আইনকানুন একাডেমি

/57
0

CPC [Order 41] - Advanced Exam

এখানে দেওয়ানি কার্যবিধির ৪১ নং আদেশ নিয়ে অ্যাডভান্সড লেভেলের এমসিকিউ টেস্ট আছে। সংশ্লিষ্ট ধারাগুলো পড়ে নিয়ে এটি অনুশীলন করুন।

এখানে আপনার নাম ও ফোন নাম্বার লিখুন। ইমেইলটি লেখা বাধ্যতামূলক নয়; তবে, ইমেইল এড্রেস দিলে আপনার ইমেইলে বিস্তারিত ফলাফল চলে যাবে।

1 / 57

1. দেওয়ানি কার্যবিধি অনুসারে Direct re-hearing of appeal - এর আবেদনের জন্য সর্বোচ্চ কত টাকা খরচ পরিশোধের নির্দেশ দিতে পারে আদালত?

2 / 57

2. একটি দেওয়ানি আপিল একতরফা হয়ে গেলে উপযুক্ত কারণের ভিত্তিতে তা আবারো পুনরায় শুনানি হতে পারে ৪১ নং আদেশের কোন বিধিমতে?

3 / 57

3. আপিল শুনানির জন্য খরচাসহ সময় মঞ্জুর করার ক্ষেত্রে আদালত কমপক্ষে কত টাকা খরচা প্রদানের আদেশ দিতে পারেন?

4 / 57

4. Upon hearing, respondent may object to decree as if he had preferred separate appeal - এই বিধানটি দেওয়ানি কার্যবিধির কোথায় বর্ণিত আছে?

5 / 57

5. আপিলের আবেদনের সাথে কী কী থাকবে তা কোন আদেশের কোন বিধিতে বলা আছে?

6 / 57

6. একটি দেওয়ানি আপিলের শুনানির দিন ধার্য্য করা হয়ে থাকে দেওয়ানি কার্যবিধি ৪১ আদেশের ... নং বিধি অনুসারে - শূণ্যস্থানে কী বসবে?

7 / 57

7. দেওয়ানি কার্যবিধি অনুসারে Direct re-hearing of appeal এবং Direct re-admission of appeal এর আবেদন করেন যথাক্রমে —

8 / 57

8. কোনো আপিল শুনানির ধার্য্য দিনে আপিলকারী অনুপস্থিত থাকলে আপিলটি -

9 / 57

9. একটি দেওয়ানি আপিল আদালত কোনো ডিক্রি দিলে সেই ডিক্রির প্রত্যয়িত নকল কোথায় প্রেরণ করতে হয়?

10 / 57

10. দেওয়ানি কার্যবিধি অনুসারে Direct re-admission of appeal - এর মূল কারণ নিচের কোনটি?

11 / 57

11. কোনো ত্রুটির জন্য একটি দেওয়ানি আপিল খারিজ হলে উপযুক্ত কারণের ভিত্তিতে তা আবারো সরাসরি পুনরায় গ্রহণ হতে পারে ৪১ নং আদেশের কোন বিধিমতে?

12 / 57

12. দেওয়ানি কার্যবিধি অনুসারে Direct re-hearing of appeal - এর আবেদন কতবার করা যাবে?

13 / 57

13. Remand of case by Appellate Court — এটি দেওয়ানি কার্যবিধির কোন আদেশের কোন বিধিতে বলা আছে?

14 / 57

14. কোনো ত্রুটির জন্য একটি দেওয়ানি আপিল খারিজ হলে উপযুক্ত কারণের ভিত্তিতে তা আবারো পুনরায় গ্রহণ হতে পারে ৪১ নং আদেশের কোন বিধিমতে?

15 / 57

15. The Code of Civil Procedure, 1908 এর কোথায় Cross-objection এর বিধান রয়েছে? [জুডি. : ২০১৯]

16 / 57

16. আপিল আদালত কর্তৃক অতিরিক্ত সাক্ষ্য গ্রহণের পদ্ধতিগত বিধান বর্ণিত আছে দেওয়ানি কার্যবিধির -

17 / 57

17. একটি দেওয়ানি মোকদ্দমার আপিল রেজিস্টারের প্রাথমিক উদ্দেশ্য কী?

