/54 6 CrPC [346-373] - Advanced Exam এখানে ফৌজদারি কার্যবিধির ৩৪৬-৩৭৩ ধারাসমূহ নিয়ে অ্যাডভান্সড লেভেলের এমসিকিউ টেস্ট আছে। সংশ্লিষ্ট ধারাগুলো পড়ে নিয়ে এটি অনুশীলন করুন। এখানে আপনার নাম ও ফোন নাম্বার লিখুন। ইমেইলটি লেখা বাধ্যতামূলক নয়; তবে, ইমেইল এড্রেস দিলে আপনার ইমেইলে বিস্তারিত ফলাফল চলে যাবে। 1 / 54 1. সাক্ষ্য লিপিবদ্ধ করার ভাষা সম্পর্কে ফৌজদারি কার্যবিধির কোন ধারায় বিধান রয়েছে? ৩৫০ ধারায় ৩৫৭ ধারায় ৩৬৩ ধারায় ৩৫২ ধারায় সঠিক উত্তর : ৩৫৭ ধারায় ; [ধারা : ৩৫৭, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : ৩৫৭ ধারায় ; [ধারা : ৩৫৭, ফৌজদারি কার্যবিধি] 2 / 54 2. একজন সাক্ষীর আচরণ সংক্রান্ত মন্তব্য প্রাসঙ্গিক হলে তা লিপিবদ্ধ করবে - [বার : ২০১৫] পুলিশ কর্মকর্তা বিচারক তদন্ত কর্মকর্তা আইনজীবী সঠিক উত্তর : বিচারক ; [ধারা : ৩৬৩, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : বিচারক ; [ধারা : ৩৬৩, ফৌজদারি কার্যবিধি] 3 / 54 3. আসামি তার বিরুদ্ধে দেওয়া রায়ের নকল তুলতে পারে ফৌজদারি কার্যবিধির কোন ধারা অনুসারে? ৩৭১ ২২৬ ৪১২ ৩৬৬ সঠিক উত্তর : ৩৭১ ; [ধারা : ৩৭১, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : ৩৭১ ; [ধারা : ৩৭১, ফৌজদারি কার্যবিধি] 4 / 54 4. ফৌজদারি কার্যবিধি অনুসারে একজন দ্বিতীয় বা তৃতীয় শ্রেণির ম্যাজিস্ট্রেট যখন অধিকতর দণ্ড দিতে না পারেন তখন তিনি কার কাছে মামলাটি প্রেরণ করবেন? চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মহানগর দায়রা জজ দায়রা জজ সঠিক উত্তর : চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ; [ধারা : ৩৪৯, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ; [ধারা : ৩৪৯, ফৌজদারি কার্যবিধি] 5 / 54 5. কোনো প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট যদি দেখতে পান যে আসামিদের কাউকে উচ্চতর দণ্ড প্রদান করতে হবে তখন ফৌজদারি কার্যবিধির কোন ধারার বিধান অনুসরণ করতে হবে? ৩৪২ ৩৪৬ ৩৪৭ ৪৪২ সঠিক উত্তর : ৩৪৭ ; [ধারা : ৩৪৭, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : ৩৪৭ ; [ধারা : ৩৪৭, ফৌজদারি কার্যবিধি] 6 / 54 6. ফৌজদারি কার্যবিধির ৩৭১ ধারানুসারে - ‘Such copy [any copy of judgement] shall, in any case other than a case under ........... , be given free of cost’ - শুণ্যস্থানে কী বসবে? Chapter XX Chapter XVIII Chapter XIX Chapter XXIII সঠিক উত্তর : Chapter XX ; [ধারা : ৩৭১, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : Chapter XX ; [ধারা : ৩৭১, ফৌজদারি কার্যবিধি] 7 / 54 7. একটি মহানগর দায়রা আদালতের রায় ও দণ্ডাদেশের অনুলিপি অগ্রবর্তী করতে হবে — চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের কাছে সংশ্লিষ্ট থানার নিবার্হী ম্যাজিস্ট্রেটের কাছে বর্ণিত প্রত্যেকের কাছেই সঠিক উত্তর : চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের কাছে ; [ধারা : ৩৭৩, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের কাছে ; [ধারা : ৩৭৩, ফৌজদারি কার্যবিধি] 8 / 54 8. আদালতের রায়ের ভাষা কী হবে সে সম্পর্কে নিচের কোন উক্তিটি সঠিক? শুধু বাংলায় লেখা থাকবে শুধু ইংরেজিতে লেখা থাকবে আদালতের ভাষা বা ইংরেজিতে ইংরেজি এবং আদালতের ভাষা উভয় ভাষাতেই সঠিক উত্তর : আদালতের ভাষা বা ইংরেজিতে ; [ধারা : ৩৬৭, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : আদালতের ভাষা বা ইংরেজিতে ; [ধারা : ৩৬৭, ফৌজদারি কার্যবিধি] 9 / 54 9. কোনো অভিযুক্ত ব্যক্তি আদালতে হাজিরা দেবার উদ্দেশ্যে হাজির হলে ফৌজদারি কার্যবিধির কোন ধারার বিধানবলে কোনো এখতিয়ারাবান ম্যাজিস্ট্রেট তাকে - Detention [আটক রাখা] — এ রাখতে পারবেন? ৩৪২ ৩৫১ ৩৫২ ৩৬২ সঠিক উত্তর : ৩৫১ ; [ধারা : ৩৫১, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : ৩৫১ ; [ধারা : ৩৫১, ফৌজদারি কার্যবিধি] 10 / 54 10. Mode of delivering judgment - এটি ফৌজদারি কার্যবিধির কোন ধারার বিষয়বস্তু? ৫১২ ২২৬ ৪৩২ ৩৬৬ সঠিক উত্তর : ৩৬৬ ; [ধারা : ৩৬৬, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : ৩৬৬ ; [ধারা : ৩৬৬, ফৌজদারি কার্যবিধি] 11 / 54 11. কোনো প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট যদি দেখতে পান যে আসামিদের কাউকে উচ্চতর দণ্ড প্রদান করতে হবে তখন তার করণীয় হিসেবে নিচের কোনটি সঠিক? মামলাটি সংশ্লিষ্ট চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করবেন মামলাটি সংশ্লিষ্ট চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করবেন মামলাটি সংশ্লিষ্ট দায়রা আদালতের নিকট প্রেরণ করবেন মামলাটি হাইকোর্ট বিভাগে প্রেরণ করতে হবে সঠিক উত্তর : মামলাটি সংশ্লিষ্ট দায়রা আদালতের নিকট প্রেরণ করবেন ; [ধারা : ৩৪৭, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : মামলাটি সংশ্লিষ্ট দায়রা আদালতের নিকট প্রেরণ করবেন ; [ধারা : ৩৪৭, ফৌজদারি কার্যবিধি] 12 / 54 12. ফৌজদারি কার্যবিধির ১১৮ ধারা অনুসারে শান্তিরক্ষার জন্য মুচলেকা প্রদানের ক্ষেত্রে জামানত প্রদানের আদেশ প্রদান করলে সেটি — একটি অন্তর্বর্তীকালীন আদেশ হিসেবে গণ্য হবে একটি বিশেষ আদেশ হিসেবে গণ্য হবে একটি রায় হিসেবে গণ্য হবে উপরের কোনোটিই সঠিক নয় সঠিক উত্তর : একটি রায় হিসেবে গণ্য হবে ; [ধারা : ৩৬৭, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : একটি রায় হিসেবে গণ্য হবে ; [ধারা : ৩৬৭, ফৌজদারি কার্যবিধি] 13 / 54 13. সাক্ষীর আচরণ সম্পর্কে মন্তব্য লিপিবদ্ধ করার বিধান ফৌজদারি কার্যবিধির কোন ধারায় বর্ণিত আছে? ৩৫০ ধারায় ৩৫৭ ধারায় ৩৬৩ ধারায় ৩৫২ ধারায় সঠিক উত্তর : ৩৬৩ ধারায় ; [ধারা : ৩৬৩, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : ৩৬৩ ধারায় ; [ধারা : ৩৬৩, ফৌজদারি কার্যবিধি] 14 / 54 14. উচ্চতর দণ্ড প্রদানের এখতিয়ার না থাকার কারণে একজন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কার নিকট মামলাটি প্রেরণ করবেন? চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মহানগর দায়রা জজ দায়রা জজ সঠিক উত্তর : মহানগর দায়রা জজ ; [ধারা : ৩৪৭, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : মহানগর দায়রা জজ ; [ধারা : ৩৪৭, ফৌজদারি কার্যবিধি] 15 / 54 15. কোনো দায়রা আদালতের রায়ের কপি বিনামূল্যে দেওয়া আদালতের জন্য - নির্দের্শনামূলক বাধ্যতামূলক বিবেচনামূলক অনুরোধমূলক সঠিক উত্তর : বাধ্যতামূলক ; [ধারা : ৩৭১, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : বাধ্যতামূলক ; [ধারা : ৩৭১, ফৌজদারি কার্যবিধি] 16 / 54 16. Trial of persons previously convicted of offences against coinage, stamp-law or property - এটি ফৌজদারি কার্যবিধির কোন ধারার বিধান? ৩৪২ ৩৪৬ ৩৪৮ ৪৪২ সঠিক উত্তর : ৩৪৮ ; [ধারা : ৩৪৮, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : ৩৪৮ ; [ধারা : ৩৪৮, ফৌজদারি কার্যবিধি] 17 / 54 17. ফৌজদারি কার্যবিধির ৩৪৮ ধারার সাথে দণ্ডবিধির নিচে বর্ণিত কোন ধারাটি প্রাসঙ্গিক? দণ্ডবিধির ৭০ ধারা দণ্ডবিধির ৭৪ ধারা দণ্ডবিধির ৭৫ ধারা দণ্ডবিধির ৭৯ ধারা সঠিক উত্তর : দণ্ডবিধির ৭৫ ধারা ; [ধারা : ৩৪৮, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : দণ্ডবিধির ৭৫ ধারা ; [ধারা : ৩৪৮, ফৌজদারি কার্যবিধি] 18 / 54 18. রায় প্রকাশ পাবার পর আদালতের রায়ে কোন ধরনের পরিবর্তন করা যায়? শুধু করণিক ভুল সংশোধন চার্জ সংক্রান্ত তথ্য পরিমার্জন রায়ে প্রকাশিত দণ্ডের পরিবর্তন বর্ণিত সব ধরনের সংশোধনই করা যায় সঠিক উত্তর : শুধু করণিক ভুল সংশোধন ; [ধারা : ৩৬৯, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : শুধু করণিক ভুল সংশোধন ; [ধারা : ৩৬৯, ফৌজদারি কার্যবিধি] 19 / 54 19. ফৌজদারি কার্যবিধির ৩৬৪ ধারানুসারে ম্যাজিস্ট্রেট কর্তৃক আসামির জবানবন্দি লিপিবদ্ধকরণে কোন ধারাটির ক্ষেত্রে প্রযোজ্য নয়? ২৬০ ধারা ২৬৩ ধারা ১৬৫ ধারা ৩৬৫ ধারা সঠিক উত্তর : ২৬৩ ধারা ; [ধারা : ৩৬৪, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : ২৬৩ ধারা ; [ধারা : ৩৬৪, ফৌজদারি কার্যবিধি] 20 / 54 20. মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত ব্যক্তিকে তার বিরুদ্ধে রায় প্রকাশের সময় অতিরিক্ত কোন তথ্যটি সুনির্দিষ্টভাবে তাকে আদালত জানাবে? মৃত্যুদণ্ড কবে কোথায় অনুষ্ঠিত হবে মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল কতদিনের ভেতরে করতে পারবে কীভাবে এর বিরুদ্ধে আপিল করতে হবে সঠিক উত্তর নেই সঠিক উত্তর : মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল কতদিনের ভেতরে করতে পারবে ; [ধারা : ৩৭১, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল কতদিনের ভেতরে করতে পারবে ; [ধারা : ৩৭১, ফৌজদারি কার্যবিধি] 21 / 54 21. ফৌজদারি কার্যবিধির ৩৪৮ ধারার প্রাসঙ্গিকতা