/89 22 BBC [Rule & Etiquette] - Advanced Exam এখানে বার কাউন্সিল রুলস এবং আচরণবিধি নিয়ে অ্যাডভান্সড লেভেলের এমসিকিউ টেস্ট আছে। সংশ্লিষ্ট ধারাগুলো পড়ে নিয়ে এটি অনুশীলন করুন। এখানে আপনার নাম ও ফোন নাম্বার লিখুন। ইমেইলটি লেখা বাধ্যতামূলক নয়; তবে, ইমেইল এড্রেস দিলে আপনার ইমেইলে বিস্তারিত ফলাফল চলে যাবে। 1 / 89 1. বার কাউন্সিলের মেয়াদ শুরুর তারিখ থেকে হিসাব করে ১ম সভা অনুষ্ঠিত হবে – [বার : ২০১৩] ৬ মাসের মধ্যে ৩ মাসের মধ্যে ২ মাসের মধ্যে ১ মাসের মধ্যে সঠিক উত্তর : ১ মাসের মধ্যে ; [বিধি : ২৮, বিবিসি রুলস] সঠিক উত্তর : ১ মাসের মধ্যে ; [বিধি : ২৮, বিবিসি রুলস] 2 / 89 2. আইনজীবী হিসেবে তালিকাভূক্তির আবেদনকারী ব্যক্তিকে এমন একজন আইনজীবীর অধিনে শিক্ষানবিস কাল অতিক্রম করতে হবে, যিনি আইনজীবী হিসেবে কর্মরত আছেন কমপক্ষে- ৬ মাস ৬ বছর ১০ বছর ১২ বছর সঠিক উত্তর : ১০ বছর ; [বিধি: ৬০, বিবিসি রুলস] সঠিক উত্তর : ১০ বছর ; [বিধি: ৬০, বিবিসি রুলস] 3 / 89 3. বার কাউন্সিলের নির্বাচনের জন্য কমপক্ষে ..... দিন পূর্বে নির্বাচন সূচি প্রকাশের বাধ্যবাধকতা রয়েছে। [বার : ২০২০] ১৫ ৩০ ৪৫ ৬০ সঠিক উত্তর : ৪৫ ; [বিধি : ৩, বিবিসি রুলস] সঠিক উত্তর : ৪৫ ; [বিধি : ৩, বিবিসি রুলস] 4 / 89 4. বার কাউন্সিল নির্বাচনের মনোনয়ন ফি কত? ৫০০ টাকা ৫০০০ টাকা ১০০০ টাকা ১০০০০ টাকা সঠিক উত্তর : ১০০০ টাকা ; [বিধি: ৫, বিবিসি রুলস] সঠিক উত্তর : ১০০০ টাকা ; [বিধি: ৫, বিবিসি রুলস] 5 / 89 5. নিম্নলিখিত কোন ক্ষেত্রে নিম্ন আদালতে ১ বছর প্রাকটিস করার পরে হাইকোর্ট পারমিশন পরীক্ষায় অংশগ্রহণ করা যায়? ইংল্যান্ডের বারে তালিকাভূক্ত হয়েছে এমন অ্যাডভোকেট হলে সুপ্রীম কোর্টের কোন সিনিয়র অ্যাডভোকেটের অধীনে ১ বছর প্রকটিস করলে বিচারিক পদে সর্বনিম্ন ৩ বছর কর্মরত থাকলে ক ও খ উভয়ই সঠিক উত্তর : ক ও খ উভয়ই ; [বিধি: ৬৫এ, বিবিসি রুলস] সঠিক উত্তর : ক ও খ উভয়ই ; [বিধি: ৬৫এ, বিবিসি রুলস] 6 / 89 6. কোনো অ্যাডভোকেট বার কাউন্সিলের সদস্য পদে থাকবে না উপযুর্পরি— [বার : ২০১৫] ২ বারের বেশি ৩ বারের বেশি ৪ বারের বেশি ৫ বারের বেশি সঠিক উত্তর : ২ বারের বেশি ; [অনুচ্ছেদ : ৫এ, বিবিসি অর্ডার] সঠিক উত্তর : ২ বারের বেশি ; [অনুচ্ছেদ : ৫এ, বিবিসি অর্ডার] 7 / 89 7. বার কাউন্সিল ট্রাইবুনালের সকল সদস্য প্রতিদিন ট্রাইবুনালে হাজিরার জন্য ভাতা পাবেন- ১০০০ টাকা ৪০০ টাকা ৫০০ টাকা ৮০০ টাকা সঠিক উত্তর : ৫০০ টাকা ; [বিধি: ৮৯এ, বিবিসি রুলস] সঠিক উত্তর : ৫০০ টাকা ; [বিধি: ৮৯এ, বিবিসি রুলস] 8 / 89 8. বার কাউন্সিলের ভাইস—চেয়ারম্যান এর দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে বার কাউন্সিল রুলস এর কত বিধিতে বিধান রয়েছে? ৩৩ বিধি ৪৩ বিধি ৫৩ বিধি ৫৪ বিধি সঠিক উত্তর : ৫৪ বিধি ; [বিধি: ৫৪, বিবিসি রুলস] সঠিক উত্তর : ৫৪ বিধি ; [বিধি: ৫৪, বিবিসি রুলস] 9 / 89 9. চেয়ারম্যান কর্তৃক বার কাউন্সিলের নির্বাচনী তফসিল প্রকাশ করতে হবে অনুষ্ঠিতব্য নির্বাচনের কমপক্ষে - [বার : ২০১৩] ১৫ দিনের পূর্বে ৩০ দিনের পূর্বে ৪৫ দিন পূর্বে ৬০ দিন পূর্বে সঠিক উত্তর : ৪৫ দিন পূর্বে ; [বিধি : ৩, বিবিসি রুলস] সঠিক উত্তর : ৪৫ দিন পূর্বে ; [বিধি : ৩, বিবিসি রুলস] 10 / 89 10. বার কাউন্সিলের চেয়ারম্যানের কাজ সম্পর্কে বার কাউন্সিল রুলস এর কত বিধিতে বিধান রয়েছে? ৩৩ বিধি ৪৩ বিধি ৫৩ বিধি ৫৬ বিধি সঠিক উত্তর : ৫৩ বিধি ; [বিধি: ৫৩, বিবিসি রুলস] সঠিক উত্তর : ৫৩ বিধি ; [বিধি: ৫৩, বিবিসি রুলস] 11 / 89 11. বার কাউন্সিলের রিলিফ কমিটিতে সর্বোচ্চ সদস্য সংখ্যা হবে- ৫ জন ৮ জন ৩ জন ১০ জন সঠিক উত্তর : ৫ জন ; [বিধি: ৭৫এ, বিবিসি রুলস] সঠিক উত্তর : ৫ জন ; [বিধি: ৭৫এ, বিবিসি রুলস] 12 / 89 12. বার কাউন্সিলের ভাইস-চেয়ারম্যান নির্বাচন অনুষ্ঠিত হবে- কাউন্সিল গঠনের পরে প্রথম সভায় কাউন্সিল গঠনের পরে প্রথম ৩টি সভার যেকোনো একটিতে কাউন্সিল নির্বাচনের সাথেই হবে উপরের কোনোটিই নয় সঠিক উত্তর : কাউন্সিল গঠনের পরে প্রথম সভায় ; [বিধি: ৫২, বিবিসি রুলস] সঠিক উত্তর : কাউন্সিল গঠনের পরে প্রথম সভায় ; [বিধি: ৫২, বিবিসি রুলস] 13 / 89 13. একজন অ্যাডভোকেটকে হাইকোর্ট বিভাগে আইন ব্যবসা করার অনুমতি প্রাপ্তির জন্য অধস্তন আদালতে অন্যূন কত বৎসর আইন ব্যবসা করতে হবে? [বার : ২০১৩] ৬ মাস ১ বৎসর ২ বৎসর ৩ বৎসর সঠিক উত্তর : ২ বৎসর ; [বিধি : ৬৫এ, বিবিসি রুলস] সঠিক উত্তর : ২ বৎসর ; [বিধি : ৬৫এ, বিবিসি রুলস] 14 / 89 14. একজন আইনজীবীর জন্য নিচের কোন কাজটি আচরণ বিধির লংঘন? [বার : ২০২২] মামলা পরিচালনার দায়িত্ব গ্রহণে সম্মত না হওয়া নিজে অপরাগ হলে অন্য কোনো সন্তোষজনক ব্যবস্থাপনায় শুনানি সম্পন্ন করা আইন পেশার পাশাপাশি আরেকটি ব্যবসা করা ফি নির্ধারণের ক্ষেত্রে সময় ও শ্রমকে বিবেচনায় নেওয়া সঠিক উত্তর : আইন পেশার পাশাপাশি আরেকটি ব্যবসা করা ; [চ্যাপ্টার ৪ : আচরণবিধি] সঠিক উত্তর : আইন পেশার পাশাপাশি আরেকটি ব্যবসা করা ; [চ্যাপ্টার ৪ : আচরণবিধি] 15 / 89 15. বার কাউন্সিল এর সভার ক্ষেত্রে কোরাম হয় কতজন সদস্যে? ৭ জন এক-তৃতীয়াংশ সদস্য অর্ধেক ৫ জন সঠিক উত্তর : ৫ জন ; [বিধি: ৩৩, বিবিসি রুলস] সঠিক উত্তর : ৫ জন ; [বিধি: ৩৩, বিবিসি রুলস] 16 / 89 16. হাইকোর্ট বিভাগে প্রাকটিস করার জন্য ফি জমা দিতে হবে কত? ৫০০০ টাকা ২০০০ টাকা ১০০০ টাকা ১৫০০ টাকা সঠিক উত্তর : ৫০০০ টাকা ; [বিধি: ৬৮, বিবিসি রুলস] সঠিক উত্তর : ৫০০০ টাকা ; [বিধি: ৬৮, বিবিসি রুলস] 17 / 89 17. আইনজীবীগণের জেষ্ঠ্যতা সম্পর্কিত যাবতীয় বিষয় নির্ধারণ করবে- বার কাউন্সিল আইন মন্ত্রনালয় এনরোলমেন্ট কমিটি আইন শিক্ষা কমিটি সঠিক উত্তর : এনরোলমেন্ট কমিটি ; [বিধি: ৭১, বিবিসি রুলস] সঠিক উত্তর : এনরোলমেন্ট কমিটি ; [বিধি: ৭১, বিবিসি রুলস] 18 / 89 18. বার কাউন্সিলের হিউম্যান রাইটস এন্ড লিগ্যাল এইড কমিটির সদস্য সংখ্যা কত? ৭ জন ৮ জন ৩ জন ৫ জন সঠিক উত্তর : ৫ জন ; [বিধি: ৭৫এ, বিবিসি রুলস] সঠিক উত্তর : ৫ জন ; [বিধি: ৭৫এ, বিবিসি রুলস] 19 / 89 19. বার কাউন্সিলের প্রথম সভা কাউন্সিল এর মেয়াদ শুরু হওয়ার কতদিনের মধ্যে করতে হবে? ১ মাস ৭ দিন ৬০ দিন ১৫ দিন সঠিক উত্তর : ১ মাস ; [বিধি: ২৮, বিবিসি রুলস] সঠিক উত্তর : ১ মাস ; [বিধি: ২৮, বিবিসি রুলস] 20 / 89 20. বার কাউন্সিলের কমিটির সভার জন্য নূন্যতম কতদিনের নোটিশ দিতে হবে? ৩ দিন ৭ দিন ৮ দিন ১৫ দিন সঠিক উত্তর : ৩ দিন ; [বিধি: ৩২, বিবিসি রুলস] সঠিক উত্তর : ৩ দিন ; [বিধি: ৩২, বিবিসি রুলস] 21 / 89 21. বার কাউন্সিলের নির্বাচনের ক্ষেত্রে প্রত্যেক ভোটারের ভোট থাকবে- সাধারণ আসণের জন্য ৭টি গ্রুপভিত্তিক আসনের জন্য ১ টি সাধারণ আসনের জন্য ৭টি ও গ্রুপ আসনের জন্য ৭টি সাধারণ আসনের জন্য ৭টি ও গ্রুপভিত্তিক আসনের জন্য ১টি সঠিক উত্তর : সাধারণ আসনের জন্য ৭টি ও গ্রুপভিত্তিক আসনের জন্য ১টি ; [বিধি: ৪, বিবিসি রুলস] সঠিক উত্তর : সাধারণ আসনের জন্য ৭টি ও গ্রুপভিত্তিক