18 / 57

18. দেওয়ানি কার্যবিধি অনুসারে Direct re-hearing of appeal - এর আবেদনের সাথে কি যুক্ত করতে হয়?

19 / 57

19. Where evidence on record sufficient, Appellate Court may determine case finally - এই বিধানটি দেওয়ানি কার্যবিধির কোন বিধির বিধান?

20 / 57

20. একটি দেওয়ানি আপিলে Cross-objection এর আবেদন কতদিনের মধ্যে করতে হয় এবং তা কোন সময় থেকে গণনা হবে?

21 / 57

21. কোনো আপিল শুনানির ধার্য্য দিনে রেসপন্ডেন্ট অনুপস্থিত থাকলে আপিলটি -

22 / 57

22. আপিল শুনানিতে আদালত বিনা খরচায় কতবার সময় মঞ্জুর করতে পারেন?

23 / 57

23. আপিল আদালতের রায়ের বিষয়বস্তু সম্পর্কে পদ্ধতিগত বিধানটি দেওয়ানি কার্যবিধির কোন বিধির বিষয়বস্তু?

24 / 57

24. আপিলযোগ্য ডিক্রির বিরুদ্ধে আপিল দায়েরের পূর্বেই উক্ত ডিক্রি স্থগিতের দরখাস্ত কোন আদালতে দাখিল করা যাবে? [বার : ২০১৩]

25 / 57

25. আপিল আদালত কর্তৃক অতিরিক্ত সাক্ষ্য গ্রহণের বিধান বর্ণিত আছে দেওয়ানি কার্যবিধির -

26 / 57

26. একটি দেওয়ানি আদালত আপিল প্রত্যাখ্যান করেন কোন আদেশের কোন বিধি অনুসারে?

27 / 57

27. একটি দেওয়ানি আদালত আপিল সংশোধনের আবেদন করা যায় কোন আদেশের কোন বিধি অনুসারে?

28 / 57

28. কোনো আপিল শুনানির ধার্য্য দিনে আপিলকারী ও রেসপেন্ডন্ট এর অনুপস্থিতিতে যথাক্রমে আপিলটি খারিজ ও একতরফা নিষ্পত্তি হবে - এই বিধানটি দেওয়ানি কার্যবিধির ৪১ নং আদেশের কোন কোন বিধিতে বর্ণিত আছে?

29 / 57

29. দেওয়ানি কার্যবিধি অনুসারে Direct re-hearing of appeal - এর আবেদন কতদিনের ভেতরে করতে হয়?

30 / 57

30. দেওয়ানি কার্যবিধির ৪১ আদেশের ১২ক বিধি মোতাবেক কোনো আপিল একতরফাভাবে খারিজ বা নিষ্পত্তি হয়ে গেলে কতদিনের ভেতরে সেটি শুনানির জন্য পুনরুজ্জীবীত করার সুযোগ থাকে?

31 / 57

31. প্রত্যেকটি আপিল মেমোতে স্বাক্ষর করবে— [বার : ২০১৩]

32 / 57

32. দেওয়ানি কার্যবিধি অনুসারে Direct re-admission of appeal - এর আবেদন করলে প্রতিপক্ষের ওপর নোটিশ জারির খরচ বহন কে করবে?

33 / 57

33. দেওয়ানি কার্যবিধির কোন বিধানমতে আপিল আদালত পুনঃবিচারের নিমিত্তে মোকদ্দমা প্রেরণ করতে পারেন? [বার : ২০১৭]

34 / 57

34. দেওয়ানি কার্যবিধির ৪১ আদেশের ১২ক বিধি মোতাবেক আপিল শুনানির জন্য পুনরুজ্জীবীত করতে গেলে আদালত সর্বোচ্চ কত টাকা খরচা প্রদানের আদেশ দিতে পারেন?

35 / 57

35. একটি দেওয়ানি আপিলের স্মারকলিপির সাথে থাকতে হবে -

36 / 57

36. আপিল শুনানির জন্য খরচাসহ সময় মঞ্জুর করার ক্ষেত্রে আদালত সর্বোচ্চ কত টাকা খরচা প্রদানের আদেশ দিতে পারেন?

