আইনকানুন একাডেমি

/53
52

CrPC [6-25] - Advanced Exam

এখানে ফৌজদারি কার্যবিধির ৬-২৫ ধারাসমূহ নিয়ে অ্যাডভান্সড লেভেলের এমসিকিউ টেস্ট আছে। সংশ্লিষ্ট ধারাগুলো পড়ে নিয়ে এটি অনুশীলন করুন।

এখানে আপনার নাম ও ফোন নাম্বার লিখুন। ইমেইলটি লেখা বাধ্যতামূলক নয়; তবে, ইমেইল এড্রেস দিলে আপনার ইমেইলে বিস্তারিত ফলাফল চলে যাবে।

1 / 53

1. প্রত্যেকটি দায়রা বিভাগে কত শ্রেণির জজ থাকবে? [বার : ২০২৩]

2 / 53

2. নিম্নের কোন ব্যক্তি পদাধিকার বলে জাস্টিস অব দি পিস? [বার : ২০২০]

3 / 53

3. Ex-officio Justices of the Peace — ফৌজদারি কার্যবিধির কোন ধারার বিধান?

4 / 53

4. কোনো দায়রা জজের অনুপস্থিতিতে নিচের কোন আদালত কোনো জরুরি বিষয়ের নিষ্পত্তি করতে পারেন?

5 / 53

5. বাংলাদেশে ফৌজদারি আদালত কয় শ্রেণির? [বার : ২০২০]

6 / 53

6. Subordination of Executive, Judicial and Metropolitan Magistrates- এটি ফৌজদারি কার্যবিধির কোন ধারার বিষয়বস্তু?

7 / 53

7. ঢাকা জেলার অন্তর্ভুক্ত কোনো ম্যাজিস্ট্রেট এর বিচার্য মামলার ধরণ সম্পর্কে কে বিধি প্রণয়ন করতে পারেন?

8 / 53

8. সমগ্র বাংলাদেশের জাস্টিসেস অব দ্য পিস কে?

9 / 53

9. কোনো মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকে যখন বিশেষভাবে ক্ষমতা প্রদান করা হয় তখন তাকে কী নামে অভিহিত করতে হয়?

10 / 53

10. জেলা পর্যায়ে সাধারণত কত প্রকারের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থাকে? [জুডি. : ২০১০]

11 / 53

11. বিশেষ ম্যাজিস্ট্রেট এর নিয়োগ নিম্নোক্ত কোন প্রকারে কীভাবে হতে পারে?

12 / 53

12. ফৌজদারি কার্যবিধি অনুযায়ী কে পদাধিকারবলে জাস্টিস অব দ্য পিস হতে পারেন না?

13 / 53

13. কোনো যুগ্ম দায়রা জজের কর্ম কে বণ্টন করে থাকেন?

14 / 53

14. কে ১ম শ্রেণির ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রয়োগ করেন? [বার : ২০১৩]

15 / 53

15. ফৌজদারি কার্যবিধিতে ম্যাজিস্ট্রেটগণকে প্রধানত কত প্রকারে ভাগ করা হয়? [বার : ২০১২]

16 / 53

16. একজন দায়রা জজ কোন এলাকার জন্য জাস্টিস অব দ্য পিস হতে পারেন?

17 / 53

17. ফৌজদারি কার্যবিধির ১৫ ধারামতে `The Government may direct any two or more Magistrates in any place outside a .......... to sit together as a Bench’ - শুন্যস্থানে কী বসবে?

18 / 53

18. দায়রা আদালত মহানগর এলাকায় কি আদালত নামে পরিচিত?

19 / 53

19. কোনো দায়রা জজকে কে নিয়োগ দিয়ে থাকেন?

20 / 53

20. অন্যান্য বিশেষ আইনে গঠিত ফৌজদারি আদালত ব্যতীত সুপ্রিম কোর্টসহ কয় ধরনের ফৌজদারি আদালতের অস্তিত্ব আছে?

21 / 53

21. অতিরিক্ত দায়রা জজ নিয়োগ হয়-

22 / 53

22. সকল মেট্রোপলিটন এলাকা একেকটি দায়রা বিভাগ হিসেবে পরিগণিত হবে - এটির আইনগত ভিত্তি ফৌজদারি কার্যবিধির কোথায় বর্ণিত আছে?

23 / 53

23. Appointment of Metropolitan Magistrates- ফৌজদারি কার্যবিধির কোন ধারার বিষয়বস্তু?

24 / 53

24. মহানগর দায়রা আদালতের বিচারকের নাম কি?

25 / 53

25. একজন চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তার অধস্তন ম্যাজিস্ট্রেটগণের বসার সময়, স্থান বা বিচার্য বিষয়ের শ্রেণি সম্পর্কে বিধি প্রণয়ন করতে পারেন - এই ক্ষমতা ফৌজদারি কার্যবিধির কোথায় বর্ণিত আছে?

26 / 53

26. কোনো জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এর এজলাসে বসার সময় ও স্থান সম্পর্কে কে প্রয়োজনীয় বিধি প্রণয়ন করতে পারেন?

27 / 53

27. কোনো চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তার অধস্তন ম্যাজিস্ট্রেটদের ওপর অন্য কার অনুরূপে ক্ষমতা প্রয়োগ করতে পারেন?

28 / 53

28. কোনো চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নিচে বর্ণিত কার অধীনস্ত থাকেন?

29 / 53

29. জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটদের নিয়োগ দেওয়া হয়-

30 / 53

30. কোনো অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নিম্নোক্ত কোন পদাধিকারী ব্যক্তির ক্ষমতার অনুরূপ ক্ষমতা চর্চা করতে পারেন?

31 / 53

31. ফৌজদারি কার্যবিধির ৬ ধারার বিষয়বস্তু হিসেবে নিচের কোনটি সঠিক?

32 / 53

32. মহানগর এলাকার প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট কি নামে পরিচিত?

33 / 53

33. নিচে বর্ণিত কোন পদের পদাধিকারীকে সরকার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে কার্যসম্পাদনের আদেশ দিতে পারেন?

34 / 53

34. দায়রা আদালতে কয়টি স্তরের বিচারক থাকতে পারে? [বার : ২০১২]

35 / 53

35. বিশেষ ম্যাজিস্ট্রেট এর অফিস ও আদালতের প্রাথমিক পরিচয় সম্পর্কে ফৌজদারি কার্যবিধির কত ধারায় বলা আছে?

36 / 53

36. Code of Criminal Procedure, 1898 — এর কোন ধারায় ফৌজদারি আদালতসমূহের শ্রেণিবিভাগ করা হয়েছে? [জুডি. : ২০০৮]

37 / 53

37. কোনো চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটসহ অন্যান্য মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নিচে বর্ণিত কার অধীনস্ত হয়ে থাকেন?

38 / 53

38. একজন চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তার অধস্তন ম্যাজিস্ট্রেটগণের বসার সময়, স্থান বা বিচার্য বিষয়ের শ্রেণি সম্পর্কে বিধি প্রণয়ন করতে পারেন - এই ক্ষমতা ফৌজদারি কার্যবিধির কোথায় বর্ণিত আছে?

39 / 53

39. ম্যাজিস্ট্রেটগণকে কয়ভাগে প্রধানত ভাগ করা যায়?

40 / 53

40. যেকোনো ধরণের বিশেষ ম্যাজিস্ট্রেট এর নিয়োগ সম্পর্কে ফৌজদারি কার্যবিধির কোন ধারায় বিধান বর্ণিত আছে?

41 / 53

41. হানগর এলাকার ম্যাজিস্ট্রেটদের প্রধান কী নামে পরিচিত?

42 / 53

42. মহানগর যুগ্ম দায়রা জজবৃন্দের কর্মবণ্টন কে করে থাকেন?

43 / 53

43. ঢাকা মহানগরী এলাকার কোনো ম্যাজিস্ট্রেট এর বিচার্য মামলার ধরণ সম্পর্কে কে বিধি প্রণয়ন করতে পারেন?

44 / 53

44. প্রতিটি জেলায় সর্বোচ্চ ফৌজদারি আদালতের বিচারক হন— [বার : ২০১৫]

45 / 53

45. নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নিয়োগ দেওয়া হয়-

46 / 53

46. নির্বাহী ম্যাজিস্ট্রেটগণের আদালত ও অফিস সম্পর্কে ফৌজদারি কার্যবিধির কোন ধারায় বিধান রয়েছে?

47 / 53

47. যুগ্ম দায়রা জজবৃন্দের অধীনতা ফৌজদারি কার্যবিধির কত ধারার বিষয়বস্তু?

48 / 53

48. কোনো মহানগরী এলাকার ম্যাজিস্ট্রেট এর এজলাসে বসার সময় ও স্থান সম্পর্কে কে প্রয়োজনীয় বিধি প্রণয়ন করতে পারেন?

49 / 53

49. প্রতিটি জেলায় নির্বাহী ম্যাজিস্ট্রেটদের সর্বোচ্চ পদ হচ্ছে— [বার : ২০১৫]

50 / 53

50. বাংলাদেশ সংবিধানের কত অনুচ্ছেদে বিচারকদের নিয়োগ বিষয়ে বলা আছে?

51 / 53

51. কোনো জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটকে কে নিয়োগ দিয়ে থাকেন?

52 / 53

52. প্রত্যেক মহানগর এলাকায় অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয় কীভাবে?

53 / 53

53. কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেটকে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে কার্যসম্পাদনের আদেশ দিতে সরকার কার সাথে পরামর্শ করবেন?

Your score is

0%