/45 13 Evidence Act [01-04] - Advanced Exam এখানে সাক্ষ্য আইনের ০১-০৪ ধারাসমূহ নিয়ে অ্যাডভান্সড লেভেলের এমসিকিউ টেস্ট আছে। সংশ্লিষ্ট ধারাগুলো পড়ে নিয়ে এটি অনুশীলন করুন। এখানে আপনার নাম ও ফোন নাম্বার লিখুন। ইমেইলটি লেখা বাধ্যতামূলক নয়; তবে, ইমেইল এড্রেস দিলে আপনার ইমেইলে বিস্তারিত ফলাফল চলে যাবে। 1 / 45 1. সাক্ষ্য আইনের কোন ধারায় সাক্ষ্য আইনে ব্যবহৃত বিভিন্ন শব্দ বা বিষয়ের সংজ্ঞা দেওয়া হয়েছে? ২ ধারায় ৩ ধারায় ৪ ধারায় ৫ ধারায় সঠিক উত্তর : ৩ ধারায় ; [ধারা : ৩, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : ৩ ধারায় ; [ধারা : ৩, সাক্ষ্য আইন] 2 / 45 2. অনুমান বিষয়ে প্রাথমিক বা সংজ্ঞাগত ধারণা সাক্ষ্য আইনের কোন ধারায় আছে? ২ ধারা ৩ ধারা ৪ ধারা ৫ ধারা সঠিক উত্তর : ৪ ধারা ; [ধারা : ৪, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : ৪ ধারা ; [ধারা : ৪, সাক্ষ্য আইন] 3 / 45 3. The Evidence Act, 1872 অনুসারে কোনটি ইলেক্ট্রনিক রেকর্ড নয়? [বার : ২০২৩] সিসিটিভি ফুটেজ সফট ডাটা ড্রোন ডাটা ডিএনএ ডাটা সঠিক উত্তর : ডিএনএ ডাটা ; [ধারা : ৩, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : ডিএনএ ডাটা ; [ধারা : ৩, সাক্ষ্য আইন] 4 / 45 4. Conclusive Proof এর সংজ্ঞা সাক্ষ্য আইনে কোন ধারায় দেওয়া আছে? ২ ধারায় ৩ ধারায় ৪ ধারায় ৫ ধারায় সঠিক উত্তর : ৪ ধারায় ; [ধারা : ৪, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : ৪ ধারায় ; [ধারা : ৪, সাক্ষ্য আইন] 5 / 45 5. সাক্ষ্য আইন অনুসারে a man has a certain reputation, is a .... . - শুণ্যস্থানে কী বসবে? goodwill relevant fact fact fact in issue সঠিক উত্তর : fact ; [ধারা : ৩, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : fact ; [ধারা : ৩, সাক্ষ্য আইন] 6 / 45 6. সাক্ষ্য আইন অনুযায়ী আদালত নয় কোনটি? বিচারক ম্যাজিস্ট্রেট নির্বাহী ম্যাজিস্ট্রেট সালিশ ব্যবস্থা সঠিক উত্তর : সালিশ ব্যবস্থা ; [ধারা : ৩, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : সালিশ ব্যবস্থা ; [ধারা : ৩, সাক্ষ্য আইন] 7 / 45 7. সাক্ষ্য আইন প্রযোজ্য হয় - ১৯৫২ সনের সেনাবাহিনী আইন ১৯৬১ সনের নৌ—শৃঙ্খলা আইন বিমান বাহিনী আইন অনুসারে গঠিত সামরিক আদালত অন্যবিধ সামরিক আদালতে সঠিক উত্তর : অন্যবিধ সামরিক আদালতে ; [ধারা : ১, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : অন্যবিধ সামরিক আদালতে ; [ধারা : ১, সাক্ষ্য আইন] 8 / 45 8. সাক্ষ্য আইনে Shall presume বলতে নিচের কোনটি বোঝাবে? মিথ্যা প্রমাণিত না হওয়া পর্যন্ত আদালত তা অবশ্যই প্রমাণিত হিসেবে গণ্য করবে আদালত তা শুধুই অনুমান করবে আদালত তা প্রমাণিত নয় বলে গণ্য করবে কোনোটিই সঠিক উত্তর নয় সঠিক উত্তর : মিথ্যা প্রমাণিত না হওয়া পর্যন্ত আদালত তা অবশ্যই প্রমাণিত হিসেবে গণ্য করবে ; [ধারা : ৪, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : মিথ্যা প্রমাণিত না হওয়া পর্যন্ত আদালত তা অবশ্যই প্রমাণিত হিসেবে গণ্য করবে ; [ধারা : ৪, সাক্ষ্য আইন] 9 / 45 9. আদালত কখন কোনো ঘটনাকে মিথ্যা প্রমাণিত করার জন্য সাক্ষ্যদানের অনুমতি দেবেন না? যখন তা চূড়ান্ত প্রমাণ বা Conclusive Proof বলে গণ্য করবেন যখন আদালত Shall presume আকারে