আইনকানুন একাডেমি

/46
13

CPC [Order 9] - Advanced Exam

এখানে দেওয়ানি কার্যবিধির ৯ নং আদেশ নিয়ে অ্যাডভান্সড লেভেলের এমসিকিউ টেস্ট আছে। সংশ্লিষ্ট ধারাগুলো পড়ে নিয়ে এটি অনুশীলন করুন।

এখানে আপনার নাম ও ফোন নাম্বার লিখুন। ইমেইলটি লেখা বাধ্যতামূলক নয়; তবে, ইমেইল এড্রেস দিলে আপনার ইমেইলে বিস্তারিত ফলাফল চলে যাবে।

1 / 46

1. দেওয়ানি কার্যবিধির ৯ আদেশের ৯ বিধিবলে মোকদ্দমা খারিজাদেশ রদের আবেদনের তামাদির ৩০ দিনের মেয়াদ কোথায় উল্লেখ রয়েছে?

2 / 46

2. The Code of Civil Procedure, 1908 অনুযায়ী একজন কতবার সরাসরি মোকদ্দমা খারিজ আদেশ রদের প্রতিকার পেতে পারেন?

3 / 46

3. সরাসরি একতরফা ডিক্রি রহিতকরণের সুযোগ প্রদানের মূল উদ্দেশ্য কী?

4 / 46

4. দেওয়ানি কার্যবিধির ৯ আদেশের ৬ বিধিবলে নির্ধারিত হাজিরা বা শুনানির দিনে বাদী উপস্থিত কিন্তু বিবাদী অনুপস্থিত অবস্থায় একতরফার আদেশ দিলে বিবাদীর প্রধান করণীয় নিচের কোনটি?

5 / 46

5. সমন যথাযথভাবে জারি হবার পরে নির্ধারিত দিনে আদালতে বিবাদী হাজির না হলে মোকদ্দমার পরিণতি হিসেবে নিচের কোনটি সঠিক?

6 / 46

6. আদালত কর্তৃক সরাসরি খারিজ রদকরণের সুযোগ প্রদানের মূল উদ্দেশ্য কী?

7 / 46

7. কোনো পক্ষই নির্ধারিত হাজিরার দিনে হাজির না হলে মোকদ্দমাটি খারিজ হবার বিধান .... বিষয়বস্তু।

8 / 46

8. একটি দেওয়ানি মোকদ্দমার সমন বিনা জারিতে ফেরত আসার ৩০ দিনের মধ্যে বাদী নতুন করে সমন পাঠানোর পদক্ষেপ না নিলে মোকদ্দমাটি খারিজ হবে - এই ৩০ দিনের হিসাব কবে থেকে গণনা শুরু হবে?

9 / 46

9. কোনো মোকদ্দমা সরাসরি খারিজ আদেশ রদকরণের বিধানটি দেওয়ানি কার্যবিধিতে কোন সালে সংযোজিত হয়?

10 / 46

10. দেওয়ানি কার্যবিধির ৯ আদেশের ৯ বিধিবলে মোকদ্দমা খারিজাদেশ রদের আবেদনের ক্ষেত্রে অপরপক্ষকে নোটিশ দেওয়া -

11 / 46

11. বাদী কর্তৃক আরজি দাখিলের পর হাজিরার জন্য নির্ধারিত তারিখে যদি দেখা যায় যে, বাদী সমনের জন্য প্রদত্ত খরচ না দেওয়ায় বিবাদীর বরাবরে সমন জারি হয়নি, সেক্ষেত্রে আদালত নিচের কোন সিদ্ধান্তটি দেবেন?

12 / 46

12. কোনো মোকদ্দমার একতরফা ডিক্রি আদেশ রদ হবার সাথে সাথেই নিচের কোনটি করণীয় হিসেবে বাধ্যতামূলক?

13 / 46

13. একতরফা আদেশ সরাসরি রদ—রহিতের ক্ষেত্রে আদালত সবোর্চ্চ কত টাকা খরচ প্রদানের জন্য আদেশ দিতে পারে? [বার : ২০২৩]

14 / 46

14. The Code of Civil Procedure, 1908 এর Order 9, rule 8 অনুযায়ী কোনো মামলা খারিজ হলে বাদী ..... [বার : ২০২২]

15 / 46

15. সমন যথাযথভাবে জারি হবার পরে নির্ধারিত দিনে আদালতে বাদী হাজির না হলে মোকদ্দমার খারিজ হবে না নিচে বর্ণিত কোন নির্দিষ্ট কারণে?

16 / 46

16. মোকদ্দমার সমনের মাধ্যমে বিবাদীর উপস্থিতি ও জবাব প্রদানের নির্ধারিত দিনে -

17 / 46

17. কোনো মোকদ্দমার খারিজ আদেশ সরাসরি রদ হবার সাথে সাথেই নিচের কোনটি করণীয় হিসেবে বাধ্যতামূলক?

18 / 46

18. কোনো মোকদ্দমা একতরফা ডিক্রির আদেশ সরাসরি রদকরণের বিধানটি দেওয়ানি কার্যবিধিতে কোন সালে সংযোজিত হয়?

19 / 46

19. মোকদ্দমা খারিজ আদেশের বিরুদ্ধে বাদীর প্রতিকার কী?

20 / 46

20. বাদীর দায়েরকৃত মোকদ্দমায় শুনানির নির্ধারিত দিনে মোকদ্দমার কোনো পক্ষই হাজির না হলে আদালত নিচের কোন সিদ্ধান্তটি দেবেন?

21 / 46

21. দেওয়ানি কার্যবিধির কোন বিধানমতে মোকদ্দমা খারিজ আদেশ সরাসরি রদ করার আবেদন করা যায়?

