আইনকানুন একাডেমি

/55
1

Evidence Act [135-145] - Advanced Exam

এখানে সাক্ষ্য আইনের ১৩৫-১৪৫ ধারাসমূহ নিয়ে অ্যাডভান্সড লেভেলের এমসিকিউ টেস্ট আছে। সংশ্লিষ্ট ধারাগুলো পড়ে নিয়ে এটি অনুশীলন করুন।

এখানে আপনার নাম ও ফোন নাম্বার লিখুন। ইমেইলটি লেখা বাধ্যতামূলক নয়; তবে, ইমেইল এড্রেস দিলে আপনার ইমেইলে বিস্তারিত ফলাফল চলে যাবে।

1 / 55

1. সাক্ষ্য আইনের ১৩৭ ধারানুসারে - The re-examination shall be directed to the explanation of matters referred to in ...... - শুণ্যস্থানে কী বসবে?

2 / 55

2. ‘ইঙ্গিতবাহী প্রশ্ন’ করা যায় ..... এর ক্ষেত্রে। [বার : ২০২০]

3 / 55

3. যে পক্ষ সাক্ষীকে হাজির করে, তার প্রতিপক্ষের আইনজীবী প্রশ্ন করলে তাকে কি বলে?

4 / 55

4. নিম্নে সাক্ষ্য গ্রহণের কোন ক্রমটি সঠিক? [বার : ২০১৭]

5 / 55

5. সাক্ষ্য আইনের ১৪১ ধারার বিষয়বস্তু হিসেবে নিচের কোনটি সঠিক?

6 / 55

6. সাক্ষ্যের গ্রহণযোগ্যতা কে নির্ধারণ করেন?

7 / 55

7. নিচের কোন বিষয়ে নিজের সাক্ষীকে ইঙ্গিতপূর্ণ প্রশ্ন করা যায়?

8 / 55

8. The Evidence Act, 1872 এর ধারা ১৪৫ অনুসারে একজন সাক্ষীকে পূর্ববর্তী লিখিত বিবৃতি সম্পর্কে জেরার উদ্দেশ্য হলো এর ....... । [বার : ২০২৩]

9 / 55

9. পুনঃজবানবন্দির সংজ্ঞা সাক্ষ্য আইনের কত ধারার বিষয়বস্তু?

10 / 55

10. সাক্ষ্য আইনের ১৪০ ধারার শিরোনাম হিসেবে নিচের কোনটি সঠিক?

11 / 55

11. সাক্ষ্য আইনের ১৩৭ ধারানুসারে - The examination of a witness, subsequent to the ..... by the party who called him, shall be called his re-examination.- শুণ্যস্থানে কী বসবে?

12 / 55

12. নিম্নের কোন বিষয়ে নিজের সাক্ষীকে ইঙ্গিতপূর্ণ প্রশ্ন করা যায়? [জুডি. : ২০১২]

13 / 55

13. জেরাকৃত সাক্ষীর স্মৃতি পুনরুজ্জীবীত করা সাক্ষ্য আইনের কোন ধারার বিষয়বস্তু?

14 / 55

14. নিচের কোন শব্দটি সাক্ষ্য আইনে ব্যবহৃত হয়নি?

15 / 55

15. অধিকতর জেরার উদ্দেশ্য কী?

16 / 55

16. জেরাকৃত সাক্ষীর স্মৃতি পুনরুজ্জীবীত কে করেন?

17 / 55

17. ইঙ্গিতবাহী প্রশ্ন [Leading Question] বলতে নিম্নের কোনটিকে বুঝাবে? [জুডি. : ২০১৩]

18 / 55

18. জেরা শেষ হওয়ার পর যদি সাক্ষীকে নিজের পক্ষের আইনজীবী কিছু জিজ্ঞেস করে তবে তাকে কি বলে?

19 / 55

19. কোনো সাক্ষীকে জেরা করার উদ্দেশ্য হচ্ছে- [বার : ২০১২]

20 / 55

20. পুনঃজবানবন্দি গ্রহণের সময় ইঙ্গিতপূর্ণ প্রশ্ন করার জন্য কার অনুমতিসাপেক্ষে করতে হয়?

21 / 55

21. জেরার সময় ইঙ্গিতপূর্ণ প্রশ্ন করার বৈধতা সাক্ষ্য আইনের কোন ধারায় দেওয়া আছে?

22 / 55

22. Judge to decide as to admissibility of evidence- এটি সাক্ষ্য আইনের কত ধারার বিধান?

23 / 55

23. পূর্ববর্তী লিখিত বিবৃতি সম্পর্কে জেরা করে বৈপরীত্য দেখিয়ে মামলা প্রমাণের চেষ্টা করলে বিবৃতিটি জেরাকৃত সাক্ষীকে দেখানো -

24 / 55

24. Evidence as to matters in writing- এটি সাক্ষ্য আইনের কত ধারার শিরোনাম?

25 / 55

25. পূর্ববর্তী লিখিত বিবৃতি সম্পর্কে জেরা করে বৈপরীত্য দেখিয়ে মামলা প্রমাণের চেষ্টা করলে কি ধরণের বাধ্যতা রয়েছে?

