আইনকানুন একাডেমি

/71
5

Evidence Act [17-31] - Advanced Exam

এখানে সাক্ষ্য আইনের ১৭-৩১ ধারাসমূহ নিয়ে অ্যাডভান্সড লেভেলের এমসিকিউ টেস্ট আছে। সংশ্লিষ্ট ধারাগুলো পড়ে নিয়ে এটি অনুশীলন করুন।

এখানে আপনার নাম ও ফোন নাম্বার লিখুন। ইমেইলটি লেখা বাধ্যতামূলক নয়; তবে, ইমেইল এড্রেস দিলে আপনার ইমেইলে বিস্তারিত ফলাফল চলে যাবে।

1 / 71

1. সাক্ষ্য আইন অনুসারে - Admissions are not conclusive proof of the matters admitted but they may operate as ...... under the provisions hereinafter contained. - শুণ্যস্থানে কী বসবে?

2 / 71

2. How much of information received from accused may be proved - এটি সাক্ষ্য আইনের কত ধারার বিধান?

3 / 71

3. কোনো একজন অভিযুক্ত ব্যক্তিকে ক্ষমতাবান কোনো ব্যক্তি উক্ত অভিযুক্তের পরিবারের আর্থিক সমস্যা সমাধানের প্রলোভন দিয়ে আদালতে কোনো দোষ স্বীকারোক্তি করায়। এক্ষেত্রে এই দোষ স্বীকারোক্তির পরিণতি হিসেবে নিচের কোনটি সঠিক?

4 / 71

4. সাক্ষ্য আইনে নিচে বর্ণিত কোন বিষয়ে সর্বশেষ সংশোধনীতে পরিবর্তন আনা হয়েছে?

5 / 71

5. সাক্ষ্য আইনের ২২ ধারামতে আদালতে দাখিলকৃত দলিলের সঠিকতা নিয়ে প্রশ্ন না ওঠা পর্যন্ত, উক্ত দলিলের অন্তর্ভূক্ত বিষয়ে .............. প্রাসঙ্গিক নয়।

6 / 71

6. Confession হলো-

7 / 71

7. Confession to police officer not to be proved - এটি সাক্ষ্য আইনের কত ধারার বিষয়বস্তু?

8 / 71

8. ‘ক’,‘খ’- কে হত্যার অভিযোগে পুলিশ কতৃর্ক গ্রেফতার হলে সে পুলিশের কাছে হত্যার কথা স্বীকার করে এবং তার দেওয়া তথ্যমতে পুলিশ হত্যায় ব্যবহৃত ছুরি উদ্ধার করে। ‘ক’-এর প্রদত্ত স্বীকারোক্তি-

9 / 71

9. যাদের কাছ থেকে একজন স্বার্থপ্রাপ্ত হয়েছেন কোনো মামলার বিষয়বস্তুতে, উক্ত স্বার্থপ্রদানকারী ব্যক্তিগণ স্বীকৃতি দিতে পারবেন - এটি সাক্ষ্য আইনের কোন ধারার বিষয়বস্তু?

10 / 71

10. ‘ক’-কতৃর্ক ‘খ’-এর নিকট বিক্রিত একটি ঘোড়া সুস্থ কি না এই প্রশ্নে, ‘ক’,‘খ’-কে বলল, ‘গ’-এর কাছে গিয়ে জিজ্ঞাসা কর, ‘গ’-এ সম্পর্কে সবকিছু জানে। ‘গ’ এর প্রদত্ত বিবৃতি-

11 / 71

11. স্বীকৃতি কী হিসেবে বিবেচিত হয়? [জুডি. : ২০২৩]

12 / 71

12. মোকদ্দমার কোনো পক্ষ তর্কিত কোন বিষয় সম্পর্কে তথ্য সংগ্রহের জন্য প্রকাশ্যভাবে যে সকল ব্যক্তির কথা উল্লেখ করে তাদের প্রদত্ত বিবৃতি-

13 / 71

13. আসামি পুলিশ হেফাজতে থাকা অবস্থায় প্রদত্ত স্বীকারোক্তি তার বিরুদ্ধে প্রমাণ করা যাবে না- এটি সাক্ষ্য আইনের কত ধারায় বলা আছে?

