/45 22 CrPC [404-416] - Advanced Exam এখানে ফৌজদারি কার্যবিধির ৪০৪-৪১৬ ধারাসমূহ নিয়ে অ্যাডভান্সড লেভেলের এমসিকিউ টেস্ট আছে। সংশ্লিষ্ট ধারাগুলো পড়ে নিয়ে এটি অনুশীলন করুন। এখানে আপনার নাম ও ফোন নাম্বার লিখুন। ইমেইলটি লেখা বাধ্যতামূলক নয়; তবে, ইমেইল এড্রেস দিলে আপনার ইমেইলে বিস্তারিত ফলাফল চলে যাবে। 1 / 45 1. যুগ্ম দায়রা জজ কোনো মামলায় ৫ বছরের কারাদণ্ড দিলে এর বিরুদ্ধে আপিল কোথায় করতে হবে? হাইকোর্ট বিভাগে দায়রা জজ কোর্টে অতিরিক্ত দায়রা জজ কোর্টে মহানগর দায়রা জজ কোর্টে সঠিক উত্তর : দায়রা জজ কোর্টে ; [ধারা : ৪০৮, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : দায়রা জজ কোর্টে ; [ধারা : ৪০৮, ফৌজদারি কার্যবিধি] 2 / 45 2. ফৌজদারি কার্যবিধির আপিল সংক্রান্ত বিধান অনুসারে petty case বা তুচ্ছ মামলা বলতে নিচের কোনটি বোঝায়? অনধিক ৫০ টাকার শুধুই জরিমানা দণ্ডকে অনধিক ১০০ টাকার শুধুই জরিমানা দণ্ডকে অনধিক ২০০ টাকার শুধুই জরিমানা দণ্ডকে অনধিক ৫০০ টাকার শুধুই জরিমানা দণ্ডকে সঠিক উত্তর : অনধিক ৫০ টাকার শুধুই জরিমানা দণ্ডকে ; [ধারা : ৪১৩, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : অনধিক ৫০ টাকার শুধুই জরিমানা দণ্ডকে ; [ধারা : ৪১৩, ফৌজদারি কার্যবিধি] 3 / 45 3. যুগ্ম দায়রা জজ ৭ বছরের কারাদণ্ড আরোপ করলে উক্ত দণ্ডাদেশের বিরুদ্ধে কোন আদালতে আপিল করতে হবে? [বার : ২০১২] দায়রা জজ স্পেশাল ট্রাইব্যুনাল হাইকোর্ট বিভাগ স্পেশাল জজ সঠিক উত্তর : হাইকোর্ট বিভাগ ; [ধারা : ৪০৮, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : হাইকোর্ট বিভাগ ; [ধারা : ৪০৮, ফৌজদারি কার্যবিধি] 4 / 45 4. There is no appeal from a sentence of imprisonment passed by such Court or Magistrate in default of payment of fine when no substantive sentence of imprisonment has also been passed. - এটি ফৌজদারি কার্যবিধির কোন ধারার বিধান? ৫০৯ ধারা ৪১৩ ধারা ৪১৪ ধারা ৩১৪ ধারা সঠিক উত্তর : ৪১৩ ধারা ; [ধারা : ৪১৩, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : ৪১৩ ধারা ; [ধারা : ৪১৩, ফৌজদারি কার্যবিধি] 5 / 45 5. দোষ স্বীকার করার প্রেক্ষিতে প্রদত্ত রায়ের বিরুদ্ধে আসামি কোন প্রশ্নে আপিল করতে পারেন? [বার : ২০২০] দণ্ড আইন এখতিয়ার কেবল ঘটনা সঠিক উত্তর : দণ্ড ; [ধারা : ৪১২, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : দণ্ড ; [ধারা : ৪১২, ফৌজদারি কার্যবিধি] 6 / 45 6. তুচ্ছ মামলায় কোনো আপিল নাই - এটি ফৌজদারি কার্যবিধির কোন ধারার বিষয়বস্তু? ৫০৯ ধারা ৪১৩ ধারা ৪১৪ ধারা ৩১৪ ধারা সঠিক উত্তর : ৪১৩ ধারা ; [ধারা : ৪১৩, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : ৪১৩ ধারা ; [ধারা : ৪১৩, ফৌজদারি কার্যবিধি] 7 / 45 7. একজন অতিরিক্ত দায়রা জজ কোন ধরনের আপিল শ্রবণ করে থাকেন? যেসমস্ত দণ্ডাদেশ যুগ্ম দায়রা জজ কর্তৃক প্রদত্ত হয়, তার বিরুদ্ধে আপিল অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কর্তৃক প্রদত্ত দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল যেসমস্ত দণ্ডাদেশের আপিল দায়রা জজ শ্রবণ করে থাকেন, তা হস্তান্তর করলে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কর্তৃক প্রদত্ত দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল সঠিক উত্তর : যেসমস্ত দণ্ডাদেশের আপিল দায়রা জজ শ্রবণ করে থাকেন, তা হস্তান্তর করলে ; [ধারা : ৪০৯, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : যেসমস্ত দণ্ডাদেশের আপিল দায়রা জজ শ্রবণ করে থাকেন, তা হস্তান্তর করলে ; [ধারা : ৪০৯, ফৌজদারি কার্যবিধি] 8 / 45 8. সদাচরণের মুচলেকার আদেশের বিরুদ্ধে আপিল চলে — এটি ফৌজদারি কার্যবিধির কোন ধারার বিষয়বস্তু? ৪০৪ ধারা ৪০৬ ধারা ১৭৯ ধারা ৩৭৮ ধারা সঠিক উত্তর : ৪০৬ ধারা ; [ধারা : ৪০৬, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : ৪০৬ ধারা ; [ধারা : ৪০৬, ফৌজদারি কার্যবিধি] 9 / 45 9. ফৌজদারি কার্যবিধির ৮৯ ধারাবলে ক্রোককৃত সম্পত্তি পুনরুদ্ধারের আবেদন অগ্রাহ্য হলে করণীয় হিসেবে নিচের কোনটি সঠিক? আপিল রিভিশন রেফারেন্স বর্ণিত সবগুলোই সঠিক উত্তর : আপিল ; [ধারা : ৪০৫, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : আপিল ; [ধারা : ৪০৫, ফৌজদারি কার্যবিধি] 10 / 45 10. The Code of Criminal Procedure, ১৮৯৮ এর বিধানানুসারে অতিরিক্ত দায়রা জজ প্রদত্ত দণ্ডের বিরুদ্ধে আপিল করতে হবে কোথায়? [বার : ২০২২] দায়রা জজ আদালতে হাইকোর্ট বিভাগে আপিল বিভাগে স্পেশাল জজ আদালতে সঠিক উত্তর : হাইকোর্ট বিভাগে ; [ধারা : ৪১০, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : হাইকোর্ট বিভাগে ; [ধারা : ৪১০, ফৌজদারি কার্যবিধি] 11 / 45 11. একজন প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেটের, রাষ্ট্রদ্রোহিতা ব্যতীত, অন্য সকল অপরাধের দণ্ডাদেশের বিরুদ্ধে কোন আদালতে আপিল করতে হবে? [জুডি. : ২০১২] দায়রা আদালত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত হাইকোর্ট বিভাগ চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত সঠিক উত্তর : দায়রা আদালত ; [ধারা : ৪০৮, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : দায়রা আদালত ; [ধারা : ৪০৮, ফৌজদারি কার্যবিধি] 12 / 45 12. ঢাকা মেট্রোপলিটনের শাহবাগ থানাধীন একজন ১ মাসের কারাদণ্ডে দণ্ডিত হলে সেই দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল সম্পর্কে নিচের কোন বাক্যটি সঠিক? এই দণ্ডাদেশের বিরুদ্ধে মহানগর দায়রা কোর্টে আপিল করতে হবে এই দণ্ডাদেশের বিরুদ্ধে যুগ্ম মহানগর দায়রা কোর্টে আপিল করতে হবে এই দণ্ডাদেশের বিরুদ্ধে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের নিকট আপিল করতে হবে প্রকৃতপক্ষে এই ধরনের দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল চলে না সঠিক উত্তর : প্রকৃতপক্ষে এই ধরনের দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল চলে না ; [ধারা : ৪১৩, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : প্রকৃতপক্ষে এই ধরনের দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল চলে না ; [ধারা : ৪১৩, ফৌজদারি কার্যবিধি] 13 / 45 13. ১ম শ্রেণির ম্যাজিস্ট্রেটের দণ্ডাদেশের বিরূদ্ধে আপিল করতে হবে কোন আদালতে? [বার : ২০১২] চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট দায়রা জজ অতিরিক্ত দায়রা জজ হাইকোর্ট বিভাগ সঠিক উত্তর : দায়রা জজ ; [ধারা : ৪০৮, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : দায়রা জজ ; [ধারা : ৪০৮, ফৌজদারি কার্যবিধি] 14 / 45 14. দায়রা আদালতের প্রদত্ত দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল করতে হয় কোথায়? হাইকোর্ট বিভাগে দায়রা জজ কোর্টে অতিরিক্ত দায়রা জজ কোর্টে মহানগর দায়রা জজ কোর্টে সঠিক উত্তর : হাইকোর্ট বিভাগে ; [ধারা : ৪১০, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : হাইকোর্ট বিভাগে ; [ধারা : ৪১০, ফৌজদারি কার্যবিধি] 15 / 45 15. একটি মামলা সংক্ষিপ্ত বিচারে প্রদত্ত ১৫০ টাকার অর্থদণ্ডের বিরুদ্ধে দায়েরকৃত আপিলে আপিল আদালত এটি ..... [বার : ২০২২] সরাসরি খারিজ করবেন শুনানির জন্য নোটিশ দিবেন মঞ্জুর করে খালাস দিবেন মঞ্জুর করে মামলা পুনর্বিচারে পাঠাবেন সঠিক উত্তর : সরাসরি খারিজ করবেন ; [ধারা : ৪১৪, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : সরাসরি খারিজ করবেন ; [ধারা : ৪১৪, ফৌজদারি কার্যবিধি] 16 / 45 16. ফৌজদারি কার্যবিধির ৪১৪ ধারার বিষয়বস্তু হিসেবে নিচের কোনটি সঠিক? তুচ্ছ মামলায় আপিল চলে না আসামি দোষ স্বীকার করলে আপিল চলে না সংক্ষিপ্ত বিচারে কতিপয় ক্ষেত্রে আপিল চলে না দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল সঠিক উত্তর : সংক্ষিপ্ত বিচারে কতিপয় ক্ষেত্রে আপিল চলে না ; [ধারা : ৪১৪, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : সংক্ষিপ্ত বিচারে কতিপয় ক্ষেত্রে আপিল চলে না ; [ধারা : ৪১৪, ফৌজদারি কার্যবিধি] 17 / 45 17. একজন চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত কোন অধস্তন আদালতের দণ্ডাদেশের আপিল শুনতে পারেন? সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত দ্বিতীয় শ্রেণির ম্যাজিস্ট্রেট আদালত তৃতীয় শ্রেণির ম্যাজিস্ট্রেট আদালত দ্বিতীয় বা তৃতীয় শ্রেণির ম্যাজিস্ট্রেট আদালত সঠিক উত্তর : দ্বিতীয় বা তৃতীয় শ্রেণির ম্যাজিস্ট্রেট আদালত ; [ধারা : ৪০৭, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : দ্বিতীয় বা তৃতীয় শ্রেণির ম্যাজিস্ট্রেট আদালত ; [ধারা : ৪০৭, ফৌজদারি কার্যবিধি] 18 / 45 18. যদি আদালত শুধুমাত্র জরিমানা আরোপ করে এবং উক্ত জরিমানা প্রদানের ব্যর্থতার কারণে দণ্ড আরোপ করলে উক্ত দণ্ডাদেশের বিরুদ্ধে সাধারণভাবে আপিল চলবে না - এটি ফৌজদারি কার্যবিধির কোন ধারার বিষয়বস্তু? ৫০৯ ধারা ৪১৩ ধারা ৪১৪ ধারা ৩১৪ ধারা সঠিক উত্তর : ৪১৩ ধারা ; [ধারা : ৪১৩, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : ৪১৩ ধারা ; [ধারা : ৪১৩, ফৌজদারি কার্যবিধি] 19 / 45 19. যদি আদালত শুধুমাত্র জরিমানা আরোপ করে এবং উক্ত জরিমানা প্রদানের ব্যর্থতার কারণে দণ্ড আরোপ করলে উক্ত দণ্ডাদেশের বিরুদ্ধে - [বার : ২০১৭] আপিল করা যাবে আপিল করা যাবে না রিভিউ করা যাবে দণ্ড মওকুফের আবেদন করা যাবে সঠিক উত্তর : আপিল করা যাবে না ; [ধারা : ৪১৩, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : আপিল করা যাবে না ; [ধারা : ৪১৩, ফৌজদারি কার্যবিধি] 20 / 45 20. সংক্ষিপ্ত বিচারে অনধিক ২০০/— টাকা অর্থদণ্ড হলে উক্ত আদেশের বিরুদ্ধে প্রতিকার কী? [বার : ২০১৫] রিভিশন আপিল রেফারেন্স কোনোটিই সঠিক নয় সঠিক উত্তর : রিভিশন ; [ধারা : ৪১৪, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : রিভিশন ; [ধারা : ৪১৪, ফৌজদারি কার্যবিধি] 21 / 45 21. নিচের কোন ক্ষেত্রে আপিল করা চলে না? চুরির মামলায় তুচ্ছ মামলার ক্ষেত্রে ঘুষ গ্রহণের ক্ষেত্রে সামান্য জখমের ক্ষেত্রে সঠিক উত্তর : তুচ্ছ মামলার ক্ষেত্রে ; [ধারা : ৪১৩, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : তুচ্ছ মামলার ক্ষেত্রে ; [ধারা : ৪১৩, ফৌজদারি কার্যবিধি] 22 / 45 22. এডিশনাল চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে হস্তান্তরিত আপিল কে প্রত্যাহার করতে পারেন? দায়রা জজ যুগ্ম দায়রা জজ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মহানগর দায়রা জজ সঠিক উত্তর : চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ; [ধারা : ৪০৭, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ; [ধারা : ৪০৭, ফৌজদারি কার্যবিধি] 23 / 45 23. শান্তিরক্ষা বা সদাচরণের মুচলেকার আদেশের বিরুদ্ধে আপিল কোথায় করতে হয়? যুগ্ম জেলা জজ কোর্টে দায়রা জজ কোর্টে হাইকোর্টে মহানগর দায়রা জজ কোর্টে সঠিক উত্তর : দায়রা জজ কোর্টে ; [ধারা : ৪০৬, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : দায়রা জজ কোর্টে ; [ধারা : ৪০৬, ফৌজদারি কার্যবিধি] 24 / 45 24. ঢাকার সাভার থানার আওতাধীন একজন রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে সর্বোচ্চ ম্যাজিস্ট্রেট আদালত কর্তৃক দণ্ডিত হলে তিনি তার দণ্ডের বিরুদ্ধে আপিল কোথায় করবেন? হাইকোর্ট বিভাগে দায়রা জজ কোর্টে অতিরিক্ত দায়রা জজ কোর্টে মহানগর দায়রা জজ কোর্টে সঠিক উত্তর : হাইকোর্ট বিভাগে ; [ধারা : ৪০৮, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : হাইকোর্ট বিভাগে ; [ধারা : ৪০৮, ফৌজদারি কার্যবিধি] 25 / 45 25. একজন দ্বিতীয় শ্রেণির ম্যাজিস্ট্রেট প্রদত্ত দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল করতে হয়- চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দায়রা জজ আদালতে চিফ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আদালতে জেলা জজ আদালতে সঠিক উত্তর : চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ; [ধারা : ৪০৭, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ; [ধারা : ৪০৭, ফৌজদারি কার্যবিধি] 26 / 45 26. একজন দ্বিতীয় শ্রেণির ম্যাজিস্ট্রেট প্রদত্ত দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল নিচের কোন আদালতে অনুষ্ঠিত হতে পারে? চিফ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আদালতে দায়রা জজ আদালতে অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অতিরিক্ত জেলা জজ আদালতে সঠিক উত্তর : অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ; [ধারা : ৪০৭, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ; [ধারা : ৪০৭, ফৌজদারি