আইনকানুন একাডেমি

/67
70

Evidence Act [146-167] - Advanced Exam

এখানে সাক্ষ্য আইনের ১৪৫-১৬৭ ধারাসমূহ নিয়ে অ্যাডভান্সড লেভেলের এমসিকিউ টেস্ট আছে। সংশ্লিষ্ট ধারাগুলো পড়ে নিয়ে এটি অনুশীলন করুন।

এখানে আপনার নাম ও ফোন নাম্বার লিখুন। ইমেইলটি লেখা বাধ্যতামূলক নয়; তবে, ইমেইল এড্রেস দিলে আপনার ইমেইলে বিস্তারিত ফলাফল চলে যাবে।

1 / 67

1. সাক্ষ্য আইনের কত ধারা অনুযায়ী সাক্ষী তার স্মৃতি পুনরুজ্জীবিত করার জন্য কোনো কিছু দেখে নিতে পারে?

2 / 67

2. Right of adverse party as to writing used to refresh memory - সাক্ষ্য আইনের কোন ধারার বিধান?

3 / 67

3. কানো ধর্ষণ বা ধর্ষণচেষ্টা মামলার অভিযোগকারীর বিশ্বাসযোগ্যতা নিয়ে অনিশ্চয়তা তৈরি করতে কখন তার পূর্ববর্তী যৌন আচরণ বিষয়ে প্রশ্ন করা সম্পর্কে নিচের কোন বাক্যটি সঠিক?

4 / 67

4. সাক্ষ্য আইনের ১৬৫ ধারায় আদালতকে নিচে বর্ণিত কোন ক্ষমতাটি দেওয়া হয়েছে?

5 / 67

5. সাক্ষ্য আইনের ১৪৬ ধারার দফা ৩ অনুসারে চরিত্রের প্রতি আঘাত করে বিশ্বাসযোগ্যতা সম্পর্কে অনিশ্চয়তা তৈরি করা যায় না নিচের কোন ধরণের ব্যক্তির ক্ষেত্রে?

6 / 67

6. অপমান অথবা বিরক্ত করার জন্য উদ্দেশ্যমূলক প্রশ্ন করা থেকে বিরত রাখা আদালতের জন্য করণীয় হিসেবে -

7 / 67

7. সাক্ষ্য আইনের সবশেষ আনীত সংশোধনীতে সাক্ষ্য আইনের ১৫৫(৪) ধারাটি বাতিলের প্রতিক্রিয়ায় কোন ধারাটিতে শর্তসমূহ যুক্ত করা হয়েছে?

8 / 67

8. নিম্নোক্ত কোন প্রশ্নটি জেরায় আইনসম্মত নয়?

9 / 67

9. সাক্ষ্য আইনের কোন ধারামতে মামলার পক্ষ তার নিজের সাক্ষীকে জেরা করতে পারে? [বার : ২০১৭]

10 / 67

10. সাক্ষ্য আইনের ১৬৫ ধারার বিষয়বস্তু হিসেবে নিচের কোনটি সঠিক?

11 / 67

11. সাক্ষ্য আইনের ১৫২ ধারামতে - The Court ....... any question which appears to it to be intended to insult or annoy - শুণ্যস্থানে কী বসবে?

12 / 67

12. Improper admission or rejection of evidence -এর ফলাফল সম্পর্কে সাক্ষ্য আইনের কোন ধারায় বিধান বর্ণিত রয়েছে?

13 / 67

13. Impeaching credit of witness - সাক্ষ্য আইনের কোন ধারার বিধান?

14 / 67

14. When witness to be compelled to answer- এটি সাক্ষ্য আইনের কত ধারার বিধান?

15 / 67

15. No new trial for improper admission or rejection of evidence- সাক্ষ্য আইনের কোন ধারার বিধান?

16 / 67

16. The Evidence Act, 1872 এর ১৪৬ ধারার বিধান মতে জেরায় কোন ধরনের প্রশ্নের মাধ্যমে সাক্ষীর বিশ্বাসযোগ্যতা বিনষ্ট করা যায়? [বার : ২০২০]

17 / 67

17. স্মৃতি পুনরুজ্জীবনে ব্যবহৃত কোনো লেখা সম্পর্কে বিরুদ্ধ পক্ষের অধিকার সম্পর্কে নিচের কোনটি সঠিক নয়?

18 / 67

18. যুক্তিসঙ্গত কারণ ছাড়া প্রশ্ন করা হলে আদালত একজন আইনজীবী সম্পর্কে-

19 / 67

19. সাক্ষ্য আইনের ১৬৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে কোনো ম্যাজিস্ট্রেট বা জজ যখন কোনো প্রশ্ন সাক্ষীকে জিজ্ঞাসা করেন তখন সাক্ষ্য আইনের কোন ধারার নীতি সাপেক্ষে প্রশ্ন করতে হয়?

