আইনকানুন একাডেমি

/107
11

CrPC [154-176] - Advanced Exam

এখানে ফৌজদারি কার্যবিধির ১৫৪-১৭৬ ধারাসমূহ নিয়ে অ্যাডভান্সড লেভেলের এমসিকিউ টেস্ট আছে। সংশ্লিষ্ট ধারাগুলো পড়ে নিয়ে এটি অনুশীলন করুন।

এখানে আপনার নাম ও ফোন নাম্বার লিখুন। ইমেইলটি লেখা বাধ্যতামূলক নয়; তবে, ইমেইল এড্রেস দিলে আপনার ইমেইলে বিস্তারিত ফলাফল চলে যাবে।

1 / 107

1. পুলিশী তদন্তে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেলে দাখিলকৃত রিপোর্টের নাম—

2 / 107

2. ফৌজদারি কার্যবিধির অধীন প্রত্যেকটি তদন্ত শেষ করতে হয় কতদিনের মধ্যে?

3 / 107

3. The Code of Criminal Procedure, 1998 এর কোন ধারায় আমল অযোগ্য মামলার কথা উল্লেখ আছে? [বার : ২০২৩]

4 / 107

4. পুলিশের নিকট প্রদত্ত সাক্ষ্য সাধারণভাবে কোনো অনুসন্ধান বা বিচারে ব্যবহার করা যাবে না - এই বিধানটি ফৌজদারি কার্যবিধির কোন ধারায় বর্ণিত আছে?

5 / 107

5. পুলিশ হেফাজতে কোনো ব্যক্তির মৃত্যু হলে ম্যাজিস্ট্রেট কর্তৃক মৃত্যুর কারণ অনুসন্ধান ফৌজদারি কার্যবিধির কত ধারার বিষয়বস্তু?

6 / 107

6. আমলযোগ্য অপরাধের এজাহার কত ধারা অনুযায়ী দায়ের করতে হয়?

7 / 107

7. থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাধারণভাবে নিম্নোক্ত কোন ধরণের তল্লাশি নিজ উদ্যোগে পরিচালনা করতে পারেন না?

8 / 107

8. কোন ধরনের মামলার তদন্ত পুলিশ ম্যাজিস্ট্রেটের অনুমতি ছাড়াই করতে পারে?

9 / 107

9. কোনো প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট বিচারের কোন পর্যায়ে স্বীকারোক্তি ও জবানবন্দি রেকর্ড করতে পারেন?

10 / 107

10. প্রাথমিক তথ্য বিবরণী দায়ের না করলেও সন্দেহের ভিত্তিতে পুলিশ আমলযোগ্য অপরাধের তদন্ত করতে পারে — [বার : ২০১৭]

11 / 107

11. যে লাশ ইতোমধ্যে কবরস্থ করা হয়েছে, ম্যাজিস্ট্রেট উক্ত লাশটি কবর হতে তোলার এবং উহা পরীক্ষা করে দেখার ব্যবস্থা করতে পারেন কোন উদ্দেশ্যে?

12 / 107

12. অপর্যাপ্ত সাক্ষ্যের জন্য একজন অভিযুক্তকে পুলিশ মুক্তি দিতে পারে ফৌজদারি কার্যবিধির কত ধারা অনুযায়ী?

13 / 107

13. কোনো ব্যক্তি দূর্ঘটনায় বা অস্বাভাবিকভাবে মারা গেলে পুলিশ ফৌজদারি কার্যবিধির কোন ধারা অনুসারে তদন্ত করবেন?

14 / 107

14. ১৬৪ ধারার দোষ স্বীকারোক্তি রেকর্ড ফৌজদারি কার্যবিধির কত ধারায় বর্ণিত পদ্ধতি অনুযায়ী করতে হয় ম্যাজিস্ট্রেটকে?

15 / 107

15. ফৌজদারি কার্যবিধির ১৬১ ধারায় রেকর্ডকৃত বিবৃতি উক্ত মামলার অনুসন্ধান বা বিচারে ব্যবহার করা যাবে না সাক্ষ্য আইনের কোন ধারার ব্যতিক্রমসাপেক্ষে?

