আইনকানুন একাডেমি

/52
3

CPC [Order 5] - Advanced Exam

এখানে দেওয়ানি কার্যবিধির ৫ নং আদেশ নিয়ে অ্যাডভান্সড লেভেলের এমসিকিউ টেস্ট আছে। সংশ্লিষ্ট ধারাগুলো পড়ে নিয়ে এটি অনুশীলন করুন।

এখানে আপনার নাম ও ফোন নাম্বার লিখুন। ইমেইলটি লেখা বাধ্যতামূলক নয়; তবে, ইমেইল এড্রেস দিলে আপনার ইমেইলে বিস্তারিত ফলাফল চলে যাবে।

1 / 52

1. সমন জারির মাধ্যম হিসেবে বেসরকারি কুরিয়ার সার্ভিসের বিধান দেওয়ানি কার্যবিধিতে কোন সালে যুক্ত করা হয়?

2 / 52

2. একটি দেওয়ানি মোকদ্দমার সমন প্রেরণ সংক্রান্ত নিচের কোনটি সঠিক বক্তব্য?

3 / 52

3. The Code of Civil Procedure, 1908 অনুযায়ী প্রতিটি সমন ..... স্বাক্ষর করবেন। [বার : ২০২২]

4 / 52

4. সমন জারির মাধ্যম হিসেবে যখন আদালতের তালিকাভুক্ত বেসরকারি কুরিয়ার সার্ভিস ব্যবহার করা হয়, তখন উক্ত কুরিয়ার সার্ভিস কর্তৃক সমন কতদিনের মধ্যে প্রেরণ করার বিধান রয়েছে দেওয়ানি কার্যবিধিতে?

5 / 52

5. একটি দেওয়ানি মোকদ্দমার সমন জারি সম্পর্কে জবানবন্দি কে দেবেন?

6 / 52

6. On issue of summons for final disposal, defendant to be directed to produce ...... - দেওয়ানি কার্যবিধির ৫ আদেশের ৮ নং বিধি অনুসারে শূণ্যস্থানে কী বসবে?

7 / 52

7. দেওয়ানি কার্যবিধি অনুসারে কোনো বিবাদীর হাজির হবার তারিখ নির্ধারণ করার পদ্ধতি কোন বিধিতে বর্ণিত আছে?

8 / 52

8. সমন জারি বিষয়ে আদেশ নিচের কোনটি দেওয়ানি কার্যবিধিতে?

9 / 52

9. Simaltaneous issue of summons for service by ..... in addition to personal service. - শূণ্যস্থানে কী বসবে?

10 / 52

10. The provisions of rules ........... shall apply to a summons personally served under this rule [Rule 9A of Order V] - শূণ্যস্থানে কী বসবে?

11 / 52

11. দেওয়ানি কার্যবিধি অনুসারে বাদী নিজেই যখন বিবাদীকে সমন প্রদান করার জন্য গ্রহণ করেন তখন বাদীকে গণ্য করা যাবে একজন ...... হিসেবে।

12 / 52

12. যেক্ষেত্রে বিবাদী আদালতের এখতিয়ারাধীন এলাকা ভিন্ন অন্য আদালতের এখতিয়ারাধীনে বাস করেন তাকে সমন প্রেরণের পদ্ধতি ৫ আদেশের কোন বিধির বিষয়বস্তু?

13 / 52

13. সমন জারি কীভাবে কোন সময়ে হলো তা জারিকারক কোথায় কীভাবে লিখবেন?

14 / 52

14. দেওয়ানি কার্যবিধি অনুসারে বাদী নিজেই যখন বিবাদীকে সমন প্রদান করেন তখন আদালতে তা কীভাবে রিপোর্ট করতে হয়?

15 / 52

15. সমনের পরিবর্তে পত্র প্রেরণের বিধানটি দেওয়ানি কার্যবিধির কোন আদেশের কোন বিধির বিষয়বস্তু?

16 / 52

16. সমন জারিতে প্রাপ্তিস্বীকারমূলক স্বাক্ষরের বাধ্যবাধকতা কোন বিধিতে বর্ণিত আছে?

