/65 5 CrPC [106-153] - Advanced Exam এখানে ফৌজদারি কার্যবিধির ১০৬-১৫৩ ধারাসমূহ নিয়ে অ্যাডভান্সড লেভেলের এমসিকিউ টেস্ট আছে। সংশ্লিষ্ট ধারাগুলো পড়ে নিয়ে এটি অনুশীলন করুন। এখানে আপনার নাম ও ফোন নাম্বার লিখুন। ইমেইলটি লেখা বাধ্যতামূলক নয়; তবে, ইমেইল এড্রেস দিলে আপনার ইমেইলে বিস্তারিত ফলাফল চলে যাবে। 1 / 65 1. দণ্ডিত হবার ক্ষেত্র ছাড়া অন্যান্য ক্ষেত্রে শান্তিরক্ষার জন্য মুচলেকার আদেশ দেওয়া হলে তার গণনা কখন থেকে শুরু হবে? যে তারিখে মুচলেকার আদেশ কেন দেওয়া হবে না মর্মে নোটিশ দেওয়া হয় যে তারিখে উক্ত মুচলেকার আদেশ ঘোষণা করা হয় যে তারিখে সংশ্লিষ্ট ব্যক্তি আদালতে নোটিশের জবাব দেয় মুচলেকার আদেশের পূর্ববর্তী কোনো তারিখ থেকে সঠিক উত্তর : যে তারিখে উক্ত মুচলেকার আদেশ ঘোষণা করা হয় ; [ধারা : ১২০, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : যে তারিখে উক্ত মুচলেকার আদেশ ঘোষণা করা হয় ; [ধারা : ১২০, ফৌজদারি কার্যবিধি] 2 / 65 2. উৎপাত অপসারণের আদেশ কে দিতে পারেন না? জেলা ম্যাজিস্ট্রেট নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট বর্ণিত প্রত্যেকেই প্রকৃতপক্ষে পারেন সঠিক উত্তর : প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট ; [ধারা : ১৩৩, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট ; [ধারা : ১৩৩, ফৌজদারি কার্যবিধি] 3 / 65 3. Preventive action of the police - ফৌজদারি কার্যবিধির কোন অধ্যায়ের বিষয়বস্তু? দশম অধ্যায় ত্রয়োদশ অধ্যায় চতুর্দশ অধ্যায় পঞ্চদশ অধ্যায় সঠিক উত্তর : ত্রয়োদশ অধ্যায় ; [ধারা : ১৪৯—১৫৩, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : ত্রয়োদশ অধ্যায় ; [ধারা : ১৪৯—১৫৩, ফৌজদারি কার্যবিধি] 4 / 65 4. The Code of Criminal Procedure, 1998 অনুসারে Local Inquiry করতে পারেন কে? [বার : ২০২৩] অ্যাডভোকেট কমিশনার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নির্বাহী ম্যাজিস্ট্রেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সঠিক উত্তর : মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ; [ধারা : ১৪৮, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ; [ধারা : ১৪৮, ফৌজদারি কার্যবিধি] 5 / 65 5. নিম্নোক্ত কোন ধরণের ব্যক্তিকে কোনো নির্বাহী বা জেলা ম্যাজিস্ট্রেট সদাচরণের জন্য মুচলেকার আদেশ দিতে পারেন না? vagrants habitual offenders convicted suspected persons সঠিক উত্তর : convicted ; [ধারা : ১০৬—১১০, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : convicted ; [ধারা : ১০৬—১১০, ফৌজদারি কার্যবিধি] 6 / 65 6. ২ বছরের জন্য দণ্ডিত আসামি সুমনের ৩ বছরের শান্তিরক্ষার মুচলেকা সম্পাদনের আদেশ দেওয়া হলে মুচলেকাটি কখন থেকে গণনা করতে হবে? আসামির দণ্ড শুরু হবার সময় থেকেই উক্ত ৩ বছর গণনা হবে আসামির দণ্ড শেষ হবার পরে উক্ত ৩ বছর গণনা হবে আসামির দণ্ড চলাকালীন যখন আপিল আদালত উক্ত মুচলেকার আদেশ দেবেন তখন থেকে দণ্ডিত আসামির বিরুদ্ধে চার্জশিট গঠনের দিন থেকে গণনা হবে সঠিক উত্তর : আসামির দণ্ড শেষ হবার পরে উক্ত ৩ বছর গণনা হবে ; [ধারা : ১২০, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : আসামির দণ্ড শেষ হবার পরে উক্ত ৩ বছর গণনা হবে ; [ধারা : ১২০, ফৌজদারি কার্যবিধি] 7 / 65 7. ফৌজদারি কার্যবিধি অনুযায়ী বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার আদেশ কে দিতে পারে? যুগ্ম দায়রা আদালত নির্বাহী ম্যাজিস্ট্রেট বিচারিক ম্যাজিস্ট্রেট দায়রা আদালত সঠিক উত্তর : নির্বাহী ম্যাজিস্ট্রেট ; [ধারা : ১২৭, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : নির্বাহী ম্যাজিস্ট্রেট ; [ধারা : ১২৭, ফৌজদারি কার্যবিধি] 8 / 65 8. কোনো ব্যক্তি দণ্ডিত হবার পর শান্তি রক্ষার জন্য দণ্ডিত ব্যক্তিকে মুচলেকার আদেশ কে দিতে পারে? জেলা ম্যাজিস্ট্রেট যে আদালত দণ্ড দিয়েছে সেই আদালত নির্বাহী ম্যাজিস্ট্রেট সঠিক উত্তর নেই সঠিক উত্তর : যে আদালত দণ্ড দিয়েছে সেই আদালত ; [ধারা : ১০৬, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : যে আদালত দণ্ড দিয়েছে সেই আদালত ; [ধারা : ১০৬, ফৌজদারি কার্যবিধি] 9 / 65 9. কোন বিশেষ ক্ষেত্রে দণ্ডিত ব্যক্তির ক্ষেত্র ছাড়া অন্যান্য ক্ষেত্রে একজন ব্যক্তিকে অনধিক ৩ বছরের সময়ের জন্য মুচলেকা সম্পাদনের আদেশ দেওয়া যেতে পারে? রাষ্ট্রদ্রোহিতামূলক কোনো কর্মকাণ্ড হতে পারে এমন সম্ভাবনায় ভবঘুরে কর্তৃক কোনো শান্তি বিঘ্নিত হবার সম্ভাবনায় সন্দেহভাজন ব্যক্তি কর্তৃক শান্তি বিঘ্নিত হবার সম্ভাবনায় অভ্যাসগত অপরাধী কর্তৃক শান্তি বিঘ্নিত হবার সম্ভাবনায় সঠিক উত্তর : অভ্যাসগত অপরাধী কর্তৃক শান্তি বিঘ্নিত হবার সম্ভাবনায় ; [ধারা : ১১০, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : অভ্যাসগত অপরাধী কর্তৃক শান্তি বিঘ্নিত হবার সম্ভাবনায় ; [ধারা : ১১০, ফৌজদারি কার্যবিধি] 10 / 65 10. ফৌজদারি কার্যবিধির ১০৯ ধারার অধীন ভবঘুরে বা সন্দেহভাজন ব্যক্তির সদাচরণের মুচলেকার আদেশ কে দিতে পারেন? দায়রা আদালত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জেলা ম্যাজিস্ট্রেট ২য় শ্রেণির ম্যাজিস্ট্রেট সঠিক উত্তর : জেলা ম্যাজিস্ট্রেট ; [ধারা : ১০৯, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : জেলা ম্যাজিস্ট্রেট ; [ধারা : ১০৯, ফৌজদারি কার্যবিধি] 11 / 65 11. একটি মেট্রোপলিটন এলাকায় বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার আদেশ দেবার প্রয়োজন হলে কার নির্দেশে সামরিক শক্তি প্রয়োগ করা যেতে পারে? চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পুলিশ কমিশনার থানার ভারপ্রাপ্ত পুলিশ অফিসার সঠিক উত্তর : পুলিশ কমিশনার ; [ধারা : ১২৯, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : পুলিশ কমিশনার ; [ধারা : ১২৯, ফৌজদারি কার্যবিধি] 12 / 65 12. দণ্ডপ্রাপ্ত ব্যক্তির কোনো মুচলেকা কখন বাতিল হয়ে যায়? মামলা অধিককাল ধরে চলতে থাকলে আসামি পলাতক থাকলে আপিলে দণ্ডটি বাতিল হলে আপিলে জরিমানা বাতিল হলে সঠিক উত্তর : আপিলে দণ্ডটি বাতিল হলে ; [ধারা : ১০৬, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : আপিলে দণ্ডটি বাতিল হলে ; [ধারা : ১০৬, ফৌজদারি কার্যবিধি] 13 / 65 13. ফৌজদারি কার্যবিধির ১৪৬ ধারামতে নিচের কোন বাক্যটি সঠিক? বিরোধীয় বিষয়বস্তুর দখলকার কেউ না থাকলে সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট তা ক্রোক করতে পারেন বিরোধীয় বিষয়বস্তুর দখলকার কে তা সন্তোষজনকভাবে নির্দিষ্ট করতে না পারলে সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট তা ক্রোক করতে পারেন বিরোধীয় বিষয়বস্তু ক্রোক করে থাকলে প্রয়োজনে সেখানে দেওয়ানি কার্যবিধি অনুসারে রিসিভার নিয়োগ করতে পারবেন বর্ণিত প্রত্যেকটি বিষয়বস্তুই সঠিক সঠিক উত্তর : বর্ণিত প্রত্যেকটি বিষয়বস্তুই সঠিক ; [ধারা : ১৪৬, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : বর্ণিত প্রত্যেকটি বিষয়বস্তুই সঠিক ; [ধারা : ১৪৬, ফৌজদারি কার্যবিধি] 14 / 65 14. কোনো বিচারক সম্পর্কিত যদি কোনো অপরাধজনক ভীতি প্রদর্শন বা মানহানি করার চেষ্টা বা অপসহায়তা করা হয়ে থাকে তাহলে নিম্নোক্ত কোন ম্যাজিস্ট্রেট এ বিষয়ে অপরাধ দমনে পদক্ষেপ নিতে পারবেন? চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জেলা ম্যাজিস্ট্রেট বা সরকার কর্তৃক বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়রা