আইনকানুন একাডেমি

/89
19

BBC [Rule & Etiquette] - Advanced Exam

এখানে বার কাউন্সিল রুলস এবং আচরণবিধি নিয়ে অ্যাডভান্সড লেভেলের এমসিকিউ টেস্ট আছে। সংশ্লিষ্ট ধারাগুলো পড়ে নিয়ে এটি অনুশীলন করুন।

এখানে আপনার নাম ও ফোন নাম্বার লিখুন। ইমেইলটি লেখা বাধ্যতামূলক নয়; তবে, ইমেইল এড্রেস দিলে আপনার ইমেইলে বিস্তারিত ফলাফল চলে যাবে।

1 / 89

1. একজন অ্যাডভোকেটকে হাইকোর্ট বিভাগে আইন ব্যবসা করার অনুমতি প্রাপ্তির জন্য অধস্তন আদালতে অন্যূন কত বৎসর আইন ব্যবসা করতে হবে? [বার : ২০১৩]

2 / 89

2. বার কাউন্সিল নির্বাচনের জন্য গঠিত ইলেকশন ট্রাইবুনালের চেয়ারম্যান হবে-

3 / 89

3. বার কাউন্সিল রুলস এর কত বিধিতে আইনজীবীর শপথ সংক্রান্ত বিধান করা হয়েছে?

4 / 89

4. বার কাউন্সিল এর নির্বাচনে অংশগ্রহনের জন্য মনোনয়ন পত্র দাখিল করতে হবে-

5 / 89

5. বার কাউন্সিলের নির্বাচনের জন্য গঠিত ইলেকশন ট্রাইবুনালের সদস্য সংখ্যা কত?

6 / 89

6. একজন অ্যাডভোকেট এর বিরুদ্ধে অভিযোগকারীকে পিটিশন ফি বাবদ কত টাকা বার কাউন্সিলকে জমা দিতে হয়?

7 / 89

7. কোনো একজন আইনজীবী সর্বোচ্চ কতজন শিক্ষানবিশ রাখতে পারবেন?

8 / 89

8. আইনজীবী হিসেবে তালিকাভূক্তির পরীক্ষা পদ্ধতি সংক্রান্ত বিধান করা হয়েছে বার কাউন্সিল রুলস এর কত বিধিতে?

9 / 89

9. একজন অ্যাডভোকেটের মামলা পরিচালনার দায়িত্ব অন্য কোনো অ্যাডভোকেটকে অর্পণ করবে, যদি তাকে মক্কেলের পক্ষে সাক্ষ্য প্রদান করতে হয়- [বার : ২০১৩]

10 / 89

10. নির্বাচনী প্রস্তাব যাচাই বাছাই ও নির্বাচনী তারিখের মধ্যে কত দিনের বিরতি থাকবে?

11 / 89

11. নির্বাচনী ফলাফল প্রকাশের কতদিনের মধ্যে কোনো প্রার্থীর নির্বাচনে প্রতিদ্বন্ধিতা চ্যালেঞ্জ করে আবেদন করা যায়?

12 / 89

12. নিম্নলিখিত কোন ক্ষেত্রে নিম্ন আদালতে ১ বছর প্রাকটিস করার পরে হাইকোর্ট পারমিশন পরীক্ষায় অংশগ্রহণ করা যায়?

13 / 89

13. বার কাউন্সিলের চেয়ারম্যান বা সেক্রেটারি সভা আহবান করতে বাধ্য হবে যদি-

14 / 89

14. বার কাউন্সিলের নির্বাচনের জন্য কমপক্ষে ..... দিন পূর্বে নির্বাচন সূচি প্রকাশের বাধ্যবাধকতা রয়েছে। [বার : ২০২০]

15 / 89

15. বার কাউন্সিলের নির্বাচনের জন্য যদি সাধারণ আসনের জন্য বৈধ প্রস্তাব যদি ........ অধিক না হয় তাহলে চেয়ারম্যান প্রার্থীদেরকে নির্বাচিত ঘোষণা করতে পারে

16 / 89

16. বার কাউন্সিল নির্বাচনের নূন্যতম কতদিন পূর্বে বার কাউন্সিল এর সদস্যদের নির্বাচনী প্রোগ্রাম প্রকাশ করা হয়?