17 / 52

17. একটি দেওয়ানি মোকদ্দমার সমন নিবন্ধিত ডাকযোগে প্রেরণ করার বিধান পালন করা আদালতের জন্য বিবেচনামূলক হতে পারে নিচের কোন শর্তে?

18 / 52

18. A servant is not a member of the family within the meaning of this rule - এখানে বর্ণিত রুল বলতে দেওয়ানি কার্যবিধির কোন আদেশের কোন বিধির কথা বোঝানো হয়েছে?

19 / 52

19. একটি দেওয়ানি মোকদ্দমার সমন ব্যক্তিগতভাবে জারির অতিরিক্ত হিসেবে নিচের কোন পদ্ধতিতে যুগপতভাবে জারি করার বাধ্যবাধকতা আছে?

20 / 52

20. কোনো দেওয়ানি মোকদ্দমার সমন জারির জন্য বিবাদী উপস্থিত থেকেও সমন গ্রহণ করতে বা প্রাপ্তি স্বীকারমূলক স্বাক্ষর করতে অস্বীকৃতি জানালে করণীয় হিসেবে নিচের কোনটি সঠিক নয়?

21 / 52

21. কর্মদিবসের মধ্যে কোনো সমন বিবাদীর প্রতি সমন ইস্যু না করে থাকলে নিচের কোনটি পরিণতি হিসেবে সঠিক?

22 / 52

22. Every summons shall be accompanied by a copy of ... ... - শূণ্যস্থানে কী বসবে?

23 / 52

23. বিবাদী বা তার কোনো প্রতিনিধি বা পরিবারের কোনো প্রাপ্তবয়স্ক সদস্যকে না পাওয়া গেলে সমন জারির পদ্ধতি দেওয়ানি কার্যবিধির কোন বিধিতে বর্ণিত আছে?

24 / 52

24. আদালতের সমনে আদালতের সিলমোহরের পাশাপাশি এটি অবশ্যই স্বাক্ষরিত হতে হবে -

25 / 52

25. বিবাদীকে না পাওয়া গেলে সমন জারি করার ক্ষেত্রে ফৌজদারি ও দেওয়ানি মোকদ্দমার বিশেষ পার্থক্যের ক্ষেত্র নিচে বর্ণিত কোনটি?

26 / 52

26. কোনো জারিকারক কর্মকর্তার জারি বিষয়ক কোনো ঘোষণা কী হিসেবে মযার্দা পাবে?

27 / 52

27. দেওয়ানি কার্যবিধির কোন আদেশের কোন বিধিমতে একজন বাদী নিজেই বিবাদীকে সমন পেঁৗছানোর জন্য আবেদন করতে পারেন?

28 / 52

28. Every summons shall be accompanied by a copy of the plaint or, if so permitted, by a ................ - শূণ্যস্থানে কী বসবে?

29 / 52

29. সমন জারি সমাপ্তির বিষয়ে আদালতের বিবেচনামূলক ক্ষমতার বিধান দেওয়ানি কার্যবিধির কোন আদেশের বিধির বিষয়বস্তু?

30 / 52

30. পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে বিকল্পভাবে সমন জারির ক্ষেত্রে কোন ধরণের পত্রিকায় তা প্রকাশ করতে হয়?

31 / 52

31. একটি দেওয়ানি মোকদ্দমার সমন প্রেরণ সংক্রান্ত নিচের কোনটি সঠিক বক্তব্য নয়?

32 / 52

32. কোনো দেওয়ানি মোকদ্দমার সমন জারির জন্য বিবাদী উপস্থিত থেকেও সমন গ্রহণ করতে বা প্রাপ্তি স্বীকারমূলক স্বাক্ষর করতে অস্বীকৃতি জানালে করণীয় হিসেবে নিচের কোনটি সঠিক?

33 / 52

33. কোনো ফৌজদারি মামলায় কারাগারে আটক একজন ব্যক্তিকে একটি দেওয়ানি মোকদ্দমার সমন প্রেরণ করার জন্য সমনটি কার নিকট প্রেরণ করতে হবে?

34 / 52

34. দেওয়ানি কার্যবিধি অনুযায়ী বিকল্পভাবে সমন জারি বলতে নিচের কোনটি বোঝায়?

