/77 10 CrPC [241-265] - Advanced Exam এখানে ফৌজদারি কার্যবিধির ২৪১-২৬৫ ধারাসমূহ নিয়ে অ্যাডভান্সড লেভেলের এমসিকিউ টেস্ট আছে। সংশ্লিষ্ট ধারাগুলো পড়ে নিয়ে এটি অনুশীলন করুন। এখানে আপনার নাম ও ফোন নাম্বার লিখুন। ইমেইলটি লেখা বাধ্যতামূলক নয়; তবে, ইমেইল এড্রেস দিলে আপনার ইমেইলে বিস্তারিত ফলাফল চলে যাবে। 1 / 77 1. `When accused shall be discharged’- এটি ফৌজদারি কার্যবিধির কোন ধারার শিরোনাম বা বিষয়বস্তু? ২৪১ ধারা ২৪১ক ধারা ২৬৫গ ধারা ২৬৫জ ধারা সঠিক উত্তর : ২৪১ক ধারা ; [ধারা : ২৪১ক, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : ২৪১ক ধারা ; [ধারা : ২৪১ক, ফৌজদারি কার্যবিধি] 2 / 77 2. ফৌজদারি মামলার কোন পর্যায়ে আসামি ডিসচার্জের আবেদন করতে পারেন? [জুডি. : ২০১৯] অপরাধ আমলে নেওয়ার সময় চার্জ গঠনের সময় চার্জ গঠনের পরে সাক্ষ্য গ্রহণ শেষে আসামি পরীক্ষাকালে সঠিক উত্তর : চার্জ গঠনের সময় ; [ধারা : ২৪১ক, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : চার্জ গঠনের সময় ; [ধারা : ২৪১ক, ফৌজদারি কার্যবিধি] 3 / 77 3. ফৌজদারি মামলায় আসামি কোন পর্যায়ে ডিসচার্জের আবেদন করতে পারে? [বার : ২০১২] অপরাধ আমলে নেয়ার তারিখ চার্জ গঠনের সময় চার্জ গঠনের পরে সাক্ষ্য গ্রহণ শেষে সঠিক উত্তর : চার্জ গঠনের সময় ; [ধারা ২৪১ক, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : চার্জ গঠনের সময় ; [ধারা ২৪১ক, ফৌজদারি কার্যবিধি] 4 / 77 4. Complainant তার Complaint প্রত্যাহার করলে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ....। [জুডি. : ২০১৮] অভিযুক্ত ব্যক্তিকে খালাস (acquit) দিবেন অভিযুক্ত ব্যক্তিকে মুক্তি (release) দিবেন অভিযুক্ত ব্যক্তিকে অব্যাহতি (discharge) দিবেন Complaint খারিজ (dismiss) করবেন সঠিক উত্তর : অভিযুক্ত ব্যক্তিকে খালাস (acquit) দিবেন ; [ধারা : ২৪৮, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : অভিযুক্ত ব্যক্তিকে খালাস (acquit) দিবেন ; [ধারা : ২৪৮, ফৌজদারি কার্যবিধি] 5 / 77 5. একজন ম্যাজিস্ট্রেট সরকারি কর্মকর্তাকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দিতে পারেন - ? ২২২ ধারানুসারে ২৪৭ ধারানুসারে ২৬০ ধারানুসারে ২৬৫গ ধারানুসারে সঠিক উত্তর : ২৪৭ ধারানুসারে ; [ধারা : ২৪৭, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : ২৪৭ ধারানুসারে ; [ধারা : ২৪৭, ফৌজদারি কার্যবিধি] 6 / 77 6. নালিশী মামলায় সমন ইস্যুর পর অভিযোগকারী নির্ধারিত তারিখে আদালতে হাজির না থাকলে আদালত কি আদেশ দিতে পারে? [বার : ২০১২] ওয়ারেন্ট জারি মামলা খারিজ আসামি খালাস আসামি ডিসচার্জ সঠিক উত্তর : আসামি খালাস [ধারা : ২৪৭, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : আসামি খালাস [ধারা : ২৪৭, ফৌজদারি কার্যবিধি] 7 / 77 7. Complaint ব্যতীত অন্যভাবে রুজুকৃত একটি ফৌজদারি মামলার কার্যক্রম বন্ধ করা হলে, ম্যাজিস্ট্রেট আসামিকে - [বার : ২০১৩] মুক্তি দিতে পারেন অব্যাহতি দিতে পারেন খালাস দিতে পারেন দণ্ড দিতে পারেন সঠিক উত্তর : মুক্তি দিতে পারেন ; [ধারা : ২৪৯, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : মুক্তি দিতে পারেন ; [ধারা : ২৪৯, ফৌজদারি কার্যবিধি] 8 / 77 8. ফৌজদারি মামলায় চার্জ গঠনের দায়িত্ব কার? [বার : ২০১২] বাদীর সরকারি উকিলের কোর্টের পুলিশের সঠিক উত্তর : কোর্টের ; [ধারা : ২৪২, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : কোর্টের ; [ধারা : ২৪২, ফৌজদারি কার্যবিধি] 9 / 77 9. The Penal Code, 1860 এর কোন ধারার অপরাধের বিচার সংক্ষিপ্ত পদ্ধতিতে করা যাবে না? [বার : ২০২৩] ৩২৬ ৪২৬ ৩২৩ ৪০৬ সঠিক উত্তর : ৩২৬ ; [ধারা : ২৬০, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : ৩২৬ ; [ধারা : ২৬০, ফৌজদারি কার্যবিধি] 10 / 77 10. Complaint প্রত্যাহার করা হলে আসামি - [বার : ২০১৩] মুক্তি পাবে অব্যাহতি পাবে দণ্ড পাবে খালাস পাবে সঠিক উত্তর : খালাস পাবে ; [ধারা : ২৪৮, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : খালাস পাবে ; [ধারা : ২৪৮, ফৌজদারি কার্যবিধি] 11 / 77 11. সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধের ক্ষেত্রে সংক্ষিপ্ত বিচার করা যাবে - এটি ফৌজদারি কার্যবিধির কোন ধারার বিষয়বস্তু? ২৫০ ধারায় ২৬০ ধারায় ২৬২ ধারায় ৩৬৬ ধারায় সঠিক উত্তর : ২৬০ ধারায় ; [ধারা : ২৬০, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : ২৬০ ধারায় ; [ধারা : ২৬০, ফৌজদারি কার্যবিধি] 12 / 77 12. চার্জ গঠনের সময় আসামি অির্ভযোগ স্বীকার করলে একজন ম্যাজিস্ট্রেট দণ্ড দিতে পারেন ফৌজদারি কার্যবিধির কোন ধারা অনুযায়ী? ২৪১ ধারা ২২১ ধারা ২৪৩ ধারা ২৬৫গ ধারা সঠিক উত্তর : ২৪৩ ধারা ; [ধারা : ২৪৩, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : ২৪৩ ধারা ; [ধারা : ২৪৩, ফৌজদারি কার্যবিধি] 13 / 77 13. Withdrawal of complaint - ফৌজদারি কার্যবিধির কোন ধারার বিধান? ২৪৩ ধারার ২৪৫ ধারার ২৪৭ ধারার ২৪৮ ধারার সঠিক উত্তর : ২৪৮ ধারার ; [ধারা : ২৪৮, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : ২৪৮ ধারার ; [ধারা : ২৪৮, ফৌজদারি কার্যবিধি] 14 / 77 14. মিথ্যা বা তুচ্ছ অভিযোগের জন্য একজন ব্যক্তিকে সর্বোচ্চ কত জরিমানার আদেশ দিতে পারে আদালত? ১ হাজার টাকা সর্বোচ্চ ২ হাজার টাকা সর্বোচ্চ ৩ হাজার টাকা সর্বোচ্চ ৫ হাজার টাকা সর্বোচ্চ সঠিক উত্তর : ৩ হাজার টাকা সর্বোচ্চ ; [ধারা : ২৫০, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : ৩ হাজার টাকা সর্বোচ্চ ; [ধারা : ২৫০, ফৌজদারি কার্যবিধি] 15 / 77 15. ম্যাজিস্ট্রেট একজন আসামিকে খালাস দিতে পারেন নিচে বর্ণিত কোন ক্ষেত্রে? আসামি দোষ স্বীকার করলে পুলিশ অভিযোগপত্র দিলে ফরিয়াদি অনুপস্থিত থাকলে আসামিকে নির্দোষ বলে সাব্যস্ত করলে সঠিক উত্তর : আসামিকে নির্দোষ বলে সাব্যস্ত করলে ; [ধারা : ২৪৫, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : আসামিকে নির্দোষ বলে সাব্যস্ত করলে ; [ধারা : ২৪৫, ফৌজদারি কার্যবিধি] 16 / 77 16. ফৌজদারি কার্যবিধির ২৪৫ ধারা মোতাবেক - Where the Magistrate does not proceed in accordance with the provisions of.... ...... , he shall, if he finds the accused guilty, pass sentence upon him according to law. - শুণ্যস্থানে কী বসবে? section ৩৪৬ section ৩৪৯ section ৩৪৫ section ৩৫৯ সঠিক উত্তর : section ৩৪৯ ; [ধারা : ২৪৫, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : section ৩৪৯ ; [ধারা : ২৪৫, ফৌজদারি কার্যবিধি] 17 / 77 17. অভিযোগ বিষয়ে শুনানিকালে অভিযুক্ত ব্যক্তি কতৃর্ক দাখিলকৃত বিতর্কিত দলিলাদি বিবেচনা করা যাবে কি না? [জুডি. : ২০১৮] হ্যাঁ এটি আদালতের স্বেচ্ছাধীন ক্ষমতা না মূল দলিল দাখিল সাপেক্ষে বিবেচনা করা যাবে সঠিক উত্তর : না ; [ধারা : ২৪১ক, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : না ; [ধারা : ২৪১ক, ফৌজদারি কার্যবিধি] 18 / 77 18. The Code of Criminal Procedure, ১৮৯৮ এর ২৪৯ ধারার বিধান মতে ম্যাজিস্ট্রেট আসামিকে মুক্তি দেওয়ার ক্ষেত্রে মামলাটি ..... করবেন। [বার : ২০২২] মুলতুবি স্থগিত বন্ধ খারিজ সঠিক উত্তর : বন্ধ ; [ধারা : ২৪৯, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : বন্ধ ; [ধারা : ২৪৯, ফৌজদারি কার্যবিধি] 19 / 77 19. ম্যাজিস্ট্রেট চার্জ গঠন করে ফৌজদারি কার্যবিধির কত ধারা অনুযায়ী? ২৪১ ধারা ২২১ ধারা ২৪২ ধারা ২৬৫গ ধারা সঠিক উত্তর : ২৪২ ধারা ; [ধারা : ২৪২, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : ২৪২ ধারা ; [ধারা : ২৪২, ফৌজদারি কার্যবিধি] 20 / 77 20. নিম্নের কোন অপরাধের ক্ষেত্রে সংক্ষিপ্ত বিচার পদ্ধতি প্রযোজ্য? [বার : ২০২২] গুরুতর আঘাত দণ্ডনীয় নরহত্যা বেপরোয়া যান চালানোর দ্বারা মৃত্যু সাধারণ আঘাত সঠিক উত্তর : সাধারণ আঘাত ; [ধারা : ২৬০, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : সাধারণ আঘাত ; [ধারা : ২৬০, ফৌজদারি কার্যবিধি] 21 / 77 21. ফৌজদারি কার্যবিধির ২৫০ ধারার অধীনে সর্বোচ্চ fine কত? ১ হাজার টাকা সর্বোচ্চ ২ হাজার টাকা সর্বোচ্চ ৩ হাজার টাকা সর্বোচ্চ ৫ হাজার টাকা সর্বোচ্চ সঠিক উত্তর : ১ হাজার টাকা সর্বোচ্চ ; [ধারা : ২৫০, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : ১ হাজার টাকা সর্বোচ্চ ; [ধারা : ২৫০, ফৌজদারি কার্যবিধি] 22 / 77 22. সংক্ষিপ্ত বিচারের ক্ষেত্রে কোন ফৌজদারি কার্যবিধির কোন অধ্যায় অনুসারে বিচার অনুষ্ঠিত হতে হবে? ২০ তম অধ্যায় অনুসারে ২১ তম অধ্যায় অনুসারে ২২ তম অধ্যায় অনুসারে ২৩ তম অধ্যায় অনুসারে সঠিক উত্তর : ২২ তম অধ্যায় অনুসারে ; [ধারা : ২৬২, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : ২২ তম অধ্যায় অনুসারে ; [ধারা : ২৬২, ফৌজদারি কার্যবিধি] 23 / 77 23. সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড প্রদান করা যাবে সংক্ষিপ্ত বিচারে - এটি ফৌজদারি কার্যবিধির কোন ধারার বিষয়বস্তু? ২৫০ ধারায় ২৬০ ধারায় ২৬২ ধারায় ৩৬৬ ধারায় সঠিক উত্তর : ২৬২ ধারায় ; [ধারা : ২৬২, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : ২৬২ ধারায় ; [ধারা : ২৬২, ফৌজদারি কার্যবিধি] 24 / 77 24. একটি উপজেলা এলাকায় সংঘটিত একটি অপরাধের সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচার করার ক্ষমতার অধিকারী কে? মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট দ্বিতীয় শ্রেণির ম্যাজিস্ট্রেট সঠিক উত্তর : প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট ; [ধারা : ২৬০, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট ; [ধারা : ২৬০, ফৌজদারি কার্যবিধি] 25 / 77 25. ফৌজদারি কার্যবিধির ২৪৫ ধারার বিষয়বস্তু হিসেবে নিচের কোনটি সর্বাধিক সঠিক? নালিশ প্রত্যাহার খালাস মামলার সাধারণ পদ্ধতি খালাস ও দণ্ড প্রদান প্রসঙ্গ সঠিক উত্তর : খালাস ও দণ্ড প্রদান প্রসঙ্গ ; [ধারা : ২৪৫, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : খালাস ও দণ্ড প্রদান প্রসঙ্গ ; [ধারা : ২৪৫, ফৌজদারি কার্যবিধি] 26 / 77 26. একজন আসামিকে কখন আদালত জিজ্ঞাসা করে যে সে অপরাধটি করেছে কিনা? তদন্তের সময় চার্জ গঠনের সময় সাক্ষ্য শোনার সময় রায় দেবার ঠিক আগে সঠিক উত্তর : চার্জ গঠনের সময় ; [ধারা : ২৪২, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : চার্জ গঠনের সময় ; [ধারা : ২৪২, ফৌজদারি কার্যবিধি] 27 / 77 27. ম্যাজিস্ট্রেট একজন আসামিকে খালাস দিতে পারেন নিচে বর্ণিত কোন ক্ষেত্রে? আসামি দোষ স্বীকার করলে পুলিশ অভিযোগপত্র দিলে আসামি পর্যাপ্ত জরিমানা প্রদান করলে ফরিয়াদি অনুপস্থিত থাকলে সঠিক উত্তর : ফরিয়াদি অনুপস্থিত থাকলে ; [ধারা : ২৪৭, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : ফরিয়াদি অনুপস্থিত থাকলে ; [ধারা : ২৪৭, ফৌজদারি কার্যবিধি] 28 / 77 28. একজন আসামিকে ম্যাজিস্ট্রেট শাস্তি দিতে পারেন ফৌজদারি কার্যবিধির কোন ধারামতে? ২৪১ ধারা ২২১ ধারা ২৪৫ ধারা ২৬৫গ সঠিক উত্তর : ২৪৫ ধারা ; [ধারা : ২৪৫, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : ২৪৫ ধারা ; [ধারা : ২৪৫, ফৌজদারি কার্যবিধি] 29 / 77 29. ফৌজদারি কার্যবিধির ২৪৯ ধারা অনুসারে একজন আসামিকে ম্যাজিস্ট্রেট - খালাস আদেশ দেবেন মুক্তির আদেশ দেবেন অব্যহতির আদেশ দেবেন বর্ণিত কোনোটিই সঠিক নয় সঠিক উত্তর : মুক্তির আদেশ দেবেন ; [ধারা : ২৪৯, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : মুক্তির আদেশ দেবেন ; [ধারা : ২৪৯, ফৌজদারি কার্যবিধি] 30 / 77 30. The Code of Criminal Procedure, ১৮৯৮ এর ২৪৭ ধারা মোতাবেক নালিশকারীর অনুপস্থিতির কারণে আসামি খালাস পাবে যদি ....। [বার : ২০২২] গ্রেফতারি পরোয়ানা ইস্যু হয় সমন ইস্যু হয় রায়ের জন্য দিন থাকে কয়েকজন সাক্ষীর সাক্ষ্য গৃহীত হয় সঠিক উত্তর : সমন ইস্যু হয় ; [ধারা : ২৪৭, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : সমন ইস্যু হয় ; [ধারা : ২৪৭, ফৌজদারি কার্যবিধি] 31 / 77 31. `Acquittal’ - এটি ফৌজদারি কার্যবিধির কোন ধারার বিষয়বস্তু? ২৪১ক ধারা ২৪৫ ধারা ২৬৫গ ধারা ২৬৫জ ধারা সঠিক উত্তর : ২৪৫ ধারা ; [ধারা : ২৪৫, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : ২৪৫ ধারা ; [ধারা : ২৪৫, ফৌজদারি কার্যবিধি] 32 / 77 32. Complaint ব্যতীত অন্যভাবে রুজুকৃত একটি ফৌজদারি মামলার কার্যক্রম বন্ধ করা হলে, ম্যাজিস্ট্রেট আসামিকে মুক্তি দেবেন - এটি কত ধারার বিষয়বস্তু? ২৪১ ধারা ২২১ ধারা ২৪৯ ধারা ২৬৫গ সঠিক উত্তর : ২৪৯ ধারা ; [ধারা : ২৪৯, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : ২৪৯ ধারা ; [ধারা : ২৪৯, ফৌজদারি কার্যবিধি] 33 / 77 33. মিথ্যা অভিযোগের ক্ষেত্রে একজন চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট খালাসের আদেশ প্রদানের সময় নালিশকারীর বিরুদ্ধে এরূপ ক্ষতিপূরণের আদেশ দিতে পারে, যা হবে অনধিক - [বার : ২০১৫] ১,০০০ টাকা ২,০০০ টাকা ৫,০০০ টাকা ১০,০০০ টাকা সঠিক উত্তর : ১,০০০ টাকা ; [ধারা : ২৫০, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : ১,০০০ টাকা ; [ধারা : ২৫০, ফৌজদারি কার্যবিধি] 34 / 77 34. চার্জ গঠনকালীন সময়ে একজন আসামি যদি তার প্রতি অভিযোগ অস্বীকার করে তবে তার পরিপ্রেক্ষিতে নিচের কোন বাক্যটি সঠিক নয়? ম্যাজিস্ট্রেট ফরিয়াদির বক্তব্য শ্রবণে অগ্রসর হবেন ম্যাজিস্ট্রেট আসামির বক্তব্য শ্রবণ করবেন ফরিয়াদি যখন কোনো আদালত হয় তখন তার বক্তব্য শ্রবণ করতে আদালত বাধ্য নয় ফরিয়াদি যখন কোনো আদালত হয় তখন তার বক্তব্য শ্রবণ করতে আদালত বাধ্য সঠিক উত্তর : ফরিয়াদি যখন কোনো আদালত হয় তখন তার বক্তব্য শ্রবণ করতে আদালত বাধ্য ; [ধারা : ২৪৪, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : ফরিয়াদি যখন কোনো আদালত হয় তখন তার বক্তব্য শ্রবণ করতে আদালত বাধ্য ; [ধারা : ২৪৪, ফৌজদারি কার্যবিধি] 35 / 77 35. ফৌজদারি কার্যবিধির কোন ধারায় Summary Trial করার ক্ষমতা সম্পর্কে বিধান রয়েছে? ২৫০ ধারায় ২৬০ ধারায় ২৬৬ ধারায় ৩৬৬ ধারায় সঠিক উত্তর : ২৬০ ধারায় ; [ধারা : ২৬০, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : ২৬০ ধারায় ; [ধারা : ২৬০, ফৌজদারি কার্যবিধি] 36 / 77 36. ম্যাজিস্ট্রেট আসামিকে খালাস দিতে পারেন কত ধারা অনুসারে? ২৪১ ধারা ২২১ ধারা ২৪৫ ধারা ২৬৫গ সঠিক উত্তর : ২৪৫ ধারা ; [ধারা : ২৪৫, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : ২৪৫ ধারা ; [ধারা : ২৪৫, ফৌজদারি কার্যবিধি] 37 / 77 37. ফৌজদারি কার্যবিধির কোন ধারায় ম্যাজিস্ট্রেট কর্তৃক মূল বিচারিক কার্যক্রম পরিচালনার পদ্ধতি বর্ণিত আছে? ২৪২ ধারায় ২৪৪ ধারায় ২৪৭ ধারায় ২৪৯ ধারায় সঠিক উত্তর : ২৪৪ ধারায় ; [ধারা : ২৪৪, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : ২৪৪ ধারায় ; [ধারা : ২৪৪, ফৌজদারি কার্যবিধি] 38 / 77 38. ফৌজদারি কার্যবিধির ২৪৭ ধারানুসারে - where the complainant is a public servant and his personal attendance is not required, the Magistrate may ...... with his attendance. discharge disapprove dispense aquit সঠিক উত্তর : dispense ; [ধারা : ২৪৭, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : dispense ; [ধারা : ২৪৭, ফৌজদারি কার্যবিধি] 39 / 77 39. যদি কোনো ফৌজদারি অভিযোগ মিথ্যা এবং তুচ্ছ নতুবা বিরক্তিকর হয় তাহলে ম্যাজিস্ট্রেট অভিযুক্তগণের জন্য কোন আদেশ দিতে পারেন? অব্যাহতি বা খালাস দেওয়ার আদেশ অধিকতর তদন্তের আদেশ দেবেন মুক্তির আদেশ দেবেন ক্ষতিপূরণ হিসেবে প্রত্যেককে ২ হাজার টাকা প্রদানের নির্দেশ দেবেন সঠিক উত্তর : অব্যাহতি বা খালাস দেওয়ার আদেশ ; [ধারা : ২৫০, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : অব্যাহতি বা খালাস দেওয়ার আদেশ ; [ধারা : ২৫০, ফৌজদারি কার্যবিধি] 40 / 77 40. ফৌজদারি কার্যবিধিতে কোন ধারায় ম্যাজিস্ট্রেটদেরকে সংক্ষিপ্ত বিচারের ক্ষমতা দেওয়া হয়েছে? ২৫০ ধারা ২১১ ধারা ২৬০ ধারা ২৬২ ধারা সঠিক উত্তর : ২৬০ ধারা ; [ধারা : ২৬০, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : ২৬০ ধারা ; [ধারা : ২৬০, ফৌজদারি কার্যবিধি] 41 / 77 41. ফৌজদারি কার্যবিধি অনুসারে একজন অভিযোগকারী নালিশ প্রত্যাহার করতে পারে - ২৪৩ ধারায় ২৪৫ ধারায় ২৪৭ ধারায় ২৪৮ ধারায় সঠিক উত্তর : ২৪৮ ধারায় ; [ধারা : ২৪৮, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : ২৪৮ ধারায় ; [ধারা : ২৪৮, ফৌজদারি কার্যবিধি] 42 / 77 42. নিচে বর্ণিত কোন ধরনের দণ্ডে দণ্ডনীয় মামলার সংক্ষিপ্ত বিচার করা যেতে পারে? অনধিক ২ বছরের কারাদণ্ডে দণ্ডনীয় অনধিক ৩ বছরের কারাদণ্ডে দণ্ডনীয় অনধিক ৪ বছরের কারাদণ্ডে দণ্ডনীয় অনধিক ৫ বছরের কারাদণ্ডে দণ্ডনীয় সঠিক উত্তর : অনধিক ২ বছরের কারাদণ্ডে দণ্ডনীয় ; [ধারা : ২৬০, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : অনধিক ২ বছরের কারাদণ্ডে দণ্ডনীয় ; [ধারা : ২৬০, ফৌজদারি কার্যবিধি] 43 / 77 43. The Code of Criminal Procedure, 1898 এর ২৫০ ধারানুসারে ম্যাজিস্ট্রেট ৫০০ টাকা ক্ষতিপূরণের আদেশ পালনে ব্যর্থ হলে কতদিনে কারাবাস ভোগ করবে? অনধিক ৩০ দিন অনধিক ৬০ দিন অনধিক ৯০ দিন অনধিক ১২০ দিন সঠিক উত্তর : অনধিক ৩০ দিন ; [ধারা : ২৫০, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : অনধিক ৩০ দিন ; [ধারা : ২৫০, ফৌজদারি কার্যবিধি] 44 / 77 44. Of the trial of cases by magistrates - এ বিষয়ে ফৌজদারি কার্যবিধির কোন ধারাসমূহে বিধান বর্ণিত আছে? ১৭৭—১৮৯ ধারাসমূহে ১৯০—১৯৯ ধারাসমূহে ২৪১—২৫০ ধারসমূহে ২৬৫ক—২৬৫ঠ ধারাসমূহে সঠিক উত্তর : ২৪১—২৫০ ধারসমূহে ; [ধারা : ২৪১—২৫০, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : ২৪১—২৫০ ধারসমূহে ; [ধারা : ২৪১—২৫০, ফৌজদারি কার্যবিধি] 45 / 77 45. একজন আসামিকে ম্যাজিস্ট্রেট খালাস দিতে পারেন ফৌজদারি কার্যবিধির কোন ধারামতে? ২৪১ ধারা ২২১ ধারা ২৪৫ ধারা ২৬৫গ সঠিক উত্তর : ২৪৫ ধারা ; [ধারা : ২৪৫, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : ২৪৫ ধারা ; [ধারা : ২৪৫, ফৌজদারি কার্যবিধি] 46 / 77 46. মিথ্যা ও তুচ্ছ অভিযোগ সম্পর্কে ফৌজদারি কার্যবিধির কোন ধারায় বলা আছে? ২৬২ ধারা ২২১ ধারা ২৫০ ধারা ২৬০ ধারা সঠিক উত্তর : ২৫০ ধারা ; [ধারা : ২৫০, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : ২৫০ ধারা ; [ধারা : ২৫০, ফৌজদারি কার্যবিধি] 47 / 77 47. ফৌজদারি কার্যবিধির কোন ধারার বিশেষ ক্ষমতা প্রয়োগের সময় সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচার করা যায় না? ৪৯১ ধারা ৪৬৪ ধারা ৩৩ক ধারা ৩৫ক ধারা সঠিক উত্তর : ৩৩ক ধারা ; [ধারা : ২৬০, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : ৩৩ক ধারা ; [ধারা : ২৬০, ফৌজদারি কার্যবিধি] 48 / 77 48. নিচের কোন ক্ষেত্রে সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচার করা যাবে? চুরির অপরাধ, যেক্ষেত্রে চোরাই মালের মূল্য অনধিক ১০ হাজার টাকা চুরির অপরাধ, যেক্ষেত্রে চোরাই মালের মূল্য অনধিক ১৫ হাজার টাকা চুরির অপরাধ, যেক্ষেত্রে চোরাই মালের মূল্য অনধিক ২০ হাজার টাকা চুরির অপরাধ, যেক্ষেত্রে চোরাই মালের মূল্য অনধিক ৩০ হাজার টাকা সঠিক উত্তর : চুরির অপরাধ, যেক্ষেত্রে চোরাই মালের মূল্য অনধিক ১০ হাজার টাকা ; [ধারা : ২৬০, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : চুরির অপরাধ, যেক্ষেত্রে চোরাই মালের মূল্য অনধিক ১০ হাজার টাকা ; [ধারা : ২৬০, ফৌজদারি কার্যবিধি] 49 / 77 49. ফৌজদারি কার্যবিধি অনুসারে সংক্ষিপ্ত বিচারের ক্ষেত্রে সর্বোচ্চ শাস্তি কত বছর? [জুডি. : ২০১১] ২ বছর ৫ বছর ৩ বছর ৪ বছর সঠিক উত্তর : ২ বছর ; [ধারা : ২৬২, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : ২ বছর ; [ধারা : ২৬২, ফৌজদারি কার্যবিধি] 50 / 77 50. The Code of Criminal Procedure, ১৮৯৮ এর Section ২৪৯ অধীনে বিচার বন্ধ হলে অভিযুক্ত ব্যক্তি - [জুডি. : ২০১৫] খালাস পাবে মুক্তি পাবে অব্যাহতি পাবে উপরের কোনোটিই নয় সঠিক উত্তর : মুক্তি পাবে ; [ধারা : ২৪৯, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : মুক্তি পাবে ; [ধারা : ২৪৯, ফৌজদারি কার্যবিধি] 51 / 77 51. মিথ্যা বা তুচ্ছ অভিযোগের জন্য একজন ব্যক্তিকে সর্বোচ্চ কত সময়ের কারাদণ্ড দিতে পারে আদালত? ২ মাসের কারাদণ্ড ৩ মাসের কারাদণ্ড ৬ মাসের কারাদণ্ড ১ বছরের কারাদণ্ড সঠিক উত্তর : ৬ মাসের কারাদণ্ড ; [ধারা : ২৫০, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : ৬ মাসের কারাদণ্ড ; [ধারা : ২৫০, ফৌজদারি কার্যবিধি] 52 / 77 52. সাক্ষীর হাজির হবার জন্য যুক্তিসঙ্গত খরচ প্রদানের জন্য কোনো ম্যাজিস্ট্রেট নির্দেশ দিতে পারেন ফৌজদারি কার্যবিধির কোন ধারামতে? ২৪১ক ধারামতে ২৪৩ ধারামতে ২৪৪ ধারামতে ২৪৫ ধারামতে সঠিক উত্তর : ২৪৪ ধারামতে ; [ধারা : ২৪৪, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : ২৪৪ ধারামতে ; [ধারা : ২৪৪, ফৌজদারি কার্যবিধি] 53 / 77 53. ম্যাজিস্ট্রেট একজন আসামিকে খালাস দিতে পারেন নিচে বর্ণিত কোন ক্ষেত্রে? আসামি দোষ স্বীকার করলে পুলিশ অভিযোগপত্র দিলে আসামি পর্যাপ্ত জরিমানা প্রদান করলে ফরিয়াদি নালিশ প্রত্যাহার করে নিলে সঠিক উত্তর : ফরিয়াদি নালিশ প্রত্যাহার করে নিলে ; [ধারা : ২৪৮, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : ফরিয়াদি নালিশ প্রত্যাহার করে নিলে ; [ধারা : ২৪৮, ফৌজদারি কার্যবিধি] 54 / 77 54. আসামির অব্যাহতি পাওয়ার দরখাস্ত [Discharge petition] বিবেচনার সময় নিম্নের কোন দলিল বিবেচনায় নেয়া যাবে না? [জুডি. : ২০১২] তদন্ত কর্মকর্তার নিকট প্রদত্ত জবানবন্দি আসামির দাখিলকৃত দলিলপত্র ডাক্তারের সার্টিফিকেট প্রাথমিক তথ্য বিবরণ [F.I.R.] সঠিক উত্তর : আসামির দাখিলকৃত দলিলপত্র ; [ধারা : ২৪১ক, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : আসামির দাখিলকৃত দলিলপত্র ; [ধারা : ২৪১ক, ফৌজদারি কার্যবিধি] 55 / 77 55. মিথ্যা, তুচ্ছ বা বিরক্তিকর অভিযোগ দায়ের করলে ম্যাজিস্ট্রেট ৫০০ টাকা ক্ষতিপূরণের আদেশ দেবার পরে, যার বিরুদ্ধে আদেশ দেওয়া হয়েছে, সে ক্ষতিপূরণ না দিতে পারলে কত দিনের কারাবাস ভোগ করবে? ৬০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ৬০ দিনের সশ্রম কারাদণ্ড ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ৩০ দিনের সশ্রম কারাদণ্ড সঠিক উত্তর : ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ; [ধারা : ২৫০, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ; [ধারা : ২৫০, ফৌজদারি কার্যবিধি] 56 / 77 56. একটি ফৌজদারি মিথ্যা বা তুচ্ছ অভিযোগ সম্পর্কে নিচের কোন বাক্যটি সঠিক নয়? মিথ্যা অভিযোগকারীকে আদালত ক্ষতিপূরণ দেবার আদেশ দিতে পারে মিথ্যা অভিযোগকারীকে আদালত ক্ষতিপূরণের পাশাপাশি জরিমানাও করতে পারে মিথ্যা অভিযোগকারীকে আদালত ক্ষতিপূরণের আদেশ দিলে জরিমানা করতে পারবেনা মিথ্যা অভিযোগকারীকে আদালত ক্ষতিপূরণের পাশাপাশি কারাদণ্ডও দিতে পারে সঠিক উত্তর : মিথ্যা অভিযোগকারীকে আদালত ক্ষতিপূরণের আদেশ দিলে জরিমানা করতে পারবেনা ; [ধারা : ২৫০, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : মিথ্যা অভিযোগকারীকে আদালত ক্ষতিপূরণের আদেশ দিলে জরিমানা করতে পারবেনা ; [ধারা : ২৫০, ফৌজদারি কার্যবিধি] 57 / 77 57. The Code of Criminal Procedure, ১৮৯৮ এর ২৫০(২) ধারানুসারে ফরিয়াদি ‘ক’ মিথ্যা অভিযোগ করার জন্য দোষী সাব্যস্ত হোন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ‘ক’ কে ক্ষতিপূরণ বাবদ অনধিক কত টাকা প্রদানের নির্দের্শ দিতে পারেন? [জুডি. : ২০২২] ১০০০ ২০০০ ৩০০০ ৪০০০ সঠিক উত্তর : ১০০০ ; [ধারা : ২৫০, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : ১০০০ ; [ধারা : ২৫০, ফৌজদারি কার্যবিধি] 58 / 77 58. Non-appearance of complainant — সম্পর্কে বিধান ফৌজদারি কার্যবিধির কোন ধারায় বর্ণিত আছে? ২৪৭ ধারা ২২১ ধারা ২৪৫ ধারা ২৬৫গ সঠিক উত্তর : ২৪৭ ধারা ; [ধারা : ২৪৭, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : ২৪৭ ধারা ; [ধারা : ২৪৭, ফৌজদারি কার্যবিধি] 59 / 77 59. সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচার করতে পারেন নিচে বর্ণিত কোন বিচারক? মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট যুগ্ম দায়রা জজ জেলা দায়রা জজ অতিরিক্ত দায়রা জজ সঠিক উত্তর : মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ; [ধারা : ২৬০, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ; [ধারা : ২৬০, ফৌজদারি