16 / 107

16. কোনো মহানগর এলাকায় পুলিশ কর্মকর্তা অ—আমলযোগ্য মামলার তদন্ত করতে পারবে না, যদি সে অনুমতি না নেয়- [বার : ২০১৩]

17 / 107

17. inquest report বলতে আপনি নিচের কোনটি বোঝেন?

18 / 107

18. The Code of Criminal Procedure, 1998 এর কোন ধারায় সাক্ষীকে আদালতে উপস্থিত করার দায়িত্ব পুলিশ অফিসারকে দেওয়া হয়েছে? [জুডি. : ২০২৪]

19 / 107

19. কোনো আমলযোগ্য অপরাধ সংঘটন সম্পর্কে ফৌজদারি কার্যবিধির ১৫৪ ধারায় প্রদত্ত লিখিত এজাহার স্বাক্ষর করবে— [বার : ২০১৫]

20 / 107

20. ফৌজদারি মামলার ক্ষেত্রে G. R এর পূর্ণ রূপ নিচের কোনটি?

21 / 107

21. একটি চায়ের দোকানে দুইজন ব্যক্তির ছুরিকাঘাতের ঘটনায় পুলিশ সেখানকার প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে তথ্য নেবার জন্য ক্ষমতাবান ফৌজদারি কার্যবিধির কোন ধারা মোতাবেক?

22 / 107

22. পুলিশ ডায়েরি নিচের কোন ক্ষেত্রে ব্যবহার করা যায় না?

23 / 107

23. `Power to record statements and confessions’- ফৌজদারি কার্যবিধির কোন ধারার বিষয়বস্তু?

24 / 107

24. বিনা পরোয়ানায় গ্রেফতারকৃত ব্যক্তি সম্পর্কে ২৪ ঘণ্টার মধ্যে তদন্ত সম্পন্ন করা না গেলে তখনকার পদ্ধতি কী হবে সেটি সম্পর্কে ফৌজদারি কার্যবিধির কোন ধারায় বলা আছে?

25 / 107

25. বিনা পরোয়ানায় গ্রেফতার হওয়া একজন ব্যক্তিকে কোনো প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট যদি আসামিকে হেফাজতে আটক রাখার নির্দেশ দেন, তাহলে এ বিষয়ে কার কাছে রিপোর্ট প্রদান করবেন উক্ত ম্যাজিস্ট্রেট?

26 / 107

26. কোনো ব্যক্তি আত্মহত্যা করেছে মর্মে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সংবাদ পেলে তিনি সুরতহাল করাবার জন্য কাকে জানাবেন? [বার : ২০২০]

27 / 107

27. ফৌজদারি কার্যবিধির ১৭৪ ধারা অনুসারে সুরতহাল রিপোর্টে স্বাক্ষর করবেন কে?

28 / 107

28. আমলযোগ্য অপরাধের তদন্তের বিধান ফৌজদারি কার্যবিধির কত ধারায় উল্লেখ আছে?

29 / 107

29. ফৌজদারি কার্যবিধির ১৫৫ ধারামতে একটি জেলার একটি থানার পুলিশকে আমল অযোগ্য অপরাধ তদন্তের নির্দেশ দিতে কে পারবেন?

30 / 107

30. পুলিশ ডায়েরির কথা ফৌজদারি কার্যবিধির কোন ধারায় বলা আছে?

31 / 107

31. ম্যাজিস্ট্রেট কোনো ব্যক্তি মৃত্যুর কারণ অনুসন্ধান করতে অতিরিক্ত তদন্ত করবেন কখন?

32 / 107

32. ফৌজদারি কার্যবিধির ১৫৫ ধারামতে একটি জেলার একটি থানার পুলিশকে আমল অযোগ্য অপরাধ তদন্তের নির্দেশ দিতে পারে কে?

33 / 107

33. ফৌজদারি কার্যবিধির ১৭৪ ধারা অনুসারে কখন কোনো লাশের ময়না তদন্তের জন্য পাঠাতে হয়?