37 / 57

37. একটি দেওয়ানি আপিলে Right to begin সম্পর্কে নিচের কোন ধারণাটি সত্য?

38 / 57

38. দেওয়ানি কার্যবিধিতে Cross-objection বলতে নিচের কোনটিকে বোঝায়?

39 / 57

39. দেওয়ানি আপিল শুনানির দিনে রেসপন্ডেন্ট আদালতে গরহাজির থাকলে কী হবে?

40 / 57

40. দেওয়ানি কার্যবিধি অনুসারে Direct re-admission of appeal - এর আবেদনের সাথে কি যুক্ত করতে হয়?

41 / 57

41. আপিল আদালত কর্তৃক কোনো ডিক্রি রদ করে মোকদ্দমা পুনরায় বিচারের জন্য প্রেরণ করাকে কী বলা হয়?

42 / 57

42. দেওয়ানি কার্যবিধি অনুসারে Direct re-hearing of appeal - এর মূল কারণ নিচের কোনটি?

43 / 57

43. দেওয়ানি আপিল শুনানির জন্য রেসপন্ডেন্টের ওপর নোটিশ জারির পদ্ধতি কী?

44 / 57

44. একটি দেওয়ানি আপিলে কোন সঙ্গত কারণগুলো গ্রহণীয় হবে তার বিধান ৪১ আদেশের কোথায় বর্ণিত আছে?

45 / 57

45. কোনো ত্রুটির কারণে খারিজ হওয়া আপিলের ক্ষেত্রে Direct re-admission of appeal এর আবেদন কতবার সর্বোচ্চ কতবার দাবি করা যায়?

46 / 57

46. আপিলযোগ্য ডিক্রির বিরুদ্ধে আপিল দায়েরের পূর্বেই উক্ত ডিক্রি স্থগিতের দরখাস্ত কোন আদেশের কোন বিধানমতে করতে হয়?

47 / 57

47. একটি দেওয়ানি আপিল একতরফা হয়ে গেলে উপযুক্ত কারণের ভিত্তিতে তা আবারো সরাসরি পুনরায় শুনানি হতে পারে ৪১ নং আদেশের কোন বিধিমতে?

48 / 57

48. আপিল রেজিস্টার এর সংজ্ঞা দেওয়ানি কার্যবিধির কোথায় দেওয়া আছে?

49 / 57

49. একাধিক বিচারক কর্তৃক একটি দেওয়ানি আপিল শ্রবণ করা হলে সেক্ষেত্রে নিম্নোক্ত কোন ক্ষেত্রে কোনো বিচারক স্বাক্ষর করবেন না?

50 / 57

50. আপিলের জন্য আদালত নির্দেশিত প্রয়োজনীয় জামানত প্রদান না করার ফল কী?

51 / 57

51. দেওয়ানি আপিলের মেমোতে কোনো একটি হেতু উল্লেখ না করলে, শুনানিকালে তা উত্থাপন করা যাবে শুধু— [বার : ২০১৫]

52 / 57

52. কোনো আপিল একতরফাভাবে খারিজ বা নিষ্পত্তি হয়ে গেলে শুনানির জন্য পুনরুজ্জীবীত করার সুযোগ বিনা খরচায় কয়বার পাওয়া যায়?

53 / 57

53. Adjournment in appeal - এটি দেওয়ানি কার্যবিধির কোথায় বর্ণিত আছে?

54 / 57

54. দেওয়ানি কার্যবিধির ৪১ আদেশের ২৩ বিধির বিষয়বস্তু হিসেবে নিচের কোনটি সঠিক?

55 / 57

55. Appeals from original decrees — দেওয়ানি কার্যবিধির কোন আদেশ ও ধারার বিষয়বস্তু?

56 / 57

56. Power of court of Appeal - এটি কোন আদেশের কোন বিধির বিষয়বস্তু?

57 / 57

57. দেওয়ানি কার্যবিধি অনুসারে Direct re-admission of appeal - এর আবেদন কতদিনের ভেতরে করতে হয়?

Your score is

0%