আইনকানুন একাডেমি

/57
0

Evidence Act [61-73B] - Advanced Exam

এখানে সাক্ষ্য আইনের ৬১-৭৩খ ধারাসমূহ নিয়ে অ্যাডভান্সড লেভেলের এমসিকিউ টেস্ট আছে। সংশ্লিষ্ট ধারাগুলো পড়ে নিয়ে এটি অনুশীলন করুন।

এখানে আপনার নাম ও ফোন নাম্বার লিখুন। ইমেইলটি লেখা বাধ্যতামূলক নয়; তবে, ইমেইল এড্রেস দিলে আপনার ইমেইলে বিস্তারিত ফলাফল চলে যাবে।

1 / 57

1. কোনটি মূল দালিলিক সাক্ষ্য (Primary evidence)? [বার : ২০১২]

2 / 57

2. Proof where no attesting witness found এটি সাক্ষ্য আইনের কত ধারার বিষয়বস্তু?

3 / 57

3. কোন ক্ষেত্রে মাধ্যমিক সাক্ষ্য দেয়া যায় না? [বার : ২০২২]

4 / 57

4. সাক্ষ্য আইনের ৬১ ধারা অনুসারে - The contents of documents may be proved either ................ ....... . - শুণ্যস্থানে কী বসবে?

5 / 57

5. সাক্ষ্য আইনের ৬১ ধারা অনুসারে The contents of ..... .... may be proved either by primary or by secondary evidence. শুণ্যস্থানে কী বসবে?

6 / 57

6. একটি মূল দলিলের সাথে এর ফটেকপি না মিলিয়ে দেখলেও যদি প্রমাণিত হয়, যে জিনিস ফটোকপি হয়েছে তা মূল দলিল। তাহলে ঐ ফটোকপিটি ঐ মূল দলিলের বিষয়বস্তু সম্পর্কে -

7 / 57

7. নিচে বর্ণিত কোন ক্ষেত্রে দলিল মাধ্যমিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যেতে পারে?

8 / 57

8. দলিল সংক্রান্ত সাক্ষ্য কয় রকমভাবে প্রমাণ করা যেতে পারে?

9 / 57

9. সাক্ষ্য আইনের ৬৫ ধারা অনুসারে কতটি ক্ষেত্রে কোনো দলিল মাধ্যমিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যেতে পারে?

10 / 57

10. Proof as to verification of digital signature - সাক্ষ্য আইনের কোন ধারার বিধান?

11 / 57

11. সকল ক্ষেত্রে দলিল প্রমাণ করার সাধারণ নিয়ম কোনটি?

12 / 57

12. Proof of contents of documents - এটি সাক্ষ্য আইনের কত ধারার বিষয়বস্তু?

13 / 57

13. Proof of document not required by law to be attested এটি সাক্ষ্য আইনের কত ধারার বিষয়বস্তু?

14 / 57

14. আইনে যদি কোনো দলিল প্রত্যয়ন করার বিধান থাকে, তবে উহা প্রমাণে সাক্ষ্য আইনের কোন ধারা অনুসরণ করতে হবে? [জুডি. : ২০১২]

15 / 57

15. ‘দলিল দাখিল করার নোটিশ সংক্রান্ত নিয়মাবলী’ - এটি সাক্ষ্য আইনের কত ধারার বিধান?

16 / 57

16. The Evidence Act, 1872 এর কত ধারায় “Comparison of Signature, writing or seal with others admitted or Proved”— সংক্রান্ত বিধানটি বর্ণিত আছে? [জুডি. : ২০১৯]

17 / 57

17. সাক্ষ্য আইনের ৬৭ ধারার শিরোনাম / বিষয়বস্তু হিসেবে নিচের কোনটি সঠিক?

18 / 57

18. Admissibility of Digital Records - সাক্ষ্য আইনের কোন ধারার বিষয়বস্তু?

19 / 57

19. সর্বসাধারণের জন্য সংরক্ষিত সরকারি দলিল কোনো প্রমাণে প্রাসঙ্গিক হলে সাক্ষ্য আইন অনুযায়ী তা প্রমাণের পদ্ধতি কী?