17 / 89

17. বার কাউন্সিলের নির্বাচনের মনোনয়নপত্র সমূহ যাচাইবাছাই করে তা গ্রহণ বা বর্জন করতে পারে-

18 / 89

18. কোনো অ্যাডভোকেট বার কাউন্সিলের সদস্য পদে থাকবে না উপযুর্পরি— [বার : ২০১৫]

19 / 89

19. আইনজীবী হিসেবে নিবন্ধনের জন্য রেজিস্ট্রেশনের মেয়াদ থাকবে-

20 / 89

20. বার কাউন্সিল নির্বাচন প্রোগ্রাম প্রকাশ করেন -

21 / 89

21. বার কাউন্সিলের কমিটির সভার জন্য নূন্যতম কতদিনের নোটিশ দিতে হবে?

22 / 89

22. অ্যাডভোকেট সনদের জন্য আবেদনকারীর Pupilage Dairy— তে অন্যূন কয়টি দেওয়ানি মামলার নোট থাকতে হবে- [বার : ২০১২]

23 / 89

23. ‘কোনো আইনজীবী সরকারি পদে থাকাকালে কোনো কাজ করলে অবসর গ্রহণের পর একই বিষয়ে নিজেকে নিযুক্ত করতে পারেননা।’ — এটি কার প্রতি একজন আইনজীবীর আচরণ হওয়া উচিত? [বার : ২০২৩]

24 / 89

24. বার কাউন্সিলের সাধারণ সভা আহ্বান করবে-

25 / 89

25. বার কাউন্সিলের নির্বাচনের ক্ষেত্রে প্রত্যেক ভোটারের ভোট থাকবে-

26 / 89

26. যদি কোনো ব্যক্তি আইনজীবী হিসেবে নিবন্ধনের আবেদনে ইচ্ছাকৃতভাবে মিথ্যা তথ্য বা বিবৃতি দিয়ে থাকে তাহলে সে আইনজীবী হতে অযোগ্য হবে কত বছরের জন্য?

27 / 89

27. বার কাউন্সিল ট্রাইবুনালের সকল সদস্য প্রতিদিন ট্রাইবুনালে হাজিরার জন্য ভাতা পাবেন-

28 / 89

28. বার কাউন্সিলে অ্যাডভোকেট হিসেবে তালিকাভূক্তির ফি কত?

29 / 89

29. বার কাউন্সিলের সভা পরিচালনা করবেন-

30 / 89

30. নির্ধারিত সময়ের মধ্যে বার কাউন্সিলের বার্ষিক ফি জমা দিতে ব্যর্থ হলে প্রতি মাসের জন্য বিলম্ব ফি হবে-

31 / 89

31. বার কাউন্সিলের ভাইস-চেয়ারম্যান নির্বাচন অনুষ্ঠিত হবে-

32 / 89

32. নিম্নের কোন আচরণ একজন আইনজীবীর পেশাগত সদাচরণের লংঘন? [বার : ২০২০]

33 / 89

33. বার কাউন্সিলের সভার জন্য কতদিনের নোটিশের প্রয়োজন?

34 / 89

34. বার কাউন্সিলের রিলিফ কমিটিতে সর্বোচ্চ সদস্য সংখ্যা হবে-

35 / 89

35. আইনজীবী সনদের জন্য কোনো আবেদনকারীর Pupilage diary তে অনূন্য কয়টি দেওয়ানী মামলার নোট থাকতে হবে?

36 / 89

36. বার কাউন্সিলের হিউম্যান রাইটস এন্ড লিগ্যাল এইড কমিটির সদস্য সংখ্যা কত?

37 / 89

37. বার কাউন্সিল নির্বাচনের একজন প্রার্থী কার সম্মুখে তার মনোনয়ন প্রত্যাহার করতে পারেন?

38 / 89

38. বার কাউন্সিলের ভাইস—চেয়ারম্যান এর দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে বার কাউন্সিল রুলস এর কত বিধিতে বিধান রয়েছে?

39 / 89

39. একজন বার কাউন্সিল সদস্যের পদ শূন্য হয় না ....। [বার : ২০২০]

40 / 89

40. বার কাউন্সিলের নির্বাচনের জন্য গঠিত ইলেকশন ট্রাইবুনালে বার কাউন্সিল মনোনীত সদস্য কতজন?

41 / 89

41. একজন আইনজীবীর ফি নির্ধারণের ক্ষেত্রে নিম্নের কোনটি বিবেচ্য বিষয় নয়? [বার : ২০২০]

42 / 89

42. বার কাউন্সিলের নির্বাচনের জন্য কমপক্ষে কতদিন পূর্বে নির্বাচনসূচী প্রকাশের বাধ্যবাধকতা রয়েছে?

43 / 89

43. সাধারণ আসনের জন্য প্রত্যেক ভোটারের কয়টি ভোট থাকে?

