আইনকানুন একাডেমি

/42
4

CrPC [87-105] - Advanced Exam

এখানে ফৌজদারি কার্যবিধির ৮৭-১০৫ ধারাসমূহ নিয়ে অ্যাডভান্সড লেভেলের এমসিকিউ টেস্ট আছে। সংশ্লিষ্ট ধারাগুলো পড়ে নিয়ে এটি অনুশীলন করুন।

এখানে আপনার নাম ও ফোন নাম্বার লিখুন। ইমেইলটি লেখা বাধ্যতামূলক নয়; তবে, ইমেইল এড্রেস দিলে আপনার ইমেইলে বিস্তারিত ফলাফল চলে যাবে।

1 / 42

1. ফৌজদারি কার্যবিধি অনুযায়ী ক্রোকী কোনো সম্পত্তি যদি রিসিভার নিয়োগ করে তত্ত্বাবধান করতে হয় তাহলে উক্ত রিসিভার নিচের কোন বিধান অনুসারে দায়িত্ব পালন করবেন?

2 / 42

2. seizure list ফৌজদারি কার্যবিধির কোন ধারা অনুসারে প্রস্তুতকৃত হয়?

3 / 42

3. সরকার The Code of Criminal Procedure, 1898 এর কোন ধারা বলে অশ্ল­ীলতার অভিযোগে কোনো পুস্তক বাজেয়াপ্ত করে? [বার : ২০২০]

4 / 42

4. পলাতক ব্যক্তির জন্য হুলিয়া জারি হলে হুলিয়া প্রকাশের পরে একটি নির্দিষ্ট সময়ে তাকে হাজির হবার জন্য আদালত নির্দেশ দিয়ে থাকে। এক্ষেত্রে হুলিয়াধীন ব্যক্তি হাজির হবার জন্য কমপক্ষে কতদিনের সময় পাবে?

5 / 42

5. ক্রোকের আদেশ হওয়া সম্পত্তিটি জীবন্ত প্রাণী বা দ্রুত ক্ষয়শীল কোনো কিছু হলে আদালত নিচের কোন পদক্ষেপ নিতে পারেন?

6 / 42

6. When search-warrant may be issued- এটি ফৌজদারি কার্যবিধির কোন ধারার বিষয়বস্তু?

7 / 42

7. Bankers’ Books Evidence Act, 1891 অনুসারে কোনো দলিল বা তথ্য হাজির করার নির্দেশ দিতে হলে নিচের কোন ক্ষেত্রে দায়রা জজের অনুমতিক্রমে তা হাজির করার নির্দেশ দিতে হবে?

8 / 42

8. `Attachment of property of person absconding’- এটি ফৌজদারি কার্যবিধির কোন ধারার বিষয়বস্তু?

9 / 42

9. সরকার কর্তৃক কোনো প্রকাশনা বাজেয়াপ্তির ঘোষণা হলে সংক্ষুব্ধ পক্ষ ফৌজদারি কার্যবিধির কোন ধারামতে হাইকোর্টে তা বাতিল করার আবেদন করতে পারেন?

10 / 42

10. ফৌজদারি কার্যবিধির ৯৯ক ধারামতে কোনো প্রকাশনা বাজেয়াপ্তির আদেশের বিরুদ্ধে প্রতিকার কী?

11 / 42

11. বাংলাদেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী বা প্রধান বিচারপতি প্রমুখদের প্রতি মানহানিকর হলে সরকার তা বাজেয়াপ্ত করতে পারে কত ধারা অনুসারে?

12 / 42

12. ফৌজদারি কার্যবিধিতে দলিল বা অন্যান্য জিনিস হাজির করার জন্য সমন কত ধারার বিষয়বস্তু?

13 / 42

13. হুলিয়াধীন ব্যক্তি নির্দিষ্ট সময়ের ভেতরে আদালতে উপস্থিত হলে ক্রোককৃত সম্পত্তির পরিণতি হিসেবে বা আদালতের করণীয় হিসেবে নিচের কোনটি সঠিক?

14 / 42

14. ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮ এর কোন ধারায় বেআইনিভাবে আটক ব্যক্তিকে উদ্ধারে সার্চ ওয়ারেন্ট সম্পর্কে বলা হয়েছে? [জুডি. : ২০১৭]

15 / 42

15. কোথাও চোরাই মাল আছে বলে বিশ্বাস করার কারণ থাকলে সেখানে তল্লাশি করা যায় ফৌজদারি কার্যবিধির কত ধারার বিধান অনুসারে?

16 / 42

16. পলাতক ব্যক্তির জন্য হুলিয়া সম্পর্কে ফৌজদারি কার্যবিধির কোন ধারায় বলা আছে?

17 / 42

17. `Discovery of Persons Wrongfully Confined’- এটি ফৌজদারি কার্যবিধির কোন ধারার শিরোনাম?

18 / 42

18. পলাতক আসামির ক্রোককৃত সম্পত্তিতে অন্য কোনো ব্যক্তি ক্রোকের কতদিনের মধ্যে তার নিজ স্বার্থ দাবী করতে পারে? [বার : ২০২০]

19 / 42

19. সরকার কর্তৃক নিচে বর্ণিত কোন ধরণের প্রকাশনা বাজেয়াপ্ত ঘোষণা করার বিধান ফৌজদারি কার্যবিধিতে বর্ণিত রয়েছে?

20 / 42

20. Search of house ফৌজদারি কার্যবিধির কোন ধারার বিষয়বস্তু?

21 / 42

21. ফৌজদারি কার্যবিধি অনুসারে পলাতক ব্যক্তির জন্য হুলিয়ার কারণে ক্রোককৃত সম্পত্তিতে কোনো স্বত্ববান ব্যক্তির দাবি আংশিক বা সম্পূর্ণ অগ্রাহ্য করা হলে উক্ত ব্যক্তি কতদিনের ভেতরে তা পুনরুদ্ধারের মোকদ্দমা করতে পারবেন?

22 / 42

22. সরকার কর্তৃক কোনো প্রকাশনা বাজেয়াপ্তির ঘোষণা হলে এবং তা বাতিলের দাবিতে করা হাইকোর্টের যে বিশেষ বেঞ্চ এটি শ্রবণ করবেন তা কতজনের বিচারকের সমন্বয়ে গঠিত হবে -

23 / 42

23. ফৌজদারি কার্যবিধির ৯৪ ধারা মোতাবেক কোনো দলিল অথবা অন্যান্য জিনিস হাজির করার ব্যাপারে সাক্ষ্য আইনের কোন কোন ধারার বিধানকে প্রভাবিত করবে না বলে উক্ত ধারায় বিধান রয়েছে?

24 / 42

24. বাংলাদেশের বাইরে ওয়ারেন্ট জারি করার বিধান ফৌজদারি কার্যবিধির কোন ধারার বিষয়বস্তু?

25 / 42

25. সরকারের কোনো সংবাদপত্র বা পুস্তক বা কোনো দলিলে তা যেখানেই মুদ্রিত হোক না কেন তা বাজেয়াপ্ত করতে পারে যদি তা—?

26 / 42

26. ক্রোকের আদেশ হওয়া সম্পত্তিটি স্থাবর সম্পত্তি হলে এবং রাজস্ব প্রদানকারী সম্পত্তি হলে উক্ত স্থাবর সম্পত্তিটি কার মাধ্যমে ক্রোক করতে হবে?

27 / 42

27. একজন পলাতক ব্যক্তির প্রতি হুলিয়ার কারণে সম্পত্তি ক্রোক হলে তা উক্ত পলাতক ব্যক্তি কতদিনের ভেতরে পুনরুদ্ধারের আবেদন করতে পারবে?

28 / 42

28. বেআইনিভাবে আটক ব্যক্তিকে উদ্ধারে তল্লাশি পরোয়ানার আদেশ নিম্নোক্ত কোন ম্যাজিস্ট্রেট দিতে পারেন?

29 / 42

29. বাংলাদেশের বাইরে সমন জারি করার বিধান ফৌজদারি কার্যবিধির কোন ধারার বিষয়বস্তু?

30 / 42

30. ফৌজদারি কার্যবিধি অনুসারে পলাতক ব্যক্তির জন্য হুলিয়ার কারণে ক্রোককৃত সম্পত্তিতে কোন কারণে অন্য কোনো ব্যক্তি দাবি বা আপত্তি করতে পারেন?

31 / 42

31. `General Provisions Relating to Searches’- ফৌজদারি কার্যবিধিতে এ সংক্রান্ত ধারাসমূহ কোনগুলো?

32 / 42

32. পলাতক ব্যক্তির সম্পত্তি ক্রোক করা যায় ফৌজদারি কার্যবিধির কত ধারা অনুযায়ী?

33 / 42

33. ফৌজদারি কার্যবিধির ১০০ ধারার বিষয়বস্তু হিসেবে নিচের কোনটি সঠিক?

34 / 42

34. Bankers’ Books Evidence Act, 1891 অনুসারে কোনো দলিল বা তথ্য হাজির করার নির্দেশ দিতে হলে নিচের কোন ক্ষেত্রে হাইকোর্টের বিভাগের অনুমতিক্রমে তা হাজির করার নির্দেশ দিতে হবে?

35 / 42

35. পলাতক ব্যক্তির সম্পত্তি ক্রোক করা যায় কোন সময় হতে?

36 / 42

36. Proclamation for person absconding’- এটি ফৌজদারি কার্যবিধির কোন ধারার বিষয়বস্তু?

37 / 42

37. ফৌজদারি কার্যবিধির ১০২ ধারা অনুসারে তল্লাশি করতে গিয়ে যদি কোনো স্থানে প্রবেশ করা না যায় তাহলে উক্ত কার্যবিধির কোন ধারা মোতাবেক কোনো ওয়ারেন্ট প্রয়োগকারী ব্যক্তি অগ্রসর হতে পারবেন?

38 / 42

38. দলিল হাজির করার জন্য তল্লাশি পরোয়ানা ইস্যু করা যায় ফৌজদারি কার্যবিধির কত ধারা মোতাবেক?

39 / 42

39. সরকার কর্তৃক কোনো প্রকাশনা বাজেয়াপ্তির ঘোষণা হলে সংক্ষুব্ধ পক্ষ কতদিনের ভেতরে হাইকোর্টে তা বাতিল করার আবেদন করতে পারেন?

40 / 42

40. কোনো স্থানে তল্লাশি করতে হলে কমপক্ষে কতজন সাক্ষীর উপস্থিতিতে তল্লাশিটি করতে হবে?

41 / 42

41. ফৌজদারি কার্যবিধি অনুসারে পলাতক ব্যক্তির জন্য হুলিয়ার কারণে ক্রোককৃত সম্পত্তিতে কোনো স্বত্ব দাবি কত সময়ের ভেতরে করতে হয়?

42 / 42

42. সরকার কোনো সংবাদপত্র বা পুস্তক বা কোনো দলিলে, তা যেখানেই মুদ্রিত হোক না কেন তা বাজেয়াপ্ত করতে পারে যদি তা - ?

Your score is

0%