আসনের জন্য ১টি ; [বিধি: ৪, বিবিসি রুলস] 22 / 89 22. বার কাউন্সিল নির্বাচনের জন্য গঠিত ইলেকশন ট্রাইবুনালের চেয়ারম্যান হবে- অ্যাটর্নি জেনারেল প্রধান বিচারপতি কতৃর্ক মনোনীত আপিল বিভাগের একজন বিচারপতি বার কাউন্সিলের সচিব বার কাউন্সিলের সদস্যদের মধ্যে জ্যেষ্ঠ ব্যক্তি সঠিক উত্তর : অ্যাটর্নি জেনারেল ; [বিধি: ২২, বিবিসি রুলস] সঠিক উত্তর : অ্যাটর্নি জেনারেল ; [বিধি: ২২, বিবিসি রুলস] 23 / 89 23. একজন অ্যাডভোকেট এর বিরুদ্ধে অভিযোগকারীকে পিটিশন ফি বাবদ কত টাকা বার কাউন্সিলকে জমা দিতে হয়? ৩০০ টাকা ১০০০ টাকা ৫০০ টাকা ৭০০ টাকা সঠিক উত্তর : ১০০০ টাকা ; [বিধি: ৪১এ, বিবিসি রুলস] সঠিক উত্তর : ১০০০ টাকা ; [বিধি: ৪১এ, বিবিসি রুলস] 24 / 89 24. আইনজীবী হিসেবে নিবন্ধনের জন্য রেজিস্ট্রেশনের মেয়াদ থাকবে- ৮ বছর ৫ বছর ৫ মাস ৬ বছর সঠিক উত্তর : ৫ বছর ; [বিধি: ৬০, বিবিসি রুলস] সঠিক উত্তর : ৫ বছর ; [বিধি: ৬০, বিবিসি রুলস] 25 / 89 25. বার কাউন্সিলে অ্যাডভোকেট হিসেবে তালিকাভূক্তির ফি কত? ৫০০০ টাকা ১০০০ টাকা ১৫০০ টাকা ২০০০ টাকা সঠিক উত্তর : ১৫০০ টাকা ; [বিধি: ৬৮, বিবিসি রুলস] সঠিক উত্তর : ১৫০০ টাকা ; [বিধি: ৬৮, বিবিসি রুলস] 26 / 89 26. একজন পাবলিক প্রসিকিউর এর প্রাথমিক দায়িত্ব কী? [বার : ২০২৩] আসামীকে দোষী সাবস্তকরণ আসামীপক্ষে যায় এমন ঘটনা গোপণ করা ন্যায্যবিচার নিশ্চিতকরণ সর্বদা রাষ্ট্রপক্ষের বিজয় নিশ্চিতকরণ সঠিক উত্তর : ন্যায্যবিচার নিশ্চিতকরণ ; [আচরণবিধি] সঠিক উত্তর : ন্যায্যবিচার নিশ্চিতকরণ ; [আচরণবিধি] 27 / 89 27. বার কাউন্সিলের সদস্যদের গ্রুপভিত্তিক আসনে নির্বাচনের জন্য সমগ্র বাংলাদেশের স্থানীয় বার এসোসিয়েশন সমূহকে কয়ভাগে ভাগ করা হয়? ৫ ভাগে ৮ ভাগে ৭ ভাগে ১০ ভাগে সঠিক উত্তর : ৭ ভাগে ; [বিধি: ৪, বিবিসি রুলস] সঠিক উত্তর : ৭ ভাগে ; [বিধি: ৪, বিবিসি রুলস] 28 / 89 28. বার কাউন্সিলের নির্বাচনের মনোনয়নপত্র সমূহ যাচাইবাছাই করে তা গ্রহণ বা বর্জন করতে পারে- বার কাউন্সিলের চেয়ারম্যান বার কাউন্সিলের সচিব বার কাউন্সিলের নির্বাচনী ট্রাইবুনাল বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান সঠিক উত্তর : বার কাউন্সিলের চেয়ারম্যান ; [বিধি: ৮, বিবিসি রুলস] সঠিক উত্তর : বার কাউন্সিলের চেয়ারম্যান ; [বিধি: ৮, বিবিসি রুলস] 29 / 89 29. শিক্ষানবিশ চুক্তিপত্র কার নিকট দাখিল করতে হয়? এনরোলমেন্ট কমিটি আইন শিক্ষা কমিটি বার কাউন্সিল এর চেয়ারম্যান বার কাউন্সিলের সচিব সঠিক উত্তর : বার কাউন্সিলের সচিব ; [বিধি: ৬০, বিবিসি রুলস] সঠিক উত্তর : বার কাউন্সিলের সচিব ; [বিধি: ৬০, বিবিসি রুলস] 30 / 89 30. ‘Clients, not Advocates, are the litigants.’ ’ এটি .... এর প্রতি একজন আইনজীবীর আচরণের সাথে সম্পর্কিত। [বার : ২০২২] মক্কেল অন্যান্য আইনজীবী আদালত সাধারণ জনগণ সঠিক উত্তর : অন্যান্য আইনজীবী : [চ্যাপ্টার ১ : আচরণবিধি] সঠিক উত্তর : অন্যান্য আইনজীবী : [চ্যাপ্টার ১ : আচরণবিধি] 31 / 89 31. অ্যাডভোকেট সনদের জন্য আবেদনকারীর Pupilage Dairy— তে অন্যূন কয়টি দেওয়ানি মামলার নোট থাকতে হবে- [বার : ২০১২] ১০টি ৫টি ৬টি ১২টি সঠিক উত্তর : ৫টি ; [বিধি : ৬০, বিবিসি রুলস] সঠিক উত্তর : ৫টি ; [বিধি : ৬০, বিবিসি রুলস] 32 / 89 32. আইনজীবী সনদের জন্য কোনো আবেদনকারীর Pupilage diary তে অনূন্য কয়টি ফৌজদারী মামলার নোট থাকতে হবে? ১০ টি ৫ টি ৭ টি ১৫ টি সঠিক উত্তর : ৫ টি ; [বিধি: ৬০, বিবিসি