আইনকানুন একাডেমি

/66
1

CrPC [476-525] - Advanced Exam

এখানে ফৌজদারি কার্যবিধির ৪৭৬-৫২৫ ধারাসমূহ নিয়ে অ্যাডভান্সড লেভেলের এমসিকিউ টেস্ট আছে। সংশ্লিষ্ট ধারাগুলো পড়ে নিয়ে এটি অনুশীলন করুন।

এখানে আপনার নাম ও ফোন নাম্বার লিখুন। ইমেইলটি লেখা বাধ্যতামূলক নয়; তবে, ইমেইল এড্রেস দিলে আপনার ইমেইলে বিস্তারিত ফলাফল চলে যাবে।

1 / 66

1. ম্যাজিস্ট্রেট কতৃর্ক জামিন না মঞ্জুরের আদেশের বিরুদ্ধে কোন আদালতে জামিনের আবেদন করা যাবে? [জুডি. : ২০১২]

2 / 66

2. কোনো আসামির পক্ষে জামিনদার নিজেকে প্রত্যাহারের আবেদন করতে পারেন ফৌজদারি কার্যবিধির কোন ধারা অনুসারে?

3 / 66

3. পাবলিক প্রসিকিউটর আদালতের অনুমতিসাপেক্ষে মামলা প্রত্যাহার করতে পারে ফৌজদারি কার্যবিধির কোন ধারা অনুযায়ী?

4 / 66

4. আগাম জামিন [Anticipatory bail] বলতে নিম্নের কোনটিকে বুঝাবে? [জুডি. : ২০১৩]

5 / 66

5. The Code of Crimininal Procedure, 1898 এর কোন ধারার বিধান অনুযায়ী হাইকোর্ট বিভাগের direction of the nature of a habeas corpus ইস্যু করার ক্ষমতা রয়েছে? [বার : ২০২০]

6 / 66

6. অ্যাফিডেভিটের মাধ্যমে আনুষ্ঠানিক ধরণে সাক্ষ্য প্রদান করলে তা সাক্ষ্য হিসেবে ফৌজদারি মামলায় গ্রহণযোগ্য হতে পারে - এটি ফৌজদারি কার্যবিধির কোন ধারার বিষয়বস্তু?

7 / 66

7. একটি ফৌজদারি মামলায় সাক্ষীর জবানবন্দি গ্রহণের জন্য কমিশন গঠন বা প্রেরণের ক্ষমতা ফৌজদারি কার্যবিধির কোন ধারায় দেওয়া আছে?

8 / 66

8. কোনো আসামির পক্ষে জামিনদার নিজেকে প্রত্যাহারের আবেদন আদালত মঞ্জুর করলে উক্ত আসামির পরিণতি কী হবে?

9 / 66

9. একটি ফৌজদারি আদালত চিকিৎসক সাক্ষীকে কার্যবিধির কোন ধারাবলে সমন প্রদান করতে পারেন?

10 / 66

10. জামিনযোগ্য অপরাধে জামিনের দরখাস্ত ফৌজদারি কার্যবিধির কোন ধারানুসারে করবেন আপনি?

11 / 66

11. আসামির বিরুদ্ধে রায় ঘোষণার পূর্বের্ প্রসিকিউশন কোনো মামলা প্রত্যাহার করলে ফলাফল হবে—

12 / 66

12. ময়না তদন্তের রিপোর্ট স্বয়ং সাক্ষ্য হিসেবে মর্যাদা পাবে — এটি ফৌজদারি কার্যবিধির কোন ধারায় বর্ণিত আছে?

13 / 66

13. অজামিনযোগ্য অপরাধের ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধির ৪৯৭ ধারাবলে আসামির কোন অবস্থাটি বিবেচনায় আদালত জামিন দিতে পারে? [বার : ২০১২]

14 / 66

14. স্থাবর সম্পত্তির দখল প্রকৃত দখলকারকে সম্পত্তিটি ফিরিয়ে দেওয়ার আদেশ ফৌজদারি কার্যবিধির কত ধারামতে দেওয়া যায়?

15 / 66

15. চিকিৎসক সাক্ষীর জবানবন্দি বিষয়ে ফৌজদারি কার্যবিধির কোন ধারায় বলা আছে?

16 / 66

16. সরকারের মামলা পরিচালনার পদ্ধতি ফৌজদারি কার্যবিধির কোন ধারায় বর্ণিত রয়েছে?

17 / 66

17. কোনো জব্দকৃত সম্পত্তির দাবীদার .... এর মধ্যে তা দাবী না করলে সেটি সরকারের হেফাজতে চলে যাবে। [বার : ২০২০]

18 / 66

18. পূর্ববর্তী দণ্ড অথবা খালাস প্রাপ্তির বিষয়টি আদালতে কয়ভাবে প্রমাণ করা যায়?

19 / 66

19. পূর্ববর্তী দণ্ড অথবা খালাস প্রাপ্তির বিষয়ে প্রমাণ করার সময়ে অতিরিক্ত আর কোন বিষয়টি প্রমাণের প্রয়োজন পড়ে ফৌজদারি কার্যবিধি অনুসারে?

