আইনকানুন একাডেমি

/38
0

CPC [Sec. 104-112 & Order 42-45] - Advanced Exam

এখানে দেওয়ানি কার্যবিধির ১০৪-১১২ ধারাসমূহ এবং ৪২-৪৫ নং আদেশসমূহ নিয়ে অ্যাডভান্সড লেভেলের এমসিকিউ টেস্ট আছে। সংশ্লিষ্ট ধারাগুলো পড়ে নিয়ে এটি অনুশীলন করুন।

এখানে আপনার নাম ও ফোন নাম্বার লিখুন। ইমেইলটি লেখা বাধ্যতামূলক নয়; তবে, ইমেইল এড্রেস দিলে আপনার ইমেইলে বিস্তারিত ফলাফল চলে যাবে।

1 / 38

1. নিঃসম্বল ব্যক্তির মোকদ্দমা ও আপিল যথাক্রমে কোন কোন আদেশের বিষয়বস্তু?

2 / 38

2. দেওয়ানি আপিল আদালতের ক্ষমতার কথা কার্যবিধিটি কোন ধারায় বর্ণিত আছে?

3 / 38

3. An appellate court shall have power to take additional evidence or to require such evidence to be taken — বিধানটি The Code of Civil Procedure, 1908 এর কোথায় বর্ণিত আছে? [জুডি. : ২০১৫]

4 / 38

4. নিচের কোনটি আপিলযোগ্য আদেশ?

5 / 38

5. `Appeal is a continuation of a suit’ — এই বিধানটি The Code of Civil Procedure, 1908 এর কোন ধারার বিশ্লেষণে অনুমিত? [জুডি. : ২০২৩]

6 / 38

6. দেওয়ানি কার্যবিধির কোন বিধানমতে আপিল আদালত পুনঃবিচারের নিমিত্তে মোকদ্দমা প্রেরণ করতে পারেন? [বার : ২০১৭]

7 / 38

7. দেওয়ানি কার্যবিধির ৪৩ আদেশে নিচে বর্ণিত কোন তালিকা দেওয়া আছে?

8 / 38

8. The Code of Civil Procedure, 1908 এর .... অনুযায়ী প্রদত্ত আদেশ আপিলযোগ্য নয়? [জুডি. : ২০২৪]

9 / 38

9. দেওয়ানি কার্যবিধির ৩৩ ও ৪৪ নং আদেশের মিলের বিষয়বস্তু নিচের কোনটি?

10 / 38

10. আপিল বিভাগে একটি দেওয়ানি আপিল করার জন্য মোকদ্দমাটির মূল্যমান হতে হবে —

11 / 38

11. আপিল সংক্রান্তে দেওয়ানি কার্যবিধির কোনো ক্ষমতা কোনোভাবেই বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদের ক্ষমতাকে খর্ব করবে না বলে দেওয়ানি কার্যবিধিতে বলা আছে?

12 / 38

12. সহকারী জজ অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ প্রদান করলে উক্ত আদেশের বিরুদ্ধে প্রতিকার কী? [বার : ২০১২]

13 / 38

13. আদেশসমূহ হতে আপিল করার পদ্ধতি অনুসরণ করার ক্ষেত্রে দেওয়ানি কার্যবিধির কোন আদেশের বিধিসমূহ যথাসম্ভব অনুসরণ করতে হয়?

14 / 38

14. দেওয়ানি কার্যবিধি অনুসারে আপিলের সংরক্ষণ কোন ধারার বিষয়বস্তু?

15 / 38

15. আপিল বিভাগে আপিল করার বিধান দেওয়ানি কার্যবিধির কোন ধারার বিষয়বস্তু?

16 / 38

16. দেওয়ানি কার্যবিধির ১০৯ ধারার বিষয়বস্তু হিসেবে নিচের কোনটি সঠিক?

17 / 38

17. দেওয়ানি মামলায় আদেশের বিরুদ্ধে আপিল দেওয়ানি কার্যবিধির কত ধারায়? [বার : ২০১৭]

18 / 38

18. The Code of Civil Pricedure, 1908 এর Order-XXI rule 92অনুসারে প্রদত্ত Setting aside or refusing to set aside a sale আদেশটি— [জুডি. : ২০১৫]

19 / 38

19. আপিলে বিভাগে আপিলের পদ্ধতিগত বিধানের বিস্তারিত কোন আদেশে বর্ণিত আছে?

