আইনকানুন একাডেমি

/38
8

CrPC [374-403] - Advanced Exam

এখানে ফৌজদারি কার্যবিধির ৩৭৪-৪০৩ ধারাসমূহ নিয়ে অ্যাডভান্সড লেভেলের এমসিকিউ টেস্ট আছে। সংশ্লিষ্ট ধারাগুলো পড়ে নিয়ে এটি অনুশীলন করুন।

এখানে আপনার নাম ও ফোন নাম্বার লিখুন। ইমেইলটি লেখা বাধ্যতামূলক নয়; তবে, ইমেইল এড্রেস দিলে আপনার ইমেইলে বিস্তারিত ফলাফল চলে যাবে।

1 / 38

1. নিচে বর্ণিত কোন ক্ষেত্রে হাইকোর্ট একজন মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আসামির কারাদণ্ড হ্রাস করে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করতে পারেন?

2 / 38

2. কোনো ফৌজদারি জরিমানা আদায়ের পদ্ধতি আকারে দেওয়ানি পদ্ধতি ব্যবহার করা হলে উক্ত পরোয়ানাকে নিচে বর্ণিত কোন ধরণের ডিক্রি বলে গণ্য করতে হবে?

3 / 38

3. কোড অব ক্রিমিনাল প্রসিডিউর ১৮৯৮ অনুযায়ী মৃত্যুদণ্ডাদেশ বাতিল করতে পারেন কে?

4 / 38

4. কোনো ফৌজদারি জরিমানা আদায়ের পদ্ধতি আকারে দেওয়ানি পদ্ধতি ব্যবহার করা হলে উক্ত পরোয়ানা জারি নিচের কোনটি হিসেবে গণ্য করতে হবে?

5 / 38

5. The code of criminal procedure, ১৮৯৮ এর কোন ধারায় Double Jeopardy মতবাদ আলোচিত হয়েছে? [জুডি. : ২০২১]

6 / 38

6. দণ্ডবিধির ৫৪ ধারা বিষয়বস্তুর দিক থেকে ফৌজদারি কার্যবিধির নিচের কোন ধারার সাথে সম্পর্কিত?

7 / 38

7. নিম্নের কোন দণ্ডটি হাইকোর্ট বিভাগের অনুমতি ছাড়া কার্যকর করা যাবে না?

8 / 38

8. ফৌজদারি কার্যবিধির কোন ধারা অনুসারে সরকার বিশেষ কোনো দিবসে দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের সাধারণ ক্ষমতার আওতায় দণ্ড মওকুফ করতে পারেন? [বার : ২০১৭]

9 / 38

9. কোড অব ক্রিমিনাল প্রসিডিউর ১৮৯৮ অনুযায়ী মৃত্যুদণ্ডাদেশ বহাল করেন— [জুডি. : ২০১৩]

10 / 38

10. ফৌজদারি কার্যবিধির কোন ধারায় গর্ভবতী স্ত্রী লোকের মৃত্যুদণ্ড স্থগিতকরণের বিধান রয়েছে? [বার : ২০১৭]

11 / 38

11. হাইকোর্ট বিভাগ ফৌজদারি কার্যবিধির ৩৭৬ ধারায় মৃত্যুদণ্ডাদেশ সংক্রান্ত আদেশ কার্যকর করা হয় কোন ধারামতে?

12 / 38

12. ‘ক’ কে গুরুতর জখম করার অপরাধে ‘খ’ এর সাজা হলো। এর কিছুদিন পরে ভিকটিম ‘ক’ মারা যায়। এ প্রসঙ্গে নিচের কোন উক্তিটি সঠিক? [জুডি. : ২০১৭]

13 / 38

13. ফৌজদারি কার্যবিধির ৩৭৪ ধারা অনুসারে কোনো পেশকৃত মামলার ক্ষেত্রে হাইকোর্ট বিভাগ নিচের কোনটি করতে পারেন?

14 / 38

14. ফৌজদারি কার্যবিধির ৩৯৯ ধারা অনুসারে কিশোর অপরাধী বলতে কত বছরের কম বয়স্ক শিশুকে বোঝায়?

15 / 38

15. দায়রা আদালত প্রদত্ত মৃত্যুদণ্ডাদেশ হাইকোর্টের অনুমোদন সাপেক্ষে হতে হবে - এই বাধ্যবাধকতা ফৌজদারি কার্যবিধির কোন কোন ধারায় বর্ণিত আছে?

16 / 38

16. ফৌজদারি কার্যবিধি মোতাবেক জরিমানা আদায়ের কয়টি উপায় আদালত ব্যবহার করতে পারে?

17 / 38

17. কোনো ফৌজদারি জরিমানা আদায়ের পদ্ধতি আকারে দেওয়ানি পদ্ধতি ব্যবহার করা হলে উক্ত পরোয়ানা জেলার কালেক্টরের মাধ্যমে কার্যকর করতে হলে জেলার কালেক্টর কি হিসেবে গণ্য হবেন?