20 / 67

20. Exclusion of evidence to contradict answers to questions testing veracity - সাক্ষ্য আইনের কোন ধারার বিধান?

21 / 67

21. The Evidence Act, 1872 এর কোন ধারায় প্রদত্ত ক্ষমতাবলে বিচারক সাক্ষীকে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করতে পারেন? [বার : ২০২০]

22 / 67

22. Question by party to his own witness— এটি সাক্ষ্য আইনে কোন ধারার বিধান?

23 / 67

23. যুক্তিসঙ্গত কারণ ছাড়া কোনো সাক্ষীকে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করা যাবে না - এই বিধান সাক্ষ্য আইনের কোন ধারায় বর্ণিত আছে?

24 / 67

24. সাক্ষ্য আইনের ১৫০ ধারা মোতাবেক একজন আইনজীবীর বিরুদ্ধে আদালত কার নিকট রিপোর্ট দিতে পারেন?

25 / 67

25. নোটিশ দেওয়া সত্ত্বেও কোনো দলিল হাজির না করলে তা সাক্ষ্য হিসেবে উক্ত পক্ষ আর ব্যবহার করতে পারবে না - এটি সাক্ষ্য আইনের কোন ধারার বিধান?

26 / 67

26. সাক্ষ্য আইনের ১৫৫ ধারাটিতে আনীত সংশোধনীর উদ্দেশ্য হিসেবে নিচের কোনটি সঠিক?

27 / 67

27. The Evidence Act, 1872 এর কোন ধারা মতে অশালীন ও কুৎসাজনক প্রশ্ন করা যায় না? [জুডি. : ২০১৫]

28 / 67

28. The Evidence Act, 1872 এর কোন ধারা বৈরী সাক্ষী সম্পর্কিত? [বার : ২০২২]

29 / 67

29. সাক্ষ্য আইনের ১৫১ ধারামতে - The Court ...... any questions or inquiries which it regards as indecent or scandalous - শুণ্যস্থানে কী বসবে?

30 / 67

30. আদালত নিচের কোন কারণে একজন আইনজীবী সম্পর্কে সংশ্লিষ্ট নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের নিকট রিপোর্ট দিতে পারেন?

31 / 67

31. সাক্ষ্য আইনের ১৪৬ ধারাটিতে আনীত সংশোধনীর উদ্দেশ্য হিসেবে নিচের কোনটি সঠিক?

32 / 67

32. সাক্ষ্য আইন অনুসারে প্রাসঙ্গিক বিষয়ে corroborative evidence সংগ্রহের উদ্দেশ্যে প্রশ্ন করা যায় কোন ধারাবলে?

33 / 67

33. স্মৃতি পুনরুজ্জীবনে ব্যবহৃত কোনো লেখা সম্পর্কে বিরুদ্ধ পক্ষের অধিকার সম্পর্কে নিচের কোনটি সঠিক?

34 / 67

34. সাক্ষ্য আইনের ১৪৭ ধারামতে সাক্ষীকে উত্তর দিতে বাধ্য করার ব্যাপারে সাক্ষ্য আইনের কোন ধারার বিধানসমূহ প্রযোজ্য হয়ে থাকে?

35 / 67

35. সাক্ষ্য আইনের সর্বশেষ সংশোধনীতে ১৫৫ ধারার কোন উপধারাটি বাতিল করা হয়েছে?

36 / 67

36. The Evidence Act, 1872 এর কোন ধারানুযায়ী একজন সাক্ষী নিজের লিখিত তথ্য দেখে আদালতে জবানবন্দি দিতে পারবেন? [জুডি. : ২০২২]

37 / 67

37. নোটিশ দেওয়া সত্ত্বেও কোনো দলিল হাজির না করলে তা সাক্ষ্য হিসেবে ব্যবহার করার সুযোগ কীভাবে হতে পারে?

38 / 67

38. The Evidence Act, 1872 এর কোন ধারাটি জেরার ‘আইনসঙ্গত প্রশ্ন’ সম্পর্কিত? [বার : ২০২২]

39 / 67

39. আপনার নিজস্ব সাক্ষী যদি আপনার মামলার বিপক্ষে কথা বলে তাহলে আপনার করণীয় হিসেবে আপনি কোনটি করবেন?

40 / 67

40. The Evidence Act, 1872 এর ১৪৬ ধারার বিধান মতে জেরায় কোন ধরনের প্রশ্নের মাধ্যমে সাক্ষীর বিশ্বাসযোগ্যতা বিনষ্ট করা যায়? [বার : ২০২০]

41 / 67

41. Questions intended to insult or annoy- সম্পর্কে জেরা করার বিধান বিষয়ে সাক্ষ্য আইনের কত ধারায় বিধান রয়েছে?

42 / 67

42. Judge’s power to put questions or order production- সাক্ষ্য আইনের কোন ধারার বিধান?

43 / 67

43. চলমান মোকদ্দমার সাক্ষ্য সমর্থনের জন্য পূর্ববর্তী সাক্ষ্য প্রমাণ করার বিধান সাক্ষ্য আইনের কোন ধারার বিষয়বস্তু?

44 / 67

44. সাক্ষ্য আইনের ৩২ ও ৩৩ ধারা মোতাবেক কোনো বিবৃতি প্রমাণের প্রতিবাদ বা সমর্থন সংক্রান্তে করণীয় প্রসঙ্গে সাক্ষ্য আইনের কোন ধারায় বর্ণনা করা আছে?

