আইনকানুন একাডেমি

/22
0

CPC [Order 20] - Advanced Exam

এখানে দেওয়ানি কার্যবিধির ২০ নং আদেশ নিয়ে অ্যাডভান্সড লেভেলের এমসিকিউ টেস্ট আছে। সংশ্লিষ্ট ধারাগুলো পড়ে নিয়ে এটি অনুশীলন করুন।

এখানে আপনার নাম ও ফোন নাম্বার লিখুন। ইমেইলটি লেখা বাধ্যতামূলক নয়; তবে, ইমেইল এড্রেস দিলে আপনার ইমেইলে বিস্তারিত ফলাফল চলে যাবে।

1 / 22

1. ........ shall be drawn up within seven days from the date of pronouncement of the judgment. - শুণ্যস্থানে কী বসবে?

2 / 22

2. কোনো দেওয়ানি মামলার যুক্তিতর্ক শুনানি সমাপ্তির পর আদালতকে কত দিনের মধ্যে রায় প্রচার করতে হয়? [জুডি. : ২০১৮]

3 / 22

3. দেওয়ানি মোকদ্দমার রায় ও ডিক্রির জাবেদা নকল সংগ্রহ করতে খরচ সম্পর্কে নিচের কোনটি সঠিক?

4 / 22

4. কানো দেওয়ানি মামলায় ডিক্রি প্রচারের পর কত দিনের মধ্যে ডিক্রি প্রস্তুত করতে হয়? [জুডি. : ২০১৩]

5 / 22

5. অগ্রক্রয় মোকদ্দমার ডিক্রির ধরণ সম্পর্কে দেওয়ানি কার্যবিধির কোন বিধিতে বর্ণিত রয়েছে?

6 / 22

6. একজন জজ তার প্রদত্ত ডিক্রিতে স্বাক্ষর করবেন যখন তিনি এই মর্মে সন্তুষ্ট হবেন যে -

7 / 22

7. স্মল কজ আদালতের রায়ের ধরণ সম্পর্কে দেওয়ানি কার্যবিধির কোন বিধিতে বর্ণিত আছে?

8 / 22

8. The decree shall agree with the ....... - শুণ্যস্থানে কী বসবে?

9 / 22

9. বাটোয়ারা মোকদ্দমায় ডিক্রির ধরণ সম্পর্কে দেওয়ানি কার্যবিধির কোন বিধিতে বর্ণিত রয়েছে?

10 / 22

10. কোনো ডিক্রি কিস্তিতে পরিশোধের আবেদন দেওয়ানি কার্যবিধির কোন বিধিবলে করা যায়?

11 / 22

11. একটি ডিক্রিতে নিচের কোনটি থাকবে না?

12 / 22

12. যুক্তিতর্ক শুনানি সমাপ্তির পর আদালতকে ৭ দিনের মধ্যে রায় ঘোষণা করতে হবে বিধানটি বর্ণিত আছে -

13 / 22

13. প্রকাশ্য আদালতে রায় ঘোষণার বাধ্যবাধকতা দেওয়ানি কার্যবিধির কোন বিধিতে বর্ণিত আছে?

14 / 22

14. স্থাবর সম্পত্তির উদ্ধারের ডিক্রিতে কি কি বর্ণিত থাকবে তা দেওয়ানি কার্যবিধির কোন বিধিতে বর্ণিত রয়েছে?

15 / 22

15. একটি দেওয়ানি মোকদ্দমার রায় ও ডিক্রির জাবেদা নকল সংগ্রহ করতে দেওয়ানি কার্যবিধির কোন বিধিবলে দরখাস্ত করতে হয়?

16 / 22

16. একটি ডিক্রিতে নিচের কোনটি থাকতে হবে?

17 / 22

17. অস্থাবর সম্পত্তি অর্পণের ডিক্রির ধরণ সম্পর্কে দেওয়ানি কার্যবিধির কোন বিধিতে বর্ণিত রয়েছে?

18 / 22

18. অংশীদারী কারবার ভঙ্গের জন্য মোকদ্দমায় ডিক্রির ধরণ সম্পর্কে দেওয়ানি কার্যবিধির কোন বিধিতে বর্ণিত রয়েছে?

19 / 22

19. স্থাবর সম্পত্তির উদ্ধারের ডিক্রিতে কি কি বর্ণিত থাকার বর্ণিত আছে দেওয়ানি কার্যবিধিতে?

20 / 22

20. দেওয়ানি মোকদ্দমার রায় সংশ্লিষ্ট জজ কর্তৃক -

21 / 22

21. The decree shall be drawn up within seven days from the date of pronouncement ........ . - শুণ্যস্থানে কী বসবে?

22 / 22

22. Contents of decree - দেওয়ানি কার্যবিধির কোন ধারা বা বিধির বিধান?

Your score is

0%