রুলস] সঠিক উত্তর : ৫ টি ; [বিধি: ৬০, বিবিসি রুলস] 33 / 89 33. সাধারণ আসনের জন্য প্রত্যেক ভোটারের কয়টি ভোট থাকে? ৭ টি ১ টি ৬ টি ১০ টি সঠিক উত্তর : ৭ টি ; [বিধি: ৪, বিবিসি রুলস] সঠিক উত্তর : ৭ টি ; [বিধি: ৪, বিবিসি রুলস] 34 / 89 34. বার কাউন্সিলের নির্বাচনের জন্য গঠিত ইলেকশন ট্রাইবুনালের সদস্য সংখ্যা কত? ৩ জন ৫ জন ৭ জন ১০ জন সঠিক উত্তর : ৩ জন ; [বিধি: ২২, বিবিসি রুলস] সঠিক উত্তর : ৩ জন ; [বিধি: ২২, বিবিসি রুলস] 35 / 89 35. কোনো মামলায় যেকোনো পক্ষে একের অধিক অ্যাডভোকেট নিযুক্ত থাকলে, মামলা পরিচালনার অধিকার থাকবে— [বার : ২০১৩] অ্যাডভোকেট যিনি সর্বপ্রথম নিযুক্ত অ্যাডভোকেট যিনি পক্ষ কর্তৃক মনোনীত নিযুক্তির অ্যাডভোকেটদের মধ্যে যিনি সিনিয়র নিযুক্তির অ্যাডভোকেটদের মধ্যে যেকোনো একজন সঠিক উত্তর : নিযুক্তির অ্যাডভোকেটদের মধ্যে যিনি সিনিয়র ; [চ্যাপ্টার ১ : আচরণবিধি] সঠিক উত্তর : নিযুক্তির অ্যাডভোকেটদের মধ্যে যিনি সিনিয়র ; [চ্যাপ্টার ১ : আচরণবিধি] 36 / 89 36. একজন বার কাউন্সিল সদস্যের পদ শূন্য হয় না ....। [বার : ২০২০] পদত্যাগ করলে চেয়ারম্যানের অনুমতি ব্যতীত পরপর তিনটি মিটিংয়ে অনুপস্থিত থাকলে ফৌজদারি মামলায় কারাদণ্ড প্রাপ্ত হলে আইনজীবীর তালিকা থেকে অপসৃত হলে সঠিক উত্তর : ফৌজদারি মামলায় কারাদণ্ড প্রাপ্ত হলে ; [বিধি : ৯১, বিবিসি রুলস] সঠিক উত্তর : ফৌজদারি মামলায় কারাদণ্ড প্রাপ্ত হলে ; [বিধি : ৯১, বিবিসি রুলস] 37 / 89 37. বার কাউন্সিল নির্বাচনে অংশগ্রহণের জন্য কতজন ভোটারের দ্বারা প্রস্তাবিত ফরম জমা দিতে হয়? ৩ জন ৫ জন ৭ জন ১০ জন সঠিক উত্তর : ৩ জন ; [বিধি: ৫, বিবিসি রুলস] সঠিক উত্তর : ৩ জন ; [বিধি: ৫, বিবিসি রুলস] 38 / 89 38. শিক্ষানবিশ চুক্তিপত্র বার কাউন্সিলের সচিবের নিকট জমা দিতে হবে তা সম্পাদনের কত দিনের মধ্যে? ৩০ দিন ৭ দিন ৬ মাস ১৫ দিন সঠিক উত্তর : ৩০ দিন ; [বিধি: ৬০, বিবিসি রুলস] সঠিক উত্তর : ৩০ দিন ; [বিধি: ৬০, বিবিসি রুলস] 39 / 89 39. বার কাউন্সিলের ল রিফর্ম কমিটির সদস্য সংখ্যা কত? ৭ জন ৫ জন ৩ জন ৮ জন সঠিক উত্তর : ৫ জন ; [বিধি: ৭৫এ, বিবিসি রুলস] সঠিক উত্তর : ৫ জন ; [বিধি: ৭৫এ, বিবিসি রুলস] 40 / 89 40. একজন অ্যাডভোকেটের মামলা পরিচালনার দায়িত্ব অন্য কোনো অ্যাডভোকেটকে অর্পণ করবে, যদি তাকে মক্কেলের পক্ষে সাক্ষ্য প্রদান করতে হয়- [বার : ২০১৩] কোনো দলিল সত্যায়ন বিষয়ে কোনো দলিলের হেফাজত বিষয়ে অভিযুক্ত প্রকারে কোনো প্রতারণামূলক দলিল সৃজন বিষয়ে মামলায় উক্ত অ্যাডভোকেটের নিযুক্তির বিষয়ে সঠিক উত্তর : মামলায় উক্ত অ্যাডভোকেটের নিযুক্তির বিষয়ে ; [চ্যাপ্টার ২ : আচরণবিধি] সঠিক উত্তর : মামলায় উক্ত অ্যাডভোকেটের নিযুক্তির বিষয়ে ; [চ্যাপ্টার ২ : আচরণবিধি] 41 / 89 41. বার কাউন্সিল নির্বাচনের এলাকা ও স্থান নির্ধারণ করবেন- বার কাউন্সিল নির্বাচন ট্রাইবুনাল বার কাউন্সিল প্রধান বিচারপতি আইন মন্ত্রনালয় সঠিক উত্তর : বার কাউন্সিল ; [বিধি: ১০, বিবিসি রুলস] সঠিক উত্তর : বার কাউন্সিল ; [বিধি: ১০, বিবিসি রুলস] 42 / 89 42. একটি সম্পত্তির নিলাম বিক্রয়ের কার্যক্রম একজন অ্যাডভোকেট কোনো পক্ষকে প্রতিনিধিত্ব করলে তিনি- [বার : ২০১৩] সম্পত্তিটি নিজে ক্রয় করতে পারবেন সম্পত্তিটি বেনামিতে ক্রয় করতে পারবেন পারিতোষিকের পরিবর্তে সম্পত্তিটি ক্রয় করতে পারবেন সম্পত্তিটি বা তার কোনো অংশ কোনোভাবেই ক্রয় করতে পারবেন না সঠিক উত্তর : সম্পত্তিটি বা