34 / 107

34. কোড অব ক্রিমিনাল প্রসিডিউর, ১৮৯৮ অনুসারে ১২০ দিনের মধ্যে মামলার তদন্তকার্য সম্পন্ন করার বিধানটি— [জুডি. : ২০১৩]

35 / 107

35. পুলিশ ম্যাজিস্ট্রেটের অনুমতি নিয়ে তদন্ত করে কত ধারা অনুযায়ী?

36 / 107

36. কোনো মামলায় তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করলে ম্যাজিস্ট্রেট উক্ত চূড়ান্ত প্রতিবেদনে ৮০. অসন্তুষ্ট হলে ম্যাজিস্ট্রেটের কোন আদেশটি সঠিক? [জুডি. : ২০২৩]

37 / 107

37. একটি ফৌজদারি আদালত পুলিশ ডায়েরি তলব করতে পারেন - [বার : ২০১৩]

38 / 107

38. ফৌজদারি মামলার ক্ষেত্রে G.R Case শব্দের অর্থ হিসেবে নিচের কোনটি সঠিক?

39 / 107

39. ৭ বছরের কারাদণ্ডে দণ্ডনীয় কোনো অপরাধে অভিযুক্ত ব্যক্তি আটক থাকলে ম্যাজিস্ট্রেট তার জামিন মঞ্জুর করতে পারেন নিচে বর্ণিত কোন কারণে?

40 / 107

40. ফৌজদারি কার্যবিধির ১৬১ ধারায় রেকর্ডকৃত বিবৃতি উক্ত মামলার অনুসন্ধান বা বিচারে ব্যবহার করা যাবে না - বিধানটি সাক্ষ্য আইনের কোন ধারার বিধানের ক্ষেত্রে প্রযোজ্য হবে না?

41 / 107

41. ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারানুসারে একজন আসামির দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি লিপিবদ্ধ করার ক্ষমতা কার? [বার : ২০১৫]

42 / 107

42. দণ্ডবিধির ৪০৬ ধারার অপরাধের তদন্তের জন্য কোন আদালতের অনুমতি নিয়ে তল্লাশি করতে পারে পুলিশ?

43 / 107

43. বিনা পরোয়ানায় গ্রেফতার হওয়া একজন ব্যক্তিকে ঢাকা মহানগরীর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট যদি আসামিকে হেফাজতে আটক রাখার নির্দেশ দেন, তাহলে এ বিষয়ে কার কাছে রিপোর্ট প্রদান করবেন উক্ত ম্যাজিস্ট্রেট?

44 / 107

44. The Code of Criminal Procedure, 1898 এর Section 161 অনুযায়ী সাক্ষীদের পরীক্ষা করতে পারেন— [জুডি. : ২০১৮]

45 / 107

45. ফৌজদারি কার্যবিধির ১৭৬ ধারাবলে একজন ম্যাজিস্ট্রেট নিচের কোন ধরণের মৃত্যু বিষয়ে অনুসন্ধান করতে পারেন?

46 / 107

46. ফৌজদারি কার্যবিধির ১৬১ ধারায় রেকর্ডকৃত বিবৃতি উক্ত মামলার অনুসন্ধান বা বিচারে ব্যবহার করা যাবে না - বিধানটি সাক্ষ্য আইনের কোন ধারাকে প্রভাবিত না করে প্রযোজ্য হয়?

47 / 107

47. Release of accused when evidence deficient’- ফৌজদারি কার্যবিধির কোন ধারার বিষয়বস্তু?

48 / 107

48. দণ্ডবিধির কোন ধারার অপরাধের ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধির ১৬৭ ধারার জামিন সংক্রান্ত বিধান প্রযোজ্য হবে না?

49 / 107

49. `Report of police officer’- ফৌজদারি কার্যবিধির কোন ধারার বিষয়বস্তু?

50 / 107

50. The Code of Criminal Procedure, 1898 এর কোন ধারার বিধানানুযায়ী একজন পুলিশ কর্মকর্তা ম্যাজিস্ট্রেটের অনুমতি ছাড়া তদন্ত কাজ করতে পারেন? [জুডি. : ২০২২]

51 / 107

51. পুলিশের তদন্ত ক্ষমতা সম্পর্কে নিচের কোন বাক্যটি সত্য?

