/48 16 CPC [Sec. 116-158] - Advanced Exam এখানে দেওয়ানি কার্যবিধির ১১৬-১৫৮ ধারাসমূহ নিয়ে অ্যাডভান্সড লেভেলের এমসিকিউ টেস্ট আছে। সংশ্লিষ্ট ধারাগুলো পড়ে নিয়ে এটি অনুশীলন করুন। এখানে আপনার নাম ও ফোন নাম্বার লিখুন। ইমেইলটি লেখা বাধ্যতামূলক নয়; তবে, ইমেইল এড্রেস দিলে আপনার ইমেইলে বিস্তারিত ফলাফল চলে যাবে। 1 / 48 1. ডিক্রিতে বাদীর জমির মোট পরিমাণ ভুল লেখা হলেThe Code of Civil Procedure, 1908 এর কোন ধারা অনুযায়ী প্রতিকার আছে? [বার : ২০২৩] ১৫৩ ১৫৪ ১৫১ ১৫২ সঠিক উত্তর : ১৫২ ; [ধারা : ১৫২, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : ১৫২ ; [ধারা : ১৫২, দেওয়ানি কার্যবিধি] 2 / 48 2. একটি দেওয়ানি আদালত কোনো পদ্ধতিগত কাজের জন্য নির্ধারিত সময় বর্ধিত করতে পারেন দেওয়ানি কার্যবিধির কোন ধারার ক্ষমতাবলে? ১৪৭ ধারায় ১৫১ ধারায় ১৪৮ ধারায় ১৫০ ধারায় সঠিক উত্তর : ১৪৮ ধারায় ; [ধারা ১৪৮, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : ১৪৮ ধারায় ; [ধারা ১৪৮, দেওয়ানি কার্যবিধি] 3 / 48 3. সুপ্রিম কোর্ট কর্তৃক বিধি প্রণয়নের ক্ষমতার ব্যপ্তি কোন ধারায় বর্ণিত আছে দেওয়ানি কার্যবিধিতে? ১২২ ধারা ১৪৪ ধারা ১২৮ ধারা ১২৪ ধারা সঠিক উত্তর : ১২৮ ধারা ; [ধারা : ১২৮, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : ১২৮ ধারা ; [ধারা : ১২৮, দেওয়ানি কার্যবিধি] 4 / 48 4. দেওয়ানি কার্যবিধির ১২৩ ধারা অনুযায়ী বিধি কমিটিতে কতজন সুপ্রিমকোর্টের বিচারপতি থাকেন? ৩ জন ৪ জন ৫ জন ২ জন সঠিক উত্তর : ৩ জন ; [ধারা : ১২৩, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : ৩ জন ; [ধারা : ১২৩, দেওয়ানি কার্যবিধি] 5 / 48 5. দেওয়ানি কার্যবিধি অনুসারে বিধি কমিটিতে কতজন থাকেন? ১ জন ৩ জন ৬ জন ৭ জন সঠিক উত্তর : ৬ জন ; [ধারা : ১২৩, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : ৬ জন ; [ধারা : ১২৩, দেওয়ানি কার্যবিধি] 6 / 48 6. দেওয়ানি কার্যবিধির কোন ধারায় Transfer of business বিষয়ে বিধান রয়েছে? ১৪৭ ধারায় ১৪৯ ধারায় ১৫০ ধারায় ১৫৩ ধারায় সঠিক উত্তর : ১৫০ ধারায় ; [ধারা ১৫০, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : ১৫০ ধারায় ; [ধারা ১৫০, দেওয়ানি কার্যবিধি] 7 / 48 7. আইনি প্রক্রিয়ায় আদালতের ভুল বা অনুচিত রায়ের [erroneous decree or action by court] কারণে বঞ্চিত হওয়া কোনো অধিকার ফিরে পাওয়াকে কী বলে দেওয়ানি কার্যবিধিতে? রেফারেন্স রেসটিটিউশন ডিক্রি হোল্ডার ডিক্রি সঠিক উত্তর : রেসটিটিউশন ; [ধারা ১৪৪, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : রেসটিটিউশন ; [ধারা ১৪৪, দেওয়ানি কার্যবিধি] 8 / 48 8. একটি দেওয়ানি আদালত কোনো পদ্ধতিগত কাজের জন্য নির্ধারিত সময় বর্ধিত করতে পারেন - এটি আদালতের কোন ধরণের ক্ষমতা? বাধ্যতামূলক ক্ষমতা সহজাত ক্ষমতা আদেশমূলক ক্ষমতা কোনোটিই সঠিক নয় সঠিক উত্তর : সহজাত ক্ষমতা ; [ধারা ১৪৮, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : সহজাত ক্ষমতা ; [ধারা ১৪৮, দেওয়ানি কার্যবিধি] 9 / 48 9. মহিলা ব্যতীত অন্যান্য ব্যক্তিদের ব্যক্তিগত হাজিরা হতে অব্যাহতি - দেওয়ানি কার্যবিধির কোন ধারার বিধান? ১১৮ ধারা ১২০ ধারা ১৩২ ধারা ১৩৩ ধারা সঠিক উত্তর : ১৩৩ ধারা ; [ধারা : ১৩৩, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : ১৩৩ ধারা ; [ধারা : ১৩৩, দেওয়ানি কার্যবিধি] 10 / 48 10. দেওয়ানি কার্যবিধির ১৫১ ধারায় বর্ণিত আদালতের ক্ষমতাকে বলা হয়- [বার : ২০১২] বিশেষ ক্ষমতা সাধারণ ক্ষমতা সহজাত ক্ষমতা আপিল ক্ষমতা সঠিক উত্তর : সহজাত ক্ষমতা ; [ধারা : ১৫১, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : সহজাত ক্ষমতা ; [ধারা : ১৫১, দেওয়ানি কার্যবিধি] 11 / 48 11. বিধি কমিটিতে কতজন উকিল যুক্ত থাকবেন দেওয়ানি কার্যবিধি অনুসারে? ১ জন ২ জন ৩ জন ৪ জন সঠিক উত্তর : ২ জন ; [ধারা : ১২৩, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : ২ জন ; [ধারা : ১২৩, দেওয়ানি কার্যবিধি] 12 / 48 12. দেওয়ানি কার্যবিধির কত ধারায় পুন:রুদ্ধারের আবেদন করা যায়? ১৪৯ ধারা ১৪২ ধারা ১৫১ ধারা ১৪৪ ধারা সঠিক উত্তর : ১৪৪ ধারা ; [ধারা ১৪৪, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : ১৪৪ ধারা ; [ধারা ১৪৪, দেওয়ানি কার্যবিধি] 13 / 48 13. দেওয়ানি কার্যবিধি অনুসারে সুপ্রিম কোর্ট কর্তৃক বিধি প্রণয়নের ক্ষমতা কার পূর্বকালীন অনুমোদন সাপেক্ষ হবে? আইন মন্ত্রনালয়ের আইনমন্ত্রীর রাষ্ট্রপতির জাতীয় সংসদের সঠিক উত্তর : রাষ্ট্রপতির ; [ধারা : ১২৬, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : রাষ্ট্রপতির ; [ধারা : ১২৬, দেওয়ানি কার্যবিধি] 14 / 48 14. কয়টি কারণে একজন সংসদ সদস্য কোনো দেওয়ানি আটক ও গ্রেফতার থেকে অব্যাহতি পেতে পারেন? ২টি কারণে ৩টি কারণে ৪টি কারণে ৫টি কারণে সঠিক উত্তর : ২টি কারণে ; [ধারা : ১৩৫ক, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : ২টি কারণে ; [ধারা : ১৩৫ক, দেওয়ানি কার্যবিধি] 15 / 48 15. একটি দেওয়ানি আদালতে হাজির হওয়া একজন ব্যক্তি সাক্ষ্য দিতে আসলে নিম্নবর্ণিত কোন কারণ ব্যতীত তাকে গ্রেফতার থেকে অব্যাহতি প্রদান করা যেতে পারে? সাক্ষ্য প্রদানের সময় মিথ্যা কথা বলার কারণে সাক্ষ্য প্রদানের প্রাক্কালে