তার কোনো অংশ কোনোভাবেই ক্রয় করতে পারবেন না ; [চ্যাপ্টার ২ : আচরণবিধি] সঠিক উত্তর : সম্পত্তিটি বা তার কোনো অংশ কোনোভাবেই ক্রয় করতে পারবেন না ; [চ্যাপ্টার ২ : আচরণবিধি] 43 / 89 43. শিক্ষানবিশ ডায়েরিতে সর্বমোট কতটি মামলার উল্লেখ থাকতে হবে? ১০ টি ফৌজদারী মামলার ১০ টি দেওয়ানী মামলা ১০টি ফৌজদারী ও ১০টি দেওয়ানী মামলা সর্বমোট ১০ টি মামলা সঠিক উত্তর : সর্বমোট ১০ টি মামলা ; [বিধি: ৬০, বিবিসি রুলস] সঠিক উত্তর : সর্বমোট ১০ টি মামলা ; [বিধি: ৬০, বিবিসি রুলস] 44 / 89 44. বার কাউন্সিল এর নির্বাচনে অংশগ্রহনের জন্য মনোনয়ন পত্র দাখিল করতে হবে- চেয়ারম্যানের নিকট এনরোলমেন্ট কমিটির নিকট নির্বাচন কমিশন ট্রাইবুনালে সচিবের নিকট সঠিক উত্তর : সচিবের নিকট ; [বিধি: ৫, বিবিসি রুলস] সঠিক উত্তর : সচিবের নিকট ; [বিধি: ৫, বিবিসি রুলস] 45 / 89 45. বার কাউন্সিলের চেয়ারম্যান বা সেক্রেটারি সভা আহবান করতে বাধ্য হবে যদি- প্রধান বিচারপতি সভা আহ্বান করতে বলে বার কাউন্সিলের যেকোন সদস্য সভা আহ্বান করতে বলে আইনমন্ত্রী সভা আহ্বান করতে বললে বার কাউন্সিলের কমপক্ষে ৫ জন সদস্য সভা আহ্বান করতে বলে সঠিক উত্তর : বার কাউন্সিলের কমপক্ষে ৫ জন সদস্য সভা আহ্বান করতে বলে ; [বিধি: ৩০, বিবিসি রুলস] সঠিক উত্তর : বার কাউন্সিলের কমপক্ষে ৫ জন সদস্য সভা আহ্বান করতে বলে ; [বিধি: ৩০, বিবিসি রুলস] 46 / 89 46. যদি কোনো প্রার্থী তালিকাভুক্তির দরখাস্তে ইচ্ছাকৃতভাবে মিথ্যা তথ্য প্রদান করে, তিনি তালিকাভুক্তির অযোগ্য হবেন - [বার : ২০১৩] ৩ বৎসরের জন্য ৫ বৎসরের জন্য ৬ বৎসরের ১ বৎসরের জন্য সঠিক উত্তর : ৫ বৎসরের জন্য ; [বিধি ৬০] সঠিক উত্তর : ৫ বৎসরের জন্য ; [বিধি ৬০] 47 / 89 47. বার কাউন্সিল রুলস এর কত বিধিতে আইনজীবীর শপথ সংক্রান্ত বিধান করা হয়েছে? ৬০এ বিধি ৬০ বিধি ৬২ বিধি ৫৪ বিধি সঠিক উত্তর : ৬২ বিধি ; [বিধি: ৬২, বিবিসি রুলস] সঠিক উত্তর : ৬২ বিধি ; [বিধি: ৬২, বিবিসি রুলস] 48 / 89 48. ‘কোনো আইনজীবী সরকারি পদে থাকাকালে কোনো কাজ করলে অবসর গ্রহণের পর একই বিষয়ে নিজেকে নিযুক্ত করতে পারেননা।’ — এটি কার প্রতি একজন আইনজীবীর আচরণ হওয়া উচিত? [বার : ২০২৩] অন্যান্য আইনজীবী আদালত মক্কেল জনগণ সঠিক উত্তর : জনগণ ; [আচরণবিধি] সঠিক উত্তর : জনগণ ; [আচরণবিধি] 49 / 89 49. আদালতের কর্ম—সময়ের পর যেকোনো জরুরি বিরোধীর বিষয় সম্পর্কে সংশ্লিষ্ট আদালতের বিচারকের সাথে একজন নিযুক্তির অ্যাডভোকেটের যোগাযোগ করার উপযুক্ত পন্থা হলো- [বার : ২০১৩] বিচারকের সরকারি খাস কামরায় দেখা করা প্রতিপক্ষের অ্যাডভোকেটকে সাথে নিয়ে বিচারকের সাথে দেখা করা স্থানীয় বারের সভাপতিকে সাথে নিয়ে বিচারকের সাথে দেখা করা এ ধরনের যোগাযোগ করা হতে বিরত থাকা সঠিক উত্তর : এ ধরনের যোগাযোগ করা হতে বিরত থাকা ; [চ্যাপ্টার ১ : আচরণবিধি] সঠিক উত্তর : এ ধরনের যোগাযোগ করা হতে বিরত থাকা ; [চ্যাপ্টার ১ : আচরণবিধি] 50 / 89 50. বার কাউন্সিল রুলস এর ৭৫এ বিধিতে কয়টি কমিটির কথা উল্লেখ আছে? ৪ টি ৬ টি ৭ টি ৩ টি সঠিক উত্তর : ৬ টি ; [বিধি: ৭৫এ, বিবিসি রুলস] সঠিক উত্তর : ৬ টি ; [বিধি: ৭৫এ, বিবিসি রুলস] 51 / 89 51. যদি কোনো ব্যক্তি শিক্ষানবিশ চুক্তিপত্রে মিথ্যা বিবৃতি প্রদান করে বা মিথ্যা সার্টিফিকেট প্রদান করে, তাহলে উক্ত শিক্ষানবিশ - অসদাচরণের জন্য দোষী হবে ১ বছরের জন্য দণ্ডিত হবে ৩ বছরের জন্য দণ্ডিত হবে তালিকাভূক্তিতে আজীবন নিষিদ্ধ হবে সঠিক উত্তর : অসদাচরণের জন্য দোষী হবে ; [বিধি: ৬০, বিবিসি রুলস] সঠিক উত্তর : অসদাচরণের জন্য দোষী হবে ; [বিধি: ৬০, বিবিসি রুলস] 52 / 89 52. বার কাউন্সিলের নির্বাচনের জন্য গঠিত ইলেকশন ট্রাইবুনালে বার কাউন্সিল মনোনীত সদস্য কতজন? ৩ জন ২ জন ৭ জন ১০ জন সঠিক উত্তর : ২ জন ; [বিধি: ২২, বিবিসি রুলস] সঠিক উত্তর : ২ জন ; [বিধি: ২২, বিবিসি রুলস] 53 / 89 53. বার কাউন্সিল ট্রাইবুনালের সচিব হবেন- ট্রাইবুনালের যেকোনো একজন সদস্য সরকার ট্রাইবুনালের জন্য সচিব নিয়োগ দিবেন বার কাউন্সিলের সচিব পদাধিকার বলে ট্রাইবুনালের সচিব বার কাউন্সিলের যেকোনো একজন সদস্য সঠিক উত্তর : বার কাউন্সিলের সচিব পদাধিকার বলে ট্রাইবুনালের সচিব ; [বিধি: ৪৯, বিবিসি রুলস] সঠিক উত্তর : বার কাউন্সিলের সচিব পদাধিকার বলে ট্রাইবুনালের সচিব ; [বিধি: ৪৯, বিবিসি রুলস] 54 / 89 54. কোনো একজন আইনজীবী সর্বোচ্চ কতজন শিক্ষানবিশ রাখতে পারবেন? ৫ জন ৪ জন ১০ জন ৭ জন সঠিক উত্তর : ৪ জন ; [বিধি: ৬০, বিবিসি রুলস] সঠিক উত্তর : ৪ জন ; [বিধি: ৬০, বিবিসি রুলস] 55 / 89 55. নির্বাচনী প্রস্তাব যাচাই বাছাই ও নির্বাচনী তারিখের মধ্যে কত দিনের বিরতি থাকবে? ৭ দিন ৫০ দিন ১৪ দিন ৪৫ দিন সঠিক উত্তর : ১৪ দিন ; [বিধি: ৩, বিবিসি রুলস] সঠিক উত্তর : ১৪ দিন ; [বিধি: ৩, বিবিসি রুলস] 56 / 89 56. একজন পাবলিক প্রসিকিউটরের প্রাথমিক দায়িত্ব হলো- [বার : ২০১৩] আসামির সাজা নিশ্চিত করা আসামির খালাস নিশ্চিত করা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা ন্যায়বিচার নিশ্চিত করা সঠিক উত্তর : ন্যায়বিচার নিশ্চিত করা ; [চ্যাপ্টার ৩ : আচরণবিধি] সঠিক উত্তর : ন্যায়বিচার নিশ্চিত করা ; [চ্যাপ্টার ৩ : আচরণবিধি] 57 / 89 57. কেবল অপরপক্ষকে হয়রানির লক্ষ্যে কোনো পক্ষ একটি দেওয়ানি মামলা করতে ইচ্ছুক। এক্ষেত্রে একজন অ্যাডভোকেট— [বার : ২০১৩] আদালতের অনুমতি নিয়ে মামলাটি গ্রহণ করবেন বিরুদ্ধ পক্ষের অ্যাডভোকেটকে সাহায্য করবেন মামলাটি পরিচালনা করতে অস্বীকার করবেন নিযুক্তির অ্যাডভোকেট হিসেবে মামলাটি পরিচালনা করবেন সঠিক উত্তর : মামলাটি পরিচালনা করতে অস্বীকার করবেন ; [চ্যাপ্টার ৪ : আচরণবিধি] সঠিক উত্তর : মামলাটি পরিচালনা করতে অস্বীকার করবেন ; [চ্যাপ্টার ৪ : আচরণবিধি] 58 / 89 58. বার কাউন্সিলের ভোটার তালিকা ভোট গ্রহণের কতদিন পূর্বে প্রকাশ করতে হবে? ১৫ দিন ৭ দিন ৪৫ দিন ৩০ দিন সঠিক উত্তর : ৩০ দিন ; [বিধি: ১১, বিবিসি রুলস] সঠিক উত্তর : ৩০ দিন ; [বিধি: ১১, বিবিসি রুলস] 59 / 89 59. নির্ধারিত সময়ের মধ্যে বার কাউন্সিলের বার্ষিক ফি জমা দিতে ব্যর্থ হলে প্রতি মাসের জন্য বিলম্ব ফি হবে- ১০০ টাকা ১০ টাকা ১০০০ টাকা ৫০ টাকা সঠিক উত্তর : ১০ টাকা ; [বিধি: ৬৯, বিবিসি রুলস] সঠিক উত্তর : ১০ টাকা ; [বিধি: ৬৯, বিবিসি রুলস] 60 / 89 60. বাংলাদেশ সুপ্রীমকোর্টে আইনজীবী হিসেবে তালিকাভূক্ত হওয়ার জন্য নিম্ন আদালতে আইনচর্চার অভিজ্ঞতা থাকতে হবে নূন্যতম- ২ বছর ৬ মাস ১০ বছর ৬ বছর সঠিক উত্তর : ২ বছর ; [বিধি: ৬৫এ, বিবিসি রুলস] সঠিক উত্তর : ২ বছর ; [বিধি: ৬৫এ, বিবিসি রুলস] 61 / 89 61. একজন আইনজীবী কোনো মামলায় তার মক্কেলের জন্য আনুষ্ঠানিক বিষয় ব্যতীত অন্য কোনো বিষয়ে সাক্ষী হলে তিনি মামলাটি(র) ............। [বার : ২০২৩] নিজের কাছে রাখবেন ও সাক্ষ্য দিবেন নিজের কাছে রাখলেও সাক্ষ্য দিবেন না ছেড়ে দিলেও সাক্ষ্য দিবেন বিচারকার্য অন্য আইনজীবীর নিকট ছেড়ে দিবেন সঠিক উত্তর : বিচারকার্য