20 / 57

20. সাক্ষ্য আইনের ৬৪ ধারা অনুসারে Documents must be proved by ....... except in the cases hereinafter mentioned শুণ্যস্থানে কী বসবে?

21 / 57

21. সাক্ষ্য আইনের ৬৫ ধারার বিষয়বস্তু হিসেবে নিচের কোনটি সঠিক?

22 / 57

22. Cases in which secondary evidence relating to documents may be given - এটি সাক্ষ্য আইনের কত ধারার বিধান?

23 / 57

23. সুমন আদালতে এমন একটি দলিলের অস্তিত্বের কথা উপস্থাপন করলো যেই দলিলটি স্থানান্তরযোগ্য নয়। এরূপ অবস্থায় আদালত এটি কীভাবে প্রমাণ করার নির্দেশ দেবেন?

24 / 57

24. নিম্নের কোনটি গৌণ সাক্ষ্য নহে? [বার : ২০১৩]

25 / 57

25. মাধ্যমিক সাক্ষ্যের সংজ্ঞা ও প্রকার সাক্ষ্য আইনের কোন ধারায় বর্ণিত আছে?

26 / 57

26. যে দলিলের প্রত্যয়ন আইনত আবশ্যকীয় নয়, সে দলিলের প্রত্যয়ন হয়ে থাকলে আদালতে উক্ত দলিলটির মর্যাদা বা স্ট্যাটাস কী হবে?

27 / 57

27. প্রাথমিক সাক্ষ্য বলতে বুঝায় এমন দলিল যাহা পরিদর্শনের জন্য উপস্থাপন করা হয়েছে— [বার : ২০১৩]

28 / 57

28. সাক্ষ্য আইনের ৬২ ধারার বিধান হিসেবে নিচের কোনটি সর্বাধিক সঠিক?

29 / 57

29. Proof of execution of document required by law to be attested - এটি সাক্ষ্য আইনের কত ধারার শিরোনাম?

30 / 57

30. ‘প্রাথমিক সাক্ষ্য দ্বারা দলিল প্রমাণ’- এটি সাক্ষ্য আইনের কত ধারার শিরোনাম?

31 / 57

31. If the attesting witness denies or does not recollect the execution of the document, its execution may be proved by other evidence.- সাক্ষ্য আইনের এই বিধানটি কত ধারায় বলা আাছে?

32 / 57

32. মুক্তিযুদ্ধে শহীদ হওয়া একজন মুক্তিযোদ্ধার রক্তমাখা জামা ঢাকা যাদুঘরে সংরক্ষিত আছে। এক্ষেত্রে কোনো বিষয় প্রমাণে তা প্রাসঙ্গিক হলে এটি প্রমাণের পদ্ধতি কী?

33 / 57

33. প্রাথমিক সাক্ষ্যের বিধান সাক্ষ্য আইনের কোন ধারায় উল্লেখ আছে? [বার : ২০১৭]

34 / 57

34. Primary evidence means the document itself produced for the inspection of the Court. এই বিধান সাক্ষ্য আইনের কত ধারায় বলা আছে?

35 / 57

35. সাক্ষ্য আইনের 65A ধারা অনুসারে The contents of digital records may be proved in accordance with the provisions of .... .... শুণ্যস্থানে কী বসবে?

36 / 57

36. দলিলের বিষয়বস্তু প্রমাণ করা যায়-

37 / 57

37. এক ব্যক্তির দখলে এমন কতগুলো প্লাকার্ড আছে বলে দেখানো হল, যার সবগুলো একটি মূল দলিল হতে একই সময়ে মুদ্রিত হয়েছে। প্লাকার্ডগুলির যে কোনো একটি অপরটির বিষয়বস্তু সম্পর্কে-

38 / 57

38. Comparison of physical or forensic evidence with others, admitted or proved - সাক্ষ্য আইনের কোন ধারার বিধান?

39 / 57

39. সাক্ষ্য আইনের ৬৪ ধারা অনুসারে ....... must be proved by primary evidence except in the cases hereinafter mentioned শুণ্যস্থানে কী বসবে?