44 / 89

44. আইনজীবী হিসেবে তালিকাভূক্তির আবেদনকারী ব্যক্তিকে এমন একজন আইনজীবীর অধিনে শিক্ষানবিস কাল অতিক্রম করতে হবে, যিনি আইনজীবী হিসেবে কর্মরত আছেন কমপক্ষে-

45 / 89

45. বার কাউন্সিলে কোনো অ্যাডভোকেটের বিরুদ্ধে দাখিলকৃত অভিযোগপত্রের সাথে প্রদত্ত ফি এর পরিমাণ হবে — [বার : ২০১৭]

46 / 89

46. শিক্ষানবিশ চুক্তিপত্র বার কাউন্সিলের সচিবের নিকট জমা দিতে হবে তা সম্পাদনের কত দিনের মধ্যে?

47 / 89

47. বার কাউন্সিল নির্বাচনের মনোনয়ন ফি কত?

48 / 89

48. যদি কোনো ব্যক্তি শিক্ষানবিশ চুক্তিপত্রে মিথ্যা বিবৃতি প্রদান করে বা মিথ্যা সার্টিফিকেট প্রদান করে, তাহলে উক্ত শিক্ষানবিশ -

49 / 89

49. আদালতের কর্ম—সময়ের পর যেকোনো জরুরি বিরোধীর বিষয় সম্পর্কে সংশ্লিষ্ট আদালতের বিচারকের সাথে একজন নিযুক্তির অ্যাডভোকেটের যোগাযোগ করার উপযুক্ত পন্থা হলো- [বার : ২০১৩]

50 / 89

50. বার কাউন্সিলের ভোটার তালিকা ভোট গ্রহণের কতদিন পূর্বে প্রকাশ করতে হবে?

51 / 89

51. বার কাউন্সিল এর সভার ক্ষেত্রে কোরাম হয় কতজন সদস্যে?

52 / 89

52. বার কাউন্সিলের প্রথম সভা কাউন্সিল এর মেয়াদ শুরু হওয়ার কতদিনের মধ্যে করতে হবে?

53 / 89

53. বার কাউন্সিল রুলস এর ৭৫এ বিধিতে কয়টি কমিটির কথা উল্লেখ আছে?

54 / 89

54. কেবল অপরপক্ষকে হয়রানির লক্ষ্যে কোনো পক্ষ একটি দেওয়ানি মামলা করতে ইচ্ছুক। এক্ষেত্রে একজন অ্যাডভোকেট— [বার : ২০১৩]

55 / 89

55. আইনজীবীগণের জেষ্ঠ্যতা সম্পর্কিত যাবতীয় বিষয় নির্ধারণ করবে-

56 / 89

56. একজন আইনজীবীর জন্য নিচের কোন কাজটি আচরণ বিধির লংঘন? [বার : ২০২২]

57 / 89

57. যদি কোনো প্রার্থী তালিকাভুক্তির দরখাস্তে ইচ্ছাকৃতভাবে মিথ্যা তথ্য প্রদান করে, তিনি তালিকাভুক্তির অযোগ্য হবেন - [বার : ২০১৩]

58 / 89

58. “An Advocate shall not represent conflicting interests.” এটি .... এর প্রতি একজন আইনজীবীর আচরণ সম্পর্কিত নীতি। [বার : ২০২২]

59 / 89

59. কোনো মামলায় যেকোনো পক্ষে একের অধিক অ্যাডভোকেট নিযুক্ত থাকলে, মামলা পরিচালনার অধিকার থাকবে— [বার : ২০১৩]

60 / 89

60. বাংলাদেশ সুপ্রীমকোর্টে আইনজীবী হিসেবে তালিকাভূক্ত হওয়ার জন্য নিম্ন আদালতে আইনচর্চার অভিজ্ঞতা থাকতে হবে নূন্যতম-

61 / 89

61. গ্রুপভিত্তিক আসনের ক্ষেত্রে একজন ভোটারের কয়টি ভোট থাকে?

62 / 89

62. হাইকোর্ট বিভাগে প্রাকটিস করার জন্য নিম্নলিখিত কোন ক্ষেত্রে হাইকোর্ট পারমিশনের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করা প্রয়োজনীয় না?

63 / 89

63. একজন পাবলিক প্রসিকিউটরের প্রাথমিক দায়িত্ব হলো- [বার : ২০১৩]

64 / 89

64. একজন প্রার্থী তার প্রার্থীতা চেয়ারম্যান কতৃর্ক প্রস্তাব সমীক্ষার কতদিন পূর্বে প্রত্যাহার করতে পারে?