নিচের কোন ক্ষেত্রে রয়েছে? অভিযুক্তের অসীম জরিমানার ক্ষেত্রে অভিযুক্তের খালাস প্রসঙ্গের ক্ষেত্রে অভিযুক্তের বর্ধিত দণ্ডের ক্ষেত্রে অভিযুক্তের অনাদায়ী জরিমানার ক্ষেত্রে সঠিক উত্তর : অভিযুক্তের বর্ধিত দণ্ডের ক্ষেত্রে ; [ধারা : ৩৪৮, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : অভিযুক্তের বর্ধিত দণ্ডের ক্ষেত্রে ; [ধারা : ৩৪৮, ফৌজদারি কার্যবিধি] 22 / 54 22. Language of judgment — ফৌজদারি কার্যবিধির কোন ধারার বিষয়বস্তু? ৪৬৩ ধারার ৩৬৬ ধারার ৩৬৭ ধারার ৩৭০ ধারার সঠিক উত্তর : ৩৬৭ ধারার ; [ধারা : ৩৬৭, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : ৩৬৭ ধারার ; [ধারা : ৩৬৭, ফৌজদারি কার্যবিধি] 23 / 54 23. দণ্ডবিধির সম্পত্তি সংক্রান্ত অপরাধে পূর্ব—দণ্ডিত আসামির পুনরায় নতুন মামলায় ৩ বছর বা তার অধিক সাজা দেবার প্রয়োজন হলে মামলাটি কার নিকট প্রেরণ করতে হবে? চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মহানগর দায়রা জজ দায়রা জজ সঠিক উত্তর : দায়রা জজ ; [ধারা : ৩৪৮, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : দায়রা জজ ; [ধারা : ৩৪৮, ফৌজদারি কার্যবিধি] 24 / 54 24. কোন ক্ষেত্রে রায় প্রদানের দিন আসামির উপস্থিতি বাধ্যতামূলক নয়? [বার : ২০২২] আসামিকে খালাস দিলে আসামিকে ২ মাসের কারাদণ্ড দিলে কারাদণ্ড ও জরিমানা করা হলে আসামি হাজতে থাকলে সঠিক উত্তর : আসামিকে খালাস দিলে ; [ধারা : ৩৬৬, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : আসামিকে খালাস দিলে ; [ধারা : ৩৬৬, ফৌজদারি কার্যবিধি] 25 / 54 25. হাজিরা দিতে আসা কোনো ব্যক্তিকে ফৌজদারি কার্যবিধির কোন ধারাবলে আটক রাখতে পারেন কোনো আদালত? ৩৪২ ৩৫১ ৩৫২ ৩৬২ সঠিক উত্তর : ৩৫১ ; [ধারা : ৩৫১, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : ৩৫১ ; [ধারা : ৩৫১, ফৌজদারি কার্যবিধি] 26 / 54 26. একটি ফৌজদারি আদালতের রায়ের ভাষা কেমন হবে? আদালতের ভাষায় আসামির বোধগম্য ভাষায় কৌসুলির বোধগম্য ভাষায় বর্ণিত সবগুলোই সঠিক সঠিক উত্তর : বর্ণিত সবগুলোই সঠিক ; [ধারা : ৩৬৬, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : বর্ণিত সবগুলোই সঠিক ; [ধারা : ৩৬৬, ফৌজদারি কার্যবিধি] 27 / 54 27. ফৌজদারি কার্যবিধির ৩৬৬ ধারাটি কার্যবিধির কোন ধারাটিকে প্রভাবিত করবে বলে গণ্য হবে না? ৪৬৩ ধারাকে ৪৬৪ ধারাকে ৫৩৭ ধারাকে ৫৬১ ধারাকে সঠিক উত্তর : ৫৩৭ ধারাকে ; [ধারা : ৩৬৬, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : ৫৩৭ ধারাকে ; [ধারা : ৩৬৬, ফৌজদারি কার্যবিধি] 28 / 54 28. ফৌজদারি কার্যবিধির ৩৬৪ ধারানুসারে - Nothing in this section shall be deemed to apply to the examination of an accused person under ........ . section 152 section 260 section 263 section 265D সঠিক উত্তর : section 263 ; [ধারা : ৩৬৪, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : section 263 ; [ধারা : ৩৬৪, ফৌজদারি কার্যবিধি] 29 / 54 29. Detention of offenders attending Court - আদালতের এই ক্ষমতা ফৌজদারি কার্যবিধির কোন ধারার বিধান? ৩৪২ ৩৫১ ৩৫২ ৩৬২ সঠিক উত্তর : ৩৫১ ; [ধারা : ৩৫১, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : ৩৫১ ; [ধারা : ৩৫১, ফৌজদারি কার্যবিধি] 30 / 54 30. Manner of recording evidence - এটি কোন আইনের কোন ধারার বিষয়বস্তু? সাক্ষ্য আইনের ১৬৫ ধারা সাক্ষ্য আইনের ৬১ ধারা ফৌজদারি কার্যবিধির ৩৬৩ ধারা ফৌজদারি কার্যবিধির ৩৫৪ ধারা সঠিক উত্তর : ফৌজদারি কার্যবিধির ৩৫৪ ধারা ; [ধারা : ৩৫৪, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : ফৌজদারি কার্যবিধির ৩৫৪ ধারা ; [ধারা : ৩৫৪, ফৌজদারি কার্যবিধি] 31 / 54 31. Contents of judgment — ফৌজদারি কার্যবিধির কোন ধারার বিষয়বস্তু? ৪৬৩ ধারার ৩৬৬ ধারার ৩৬৭ ধারার ৩৭০ ধারার সঠিক উত্তর : ৩৬৭ ধারার ; [ধারা : ৩৬৭, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : ৩৬৭ ধারার ; [ধারা : ৩৬৭, ফৌজদারি কার্যবিধি] 32 / 54 32. বিচারক সাধারণত রায়ের শেষে স্বাক্ষর করে থাকেন। কিন্তু কোন ক্ষেত্রে একটি ফৌজদারি রায়ের প্রতিটি পৃষ্ঠাতেই স্বাক্ষর করতে হয় বিচারককে? যদি রায়টি মৃত্যুদণ্ডাদেশ বিষয়ক হয় যদি রায়টি যাবজ্জীবন কারাদণ্ড বা ১০ বছরের বেশি কারাদণ্ড বিষয়ক হয় বর্ণিত সবগুলোই সঠিক যদি রায়টি সংশ্লিষ্ট বিচারক ব্যতীত অন্য কারো হাতের লেখায় লিখিত হয় সঠিক উত্তর : যদি রায়টি সংশ্লিষ্ট বিচারক ব্যতীত অন্য কারো হাতের লেখায় লিখিত হয় ; [ধারা : ৩৬৭, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : যদি রায়টি সংশ্লিষ্ট বিচারক ব্যতীত অন্য কারো হাতের লেখায় লিখিত হয় ; [ধারা : ৩৬৭, ফৌজদারি কার্যবিধি] 33 / 54 33. রায়ে খালাস দেওয়া হলে আসামিকে - অব্যাহতি দিতে হবে ক্ষতিপূরণ দিতে হবে মুক্তি দিতে হবে বর্ণিত সবগুলোই সঠিক সঠিক উত্তর : মুক্তি দিতে হবে ; [ধারা : ৩৬৭, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : মুক্তি দিতে হবে ; [ধারা : ৩৬৭, ফৌজদারি কার্যবিধি] 34 / 54 34. ম্যাজিস্ট্রেট যদি মামলা নিষ্পত্তির জন্য এখতিয়ারাবান না হয়ে থাকেন তাহলে তিনি কার কাছে মামলাটি প্রদান করবেন? চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দায়রা আদালতে হাইকোর্ট বিভাগের কাছে বর্ণিত যেকারো কাছে সঠিক উত্তর : চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ; [ধারা : ৩৪৬, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ; [ধারা : ৩৪৬, ফৌজদারি কার্যবিধি] 35 / 54 35. সাক্ষীর জবানবন্দির সময় কোনো আচরণ যদি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে একজন জজ সেটি ...। অবশ্যই লিপিবদ্ধ করবেন লিপিবদ্ধ করতেও পারেন নাও পারেন অবশ্যই মনোবিদ বিশেষজ্ঞকে জানাবেন পাবলিক প্রসিকিউটরকে অবহিত করবেন সঠিক উত্তর : অবশ্যই লিপিবদ্ধ করবেন ; [ধারা : ৩৬৩, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : অবশ্যই লিপিবদ্ধ করবেন ; [ধারা : ৩৬৩, ফৌজদারি কার্যবিধি] 36 / 54 36. একটি দায়রা জজের রায়ের কপির জন্য আসামি পক্ষ আবেদন করলে তা কিভাবে দিতে হবে? খরচসহ ১৫ দিনের মধ্যে খরচসহ কোনো বিলম্ব ছাড়া খরচবাদে ১৫ দিনের মধ্যে খরচবাদে কোনো বিলম্ব ছাড়া সঠিক উত্তর : খরচবাদে কোনো বিলম্ব ছাড়া ; [ধারা : ৩৭১, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : খরচবাদে কোনো বিলম্ব ছাড়া ; [ধারা : ৩৭১, ফৌজদারি কার্যবিধি] 37 / 54 37. রায় ঘোষণার পদ্ধতি ফৌজদারি কার্যবিধির কোন ধারায় বর্ণিত আছে? ৫১২ ২২৬ ৪৩২ ৩৬৬ সঠিক উত্তর : ৩৬৬ ; [ধারা : ৩৬৬, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : ৩৬৬ ; [ধারা : ৩৬৬, ফৌজদারি কার্যবিধি] 38 / 54 38. কখন কোনো প্রিজাইডিং জজ একটি ফৌজদারি মামলার সম্পূর্ণ রায় পড়ে শোনাতে বাধ্য? ফরিয়াদি পক্ষের অনুরোধ থাকলে দায়রা জজ নির্দেশ দিলে অভিযুক্ত পক্ষের অনুরোধ থাকলে ফরিয়াদি অথবা অভিযুক্ত পক্ষের যেকেই অনুরোধ করলে সঠিক উত্তর : ফরিয়াদি অথবা অভিযুক্ত পক্ষের যেকেই অনুরোধ করলে ; [ধারা : ৩৬৬, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : ফরিয়াদি অথবা অভিযুক্ত পক্ষের যেকেই অনুরোধ করলে ; [ধারা : ৩৬৬, ফৌজদারি কার্যবিধি] 39 / 54 39. দণ্ডবিধির মুদ্রা বা স্ট্যাম্প সংক্রান্ত অপরাধে পূর্ব—দণ্ডিত আসামির পুনরায় নতুন মামলায় ৩ বছর বা তার অধিক সাজা দেবার প্রয়োজন হলে মামলাটি কার নিকট প্রেরণ করতে হবে? চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মহানগর দায়রা জজ দায়রা জজ সঠিক উত্তর : দায়রা জজ ; [ধারা : ৩৪৮, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : দায়রা জজ ; [ধারা : ৩৪৮, ফৌজদারি কার্যবিধি] 40 / 54 40. সাক্ষ্য গ্রহণের সময় আসামির উপস্থিতি যখন প্রয়োজন হয় না, তখন বিকল্প হিসেবে কার উপস্থিতিতে সাক্ষ্য গ্রহণ করা চলে? শিক্ষানবিশ আইনজীবীর উপস্থিতিতে আসামির রক্ত—সম্পর্কীয় কোনো আত্মীয় আসামির আইনজীবীর উপস্থিতিতে সরকারি জেলা আইনগত সহায়তার কোনো আইনজীবীর উপস্থিতিতে সঠিক উত্তর : আসামির আইনজীবীর উপস্থিতিতে ; [ধারা : ৩৫৩, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : আসামির আইনজীবীর উপস্থিতিতে ; [ধারা : ৩৫৩, ফৌজদারি কার্যবিধি] 41 / 54 41. আসামির উপস্থিতিতে সাক্ষ্য গ্রহণ করতে হবে - এটি ফৌজদারি কার্যবিধির কোন ধারার বিষয়বস্তু? ৫১২ ১১৯ ৩৫৩ ২২৩ সঠিক উত্তর : ৩৫৩ ; [ধারা : ৩৫৩, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : ৩৫৩ ; [ধারা : ৩৫৩, ফৌজদারি কার্যবিধি] 42 / 54 42. একটি ফৌজদারি রায় প্রদানের সময় কখন আসামির উপস্থিতি বাধ্যতামূলক নয়? হাজিরা থেকে অব্যাহতি দেওয়া থাকলে অভিযুক্তকে শুধুই জরিমানা দণ্ড দিলে অভিযুক্তকে রায়ে খালাস প্রদান করলে বর্ণিত সব ক্ষেত্রেই সঠিক উত্তর : বর্ণিত সব ক্ষেত্রেই ; [ধারা : ৩৬৬, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : বর্ণিত সব ক্ষেত্রেই ; [ধারা : ৩৬৬, ফৌজদারি কার্যবিধি] 43 / 54 43. একজন অভিযুক্তের জবানবন্দি ১৬৪ ধারানুসারে রেকর্ড করার পরে উক্ত অভিযুক্তকে তা পড়ে শোনানো ......। বাধ্যতামূলক আদালতের ইচ্ছাধীন বাধ্যকর নয় অভিযুক্তের আরজের ওপর নির্ভরশীল সঠিক উত্তর : বাধ্যতামূলক ; [ধারা : ৩৬৪, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : বাধ্যতামূলক ; [ধারা : ৩৬৪, ফৌজদারি কার্যবিধি] 44 / 54 44. ফৌজদারি কার্যবিধির ৩৬৮ ধারা মোতাবেক মৃত্যুদণ্ডের ক্ষেত্রে দণ্ডের নির্দেশের ক্ষেত্রে উক্ত দণ্ডাদেশে অবশ্যই বর্ণিত থাকবে যে - প্রকাশ্যে তার মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে তাকে তার পরিবারের সাথে শেষ দেখা করতে দিতে হবে তার শেষ ইচ্ছা পূরণকল্পে প্রয়োজনীয় সকল ব্যবস্থা জেল কর্তৃপক্ষ করবেন মৃত্যু না হওয়া পর্যন্ত তার গলায় ফাঁসি দিয়ে ঝুলিয়ে রাখতে হবে সঠিক উত্তর : মৃত্যু না হওয়া পর্যন্ত তার গলায় ফাঁসি দিয়ে ঝুলিয়ে রাখতে হবে ; [ধারা : ৩৬৮, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : মৃত্যু না হওয়া পর্যন্ত তার গলায় ফাঁসি দিয়ে ঝুলিয়ে রাখতে হবে ; [ধারা : ৩৬৮, ফৌজদারি কার্যবিধি] 45 / 54 45. কোন ক্ষেত্রে মামলার রায়ের কপি আসামি বিনামূল্যে পাবেন না? যদি ম্যাজিস্ট্রেট আদালতের রায় হয় যদি দায়রা আদালতের রায় হয় যদি মৃত্যুদণ্ডাদেশের রায় হয় প্রকৃতপক্ষে কেউই রায়ের নকল বিনামূল্যে পায়না সঠিক উত্তর : যদি ম্যাজিস্ট্রেট আদালতের রায় হয় ; [ধারা : ৩৭১, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : যদি ম্যাজিস্ট্রেট আদালতের রায় হয় ; [ধারা : ৩৭১, ফৌজদারি কার্যবিধি] 46 / 54 46. আদালত সাধারণভাবে সকলের জন্য উন্মুক্ত থাকবে - এটি ফৌজদারি কার্যবিধির কোন ধারার বিষয়বস্তু? ৩৪২ ৩৫২ ৩৬৩ ৩৭৩ সঠিক উত্তর : ৩৫২ ; [ধারা : ৩৫২, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : ৩৫২ ; [ধারা : ৩৫২, ফৌজদারি কার্যবিধি] 47 / 54 47. ১৬৪ ধারানুসারে রেকর্ডকৃত জবানবন্দি পড়ে শোনানোর পরে উক্ত অভিযুক্ত সেই জবানবন্দিতে - জবানবন্দি যুক্ত করতে পারবেন জবানবন্দিতে কোনো কিছু ব্যাখ্যা করতে পারবেন জবানবন্দিতে বক্তব্য বাদ দিতে পারবেন বর্ণিত সবগুলোই করতে পারবেন সঠিক উত্তর : বর্ণিত সবগুলোই করতে পারবেন ; [ধারা : ৩৬৪, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : বর্ণিত সবগুলোই করতে পারবেন ; [ধারা : ৩৬৪, ফৌজদারি কার্যবিধি] 48 / 54 48. একটি দায়রা আদালতের রায়ের কপি নিম্নোক্ত কার বা কাদের নিকট প্রেরণ করতে হবে? চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট অথবা জেলা ম্যাজিস্ট্রেটের কাছে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও জেলা ম্যাজিস্ট্রেটের কাছে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট অথবা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের কাছে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের কাছে সঠিক উত্তর : চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও জেলা ম্যাজিস্ট্রেটের কাছে ; [ধারা : ৩৭৩, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও জেলা ম্যাজিস্ট্রেটের কাছে ; [ধারা : ৩৭৩, ফৌজদারি কার্যবিধি] 49 / 54 49. ১৬৪ ধারানুসারে কোনো জবানবন্দি গ্রহণকালে কখন কোনো জবানবন্দির রেকর্ড বিচারক আদালতের ভাষায় অথবা ইংরেজিতে সারসংক্ষেপিত আকারে মূল নথিতে যুক্ত করতে বাধ্য থাকবেন? যদি জবানবন্দি প্রদানকারী ইংরেজি ভাষায় তা প্রদান করবেন যদি বিচারক নিজে জবানবন্দি না লিখে থাকেন জবানবন্দির সময়ে যদি জবানবন্দি প্রদানকারী অনুরোধ করে থাকেন এরূপে বর্ণিত যেকোনো ক্ষেত্রেই সঠিক উত্তর : যদি বিচারক নিজে জবানবন্দি না লিখে থাকেন জবানবন্দির সময়ে ; [ধারা : ৩৬৪, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : যদি বিচারক নিজে জবানবন্দি না লিখে থাকেন জবানবন্দির সময়ে ; [ধারা : ৩৬৪, ফৌজদারি কার্যবিধি] 50 / 54 50. মৃত্যুদণ্ডাদেশের পদ্ধতি ফৌজদারি কার্যবিধির কোন ধারায় বর্ণিত আছে? ৩৬৬ ধারায় ৩৬৭ ধারায় ৩৬৮ ধারায় ৩৭০ ধারায় সঠিক উত্তর : ৩৬৮ ধারায় ; [ধারা : ৩৬৮, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : ৩৬৮ ধারায় ; [ধারা : ৩৬৮, ফৌজদারি কার্যবিধি] 51 / 54 51. একটি দায়রা আদালতের রায় ও দণ্ডাদেশের অনুলিপি অগ্রবর্তী করতে হবে — চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে পুলিশ সুপারের কাছে সংশ্লিষ্ট থানার নিবার্হী ম্যাজিস্ট্রেটের কাছে বর্ণিত প্রত্যেকের কাছেই সঠিক উত্তর : চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে ; [ধারা : ৩৭৩, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে ; [ধারা : ৩৭৩, ফৌজদারি কার্যবিধি] 52 / 54 52. Procedure when Magistrate cannot pass sentence sufficiently severe - এটি ফৌজদারি কার্যবিধির কোন ধারার বিধান? ৩৪৬ ৩৪৭ ৩৪৯ ৪৪২ সঠিক উত্তর : ৩৪৯ ; [ধারা : ৩৪৯, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : ৩৪৯ ; [ধারা : ৩৪৯, ফৌজদারি কার্যবিধি] 53 / 54 53. দায়রা আদালতের রায় ও দণ্ডাদেশের অনুলিপি অগ্রবর্তী করতে হবে — [বার : ২০১৫] জেলা ম্যাজিস্ট্রেট বরাবর জেলা জজ বরাবর জেল সুপার বরাবর পুলিশ সুপার বরাবর সঠিক উত্তর : জেলা ম্যাজিস্ট্রেট বরাবর ; [ধারা : ৩৭৩, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : জেলা ম্যাজিস্ট্রেট বরাবর ; [ধারা : ৩৭৩, ফৌজদারি কার্যবিধি] 54 / 54 54. Examination of accused how recorded - এটি ফৌজদারি কার্যবিধির কোন ধারার শিরোনাম? ১৬১ ধারা ১৬৪ ধারা ৩৬৪ ধারা ৩৬৬ ধারা সঠিক উত্তর : ৩৬৪ ধারা ; [ধারা : ৩৬৪, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : ৩৬৪ ধারা ; [ধারা : ৩৬৪, ফৌজদারি কার্যবিধি] Your score is Facebook 0% Restart quiz By Wordpress Quiz plugin