কোনো আদালত অবমাননার দায়ে দায়ী হলে সাক্ষ্য প্রদানের প্রাক্কালে অসুস্থতাজনিত কারণে সাক্ষ্য প্রদানে ব্যর্থ হলে বর্ণিত সবগুলো কারণে সঠিক উত্তর :সাক্ষ্য প্রদানের প্রাক্কালে কোনো আদালত অবমাননার দায়ে দায়ী হলে ; [ধারা : ১৩৫, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর :সাক্ষ্য প্রদানের প্রাক্কালে কোনো আদালত অবমাননার দায়ে দায়ী হলে ; [ধারা : ১৩৫, দেওয়ানি কার্যবিধি] 16 / 48 16. দেওয়ানি কার্যবিধির ১৫২ ধারার বিষয়বস্তু কি? রায়, ডিক্রি বা আদেশ সংশোধন অপরিশোধিত কোর্ট ফি প্রদান করার অনুমতি প্রদানের সহজাত ক্ষমতা মোকদ্দমার কার্যক্রমের ভুলত্রুটি সংশোধনের সাধারণ ক্ষমতা আদালতের সহজাত ক্ষমতার সংরক্ষণ সঠিক উত্তর : রায়, ডিক্রি বা আদেশ সংশোধন ; [ধারা ১৫২, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : রায়, ডিক্রি বা আদেশ সংশোধন ; [ধারা ১৫২, দেওয়ানি কার্যবিধি] 17 / 48 17. দেওয়ানি কার্যধারার কোনো ত্রুটি সংশোধনের জন্য আদালত এখতিয়ার প্রয়োগ করেন The Code of Civil Procedure, 1908 এর ......। [বার : ২০২০] ১৫২ ধারায় ১৫৩ ধারায় ১৫১ ধারায় Order-VI, rule-17 অনুযায়ী সঠিক উত্তর : ১৫৩ ধারায় ; [ধারা : ১৫৩, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : ১৫৩ ধারায় ; [ধারা : ১৫৩, দেওয়ানি কার্যবিধি] 18 / 48 18. কোনো মোকদ্দমার অক্ষম ব্যক্তির সম্মতি বা চুক্তির পরিণতি সম্পর্কে দেওয়ানি কার্যবিধির কোন ধারায় বর্ণিত আছে? ১৪৭ ধারায় ১৫১ ধারায় ১৪৮ ধারায় ১৫০ ধারায় সঠিক উত্তর : ১৪৭ ধারায় ; [ধারা ১৪৭, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : ১৪৭ ধারায় ; [ধারা ১৪৭, দেওয়ানি কার্যবিধি] 19 / 48 19. দেওয়ানি কার্যবিধির ১৪৪ ধারায় রেসটিটিউশনের আবেদন করলে এর সাথে কোন ধারা যুক্ত করে আবেদন করতে হয়? ১২২ ধারা ১৫১ ধারা ১৪৮ ধারা ১২৯ ধারা সঠিক উত্তর : ১৫১ ধারা ; [ধারা ১৪৪, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : ১৫১ ধারা ; [ধারা ১৪৪, দেওয়ানি কার্যবিধি] 20 / 48 20. দেওয়ানি কার্যবিধির কোনো বিধানই কোনো ব্যক্তির আপিল করার অধিকারকে সীমায়িত করবেনা - বিধানটি দেওয়ানি কার্যবিধির কোন ধারার বিষয়বস্তু? ১৫২ ধারার ১৫৩ ধারার ১৫৪ ধারার ১৫৮ ধারার সঠিক উত্তর : ১৫৪ ধারার ; [ধারা : ১৫৪, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : ১৫৪ ধারার ; [ধারা : ১৫৪, দেওয়ানি কার্যবিধি] 21 / 48 21. The Code of Civil Procedure, 1908 এর কোন ধারানুযায়ী ‘to do justice and to undo injustice’ করা যাবে? [বার : ২০২২] ৫১ ১৫১ ১৫২ ১৫৪ সঠিক উত্তর : ১৫১ ; [ধারা : ১৫১, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : ১৫১ ; [ধারা : ১৫১, দেওয়ানি কার্যবিধি] 22 / 48 22. দেওয়ানি কার্যবিধিতে রেস্টিটিউশন কত ধারার বিষয়বস্তু? ১৪৯ ধারা ১৫০ ধারা ১৪৪ ধারা ১৫৮ ধারা সঠিক উত্তর : ১৪৪ ধারা ; [ধারা ১৪৪, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : ১৪৪ ধারা ; [ধারা ১৪৪, দেওয়ানি কার্যবিধি] 23 / 48 23. Postage [ডাকমাশুল] - এটি দেওয়ানি কার্যবিধির কোন ধারার বিষয়বস্তু? ১২২ ধারা ১৪৪ ধারা ১২৮ ধারা ১৪৩ ধারা সঠিক উত্তর : ১৪৩ ধারা ; [ধারা : ১৪৩, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : ১৪৩ ধারা ; [ধারা : ১৪৩, দেওয়ানি কার্যবিধি] 24 / 48 24. কতিপয় মহিলার ব্যক্তিগত হাজিরা হতে অব্যাহতি - দেওয়ানি কার্যবিধির কোন ধারার বিধান? ১১৮ ধারা ১২০ ধারা ১৩২ ধারা ১৪২ ধারা সঠিক উত্তর : ১৩২ ধারা ; [ধারা : ১৩২, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : ১৩২ ধারা ; [ধারা : ১৩২, দেওয়ানি কার্যবিধি] 25 / 48 25. দেওয়ানি পরোয়ানার আটক ও গ্রেফতার থেকে সংসদ সদস্যগণ অব্যাহতি পেতে পারেন দেওয়ানি কার্যবিধির কোন ধারামতে? ৯৬ ধারা ১৩০ ধারা ১৩৫ক ধারা ১৫০ ধারা সঠিক উত্তর : ১৩৫ক ধারা ; [ধারা : ১৩৫ক, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : ১৩৫ক ধারা ; [ধারা : ১৩৫ক, দেওয়ানি কার্যবিধি] 26 / 48 26. Enlargement of time - এটি দেওয়ানি কার্যবিধির কোন ধারার বিষয়বস্তু? ১৪৭ ধারায় ১৫১ ধারায় ১৪৮ ধারায় ১৫০ ধারায় সঠিক উত্তর : ১৪৮ ধারায় ; [ধারা ১৪৮, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : ১৪৮ ধারায় ; [ধারা ১৪৮, দেওয়ানি কার্যবিধি] 27 / 48 27. দেওয়ানি কার্যবিধির ১২২ ধারার বিষয়বস্তু হিসেবে নিচের কোনটি সঠিক? পুনরুদ্ধার আদালতের সহজাত ক্ষমতা বিধি প্রণয়নে জাতীয় সংসদের ক্ষমতা বিধি প্রণয়নে সুপ্রিম কোর্টের ক্ষমতা সঠিক উত্তর : বিধি প্রণয়নে সুপ্রিম কোর্টের ক্ষমতা ; [ধারা : ১২২, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : বিধি প্রণয়নে সুপ্রিম কোর্টের ক্ষমতা ; [ধারা : ১২২, দেওয়ানি কার্যবিধি] 28 / 48 28. উপযুক্ত শর্তের অধীনে দেওয়ানি পরোয়ানার অধীনে গ্রেফতার থেকে অব্যাহতি পেতে পারেন কারা কারা? জজ আদালতের কর্মকর্তা উকিল বর্ণিত সকলেই সঠিক উত্তর : বর্ণিত সকলেই ; [ধারা : ১৩৫, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : বর্ণিত সকলেই ; [ধারা : ১৩৫, দেওয়ানি কার্যবিধি] 29 / 48 29. অধস্তন আদালতের ভাষা কী হবে তা The Code of Civil Procedure, 1908 এর কত ধারায় বলা হয়েছে? [জুডি. : ২০১৮] ১২৮ ১০৭ ১৩৭ ১৪০ সঠিক উত্তর : ১৩৭ ; [ধারা : ১৩৭, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : ১৩৭ ; [ধারা : ১৩৭, দেওয়ানি কার্যবিধি] 30 / 48 30. সুপ্রিম কোর্ট কর্তৃক দেওয়ানি কার্যবিধির বিধিগুলোর প্রণয়নে কাজ করা বিধি কমিটির গঠন সম্পর্কে কোন ধারায় বলা আছে? ১২০ ধারা ১২২ ধারা ১২৩ ধারা ১২৪ ধারা সঠিক উত্তর :১২৩ ধারা ; [ধারা : ১২৩, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর :১২৩ ধারা ; [ধারা : ১২৩, দেওয়ানি কার্যবিধি] 31 / 48 31. দেওয়ানি মামলায় রায় বা ডিক্রির করণিক ও গাণিতিক ভুল সংশোধন করা যায়The Code of Civil Procedure, 1908, এর .....। [বার : ২০২০] ১৫১ ধারায় ১৫২ ধারায় ১৫৩ ধারায় Order-VI, rule- ১৭ অনুযায়ী সঠিক উত্তর : ১৫২ ধারায় ; [ধারা : ১৫২, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : ১৫২ ধারায় ; [ধারা : ১৫২, দেওয়ানি কার্যবিধি] 32 / 48 32. কোনো জজ, ম্যাজিস্ট্রেট, আদালতের কর্মকর্তা, উকিল প্রমুখ ব্যক্তিগণ দেওয়ানি পরোয়ানার অধীনে গ্রেফতার থেকে অব্যাহতি পেতে পারেন কোন শর্তে বা পরিস্থিতিতে? আদালতের কাজে গমণের সময় আদালতে কাজ করার সময় আদালত কাজ থেকে ফেরার সময় বর্ণিত সবগুলো পরিস্থিতিতেই সঠিক উত্তর : বর্ণিত সবগুলো পরিস্থিতিতেই ; [ধারা : ১৩৫, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : বর্ণিত সবগুলো পরিস্থিতিতেই ; [ধারা : ১৩৫, দেওয়ানি কার্যবিধি] 33 / 48 33. আপিলের অধিকারের সংরক্ষণ দেওয়ানি কার্যবিধির কত ধারার বিষয়বস্তু? ১৪৭ ধারা ১৪৯ ধারা ১৫১ ধারা ১৫৩ ধারা সঠিক উত্তর : ১৫৩ ধারা ; [ধারা ১৫৩, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : ১৫৩ ধারা ; [ধারা ১৫৩, দেওয়ানি কার্যবিধি] 34 / 48 34. Effect of rules in First Schedule - দেওয়ানি কার্যবিধির কোন ধারার বিধান? ১১৮ ধারা ১২০ ধারা ১২১ ধারা ১২২ ধারা সঠিক উত্তর : ১২১ ধারা ; [ধারা : ১২১, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : ১২১ ধারা ; [ধারা : ১২১, দেওয়ানি কার্যবিধি] 35 / 48 35. হলফনামার শপথ যাদের দ্বারা পরিচালিত হতে পারে এরূপ কয় ধরণের লোকের উল্লেখ রয়েছে দেওয়ানি কার্যবিধিতে? ২ ধরণের ৩ ধরণের ৫ ধরণের ৭ ধরণের সঠিক উত্তর : ৩ ধরণের ; [ধারা : ১৩৯, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : ৩ ধরণের ; [ধারা : ১৩৯, দেওয়ানি কার্যবিধি] 36 / 48 36. ‘অধস্তন আদালতের ভাষা’ সংক্রান্ত বিধান দেওয়ানি কার্যবিধির কোন ধারার বিষয়বস্তু? ১২২ ধারা ১৩৭ ধারা ১৪৮ ধারা ১৪৯ ধারা সঠিক উত্তর : ১৩৭ ধারা ; [ধারা : ১৩৭, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : ১৩৭ ধারা ; [ধারা : ১৩৭, দেওয়ানি