22 / 46

22. নির্ধারিত হাজিরা বা শুনানির দিনে বাদী উপস্থিত কিন্তু বিবাদী অনুপস্থিত অবস্থায় কখন একতরফাভাবে অগ্রসর হওয়া যাবে?

23 / 46

23. মোকদ্দমার কোনো পক্ষই নির্ধারিত হাজিরার দিনে হাজির না হওয়ায় মোকদ্দমার খারিজ আদেশ হলে বাদীর করণীয় হিসেবে নিচের কোনটি সঠিক?

24 / 46

24. একটি দেওয়ানি মোকদ্দমার সমন বিনা জারিতে ফেরত আসার ৩০ দিনের মধ্যে বাদী নতুন করে সমন পাঠানোর পদক্ষেপ না নিলে মোকদ্দমাটির পরিণতি কী হবে?

25 / 46

25. একতরফা ডিক্রি বা মোকদ্দমা খারিজ আদেশ রদের মাধ্যমে তথা পক্ষগণের অনুপস্থিতির কারণে রদ হওয়া মোকদ্দমা পুনর্বহাল করা হলে তার মর্যাদা কিরূপ হবে?

26 / 46

26. বিবাদী কোনো মোকদ্দমার একতরফা ডিক্রি আদেশ সরাসরি রদ করতে পারেন -

27 / 46

27. দেওয়ানি মামলায় তদবিরের অভাবে প্রদত্ত খারিজের আদেশ সর্বোচ্চ কত টাকা খরচ প্রদান সাপেক্ষে সরাসরি রদ বা রহিত করা যায়? [জুডি. : ২০১২]

28 / 46

28. সমন যথাযথভাবে জারি হবার পরে নির্ধারিত দিনে আদালতে বাদী হাজির না হলে মোকদ্দমার পরিণতি হিসেবে নিচের কোনটি সঠিক?

29 / 46

29. বাদী তার মোকদ্দমা খারিজের আদেশ সরাসরি রদ করতে পারেন -

30 / 46

30. বাদী কর্তৃক সমনের খরচা প্রদানে অপারগতায় একটি মোকদ্দমা -

31 / 46

31. দেওয়ানি কার্যবিধির ৯ আদেশের ৯ বিধিবলে মোকদ্দমা খারিজাদেশ রদের আবেদনের তামাদি মেয়াদ কতদিন?

32 / 46

32. দেওয়ানি কার্যবিধির ৯ আদেশের ১৩ বিধিবলে মোকদ্দমার একতরফা ডিক্রি রদের আবেদনের তামাদি মেয়াদ কতদিন?

33 / 46

33. একটি দেওয়ানি মোকদ্দমার সমন বিনা জারিতে ফেরত আসার ৩০ দিনের মধ্যে বাদী নতুন করে সমন পাঠানোর পদক্ষেপ না নেওয়ায় মোকদ্দমা খারিজের আদেশ হলে বাদীর করণীয় হিসেবে নিচের কোনটি সঠিক?

34 / 46

34. সমন বিনা জারিতে ফেরত আসার কত দিনের মধ্যে বাদী পদক্ষেপ না নিলে মামলা খারিজ হবে? [জুডি. : ২০১৩]

35 / 46

35. কোনো একতরফা ডিক্রির আদেশ সরাসরি রদ কতদিনের মধ্যে করা যায়?

36 / 46

36. মোকদ্দমার সমনের জন্য নির্ধারিত খরচ প্রদান না করার কারণে মোকদ্দমার খারিজ আদেশ হলে বাদীর করণীয় হিসেবে নিচের কোনটি সঠিক?

37 / 46

37. কোনো মোকদ্দমা সরাসরি একতরফা ডিক্রি আদেশ রদ করলে বাদীকে দেয় নোটিশটির খরচ কে দেবেন?

38 / 46

38. কোনো মোকদ্দমা সরাসরি খারিজ আদেশ রদ করলে বিবাদীকে দেয় নোটিশটির খরচ কে দেবেন?

39 / 46

39. দেওয়ানি কার্যবিধির কোন বিধানমতে একতরফা ডিক্রি সরাসরি বাতিলের আবেদন করা যায়? [বার : ২০১৭]

40 / 46

40. একতরফা ডিক্রির বিরুদ্ধে বিবাদীর প্রতিকার কী? [জুডি. : ২০১৫]

41 / 46

41. দেওয়ানি কার্যবিধির ৯ আদেশের ১৩ বিধিবলে মোকদ্দমার একতরফা ডিক্রি রদের আবেদনের তামাদির ৩০ দিনের মেয়াদ কোথায় উল্লেখ রয়েছে?

42 / 46

42. The Code of Civil Procedure, 1908 অনুযায়ী একজন কতবার সরাসরি একতরফা ডিক্রি বাতিলের প্রতিকার পেতে পারে? [বার : ২০২৩]

43 / 46

43. পক্ষগণের উপস্থিতি—অনুপস্থিতির পরিণাম দেওয়ানি কার্যবিধির কোন আদেশে বলা আছে?

44 / 46

44. কোনো মোকদ্দমা খারিজের আদেশ সরাসরি রদ কতদিনের মধ্যে করা যায়?

45 / 46

45. বাদীর ত্রুটির কারণে সমন জারি বিলম্বিত হওয়ায় নির্ধারিত হাজিরার দিনে বিবাদী হাজির না থাকলে আদালত বাদীকে -

46 / 46

46. No decree to be set aside without notice to opposite party - বিধানটি ৯ আদেশের কত নং বিধির বিষয়বস্তু?

Your score is

0%