20 / 38

20. নিঃসম্বল ব্যক্তি আপিল করলে তার নিঃস্বতা সম্পর্কে তদন্ত করা যায় দেওয়ানি কার্যবিধির কোন আদেশের কোন বিধিমতে?

21 / 38

21. আপিল বিভাগে আপিল করতে চাইলে কোথায় দরখাস্ত করতে হয়?

22 / 38

22. আপিল আদালতের ক্ষমতা হিসেবে নিচের কোনটি সঠিক?

23 / 38

23. আপিল বিভাগে আপিল করতে চাইলে উক্ত মোকদ্দমার আর্থিক মূল্যমান বিষয়ে প্রত্যয়নপত্র কে ইস্যু করবেন?

24 / 38

24. দেওয়ানি কার্যবিধি, ১৯০৮ এর আদেশ ৪৩ এ আপিলযোগ্য আদেশের তালিকায় মোট কয়টি আদেশের সংখ্যা উল্লেখ করা হয়েছে? [জুডি. : ২০১৭]

25 / 38

25. দেওয়ানি কার্যবিধির ৪২ আদেশের বিষয়বস্তু হিসেবে নিচের কোনটি সঠিক?

26 / 38

26. আপিল বিভাগের কোনো আদেশ কার্যকর করার পদ্ধতি কী? [বার : ২০২০]

27 / 38

27. The Code of Civil Procedure, 1908 এর কত ধারা অনুযায়ী আপিল আদালত মোকদ্দমা ‘Remand’ এ প্রেরণ করেন? [বার : ২০২২]

28 / 38

28. কোড অব সিভিল প্রসিডিউর, ১৯০৮ এর ১০৭ ধারার বিধান অনুযায়ী নিম্নের কোনটি আপিল আদালতের ক্ষমতার অন্তর্ভুক্ত নহে? [জুডি. : ২০১৩]

29 / 38

29. দেওয়ানি কার্যবিধি, ১৯০৮ এর আদেশ ১১ এর বিধি ২১ অনুসারে আদালত কোনো আদেশ প্রচার করলে সংক্ষুব্ধ ব্যক্তির প্রতিকার- [জুডি. : ২০১৭]

30 / 38

30. নিঃসম্বল ব্যক্তির আপিল দেওয়ানি কার্যবিধির কোন আদেশের বিষয়বস্তু?

31 / 38

31. কোনো আদেশের বিরুদ্ধে আপিলে প্রদত্ত কোনো আদেশের বিরুদ্ধে আপিল চলবে না - এই বিধানটি -

32 / 38

32. নিচের কোনটি আপিলযোগ্য আদেশ?

33 / 38

33. দেওয়ানি কার্যবিধি অনুসারে নিচের কোন ধারা বা বিধির অধীনে প্রদত্ত আদেশ থেকে আপিল চলবে?

34 / 38

34. এক তরফা ডিক্রি সরাসরি রদ (Direct set aside) এর দরখাস্ত প্রত্যাখ্যান করা হলে এর বিরুদ্ধে প্রতিকার কী? [জুডি. : ২০২১]

35 / 38

35. দেওয়ানি কার্যবিধির কোন বিধানে আপিলযোগ্য আদেশগুলির তালিকা আছে? [বার : ২০১২]

36 / 38

36. আপিল বিভাগে একটি দেওয়ানি আপিল করার জন্য মোকদ্দমাটির মূল্যমান হতে হবে কমপক্ষে বিশ হাজার টাকা - এটি কোন ধারার বিষয়বস্তু?

37 / 38

37. নিঃসম্বল ব্যক্তির আপিলের ক্ষেত্রে নিঃস্বতা সম্পর্কে তদন্ত কে করবে?

38 / 38

38. দেওয়ানি কার্যবিধির ১০৪ ধারার বিষয়বস্তু হিসেবে নিচের কোনটি সঠিক?

Your score is

0%