52 / 107

52. অভিযুক্ত ব্যক্তির দোষ স্বীকারমূলক জবানবন্দি নিম্নের কে রেকর্ড করতে পারে? [জুডি. : ২০১৪]

53 / 107

53. ফৌজদারি কার্যবিধির ১৬১ ধারার বিষয়বস্তু কী?

54 / 107

54. ফৌজদারি কার্যবিধির ১৬৫ ধারামতে কোনো অপরাধের পুলিশ কর্তৃক তল্লাশির ক্ষেত্রে একই কার্যবিধির কোন কোন ধারার সাধারণ বিধানসমূহ মেনে চলতে নির্দেশনা দেওয়া আছে?

55 / 107

55. তদন্তাধীন কোনো মামলার বিষয়ে স্বেচ্ছায় সাক্ষ্য দিতে আসা ব্যক্তিকে পুলিশ -

56 / 107

56. কোনো ব্যক্তির মৃত্যুর কারণ নির্ণয়ের জন্য ফৌজদারি কার্যবিধির কোন ধারার বিধানানুযায়ী লাশ তোলা হয়? [বার : ২০১৭]

57 / 107

57. FIR কার নিকট দায়ের করা যায়? [জুডি. : ২০০৭]

58 / 107

58. ফৌজদারি মামলার ক্ষেত্রে C. R. কেস মানে কী?

59 / 107

59. যখন কোনো ব্যক্তি অস্বাভাবিক মৃত্যুর শিকার হোন তখন উক্ত বিষয় সম্পর্কে যারা পরিচিত বা ঘটনা সম্পর্কে জানেন বলে মনে হয় তখন তাকে ফৌজদারি কার্যবিধির কোন ধারামতে সমন দিতে হয়?

60 / 107

60. কোনো ব্যক্তি দূর্ঘটনায় বা অস্বাভাবিকভাবে মারা গেলে পুলিশ কোন কারণে একজন জেলা ম্যাজিস্ট্রেটকে খবর দেবেন?

61 / 107

61. সুরতহাল রিপোর্ট প্রণয়নের ক্ষেত্রে কখন কোনো সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটকে অবহিত করার প্রয়োজন হয় না?

62 / 107

62. তদন্তকালে ম্যাজিস্ট্রেট কোনো আসামিকে পুলিশ হেফাজতে রাখার জন্য তদন্তকারী পুলিশ কর্মকর্তাকে ক্ষমতা দিতে পারে অনধিক- [বার : ২০১৫]

63 / 107

63. দণ্ডবিধির ৪০৩ ধারার অপরাধের তদন্তের জন্য কোন আদালতের অনুমতি নিয়ে তল্লাশি করতে পারে পুলিশ?

64 / 107

64. পুলিশী তদন্তে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া না গেলে দাখিলকৃত রিপোর্টের প্রচলিত নাম— [বার : ২০১২]

65 / 107

65. Investigation into non-cognizable cases - এটি ফৌজদারি কার্যবিধির কোন ধারার বিধান?

66 / 107

66. আত্মহত্যা সম্পর্কে পুলিশ ফৌজদারি কার্যবিধির কত ধারা অনুসারে অনুসন্ধান করে থাকে?

67 / 107

67. The Code of Criminal Procedure, 1898 এর কোন ধারার অধীনে পুলিশ সাক্ষীকে পরীক্ষা করে? [বার : ২০২২]

68 / 107

68. ঢাকা মহানগরীর এলাকার একজন অভিযুক্ত ব্যক্তির দোষ স্বীকারোক্তি সর্বনিম্ন কোন আদালত রেকর্ড কে করতে পারেন?

69 / 107

69. বিনা পরোয়ানায় গ্রেফতার হওয়া একজন ব্যক্তিকে ঢাকা জেলার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট যদি আসামিকে হেফাজতে আটক রাখার নির্দেশ দেন, তাহলে এ বিষয়ে কার কাছে রিপোর্ট প্রদান করবেন উক্ত ম্যাজিস্ট্রেট?