আদালত বা মহানগর দায়রা আদালত হাইকোর্ট বিভাগ সঠিক উত্তর : জেলা ম্যাজিস্ট্রেট বা সরকার কর্তৃক বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেট ; [ধারা : ১০৮, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : জেলা ম্যাজিস্ট্রেট বা সরকার কর্তৃক বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেট ; [ধারা : ১০৮, ফৌজদারি কার্যবিধি] 15 / 65 15. ভূমি নিয়ে বিরোধে নির্বাহী ম্যাজিস্ট্রেটের স্থানীয় অনুসন্ধানের রিপোর্ট - বিচারে ব্যবহার করা যাবে না সাক্ষ্য হিসেবে গণ্য হবে না সাক্ষ্য হিসেবে গণ্য হবে সাক্ষ্যে পক্ষগণের সম্মতিতে ব্যবহার করা যাবে সঠিক উত্তর : সাক্ষ্য হিসেবে গণ্য হবে ; [ধারা : ১৪৮, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : সাক্ষ্য হিসেবে গণ্য হবে ; [ধারা : ১৪৮, ফৌজদারি কার্যবিধি] 16 / 65 16. ফৌজদারি কার্যবিধির ১০৮ ধারার অধীন রাষ্ট্রদ্রোহমূলক বিষয় প্রচারকারী ব্যক্তির সদাচরণের মুচলেকার আদেশ কে দিতে পারে? জেলা ম্যাজিস্ট্রেট দায়রা আদালত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ২য় শ্রেণির ম্যাজিস্ট্রেট সঠিক উত্তর : জেলা ম্যাজিস্ট্রেট ; [ধারা : ১০৮, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : জেলা ম্যাজিস্ট্রেট ; [ধারা : ১০৮, ফৌজদারি কার্যবিধি] 17 / 65 17. ফৌজদারি কার্যবিধির ১০৭ ধারার মামলা নিম্নোক্ত কোন আদালতের আদি এখতিয়ারভুক্ত? [বার : ২০১২] মুখ্য মহানগর হাকিম দায়রা জজ ১ম শ্রেণির ম্যাজিস্ট্রেট জেলা ম্যাজিস্ট্রেট সঠিক উত্তর : জেলা ম্যাজিস্ট্রেট ; [ধারা : ১০৭, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : জেলা ম্যাজিস্ট্রেট ; [ধারা : ১০৭, ফৌজদারি কার্যবিধি] 18 / 65 18. ১৪৪ ধারার আদেশ অমান্য করা দণ্ডবিধির কোন ধারাবলে অপরাধ? দণ্ডবিধির ১৬৬ ধারাবলে দণ্ডবিধির ১৮৮ ধারাবলে দণ্ডবিধির ১৯২ ধারাবলে দণ্ডবিধির ৯০ ধারাবলে সঠিক উত্তর : দণ্ডবিধির ১৮৮ ধারাবলে ; [ধারা : ১৪৪, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : দণ্ডবিধির ১৮৮ ধারাবলে ; [ধারা : ১৪৪, ফৌজদারি কার্যবিধি] 19 / 65 19. ১৪৪ ধারার আদেশ অমান্য করলে দণ্ডবিধি অনুসারে সর্বোচ্চ সাজা কত? ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ১ মাসের সশ্রম কারাদণ্ড ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড সঠিক উত্তর : ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ; [ধারা : ১৪৪, ফৌজদারি কার্যবিধি, দণ্ডবিধির ১৮৮ ধারা দ্রষ্টব্য] সঠিক উত্তর : ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ; [ধারা : ১৪৪, ফৌজদারি কার্যবিধি, দণ্ডবিধির ১৮৮ ধারা দ্রষ্টব্য] 20 / 65 20. দণ্ডপ্রাপ্ত আসামির ক্ষেত্র ছাড়া অন্যান্য ক্ষেত্রে শান্তি রক্ষার জন্য আদালত মুচলেকা দেওয়ার আদেশ সর্বোচ্চ কত সময়ের জন্য দিতে পারে? সর্বোচ্চ ৩ বছরের জন্য সর্বোচ্চ ২ বছরের জন্য সর্বোচ্চ ১ বছরের জন্য সর্বোচ্চ ৬ মাসের জন্য সঠিক উত্তর : সর্বোচ্চ ১ বছরের জন্য ; [ধারা : ১০৭, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : সর্বোচ্চ ১ বছরের জন্য ; [ধারা : ১০৭, ফৌজদারি কার্যবিধি] 21 / 65 21. মহানগরী এলাকার বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য সামরিক শক্তি প্রয়োগের আদেশ দিতে পারেন কে? [বার : ২০২০] পুলিশ কমিশনার স্বরাষ্ট্র সচিব সেনাবাহিনী প্রধান চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সঠিক উত্তর : পুলিশ কমিশনার ; [ধারা : ১২৯, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : পুলিশ কমিশনার ; [ধারা : ১২৯, ফৌজদারি কার্যবিধি] 22 / 65 22. সুমনা ঢাকা জেলার সাভার থানার বাসিন্দা। তার দ্বারা একই জেলার আশুলিয়া