/29 5 CPC [Order 2-4] - Advanced Exam এখানে দেওয়ানি কার্যবিধির ২-৪ নং আদেশসমূহ নিয়ে অ্যাডভান্সড লেভেলের এমসিকিউ টেস্ট আছে। সংশ্লিষ্ট ধারাগুলো পড়ে নিয়ে এটি অনুশীলন করুন। এখানে আপনার নাম ও ফোন নাম্বার লিখুন। ইমেইলটি লেখা বাধ্যতামূলক নয়; তবে, ইমেইল এড্রেস দিলে আপনার ইমেইলে বিস্তারিত ফলাফল চলে যাবে। 1 / 29 1. কোনো দেওয়ানি মোকদ্দমা নিম্নোক্ত কার দ্বারা পরিচালনা করা যায় না? সংশ্লিষ্ট পক্ষের নিজ কর্তৃক স্বীকৃত প্রতিনিধি কর্তৃক উকিল কর্তৃক পুলিশ কর্তৃক সঠিক উত্তর : পুলিশ কর্তৃক ; [আদেশ ৩ : বিধি ১, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : পুলিশ কর্তৃক ; [আদেশ ৩ : বিধি ১, দেওয়ানি কার্যবিধি] 2 / 29 2. আরজি কার কাছে দাখিল করতে হয়? বিচারকের খাস কামরায় নিযুক্ত কর্মকর্তার কাছে সরাসরি বিচারকের কাছে পেশকারের কাছে সঠিক উত্তর : নিযুক্ত কর্মকর্তার কাছে ; [আদেশ ৪ : বিধি ১, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : নিযুক্ত কর্মকর্তার কাছে ; [আদেশ ৪ : বিধি ১, দেওয়ানি কার্যবিধি] 3 / 29 3. দেওয়ানি কার্যবিধির ২৬ ধারায় বর্ণিত বিষয়বস্তুর পদ্ধতিগত দিকটি কোন আদেশে বিস্তারিত বর্ণিত আছে? ১ নং আদেশে ৪ নং আদেশে ১৭ নং আদেশে ২২ নং আদেশে সঠিক উত্তর : ৪ নং আদেশে ; [আদেশ ৪, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : ৪ নং আদেশে ; [আদেশ ৪, দেওয়ানি কার্যবিধি] 4 / 29 4. Joinder of causes of action - এটি কোন আদেশের কোন বিধিমতে করার বিধান রয়েছে দেওয়ানি কার্যবিধিতে? আদেশ ১, বিধি ৩ আদেশ ১, বিধি ১০ আদেশ ২, বিধি ৩ আদেশ ৫, বিধি ৩ সঠিক উত্তর : আদেশ ২, বিধি ৩ ; [আদেশ ২ : বিধি ৩, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : আদেশ ২, বিধি ৩ ; [আদেশ ২ : বিধি ৩, দেওয়ানি কার্যবিধি] 5 / 29 5. Suit to include the whole claim - এটি দেওয়ানি কার্যবিধির কোন আদেশের কোন বিধির বিধান? আদেশ ১, বিধি ২ আদেশ ১, বিধি ১০ আদেশ ২, বিধি ১ আদেশ ২, বিধি ২ সঠিক উত্তর : আদেশ ২, বিধি ২ ; [আদেশ ২ : বিধি ২, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : আদেশ ২, বিধি ২ ; [আদেশ ২ : বিধি ২, দেওয়ানি কার্যবিধি] 6 / 29 6. কোনো দেওয়ানি মোকদ্দমার রেজিস্টারে কখন একটি মোকদ্দমার ক্রমিক নম্বর নির্দিষ্ট হয়? মোকদ্দমা সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে উপস্থাপনের সাথেসাথেই মোকদ্দমাটির বিবাদীগণের প্রতি সমন জারি হবার পরেপরেই মোকদ্দমাটির আদালতে গৃহীত হবার পরপরই বিবাদীগণের জবাব দানের পরপরই সঠিক উত্তর : মোকদ্দমাটির আদালতে গৃহীত হবার পরপরই ; [আদেশ ৪ : বিধি ২, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : মোকদ্দমাটির আদালতে গৃহীত হবার পরপরই ; [আদেশ ৪ : বিধি ২, দেওয়ানি কার্যবিধি] 7 / 29 7. Frame of Suit সম্পর্কে পদ্ধতিগত বিধানসমূহ দেওয়ানি কার্যবিধির কোন আদেশে বর্ণিত আছে? ১ নং আদেশ ২ নং আদেশ ১২ নং আদেশ ২০ নং আদেশ সঠিক উত্তর : ২ নং আদেশ ; [আদেশ ২, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : ২ নং আদেশ ; [আদেশ ২, দেওয়ানি