/56 2 Evidence Act [101-117] - Advanced Exam এখানে সাক্ষ্য আইনের ১০১-১১৭ ধারাসমূহ নিয়ে অ্যাডভান্সড লেভেলের এমসিকিউ টেস্ট আছে। সংশ্লিষ্ট ধারাগুলো পড়ে নিয়ে এটি অনুশীলন করুন। এখানে আপনার নাম ও ফোন নাম্বার লিখুন। ইমেইলটি লেখা বাধ্যতামূলক নয়; তবে, ইমেইল এড্রেস দিলে আপনার ইমেইলে বিস্তারিত ফলাফল চলে যাবে। 1 / 56 1. আসামির মামলা যদি বিশেষ ব্যতিক্রমের মধ্যে পরে তা প্রমাণের দায় কার উপরে ন্যস্ত থাকে? প্রমাণের দায় বাদীর উপরে ন্যস্ত থাকে আসামির উপরে ন্যস্ত থাকে প্রমাণের প্রয়োজন নেই প্রসিকিউশন প্রমাণ করবে সঠিক উত্তর : আসামির উপরে ন্যস্ত থাকে ; [ধারা : ১০৫, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : আসামির উপরে ন্যস্ত থাকে ; [ধারা : ১০৫, সাক্ষ্য আইন] 2 / 56 2. সাক্ষ্য আইনের ১০৫ ধারার বিধান হিসেবে নিচের কোনটি সর্বাধিক সঠিক? কোনো নির্দিষ্ট তথ্য প্রমাণের দায়িত্ব সংক্রান্ত আসামির মামলা দণ্ডবিধির ব্যতিক্রমের ভেতরে পড়লে তা প্রমাণের দায় সংক্রান্ত জবানবন্দি ও জেরা সংক্রান্ত ইঙ্গিতপূর্ণ প্রশ্ন সংক্রান্ত সঠিক উত্তর : আসামির মামলা দণ্ডবিধির ব্যতিক্রমের ভেতরে পড়লে তা প্রমাণের দায় সংক্রান্ত ; [ধারা : ১০৫, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : আসামির মামলা দণ্ডবিধির ব্যতিক্রমের ভেতরে পড়লে তা প্রমাণের দায় সংক্রান্ত ; [ধারা : ১০৫, সাক্ষ্য আইন] 3 / 56 3. সাক্ষ্য আইনের ১০৮ ধারার বিষয়বস্তু হিসেবে নিচের কোনটি সঠিক? বিগত ৩০ বছরের মধ্যে জীবিত থাকা কারো মৃত্যু প্রমাণের দায়িত্ব ৭ বছর ধরে নিখেঁাজ কোনো ব্যক্তির জীবিত থাকার প্রমাণের দায়িত্ব কোনো দলিলের সঠিকতা প্রমাণের দায়িত্ব মালিকানা প্রমাণের দায়িত্ব সঠিক উত্তর : ৭ বছর ধরে নিখেঁাজ কোনো ব্যক্তির জীবিত থাকার প্রমাণের দায়িত্ব ; [ধারা : ১০৮, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : ৭ বছর ধরে নিখেঁাজ কোনো ব্যক্তির জীবিত থাকার প্রমাণের দায়িত্ব ; [ধারা : ১০৮, সাক্ষ্য আইন] 4 / 56 4. সাক্ষ্য আইনের স্বকার্যজনিত নীতি বা Estoppel কোন ধরণের মামলায় ব্যবহার করা যায়? ফৌজদারি মামলায় দেওয়ানি মামলায় ফৌজদারি ও দেওয়ানি উভয় মামলায় চেকের মামলায় সঠিক উত্তর : দেওয়ানি মামলায় ; [ধারা : ১১৫, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : দেওয়ানি মামলায় ; [ধারা : ১১৫, সাক্ষ্য আইন] 5 / 56 5. একজন আক্রমণ করার অভিযোগে অভিযুক্ত হবার পর অভিযুক্ত ব্যক্তিটি দাবি করলেন যে, তিনি প্ররোচণার কারণে উত্তেজিত হয়ে ভিকটিমকে আক্রমণ করেছিলেন। অভিযুক্তের দাবিকৃত বিষয় প্রতিষ্ঠা করার জন্য দণ্ডবিধি এবং সাক্ষ্য আইনের কোন কোন ধারা প্রাসঙ্গিক? দণ্ডবিধির ৩৩৪ ও সাক্ষ্য আইনের ১০৫ ধারা দণ্ডবিধির ৩৩৪ ও সাক্ষ্য আইনের ১০৪ ধারা দণ্ডবিধির ৩৫৮ ও সাক্ষ্য আইনের ১০৫ ধারা দণ্ডবিধির ৩৫৮ ও সাক্ষ্য আইনের ১০৪ ধারা সঠিক উত্তর : দণ্ডবিধির ৩৫৮ ও সাক্ষ্য আইনের ১০৫ ধারা ; [ধারা : ১০৫, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : দণ্ডবিধির ৩৫৮ ও সাক্ষ্য আইনের ১০৫ ধারা ; [ধারা : ১০৫, সাক্ষ্য আইন] 6 / 56 6. একটি বন্ড মূলে পাওনা টাকা দাবী করে ‘খ’-এর বিরুদ্ধে ‘ক’-একটি মোকদ্দমা দায়ের করে। বন্ডটির সম্পাদন স্বীকৃত। কিন্তু ‘খ’-বলে যে প্রতারণার মাধ্যমে বন্ডটি সম্পাদিত হয়েছে যা ‘ক’- অস্বীকার করে। প্রতারণার বিষয়টি প্রমাণের দায় কার উপরে ন্যস্ত? ‘ক’-এর উপরে ন্যস্ত তৃতীয় কোনো ব্যক্তি যিনি ঘটনাটি দেখেছেন ‘খ’-এর উপরে ন্যস্ত ক ও খ উভয়ই সঠিক সঠিক উত্তর : ‘খ’-এর উপরে ন্যস্ত ; [ধারা : ১০২, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : ‘খ’-এর উপরে ন্যস্ত ; [ধারা : ১০২, সাক্ষ্য আইন] 7 / 56 7. মালিক ও প্রতিনিধির মধ্যে সম্পর্ক প্রমাণের দায়িত্ব সাক্ষ্য আইনের কত ধারার বিধান? ১০৯ ধারা ১১১ ধারা ১১২ ধারা ১১৩ ধারা সঠিক উত্তর : ১০৯ ধারা ; [ধারা : ১০৯, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : ১০৯ ধারা ; [ধারা : ১০৯, সাক্ষ্য আইন] 8 / 56 8. Burden of proving death of person known to have been alive within thirty years - এটি সাক্ষ্য আইনের কত ধারার শিরোনাম? ১০২ ধারার ১০৭ ধারার ১০৬ ধারার ১১৬ ধারার সঠিক উত্তর : ১০৭ ধারার ; [ধারা : ১০৭, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : ১০৭ ধারার ; [ধারা : ১০৭, সাক্ষ্য আইন] 9 / 56 9. সাক্ষ্য আইনে Estoppel নীতির উল্লেখ নিচে বর্ণিত কত ধারায় আছে? ১১০ ধারায় ১১২ ধারায় ১১৫ ধারায় ১১৪ ধারায় সঠিক উত্তর : ১১৫ ধারায় ; [ধারা : ১১৫, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : ১১৫ ধারায় ; [ধারা : ১১৫, সাক্ষ্য আইন] 10 / 56 10. ‘খ’-এর মৃত্যুকালীন ঘোষণা ‘ক’ - প্রমাণ করতে ইচ্ছুক। ‘ক’ - কে প্রথমে প্রমাণ করতে হবে যে- ‘খ’- মৃত্যুকালীন ঘোষণা দিয়েছিলো ‘খ’- মৃত্যুবরণ করেছিলো ‘ক’- এর উপরে প্রমাণের দায় আরোপিত আছে উপরের সবকটিই সঠিক সঠিক উত্তর : ‘খ’- মৃত্যুবরণ করেছিলো ; [ধারা : ১০৪, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : ‘খ’- মৃত্যুবরণ করেছিলো ; [ধারা : ১০৪, সাক্ষ্য আইন] 11 / 56 11. ‘ক’ এই মর্মে আদালতের রায় কামনা করে যে, ‘খ’—এর দখলভুক্ত কোনো একটি জমি ‘ক’ পাইবার অধিকারী। গ উক্ত দলিল সংক্রান্তে একজন সাক্ষী। ক তার দাবির সমর্থনে কতগুলি ঘটনার অস্তিত্ব দাবি করে এবং ‘খ’ সেই সমস্ত ঘটনার অস্তিত্ব অস্বীকার করে। এক্ষেত্রে প্রমাণের দায়ভার সম্পর্কে নিচের কোন বাক্যটি সঠিক? খ কে প্রমাণ করতে হবে যে জমিটি খ এর ক কে প্রমাণ করতে হবে যে জমিটি ক এর গ কে প্রমাণ করতে হবে যে জমিটি ক এর গ কে প্রমাণ করতে হবে যে জমিটি খ এর সঠিক উত্তর : ক কে প্রমাণ করতে হবে যে জমিটি ক এর ; [ধারা : ১০১, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : ক কে প্রমাণ করতে হবে যে জমিটি ক এর ; [ধারা : ১০১, সাক্ষ্য আইন] 12 / 56 12. সাক্ষ্য আইনে ধষরনর শব্দের অর্থ হিসেবে নিচের কোনটি সঠিক? অপরাধের যৌথ অভিপ্রায় অপরাধের ষড়যন্ত্র করার সময় একজনের আংশিক অংশগ্রহণ করা অপরাধের সময় অন্য কোনো স্থানে অবস্থানের দাবি করা অপরাধমূলক জ্ঞান না থাকার দাবি সঠিক উত্তর : অপরাধের সময় অন্য কোনো স্থানে অবস্থানের দাবি করা ; [ধারা : ১০৩, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : অপরাধের সময় অন্য কোনো স্থানে অবস্থানের দাবি করা ; [ধারা : ১০৩, সাক্ষ্য আইন] 13 / 56 13. ‘ক’ স্বেচ্ছায় এবং মিথ্যাভাবে ‘খ’-কে বিশ্বাস করায় যে কোন একটি জমির মালিক ‘ক’ এবং এর মাধ্যমে ‘খ’-কে ঐ জমি কিনতে ও তার মূল্য পরিশোধ করতে প্রলুব্ধ করে। ঐ জমি পরবর্তীতে ‘ক’-এর সম্পত্তিতে পরিণত হয় এবং বিক্রয়ের সময় ঐ জমিতে তার কোন স্বত্ব ছিলনা এই অজুহাতে ‘ক’ বিক্রয় নাকচ করার চেষ্টা করে। ‘ক’ এর এই কাজ- দোবারা দোষে দায়ী ‘খ’-এর নিকট সম্পত্তি যাবেনা এস্টোপেল দ্বারা বারিত ক ও গ উভয়ই সঠিক উত্তর : এস্টোপেল দ্বারা বারিত ; [ধারা : ১১৫, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : এস্টোপেল দ্বারা বারিত ; [ধারা : ১১৫, সাক্ষ্য আইন] 14 / 56 14. When any fact is especially within the knowledge of any person, the burden of proving that fact is upon him. - এটি সাক্ষ্য আইনের কোন ধারার বিষয়বস্তু? ১০২ ধারার ৯৬ ধারার ১০৬ ধারার ১১৬ ধারার সঠিক উত্তর : ১০৬ ধারার ; [ধারা : ১০৬, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : ১০৬ ধারার ; [ধারা : ১০৬, সাক্ষ্য আইন] 15 / 56 15. ‘ক’ চুরির দায়ে ‘খ’—কে ফৌজদারিতে সোপর্দ করে। ‘ক’ আদালতকে বিশ্বাস করাইতে চায় যে, ‘খ’ চুরির কথা ‘গ’—এর নিকট স্বীকার করিয়াছে। অন্যদিকে ‘খ’ আদালতকে বিশ্বাস করাইতে চায় যে, সংশ্লিষ্ট সময়ে সে অন্যত্র ছিলো। খ এর বিষয় প্রমাণ করার বিষয়বস্তুটি সাক্ষ্য আইনের তাত্ত্বিক ধারণায় নিচের কোনটি নামে পরিচিত? Plea of alibi Confession Burden of proof Plea of accomplice সঠিক উত্তর : Plea of alibi ; [ধারা : ১০৩, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : Plea of alibi ; [ধারা : ১০৩, সাক্ষ্য আইন] 16 / 56 16. ব্যক্তিগত আত্মরক্ষার্থে করিম একজনকে হত্যা করে এবং করিম আসামি বা অভিযুক্ত হিসেবে আদালতে দাঁড়ায়। করিম যে আত্মরক্ষার্থে হত্যাটি করেছিলো এটি প্রমাণের দায়িত্ব কার? করিমের রাষ্ট্রপক্ষের আদালতের প্রত্যক্ষদর্শীর সঠিক উত্তর : করিমের ; [ধারা : ১০৫, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : করিমের ; [ধারা : ১০৫, সাক্ষ্য আইন] 17 / 56 17. ‘ক’ চুরির দায়ে ‘খ’—কে ফৌজদারিতে সোপর্দ করে। ‘ক’ আদালতকে বিশ্বাস করাইতে চায় যে, ‘খ’ চুরির কথা ‘গ’—এর নিকট স্বীকার করিয়াছে। অন্যদিকে‘খ’ আদালতকে বিশ্বাস করাইতে চায় যে, সংশ্লিষ্ট সময়ে সে অন্যত্র ছিলো। খ এর বিষয় প্রমাণ করার দায়িত্ব এখানে কার ওপর বর্তাবে? ক এর খ এর গ এর তৃতীয় কোনো পক্ষের সঠিক উত্তর : খ এর ; [ধারা : ১০৩, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : খ এর ; [ধারা : ১০৩, সাক্ষ্য আইন] 18 / 56 18. নিচে বর্ণিত কোনটি শুধু দেওয়ানি মোকদ্দমায় প্রযোজ্য হয়? স্বীকৃতি দালিলিক প্রমাণ এস্টোপেল ইশারায় সাক্ষ্য সঠিক উত্তর : এস্টোপেল ; [ধারা : ১১৫, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : এস্টোপেল ; [ধারা : ১১৫, সাক্ষ্য আইন] 19 / 56 19. মোকদ্দমার কোনো পক্ষই সাক্ষ্য না দিলে প্রমাণ করার দায়িত্ব কার ওপর বর্তায়? মোকদ্দমায় কোনো সাক্ষ্য না দিলে যে পক্ষ ঠকবে মোকদ্দমায় কোনো সাক্ষ্য না দিলে যে জিতবে মোকদ্দমায় যে পক্ষ বেশি