20 / 66

20. কে পাবলিক প্রসিকিউটর নিয়োগ করতে পারে? [বার : ২০১৩]

21 / 66

21. Previous conviction or acquittal how proved - এটি ফৌজদারি কার্যবিধির কোন ধারার বিধান?

22 / 66

22. Effect of withdrawal from prosecution - কার্যবিধির কোন ধারার বিধান?

23 / 66

23. স্থাবর সম্পত্তির পুনরুদ্ধারের ক্ষমতা - ফৌজদারি কার্যবিধির কোন ধারার বিধান?

24 / 66

24. জামিন অযোগ্য অপরাধে জামিনের দরখাস্ত ফৌজদারি কার্যবিধির কোন ধারানুসারে করবেন আপনি?

25 / 66

25. ফৌজদারি মামলায় সাক্ষী হিসেবে তলব না করেই নিচের কোন বিষয়গুলো সাক্ষ্যে ব্যবহার করা যেতে পারে?

26 / 66

26. আদালত বেইল বন্ডের জন্য অধিক পরিমাণ অর্থ নির্ধারণ করলে উক্ত অর্থ যুক্তিসঙ্গত হারে কমানোর জন্য আবেদন করতে হয় — [বার : ২০১৭]

27 / 66

27. জামিনযোগ্য অপরাধের জামিনের বিধান কার্যবিধির কোন ধারার বিষয়বস্তু?

28 / 66

28. আগাম জামিন কোন কোন আদালত প্রদান করতে পারে?

29 / 66

29. অ্যাডভোকেট ব্যতীত পাবলিক প্রসিকিউটরের অনুপস্থিতিতে কোন ধরনের ব্যক্তিকে পাবলিক প্রসিকিউটর হিসেবে সরকার নিয়োগ দিতে পারেন?

30 / 66

30. কোনো পাবলিক প্রসিকিউটর সংশ্লিষ্ট আদালতে কোনো লিখিত অনুমতি ছাড়াই হাজির হতে পারবেন - এটি কোন ফৌজদারি কার্যবিধির কোন ধারার বিধান?

31 / 66

31. ‘হেবিয়াস কর্পাস’ এর ধারণা সংশ্লিষ্ট ধারা ফৌজদারি কার্যবিধিতে কোনটি?

32 / 66

32. The Code of Criminal Procedure, 1898 এর Section 476 এর অধীন Complaint দায়েরের আবেদন প্রত্যাখান করে দেওয়ানি আদালত কতৃর্ক প্রদত্ত আদেশের বিরুদ্ধে— [জুডি. : ২০১৫]

33 / 66

33. আগাম জামিন [Anticipatory bail] সংক্রান্ত ধারা ফৌজদারি কার্যবিধিতে কোনটি?

34 / 66

34. মৃত্যুদণ্ডে বা যাবজ্জীবন দণ্ডে দণ্ডনীয় কোনো অপরাধ করেছে এমন কোনো সন্দেহ হবার যুক্তিসঙ্গত কারণ থাকলে এবং তা জামিনঅযোগ্য হলেও নিচে বর্ণিত কোন কারণে একজনকে আদালত জামিন দিতে পারে?

35 / 66

35. জামিন অযোগ্য অপরাধ হলেও নিম্নের কোন ব্যক্তির জামিন মঞ্জুর করা যেতে পারে? [বার : ২০২২]

36 / 66

36. আসামির বিরুদ্ধে চার্জ গঠনের পূর্বে প্রসিকিউশন কোনো মামলা প্রত্যাহার করলে ফলাফল হবে— [জুডি. : ২০১৩]

37 / 66

37. আদালতের হেফাজতে রক্ষিত অপরাধ সংক্রান্ত কোনো সম্পত্তি ফেরৎ পাওয়ার জন্য আদালতে কী দাখিল করা আবশ্যক? [বার : ২০২২]

38 / 66

38. আসামির অনুপস্থিতিতে সাক্ষ্য লিপিবদ্ধকরণ - ফৌজদারি কার্যবিধির কোন ধারার বিষয়বস্তু?

39 / 66

39. কোনো পুলিশ অফিসার ফৌজদারি কার্যবিধির কোন ধারামতে একজন বিনা পরোয়ানায় আটক ব্যক্তিকে জামিন দিতে পারেন?

40 / 66

40. আগাম জামিনের আবেদন ফৌজদারি কার্যবিধির কোন ধারানুসারে করা হয়?

41 / 66

41. When bail may be taken in case of non-bailable offence - এটি ফৌজদারি কার্যবিধির কোন ধারার বিধান?

42 / 66

42. পাবলিক প্রসিকিউটর কোন সময়ে মামলা প্রত্যাহার করতে পারেন?

43 / 66

43. ফৌজদারি কার্যবিধির ৫১৭ ধারার বিষয়বস্তু হিসেবে নিচের কোনটি সঠিক?