14 / 71

14. সাক্ষ্য আইনের ২২ক ধারা অনুসারে - Oral admissions as to the contents of digital records are not relevant, unless the ..... .... produced is in question. - শুণ্যস্থানে কী বসবে?

15 / 71

15. সাক্ষ্য আইনের ২৪ ও ২৮ ধারায় বর্ণিত বিধান প্রযোজ্য-

16 / 71

16. Proof of admissions, against persons making them, and by or on their behalf- এটি সাক্ষ্য আইনের কত ধারার বিষয়বস্তু?

17 / 71

17. An admission is a statement, oral or documentary or contained in digital record, which suggests any inference as to any fact in issue or relevant fact, and which is made by any of the persons.- এটি সাক্ষ্য আইনের কত ধারায় বলা আছে?

18 / 71

18. সাক্ষ্য আইনের দোষ স্বীকারোক্তি সংক্রান্ত ২৪ ধারাটির বিপরীত বিষয়বস্তু নিয়ে বর্ণিত ধারা সাক্ষ্য আইনে কোনটি?

19 / 71

19. The Evidence Act, 1872 অনুসারে স্বীকৃতি হলো স্বীকৃত বিষয় সম্পর্কে .....। [বার : ২০২৩]

20 / 71

20. সাক্ষ্য আইনের ১৭ ধারানুসারে স্বীকৃতি কোন কোন বিষয়ে গ্রহণযোগ্য?

21 / 71

21. `Admissions in civil cases when relevant’ - এটি সাক্ষ্য আইনের কত ধারার শিরোনাম?

22 / 71

22. স্বীকৃতি সম্পর্কে নিচের কোনটি সঠিক নয়?

23 / 71

23. ডিজিটাল রেকর্ডের খাঁটিত্ব নিয়ে মৌখিক সাক্ষ্য প্রাসঙ্গিক সাক্ষ্য আইনের -

24 / 71

24. সাক্ষ্য আইনের দোষ স্বীকারোক্তি বিষয়ের সাথে ফৌজদারি কার্যবিধির কোন ধারাটি সম্পর্কিত?

25 / 71

25. কোন স্বীকারোক্তি প্রদান করা হলে তা শুধুমাত্র .............. অজুহাতে অপ্রাসঙ্গিক হবেনা।

26 / 71

26. নিম্নের কোন বিষয়ে স্বীকৃতি প্রদান করা যায়?

27 / 71

27. মোকদ্দমার বিরুদ্ধ পক্ষ হিসেবে প্রতিষ্ঠাযোগ্য লোকের স্বীকৃতি সম্পর্কে সাক্ষ্য আইনের কোন ধারায় বলা আছে?

28 / 71

28. সাক্ষ্য আইন অনুসারে - Admissions are ....... of the matters admitted but they may operate as estoppels under the provisions hereinafter contained. - শুণ্যস্থানে কী বসবে?

29 / 71

29. দোষ স্বীকার কখন গ্রহণযোগ্য হয় না?

30 / 71

30. দোষ স্বীকারোক্তিমূলক বক্তব্য সাক্ষ্য হিসেবে উক্ত দোষ স্বীকারোক্তিকারক ছাড়াও আর কার বিরুদ্ধে ব্যবহার করা যায়?

31 / 71

31. কোনো একজন অভিযুক্ত ব্যক্তি কোনোরকম প্রলোভন, ভীতি বা প্রতিশ্রম্নতি ছাড়াই যখন স্বেচ্ছায় কোনো দোষ স্বীকারোক্তি করে তখন তা সাক্ষ্য আইনের কোন ধারামতে প্রাসঙ্গিক বলে গণ্য করা হয়?