অন্য আইনজীবীর নিকট ছেড়ে দিবেন ; [আচরণবিধি] সঠিক উত্তর : বিচারকার্য অন্য আইনজীবীর নিকট ছেড়ে দিবেন ; [আচরণবিধি] 62 / 89 62. একজন আইনজীবীর ফি নির্ধারণের ক্ষেত্রে নিম্নের কোনটি বিবেচ্য বিষয় নয়? [বার : ২০২০] দায়িত্ব পালনে ব্যয়িত সময় ও শ্রম সংশ্লিষ্ট মামলায় দায়িত্ব পালন করতে গিয়ে অন্য পেশাগত দায়িত্ব হাতছাড়া হওয়ার আশংকা বিরোধীয় বিষয়বস্তুর মূল্যের তুলনায় মামলায় মক্কেলের লাভ অতিরিক্ত ফি প্রদানে মক্কেলের সক্ষমতা সঠিক উত্তর : অতিরিক্ত ফি প্রদানে মক্কেলের সক্ষমতা ; [চ্যাপ্টার ২ : আচরণবিধি] সঠিক উত্তর : অতিরিক্ত ফি প্রদানে মক্কেলের সক্ষমতা ; [চ্যাপ্টার ২ : আচরণবিধি] 63 / 89 63. নির্বাচনী ফলাফল প্রকাশের কতদিনের মধ্যে কোনো প্রার্থীর নির্বাচনে প্রতিদ্বন্ধিতা চ্যালেঞ্জ করে আবেদন করা যায়? ১৫ দিন ৭ দিন ১ মাস ৪৫ দিন সঠিক উত্তর : ১ মাস ; [বিধি: ২০, বিবিসি রুলস] সঠিক উত্তর : ১ মাস ; [বিধি: ২০, বিবিসি রুলস] 64 / 89 64. যদি কোনো ব্যক্তি আইনজীবী হিসেবে নিবন্ধনের আবেদনে ইচ্ছাকৃতভাবে মিথ্যা তথ্য বা বিবৃতি দিয়ে থাকে তাহলে সে আইনজীবী হতে অযোগ্য হবে কত বছরের জন্য? ১ বছর ৩ বছর ৫ বছর ২ বছর সঠিক উত্তর : ৫ বছর ; [বিধি: ৬০, বিবিসি রুলস] সঠিক উত্তর : ৫ বছর ; [বিধি: ৬০, বিবিসি রুলস] 65 / 89 65. নিম্নের কোন আচরণ একজন আইনজীবীর পেশাগত সদাচরণের লংঘন- পেশার প্রসারের উদ্দেশ্যে পত্রিকায় বিজ্ঞাপন পেশার প্রসারের উদ্দেশ্যে বেতনভূক্ত সহকারী রাখা নিজের পরিচালনাধীন মামলা সংশ্লিষ্ট বিচারিক নিলামে ক্রেতা হওয়া উপরের সবগুলো সঠিক উত্তর : উপরের সবগুলো ; অধ্যায় -১ ,বিধি —২, অধ্যায়-২, বিধি—৫ সঠিক উত্তর : উপরের সবগুলো ; অধ্যায় -১ ,বিধি —২, অধ্যায়-২, বিধি—৫ 66 / 89 66. বার কাউন্সিলে কোনো অ্যাডভোকেটের বিরুদ্ধে দাখিলকৃত অভিযোগপত্রের সাথে প্রদত্ত ফি এর পরিমাণ হবে- [বার : ২০১৩] ১০০ টাকা ৫০০ টাকা ১০০০ টাকা ২০০০ টাকা সঠিক উত্তর : ১০০০ টাকা ; [বিধি : ৪১এ, বিবিসি রুলস] সঠিক উত্তর : ১০০০ টাকা ; [বিধি : ৪১এ, বিবিসি রুলস] 67 / 89 67. বার কাউন্সিল নির্বাচনের একজন প্রার্থী কার সম্মুখে তার মনোনয়ন প্রত্যাহার করতে পারেন? বার কাউন্সিলের সচিব বার কাউন্সিলের ভাইস-চেয়ারম্যান বার কাউন্সিলের নির্বাচনী ট্রাইবুনাল বার কাউন্সিলের চেয়ারম্যান সঠিক উত্তর : বার কাউন্সিলের চেয়ারম্যান ; [বিধি: ৭, বিবিসি রুলস] সঠিক উত্তর : বার কাউন্সিলের চেয়ারম্যান ; [বিধি: ৭, বিবিসি রুলস] 68 / 89 68. গ্রুপভিত্তিক আসনের ক্ষেত্রে একজন ভোটারের কয়টি ভোট থাকে? ৭ টি ১ টি ৬ টি ১০ টি সঠিক উত্তর : ১ টি ; [বিধি: ৪, বিবিসি রুলস] সঠিক উত্তর : ১ টি ; [বিধি: ৪, বিবিসি রুলস] 69 / 89 69. বার কাউন্সিলের সভার জন্য কতদিনের নোটিশের প্রয়োজন? ৭ দিন ৮ দিন ১৫ দিন ৩০ দিন সঠিক উত্তর : ৮ দিন ; [বিধি: ৩২, বিবিসি রুলস] সঠিক উত্তর : ৮ দিন ; [বিধি: ৩২, বিবিসি রুলস] 70 / 89 70. আইনজীবী সনদের জন্য কোনো আবেদনকারীর Pupilage diary তে অনূন্য কয়টি দেওয়ানী মামলার নোট থাকতে হবে? ১০ টি ৫ টি ৭ টি ১৫ টি সঠিক উত্তর : ৫ টি ; [বিধি: ৬০, বিবিসি রুলস] সঠিক উত্তর : ৫ টি ; [বিধি: ৬০, বিবিসি রুলস] 71 / 89 71. কোনো একজন ব্যক্তিকে আইনজীবী হিসেবে তালিকাভূক্ত হওয়ার পূর্বে কতদিন শিক্ষানবিশ কাল অতিক্রম করতে হয়? ৯০ দিন ৮ মাস ১ বছর ৬ মাস সঠিক উত্তর : ৬ মাস ; [বিধি: ৬০, বিবিসি রুলস] সঠিক উত্তর : ৬ মাস ; [বিধি: ৬০, বিবিসি রুলস] 72 / 