শুণ্যস্থানে কী বসবে?

45 / 56

45. সাক্ষ্য আইনের ৬৭ক ধারার শিরোনাম / বিষয়বস্তু হিসেবে নিচের কোনটি সঠিক?

46 / 56

46. সাক্ষ্য আইনের 65A ধারা অনুসারে The contents of digital records may be proved in accordance with the provisions of .... .... শুণ্যস্থানে কী বসবে?

47 / 56

47. কোন ক্ষেত্রে মাধ্যমিক সাক্ষ্য দেয়া যায় না? [বার : ২০২২]

48 / 56

48. সাক্ষ্য আইনের ৬৪ ধারা অনুসারে Documents must be proved by ....... except in the cases hereinafter mentioned শুণ্যস্থানে কী বসবে?

49 / 56

49. নিচে বর্ণিত কোন ক্ষেত্রে দলিল মাধ্যমিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যেতে পারে?

50 / 56

50. সাক্ষ্য আইনের ৬৫ ধারার বিষয়বস্তু হিসেবে নিচের কোনটি সঠিক?

51 / 56

51. আইনে যদি কোনো দলিল প্রত্যয়ন করার বিধান থাকে, তবে উহা প্রমাণে সাক্ষ্য আইনের কোন ধারা অনুসরণ করতে হবে? [জুডি. : ২০১২]

52 / 56

52. প্রত্যয়িত করার বাধ্যতা আছে এমন প্রত্যয়িত দলিল প্রমাণ করতে হলে অবশ্যই কার উপস্থিতি না থাকলে সেটি সাক্ষ্য হিসেবে ব্যবহার করা যাবে না?

53 / 56

53. দলিল সংক্রান্ত সাক্ষ্য কয় রকমভাবে প্রমাণ করা যেতে পারে?

54 / 56

54. দলিলের বিষয়বস্তু প্রমাণ করা যায়-

55 / 56

55. If the attesting witness denies or does not recollect the execution of the document, its execution may be proved by other evidence.- সাক্ষ্য আইনের এই বিধানটি কত ধারায় বলা আাছে?

56 / 56

56. Proof of signature and handwriting of person alleged to have signed or written document produced - এটি সাক্ষ্য আইনের কত ধারার বিধান?

Your score is

0%