সংখ্যক সাক্ষী হাজির বা প্রস্তাব করে মোকদ্দমায় যে পক্ষের প্রাইমা ফেসি কেইস আছে সঠিক উত্তর : মোকদ্দমায় কোনো সাক্ষ্য না দিলে যে পক্ষ ঠকবে ; [ধারা : ১০২, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : মোকদ্দমায় কোনো সাক্ষ্য না দিলে যে পক্ষ ঠকবে ; [ধারা : ১০২, সাক্ষ্য আইন] 20 / 56 20. ‘বরাত চিঠির স্বীকৃতিদাতা, জিম্মাগ্রহীতা বা অনুমতি দখলদারের প্রতিবন্ধ’-এটি সাক্ষ্য আইনের কত ধারার শিরোনাম? ১১৬ ধারা ১২১ ধারা ১১৭ ধারা ১৬২ ধারা সঠিক উত্তর : ১১৭ ধারা ; [ধারা : ১১৭, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : ১১৭ ধারা ; [ধারা : ১১৭, সাক্ষ্য আইন] 21 / 56 21. Burden of proving that case of accused comes within exceptions - এটি সাক্ষ্য আইনের কত ধারার শিরোনাম? ১০৫ ধারা ১০৩ ধারা ১০৪ ধারা ১১৫ ধারা সঠিক উত্তর : ১০৫ ধারা ; [ধারা : ১০৫, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : ১০৫ ধারা ; [ধারা : ১০৫, সাক্ষ্য আইন] 22 / 56 22. হত্যার দায়ে অভিযুক্ত ‘ক’- দাবী করে যে, মানসিক অসুস্থতার কারণে সে তার কাজের প্রকৃতি বুঝতে পারে নাই। ‘ক’-এর এই দাবী প্রমাণের দায়- বাদীর প্রসিকিউটর প্রমাণ করবে ‘ক’-এর নিজের ক ও খ উভয়ই সঠিক উত্তর : ‘ক’-এর নিজের ; [ধারা : ১০৫, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : ‘ক’-এর নিজের ; [ধারা : ১০৫, সাক্ষ্য আইন] 23 / 56 23. Plea of alibi প্রমাণের দায়িত্ব ..... । [বার : ২০২৩] সাক্ষীর পুলিশের আসামির ফরিয়াদির সঠিক উত্তর : আসামির ; [ধারা : ১০৩, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : আসামির ; [ধারা : ১০৩, সাক্ষ্য আইন] 24 / 56 24. সাক্ষ্য আইনে alibi ধারণাটি কোন ধারার বিষয়বস্তুর সাথে সম্পর্কিত? ৯৯ ধারা ৪২ ধারা ১০৩ ধারা ১৫৭ ধারা সঠিক উত্তর : ১০৩ ধারা ; [ধারা : ১০৩, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : ১০৩ ধারা ; [ধারা : ১০৩, সাক্ষ্য আইন] 25 / 56 25. করিম একটি জমির বিষয়ে সুমনের বিরুদ্ধে দেওয়ানি মামলা দায়ের করে। জমিটি সুমনের দখলে থাকা অবস্থায় করিম দাবি করে যে, উক্ত জমির প্রকৃত মালিক সে নিজেই, সুমন নয়। এখানে প্রমাণের দায়িত্ব কার? করিমের সুমনের আদালতের করিম ও সুমনের উভয়ের সঠিক উত্তর : করিমের ; [ধারা : ১০২, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : করিমের ; [ধারা : ১০২, সাক্ষ্য আইন] 26 / 56 26. সাক্ষ্য আইনের ১০৫ ধারা মোতাবেক কোনো আসামির মামলা সাধারণ ব্যতিক্রমের মধ্যে পড়লে আদালতের অনুমান নিচের কোন ধরণে হবে? উক্ত ব্যতিক্রম উপস্থিত বলে অনুমান করে নিতে পারে আদালত উক্ত ব্যতিক্রম অনুপস্থিত বলে অনুমান করে নিতে পারে আদালত উক্ত ব্যতিক্রম উপস্থিত বলে অবশ্যই অনুমান করে নেবে আদালত উক্ত ব্যতিক্রম অনুপস্থিত বলে অবশ্যই অনুমান করে নেবে আদালত সঠিক উত্তর : উক্ত ব্যতিক্রম অনুপস্থিত বলে অবশ্যই অনুমান করে নেবে আদালত ; [ধারা : ১০৫, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : উক্ত ব্যতিক্রম অনুপস্থিত বলে অবশ্যই অনুমান করে নেবে আদালত ; [ধারা : ১০৫, সাক্ষ্য আইন] 27 / 56 27. দণ্ডবিধির চতুর্থ অধ্যায়ের বিষয়বস্তুর