89 72. বার কাউন্সিলের নির্বাচনের জন্য কমপক্ষে কতদিন পূর্বে নির্বাচনসূচী প্রকাশের বাধ্যবাধকতা রয়েছে? ৩০ দিন ৫০ দিন ৬০ দিন ৪৫ দিন সঠিক উত্তর : ৪৫ দিন ; [বিধি: ৩, বিবিসি রুলস] সঠিক উত্তর : ৪৫ দিন ; [বিধি: ৩, বিবিসি রুলস] 73 / 89 73. বার কাউন্সিল নির্বাচন প্রোগ্রাম প্রকাশ করেন - নির্বাচন অনুষ্ঠানের জন্য গঠিত নির্বাচন কমিশন আইন মন্ত্রনালয় প্রধান বিচারপতি বার কাউন্সিলের চেয়ারম্যান সঠিক উত্তর : বার কাউন্সিলের চেয়ারম্যান ; [বিধি: ৩, বিবিসি রুলস] সঠিক উত্তর : বার কাউন্সিলের চেয়ারম্যান ; [বিধি: ৩, বিবিসি রুলস] 74 / 89 74. বার কাউন্সিল নির্বাচনের নূন্যতম কতদিন পূর্বে বার কাউন্সিল এর সদস্যদের নির্বাচনী প্রোগ্রাম প্রকাশ করা হয়? ৩০ দিন ৪৫ দিন ৬০ দিন ৯০ দিন সঠিক উত্তর : ৪৫ দিন ; [বিধি: ৩, বিবিসি রুলস] সঠিক উত্তর : ৪৫ দিন ; [বিধি: ৩, বিবিসি রুলস] 75 / 89 75. বার কাউন্সিলের চেয়ারম্যানের অনুপস্থিতিতে সভা পরিচালনা করবেন- ভাইস-চেয়ারম্যান চেয়ারম্যান কতৃর্ক মনোনীত ব্যক্তি সদস্যদের মধ্যে জেষ্ঠ্য ব্যক্তি কোনোটিই নয় সঠিক উত্তর : ভাইস-চেয়ারম্যান ; [বিধি: ৩৪, বিবিসি রুলস] সঠিক উত্তর : ভাইস-চেয়ারম্যান ; [বিধি: ৩৪, বিবিসি রুলস] 76 / 89 76. বার কাউন্সিলে কোনো অ্যাডভোকেটের বিরুদ্ধে দাখিলকৃত অভিযোগপত্রের সাথে প্রদত্ত ফি এর পরিমাণ হবে — [বার : ২০১৭] ১০০ টাকা ৫০০ টাকা ১০০০ টাকা ২০০০ টাকা সঠিক উত্তর : ১০০০ টাকা ; [বিধি : ৪১এ, বিবিসি রুলস] সঠিক উত্তর : ১০০০ টাকা ; [বিধি : ৪১এ, বিবিসি রুলস] 77 / 89 77. বার কাউন্সিলের সাধারণ সভা আহ্বান করবে- বার কাউন্সিলের চেয়ারম্যান বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান বার কাউন্সিলের সচিব বার কাউন্সিলের যেকোনো সদস্য সঠিক উত্তর : বার কাউন্সিলের চেয়ারম্যান ; [বিধি: ২৯, বিবিসি রুলস] সঠিক উত্তর : বার কাউন্সিলের চেয়ারম্যান ; [বিধি: ২৯, বিবিসি রুলস] 78 / 89 78. বার কাউন্সিলের সচিব এর দায়িত্ব ও কর্তব্য সংক্রান্ত বিষয়ে বার কাউন্সিল রুলস এর কত বিধিতে বিধান রয়েছে? ৫৫ বিধি ৪৩ বিধি ৫৩ বিধি ৫৪ বিধি সঠিক উত্তর : ৫৫ বিধি ; [বিধি: ৫৫, বিবিসি রুলস] সঠিক উত্তর : ৫৫ বিধি ; [বিধি: ৫৫, বিবিসি রুলস] 79 / 89 79. বার কাউন্সিলের নির্বাচনের জন্য যদি সাধারণ আসনের জন্য বৈধ প্রস্তাব যদি ........ অধিক না হয় তাহলে চেয়ারম্যান প্রার্থীদেরকে নির্বাচিত ঘোষণা করতে পারে ৩ জন ৫ জন ৭ জন ১০ জন সঠিক উত্তর : ৭ জন ; [বিধি: ৯, বিবিসি রুলস] সঠিক উত্তর : ৭ জন ; [বিধি: ৯, বিবিসি রুলস] 80 / 89 80. নিম্নের কোন আচরণ একজন আইনজীবীর পেশাগত সদাচরণের লংঘন? [বার : ২০২০] পেশার প্রসারের উদ্দেশ্যে পত্রিকায় বিজ্ঞাপন প্রকাশ পেশার প্রসারের উদ্দেশ্যে বেতনভূক্ত সরকারি রাখা নিজের পরিচালনাধীন মামলা সংশ্লিষ্ট বিচারিক নিলামে ক্রেতা হওয়া সবগুলো সঠিক উত্তর : সবগুলো : [চ্যাপ্টার ১ : আচরণবিধি] সঠিক উত্তর : সবগুলো : [চ্যাপ্টার ১ : আচরণবিধি] 81 / 89 81. ন্যূনতম কত বছরের অভিজ্ঞতা থাকলে একজন অ্যাডভোকেট কোনো সনদ প্রার্থীকে নবিশ হিসেবে গ্রহণ করতে পারেন? [বার : ২০১২] ৫ বছর ৮ বছর ১০ বছর ১২ বছর সঠিক উত্তর : ১০ বছর ; [বিধি : ৬০, বিবিসি রুলস] সঠিক উত্তর : ১০ বছর ; [বিধি : ৬০, বিবিসি রুলস] 82 / 89 82. একজন প্রার্থী তার প্রার্থীতা চেয়ারম্যান কতৃর্ক প্রস্তাব সমীক্ষার কতদিন পূর্বে প্রত্যাহার করতে পারে? ৭ দিন ৩ দিন ১০ দিন ৫ দিন সঠিক উত্তর : ৩ দিন ; [বিধি: ