/23 0 CPC [Order 38] - Advanced Exam এখানে দেওয়ানি কার্যবিধির ৩৮ নং আদেশ নিয়ে অ্যাডভান্সড লেভেলের এমসিকিউ টেস্ট আছে। সংশ্লিষ্ট ধারাগুলো পড়ে নিয়ে এটি অনুশীলন করুন। এখানে আপনার নাম ও ফোন নাম্বার লিখুন। ইমেইলটি লেখা বাধ্যতামূলক নয়; তবে, ইমেইল এড্রেস দিলে আপনার ইমেইলে বিস্তারিত ফলাফল চলে যাবে। 1 / 23 1. কোন ধরনের মোকদ্দমার আদালত কর্তৃক দেওয়ানি কার্যবিধির ৩৮ আদেশের বিধান প্রয়োগ করা যায় না? পারিবারিক আদালত কর্তৃক স্মল কজ আদালত কর্তৃক আপিল আদালত কর্তৃক বর্ণিত সবগুলোই সঠিক সঠিক উত্তর : স্মল কজ আদালত কর্তৃক ; [আদেশ ৩৮ : বিধি ১৩, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : স্মল কজ আদালত কর্তৃক ; [আদেশ ৩৮ : বিধি ১৩, দেওয়ানি কার্যবিধি] 2 / 23 2. কোন ধরনের মামলায় আদালত রায়ের পূর্বে গ্রেফতারি পরোয়ানা ইস্যু করতে পারে না? স্থাবর সম্পত্তি বাটোয়ারার জন্য স্থাবর সম্পত্তির বন্ধক বা দায় উদ্ধারের অধিকার, হরণ, বিক্রয় বা স্থাবর সম্পত্তির অন্য কোনো প্রকার অধিকার বা স্বার্থ নির্ণয়ের জন্য বর্ণিত সবগুলো ক্ষেত্রেই পারে না সঠিক উত্তর : বর্ণিত সবগুলো ক্ষেত্রেই পারে না ; [আদেশ ৩৮ : বিধি ১, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : বর্ণিত সবগুলো ক্ষেত্রেই পারে না ; [আদেশ ৩৮ : বিধি ১, দেওয়ানি কার্যবিধি] 3 / 23 3. একটি দেওয়ানি মোকদ্দমায় নিচে বর্ণিত কোন কারণে বিবাদীর জামিনদারের প্রয়োজর পড়তে পারে? অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন করলে রায়ের পূর্বে গ্রেফতারের আবেদন করা হলে দখলচ্যুত হবার মোকদ্দমার ক্ষেত্রে বর্ণিত সবগুলো কারণেই সঠিক উত্তর : রায়ের পূর্বে গ্রেফতারের আবেদন করা হলে ; [আদেশ ৩৮ : বিধি ২, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : রায়ের পূর্বে গ্রেফতারের আবেদন করা হলে ; [আদেশ ৩৮ : বিধি ২, দেওয়ানি কার্যবিধি] 4 / 23 4. রায়ের পূর্বে গ্রেফতারের ক্ষেত্রে দেওয়ানি কার্যবিধির কোন ধারায় বর্ণিত প্রকারের মোকদ্দমার অপ্রযোজ্যতার কথা বলা হয়েছে? ১৬ ধারার ক—গ দফামূহের মোকদ্দমা ১৬ ধারার ক—ঘ দফামূহের মোকদ্দমা ১৬ ধারার গ—চ দফামূহের মোকদ্দমা ১৬ ধারার ঙ—চ দফামূহের মোকদ্দমা সঠিক উত্তর : ১৬ ধারার ক—ঘ দফামূহের মোকদ্দমা ; [আদেশ ৩৮ : বিধি ১, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : ১৬ ধারার ক—ঘ দফামূহের মোকদ্দমা ; [আদেশ ৩৮ : বিধি ১, দেওয়ানি কার্যবিধি] 5 / 23 5. রায়ের পূর্বে বিবাদীর গ্রেফতারের বিধানের ক্ষেত্রে কোনো জামিনদার অব্যাহতি নিতে চাইলে একটি দেওয়ানি আদালত নিচের কোন আদেশটি দেবেন? বিবাদীকে হাজির হতে সমন দেবেন বিবাদীর প্রতি গ্রেফতারি পরোয়ানা দেবেন নতুন জামিনদার যুক্ত করতে বলবেন বর্ণিত সবগুলো আদেশই দিতে পারবে সঠিক উত্তর : বর্ণিত সবগুলো আদেশই দিতে পারবে ; [আদেশ ৩৮ : বিধি ৩, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : বর্ণিত সবগুলো আদেশই দিতে পারবে ; [আদেশ ৩৮ : বিধি ৩, দেওয়ানি কার্যবিধি] 6 / 23 6. জামানত প্রদান করতে বলার পরেও বিবাদী জামানত না দিলে কোন বিধিবলে আদালত সম্পত্তি ক্রোকের আদেশ দিতে পারেন? ৩৮ আদেশের ৫ বিধিবলে ৩৮ আদেশের ৭ বিধিবলে ৩৮ আদেশের ৬ বিধিবলে ৩৮ আদেশের ৯ বিধিবলে সঠিক উত্তর : ৩৮ আদেশের ৬ বিধিবলে ; [আদেশ ৩৮ : বিধি ৬, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : ৩৮ আদেশের ৬ বিধিবলে ; [আদেশ ৩৮ : বিধি ৬, দেওয়ানি কার্যবিধি] 7 / 23 7. দেওয়ানি কার্যবিধির ৩৮ আদেশানুসারে কোন প্রকারে সম্পত্তি ক্রোক করবেন? রিসিভার যেভাবে প্রস্তাব করবেন কমিশন যেভাবে রিপোর্ট করবেন ডিক্রি জারির নিয়মের অনুরূপ প্রকারে বর্ণিত যেকোনো পদ্ধতিতে সঠিক উত্তর : ডিক্রি জারির নিয়মের অনুরূপ প্রকারে ; [আদেশ ৩৮ : বিধি ৭, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : ডিক্রি জারির নিয়মের অনুরূপ প্রকারে ; [আদেশ ৩৮ : বিধি ৭, দেওয়ানি কার্যবিধি] 8 / 23 8. রায়ের পূর্বে বিবাদীর গ্রেফতারের বিধানের ক্ষেত্রে কোনো জামিনদার কোন বিধিবলে নিজের জামিনদারিত্ব থেকে অব্যাহতির দরখাস্ত করতে পারেন আদালতে? ৩৮ আদেশের ১ বিধিবলে ৩৮ আদেশের ২ বিধিবলে ৩৮ আদেশের ৩ বিধিবলে ৩৮ আদেশের ৪ বিধিবলে সঠিক উত্তর : ৩৮ আদেশের ৩ বিধিবলে ; [আদেশ ৩৮ : বিধি ৩, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : ৩৮ আদেশের ৩ বিধিবলে ; [আদেশ ৩৮ : বিধি ৩, দেওয়ানি কার্যবিধি] 9 / 23 9. রায়ের পূর্বে গ্রেফতারের বিধিসমূহ নিচের কোনগুলো? ৩৮ আদেশের ১—৪ বিধিসমূহ ৩৮ আদেশের ৪—১৪ বিধিসমূহ ৩৮ আদেশের ৫—১৩ বিধিসমূহ ৩৮ আদেশের ৮—১৩ বিধিসমূহ সঠিক উত্তর : ৩৮ আদেশের ১—৪ বিধিসমূহ ; [আদেশ ৩৮, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : ৩৮ আদেশের ১—৪ বিধিসমূহ ; [আদেশ ৩৮, দেওয়ানি কার্যবিধি] 10 / 23 10. রায়ের পূর্বে সম্পত্তি ক্রোকের পদ্ধতিগত বিধানটি দেওয়ানি কার্যবিধির - ৩৮ আদেশের ৫ বিধির বিষয়বস্তু ৩৮ আদেশের ৬ বিধির বিষয়বস্তু ৩৮ আদেশের ৭ বিধির বিষয়বস্তু ৩৮ আদেশের ১২ বিধির বিষয়বস্তু সঠিক উত্তর : ৩৮ আদেশের ৭ বিধির বিষয়বস্তু ; [আদেশ ৩৮ : বিধি ৭, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : ৩৮ আদেশের ৭ বিধির বিষয়বস্তু ; [আদেশ ৩৮ : বিধি ৭, দেওয়ানি কার্যবিধি] 11 / 23 11. রায়ের পূর্বে গ্রেফতারের ক্ষেত্রে দেওয়ানি কার্যবিধির কোন ধারায় বর্ণিত প্রকারের মোকদ্দমার প্রযোজ্যতার কথা বলা হয়েছে? ১৬ ধারার ক—গ দফামূহের মোকদ্দমা ১৬ ধারার ক—ঘ দফামূহের মোকদ্দমা ১৬ ধারার গ—চ দফামূহের মোকদ্দমা ১৬ ধারার ঙ—চ দফামূহের মোকদ্দমা সঠিক উত্তর : ১৬ ধারার ঙ—চ দফামূহের মোকদ্দমা ; [আদেশ ৩৮ : বিধি ১, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : ১৬ ধারার ঙ—চ দফামূহের মোকদ্দমা ; [আদেশ ৩৮ : বিধি ১, দেওয়ানি কার্যবিধি] 12 / 23 12. রায়ের পূর্বে সম্পত্তি ক্রোকের বিধিসমূহ নিচের কোনগুলো? ৩৮ আদেশের ১—৪ বিধিসমূহ ৩৮ আদেশের ৪—১৪ বিধিসমূহ ৩৮ আদেশের ৫—১৩ বিধিসমূহ ৩৮ আদেশের ৮—১৩ বিধিসমূহ সঠিক উত্তর : ৩৮ আদেশের ৫—১৩ বিধিসমূহ ; [আদেশ ৩৮, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : ৩৮ আদেশের ৫—১৩ বিধিসমূহ ; [আদেশ ৩৮, দেওয়ানি কার্যবিধি] 13 / 23 13. একজন সহকারী জজ আদালত নিম্নের কোন সম্পত্তি রায় প্রদানের পূর্বে অগ্রিম ক্রোকের আদেশ দিতে পারেন না? [জুডি. : ২০১২] কৃষকের জমি/বাড়ি কৃষকের স্থাবর সম্পত্তি কৃষকের ফসল ব্যাংকে রক্ষিত কৃষকের টাকা সঠিক উত্তর : কৃষকের ফসল ; [আদেশ ৩৮ : বিধি ১২, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : কৃষকের ফসল ; [আদেশ ৩৮ : বিধি ১২, দেওয়ানি কার্যবিধি] 14 / 23 14. রায়ের পূর্বেই বিবাদীকে সম্পত্তি উপস্থিত করার জন্য জামানত প্রদানের নির্দেশ দেওয়া হলেও জামানত প্রদানে অপারগতায় আদালত - তাকে দেওয়ানি কারাগারে ৬ মাসের আটকাদেশ দেবেন তাকে দেওয়ানি কারাগারে ৬ সপ্তাহের আটকাদেশ দেবেন তার সম্পত্তি ক্রোক করে নিতে পারবেন বর্ণিত যেকোনোটি করা যেতে পারে সঠিক উত্তর : তার সম্পত্তি ক্রোক করে নিতে পারবেন ; [আদেশ ৩৮ : বিধি ৬, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : তার সম্পত্তি ক্রোক করে নিতে পারবেন ; [আদেশ ৩৮ : বিধি ৬, দেওয়ানি কার্যবিধি] 15 / 23 15. বিবাদীকে সম্পত্তি উপস্থিত করার জন্য জামানত প্রদানের নির্দেশ দেওয়া যায় দেওয়ানি কার্যবিধির কোন আদেশের কোন বিধি মোতাবেক? ৩৮ আদেশের ১ বিধি অনুযায়ী ৩৮ আদেশের ৪ বিধি অনুযায়ী ৩৮ আদেশের ৫ বিধি অনুযায়ী ৩৯ আদেশের ১ বিধি অনুযায়ী সঠিক উত্তর : ৩৮ আদেশের ৫ বিধি অনুযায়ী ; [আদেশ ৩৮ : বিধি ৫, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : ৩৮ আদেশের ৫ বিধি অনুযায়ী ; [আদেশ ৩৮ : বিধি ৫, দেওয়ানি কার্যবিধি] 16 / 23 16. কোন ধরনের মামলায় আদালত রায়ের পূর্বে গ্রেফতারি পরোয়ানা ইস্যু করতে পারে? স্থাবর সম্পত্তি বাটোয়ারার জন্য স্থাবর সম্পত্তির বন্ধক বা দায় উদ্ধারের অধিকার, হরণ, বিক্রয় বা স্থাবর সম্পত্তির অন্য কোনো প্রকার অধিকার বা স্বার্থ নির্ণয়ের জন্য স্থাবর সম্পত্তির অনিষ্টের জন্য ক্ষতিপূরণের দাবিতে সঠিক উত্তর : স্থাবর সম্পত্তির অনিষ্টের জন্য ক্ষতিপূরণের দাবিতে ; [আদেশ ৩৮ : বিধি ১, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : স্থাবর সম্পত্তির অনিষ্টের জন্য ক্ষতিপূরণের দাবিতে ; [আদেশ ৩৮ : বিধি ১, দেওয়ানি কার্যবিধি] 17 / 23 17. কোনটি রায়ের পূর্বে ক্রোকযোগ্য নয়? [বার : ২০১২] জমি কোম্পানীর শেয়ার ব্যাংকের টাকা জমির ফসল সঠিক উত্তর : জমির ফসল ; [আদেশ ৩৮ : বিধি ১২, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : জমির ফসল ; [আদেশ ৩৮ : বিধি ১২, দেওয়ানি কার্যবিধি] 18 / 23 18. কোন মামলায় আদালত রায়ের পূর্বে গ্রেপ্তারী পরোয়ানা ইস্যু করতে পারে? [বার : ২০১৫] বাটোয়ারার মামলায় নিষেধাজ্ঞার মামলায় ফোরক্লোজারের মামলায় অর্থ মামলা সঠিক উত্তর : অর্থ মামলা ; [আদেশ ৩৮ : বিধি ১, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : অর্থ মামলা ; [আদেশ ৩৮ : বিধি ১, দেওয়ানি কার্যবিধি] 19 / 23 19. রায় প্রচারের পূর্বে শর্তাধীনে বিবাদী পক্ষের কোনো সম্পত্তি ক্রোক সংক্রান্ত বিধান The Code of Civil Procedure, 1908 এর ...... এ বর্ণিত আছে। [বার : ২০২০] Order-XXXVIII rule-5 Order-XXI rule-54 Order-XXI rule-32 Order-XXXVIII rule-4 সঠিক উত্তর : Order-XXXVIII rule-5 ; [আদেশ ৩৮ : বিধি ৫, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : Order-XXXVIII rule-5 ; [আদেশ ৩৮ : বিধি ৫, দেওয়ানি কার্যবিধি] 20 / 23 20. রায়ের পূর্বে ক্রোক এবং গ্রেফতার কত আদেশের বিষয়বস্তু? ১৭ আদেশ ২৭ আদেশ ৩৮ আদেশ ১৮ আদেশ সঠিক উত্তর : ৩৮ আদেশ ; [আদেশ ৩৮, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : ৩৮ আদেশ ; [আদেশ ৩৮, দেওয়ানি কার্যবিধি] 21 / 23 21. রায়ের পূর্বে বিবাদীকে গ্রেফতার করার প্রয়োজনে আদালত নির্ধারিত জামানত দেবার আদেশ পালন না করলে আদালত সর্বোচ্চ ৬ মাসের দেওয়ানি কারাগারে আটক রাখতে পারেন। কিন্তু কোন বিশেষ ক্ষেত্রে এটি ৬ সপ্তাহের অধিক হবে না? বিবাদী ব্যক্তিটি যদি মহিলা হয় বিবাদী ব্যক্তিটি যদি অক্ষম বা পীড়িত হয় মোকদ্দমার বিষয়বস্তু ৫০ টাকার কম হলে আদালত কর্তৃক জামানত প্রদানের আদেশ ৫০ টাকার কম হলে সঠিক উত্তর : মোকদ্দমার বিষয়বস্তু ৫০ টাকার কম হলে ; [আদেশ ৩৮ : বিধি ৪, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : মোকদ্দমার বিষয়বস্তু ৫০ টাকার কম হলে ; [আদেশ ৩৮ : বিধি ৪, দেওয়ানি কার্যবিধি] 22 / 23 22. রায়ের পূর্বে বিবাদীকে গ্রেফতার করার প্রয়োজনে আদালত নির্ধারিত জামানত দেবার আদেশ পালন না করলে আদালত সর্বোচ্চ কতদিনের জন্য তাকে দেওয়ানি কারাগারে আটক রাখতে পারেন? ২ মাস ৩ মাস ৬ মাস ১২ মাস সঠিক উত্তর : ৬ মাস ; [আদেশ ৩৮ : বিধি ৪, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : ৬ মাস ; [আদেশ ৩৮ : বিধি ৪, দেওয়ানি কার্যবিধি] 23 / 23 23. কোনো কৃষিজাত দ্রব্য রায়ের পূর্বে ক্রোকযোগ্য নয় - এটি কোন আদেশের কোন বিধির বিষয়বস্তু? ৩৮ আদেশের ১ বিধি ৩৮ আদেশের ১২ বিধি ৩৯ আদেশের ১ বিধি ৩৯ আদেশের ১২ বিধি সঠিক উত্তর : ৩৮ আদেশের ১২ বিধি ; [আদেশ ৩৮ : বিধি ১২, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : ৩৮ আদেশের ১২ বিধি ; [আদেশ ৩৮ : বিধি ১২, দেওয়ানি কার্যবিধি] Your score is Facebook 0% Restart quiz