সাথে প্রমাণের দায়িত্ব সংক্রান্ত নিচে বর্ণিত সাক্ষ্য আইনের কোন ধারাটি সম্পর্কিত? ১০২ ধারার ৯৬ ধারার ১০৫ ধারার ১১৬ ধারার সঠিক উত্তর : ১০৫ ধারার ; [ধারা : ১০৫, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : ১০৫ ধারার ; [ধারা : ১০৫, সাক্ষ্য আইন] 28 / 56 28. সাক্ষ্য আইনের ১১৭ ধারা অনুসারে কোন ব্যক্তির বিরুদ্ধে এস্টোপেল নীতি প্রয়োগযোগ্য? বরাত চিঠির স্বীকৃতিদাতা জিম্মাগ্রহীতা অনুমতি দখলদার উপরের সবগুলোই সঠিক উত্তর : উপরের সবগুলোই ; [ধারা : ১১৭, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : উপরের সবগুলোই ; [ধারা : ১১৭, সাক্ষ্য আইন] 29 / 56 29. `Estoppel’- এটি সাক্ষ্য আইনের কত ধারার শিরোনাম? ১১৪ ধারা ১১৫ ধারা ১১৬ ধারা ১১৭ ধারা সঠিক উত্তর : ১১৫ ধারা ; [ধারা : ১১৫, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : ১১৫ ধারা ; [ধারা : ১১৫, সাক্ষ্য আইন] 30 / 56 30. সাক্ষ্য আইনের ১০৫ ধারা মোতাবেক কোনো আসামির মামলা সাধারণ ব্যতিক্রমের মধ্যে গণ্য হবে যদি মামলাটি - মামলাটি দণ্ডবিধির কোনো ব্যতিক্রমের ভেতরে পড়ে মামলাটি বিশেষ আইনের কোনো ব্যতিক্রমের ভেতরে পড়ে মামলাটি দণ্ডবিধির কোনো proviso এর ভেতরে পড়ে বর্ণিত সবগুলোই সঠিক সঠিক উত্তর : বর্ণিত সবগুলোই সঠিক ; [ধারা : ১০৫, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : বর্ণিত সবগুলোই সঠিক ; [ধারা : ১০৫, সাক্ষ্য আইন] 31 / 56 31. On whom burden of proof lies - এটি সাক্ষ্য আইনের কত ধারার শিরোনাম? ৯৯ ধারা ১০২ ধারা ১০১ ধারা ১০৫ ধারা সঠিক উত্তর : ১০২ ধারা ; [ধারা : ১০২, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : ১০২ ধারা ; [ধারা : ১০২, সাক্ষ্য আইন] 32 / 56 32. মক্কেল কর্তৃক উকিলের কিছু বিক্রয়ের ব্যাপারে মক্কেল একটি মোকদ্দমা দায়ের করলে উক্ত বিক্রয়ের ক্ষেত্রে সরল বিশ্বাস সম্পর্কে প্রশ্ন উত্থাপন করেছে। লেনদেনটির সরল বিশ্বাস প্রমাণ করিবার দায়িত্ব কার? মক্কেলের উকিলের আদালতের বর্ণিত যে কেউ এটি প্রমাণ করতে পারে সঠিক উত্তর : উকিলের ; [ধারা : ১১১, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : উকিলের ; [ধারা : ১১১, সাক্ষ্য আইন] 33 / 56 33. যে ঘটনা বিশেষভাবে কারও জ্ঞানের মধ্যে থাকে তা প্রমাণের দায়িত্ব- আইনজীবীর আদালতের যে ব্যক্তির জ্ঞানের মধ্যে থাকে সেই ব্যক্তির পুলিশ কর্তৃক সঠিক উত্তর : যে ব্যক্তির জ্ঞানের মধ্যে থাকে সেই ব্যক্তির ; [ধারা : ১০৬, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : যে ব্যক্তির জ্ঞানের মধ্যে থাকে সেই ব্যক্তির ; [ধারা : ১০৬, সাক্ষ্য আইন] 34 / 56 34. একজন সাধারণ জখম করার অভিযোগে অভিযুক্ত হবার পর অভিযুক্ত ব্যক্তিটি দাবি করলেন যে, তিনি প্ররোচণার কারণে উত্তেজিত হয়ে ভিকটিমকে আঘাত করেছিলেন। অভিযুক্তের দাবিকৃত বিষয় প্রতিষ্ঠা করার জন্য দণ্ডবিধি এবং সাক্ষ্য আইনের কোন কোন ধারা প্রাসঙ্গিক? দণ্ডবিধির ৩২৩ ও সাক্ষ্য আইনের ১০৫ ধারা দণ্ডবিধির ৩৩৪ ও সাক্ষ্য আইনের ১০৪ ধারা দণ্ডবিধির ৩৩৪ ও সাক্ষ্য আইনের ১০৫ ধারা দণ্ডবিধির ৩৩৫ ও সাক্ষ্য আইনের ১০৪ ধারা সঠিক উত্তর : দণ্ডবিধির ৩৩৪ ও সাক্ষ্য আইনের ১০৫ ধারা ; [ধারা : ১০৫, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : দণ্ডবিধির ৩৩৪ ও সাক্ষ্য আইনের ১০৫ ধারা ; [ধারা : ১০৫, সাক্ষ্য আইন] 35 / 56 35. সাক্ষ্য আইনে Conclusive proof ধারণাটির উদাহরণ নিচে বর্ণিত কোন ধারাটিতে আছে? ৯ ধারায় ৫২ ধারায় ১০৯ ধারায় ১১২ ধারায় সঠিক উত্তর : ১১২ ধারায় ; [ধারা : ১১২, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : ১১২ ধারায় ; [ধারা : ১১২, সাক্ষ্য আইন] 36 / 56 36. সাক্ষ্য আইনের ১০৫ ধারা মোতাবেক কোনো আসামির মামলা সাধারণ ব্যতিক্রমের মধ্যে পড়লে নিচের কোনটি সঠিক? The Court may presume the presence of such circumstances The Court may presume the absence of such circumstances The Court shall presume the presence of such circumstances The Court shall presume the absence of such circumstances সঠিক উত্তর : The Court shall presume the absence of such circumstances ; [ধারা : ১০৫, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : The Court shall presume the absence of such circumstances ; [ধারা : ১০৫, সাক্ষ্য আইন] 37 / 56 37. সাক্ষ্য আইনের ১০৭ ধারার বিষয়বস্তু হিসেবে নিচের কোনটি সঠিক? বিগত ৩০ বছরের মধ্যে জীবিত থাকা কারো মৃত্যু প্রমাণের দায়িত্ব ৭ বছর ধরে নিখেঁাজ কোনো ব্যক্তির জীবিত থাকার প্রমাণের দায়িত্ব কোনো দলিলের সঠিকতা প্রমাণের দায়িত্ব মালিকানা প্রমাণের দায়িত্ব সঠিক উত্তর : বিগত ৩০ বছরের মধ্যে জীবিত থাকা কারো মৃত্যু প্রমাণের দায়িত্ব ; [ধারা : ১০৭, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : বিগত ৩০ বছরের মধ্যে জীবিত থাকা কারো মৃত্যু প্রমাণের দায়িত্ব ; [ধারা : ১০৭, সাক্ষ্য আইন] 38 / 56 38. সাক্ষ্য আইনের ১০৩ ধারার শিরোনাম হিসেবে নিচের কোনটি সঠিক? নির্দিষ্ট ঘটনা প্রমাণের দায়িত্ব প্রমাণের দায়িত্ব প্রমাণের দায়িত্ব যার উপরে ন্যস্ত থাকে কিছু সংখ্যক ঘটনার অস্তিত্ব আদালত অনুমান করতে পারে সঠিক উত্তর : নির্দিষ্ট ঘটনা প্রমাণের দায়িত্ব ; [ধারা : ১০৩, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : নির্দিষ্ট ঘটনা প্রমাণের দায়িত্ব ; [ধারা : ১০৩, সাক্ষ্য আইন] 39 / 56 39. মালিক ও প্রতিনিধির মধ্যে যে পেশাদারিত্বের সম্পর্ক থাকে অথবা না থাকে - তা প্রমাণ করার দায়িত্ব কার ওপর বর্তায়? মালিকের প্রতিনিধির যে এই সম্পর্ক অস্বীকার করে চুক্তির পক্ষসমূহের সঠিক উত্তর : যে এই সম্পর্ক অস্বীকার করে ; [ধারা : ১০৯, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : যে এই সম্পর্ক অস্বীকার করে ; [ধারা : ১০৯, সাক্ষ্য আইন] 40 / 56 40. সাক্ষ্য আইন অনুসারে - একজন ব্যক্তি মৃত মর্মে যে দাবি করে তা তাকেই প্রমাণ করতে হবে, যদি ঐ ব্যক্তি বিগত ....... জীবিত ছিলো বা তার মৃত্যু হয়েছে। ০৭ বছর যাবৎ ১০ বছর যাবৎ ১৫ বছর যাবৎ ৩০ বছর যাবৎ সঠিক উত্তর : ৩০ বছর যাবৎ ; [ধারা : ১০৭, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : ৩০ বছর যাবৎ ; [ধারা : ১০৭, সাক্ষ্য আইন] 41 / 56 41. সাক্ষ্য আইনের ১০২ ধারামতে - The burden of proof in a suit or proceeding lies on that person who ............. if no evidence at all were given on either side. - শুণ্যস্থানে কী বসবে? would win would fail have a prima facie case have a reasonable case সঠিক উত্তর : would fail ; [ধারা : ১০২, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : would fail ; [ধারা : ১০২, সাক্ষ্য আইন] 42 / 56 42. Feeding the grant by estoppel নীতিটি The Evidence Act, 1872 এর কোন ধারার সাথে সম্পর্কিত? [বার : ২০২৩] ১১৮ ১১৪ ১১৫ ১১৭ সঠিক উত্তর : ১১৫ ; [ধারা : ১১৫, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : ১১৫ ; [ধারা : ১১৫, সাক্ষ্য আইন] 43 / 56 43. আদালত যেসব ঘটনার অনুমান করতে পারে - এর বিস্তারিত ব্যাখ্যা সাক্ষ্য আইনের কোন ধারায় বর্ণিত আছে? ১০৯ ১৩৪ ১১৪ ১৪৪ সঠিক উত্তর : ১১৪ ; [ধারা : ১১৪, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : ১১৪ ; [ধারা : ১১৪, সাক্ষ্য আইন] 44 / 56 44. সাক্ষ্য আইনের ১০৮ ধারার বিষয়বস্তু কী? ৩০ বছর ধরে নিখেঁাজ ব্যক্তির জীবিত থাকার প্রমাণ প্রসঙ্গে ২০ বছর ধরে নিখেঁাজ ব্যক্তির জীবিত থাকার প্রমাণ প্রসঙ্গে ১৫ বছর ধরে নিখেঁাজ ব্যক্তির জীবিত থাকার প্রমাণ প্রসঙ্গে ৭ বছর ধরে নিখেঁাজ ব্যক্তির জীবিত থাকার প্রমাণ প্রসঙ্গে সঠিক উত্তর : ৭ বছর ধরে নিখেঁাজ ব্যক্তির জীবিত থাকার প্রমাণ প্রসঙ্গে ; [ধারা : ১০৮, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : ৭ বছর ধরে নিখেঁাজ ব্যক্তির জীবিত থাকার প্রমাণ প্রসঙ্গে ; [ধারা : ১০৮, সাক্ষ্য আইন] 45 / 56 45. ‘ক’ বলে যে, ‘খ’ একটি অপরাধ করেছে। গ সেই অপরাধটি সংঘটিত হতে দেখেছে। সেই অপরাধের জন্য ‘খ’ দণ্ডিত হইবে, এই মর্মে ‘ক’ আদালতের রায় কামনা করে। এক্ষেত্রে খ এর অপরাধ প্রমাণের দায়ভার সম্পর্কে নিচের কোন বাক্যটি সঠিক? খ কে প্রমাণ করতে হবে যে সে অপরাধটি করেনি ক কে প্রমাণ করতে হবে যে খ অপরাধটি করেছে গ কে প্রমাণ করতে হবে যে খ অপরাধটি করেছে তৃতীয় কোনো ব্যক্তিকে প্রমাণ করতে হবে যে ক অপরাধটি করেছে সঠিক উত্তর : ক কে প্রমাণ করতে হবে যে খ অপরাধটি করেছে ; [ধারা : ১০১, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : ক কে প্রমাণ করতে হবে যে খ অপরাধটি করেছে ; [ধারা : ১০১, সাক্ষ্য আইন] 46 / 56 46. The burden of proof in a suit or proceeding lies on that person who would fail if no evidence at all were given on either side.- এটি সাক্ষ্য আইনের কোন ধারার বিষয়বস্তু? ১০১ ধারা ১০২ ধারা ১০৫ ধারা ১১৫ ধারা সঠিক উত্তর : ১০২ ধারা ; [ধারা : ১০২, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : ১০২ ধারা ; [ধারা : ১০২, সাক্ষ্য আইন] 47 / 56 47. স্বীকৃতির বাধা সাক্ষ্য আইনের কোন ধারার বিষয়বস্তু? ১১০ ধারায় ১১২ ধারায় ১১৫ ধারায় ১১৪ ধারায় সঠিক উত্তর : ১১৫ ধারায় ; [ধারা : ১১৫, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : ১১৫ ধারায় ; [ধারা : ১১৫, সাক্ষ্য আইন] 48 / 56 48. সাক্ষ্য আইনের কত ধারায় সন্তানের জন্মের বৈধতা নির্ধারণ করার পদ্ধতি বর্ণনা করা আছে? ১১০ ধারা ১১১ ধারা ১১২ ধারা ১১৩ ধারা সঠিক উত্তর : ১১২ ধারা ; [ধারা : ১১২, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : ১১২ ধারা ; [ধারা : ১১২, সাক্ষ্য আইন] 49 / 56 49. ‘খ’ দাবি করে যে ৩০ বছর ধরে নিখেঁাজ থাকা ‘ক’ জীবিত আছে। ‘ক’ যে জীবিত আছে এটা প্রমাণের দায়িত্ব কার? ‘খ’ এর ‘ক’ এর ‘ক’ এর আত্মীয়দের ‘খ’ এর আত্মীয়দের সঠিক উত্তর : ‘খ’ এর ; [ধারা : ১০৮, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : ‘খ’ এর ; [ধারা : ১০৮, সাক্ষ্য আইন] 50 / 56 50. Burden of proof as to ownership - এটি সাক্ষ্য আইনের কত ধারার শিরোনাম? ১১০ ধারা ১১১ ধারা ১১২ ধারা ১১৩ ধারা সঠিক উত্তর : ১১০ ধারা ; [ধারা : ১১০, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : ১১০ ধারা ; [ধারা : ১১০, সাক্ষ্য আইন] 51 / 56 51. Birth during marriage conclusive proof of legitimacy - এটি সাক্ষ্য আইনের কত ধারার শিরোনাম? ১১০ ধারা ১১১ ধারা ১১২ ধারা ১১৩ ধারা সঠিক উত্তর : ১১২ ধারা ; [ধারা : ১১২, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : ১১২ ধারা ; [ধারা : ১১২, সাক্ষ্য আইন] 52 / 56 52. সদ্য বয়ঃপ্রাপ্ত পুত্র কর্তৃক পিতার নিকট বিক্রয়ের ব্যাপারে পুত্র একটি মামলা দায়ের করলে উক্ত বিক্রয়ের ক্ষেত্রে সরল বিশ্বাস সম্পর্কে প্রশ্ন উত্থাপন করেছে। লেনদেনটির সরল বিশ্বাস প্রমাণ করার দায়িত্ব কার? পিতার পুত্রের আদালতের বর্ণিত যে কেউ এটি প্রমাণ করতে পারে সঠিক উত্তর : পিতার ; [ধারা : ১১১, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : পিতার ; [ধারা : ১১১, সাক্ষ্য আইন] 53 / 56 53. সাক্ষ্য আইন অনুসারে কোনো particular fact প্রমাণের দায়িত্ব বিষয়ক ধারা কোনটি? ১০১ ধারা ১০৩ ধারা ১০৫ ধারা ১১৫ ধারা সঠিক উত্তর : ১০৩ ধারা ; [ধারা : ১০৩, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : ১০৩ ধারা ; [ধারা : ১০৩, সাক্ষ্য আইন] 54 / 56 54. একটি শিশু যদি ৯ বছরের কম বয়স হয় এবং তার সুবাদে সে দাবি করে যে, তার বয়স ৯ বছরের কম এবং এই কারণে বা হেতুতে সে মামলার বর্ণিত অভিযোগে সে অভিযুক্ত হতে পারে না। উক্ত শিশুটির বয়স সংক্রান্ত বিষয় প্রমাণের দায়িত্ব কার? উক্ত শিশুটির প্রতিপক্ষের আইনজীবীর শিশুটির জন্ম নিবন্ধনকারী কর্মকর্তার আদালত কর্তৃক নিযুক্ত কমিশনারের সঠিক উত্তর : উক্ত শিশুটির ; [ধারা : ১০৫, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : উক্ত শিশুটির ; [ধারা : ১০৫, সাক্ষ্য আইন] 55 / 56 55. Burden of proof - এটি সাক্ষ্য আইনের কত ধারার শিরোনাম? ৯৯ ধারা ১০১ ধারা ১১১ ধারা ১০৫ ধারা সঠিক উত্তর : ১০১ ধারা ; [ধারা : ১০১, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : ১০১ ধারা ; [ধারা : ১০১, সাক্ষ্য আইন] 56 / 56 56. করিম যদি একটি হারিয়ে যাওয়া দলিলের বিষয়বস্তু প্রমাণ করতে চায়, তবে করিমকে অবশ্যই নিচের কোনটি প্রমাণ করতে হবে? দলিলের বিবরণ দলিলটি হারিয়ে গেছে দলিলটি বাতিল দলিলটি নিবন্ধিত ছিলো সঠিক উত্তর : দলিলটি হারিয়ে গেছে ; [ধারা : ১০৪, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : দলিলটি হারিয়ে গেছে ; [ধারা : ১০৪, সাক্ষ্য আইন] Your score is Facebook 0% Restart quiz