44 / 66

44. ফৌজদারি কার্যবিধির কোন ধারামতে সম্পত্তি বা দলিল বাজেয়াপ্ত করা হয়? [বার : ২০১৭]

45 / 66

45. কারাগারে আটক কোনো ব্যক্তির জামিন মঞ্জুর হলে আদালত কাকে উক্ত ব্যক্তিকে মুক্তি দেবার আদেশ দেবেন?

46 / 66

46. কোড অব ক্রিমিনাল প্রসিডিওর - এর ৪৯১ ধারা অনুযায়ী ‘হেবিয়াস কর্পাস’ প্রকৃতির নির্দেশনামূলক আদেশ প্রদানের ক্ষমতা কোন আদালতের এখতিয়ারভুক্ত? [জুডি. : ২০১৪]

47 / 66

47. অজামিনযোগ্য অপরাধের ক্ষেত্রে একজন আসামি জামিন দাবি করতে পারে যদি তার বয়স হয় - [বার : ২০১৩]

48 / 66

48. জামিনের মুচলেকায় অর্থের অত্যধিক পরিমাণ হ্রাস করার আবেদন ফৌজদারি কার্যবিধির কোন ধারানুসারে করা হয়?

49 / 66

49. জামিনযোগ্য অপরাধের ক্ষেত্রে আসামির জামিন প্রাপ্তির সুযোগটি - [বার : ২০১২]

50 / 66

50. দণ্ডবিধির ২৭২, ২৭৩, ২৭৪ বা ২৭৫ ধারার অধীন কোনো মামলায় উক্ত ভেজাল খাদ্য বা ঔষধ ধ্বংস করার আদেশ ফৌজদারি কার্যবিধির কোন ধারামতে দেওয়া যায়?

51 / 66

51. কোনো মহানগরী এলাকায় সাক্ষীর জবানবন্দি গ্রহণের উদ্দেশ্যে কমিশন কার দ্বারা গঠিত হবে?

52 / 66

52. গ্রেফতারকৃত কোনো ব্যক্তিকে কে জামিন দিতে পারে ফৌজদারি কার্যবিধির ৪৯৬ ধারা মোতাবেক?

53 / 66

53. পিপি কর্তৃক মামলা প্রত্যাহারের ফলাফল হিসেবে নিচের কোন বাক্যটি সঠিক?

54 / 66

54. ক্রিমিনাল প্রসিডিওর কোডের ৪৭৬ ধারার অধীন Complaint দায়েরের আবেদন প্রত্যাখ্যান করে দেওয়ানি আদালত কর্তৃক প্রদত্ত আদেশ — [বার : ২০১৩]

55 / 66

55. ফৌজদারি কার্যবিধির কোন ধারানুসারে মানহানিকর কোনো বস্তু বা কপি ধ্বংস করার আদেশ দিতে পারেন আদালত?

56 / 66

56. মৃত্যুদণ্ডে বা যাবজ্জীবন দণ্ডে দণ্ডনীয় কোনো অপরাধ করেছে এমন কোনো সন্দেহ হবার যুক্তিসঙ্গত কারণ থাকলে এবং তা জামিনঅযোগ্য হলেও নিচে বর্ণিত কোন কারণে একজনকে আদালত জামিন দিতে পারে?

57 / 66

57. Report of post-mortem examination - এটি ফৌজদারি কার্যবিধির কোন ধারার বিধান?

58 / 66

58. জামিননামা বাজেয়াপ্তির ক্ষেত্রে মুচলেকাবদ্ধ ব্যক্তি কর্তৃক জরিমানার টাকা পরিশোধ করা না হলে তাকে কত সময় পর্যন্ত দেওয়ানি কারাগারে আটক রাখা যাবে? [বার : ২০২০]

59 / 66

59. জামিনদার কর্তৃক জামিনদার হিসেবে অব্যাহতির প্রার্থনায় আদালতের করণীয় হিসেবে নিচের কোনটি সঠিক?

60 / 66

60. কোনো পাবলিক প্রসিকিউটর কোনো আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ প্রত্যাহার করতে পারে - [বার : ২০১৫]

61 / 66

61. জামিন অযোগ্য অপরাধের ক্ষেত্রে যখন জামিন মঞ্জুর করা যায় — এই বিধানটি ফৌজদারি কার্যবিধির কত ধারার বিষয়বস্তু?

62 / 66

62. জামিন অযোগ্য মামলায় একজন অভিযুক্তকে জামিন দেওয়া আদালতের জন্য ....।

63 / 66

63. পাবলিক প্রসিকিউটর নিয়োগ হয় ফৌজদারি কার্যবিধির কোন ধারা অনুযায়ী?

64 / 66

64. জামিনের আবেদনের পরিপ্রেক্ষিতে মুচলেকা সম্পাদিত হলে জামিনাদেশ প্রাপ্ত ব্যক্তিকে -

65 / 66

65. জামিন অযোগ্য অপরাধের জামিনের বিধান কার্যবিধির কোন ধারার বিষয়বস্তু?

66 / 66

66. In what cases bail to be taken - এটি ফৌজদারি কার্যবিধির কোন ধারার বিধান?

Your score is

0%