32 / 71

32. মামলার বিষয়বস্তু নিয়ে পক্ষগণ বর্ণিত কোনো তথ্য বা বিবরণ—সংশ্লিষ্ট লোকের স্বীকৃতি বৈধ - এটি সাক্ষ্য আইনের কোন ধারায় বর্ণিত আছে?

33 / 71

33. মামলার বিষয়বস্তুতে স্বার্থ রয়েছে এমন ব্যক্তিগণ স্বীকৃতি দিতে পারবেন- এটি সাক্ষ্য আইনের কোন ধারার বিধান?

34 / 71

34. নিম্নের কোন ক্ষেত্রে কোনো দলিলের অন্তভূর্ক্ত বিষয় সম্পর্কে মৌখিক সাক্ষ্য প্রদান প্রাসঙ্গিক হয়?

35 / 71

35. পুলিশ অফিসারের নিকট প্রদত্ত দোষ স্বীকারোক্তি The Evidence Act, 1872 এর কত ধারা অনুযায়ী গ্রহণযোগ্য নয়? [বার : ২০২২]

36 / 71

36. একজন আসামির দোষ স্বীকারোক্তি শুধুই তার বিরুদ্ধে কার্যকর হবে - The Evidence Act, 1872 এর কোন ধারায় এই নীতির বাতিক্রম আছে? [বার : ২০২২]

37 / 71

37. সাক্ষ্য আইনের ২৫ ধারার শিরোনাম হিসেবে নিচের কোনটি সঠিক?

38 / 71

38. সাক্ষ্য আইনের ২৭ ধারায় কোন বিষয়ে বর্ণিত আছে? [বার : ২০১৭]

39 / 71

39. Confession made after removal of impression caused by inducement, threat or promise, relevant — এটি সাক্ষ্য আইনের কোন ধারার বিষয়বস্তু?

40 / 71

40. সাক্ষ্য আইনে দোষ স্বীকারোক্তি কত ধারার বিষয়বস্তু?

41 / 71

41. সাক্ষ্য আইনের ২৪ ধারায় বর্ণিত বিধান প্রযোজ্য-

42 / 71

42. স্বীকৃতির সংজ্ঞায় ২০২২ সালের সাক্ষ্য আইনের সংশোধনীতে নিচের কোন বিষয়টি যুক্ত করা হয়েছে?

43 / 71

43. দোষ স্বীকার কার কাছে করা যায়?

44 / 71

44. সাক্ষ্য আইনের দোষ স্বীকারোক্তি বিষয়ের সাথে ফৌজদারি কার্যবিধির কোন ধারাটি সম্পর্কিত?

45 / 71

45. সাক্ষ্য আইনের ২২ক ধারার বিষয়বস্তু হিসেবে নিচের কোনটি সঠিক?

46 / 71

46. দলিলের বিষয়বস্তুর প্রাসঙ্গিকতা বিষয়ে নিচের কোন বিষয়টি সঠিক?

47 / 71

47. সাক্ষ্য আইন অনুসারে নিচে বর্ণিত কোন ধরণের লোকের বক্তব্য স্বীকৃতি হিসেবে গণ্য হতে পারে?

48 / 71

48. সাক্ষ্য আইনের ১৭ ধারার বিষয়বস্তু হিসেবে নিচের কোনটি সঠিক?

49 / 71

49. স্বীকৃতি কোন ভাবে দেওয়া যেতে পারে?

50 / 71

50. সাক্ষ্য আইনের ১৮ ধারার প্রধান বিষয়বস্তু হিসেবে নিচের কোনটি সঠিক?

51 / 71

51. Consideration of proved confession affecting person making it and others jointly under trial for same offence - এটি সাক্ষ্য আইনের কত ধারার শিরোনাম?

52 / 71

52. সাক্ষ্য আইনের ২২ ধারা অনুসারে Oral admissions as to the contents of a document are not relevant, unless ....... the produced is in question- শুণ্যস্থানে কী বসবে?

53 / 71

53. কোনো ব্যক্তি পুলিশের কাছে স্বীকারোক্তি করলো এবং তদনুযায়ী কিছু আলামত উদ্ধার করা হলো। এরূপ পরিস্থিতিতে নিচের কোন বাক্যটি সঠিক?

54 / 71

54. সাক্ষ্য আইনের ১৭ ধারানুসারে — An admission is a statement, oral or documentary or contained ....... .

55 / 71

55. The Evidence Act, 1872 এ admission সম্পর্কে বলা হয়েছে .... ধারায়। [বার : ২০২০]

56 / 71

56. Admissions not conclusive proof, but may be estop - এটি সাক্ষ্য আইনের কত ধারার বিষয়বস্তু?

57 / 71

57. আসামি নিজে থানায় গিয়ে দোষ স্বীকার করলে পুলিশ তা লিপিবদ্ধ করে। এই বিবৃতি সাক্ষ্য হিসেবে-

58 / 71

58. পুলিশের নিকট আসামির স্বীকারোক্তি কোন ক্ষেত্রে সাক্ষ্য হিসেবে আদালতে গ্রহণযোগ্য হবে? [বার : ২০১২]

59 / 71

59. দলিলে অন্তর্ভূক্ত বিষয় সম্পর্কে মৌখিক স্বীকৃতি প্রাসঙ্গিক হতে পারে - এই বিধানটি সাক্ষ্য আইনের কত ধারার বিষয়বস্তু?

60 / 71

60. নিচে বর্ণিত কোন ধরনের ব্যক্তির বক্তব্য স্বীকৃতি হিসেবে গণ্য হতে পারে?

61 / 71

61. নিচে বর্ণিত কোন ক্ষেত্রে তৃতীয় একজন ব্যক্তির সাক্ষ্য স্বীকৃতি হিসেবে গ্রহণ করা যেতে পারে?

62 / 71

62. একজন আসামির দোষ স্বীকারোক্তি উক্ত আসামি ছাড়াও ......... বিরুদ্ধেও দোষ স্বীকার বলে বিবেচনা করা যায়

63 / 71

63. সাক্ষ্য আইনের ২১ ধারার বিষয়বস্তু হিসেবে নিচের কোনটি সঠিক?

64 / 71

64. পুলিশ অফিসারের কাছে দেয় স্বীকারোক্তি প্রমাণ করা যায় না এটি সাক্ষ্য আইনের কোন ধারার বিষয়বস্তু?

65 / 71

65. দোষ স্বীকার কখন গ্রহণযোগ্য হয় না?

66 / 71

66. The Evidence Act, 1872 এর ২৪ ধারা অনুযায়ী ‘Confession caused by ______ is irrelevant in criminal proceeding.’ [বার : ২০২০]

67 / 71

67. The Evidence Act, 1872 এর ধারা ২৮ অনুযায়ী প্রতিশ্রম্নতি, ভীতি ও প্রলোভনজনিত ধারণা অপসারণের পর প্রদত্ত স্বীকারোক্তি ...... । [বার : ২০২৩]

68 / 71

68. স্বীকৃতির সংজ্ঞা সাক্ষ্য আইনের কত ধারার বিষয়বস্তু?

69 / 71

69. মাতাল অবস্থায় থাকার কারণে কেউ কোনো দোষ স্বীকারোক্তি করেছে - এই অজুহাতে কোনো স্বীকারোক্তি অপ্রাসঙ্গিক হবে না - এটি সাক্ষ্য আইনের কত ধারায় বলা আছে?

70 / 71

70. দলিলের বিষয়বস্তুর প্রাসঙ্গিকতা বিষয়ে নিচের কোন বিষয়টি সঠিক নয়?

71 / 71

71. স্বীকৃতি সম্পর্কে নিচের কোন বাক্যটি সঠিক?

Your score is

0%