কোনো ঘটনাকে গণ্য করবেন যখন আদালত May presume আকারে কোনো ঘটনাকে গণ্য করবেন কোনোটিই সঠিক উত্তর নয় সঠিক উত্তর : যখন তা চূড়ান্ত প্রমাণ বা Conclusive Proof বলে গণ্য করবেন ; [ধারা : ৪, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : যখন তা চূড়ান্ত প্রমাণ বা Conclusive Proof বলে গণ্য করবেন ; [ধারা : ৪, সাক্ষ্য আইন] 10 / 45 10. ‘Proved’- এর সংজ্ঞা সাক্ষ্য আইনের কত ধারায় বলা আছে? ৪ ধারা ১৭ ধারা ২৮ ধারা ৩ ধারা সঠিক উত্তর : ৩ ধারা ; [ধারা : ৩, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : ৩ ধারা ; [ধারা : ৩, সাক্ষ্য আইন] 11 / 45 11. সাক্ষ্য আইন কতটি খণ্ডে বিভক্ত? ২ ৩ ৪ ৫ সঠিক উত্তর : ৩ ; [প্রাথমিক ধারণা, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : ৩ ; [প্রাথমিক ধারণা, সাক্ষ্য আইন] 12 / 45 12. স্যার জেমস স্টিফেন কত সালে সাক্ষ্য আইনের খসড়া তৈরি করে? ১৮৭১ সালে ১৮৭২ সালে ১৮৮১ সালে ১৮৮২ সালে সঠিক উত্তর : ১৮৭১ সালে ; [প্রাথমিক ধারণা, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : ১৮৭১ সালে ; [প্রাথমিক ধারণা, সাক্ষ্য আইন] 13 / 45 13. সাক্ষ্য আইন কয়টি ধারা নিয়ে গঠিত? ১৬০ টি ১৬৫ টি ১৬৭ টি ১৬৮ টি সঠিক উত্তর : ১৬৭ টি ; [প্রাথমিক ধারণা, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : ১৬৭ টি ; [প্রাথমিক ধারণা, সাক্ষ্য আইন] 14 / 45 14. “Digital Signature Certificate” means any electronic signature certificate as defined in ..... .... . শুণ্যস্থানে কী বসবে? Digital Technology Security Act, 2018 Cyber Security Act, 2022 Digital Security Act, 2018 Information and Communication Technology Act, 2006 সঠিক উত্তর : Information and Communication Technology Act, 2006 ; [ধারা : ৩, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : Information and Communication Technology Act, 2006 ; [ধারা : ৩, সাক্ষ্য আইন] 15 / 45 15. সাধারণত একজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণের ধরণ হয় - [বার : ২০১৫] হ্যাঁ বোধক প্রশ্নবোধক প্রশ্ন ও হ্যাঁ বোধক বর্ণনামূলক সঠিক উত্তর : বর্ণনামূলক ; [ তাত্ত্বিক ধারণা : সাক্ষ্য আইন] সঠিক উত্তর : বর্ণনামূলক ; [ তাত্ত্বিক ধারণা : সাক্ষ্য আইন] 16 / 45 16. সাক্ষ্য আইন ১৮৭২ সালের কোন মাস থেকে কার্যকর হয় ? সেপ্টেম্বর জানুয়ারি ডিসেম্বর মার্চ সঠিক উত্তর : সেপ্টেম্বর ; [ধারা : ১, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : সেপ্টেম্বর ; [ধারা : ১, সাক্ষ্য আইন] 17 / 45 17. কোনো ডিজিটাল রেকর্ড দলিলের অন্তর্ভুক্ত হবে - এমন বিধান সাক্ষ্য আইনে কোন সালে যুক্ত হয়েছে? ২০১৮ সালে ২০২১ সালে ২০২২ সালে ২০২৩ সালে সঠিক উত্তর : ২০২২ সালে ; [ধারা : ৩, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : ২০২২ সালে ; [ধারা : ৩, সাক্ষ্য আইন] 18 / 45 18. ‘বিচার্য বিষয়’- এর সংজ্ঞা সাক্ষ্য আইনের কত ধারায় বলা আছে? ২ ধারা ৩ ধারা ৪১ ধারা ৪ ধারা সঠিক উত্তর : ৩ ধারা ; [ধারা : ৩, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : ৩ ধারা ; [ধারা : ৩, সাক্ষ্য আইন] 19 / 45 19. দণ্ডবিধির ২৯ ধারাটির সাথে সাক্ষ্য আইনের ৩ ধারার নিচে বর্ণিত কোন ধরনের মিল আছে? উভয় ধারাতেই