26 / 55

26. কোনো দলিল দাখিলের জন্য আহুত লোক সম্পর্কে নিচের কোনটি সঠিক?

27 / 55

27. Witnesses to character সাক্ষ্য আইনের কোন ধারার বিষয়বস্তু?

28 / 55

28. দলিল দাখিল করার জন্য আহুত লোকের জেরা সংশ্লিষ্ট ধারা সাক্ষ্য আইনে কোনটি?

29 / 55

29. সাক্ষ্য আইনে একজন সাক্ষীকে অধিকতর জেরা করা যায়- [বার : ২০১৫]

30 / 55

30. সাক্ষ্য আইনের ১৪৫ ধারামতে পূর্ববর্তী লিখিত বিবৃতি সম্পর্কে .... করা যেতে পারে।

31 / 55

31. আদালতে মামলার একটি পক্ষ নিজের সাক্ষীকে কোন বিষয়ে ইঙ্গিতপূর্ণ প্রশ্ন [Leading question] করতে পারে? [বার : ২০১২]

32 / 55

32. জবানবন্দি অথবা পুনঃজবানবন্দির সময় ইঙ্গিতপূর্ণ প্রশ্ন -

33 / 55

33. Evidence Act — এর কোন ধারায় একজন সাক্ষীকে re-examine করা যায়? [জুডি. : ২০০৮]

34 / 55

34. জেরার সংজ্ঞা সাক্ষ্য আইনের কত ধারার বিষয়বস্তু?

35 / 55

35. একজন সাক্ষীকে আইনগতভাবে ইঙ্গিতবাহী প্রশ্ন করা যেতে পারে- [বার : ২০১৫]

36 / 55

36. সাক্ষ্য আইন মোতাবেক দলিল দাখিল করার জন্য আহুত লোককে -

37 / 55

37. সাক্ষ্য আইনের ১৩৭ ধারানুসারে - The examination of a witness by the ... .... shall be called his cross-examination. - শুণ্যস্থানে কী বসবে?

38 / 55

38. নিচের কোন বিষয়ে নিজের সাক্ষীকে ইঙ্গিতপূর্ণ প্রশ্ন করা যায়?

39 / 55

39. কোন বিষয়ে আদালত ইঙ্গিতবাহী প্রশ্ন জিজ্ঞাসা করার অনুমতি দিতে পারেন? [বার : ২০২০]

40 / 55

40. সাক্ষ্য আইন অনুসারে জেরায় শুধুই -

41 / 55

41. পূর্ববর্তী লিখিত বিবৃতি সম্পর্কে জেরা করার শর্ত কি?

42 / 55

42. সাক্ষ্য আইনের ১৩৭ ধারানুসারে - The examination of a witness by the party who calls him shall be called his...... . - শুণ্যস্থানে কী বসবে?

43 / 55

43. আদালতের অনুমতি ব্যতীত কখন ইঙ্গিতবাহী প্রশ্ন করা যাবে না? [জুডি. : ২০২১]

44 / 55

44. সাক্ষ্য আইন অনুসারে - Any question suggesting the answer which the person putting it wishes or expects to receive is called a ...... . - শুণ্যস্থানে কী বসবে?

45 / 55

45. জবানবন্দি গ্রহণের সময় ইঙ্গিতপূর্ণ প্রশ্ন করার জন্য কার অনুমতিসাপেক্ষে করতে হয়?

46 / 55

46. কোনো সাক্ষ্য গ্রহণ করার ক্রম যদি আইনে নির্দিষ্ট করে বলা না থাকলে এর ক্রম আদালত কোন ধরনের ক্ষমতা প্রয়োগ করে নির্ধারণ করে থাকেন?

47 / 55

47. জবানবন্দির সংজ্ঞা সাক্ষ্য আইনের কত ধারার বিষয়বস্তু?

48 / 55

48. আসামির লিখিত বিবৃতি দেওয়া থাকলে সে সম্পর্কে সাক্ষ্য আইনের কত ধারা অনুযায়ী জেরা করা যাবে?

49 / 55

49. কোনো দলিল দাখিলের জন্য আহুত লোক সম্পর্কে নিচের কোনটি সঠিক নয়?

50 / 55

50. নিচের কোন শব্দটি সাক্ষ্য আইনে ব্যবহৃত হয়নি?

51 / 55

51. জবানবন্দি অথবা পুনঃজবানবন্দির সময় ইঙ্গিতপূর্ণ প্রশ্ন করার অনুমতি আদালত দেবেন কোন কোন ক্ষেত্রে?

52 / 55

52. যে পক্ষ সাক্ষীকে হাজির করে সেই পক্ষ সাক্ষীকে প্রশ্ন জিজ্ঞাসা করলে তাকে কি বলা হয়?

53 / 55

53. সাক্ষ্য আইন অনুসারে - Leading questions may be asked in ..... - শুণ্যস্থানে কী বসবে?

54 / 55

54. সাক্ষ্য আইনের ১৩৮ ধারানুসারে কোনো পুনঃজবানবন্দিতে -

55 / 55

55. কোনো পক্ষ নিজ সাক্ষীকে একবার পরীক্ষার পর কোন কারণে পুনঃপরীক্ষা [re-examination] করতে পারে? [বার : ২০১২]

Your score is

0%