40 / 57

40. নিম্নের কোন দলিলটি মাধ্যমিক সাক্ষ্য হিসেবে গণ্য হয়? [বার : ২০১৫]

41 / 57

41. Proof of signature and handwriting of person alleged to have signed or written document produced - এটি সাক্ষ্য আইনের কত ধারার বিধান?

42 / 57

42. কোনো জাবেদা নকল বা মামলার সার্টিফায়েড কপি কী ধরনের সাক্ষ্য?

43 / 57

43. মূল দলিল হতে প্রস্তুত করা অথবা মূল দলিলের সাথে মিলিয়ে নেওয়া নকলসমূহ-

44 / 57

44. সুমন তার নিজের দলিলটি কোনোভাবে হারিয়ে বা বিনষ্ট করে থাকলে এটির প্রমাণের ক্ষেত্রে নিচে বর্ণিত কোন পদ্ধতি অবলম্বন করতে হবে?

45 / 57

45. ‘মাধ্যমিক সাক্ষ্য’-এটি সাক্ষ্য আইনের কত ধারার শিরোনাম?

46 / 57

46. The Evidence Act, 1872 অনুযায়ী প্রাথমিক সাক্ষ্য (Primary Evidence) অর্থ ..... [বার : ২০২২]

47 / 57

47. বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের কোনো ব্যক্তিগত ডায়েরি কোনো যাদুঘরে সংরক্ষিত থাকলে এবং সেটি কোনো প্রমাণে প্রাসঙ্গিক হলে তা প্রমাণের পদ্ধতি কী হবে?

48 / 57

48. প্রত্যয়িত করার বাধ্যতা আছে এমন প্রত্যয়িত দলিল প্রমাণ করতে হলে অবশ্যই কার উপস্থিতি না থাকলে সেটি সাক্ষ্য হিসেবে ব্যবহার করা যাবে না?

49 / 57

49. সাক্ষ্য আইনের ৬৩ ধারায় কয় ধরনের মাধ্যমিক সাক্ষ্যের কথা বলা আছে?

50 / 57

50. যখন একটি দলিলের প্রত্যয়ন আইন অনুসারে প্রয়োজন নেই, তবুও যদি তা প্রত্যায়িত হয়ে থাকে, তবে সে ক্ষেত্রে উক্ত দলিল প্রমাণ করা যাবে-

51 / 57

51. নিচের কোনটি উৎকৃষ্ট বা উত্তম সাক্ষ্য?

52 / 57

52. দলিল যার বিরুদ্ধে প্রমাণ করতে চাওয়া হচ্ছে তার কাছেই যদি মূল দলিলটি থেকে থাকলে তাকে নোটিশ দেবার বিধান সাক্ষ্য আইনের কোন ধারায় বর্ণিত আছে?

53 / 57

53. সাক্ষ্য আইনের কত ধারায় প্রাথমিক সাক্ষ্যের সংজ্ঞা দেওয়া হয়েছে?

54 / 57

54. সাক্ষ্য আইনের ৬৭ক ধারার শিরোনাম / বিষয়বস্তু হিসেবে নিচের কোনটি সঠিক?

55 / 57

55. The Evidence Act, 1872 এর ধারা ৬৩ অনুযায়ী কোনটি Secondary Evidence নয়? [বার : ২০২৩]

56 / 57

56. একটি দলিলের বিষয়বস্তু প্রমাণ করা যেতে পারে - [বার : ২০১৩]

57 / 57

57. দলিল যার বিরুদ্ধে প্রমাণ করতে চাওয়া হচ্ছে তার কাছেই যদি মূল দলিলটি থেকে থাকে এবং নোটিশ দেওয়া সত্ত্বেও তা সে দাখিল করছেনা, সেক্ষেত্রে কোনো দলিল প্রমাণের পদ্ধতি কী?

Your score is

0%