কার্যবিধি] 37 / 48 37. বিধি প্রণয়নের প্রয়োজনে বিধি কমিটি কার কাছে রিপোর্ট পেশ করবেন দেওয়ানি কার্যবিধি অনুসারে? আইন মন্ত্রনালয়ের কাছে প্রধান বিচারপতির নিকট সুপ্রিম কোর্টের কাছে বর্ণিত যেকোরো কাছে সঠিক উত্তর : সুপ্রিম কোর্টের কাছে ; [ধারা : ১২৪, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : সুপ্রিম কোর্টের কাছে ; [ধারা : ১২৪, দেওয়ানি কার্যবিধি] 38 / 48 38. দেওয়ানি কার্যবিধি অনুসারে বিধি কমিটির সচিব কার দ্বারা নিয়োগপ্রাপ্ত হবেন? সুপ্রিম কোর্ট কর্তৃক প্রধান বিচারপতি কর্তৃক বিধি কমিটির প্রস্তাব অনুসারে আইন মন্ত্রনালয় কর্তৃক সঠিক উত্তর : প্রধান বিচারপতি কর্তৃক ; [ধারা : ১২৩, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : প্রধান বিচারপতি কর্তৃক ; [ধারা : ১২৩, দেওয়ানি কার্যবিধি] 39 / 48 39. কোনো একজন অ্যাডভোকেটকে তার মোকদ্দমা পরিচালনায় গমনকালে বা পরিচালনাকালে গ্রেফতার থেকে অব্যাহতি দেওয়া যায় দেওয়ানি কার্যবিধির কোন ধারামতে? ১০৯ ধারা ১৩৫ ধারা ১৪৪ ধারা ১৪৯ ধারা সঠিক উত্তর : ১৩৫ ধারা ; [ধারা : ১৩৫, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : ১৩৫ ধারা ; [ধারা : ১৩৫, দেওয়ানি কার্যবিধি] 40 / 48 40. একটি দেওয়ানি আদালত কোনো অপরিশোধিত কোর্ট ফি পরবর্তীতে পরিশোধ করার অনুমতি দিতে পারেন - এটি কার্যবিধির কত ধারায় বলা আছে? ১৪৭ ধারায় ১৪৯ ধারায় ১৫১ ধারায় ১৫৩ ধারায় সঠিক উত্তর : ১৪৯ ধারায় ; [ধারা ১৪৯, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : ১৪৯ ধারায় ; [ধারা ১৪৯, দেওয়ানি কার্যবিধি] 41 / 48 41. দেওয়ানি কার্যবিধির প্রথম তফসিলের অন্তুর্ভুক্ত যেকোনো নিয়ম পরিবর্তন, সংশোধন বা রদবদল করার ক্ষমতা কাকে দেওয়া হয়েছে দেওয়ানি কার্যবিধিতে? সুপ্রিম কোর্ট জেলা জজ আদালত আইন মন্ত্রনালয় আইন সচিব সঠিক উত্তর : সুপ্রিম কোর্ট ; [ধারা : ১২২, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : সুপ্রিম কোর্ট ; [ধারা : ১২২, দেওয়ানি কার্যবিধি] 42 / 48 42. দেওয়ানি কার্যবিধি অনুসারে বিধি কমিটিতে কতজন নিম্ন আদালতের বিচারক যুক্ত থাকবেন? ১ জন ২ জন ৩ জন ৪ জন সঠিক উত্তর : ১ জন ; [ধারা : ১২৩, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : ১ জন ; [ধারা : ১২৩, দেওয়ানি কার্যবিধি] 43 / 48 43. দেওয়ানি কার্যবিধির ১৫৩ ধারার বিষয়বস্তু কি? রায়, ডিক্রি বা আদেশ সংশোধন অপরিশোধিত কোর্ট ফি প্রদান করার অনুমতি প্রদানের সহজাত ক্ষমতা মোকদ্দমার কার্যক্রমের ভুলত্রুটি সংশোধনের সাধারণ ক্ষমতা আদালতের সহজাত ক্ষমতার সংরক্ষণ সঠিক উত্তর : মোকদ্দমার কার্যক্রমের ভুলত্রুটি সংশোধনের সাধারণ ক্ষমতা; [ধারা ১৫৩, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : মোকদ্দমার কার্যক্রমের ভুলত্রুটি সংশোধনের সাধারণ ক্ষমতা; [ধারা ১৫৩, দেওয়ানি কার্যবিধি] 44 / 48 44. হাইকোর্ট বিভাগ কর্তৃক মূল দেওয়ানি এখতিয়ার প্রয়োগকালে অপ্রযোজ্য বিধান বলে নিচের কোন ধারাটির উল্লেখ দেওয়ানি কার্যবিধির ১২০ ধারায় উল্লেখ আছে? ধারা ১৬ ধারা ১৭ ধারা ২০ বর্ণিত সবগুলোই সঠিক উত্তর : বর্ণিত সবগুলোই ; [ধারা : ১২০, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : বর্ণিত সবগুলোই ; [ধারা : ১২০, দেওয়ানি কার্যবিধি] 45 / 48 45. কোনো একজন সংসদ সদস্য যদি সংসদীয় কোনো কমিটির সদস্য হোন তাহলে তিনি তার অধিবেশনের কোন নির্দিষ্ট সময়টুকুতে দেওয়ানি গ্রেফতার ও আটক থেকে অব্যাহতি পাবেন? সংসদীয় অধিবেশনের পরবর্তী ১৪ দিন পর্যন্ত সংসদীয় অধিবেশনের পূর্ববর্তী ১৪ দিন এবং পরবর্তী ১৪ দিন পর্যন্ত সংসদীয় অধিবেশনের পূর্ববর্তী ২১ দিন এবং পরবর্তী ২১ দিন পর্যন্ত সংসদীয় অধিবেশনের পূর্ববর্তী ৭ দিন এবং পরবর্তী ৭ দিন পর্যন্ত সঠিক উত্তর : সংসদীয় অধিবেশনের পূর্ববর্তী ১৪ দিন এবং পরবর্তী ১৪ দিন পর্যন্ত ; [ধারা : ১৩৫ক, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : সংসদীয় অধিবেশনের পূর্ববর্তী ১৪ দিন এবং পরবর্তী ১৪ দিন পর্যন্ত ; [ধারা : ১৩৫ক, দেওয়ানি কার্যবিধি] 46 / 48 46. দেওয়ানি আদালত কোন ক্ষেত্রে অন্তর্নিহিত ক্ষমতা প্রয়োগ করতে পারে না? [বার : ২০২৩] ন্যায়বিচার নিশ্চিতের ক্ষেত্রে স্থিতিবস্থা বজায় রাখতে আদালতের কার্যক্রমের অপব্যবহার রোধের ক্ষেত্রে তামাদির বাধা অতিক্রম করতে সঠিক উত্তর : তামাদির বাধা অতিক্রম করতে ; [ধারা : ১৫১, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : তামাদির বাধা অতিক্রম করতে ; [ধারা : ১৫১, দেওয়ানি কার্যবিধি] 47 / 48 47. দেওয়ানি কার্যবিধির কত ধারা অনুযায়ী সুপ্রিম কোর্ট বিধি প্রণয়ন করতে পারে? [বার : ২০১৭] ১২০ ধারা ১২২ ধারা ১২৩ ধারা ১২৪ ধারা সঠিক উত্তর : ১২২ ধারা ; [ধারা : ১২২, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : ১২২ ধারা ; [ধারা : ১২২, দেওয়ানি কার্যবিধি] 48 / 48 48. দেওয়ানি কার্যবিধির ১২৩ ধারা অনুযায়ী বিধি কমিটিতে সভাপতি নিযুক্ত করেন কে? আইনমন্ত্রী আইন মন্ত্রনালয় প্রধান বিচারপতি জাতীয় সংসদের আইন বিষয়ক কমিটি সঠিক উত্তর :প্রধান বিচারপতি ; [ধারা : ১২৩, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর :প্রধান বিচারপতি ; [ধারা : ১২৩, দেওয়ানি কার্যবিধি] Your score is Facebook 0% Restart quiz By Wordpress Quiz plugin