45 / 67

45. কোনো ধর্ষণ বা ধর্ষণচেষ্টা মামলার অভিযোগকারীর বিশ্বাসযোগ্যতা নিয়ে অনিশ্চয়তা তৈরি করতে চাইলে নিচে বর্ণিত কোন ধরণের প্রশ্ন করা থেকে বারিত করা হয়েছে?

46 / 67

46. একটি প্রাসঙ্গিক ঘটনা সমর্থনের উদ্দেশ্যে উদ্দেশ্যমূলক প্রশ্ন করা যেতে পারে সাক্ষ্য আইনের কত ধারা অনুযায়ী?

47 / 67

47. সাক্ষ্য আইনের ১৫৯ ধারানুসারে - ....... may refresh his memory by reference to professional treatises. - শুণ্যস্থানে কী বসবে?

48 / 67

48. সাক্ষীর বিশ্বাসযোগ্যতা সম্পর্কে অভিযোগ আনয়ন করা যায় সাক্ষ্য আইনের কোন ধারাবলে?

49 / 67

49. কোনো সাক্ষীকে প্রশ্ন করা এবং উত্তর দিতে বাধ্য করার ব্যাপারে সিদ্ধান্ত দেবার ক্ষমতা কার?

50 / 67

50. সাক্ষ্য আইনের ১৫৯ ধারার বিষয়বস্তু হিসেবে নিচের কোনটি সঠিক?

51 / 67

51. স্মৃতি পুনরুজ্জীবন করার সময় একজন সাক্ষী নিচের কোনটি দেখে নিতে পারেন?

52 / 67

52. নিম্নোক্ত কোন প্রশ্নটি জেরায় আইনসম্মত নয়?

53 / 67

53. সাক্ষ্য আইনের কোন ধারা মোতাবেক একজন আইনজীবীর বিরুদ্ধে আদালত সংশ্লিষ্ট নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের নিকট রিপোর্ট দিতে পারেন?

54 / 67

54. সাক্ষ্য আইন অনুসারে An expert may refresh his memory by reference to professional treatises. - বিধানটি কোন ধারার বিষয়বস্তু?

55 / 67

55. সাক্ষ্য আইনের সর্বশেষ সংশোধনীতে ১৫৫ ধারার কোন বিষয়বস্তুটি বাতিল করা হয়েছে?

56 / 67

56. কোনো রাষ্ট্রীয় গোপণ দলিল অনুবাদের প্রয়োজন হলে দায়িত্বপ্রাপ্ত অনুবাদক যদি উক্ত দলিলের গোপণীয়তা প্রকাশ করে তাহলে দণ্ডবিধির কোন ধারায় দণ্ডিত হবে?

57 / 67

57. Questions lawful in cross-examination- এ প্রসঙ্গে সাক্ষ্য আইনের কোন ধারায় বিধান রয়েছে?

58 / 67

58. সাক্ষ্য আইনের ১৬৭ ধারার বিষয়বস্তু হিসেবে নিচের কোনটি সঠিক?

59 / 67

59. Indecent and scandalous questions- সম্পর্কে জেরা করার বিধান বিষয়ে সাক্ষ্য আইনের কোন ধারায় বিধান রয়েছে?

60 / 67

60. নিম্নের কোন ক্ষেত্রে সাক্ষী উত্তর প্রদানে বাধ্য? [বার : ২০২০]

61 / 67

61. স্মৃতি পুনরুজ্জীবনে ব্যবহৃত কোনো লেখা সম্পর্কে বিরুদ্ধ পক্ষের অধিকার সম্পর্কে সাক্ষ্য আইনের কোন ধারায় বর্ণনা আছে?

62 / 67

62. সাক্ষীকে প্রশ্ন করার ক্ষেত্রে আদালত কোন ধারাবলে এমনকি কোনো অপ্রাসঙ্গিক [irrelevant] প্রশ্নও জিজ্ঞাসা করতে পারেন?

63 / 67

63. নিজ সাক্ষীকে জেরা করাকে সাক্ষ্য আইনে কি বলে?

64 / 67

64. নোটিশ দেওয়া সত্ত্বেও কোনো দলিল হাজির না করলে পরবর্তীতে তা সাক্ষ্য হিসেবে ব্যবহার করার সুযোগ সম্পর্কে সাক্ষ্য আইনের সাধারণ নীতি কী?

65 / 67

65. Court to decide when question shall be asked and when witness compelled to answer- এটি সাক্ষ্য আইনের কত ধারার বিধান?

66 / 67

66. সাক্ষীর বিশ্বাসযোগ্যতা সম্পর্কে কে অভিযোগ তুলতে পারে?

67 / 67

67. সাক্ষ্য আইনের ১৫৫ ধারানুসারে সাক্ষীর বিশ্বাসযোগ্যতা সম্পর্কে অভিযোগ আনয়ন করা যায় কয়টি উপায়ে?

Your score is

0%