কার্যবিধি] 8 / 29 8. কোনো মোকদ্দমা এমনভাবে গঠন করতে হবে যেন — বিরোধীয় বিষয়টি যেন দ্রুত নিষ্পত্তি করা যায় বিরোধীয় বিষয়টি সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা যায় বিকল্প বিরোধ নিষ্পত্তি সহজে করা যায় বিচার্য বিষয় যেন যথাসম্ভব অল্প হয় সঠিক উত্তর : বিরোধীয় বিষয়টি সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা যায় ; [আদেশ ২ : বিধি ১, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : বিরোধীয় বিষয়টি সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা যায় ; [আদেশ ২ : বিধি ১, দেওয়ানি কার্যবিধি] 9 / 29 9. দেওয়ানি কার্যবিধির ২ নং আদেশের বিধানসমূহের প্রধান উদ্দেশ্য হিসেবে নিচের কোনটি সঠিক? একই বিষয় সম্পর্কে যেন অতিরিক্ত মামলা করার প্রয়োজন না পড়ে বিচার্য বিষয় যেন পরবর্তীতে পরিবর্তন করার প্রয়োজন না পড়ে মোকদ্দমায় অতিরিক্ত সংখ্যক বিবাদী যেন যুক্ত করার প্রয়োজন না পড়ে বর্ণিত সবগুলোই সঠিক সঠিক উত্তর : বিচার্য বিষয় যেন পরবর্তীতে পরিবর্তন করার প্রয়োজন না পড়ে ; [আদেশ ২ : বিধি ১, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : বিচার্য বিষয় যেন পরবর্তীতে পরিবর্তন করার প্রয়োজন না পড়ে ; [আদেশ ২ : বিধি ১, দেওয়ানি কার্যবিধি] 10 / 29 10. মোকদ্দমা দায়েরের সাথে সরাসরি সম্পর্কিত আদেশ নিচের কোনটি? আদেশ ৩ আদেশ ৪ আদেশ ৫ আদেশ ৯ সঠিক উত্তর : আদেশ ৪ ; [আদেশ ৪, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : আদেশ ৪ ; [আদেশ ৪, দেওয়ানি কার্যবিধি] 11 / 29 11. Objections as to misjoinder of causes of action - দেওয়ানি কার্যবিধির কোন আদেশের কোন বিধিমতে প্রতিপক্ষ এরূপ আবেদন করতে পারে? আদেশ ১, বিধি ৩ আদেশ ১, বিধি ১০ আদেশ ২, বিধি ৭ আদেশ ৩, বিধি ৭ সঠিক উত্তর : আদেশ ২, বিধি ৭ ; [আদেশ ২ : বিধি ৭, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : আদেশ ২, বিধি ৭ ; [আদেশ ২ : বিধি ৭, দেওয়ানি কার্যবিধি] 12 / 29 12. দু’টি পৃথক মামলায় ভিন্ন দু’জন বাদী একই বিবাদীর বিরুদ্ধে একই সম্পত্তির ব্যাপারে একই স্বত্ব্ দাবি করলে নিচের কোন কার্যক্রম গ্রহণ সঠিক হবে? [জুডি : ২০১৪] দু’টি মামলার বিচার পৃথক পৃথক কোর্টে চলবে দু’টি মামলার একত্রে বিচার চলবে দু’টি মামলার মধ্যে পরের মামলাটি স্থগিত হবে দু’টি মামলার বিচার একই কোর্টে পাশাপাশি চলবে সঠিক উত্তর : দু’টি মামলার একত্রে বিচার চলবে ; [আদেশ ২ : বিধি ৩, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : দু’টি মামলার একত্রে বিচার চলবে ; [আদেশ ২ : বিধি ৩, দেওয়ানি কার্যবিধি] 13 / 29 13. সমন জারির জন্য কোর্ট ফি কখন দাখিল করতে হয়? আরজি দাখিলের আগেই আরজি দাখিলের পরে আরজি দাখিলের সময় মামলার প্রথম শুনানির দিন সঠিক উত্তর : আরজি দাখিলের সময় ; [আদেশ ৪ : বিধি ১, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : আরজি দাখিলের সময় ; [আদেশ ৪ : বিধি ১, দেওয়ানি কার্যবিধি] 14 / 29 14. কোনো মোকদ্দমা দায়ের করতে হয় আরজি পেশের মাধ্যমে - এটি দেওয়ানি কার্যবিধির কোন ধারার বিষয়বস্তু? ২৬ ধারা ২৮ ধারা ৩৪ ধারা ৪৮ ধারা সঠিক উত্তর : ২৬ ধারা ; [ধারা : ২৬, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : ২৬ ধারা ; [ধারা : ২৬, দেওয়ানি কার্যবিধি] 15 / 29 15. দেওয়ানি মোকদ্দমার একজন উকিলের নিয়োগের বলবৎ থাকার প্রশ্নে নিচের কোনটি সঠিক নয়? উকিলের মৃত্যু হলে তার নিয়োগ বলবৎ থাকে না মক্কেলের মৃত্যুতে উকিলের নিয়োগ বলবৎ থাকে মোকদ্দমার কার্য যতক্ষণ না শেষ হয় ততক্ষণ উকিলের নিয়োগ বলবৎ থাকে মক্কেল কর্তৃক নিয়োগ বাতিল করলে উকিলের নিয়োগ বাতিল হয়ে যায় সঠিক উত্তর : মক্কেলের মৃত্যুতে উকিলের নিয়োগ বলবৎ থাকে ; [আদেশ ৩ : বিধি ৪, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : মক্কেলের মৃত্যুতে উকিলের নিয়োগ বলবৎ থাকে ; [আদেশ ৩ : বিধি ৪, দেওয়ানি কার্যবিধি] 16 / 29 16. কোনো আরজি প্রণয়নে দেওয়ানি কার্যবিধির ৬ ও ৭ নং আদেশে বর্ণিত নিয়মাবলী অনুসরণ করা - বাধ্যতামূলক বিবেচনামূলক স্বেচ্ছাধীন নির্দেশনামূলক সঠিক উত্তর : বাধ্যতামূলক ; [আদেশ ৪ : বিধি ১, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : বাধ্যতামূলক ; [আদেশ ৪ : বিধি ১, দেওয়ানি কার্যবিধি] 17 / 29 17. কোনো দেওয়ানি মোকদ্দমায় একজন উকিলকে কোন আদেশের কোন বিধিবলে নিয়োগ দেওয়া হয়? আদেশ ১, বিধি ৩ আদেশ ১, বিধি ১০ আদেশ ২, বিধি ৩ আদেশ ৩, বিধি ৪ সঠিক উত্তর : আদেশ ৩, বিধি ৪ ; [আদেশ ৩ : বিধি ৪, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : আদেশ ৩, বিধি ৪ ; [আদেশ ৩ : বিধি ৪, দেওয়ানি কার্যবিধি] 18 / 29 18. ১০ জন বিবাদীর বিরুদ্ধে সমন জারির জন্য কয় কপি আরজির কপি জমা দিতে হবে? ৫ কপি ১ কপি ১০ কপি ২০ কপি সঠিক উত্তর : ১০ কপি ; [আদেশ ৪ : বিধি ১, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : ১০ কপি ; [আদেশ ৪ : বিধি ১, দেওয়ানি কার্যবিধি] 19 / 29 19. কোনো উকিল ছাড়াই একজন ব্যক্তি নিজেই দেওয়ানি মোকদ্দমার হাজিরা ইত্যাদি চালাতে পারেন Ñ এটি দেওয়ানি কার্যবিধির কোথায় বলা আছে? ২৬ ধারা ৩৫ ধারা আদেশ ৩ ৫ আদেশ সঠিক উত্তর : আদেশ ৩ ; [আদেশ ৩ : বিধি ১, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : আদেশ ৩ ; [আদেশ ৩ : বিধি ১, দেওয়ানি কার্যবিধি] 20 / 29 20. কোনো মোকদ্দমায় হাজিরা ইত্যাদি কয়ভাবে করা যেতে পারে বলে বিধান বর্ণিত আছে দেওয়ানি কার্যবিধিতে? ২ ভাবে ৩ ভাবে ৪ ভাবে ৫ ভাবে সঠিক উত্তর : ৩ ভাবে ; [আদেশ ৩ : বিধি ১, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : ৩ ভাবে ; [আদেশ ৩ : বিধি ১, দেওয়ানি কার্যবিধি] 21 / 29 21. Suit to be commenced by plaint - দেওয়ানি কার্যবিধির কোন বিধির বিধান? ১ নং আদেশের ১ নং বিধি ৪ নং আদেশের ১ নং বিধি ৬ নং আদেশের ১ নং বিধি ৭ নং আদেশের ১ নং বিধি সঠিক উত্তর : ৪ নং আদেশের ১ নং বিধি ; [আদেশ ৪ : বিধি ১, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : ৪ নং আদেশের ১ নং বিধি ; [আদেশ ৪ : বিধি ১, দেওয়ানি কার্যবিধি] 22 / 29 22. দেওয়ানি কার্যবিধির ২৬ ধারার বিষয়বস্তু হিসেবে নিচের কোনটি সঠিক? মোকদ্দমায় অপসংযোগ মোকদ্দমার এখতিয়ার মোকদ্দমা দায়ের মোকদ্দমার নিষ্পত্তি সঠিক উত্তর : মোকদ্দমা দায়ের ; [ধারা : ২৬, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : মোকদ্দমা দায়ের ; [ধারা : ২৬, দেওয়ানি কার্যবিধি] 23 / 29 23. কোনো মোকদ্দমায় কোনো উকিল নিয়োগ সম্পর্কে নিচের কোনটি সঠিক? উকিলের নিয়োগ পক্ষগণ কর্তৃক মৌখিকভাবে করা যায় উকিলের নিয়োগ পক্ষগণ কর্তৃক লিখিতভাবে করা যায় উকিলের নিয়োগ পক্ষগণ কর্তৃক লিখিত ও স্বাক্ষরিত নিয়োগপত্র দ্বারা করা যায় বর্ণিত প্রতিটির যেকোনো পদ্ধতি প্রয়োগ করে করা যায় সঠিক উত্তর : উকিলের নিয়োগ পক্ষগণ কর্তৃক লিখিত ও স্বাক্ষরিত নিয়োগপত্র দ্বারা করা যায় ; [আদেশ ৩ : বিধি ৪, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : উকিলের নিয়োগ পক্ষগণ কর্তৃক লিখিত ও স্বাক্ষরিত নিয়োগপত্র দ্বারা করা যায় ; [আদেশ ৩ : বিধি ৪, দেওয়ানি কার্যবিধি] 24 / 29 24. Register of suits এর সংজ্ঞা দেওয়ানি কার্যবিধির কোথায় বর্ণিত আছে? ২ ধারায় ২৬ ধারায় ৪ নং আদেশে ১৭ নং আদেশে সঠিক উত্তর : ৪ নং আদেশে ; [আদেশ ৪ : বিধি ২, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : ৪ নং আদেশে ; [আদেশ ৪ : বিধি ২, দেওয়ানি কার্যবিধি] 25 / 29 25. দেওয়ানি মামলার রেজিস্টার কোন সময়কাল ধরে রক্ষিত হয় বা ক্রমিক নম্বর দেওয়া হয়? পুরো সালের হিসেব ধরে প্রতি মাসের হিসেবে ষান্মাসিক হিসেবে এক বছরের জুলাই থেকে পরের বছরের জুন পর্যন্ত সময় ধরে সঠিক উত্তর : পুরো সালের হিসেব ধরে ; [আদেশ ৪ : বিধি ২, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : পুরো সালের হিসেব ধরে ; [আদেশ ৪ : বিধি ২, দেওয়ানি কার্যবিধি] 26 / 29 26. কোনো দেওয়ানি মোকদ্দমা দায়ের করতে হয় - জবাব পেশের মাধ্যমে দরখাস্ত প্রদানের মাধ্যমে আরজি পেশের মাধ্যমে হলফনামার মাধ্যমে সঠিক উত্তর : আরজি পেশের মাধ্যমে ; [ধারা : ২৬, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : আরজি পেশের মাধ্যমে ; [ধারা : ২৬, দেওয়ানি কার্যবিধি] 27 / 29 27. বিবাদীর প্রতি সমন জারির জন্য নিচের কোনটি দিতে হয়? প্লিডিংস এর কপি জবাবের কপি ওকালতনামা আরজির কপি সঠিক উত্তর : আরজির কপি ; [আদেশ ৪ : বিধি ১, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : আরজির কপি ; [আদেশ ৪ : বিধি ১, দেওয়ানি কার্যবিধি] 28 / 29 28. প্রতিটি মামলা দাখিল করতে হয় আরজি দাখিলের মাধ্যমে - নিচে বর্ণিত কোন ধারা বা আদেশে উল্লেখ আছে? ৪ নং আদেশে ৯ নং আদেশে ২৫ ধারায় বর্ণিত কোনোটিই সঠিক নয় সঠিক উত্তর : ৪ নং আদেশে ; [আদেশ ৪, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : ৪ নং আদেশে ; [আদেশ ৪, দেওয়ানি কার্যবিধি] 29 / 29 29. Every plaint shall comply with the rules contained in Orders ....... , so far as they are applicable. - শুণ্যস্থানে কী বসবে? IV and VII V and VI VI and VII VII and VIII সঠিক উত্তর : VI and VII ; [আদেশ ৪ : বিধি ১, দেওয়ানি কার্যবিধি] সঠিক উত্তর : VI and VII ; [আদেশ ৪ : বিধি ১, দেওয়ানি কার্যবিধি] Your score is Facebook 0% Restart quiz