/19 0 CPC [Sec. 75-78 & Order 26] - Advanced Exam এখানে দেওয়ানি কার্যবিধির ৭৫-৭৮ ধারা এবং ২৬ নং আদেশ নিয়ে অ্যাডভান্সড লেভেলের এমসিকিউ টেস্ট আছে। সংশ্লিষ্ট ধারাগুলো পড়ে নিয়ে এটি অনুশীলন করুন। এখানে আপনার নাম ও ফোন নাম্বার লিখুন। ইমেইলটি লেখা বাধ্যতামূলক নয়; তবে, ইমেইল এড্রেস দিলে আপনার ইমেইলে বিস্তারিত ফলাফল চলে যাবে। 1 / 19 1. বাটোয়ারা মোকদ্দমার জন্য কমিশন প্রেরণ করতে পারে আদালত কত ধারা অনুযায়ী? ৯০ ধারা ৭৫ ধারা ৫৪ ধারা ৮৯ ধারা সঠিক উত্তর : ৭৫ ধারা; [ধারা : ৭৫, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : ৭৫ ধারা; [ধারা : ৭৫, দেওয়ানি কার্যবিধি] 2 / 19 2. নিচে বর্ণিত কোন ক্ষেত্রে কোনো কমিশন পাঠাতে পারে আদালত? কোনো ব্যক্তির সাক্ষ্য নেবার জন্য স্থানীয় কোনো তদন্ত অনুষ্ঠানের জন্য বাটোয়ারা করার জন্য বর্ণিত সবগুলোই সঠিক সঠিক উত্তর : বর্ণিত সবগুলোই সঠিক ; [ধারা : ৭৫, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : বর্ণিত সবগুলোই সঠিক ; [ধারা : ৭৫, দেওয়ানি কার্যবিধি] 3 / 19 3. নিম্নের কোন ক্ষেত্রে দেওয়ানি কার্যবিধির অর্ডার ২৬ এর বিধান অনুযায়ী ঈড়সসরংংরড়হ ইস্যুর আদেশ দেওয়া যাবে না? [জুডি. : ২০১২] স্থাবর সম্পত্তি ভাগ বণ্টন নালিশী জমি কোনো নির্দিষ্ট দাগভুক্ত কিনা তা নির্ধারণ কোনো দলিলে বর্ণিত জমি নির্দিষ্ট কোনো দাগভুক্ত কিনা তা নির্ধারণ নালিশী জমিতে কোনো পক্ষের স্বত্ব আছে কিনা তা নির্ধারণ সঠিক উত্তর : নালিশী জমিতে কোনো পক্ষের স্বত্ব আছে কিনা তা নির্ধারণ ; [আদেশ : ২৬, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : নালিশী জমিতে কোনো পক্ষের স্বত্ব আছে কিনা তা নির্ধারণ ; [আদেশ : ২৬, দেওয়ানি কার্যবিধি] 4 / 19 4. দেওয়ানি কার্যবিধি অনুযায়ী আদালত কয়টি ক্ষেত্রে কমিশন প্রেরণ করতে পারেন? ২টি ক্ষেত্রে ৩টি ক্ষেত্রে ৪টি ক্ষেত্রে ৫টি ক্ষেত্রে সঠিক উত্তর : ৪টি ক্ষেত্রে ; [ধারা : ৭৫, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : ৪টি ক্ষেত্রে ; [ধারা : ৭৫, দেওয়ানি কার্যবিধি] 5 / 19 5. কয় ধরনের ব্যক্তির ক্ষেত্রে জবানবন্দি গ্রহণের জন্য কমিশন পাঠানো যেতে পারে বলে উল্লেখ করা আছে দেওয়ানি কার্যবিধির ২৬ আদেশের ৪ বিধিতে? ৩ ৪ ৫ ৬ সঠিক উত্তর : ৩ ; [আদেশ ২৬ : বিধি ৪, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : ৩ ; [আদেশ ২৬ : বিধি ৪, দেওয়ানি কার্যবিধি] 6 / 19 6. নিচে বর্ণিত কোন ক্ষেত্রে কোনো কমিশন পাঠাতে পারে না আদালত? কোনো ব্যক্তির সাক্ষ্য নেবার জন্য স্থানীয় কোনো তদন্ত অনুষ্ঠানের জন্য বাটোয়ারা করার জন্য সঠিক উত্তর নেই সঠিক উত্তর : সঠিক উত্তর নেই ; [ধারা : ৭৫, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : সঠিক উত্তর নেই ; [ধারা : ৭৫, দেওয়ানি কার্যবিধি] 7 / 19 7. কোনো দেওয়ানি মোকদ্দমার কমিশনের জন্য ব্যয়িত সময় আদালতের প্রসিডিংস থেকে বাদ দিয়ে গণনা করতে হবে - এটি কোন আদেশের কোন বিধিতে বর্ণিত আছে? ১৭ আদেশের ১৩ নিয়মে ১৮ আদেশের ২৩ নিয়মে ২৬ আদেশের ১৩ নিয়মে ২৬ আদেশের ২৩ নিয়মে সঠিক উত্তর : ২৬ আদেশের ২৩ নিয়মে ; [আদেশ ২৬ : বিধি ২৩, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : ২৬ আদেশের ২৩ নিয়মে ; [আদেশ ২৬ : বিধি ২৩, দেওয়ানি কার্যবিধি] 8 / 19 8. স্থানীয় তদন্তে নিচের কোনটি তদন্তের আওতাধীন হতে পারে না? সম্পত্তির বাজারমূল্য নির্ধারণ কোনো অন্তর্বর্তীকালীন মুনাফা কোনো খেসারত নির্ধারণ সঠিক উত্তর নেই সঠিক উত্তর : সঠিক উত্তর নেই ; [আদেশ ২৬ : বিধি ৯, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : সঠিক উত্তর নেই ; [আদেশ ২৬ : বিধি ৯, দেওয়ানি কার্যবিধি] 9 / 19 9. কমিশন সংক্রান্ত ধারা দেওয়ানি কার্যবিধিতে নিচের কোনটি? ৭২ ধারা ৭৩ ধারা ৭৪ ধারা ৭৫ ধারা সঠিক উত্তর : ৭৫ ধারা ; [ধারা : ৭৫, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : ৭৫ ধারা ; [ধারা : ৭৫, দেওয়ানি কার্যবিধি] 10 / 19 10. দেওয়ানি কার্যবিধি অনুসারে কমিশন পাঠানোর খরচ কে দেন? আদালত যার প্রয়োজনে বা আবেদনে কমিশন পাঠানো হচ্ছে সরকারি উকিল কমিশনের ফলে যে পক্ষ সুবিধা পাবে সঠিক উত্তর : যার প্রয়োজনে বা আবেদনে কমিশন পাঠানো হচ্ছে ; [আদেশ ২৬ : বিধি ১৫, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : যার প্রয়োজনে বা আবেদনে কমিশন পাঠানো হচ্ছে ; [আদেশ ২৬ : বিধি ১৫, দেওয়ানি কার্যবিধি] 11 / 19 11. Local Investigation (সরেজমিনে তদন্ত) এর বিধান দেওয়ানি কার্যবিধির কোথায় দেওয়া আছে? [বার : ২০১৭] ১৭ আদেশের ৩ নিয়মে ১৮ আদেশের ৫ নিয়মে ১৯ আদেশের ১ নিয়মে ২৬ আদেশের ৯ নিয়মে সঠিক উত্তর : ২৬ আদেশের ৯ নিয়মে ; [আদেশ ২৬ : বিধি ৯, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : ২৬ আদেশের ৯ নিয়মে ; [আদেশ ২৬ : বিধি ৯, দেওয়ানি কার্যবিধি] 12 / 19 12. লোকাল ইনভেস্টিগেশনের জন্য কমিশনের রিপোর্ট কতদিনের মধ্যে দিতে হয়? ১ মাস ২ মাস ৩ মাস ৬ মাস সঠিক উত্তর : ৩ মাস ; [আদেশ ২৬ : বিধি ৯, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : ৩ মাস ; [আদেশ ২৬ : বিধি ৯, দেওয়ানি কার্যবিধি] 13 / 19 13. দেওয়ানি কার্যবিধিতে কমিশন সংক্রান্ত পদ্ধতিগত বিধান কোন আদেশে বর্ণিত আছে? ৬ আদেশ ১৬ আদেশ ২৬ আদেশ ৩৬ আদেশ সঠিক উত্তর : ২৬ আদেশ ; [আদেশ ২৬, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : ২৬ আদেশ ; [আদেশ ২৬, দেওয়ানি কার্যবিধি] 14 / 19 14. সাক্ষীর সাক্ষ্য গ্রহণের জন্য কোনো পক্ষ কোন বিধিবলে আবেদন করতে পারে? ২৬ আদেশের ১ বিধিবলে ২৬ আদেশের ২ বিধিবলে ২৬ আদেশের ৩ বিধিবলে ২৬ আদেশের ৪ বিধিবলে সঠিক উত্তর : ২৬ আদেশের ২ বিধিবলে ; [আদেশ ২৬ : বিধি ২, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : ২৬ আদেশের ২ বিধিবলে ; [আদেশ ২৬ : বিধি ২, দেওয়ানি কার্যবিধি] 15 / 19 15. “Persons for whose examination commission may issue” বিধানটি The Code of Civil Procedure, 1908 এর কোথায় বর্ণিত আছে? [জুডি. : ২০১৫] Order-XXVI rule 1 Order-XXVI rule 4 Order-XXVI rule 7 Order-IX rule 13 সঠিক উত্তর : Order-XXVI rule 4 ; [আদেশ ২৬ : বিধি ৪, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : Order-XXVI rule 4 ; [আদেশ ২৬ : বিধি ৪, দেওয়ানি কার্যবিধি] 16 / 19 16. হিসাবপত্র পরীক্ষা করার জন্য কমিশনের বিধান দেওয়ানি কার্যবিধির কোথায় দেওয়া আছে? ১৭ আদেশের ৩ নিয়মে ১৮ আদেশের ৫ নিয়মে ১৯ আদেশের ১ নিয়মে ২৬ আদেশের ১১ নিয়মে সঠিক উত্তর : ২৬ আদেশের ১১ নিয়মে ; [আদেশ ২৬ : বিধি ১১, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : ২৬ আদেশের ১১ নিয়মে ; [আদেশ ২৬ : বিধি ১১, দেওয়ানি কার্যবিধি] 17 / 19 17. সাক্ষ্য গ্রহণের জন্য কমিশন নিচের কোন ক্ষেত্রে পাঠানো যায়? আদালতে হাজিরা থেকে রেহাই পাওয়া সাক্ষীর জন্য অসুস্থ কোনো সাক্ষীর জন্য বৈকল্যতার শিকার কোনো সাক্ষীর জন্য বর্ণিত সবগুলো ক্ষেত্রেই সঠিক উত্তর : বর্ণিত সবগুলো ক্ষেত্রেই ; [আদেশ : ২৬ : বিধি ১, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : বর্ণিত সবগুলো ক্ষেত্রেই ; [আদেশ : ২৬ : বিধি ১, দেওয়ানি কার্যবিধি] 18 / 19 18. স্থাবর সম্পত্তির বাটোয়ারর জন্য কমিশনের রিপোর্ট কতদিনের মধ্যে দিতে হয়? ১ মাস ২ মাস ৩ মাস ৬ মাস সঠিক উত্তর : ৩ মাস ; [আদেশ ২৬ : বিধি ১৪, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : ৩ মাস ; [আদেশ ২৬ : বিধি ১৪, দেওয়ানি কার্যবিধি] 19 / 19 19. স্থাবর সম্পত্তির বাটোয়ারর জন্য কমিশনের বিধান দেওয়ানি কার্যবিধির কোথায় দেওয়া আছে? ১৭ আদেশের ৩ নিয়মে ১৮ আদেশের ৫ নিয়মে ২৬ আদেশের ১৩ নিয়মে ২৬ আদেশের ৯ নিয়মে সঠিক উত্তর : ২৬ আদেশের ১৩ নিয়মে ; [আদেশ ২৬ : বিধি ১৩, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : ২৬ আদেশের ১৩ নিয়মে ; [আদেশ ২৬ : বিধি ১৩, দেওয়ানি কার্যবিধি] Your score is Facebook 0% Restart quiz