ঘটনা’র সংজ্ঞা বর্ণিত আছে উভয় ধারাতেই অসাধুভাবে এর সংজ্ঞা বর্ণিত আছে উভয় ধারাতেই দলিল এর সংজ্ঞা বর্ণিত আছে বর্ণিত কোনোটিই সঠিক নয় সঠিক উত্তর : উভয় ধারাতেই দলিল এর সংজ্ঞা বর্ণিত আছে ; [ধারা : ৩, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : উভয় ধারাতেই দলিল এর সংজ্ঞা বর্ণিত আছে ; [ধারা : ৩, সাক্ষ্য আইন] 20 / 45 20. সাক্ষ্য আইন ১৮৭২ সালের কত নং আইন? ১ নং আইন ৫ নং আইন ৪৫ নং আইন ১০ নং আইন সঠিক উত্তর : ১ নং আইন ; [শিরোনাম, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : ১ নং আইন ; [শিরোনাম, সাক্ষ্য আইন] 21 / 45 21. সাক্ষ্য আইন এর খসড়া প্রস্তুত করেন কোন বিচারপতি? লর্ড মেকলে স্যার জেমস স্টিফেন লর্ড কর্নওয়ালিস স্যার ম্যাকলয়েড এন্ডারসন সঠিক উত্তর : স্যার জেমস স্টিফেন ; [প্রাথমিক ধারণা, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : স্যার জেমস স্টিফেন ; [প্রাথমিক ধারণা, সাক্ষ্য আইন] 22 / 45 22. Digital record” or “electronic record” - বলতে নিচের কোন আইনে সংজ্ঞায়িত ডিভাইসের তথ্য—উপাত্তকে বোঝাবে? Digital Technology Security Act, 2018 Cyber Security Act, 2022 Digital Security Act, 2018 Information and Communication Technology Act, 2006 সঠিক উত্তর : Digital Security Act, 2018 ; [ধারা : ৩, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : Digital Security Act, 2018 ; [ধারা : ৩, সাক্ষ্য আইন] 23 / 45 23. any fact from which, either by itself or in connection with other facts, the existence, non-existence, nature or extent of any right, liability, or disability, asserted or denied in any suit or proceeding, necessarily follows. - এটিকে সাক্ষ্য আইন অনুসারে কি বলা হয়? relevant relevant fact fact fact in issue সঠিক উত্তর : fact in issue ; [ধারা : ৩, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : fact in issue ; [ধারা : ৩, সাক্ষ্য আইন] 24 / 45 24. সাক্ষ্য আইনের ৩ ধারায় নিচের কোন শব্দটির সংজ্ঞা সবশেষ সংশোধনীতে যুক্ত করা হয়েছে? Digital Signature Certificate Digital Signature Certifying Authority বর্ণিত সবগুলোই সঠিক সঠিক উত্তর : বর্ণিত সবগুলোই সঠিক ; [ধারা : ৩, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : বর্ণিত সবগুলোই সঠিক ; [ধারা : ৩, সাক্ষ্য আইন] 25 / 45 25. সাক্ষ্য আইন অনুসারে আদালতের অনুমান কয় প্রকারের হতে পারে? ২ প্রকার ৩ প্রকার ৪ প্রকার ৫ প্রকার সঠিক উত্তর : ৩ প্রকার ; [ধারা : ৪, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : ৩ প্রকার ; [ধারা : ৪, সাক্ষ্য আইন] 26 / 45 26. সাক্ষ্য আইন কতটি অধ্যায়ে বিভক্ত? ১০ ১১ ২৩ ২৬ সঠিক উত্তর : ১১ ; [প্রাথমিক ধারণা, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : ১১ ; [প্রাথমিক ধারণা, সাক্ষ্য আইন] 27 / 45 27. Interpretation clause - এটি সাক্ষ্য আইনের কত ধারার শিরোনাম? ৩ ধারা ২ ধারা ৪ ধারা ১১ ধারা সঠিক উত্তর : ৩ ধারা ; [ধারা : ৩, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : ৩ ধারা ; [ধারা : ৩, সাক্ষ্য আইন] 28 / 45 28. সাক্ষ্য আইনের ৩ ধারায় Evidence এর সংজ্ঞায় নিচের কোন শব্দটিকে সবশেষ সংশোধনীতে