35 / 52

35. দেওয়ানি কার্যবিধি অনুসারে বাদী নিজেই যখন বিবাদীকে সমন প্রদান করার জন্য গ্রহণ করেন এবং অতঃপর তা জারি করা না যায় সেক্ষেত্রে করণীয় হিসেবে নিচের কোনটি সঠিক?

36 / 52

36. দেওয়ানি কার্যবিধি অনুসারে স্মল কজ আদালতের সমন কোন উদ্দেশ্যে দেওয়া বাঞ্ছনীয়?

37 / 52

37. The Code of Civil Procedure, 1908 এর Order V এর কোন Rule এ Substituted service এর বিধান রয়েছে? [জুডি. : ২০২৩]

38 / 52

38. Save as otherwise prescribed, where there are more defendants than one, service of the summons shall be made on each defendant - এই বিধানটি দেওয়ানি কার্যবিধির ৫ নং আদেশের কত নং বিধির বিধান?

39 / 52

39. জারিকারক কর্তৃক সমন জারির পদ্ধতি বিষয়ে দেওয়ানি কার্যবিধির ৫ নং আদেশের কোন বিধিতে বিধান বর্ণিত আছে?

40 / 52

40. দেওয়ানি কার্যবিধির ৫ আদেশের ২০ বিধি অনুসারে বিকল্পভাবে জারির মর্যাদা নিচের কোন রূপে গণ্য হবে?

41 / 52

41. দেওয়ানি কার্যবিধির ২৭ ধারায় উল্লিখিত বিষয় সম্পর্কিত পদ্ধতিগত বিধান নিচের কোন আদেশে বিস্তারিত বর্ণনা আছে?

42 / 52

42. দেওয়ানি কার্যবিধির ৫ নং আদেশের ১ নং বিধি অনুসারে - if the officer of the Court fails to issue the summons within the said period of time, he shall be liable ....... - শূণ্যস্থানে কী বসবে?

43 / 52

43. একটি দেওয়ানি মোকদ্দমায় নিচে বর্ণিত কোন নির্দিষ্ট কারণে সমন প্রেরণের কোনো প্রয়োজন হয় না?

44 / 52

44. কোনো দেওয়ানি সমন পাঠানোর ক্ষেত্রে কখন কোনো কুরিয়ার সার্ভিসের নাম তালিকাভুক্ত কুরিয়ার সার্ভিস থেকে বাদ দেওয়া যাবে?

45 / 52

45. Simaltaneous issue of summons for service by post in addition to personal service. - এটি দেওয়ানি কার্যবিধির কোন আদেশের কোন বিধির বিষয়বস্তু?

46 / 52

46. বিবাদী সমন জারি এড়ানোর জন্য লুকিয়ে থাকলে বিকল্পভাবে আদালত সমন জারি করতে পারেন Ñ এই বিধান দেওয়ানি কার্যবিধির ৫ আদেশের কোন বিধিতে বলা আছে?

47 / 52

47. A declaration made and subscribed by serving officer .............. of the facts as to the service or attempted service of summons - শূণ্যস্থানে কী বসবে?

48 / 52

48. মোকদ্দমা দায়েরের কত কর্মদিবসের ভেতর বিবাদীর নিকট সমন প্রেরণ করার নিয়ম বর্ণিত আছে দেওয়ানি কার্যবিধির ৫ আদেশে?

49 / 52

49. প্রতিটি সমনে জজ কর্তৃক সংশ্লিষ্ট নিযুক্ত কর্মকর্তার স্বাক্ষরের সাথে নিচের কোনটি থাকা বাধ্যতামূলক?

50 / 52

50. Every such summons shall be signed ........ , and shall be sealed with the seal of the Court - শূণ্যস্থানে কী বসবে?

51 / 52

51. বিবাদীর অনুপস্থিতিতে কে একটি দেওয়ানি সমন গ্রহণ করতে যোগ্য ব্যক্তি নয়?

52 / 52

52. বিবাদীকে না পাওয়া গেলে একটি দেওয়ানি মোকদ্দমার সমন কাকে দেওয়া যাবে?

Your score is

0%