থানায় একটি শান্তিভঙ্গের সম্ভাবনা দেখা দিয়েছে। এমতাবস্থায় শান্তিভঙ্গের আশঙ্কা রোধ করার জন্য মুচলেকা সম্পাদনের আদেশ কেন দেওয়া হবেনা মর্মে কারণ দর্শাতে বলবেন কে? ঢাকা জেলা ম্যাজিস্ট্রেট আশুলিয়া থানা নির্বাহী ম্যাজিস্ট্রেট সাভার থানা নির্বাহী ম্যাজিস্ট্রেট আশুলিয়া থানা সংশ্লিষ্ট জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সঠিক উত্তর : ঢাকা জেলা ম্যাজিস্ট্রেট ; [ধারা : ১০৭, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : ঢাকা জেলা ম্যাজিস্ট্রেট ; [ধারা : ১০৭, ফৌজদারি কার্যবিধি] 23 / 65 23. ফৌজদারি কার্যবিধির কোন ধারা অনুযায়ী নির্বাহী ম্যাজিস্ট্রেট বা পুলিশ অফিসার বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার আদেশ দিতে পারে? ১০৬ ধারা ১২৬ ধারা ১২৭ ধারা ১৩০ ধারা সঠিক উত্তর : ১২৭ ধারা ; [ধারা : ১২৭, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : ১২৭ ধারা ; [ধারা : ১২৭, ফৌজদারি কার্যবিধি] 24 / 65 24. দুইটি রাজনৈতিক দল একই জায়গায় একই সময়ে সমাবেশ ডাকলে এবং সেখানে শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হবার সম্ভাবনা থাকলে ফৌজদারি কার্যবিধির কোন ধারা প্রয়োগ করা যায়? ১৬৪ ধারা ১৪৪ ধারা ১৩৪ ধারা ১৪৫ ধারা সঠিক উত্তর : ১৪৪ ধারা ; [ধারা : ১৪৪, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : ১৪৪ ধারা ; [ধারা : ১৪৪, ফৌজদারি কার্যবিধি] 25 / 65 25. দণ্ডপ্রাপ্ত আসামির ক্ষেত্রে শান্তি রক্ষার জন্য মুচলেকা সর্বোচ্চ কত বছরের হতে পারে? সর্বোচ্চ ৩ বছরের জন্য সর্বোচ্চ ২ বছরের জন্য সর্বোচ্চ ১ বছরের জন্য সর্বোচ্চ ৬ মাসের জন্য সঠিক উত্তর : সর্বোচ্চ ৩ বছরের জন্য ; [ধারা : ১০৬, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : সর্বোচ্চ ৩ বছরের জন্য ; [ধারা : ১০৬, ফৌজদারি কার্যবিধি] 26 / 65 26. The Code of Criminal Procedure, 1998 এর ১৪৫ ধারা অনুসারে কার্যধারার প্রতিপক্ষ মারা গেলে ....। [বার : ২০২৩] কার্যধারাটি অ্যাবেট হয় কার্যধারাটি নথিজাত হয় মৃতের প্রতিনিধিরা পক্ষ হতে পারে কার্যধারাটি স্থগিত হয় সঠিক উত্তর : মৃতের প্রতিনিধিরা পক্ষ হতে পারে ; [ধারা : ১৪৫, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : মৃতের প্রতিনিধিরা পক্ষ হতে পারে ; [ধারা : ১৪৫, ফৌজদারি কার্যবিধি] 27 / 65 27. গণ উৎপাত সংক্রান্ত বিধান কোথায় প্রযোজ্য হয় না? জেলা এলাকায় বিভাগীয় এলাকায় মেট্রোপলিটন এলাকায় পার্বত্য চট্টগ্রামে সঠিক উত্তর : মেট্রোপলিটন এলাকায় ; [ধারা : ১৩২ক, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : মেট্রোপলিটন এলাকায় ; [ধারা : ১৩২ক, ফৌজদারি কার্যবিধি] 28 / 65 28. ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারার আদেশ জারি করার ক্ষেত্রে কোন ধারায় বর্ণিত পদ্ধতি অনুসরণ করতে হয়? ১৬৪ ধারা ১৪৪ ধারা ১৩৪ ধারা ১৪৫ ধারা সঠিক উত্তর : ১৩৪ ধারা ; [ধারা : ১৪৪, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : ১৩৪ ধারা ; [ধারা : ১৪৪, ফৌজদারি কার্যবিধি] 29 / 65 29. স্থাবর সম্পত্তি সংক্রান্ত বিরোধ এর ক্ষেত্রে ক্রোক করার ক্ষমতা ফৌজদারি কার্যবিধির কোন ধারার বিষয়বস্তু? ১৪৪ ধারা ১৪৫ ধারা ১৪৬ ধারা ১৪৭ ধারা সঠিক উত্তর : ১৪৬ ধারা ; [ধারা : ১৪৬, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : ১৪৬ ধারা ; [ধারা : ১৪৬, ফৌজদারি কার্যবিধি] 30 / 65 30. ভূমি নিয়ে বিরোধে খরচ সম্পর্কে আদেশ ফৌজদারি কার্যবিধির কোন ধারাবলে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট দিতে পারেন? ১৪৫ ধারাবলে ১৪৬ ধারাবলে ১৪৭ ধারাবলে ১৪৮ ধারাবলে সঠিক উত্তর : ১৪৮ ধারাবলে ; [ধারা : ১৪৮, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : ১৪৮ ধারাবলে ; [ধারা : ১৪৮, ফৌজদারি কার্যবিধি] 31 / 65 31. ফৌজদারি কার্যবিধি অনুসারে পুলিশ কর্তৃক অপরাধ নিবারণমূলক ব্যবস্থা সম্পর্কিত ধারাসমূহ নিচের কোনগুলো? ১৪৪—১৪৮ ধারাসমূহ ১৪৯—১৫৩ ধারাসমূহ ১৫৪—১৭৬ ধারাসমূহ ১৭৭—১৮৯ ধারাসমূহ সঠিক উত্তর : ১৪৯—১৫৩ ধারাসমূহ ; [ধারা : ১৪৯—১৫৩, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : ১৪৯—১৫৩ ধারাসমূহ ; [ধারা : ১৪৯—১৫৩, ফৌজদারি কার্যবিধি] 32 / 65 32. ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারার অধীন প্রদত্ত আদেশ সাধারণত সর্বোচ্চ কতদিন বলবৎ থাকে? [বার : ২০১২] ৬ মাস ১ বছর ২ মাস ৩০ দিন সঠিক উত্তর : ২ মাস ; [ধারা : ১৪৪, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : ২ মাস ; [ধারা : ১৪৪, ফৌজদারি কার্যবিধি] 33 / 65 33. ১৪৪ ধারার আদেশ অমান্য করার মধ্য দিয়ে কোনো ক্ষতি সংঘটিত হলে দণ্ডবিধি অনুসারে সর্বোচ্চ সাজা কত? ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড সঠিক উত্তর : ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ; [ধারা : ১৪৪, ফৌজদারি কার্যবিধি, দণ্ডবিধির ১৮৮ ধারা দ্রষ্টব্য] সঠিক উত্তর : ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ; [ধারা : ১৪৪, ফৌজদারি কার্যবিধি, দণ্ডবিধির ১৮৮ ধারা দ্রষ্টব্য] 34 / 65 34. দণ্ডিত হবার ক্ষেত্র ছাড়া অন্যান্য ক্ষেত্রে শান্তি রক্ষার জন্য কোনো ব্যক্তিকে মুচলেকার আদেশ দিতে পারে কোন আদালত? ৩য় শ্রেণির ম্যাজিস্ট্রেট ২য় শ্রেণির ম্যাজিস্ট্রেট ১ম শ্রেণির ম্যাজিস্ট্রেট নির্বাহী ম্যাজিস্ট্রেট সঠিক উত্তর : নির্বাহী ম্যাজিস্ট্রেট ; [ধারা : ১০৭, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : নির্বাহী ম্যাজিস্ট্রেট ; [ধারা : ১০৭, ফৌজদারি কার্যবিধি] 35 / 65 35. ফৌজদারি কার্যবিধির ১২৮ ধারা অনুযায়ী বেসামরিক শক্তি প্রয়োগ করে কোনো বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ না হলে কোন ধারা অনুসারে সামরিক শক্তি প্রয়োগ করা যেতে পারে? ১২৭ ধারা ১২৮ ধারা ১২৯ ধারা ১৩০ ধারা সঠিক উত্তর : ১২৯ ধারা ; [ধারা : ১২৯, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : ১২৯ ধারা ; [ধারা : ১২৯, ফৌজদারি কার্যবিধি] 36 / 65 36. কখন ফৌজদারি কার্যবিধির ১৪৫ ধারা প্রযোজ্য হতে পারে? অস্থাবর সম্পত্তি সংক্রান্ত বিরোধ নিয়ে বিরোধীপক্ষের হরতাল আহ্বানে স্থাবর সম্পত্তি সংক্রান্ত বিরোধ নিয়ে জনসভা নিয়ে বিরোধের ক্ষেত্রে সঠিক উত্তর : স্থাবর সম্পত্তি সংক্রান্ত বিরোধ নিয়ে ; [ধারা : ১৪৫, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : স্থাবর সম্পত্তি সংক্রান্ত বিরোধ নিয়ে ; [ধারা : ১৪৫, ফৌজদারি কার্যবিধি] 37 / 65 37. সুমনা ঢাকা জেলার সাভার থানার বাসিন্দা। তার দ্বারা একই জেলার মহানগরীর আওতাধীন শাহবাগ থানায় একটি শান্তিভঙ্গের সম্ভাবনা দেখা দিয়েছে। এমতাবস্থায় শান্তিভঙ্গের আশঙ্কা রোধ করার জন্য মুচলেকা সম্পাদনের আদেশ কেন দেওয়া হবেনা মর্মে কারণ দর্শাতে বলবেন কে? সাভার থানা নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহবাগ থানা নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহবাগ থানা সংশ্লিষ্ট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ঢাকা জেলা ম্যাজিস্ট্রেট সঠিক উত্তর : ঢাকা জেলা ম্যাজিস্ট্রেট ; [ধারা : ১০৭, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : ঢাকা জেলা ম্যাজিস্ট্রেট ; [ধারা : ১০৭, ফৌজদারি কার্যবিধি] 38 / 65 38. The Code of Criminal Procedure, 1898 এর ১৪৫ ধারার ক্ষমতা কোন ক্ষেত্রে প্রয়োগ করা যায়? [জুডি. : ২০১৯] গণ—উৎপাত রাজনৈতিক অসন্তোষ পাবলিক পরীক্ষা কেন্দ্রে শৃঙ্খলা রক্ষা ভূমি বিরোধজনিত শান্তি ভঙ্গের আশঙ্কারোধ সঠিক উত্তর : ভূমি বিরোধজনিত শান্তি ভঙ্গের আশঙ্কারোধ ; [ধারা : ১৪৫, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : ভূমি বিরোধজনিত শান্তি ভঙ্গের আশঙ্কারোধ ; [ধারা : ১৪৫, ফৌজদারি কার্যবিধি] 39 / 65 39. নিচের কোন আদালত কোনো দণ্ডিত ব্যক্তির শান্তিরক্ষার মুচলেকা দিতে পারে না? দায়রা আদালত হাইকোর্ট বিভাগ প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট নির্বাহী ম্যাজিস্ট্রেট সঠিক উত্তর : নির্বাহী ম্যাজিস্ট্রেট ; [ধারা : ১০৬, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : নির্বাহী ম্যাজিস্ট্রেট ; [ধারা : ১০৬, ফৌজদারি কার্যবিধি] 40 / 65 40. বিরোধীয় সম্পত্তিতে কে দখলের অধিকারী তা নির্ধারণ করা হয় ফৌজদারি কার্যবিধির কোন ধারার মাধ্যমে? ১৪৪ ধারা ১৪৫ ধারা ১৪৬ ধারা ১৪৭ ধারা সঠিক উত্তর : ১৪৫ ধারা ; [ধারা : ১৪৫, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : ১৪৫ ধারা ; [ধারা : ১৪৫, ফৌজদারি কার্যবিধি] 41 / 65 41. ফৌজদারি কার্যবিধির ১৪৫ ধারার আদেশের অব্যবহিত পূর্ববর্তী কত মাসের মধ্যে কোনো ব্যক্তিকে বেআইনিভাবে বেদখল করলে ম্যাজিস্ট্রেট উক্ত বেদখলকৃত ব্যক্তিকে উক্ত তারিখের দখলদার বলে মনে করবে? ৩ মাস ৪ মাস ৬ মাস ২ মাস সঠিক উত্তর : ২ মাস ; [ধারা : ১৪৫, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : ২ মাস ; [ধারা : ১৪৫, ফৌজদারি কার্যবিধি] 42 / 65 42. ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা কোন ধরনের আদেশ? নিষেধাজ্ঞামূলক ঘোষণামূলক আদেশমূলক প্রতিরোধমূলক সঠিক উত্তর : নিষেধাজ্ঞামূলক ; [ধারা : ১৪৪, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : নিষেধাজ্ঞামূলক ; [ধারা : ১৪৪, ফৌজদারি কার্যবিধি] 43 / 65 43. ১৪৪ ধারার জারির বিধান কার্যবিধির ..... অধ্যায়ের বিষয়বস্তু। দশম একাদশ দ্বাদশ ত্রয়োদশ সঠিক উত্তর : একাদশ ; [ধারা : ১৪৪, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : একাদশ ; [ধারা : ১৪৪, ফৌজদারি কার্যবিধি] 44 / 65 44. প্রতিকার হিসেবে ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারার আদেশের বিরুদ্ধে সংক্ষুব্ধ পক্ষ নিম্নলিখিত কোন পদক্ষেপটি নিতে পারেন? দায়রা জজের নিকট রিভিশন দায়রা জজের নিকট আপিল হাইকোর্টে রিভিউ জেলা ম্যাজিস্ট্রেটের নিকট আবেদন সঠিক উত্তর : দায়রা জজের নিকট রিভিশন ; [ধারা : ১৪৪, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : দায়রা জজের নিকট রিভিশন ; [ধারা : ১৪৪, ফৌজদারি কার্যবিধি] 45 / 65 45. ফৌজদারি কার্যবিধি অনুযায়ী বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার আদেশ কে দিতে পারে? দায়রা আদালত যুগ্ম দায়রা আদালত বিচারিক ম্যাজিস্ট্রেট থানার ভারপ্রাপ্ত পুলিশ অফিসার সঠিক উত্তর : থানার ভারপ্রাপ্ত পুলিশ অফিসার ; [ধারা : ১২৭, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : থানার ভারপ্রাপ্ত পুলিশ অফিসার ; [ধারা : ১২৭, ফৌজদারি কার্যবিধি] 46 / 65 46. নাবালকের বিরুদ্ধে মুচলেকার আদেশ দেওয়া হলে মুচলেকা সম্পাদন কে করবে? সে নিজে তার জামিনদার অ্যাডভোকেট বর্ণিত যেকেউ সঠিক উত্তর : তার জামিনদার ; [ধারা : ১১৮, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : তার জামিনদার ; [ধারা : ১১৮, ফৌজদারি কার্যবিধি] 47 / 65 47. দণ্ডিত হওয়ার পর শান্তি রক্ষার জন্য মুচলেকার আদেশ কে দিতে পারে? শুধু বিচারিক আদালত আপিল আদালত রিভিশন আদালত বর্ণিত প্রত্যেকটি আদালতই পারে সঠিক উত্তর : বর্ণিত প্রত্যেকটি আদালতই পারে ; [ধারা : ১০৬, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : বর্ণিত প্রত্যেকটি আদালতই পারে ; [ধারা : ১০৬, ফৌজদারি কার্যবিধি] 