আইনকানুন একাডেমি

/31
9

CPC [Order 1] - Advanced Exam

এখানে দেওয়ানি কার্যবিধির ১ নং আদেশ নিয়ে অ্যাডভান্সড লেভেলের এমসিকিউ টেস্ট আছে। সংশ্লিষ্ট ধারাগুলো পড়ে নিয়ে এটি অনুশীলন করুন।

এখানে আপনার নাম ও ফোন নাম্বার লিখুন। ইমেইলটি লেখা বাধ্যতামূলক নয়; তবে, ইমেইল এড্রেস দিলে আপনার ইমেইলে বিস্তারিত ফলাফল চলে যাবে।

1 / 31

1. কোনো মোকদ্দমায় Necessary Party বলতে নিচের কোনটি বোঝায়?

2 / 31

2. বহু সংখ্যক লোকের একই রূপ স্বার্থ নিহিত থাকে - এমন ধরণের মোকদ্দমায় কেউ বাদী বা বিবাদী হিসেবে যুক্ত হতে চাইলে দেওয়ানি কার্যবিধি অনুসারে তার করণীয় হিসেবে নিচের কোনটি সঠিক?

3 / 31

3. প্রতিনিধিত্বমূলক মোকদ্দমায় অন্যান্য বহুসংখ্যক বিবাদীকে ব্যক্তিগতভাবে নোটিশ পাঠানো যদি যুক্তিসিদ্ধভাবে বাস্তবসম্মত না হয়, তাহলে নিচের কোন পদ্ধতি দ্বারা তা প্রয়োগ করা কর্তব্য?

4 / 31

4. Mis-joinder of parties Ges Non-joinder of parties এর সংজ্ঞা দেওয়ানি কার্যবিধির কোথায় উল্লেখ আছে?

5 / 31

5. মামলায় পক্ষের অসংযোগ বা অপসংযোগ দোষে মামলা ......। [বার : ২০২০]

6 / 31

6. আদালত কখন মোকদ্দমায় কোনো পক্ষকে বাদ দিতে বা সংযুক্ত করতে আদেশ দিতে পারে?

7 / 31

7. Who may be joined as defendants - এটি দেওয়ানি কার্যবিধির কোন বিধির বিধান?

8 / 31

8. একাধিক ব্যক্তিকে কখন বাদী হিসেবে মোকদ্দমার পক্ষভুক্ত করা যেতে পারে?

9 / 31

9. বিবাদী নতুনভাবে সংযোজন করতে হলে নিচের কোনটি সংশোধন করতে হয়?

10 / 31

10. প্রতিনিধিত্মমূলক মোকদ্দমা বলতে নিচের কোনটি বোঝায়?

11 / 31

11. একাধিক বাদী বা বিবাদীদের মধ্যে সবার মধ্যে একজনের উপস্থিতিতে মোকদ্দমা পরিচালনার প্রয়োজনে নিচের কোনটি বাধ্যতামূলক?

12 / 31

12. মামলায় পক্ষের অপসংযোগ কাকে বলে?

13 / 31

13. ভুল বাদীর নামে মামলা হলে কী কী পদ্ধতি অবলম্বন করতে হবে সে সম্পর্কে দেওয়ানি কার্যবিধির কোথায় বর্ণনা আছে?

14 / 31

14. একাধিক ব্যক্তিকে কখন বিবাদী হিসেবে মোকদ্দমার পক্ষভুক্ত করা যেতে পারে?

15 / 31

15. আদালত এক বা একাধিক যুগ্ম পক্ষের অনুকূলে বা প্রতিকূলে রায় দিতে পারেন দেওয়ানি কার্যবিধির কোন আদেশের কোন বিধিবলে?

16 / 31

16. One person may sue or defend on behalf of all in same interest - এই বিধান দেওয়ানি কার্যবিধির কোথায় বর্ণিত আছে?

17 / 31

17. Parties to suits সম্পর্কে পদ্ধতিগত বিধানসমূহ দেওয়ানি কার্যবিধির কোন আদেশে বর্ণিত আছে?

18 / 31

18. Non-joinder of parties কাকে বলে?

19 / 31

19. The Code of Civil Procedure, 1908 এর কোন আদেশ বলে মোকদ্দমায় পক্ষভুক্ত হওয়া যায়? [বার : ২০২২]

20 / 31

20. The Code of Civil Procedure, 1908 এ ‘প্রতিনিধিত্বমূলক মোকদ্দমা’ দায়েরের ধারণা পাওয়া যায় .... এ [বার : ২০২২]

21 / 31

21. It shall .......... that every defendant shall be interested as to all the relief claimed in any suit against him. দেওয়ানি কার্যবিধি অনুসারে শুণ্যস্থানে কী বসবে?

22 / 31

22. মামলায় পক্ষের অসংযোগ কাকে বলে?

23 / 31

23. প্রতিনিধিত্বমূলক মোকদ্দমায় অন্যান্য বহুসংখ্যক বিবাদীকে নোটিশ পাঠানোর খরচ কে প্রদান করবেন?

24 / 31

24. প্রতিনিধিত্বমূলক মোকদ্দমা’ এর বিধান The Code of Civil Procedure, 1908 এর Order 1 এর কোন বিধিতে উল্লেখ আছে? [বার : ২০২৩]

25 / 31

25. দেওয়ানি কার্যবিধির কত আদেশে প্রতিনিধিত্বমূলক মোকদ্দমার উল্লেখ আছে? [বার : ২০১৭]

26 / 31

26. No suit shall be defeated by reason of the misjoinder or nonjoinder of parties - এই নীতিমূলক বিধানটি দেওয়ানি কার্যবিধির কোথায় বর্ণিত আছে?

27 / 31

27. Where defendant added, plaint to be amended - এটি দেওয়ানি কার্যবিধির কোন আদেশের কোন বিধির বিধান?

28 / 31

28. Who may be joined as plaintiffs - এটি দেওয়ানি কার্যবিধির কোন বিধির বিধান?

29 / 31

29. কোনো দেওয়ানি মোকদ্দমায় মোকদ্দমার বাদী বা বিবাদীর অপসংযোগ বা অসংযোগ সম্পর্কে প্রতিপক্ষ আপত্তি জানানোর জন্য আবেদন করবেন কোন বিধি অনুযায়ী?

30 / 31

30. Mis-joinder of parties কাকে বলে?

31 / 31

31. বিবাদীরূপে নতুনভাবে যুক্ত হওয়া ব্যক্তির বিরুদ্ধে কখন থেকে আইনগত কার্যক্রম আরম্ভ হয়েছে বলে গণ্য করতে হবে?

Your score is

0%