18 / 38

18. ফৌজদারি কার্যবিধির ৩৮২ ধারার বিষয়বস্তু হিসেবে নিচের কোনটি সঠিক?

19 / 38

19. নাবালক অপরাধীদের সংশোধনাগার রাখার বিধান ফৌজদারি কার্যবিধির কোন ধারায় দেওয়া আছে? [বার : ২০১৭]

20 / 38

20. The Code of Criminal Procedure, ১৮৯৮ অনুসারে ..... বছরের কম বয়সী ব্যক্তিকে কিশোর বলা হয়েছে। [বার : ২০২২]

21 / 38

21. ফৌজদারি কার্যবিধির ৪০৩ ধারামতে নিচের কোন বিষয়কে খালাস বলে গণ্য করা যাবে না উল্লেখে বিধান রয়েছে?

22 / 38

22. আদালত আসামিকে জরিমানা দণ্ডে দণ্ডিত করলে তা আদায়ের কর্তৃত্ব দিয়ে পরোয়ানা দেওয়া যায় কাকে? [বার : ২০২০]

23 / 38

23. হাইকোর্ট মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখে কত ধারা অনুযায়ী? [বার : ২০১৭]

24 / 38

24. দায়রা আদালত মৃত্যুদণ্ডাদেশ হাইকোর্টের কাছে পেশ করবেন ফৌজদারি কার্যবিধির কোন ধারা অনুযায়ী?

25 / 38

25. ‘ক’ কে গুরুতর জখম করার অপরাধে ‘খ’ এর সাজা হয়। উক্ত জখমের ফলে কিছুদিন পরে ‘ক’ মারা যায়। এ প্রসঙ্গে কোন উক্তিটি সঠিক? [জুডি. : ২০২২]

26 / 38

26. হাইকোর্ট মৃত্যুদণ্ডাদেশ বাতিল করতে পারে ফৌজদারি কার্যবিধির কত ধারা অনুযায়ী?

27 / 38

27. শাস্তি হিসেবে কেবলমাত্র জরিমানা করা হলে এবং তা অনাদায়ে কেউ দণ্ডিত হলে সর্বোচ্চ কতটি কিস্তির মাধ্যমে তা পরিশোধ করা যায়?

28 / 38

28. শাস্তি হিসেবে কেবলমাত্র জরিমানা করা হলে এবং তা অনাদায়ে কেউ দণ্ডিত হলে আাদশের তারিখ হতে আদালত সাধারণত কতদিনের ভেতরে তা পরিশোধের নির্দেশ দেবেন?

29 / 38

29. Sentence of death to be submitted by Court of Session — এই বাধ্যবাধকতা ফৌজদারি কার্যবিধির কোন ধারায় বর্ণিত আছে?

30 / 38

30. ফৌজদারি কার্যবিধির ৩৯৯ ধারার বিষয়বস্তু হিসেবে নিচের কোনটি সঠিক?

31 / 38

31. একবার দণ্ডিত বা খালাসপ্রাপ্ত ব্যক্তিকে পুনরায় বিচার করা যায় না - এটি ফৌজদারি কার্যবিধির কোন ধারার বিষয়বস্তু?

32 / 38

32. মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত আসামির বিষয়ে হাইকোর্ট আরো অধিকতর তদন্ত বা সাক্ষ্য গ্রহণ করতে পারে ফৌজদারি কার্যবিধির কোন ধারা অনুযায়ী?

33 / 38

33. আসামি যদি আরোপিত অর্থদণ্ড না দিয়ে কারা ভোগ করে, তবে নিম্নের কিরূপ আদেশ দেয়া যাবে? [জুডি. : ২০১৪]

34 / 38

34. আদালত কারাবন্দি আসামির বিরুদ্ধে কারাদণ্ডাদেশ প্রদান করলে, উক্ত দণ্ডাদেশ সংক্রান্ত ওয়ারেন্ট কার নিকট প্রেরণ করতে হবে? [জুডি. : ২০১৩]

35 / 38

35. হাইকোর্ট বিভাগ ৩৭৬ ধারায় যে দণ্ডাদেশ বহাল রেখে বা নতুন যে শাস্তি বা অন্য যে আদেশ দিবে তা স্বাক্ষর করবে সর্বনিম্ন কত জন বিচারক?

36 / 38

36. দণ্ড স্থগিত বা মওকুফ করার ক্ষমতা ফৌজদারি কার্যবিধির কোন ধারায় বর্ণিত আছে?

37 / 38

37. শাস্তি হিসেবে কেবলমাত্র জরিমানা করা হলে এবং তা কিস্তিতে পরিশোধের ক্ষেত্রে একটি কিস্তি পরিশোধের পরবর্তী কতদিনের ভেতরে পরের কিস্তি পরিশোধ করতে হয়?

38 / 38

38. সরকার ফৌজদারি কার্যবিধির কোন ধারা অনুযায়ী দণ্ড রদবদল করতে পারে?

Your score is

0%