আইনকানুন একাডেমি

/40
3

CrPC [432-442A] - Advanced Exam

এখানে ফৌজদারি কার্যবিধির ৪৩২-৪৪২ক ধারাসমূহ নিয়ে অ্যাডভান্সড লেভেলের এমসিকিউ টেস্ট আছে। সংশ্লিষ্ট ধারাগুলো পড়ে নিয়ে এটি অনুশীলন করুন।

এখানে আপনার নাম ও ফোন নাম্বার লিখুন। ইমেইলটি লেখা বাধ্যতামূলক নয়; তবে, ইমেইল এড্রেস দিলে আপনার ইমেইলে বিস্তারিত ফলাফল চলে যাবে।

1 / 40

1. নিম্ন আদালতের নথি তলবের ক্ষমতা চর্চার সময় আসামির দণ্ড স্থগিত রাখা অথবা জামিনে মুক্ত রাখা আদালতের জন্য .....।

2 / 40

2. ফৌজদারি রিভিশনে অনুসন্ধানের আদেশ দেওয়ার ক্ষমতা নিচের কোন ধারা মোতাবেক প্রদান করা হয়েছে?

3 / 40

3. No party has any right to be heard either personally or by pleader before any Court when exercising its powers of revision - এই বিধানটি ফৌজদারি কার্যবিধির কোন ধারার ব্যতিক্রম সাপেক্ষে প্রয়োগযোগ্য?

4 / 40

4. একটি ফৌজদারি রিভিশন নিষ্পত্তির সময় কত দিন?

5 / 40

5. কোন কোন ক্ষেত্রে আদালত ফৌজদারি কার্যবিির্ধর ৪৩৬ ধারা মোতাবেক further inquiry করার আদেশ দিতে পারেন না?

6 / 40

6. একটি ফৌজদারি আপিল নিষ্পত্তির সময়সীমা সম্পর্কে ফৌজদারি কার্যবিধির কোন ধারায় বলা হয়েছে?

7 / 40

7. No party has any right to be heard either personally or by pleader before any Court when exercising its powers of revision - এটি ফৌজদারি কার্যবিধির কোন ধারায় বর্ণিত বিধান?

8 / 40

8. রিভিশন আদালত হিসেবে হাইকোর্ট বিভাগ নিচের কোনটি করতে পারেন না? -

9 / 40

9. রিভিশন ক্ষমতা প্রয়োগের সময় পক্ষগণকে শ্রবণ করা আদালতের জন্য ইচ্ছাধীন - বিধানটি কোন ধারাটিকে প্রভাবিত করবে না?

10 / 40

10. রিভিশন আদালত হিসেবে হাইকোর্ট বিভাগ নিচের কোনটি করতে পারেন না? -

11 / 40

11. Power to call for records of inferior Courts - এটি ফৌজদারি কার্যবিধির কোন ধারার বিষয়বস্তু?

12 / 40

12. কোন ফৌজদারি আদালতের রিভিশন ক্ষমতা আছে? [বার : ২০১৫]

13 / 40

13. The Code of Criminal Procedure, ১৮৯৮ এর ২০৩ ধারা মতে নালিশ খারিজ করলে এর বিরুদ্ধে চলবে - [বার : ২০২০]

14 / 40

14. রিভিশন ক্ষমতার প্রয়োগ কার্যবিধির কোন কোন ধারানুসারে হবে?

15 / 40

15. একটি ফৌজদারি রিভিশন নিষ্পত্তির সময়সীমা সম্পর্কে ফৌজদারি কার্যবিধির কোন ধারায় বলা হয়েছে?

16 / 40

16. সংক্ষুব্ধ পক্ষের আবেদনে দায়েরকৃত একটি রিভিশন দায়রা জজ কার নিকট শুনানির জন্য হস্তান্তর করতে পারেন?

17 / 40

17. দায়রা জজ নিম্নোক্ত কোন আদেশের বিরুদ্ধে রিভিশনের ক্ষমতা প্রয়োগ করতে পারেন? [বার : ২০১২]

18 / 40

18. হাইকোর্টের রিভিশন ক্ষমতা ফৌজদারি কার্যবিধির কোন ধারার বিষয়বস্তু?