65 / 89

65. বার কাউন্সিল নির্বাচনের এলাকা ও স্থান নির্ধারণ করবেন-

66 / 89

66. বার কাউন্সিলের মেয়াদ শুরুর তারিখ থেকে হিসাব করে ১ম সভা অনুষ্ঠিত হবে – [বার : ২০১৩]

67 / 89

67. নিম্নের কোন আচরণ একজন আইনজীবীর পেশাগত সদাচরণের লংঘন-

68 / 89

68. ন্যূনতম কত বছরের অভিজ্ঞতা থাকলে একজন অ্যাডভোকেট কোনো সনদ প্রার্থীকে নবিশ হিসেবে গ্রহণ করতে পারেন? [বার : ২০১২]

69 / 89

69. শিক্ষানবিশ চুক্তিপত্র কার নিকট দাখিল করতে হয়?

70 / 89

70. একটি সম্পত্তির নিলাম বিক্রয়ের কার্যক্রম একজন অ্যাডভোকেট কোনো পক্ষকে প্রতিনিধিত্ব করলে তিনি- [বার : ২০১৩]

71 / 89

71. চেয়ারম্যান কর্তৃক বার কাউন্সিলের নির্বাচনী তফসিল প্রকাশ করতে হবে অনুষ্ঠিতব্য নির্বাচনের কমপক্ষে - [বার : ২০১৩]

72 / 89

72. বার কাউন্সিলের ল রিফর্ম কমিটির সদস্য সংখ্যা কত?

73 / 89

73. বার কাউন্সিলের সদস্যদের গ্রুপভিত্তিক আসনে নির্বাচনের জন্য সমগ্র বাংলাদেশের স্থানীয় বার এসোসিয়েশন সমূহকে কয়ভাগে ভাগ করা হয়?

74 / 89

74. শিক্ষানবিশ ডায়েরিতে সর্বমোট কতটি মামলার উল্লেখ থাকতে হবে?

75 / 89

75. হাইকোর্ট বিভাগে পারমিশন পরীক্ষা্য় অংশগ্রহণের জন্য দাখিলকৃত আবেদনের সাথে কয়টি মামলার তালিকা জমা দিতে হয়?

76 / 89

76. কোনো একজন ব্যক্তিকে আইনজীবী হিসেবে তালিকাভূক্ত হওয়ার পূর্বে কতদিন শিক্ষানবিশ কাল অতিক্রম করতে হয়?

77 / 89

77. একজন আইনজীবী কোনো মামলায় তার মক্কেলের জন্য আনুষ্ঠানিক বিষয় ব্যতীত অন্য কোনো বিষয়ে সাক্ষী হলে তিনি মামলাটি(র) ............। [বার : ২০২৩]

78 / 89

78. বার কাউন্সিলের চেয়ারম্যানের অনুপস্থিতিতে সভা পরিচালনা করবেন-

79 / 89

79. আইনজীবী হিসেবে তালিকাভূক্তির পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন এর মেয়াদ হবে-

80 / 89

80. বার কাউন্সিল ট্রাইবুনালের সচিব হবেন-

81 / 89

81. বার কাউন্সিল নির্বাচনে অংশগ্রহণের জন্য কতজন ভোটারের দ্বারা প্রস্তাবিত ফরম জমা দিতে হয়?

82 / 89

82. বার কাউন্সিলে কোনো অ্যাডভোকেটের বিরুদ্ধে দাখিলকৃত অভিযোগপত্রের সাথে প্রদত্ত ফি এর পরিমাণ হবে- [বার : ২০১৩]

83 / 89

83. ‘Clients, not Advocates, are the litigants.’ ’ এটি .... এর প্রতি একজন আইনজীবীর আচরণের সাথে সম্পর্কিত। [বার : ২০২২]

84 / 89

84. নির্বাচনী প্রস্তাব জমা এবং যাচাই বাছায় এর মধ্যে কত দিনের বিরতি থাকবে?

85 / 89

85. একজন পাবলিক প্রসিকিউর এর প্রাথমিক দায়িত্ব কী? [বার : ২০২৩]

86 / 89

86. আইনজীবী সনদের জন্য কোনো আবেদনকারীর Pupilage diary তে অনূন্য কয়টি ফৌজদারী মামলার নোট থাকতে হবে?

87 / 89

87. বার কাউন্সিলের চেয়ারম্যানের কাজ সম্পর্কে বার কাউন্সিল রুলস এর কত বিধিতে বিধান রয়েছে?

88 / 89

88. বার কাউন্সিলের সচিব এর দায়িত্ব ও কর্তব্য সংক্রান্ত বিষয়ে বার কাউন্সিল রুলস এর কত বিধিতে বিধান রয়েছে?

89 / 89

89. হাইকোর্ট বিভাগে প্রাকটিস করার জন্য ফি জমা দিতে হবে কত?

Your score is

0%