কার্যবিধি] 60 / 77 60. ফরিয়াদি সরকারি কর্মচারী হলে তাকে ব্যক্তিগত হাজিরা থেকে রেহাই দিতে পারেন ম্যাজিস্ট্রেট ফৌজদারি কার্যবিধির কোন ধারা মোতাবেক? ২৪৭ ধারা ২২১ ধারা ২৪৫ ধারা ২৬৫গ সঠিক উত্তর : ২৪৭ ধারা ; [ধারা : ২৪৭, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : ২৪৭ ধারা ; [ধারা : ২৪৭, ফৌজদারি কার্যবিধি] 61 / 77 61. Power to try summarily বিধানটি ফৌজদারি কার্যবিধির কোন ধারায় বর্ণিত রয়েছে? ২৫০ ধারায় ২৬০ ধারায় ২৬৬ ধারায় ৩৬৬ ধারায় সঠিক উত্তর : ২৬০ ধারায় ; [ধারা : ২৬০, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : ২৬০ ধারায় ; [ধারা : ২৬০, ফৌজদারি কার্যবিধি] 62 / 77 62. ফৌজদারি কার্যবিধির ২৪১ ধারায় বর্ণিত `Procedure in cases’- কোন অর্থে ব্যবহৃত হয়েছে? জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারের পদ্ধতি সম্পর্কে নির্বাহী মাজিস্ট্রেট আদালতের বিচারের পদ্ধতি সম্পর্কে দায়রা আদালতের বিচারের পদ্ধতি সম্পর্কে হাইকোর্ট বিভাগের বিচারের পদ্ধতি সম্পর্কে সঠিক উত্তর : জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারের পদ্ধতি সম্পর্কে ; [ধারা : ২৪১, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারের পদ্ধতি সম্পর্কে ; [ধারা : ২৪১, ফৌজদারি কার্যবিধি] 63 / 77 63. কোন ধারানুসারে নালিশকারীর অনুপস্থিতিতে অভিযুক্ত ব্যক্তি খালাস পেতে পারে? ২৪৭ ধারা ২২১ ধারা ২৪৫ ধারা ২৬৫গ সঠিক উত্তর : ২৪৭ ধারা ; [ধারা : ২৪৭, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : ২৪৭ ধারা ; [ধারা : ২৪৭, ফৌজদারি কার্যবিধি] 64 / 77 64. অভিযোগকারী নালিশ প্রত্যাহার করতে পারে- চার্জ গঠনের আগে মামলার চূড়ান্ত আদেশের পর চার্জ গঠনের পরে মামলার চূড়ান্ত আদেশের পূর্বে যেকোনো সময় সঠিক উত্তর : মামলার চূড়ান্ত আদেশের পূর্বে যেকোনো সময় ; [ধারা : ২৪৮, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : মামলার চূড়ান্ত আদেশের পূর্বে যেকোনো সময় ; [ধারা : ২৪৮, ফৌজদারি কার্যবিধি] 65 / 77 65. নিচের কোন ক্ষেত্রে সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচার করা যাবে? চুরির অপরাধ, যেক্ষেত্রে চোরাই মালের মূল্য ৮ হাজার টাকা অসাধুভাবে আত্মসাৎকৃত সম্পত্তির মূল্য যদি ১০ হাজার টাকা হয় দণ্ডবিধির ৪১১ ধারামতে চোরাই সম্পত্তির মূল্য যদি ৭ হাজার টাকা হয় বর্ণিত সবগুলো ক্ষেত্রেই করা যাবে সঠিক উত্তর : বর্ণিত সবগুলো ক্ষেত্রেই করা যাবে ; [ধারা : ২৬০, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : বর্ণিত সবগুলো ক্ষেত্রেই করা যাবে ; [ধারা : ২৬০, ফৌজদারি কার্যবিধি] 66 / 77 66. মহানগর এলাকায় সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচার করার ক্ষমতার অধিকারী কে? মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট দ্বিতীয় শ্রেণির ম্যাজিস্ট্রেট সঠিক উত্তর : মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ; [ধারা : ২৬০, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ; [ধারা : ২৬০, ফৌজদারি কার্যবিধি] 67 / 77 67. ফৌজদারি কার্যবিধির ২৫০ ধারার অধীনে সর্বোচ্চ compensation কত? ১ হাজার টাকা সর্বোচ্চ ২ হাজার টাকা সর্বোচ্চ ৩ হাজার টাকা সর্বোচ্চ ৫ হাজার টাকা সর্বোচ্চ সঠিক উত্তর : ৩ হাজার টাকা সর্বোচ্চ ; [ধারা : ২৫০, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : ৩ হাজার টাকা সর্বোচ্চ ; [ধারা : ২৫০, ফৌজদারি কার্যবিধি] 68 / 77 68. কোড অব ক্রিমিনাল প্রসিডিউর এর ২৪৮ ধারা অনুসারে Complaint প্রত্যাহৃত হলে অভিযুক্ত ব্যক্তি - [জুডি. : ২০১৪] মুক্তি পাবে অব্যাহতি পাবে খালাস পাবে ডিসচার্জ হবে সঠিক উত্তর : খালাস পাবে ; [ধারা : ২৪৮, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : খালাস পাবে ; [ধারা : ২৪৮, ফৌজদারি কার্যবিধি] 69 / 77 69. কোনো সংক্ষিপ্ত বিচারে সর্বোচ্চ কত পরিমাণ দণ্ড প্রদান করা যাবে? সর্বোচ্চ ১ বছরের কারাদণ্ড সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড সর্বোচ্চ ৩ বছরের কারাদণ্ড সর্বোচ্চ ৫ বছরের কারাদণ্ড সঠিক উত্তর : সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড ; [ধারা : ২৬২, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড ; [ধারা : ২৬২, ফৌজদারি কার্যবিধি] 70 / 77 70. Procedure for summary trials বিধানটি ফৌজদারি কার্যবিধির কোন ধারায় বর্ণিত রয়েছে? ২৫০ ধারায় ২৬০ ধারায় ২৬২ ধারায় ৩৬৬ ধারায় সঠিক উত্তর : ২৬২ ধারায় ; [ধারা : ২৬২, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : ২৬২ ধারায় ; [ধারা : ২৬২, ফৌজদারি কার্যবিধি] 71 / 77 71. আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের পর কী করা হয় না? [বার : ২০২৩] সে বিচার প্রার্থনা করে কিনা জিজ্ঞাসা করা তাকে সাফাই সাক্ষ্য বিষয়ে জিজ্ঞাসা করা অভিযোগ ব্যাখ্যা করা অভিযোগ পাঠ করে শোনানো সঠিক উত্তর : তাকে সাফাই সাক্ষ্য বিষয়ে জিজ্ঞাসা করা ; [ধারা : ২৪২, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : তাকে সাফাই সাক্ষ্য বিষয়ে জিজ্ঞাসা করা ; [ধারা : ২৪২, ফৌজদারি কার্যবিধি] 72 / 77 72. আসামি দোষ স্বীকার করলে তার শাস্তি হবে ........। [বার : ২০২৩] সর্বোচ্চ শাস্তির অর্ধেক আদালতের বিবেচনা মতো সর্বোচ্চ শাস্তির সমপরিমাণ সর্বোচ্চ শাস্তির এক চতুর্থাংশ সঠিক উত্তর : আদালতের বিবেচনা মতো ; [ধারা : ২৪৩, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : আদালতের বিবেচনা মতো ; [ধারা : ২৪৩, ফৌজদারি কার্যবিধি] 73 / 77 73. ফৌজদারি কার্যবিধির বিংশতম অধ্যায়ের বিষয়বস্তু কী? জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারের পদ্ধতি সম্পর্কে নির্বাহী মাজিস্ট্রেট আদালতের বিচারের পদ্ধতি সম্পর্কে দায়রা আদালতের বিচারের পদ্ধতি সম্পর্কে হাইকোর্ট বিভাগের বিচারের পদ্ধতি সম্পর্কে সঠিক উত্তর : জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারের পদ্ধতি সম্পর্কে ; [বিংশ অধ্যায়, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারের পদ্ধতি সম্পর্কে ; [বিংশ অধ্যায়, ফৌজদারি কার্যবিধি] 74 / 77 74. যদি কোনো আসামি চার্জ গঠনকালে স্বীকার করে যে, সে অভিযুক্ত অপরাধটি সংঘটন করেছে, তাহলে ম্যাজিস্ট্রেট আদেশ দিতে পারেন আসামির - [বার : ২০১৩] অব্যাহতির মুক্তির খালাসের সাজার সঠিক উত্তর : সাজার ; [ধারা : ২৪৩, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : সাজার ; [ধারা : ২৪৩, ফৌজদারি কার্যবিধি] 75 / 77 75. অভিযোগ গঠনের সময়ই কোনো অভিযুক্ত ব্যক্তি তার দোষ স্বীকার করে নিলে আদালত নিচের কোনটি করবেন? সরাসরি দণ্ড দিয়ে দিতে পারবেন কেন তাকে দণ্ডিত করা হবেনা মর্মে কারণ দর্শাতে বলবেন বিচারের জন্য অভিযুক্ত ব্যক্তিকে দায়রা আদালতে প্রেরণ করবেন দণ্ড দেবার আগে অবশ্যই দায়রা জজের অনুমতি নিতে হবে সঠিক উত্তর : কেন তাকে দণ্ডিত করা হবেনা মর্মে কারণ দর্শাতে বলবেন ; [ধারা : ২৪৩, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : কেন তাকে দণ্ডিত করা হবেনা মর্মে কারণ দর্শাতে বলবেন ; [ধারা : ২৪৩, ফৌজদারি কার্যবিধি] 76 / 77 76. ৮ হাজার টাকা মূল্যের কোনো বস্তু চুরি করার কাজে অপসহায়তা করলে শাস্তি সর্বোচ্চ কত পরিমাণ হতে পারে? সর্বোচ্চ ১ বছরের কারাদণ্ড সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড সর্বোচ্চ ৩ বছরের কারাদণ্ড সর্বোচ্চ ৭ বছরের কারাদণ্ড সঠিক উত্তর : সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড ; [ধারা : ২৬০, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড ; [ধারা : ২৬০, ফৌজদারি কার্যবিধি] 77 / 77 77. একটি ম্যাজিস্ট্রেট আদালতে ফরিয়াদি নালিশ প্রত্যাহার করতে চাইলে কার অনুমতিসাপেক্ষে করতে হবে? পিপি’র অনুমতিক্রমে উক্ত ম্যাজিস্ট্রেটের অনুমতিক্রমে দায়রা আদালতের অনুমতিক্রমে বর্ণিত যেকারো অনুমতি হলেই চলবে সঠিক উত্তর : উক্ত ম্যাজিস্ট্রেটের অনুমতিক্রমে ; [ধারা : ২৪৮, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : উক্ত ম্যাজিস্ট্রেটের অনুমতিক্রমে ; [ধারা : ২৪৮, ফৌজদারি কার্যবিধি] Your score is Facebook 0% Restart quiz By Wordpress Quiz plugin