19 / 40

19. নিম্ন আদালতের নথি তলবের ক্ষমতাকে ফৌজদারি কার্যবিধিতে কী বলা হয়?

20 / 40

20. ফৌজদারি কার্যবিধি মোতাবেক নিচের কোন আদালতের নিম্ন আদালতের নথি তলব ক্ষমতা রয়েছে?

21 / 40

21. ফৌজদারি কার্যবিধির ৪৩৬ ধারানুসারে নিম্ন আদালতের নথি তলব করে আদালত আদেশ দিতে পারেন -

22 / 40

22. একটি রিভিশনে রিভিশন নিষ্পত্তির সময় কখন থেকে গণনা হয়?

23 / 40

23. ফৌজদারি কার্যবিধির ৪৩৫ ধারা অনুসারে তলবকৃত নথি বিষয়ে আদালত কর্তৃক অনুসন্ধানের ক্ষমতা কোন ধারায় বর্ণিত হয়েছে?

24 / 40

24. রিভিশন আদালত কর্তৃক পক্ষগণের বক্তব্য শ্রবণ করা আদালতের জন্য -

25 / 40

25. হাইকোর্ট বিভাগ বা দায়রা জজ কোন ধরণের ম্যাজিস্ট্রেট আদালতের নথি তলব করতে পারেন?

26 / 40

26. Power to order inquiry - ফৌজদারি কার্যবিধির কোন ধারার বিধান?

27 / 40

27. হাইকোর্ট বিভাগের রিভিশন ক্ষমতা অন্য কোন আদালতের ক্ষমতার প্রায় অনুরূপ?

28 / 40

28. হাইকোর্ট বিভাগের রিভিশন ক্ষমতার ব্যপ্তি সম্পর্কে ফৌজদারি কার্যবিধির কোন ধারায় বর্ণিত আছে?

29 / 40

29. .....................may call for and examine the record of any proceeding before any inferior Criminal Court situate within the local limits of its or his jurisdiction - ফৌজদারি কার্যবিধি অনুসারে শুণ্যস্থানে কী বসবে?

30 / 40

30. ফৌজদারি কার্যবিধিতে রিভিশনের ক্ষমতা বর্ণনা কোন ধারায় দেওয়া আছে?

31 / 40

31. ম্যাজিস্ট্রেট ফাইনাল রিপোর্ট গ্রহণ করলে অভিযোগকারী নারাজি দরখাস্ত দাখিল করে। কিন্তু ম্যাজিস্ট্রেট নারাজি দরখাস্ত প্রত্যাখ্যান করলে সেক্ষেত্রে প্রতিকার কী? [বার : ২০১৭]

32 / 40

32. ফৌজদারি রিভিশন সংক্রান্তে হাইকোর্ট বিভাগের ক্ষমতা সম্পর্কে নিচের কোনটি সত্য নয়?

33 / 40

33. আপিল আদালতে আপিল নিষ্পত্তির সময় কখন থেকে গণনা হয়?

34 / 40

34. একটি ফৌজদারি আপিল নিষ্পত্তির সময় কত দিন?

35 / 40

35. ম্যাজিস্ট্রেট ২০৩ ধারায় অভিযোগ খারিজ করলে সংক্ষুব্ধ পক্ষের করণীয় কি?

36 / 40

36. দায়রা জজের রিভিশন করার ক্ষমতা ফৌজদারি কার্যবিধির কোন ধারার বিষয়বস্তু?

37 / 40

37. দায়রা জজের রিভিশন ক্ষমতা কোন আদালতের অনুরূপ?

38 / 40

38. কোন কোন ক্ষেত্রে আদালত ফৌজদারি কার্যবিির্ধর ৪৩৬ ধারা মোতাবেক further inquiry করার আদেশ দিতে পারেন?

39 / 40

39. ফৌজদারি রিভিশন সংক্রান্তে দায়রা জজের ক্ষমতা সম্পর্কে নিচের কোনটি সত্য নয়?

40 / 40

40. ফৌজদারি রিভিশনের সময় হাইকোর্ট বিভাগ আসামির বিরুদ্ধে দণ্ড রদবদল করলে বা তার দণ্ড বৃদ্ধি করার ক্ষেত্রে নিচের কোনটি সত্য নয়?

Your score is

0%