70 / 107

70. ফৌজদারি মামলার ক্ষেত্রে G. D. অর্থ কি?

71 / 107

71. বিনা পরোয়ানায় গ্রেফতার হওয়া একজন ব্যক্তিকে ঢাকা মহানগরীর শাহবাগ থানা—সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট যদি আসামিকে হেফাজতে আটক রাখার নির্দেশ দেন, তাহলে এ বিষয়ে কার কাছে রিপোর্ট প্রদান করবেন উক্ত ম্যাজিস্ট্রেট?

72 / 107

72. মৃত্যুদণ্ডে দণ্ডনীয় কোনো অপরাধের তদন্ত যদি ১২০ দিনের মধ্যে সমাপ্ত না হয়, তবে আসামি - [বার : ২০১৫]

73 / 107

73. ম্যাজিস্ট্রেট অভিযুক্ত ব্যক্তির দোষ স্বীকারোক্তি রেকর্ড করতে পারে ফৌজদারি কার্যবিধির কত ধারায়?

74 / 107

74. তদন্তাধীন মামলার কোনো সাক্ষীকে `No inducement to be offered’ বিধানটি কোন আইনের কোন ধারার বিষয়বস্তু?

75 / 107

75. অপর্যাপ্ত সাক্ষ্যের জন্য কোনো একজন অভিযুক্তকে মুক্তি দেবার মুচলেকাতে নিচের কোন শর্তটি থাকতে পারে?

76 / 107

76. ফৌজদারি কার্যবিধি অনুসারে অপর্যাপ্ত সাক্ষ্যের কারণে একজন অভিযুক্ত ব্যক্তিকে পুলিশ -

77 / 107

77. কখন অধিকতর তদন্ত করা যায়? [বার : ২০২২]

78 / 107

78. মামলার তদন্তের প্রয়োজনে পুলিশ কর্তৃক তলবকৃত সাক্ষীকে কোন ধরণের প্রশ্ন জিজ্ঞাসা থেকে বিরত থাকতে বলে বিধান আছে ফৌজদারি কার্যবিধিতে?

79 / 107

79. পুলিশ কর্তৃক কোনো তলবকৃত সাক্ষীর প্রদত্ত মৌখিক বিবৃতি লিপিবদ্ধ করা হলে -

80 / 107

80. বিনা পরোয়ানায় গ্রেফতার হওয়া একজন ব্যক্তিকে ঢাকা জেলার সাভার থানা—সংশ্লিষ্ট প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট যদি আসামিকে হেফাজতে আটক রাখার নির্দেশ দেন, তাহলে এ বিষয়ে কার কাছে রিপোর্ট প্রদান করবেন উক্ত ম্যাজিস্ট্রেট?

81 / 107

81. পুলিশের নিকট প্রদত্ত সাক্ষ্য সাধারণভাবে কোনো অনুসন্ধান বা বিচারে ব্যবহার করা যাবে না - এর ব্যতিক্রম নিচের কোনটি?

82 / 107

82. বিনা পরোয়ানায় গ্রেফতারকৃত কোনো ব্যক্তির বিরুদ্ধে অপরাধের তদন্ত সাপেক্ষে যদি অভিযোগের সত্যতা পাওয়া যায় তাহলে করণীয় হিসেবে নিচের কোনটি সঠিক?

83 / 107

83. তদন্তের প্রয়োজনে পুলিশ অফিসারের তল্লাশির ক্ষমতা ফৌজদারি কার্যবিধির কত ধারার বিষয়বস্তু?

84 / 107

84. ফৌজদারি কার্যবিধির ১৬০ ধারার বিষয়বস্তু কী?

85 / 107

85. কার্যবিধির ১৬০ ধারানুসারে পুলিশ সাক্ষী তলব করতে পারে -

86 / 107

86. সুরতহাল রিপোর্ট প্রস্তুতের সঙ্গে সঙ্গে কাকে তা প্রেরণ করতে হয়?