48 / 65 48. নিম্নোক্ত কোন পরিস্থিতি থেকে শান্তিভঙ্গের আশংকা থাকলে ফৌজদারি কার্যবিধির ১৪৫ ধারার ক্ষমতা প্রয়োগ করা যাবে? [বার : ২০১২] গণউৎপাত শ্রমিক অসন্তোষ জমির দখলজনিত বিরোধ পরীক্ষা কেন্দ্রে অসুদপায় সঠিক উত্তর : জমির দখলজনিত বিরোধ ; [ধারা : ১৪৫, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : জমির দখলজনিত বিরোধ ; [ধারা : ১৪৫, ফৌজদারি কার্যবিধি] 49 / 65 49. ফৌজদারি কার্যবিধি অনুসারে কোনো ব্যক্তির সদাচরণের মুচলেকা দেয়ার আদেশ দিতে পারেন- [বার : ২০১৫] জেলা ম্যাজিস্ট্রেট ১ম শ্রেণির ম্যাজিস্ট্রেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সঠিক উত্তর : জেলা ম্যাজিস্ট্রেট ; [ধারা : ১০৭, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : জেলা ম্যাজিস্ট্রেট ; [ধারা : ১০৭, ফৌজদারি কার্যবিধি] 50 / 65 50. ফৌজদারি কার্যবিধির ১১০ ধারার অধীন ভবঘুরে বা সন্দেহভাজন ব্যক্তির সদাচরণের মুচলেকার আদেশ কে দিতে পারেন? দায়রা আদালত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নির্বাহী ম্যাজিস্ট্রেট ২য় শ্রেণির ম্যাজিস্ট্রেট সঠিক উত্তর : নির্বাহী ম্যাজিস্ট্রেট ; [ধারা : ১১০, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : নির্বাহী ম্যাজিস্ট্রেট ; [ধারা : ১১০, ফৌজদারি কার্যবিধি] 51 / 65 51. ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারার ক্ষমতাবলে আদেশ প্রদান করতে পারেন .....। [বার : ২০২৩] প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জেলা ম্যাজিস্ট্রেট জাস্টিস অফ দ্য পিস সঠিক উত্তর : জেলা ম্যাজিস্ট্রেট ; [ধারা : ১৪৪, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : জেলা ম্যাজিস্ট্রেট ; [ধারা : ১৪৪, ফৌজদারি কার্যবিধি] 52 / 65 52. মেট্রোপলিটন এলাকায় ১৪৪ ধারা কে জারি করতে পারে? নির্বাহী ম্যাজিস্ট্রেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিচারিক ম্যাজিস্ট্রেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার সঠিক উত্তর : মেট্রোপলিটন পুলিশ কমিশনার ; [ধারা : ১৪৪, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : মেট্রোপলিটন পুলিশ কমিশনার ; [ধারা : ১৪৪, ফৌজদারি কার্যবিধি] 53 / 65 53. The Code of Criminal Procedure, 1898 এর বিধানানুসারে ভূমি সংক্রান্ত বিরোধের কারণে শান্তিভঙ্গের আশংকায় কোনো ক্রোককৃত সম্পত্তিতে রিসিভার নিয়োগ করেন কে? [বার : ২০২২] দেওয়ানি আদালত দায়রা জজ জেলা ম্যাজিস্ট্রেট যেকোনো নির্বাহী ম্যাজিস্ট্রেট সঠিক উত্তর : যেকোনো নির্বাহী ম্যাজিস্ট্রেট ; [ধারা : ১৪৬, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : যেকোনো নির্বাহী ম্যাজিস্ট্রেট ; [ধারা : ১৪৬, ফৌজদারি কার্যবিধি] 54 / 65 54. Code of Criminal Procedure, 1898 এর ১৪৫ ধারার ক্ষমতা প্রয়োগের উদ্দেশ্য কোনটি? [জুডি. : ২০১০] হরতালজনিত শান্তিভঙ্গের আশঙ্কা রোধ ভূমি বিরোধজনিত দাঙ্গার শায়েস্তা ভূমি বিরোধজনিত শান্তিভঙ্গের আশঙ্কা রোধ শান্তিভঙ্গের আশঙ্কা রোধ সঠিক উত্তর : ভূমি বিরোধজনিত শান্তিভঙ্গের আশঙ্কা রোধ ; [ধারা : ১৪৫, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : ভূমি বিরোধজনিত শান্তিভঙ্গের আশঙ্কা রোধ ; [ধারা : ১৪৫, ফৌজদারি কার্যবিধি] 55 / 65 55. ভূমি নিয়ে বিরোধে খরচ সম্পর্কে আদেশ কে দিতে পারেন? শুধুই জেলা ম্যাজিস্ট্রেট শুধুই নির্বাহী ম্যাজিস্ট্রেট জেলা অথবা নির্বাহী উভয় ম্যাজিস্ট্রেট নির্বাহী এবং জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট উভয়ই সঠিক উত্তর : জেলা অথবা নির্বাহী উভয় ম্যাজিস্ট্রেট ; [ধারা : ১৪৮, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : জেলা অথবা নির্বাহী উভয় ম্যাজিস্ট্রেট ; [ধারা : ১৪৮, ফৌজদারি কার্যবিধি] 56 / 65 56. ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারার আদেশ কে জারি করতে পারে? রাষ্ট্রপতি জেলা জজ নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়রা জজ সঠিক উত্তর : নির্বাহী ম্যাজিস্ট্রেট ; [ধারা : ১৪৪, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : নির্বাহী ম্যাজিস্ট্রেট ; [ধারা : ১৪৪, ফৌজদারি কার্যবিধি] 57 / 65 57. ফৌজদারি কার্যবিধির ১৪৫ ধারার আদেশের বিরুদ্ধে সংক্ষুব্ধ ব্যক্তির প্রতিকার কি? হাইকোর্ট বিভাগে আপিল হাইকোর্ট বিভাগে রিভিশন দায়রা আদালতে আপিল দায়রা আদালতে রিভিশন সঠিক উত্তর : দায়রা আদালতে রিভিশন ; [ধারা : ১৪৫, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : দায়রা আদালতে রিভিশন ; [ধারা : ১৪৫, ফৌজদারি কার্যবিধি] 58 / 65 58. The Code of Criminal Procedure, 1898 এর ১৪৪ ধারার বিধানসমূহ কোন এলাকায় প্রযোজ্য হবে না? [বার : ২০২২] জেলা সদরে মহানগরীতে পৌরসভায় উপজেলা সদরে সঠিক উত্তর : মহানগরীতে ; [ধারা : ১৪৪, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : মহানগরীতে ; [ধারা : ১৪৪, ফৌজদারি কার্যবিধি] 59 / 65 59. ফৌজদারি কার্যবিধির ১০৬ ধারায় দণ্ডবিধির কোন অধ্যায়ের অপরাধের উল্লেখে শান্তিরক্ষার মুচলেকা সম্পর্কে বলা আছে? দণ্ডবিধির চতুর্থ অধ্যায় দণ্ডবিধির ষষ্ঠ অধ্যায় দণ্ডবিধির অষ্টম অধ্যায় দণ্ডবিধির ষোড়শ অধ্যায় সঠিক উত্তর : দণ্ডবিধির অষ্টম অধ্যায় ; [ধারা : ১০৬, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : দণ্ডবিধির অষ্টম অধ্যায় ; [ধারা : ১০৬, ফৌজদারি কার্যবিধি] 60 / 65 60. জেলা ম্যাজিস্ট্রেটের ১৪৪ ধারার আদেশের বিষয়ে কোন আদালতে রিভিশন দায়ের করা যায়? জেলা জজ দায়রা জজ অতিরিক্ত দায়রা জজ হাইকোর্ট সঠিক উত্তর : দায়রা জজ ; [ধারা : ১৪৪, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : দায়রা জজ ; [ধারা : ১৪৪, ফৌজদারি কার্যবিধি] 61 / 65 61. ১৪৪ ধারার আদেশ কি একতরফাভাবে প্রদান করা যায়? যায় যায় না দায়রা জজের অনুমতিতে যায় জেলা প্রশাসকের অনুমতিতে যায় সঠিক উত্তর : যায় না ; [ধারা : ১৪৪, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : যায় না ; [ধারা : ১৪৪, ফৌজদারি কার্যবিধি] 62 / 65 62. ফৌজদারি কার্যবিধির ১৪৫ ধারায় আদেশ জারি করতে পারেন কে? জেলা ম্যাজিস্ট্রেট দায়রা আদালত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ২য় শ্রেণির ম্যাজিস্ট্রেট সঠিক উত্তর : জেলা ম্যাজিস্ট্রেট ; [ধারা : ১৪৫, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : জেলা ম্যাজিস্ট্রেট ; [ধারা : ১৪৫, ফৌজদারি কার্যবিধি] 63 / 65 63. Local inquiry - ফৌজদারি কার্যবিধির কোন ধারার বিষয়বস্তু? ১৪৪ ধারার ১৪৫ ধারার ১৪৭ ধারার ১৪৮ ধারার সঠিক উত্তর : ১৪৮ ধারার ; [ধারা : ১৪৮, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : ১৪৮ ধারার ; [ধারা : ১৪৮, ফৌজদারি কার্যবিধি] 64 / 65 64. ফৌজদারি কার্যবিধির ১২৮ ধারার শিরোনামে Use of civil force to disperse ব্যবহৃত - civil শব্দের অর্থ হিসেবে নিচের কোনটি সঠিক? any male person any male and female person any male person over 18 years any person over 18 years সঠিক উত্তর : any male person ; [ধারা : ১২৮, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : any male person ; [ধারা : ১২৮, ফৌজদারি কার্যবিধি] 65 / 65 65. ১৪৪ ধারার আদেশের বিরুদ্ধে প্রতিকার কি? রিভিউ আপিল রিভিশন রেফারেন্স সঠিক উত্তর : আপিল ; [ধারা : ১৪৪, ফৌজদারি কার্যবিধি] সঠিক উত্তর : আপিল ; [ধারা : ১৪৪, ফৌজদারি কার্যবিধি] Your score is Facebook 0% Restart quiz