যুক্ত করা হয়েছে? Digital Signature Certificate Certifying Authority Physical or forensic evidence Electronic Signature সঠিক উত্তর : Physical or forensic evidence ; [ধারা : ৩, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : Physical or forensic evidence ; [ধারা : ৩, সাক্ষ্য আইন] 29 / 45 29. সাক্ষ্য আইন, ১৮৭২ কার্যকর হয়- ১৮৭২ সালের ১লা জানুয়ারি ১৮৭২ সালের ১লা জুলাই ১৮৭২ সালের ১লা সেপ্টেম্বর ১৮৭২ সালের ১লা ডিসেম্বর সঠিক উত্তর : ১৮৭২ সালের ১লা সেপ্টেম্বর ; [ধারা : ১, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : ১৮৭২ সালের ১লা সেপ্টেম্বর ; [ধারা : ১, সাক্ষ্য আইন] 30 / 45 30. দলিলের সংজ্ঞা সাক্ষ্য আইনে কত ধারার বিষয়বস্তু? ২ ধারা ৩ ধারা ৪ ধারা ৫ ধারা সঠিক উত্তর : ৩ ধারা ; [ধারা : ৩, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : ৩ ধারা ; [ধারা : ৩, সাক্ষ্য আইন] 31 / 45 31. “Digital Signature” or “electronic Signature” means any electronic signature as defined in ..... .... .- শুণ্যস্থানে কী বসবে? Digital Technology Security Act, 2018 Cyber Security Act, 2022 Digital Security Act, 2018 Information and Communication Technology Act, 2006 সঠিক উত্তর : Information and Communication Technology Act, 2006 ; [ধারা : ৩, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : Information and Communication Technology Act, 2006 ; [ধারা : ৩, সাক্ষ্য আইন] 32 / 45 32. সাক্ষ্য আইন নিচের কোন আইনের ক্ষেত্রে কার্যকর হয় না? যৌতুক নিরোধ আইন বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪ আইনজীবীর বিরুদ্ধে কোনো অভিযোগ ওঠার সময় ১৯৫২ সালের সেনাবাহিনী আইন সঠিক উত্তর : ১৯৫২ সালের সেনাবাহিনী আইন ; [ধারা : ১, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : ১৯৫২ সালের সেনাবাহিনী আইন ; [ধারা : ১, সাক্ষ্য আইন] 33 / 45 33. ‘অপ্রমাণিত’- এর সংজ্ঞা সাক্ষ্য আইনের কত ধারায় বলা আছে? ৪ ধারা ৯১ ধারা ৩ ধারা ৭ ধারা সঠিক উত্তর : ৩ ধারা ; [ধারা : ৩, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : ৩ ধারা ; [ধারা : ৩, সাক্ষ্য আইন] 34 / 45 34. একটি মামলার বিচার্য বিষয়ের উদ্ভব হয় কোথায় থেকে? বিচার চলাকালে বিচারকের মন্তব্য থেকে পুলিশের কোনো ভূমিকা থেকে দাবিকৃত বা অস্বীকৃত কোনো বিষয়বস্তু থেকে ম্যাজিস্ট্রেট মামলা আমলে নেয়ার সময় করা মন্তব্য থেকে সঠিক উত্তর : দাবিকৃত বা অস্বীকৃত কোনো বিষয়বস্তু থেকে ; [ধারা : ৩, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : দাবিকৃত বা অস্বীকৃত কোনো বিষয়বস্তু থেকে ; [ধারা : ৩, সাক্ষ্য আইন] 35 / 45 35. সাক্ষ্য আইন মূলত কি ধরনের আইন? প্রতিকারমূলক আইন মূল আইন পদ্ধতিগত আইন সাংবিধানিক আইন সঠিক উত্তর : পদ্ধতিগত আইন ; [প্রাথমিক ধারণা, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : পদ্ধতিগত আইন ; [প্রাথমিক ধারণা, সাক্ষ্য আইন] 36 / 45 36. দলিল বলতে নিচের কোনগুলোকে বোঝাবে? পদার্থের উপরে কোন অক্ষর যা প্রকাশিত কোনো সংকেত দ্বারা কিছু বোঝানো হচ্ছে এমন অ্যাফিডেভিট বর্ণিত সবগুলো সঠিক উত্তর : বর্ণিত সবগুলো ; [ধারা : ৩, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : বর্ণিত সবগুলো ; [ধারা : ৩, সাক্ষ্য আইন] 37 / 45 37. “Certifying Authority” means Certificate issuing Authority as defined in ..... .... . - শুণ্যস্থানে কী বসবে? Digital Technology Security Act, 2018 Cyber Security Act, 2022 Digital Security Act, 2018 Information and Communication Technology Act, 2006 সঠিক উত্তর : Information and Communication Technology Act, 2006 ; [ধারা : ৩, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : Information and Communication Technology Act, 2006 ; [ধারা : ৩, সাক্ষ্য আইন] 38 / 45 38. কখন কোনো একটি ঘটনাকে অপ্রমাণিত বলা যায়? যখন উক্ত ঘটনা প্রমাণিত না হয় যখন উক্ত ঘটনা মিথ্য প্রমাণিত না হয় যখন উক্ত ঘটনা আংশিক প্রমাণিত ও আংশিক মিথ্যা প্রমাণিত হয় ক ও খ উভয়ই সঠিক উত্তর : ক ও খ উভয়ই ; [ধারা : ৩, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : ক ও খ উভয়ই ; [ধারা : ৩, সাক্ষ্য আইন] 39 / 45 39. সাক্ষ্য আইন অনুসারে - A fact is said ....... when it is neither proved nor disproved - শুণ্যস্থানে কী বসবে? not to be proved disproved proved not in issue সঠিক উত্তর : not to be proved ; [ধারা : ৩, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : not to be proved ; [ধারা : ৩, সাক্ষ্য আইন] 40 / 45 40. The Evidence Act, 1872 অনুযায়ী নিম্নের কোনটি সঠিক নয়? [বার : ২০২২] মানচিত্র একটি দলিল মুদ্রিত বই একটি দলিল ব্যঙ্গচিত্র দলিল নয় বেসরকারি দপ্তরের হিসাব বই একটি দলিল সঠিক উত্তর : ব্যঙ্গচিত্র দলিল নয় ; [ধারা : ৩, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : ব্যঙ্গচিত্র দলিল নয় ; [ধারা : ৩, সাক্ষ্য আইন] 41 / 45 41. নিম্নের কোন বিষয়টি `Shall Presume’ এর অন্তভুর্ক্ত? [বার : ২০২০] document of power-of-attorney foreign judicial record telegraphic message ৩০ 30 years old document সঠিক উত্তর : document of power-of-attorney ; [ধারা : ৪, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : document of power-of-attorney ; [ধারা : ৪, সাক্ষ্য আইন] 42 / 45 42. The Evidence Act, 1872 প্রণয়ন করেন- [জুডি. : ২০১৮] James Spenser James Stuart James Stephen James Steven সঠিক উত্তর : James Stephen ; [ইতিহাস, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : James Stephen ; [ইতিহাস, সাক্ষ্য আইন] 43 / 45 43. সাক্ষ্য আইনের কোন ধারায় সাক্ষ্যের সংজ্ঞা দেওয়া আছে? ২ ধারায় ৩ ধারায় ৪ ধারায় ৫ ধারায় সঠিক উত্তর : ৩ ধারায় ; [ধারা : ৩, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : ৩ ধারায় ; [ধারা : ৩, সাক্ষ্য আইন] 44 / 45 44. সাক্ষ্য আইন কত সালে প্রণীত হয়? ১৮৬০ সালে ১৮৭২ সালে ১৮৭৭ সালে ১৮৯৮ সালে সঠিক উত্তর : ১৮৭২ সালে ; [আইনের শিরোনাম, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : ১৮৭২ সালে ; [আইনের শিরোনাম, সাক্ষ্য আইন] 45 / 45 45. সাক্ষ্য আইনের কোন ধারায় ‘ঘটনা’র সংজ্ঞা দেওয়া আছে? ২ ধারায় ৩ ধারায় ৪ ধারায় ৫ ধারায় সঠিক উত্তর : ৩ ধারায় ; [ধারা : ৩, সাক্ষ্য আইন] সঠিক উত্তর : ৩ ধারায় ; [ধারা : ৩, সাক্ষ্য আইন] Your score is Facebook 0% Restart quiz