87 / 107

87. Investigation into non-cognizable cases - এটি ফৌজদারি কার্যবিধির কোন ধারার বিধান?

88 / 107

88. FIR এর পূর্ণাঙ্গ রূপ কোনটি? [বার : ২০১২]

89 / 107

89. `Inquiry by Magistrate into cause of death’ - এটি ফৌজদারি কার্যবিধির কোন ধারার বিষয়বস্তু?

90 / 107

90. তদন্তের বিবরণ সম্বলিত ডায়েরি কে চেয়ে পাঠাতে পারেন?

91 / 107

91. ক্রিমিনাল প্রসিডিউর কোড এর ১৬১ ধারায় রেকর্ডকৃত সাক্ষীর জবানবন্দিতে স্বাক্ষর করবেন— [জুডি. : ২০১৪]

92 / 107

92. নিচে উল্লেখিত কোন ধরনের ম্যাজিস্ট্রেট আসামির দোষ স্বীকারোক্তি লিপিবদ্ধ করতে পারেন?

93 / 107

93. অপঘাতে মৃত ব্যক্তিটির মৃত্যুর কারণ সম্পর্কে সন্দেহ থাকলে সাধারণভাবে পুলিশের করণীয় নিচের কোনটি?

94 / 107

94. ফৌজদারি কার্যবিধিতে C. R. এর পূর্ণরূপ হিসেবে নিচের কোনটি সঠিক?

95 / 107

95. The Code of Criminal Procedure, 1898 এ নিম্নোক্ত কোন শব্দটির প্রয়োগ নেই? [জুডি. : ২০১৯]

96 / 107

96. পুলিশ অফিসারের তদন্ত রিপোর্ট সাধারণভাবে কত প্রকারের হতে পারে?

97 / 107

97. ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারা অনুসারে কোন বিষয় একজন ম্যাজিস্ট্রেট রেকর্ড করতে পারেন?

98 / 107

98. দণ্ডবিধির কোন অপরাধের ক্ষেত্রে তদন্তাধীন মামলার ক্ষেত্রে দায়রা আদালতের অনুমতি নিয়ে কোনো তল্লাশি পরিচালনা করতে হয়?

99 / 107

99. ৭ বছরের কারাদণ্ডে দণ্ডনীয় কোনো অপরাধে অভিযুক্ত ব্যক্তি আটক থাকলে এবং ১২০ দিনের ভেতরে উক্ত মামলার তদন্ত কাজ শেষ না হলে উক্ত আসামি —

100 / 107

100. `Case to be sent to Magistrate when evidence is sufficient’- ফৌজদারি কার্যবিধির কোন ধারার বিষয়বস্তু?

101 / 107

101. পুলিশ অফিসার তদন্ত রিপোর্ট জমা দেয় ফৌজদারি কার্যবিধির কত ধারা অনুসারে?

102 / 107

102. ফৌজদারি কার্যবিধির কত ধারা অনুযায়ী পুলিশ অফিসার সাক্ষী তলব করতে পারে?

103 / 107

103. ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারানুসারে -`It is not necessary that the Magistrate receiving and recording a confession or statement should be a Magistrate having ............ in the case’- শুণ্যস্থানে কি বসবে?

104 / 107

104. পুলিশ ফৌজদারি কার্যবিধির ১৬১ ধারানুসারে পরীক্ষাকৃত প্রত্যেক সাক্ষীর মৌখিক জবানবন্দি -

105 / 107

105. বিনা পরোয়ানায় গ্রেফতার হওয়া একজন ব্যক্তিকে কোনো মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট যদি আসামিকে হেফাজতে আটক রাখার নির্দেশ দেন, তাহলে এ বিষয়ে কার কাছে রিপোর্ট প্রদান করবেন উক্ত ম্যাজিস্ট্রেট?

106 / 107

106. Diary of proceedings in investigation’ - ফৌজদারি কার্যবিধির কোন ধারার বিষয়বস্তু?

107 / 107

107. Investigation into cognizable cases- এটি ফৌজদারি কার্যবিধির কোন ধারার বিধান?

Your score is

0%