কার্যবিধি] 27 / 45 27. নিচের কোন ক্ষেত্রে আপিল করা চলে না? চুরির মামলায় দোষ স্বীকারের ক্ষেত্রে ঘুষ গ্রহণের ক্ষেত্রে সামান্য জখমের ক্ষেত্রে সঠিক উত্তর : দোষ স্বীকারের ক্ষেত্রে ; [ধারা : ৪১২, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : দোষ স্বীকারের ক্ষেত্রে ; [ধারা : ৪১২, ফৌজদারি কার্যবিধি] 28 / 45 28. ফৌজদারি কার্যবিধির ৮৯ ধারাবলে ক্রোককৃত সম্পত্তি পুনরুদ্ধারের আবেদন অগ্রাহ্য হলে এরূপ আদেশের বিরুদ্ধে ফৌজদারি আপিল চলে - এটি কোন ধারার বিষয়বস্তু? ৪০৫ ধারা ৫০৩ ধারা ১৭৯ ধারা ৪০২ ধারা সঠিক উত্তর : ৪০৫ ধারা; [ধারা : ৪০৫, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : ৪০৫ ধারা; [ধারা : ৪০৫, ফৌজদারি কার্যবিধি] 29 / 45 29. নিচে বর্ণিত কোন ধরনের দণ্ডাদেশের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করতে হয়? যুগ্ম দায়রা জজ কর্তৃক ৭ বছরের কারাদণ্ড প্রদান করলে একজন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কর্তৃক দণ্ডবিধির ১২৪ক ধারায় দণ্ডিত হলে যুগ্ম দায়রা জজ কর্তৃক ১০ বছরের অধিক কারাদণ্ডের আদেশ দিলে বর্ণিত প্রত্যেকটি ক্ষেত্রেই হাইকোর্টে আপিল করতে হয় সঠিক উত্তর : বর্ণিত প্রত্যেকটি ক্ষেত্রেই হাইকোর্টে আপিল করতে হয় ; [ধারা : ৪০৮, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : বর্ণিত প্রত্যেকটি ক্ষেত্রেই হাইকোর্টে আপিল করতে হয় ; [ধারা : ৪০৮, ফৌজদারি কার্যবিধি] 30 / 45 30. একজন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল করতে হয় কোথায়? হাইকোর্ট বিভাগে দায়রা জজ কোর্টে অতিরিক্ত দায়রা জজ কোর্টে মহানগর দায়রা জজ কোর্টে সঠিক উত্তর : মহানগর দায়রা জজ কোর্টে ; [ধারা : ৪০৮, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : মহানগর দায়রা জজ কোর্টে ; [ধারা : ৪০৮, ফৌজদারি কার্যবিধি] 31 / 45 31. ফৌজদারি কার্যবিধি বা অন্য বিশেষ আইনে বিধান না থাকলে আপিল চলবে না - ফৌজদারি আপিল সম্পর্কে এই ভিত্তিমূলক কথাটি কোন ধারার বিষয়বস্তু? ৪০৪ ধারা ৫০৩ ধারা ৪১৮ ধারা ৪৩১ ধারা সঠিক উত্তর : ৪০৪ ধারা ; [ধারা : ৪০৪, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : ৪০৪ ধারা ; [ধারা : ৪০৪, ফৌজদারি কার্যবিধি] 32 / 45 32. মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট যদি দণ্ডবিধির ১২৪ক ধারায় শাস্তি দেয় তবে এর বিরুদ্ধে আপিল কোথায় করতে হবে? হাইকোর্ট বিভাগে দায়রা জজ কোর্টে অতিরিক্ত দায়রা জজ কোর্টে মহানগর দায়রা জজ কোর্টে সঠিক উত্তর : হাইকোর্ট বিভাগে ; [ধারা : ৪০৮, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : হাইকোর্ট বিভাগে ; [ধারা : ৪০৮, ফৌজদারি কার্যবিধি] 33 / 45 33. দায়রা আদালতে সর্বোচ্চ কত মাসের কারাদণ্ডের ক্ষেত্রে আপিল করা যায় না? ১ মাসের ২ মাসের ৩ মাসের ৬ মাসের সঠিক উত্তর : ১ মাসের ; [ধারা : ৪১৩, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : ১ মাসের ; [ধারা : ৪১৩, ফৌজদারি কার্যবিধি] 34 / 45 34. একজন চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল হবে - [বার : ২০১৩] হাইকোর্ট বিভাগে জেলা জজ আদালতে দায়রা জজ আদালতে বিভাগীয় জজ আদালতে সঠিক উত্তর : দায়রা জজ আদালতে ; [ধারা : ৪০৮, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : দায়রা জজ আদালতে ; [ধারা : ৪০৮, ফৌজদারি কার্যবিধি] 35 / 45 35. ফৌজদারি কার্যবিধির আপিল সংক্রান্ত বিধান অনুসারে petty case বা তুচ্ছ মামলা বলতে নিচের কোনটি বোঝায়? অনধিক এক মাসের কারাদণ্ডকে অনধিক দুই মাসের কারাদণ্ডকে অনধিক তিন মাসের কারাদণ্ডকে অনধিক ছয় মাসের কারাদণ্ডকে সঠিক উত্তর : অনধিক এক মাসের কারাদণ্ডকে ; [ধারা : ৪১৩, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : অনধিক এক মাসের কারাদণ্ডকে ; [ধারা : ৪১৩, ফৌজদারি কার্যবিধি] 36 / 45 36. ফৌজদারি কার্যবিধির ৪১২ ধারামতে অভিযুক্ত ব্যক্তি কর্তৃক দোষ স্বীকারের ক্ষেত্রে - there shall be no appeal except as to the ........ - শুণ্যস্থানে কী বসবে? only legality of the sentence only extent of the sentence legality and extent of the sentence extent or legality of the sentence সঠিক উত্তর : extent or legality of the sentence ; [ধারা : ৪১২, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : extent or legality of the sentence ; [ধারা : ৪১২, ফৌজদারি কার্যবিধি] 37 / 45 37. ফৌজদারি কার্যবিধির আপিল সংক্রান্ত বিধান অনুসারে petty case বা তুচ্ছ মামলা বলতে নিচের কোনটি বোঝায়? অনধিক ৫০ টাকার শুধুই জরিমানা দণ্ডকে অনধিক এক মাসের কারাদণ্ডকে অনধিক ২০০ টাকার শুধুই জরিমানা দণ্ড অথবা অনধিক এক মাসের কারাদণ্ডকে অনধিক ৫০ টাকার শুধুই জরিমানা দণ্ড অথবা অনধিক এক মাসের কারাদণ্ডকে সঠিক উত্তর : অনধিক ৫০ টাকার শুধুই জরিমানা দণ্ড অথবা অনধিক এক মাসের কারাদণ্ডকে ; [ধারা : ৪১৩, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : অনধিক ৫০ টাকার শুধুই জরিমানা দণ্ড অথবা অনধিক এক মাসের কারাদণ্ডকে ; [ধারা : ৪১৩, ফৌজদারি কার্যবিধি] 38 / 45 38. একজন ১ম শ্রেণির জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পেনাল কোডের ৩৭৯ ধারায় অভিযুক্ত আসামির বিরুদ্ধে চার্জ গঠনকালে আসামি guilty plead করায় ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। উক্ত দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল দায়ের হলে নিম্নের কোনটি হতে পারে? [জুডি. : ২০১৩] আপিলটি শুনানির জন্য গ্রহণ করা হবে আপিলটি দায়রা জজ আদালতে দাখিলের জন্য ফেরত দেয়া হবে আপিলযোগ্য নয় বিধায় আপিলটি না মঞ্জুর হবে রিভিশন দায়েরের জন্য ফেরত দেয়া হবে সঠিক উত্তর : আপিলযোগ্য নয় বিধায় আপিলটি না মঞ্জুর হবে ; [ধারা : ৪১২, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : আপিলযোগ্য নয় বিধায় আপিলটি না মঞ্জুর হবে ; [ধারা : ৪১২, ফৌজদারি কার্যবিধি] 39 / 45 39. আসামি দোষ স্বীকার করলে নিচে বর্ণিত কোন বাক্যটি সঠিক নয়? দণ্ডাদেশের পরিমাণ নিয়ে আপিল চলবে দণ্ডাদেশের বৈধতা বিষয়ে আপিল করলে সেই আপিল বৈধ দণ্ডাদেশের বিরুদ্ধে নিজের নির্দোষিতা নিয়ে আপিল করলে তা বৈধ কোনো সঠিক বাক্য নেই সঠিক উত্তর : দণ্ডাদেশের বিরুদ্ধে নিজের নির্দোষিতা নিয়ে আপিল করলে তা বৈধ ; [ধারা : ৪১২, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : দণ্ডাদেশের বিরুদ্ধে নিজের নির্দোষিতা নিয়ে আপিল করলে তা বৈধ ; [ধারা : ৪১২, ফৌজদারি কার্যবিধি] 40 / 45 40. সংক্ষিপ্ত বিচারের কোন ক্ষেত্রে আপিল চলবে না? আসামিকে যদি সংক্ষিপ্ত বিচারের সর্বোচ্চ তথা ২ বছরের কারাদণ্ড দেওয়া হয় সংক্ষিপ্ত বিচারের ক্ষেত্রে যদি সর্বোচ্চ ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয় সংক্ষিপ্ত বিচারে যদি কেবলমাত্র অনধিক ২০০ টাকা জরিমানা করা হয় সংক্ষিপ্ত বিচারে যদি কেবলমাত্র অনধিক ৫০০ টাকা জরিমানা করা হয় সঠিক উত্তর : সংক্ষিপ্ত বিচারে যদি কেবলমাত্র অনধিক ২০০ টাকা জরিমানা করা হয় ; [ধারা : ৪১৪, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : সংক্ষিপ্ত বিচারে যদি কেবলমাত্র অনধিক ২০০ টাকা জরিমানা করা হয় ; [ধারা : ৪১৪, ফৌজদারি কার্যবিধি] 41 / 45 41. দ্বিতীয় শ্রেণির ম্যাজিস্ট্রেট কর্তৃক প্রদত্ত দণ্ডের বিরুদ্ধে আপিল কোথায় করতে হবে? [বার : ২০২৩] দায়রা জজ চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হাইকোর্ট বিভাগ সঠিক উত্তর : চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ; [ধারা : ৪০৭, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ; [ধারা : ৪০৭, ফৌজদারি কার্যবিধি] 42 / 45 42. আসামি দোষ স্বীকার করলে আপিল চলবে না - এটি ফৌজদারি কার্যবিধির কোন ধারার বিষয়বস্তু? ৩১২ ধারা ৪১২ ধারা ৪১৪ ধারা ৩১৪ ধারা সঠিক উত্তর : ৪১২ ধারা ; [ধারা : ৪১২, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : ৪১২ ধারা ; [ধারা : ৪১২, ফৌজদারি কার্যবিধি] 43 / 45 43. No appeal shall lie from any judgment or order of a Criminal Court except as provided for by this Code or by any other law for the time being in force. - এটি ফৌজদারি কার্যবিধির কোন ধারার বিধান? ৪০৪ ধারা ৫০৩ ধারা ৪১৮ ধারা ৪৩১ ধারা সঠিক উত্তর : ৪০৪ ধারা ; [ধারা : ৪০৪, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : ৪০৪ ধারা ; [ধারা : ৪০৪, ফৌজদারি কার্যবিধি] 44 / 45 44. তৃতীয় শ্রেণির ম্যাজিস্ট্রেট প্রদত্ত দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল করতে হয় - [বার : ২০১৫] চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দায়রা জজ আদালতে চিফ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আদালতে জেলা জজ আদালতে সঠিক উত্তর : চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ; [ধারা : ৪০৭, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ; [ধারা : ৪০৭, ফৌজদারি কার্যবিধি] 45 / 45 45. ঢাকার শাহবাগ থানার আওতাধীন একজন রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে দণ্ডিত হলে তিনি তার দণ্ডের বিরুদ্ধে আপিল কোথায় করবেন? হাইকোর্ট বিভাগে দায়রা জজ কোর্টে অতিরিক্ত দায়রা জজ কোর্টে মহানগর দায়রা জজ কোর্টে সঠিক উত্তর : হাইকোর্ট বিভাগে ; [ধারা : ৪০৮, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : হাইকোর্ট বিভাগে ; [ধারা : ৪০৮, ফৌজদারি কার্যবিধি] Your score is Facebook 0% Restart quiz By Wordpress Quiz plugin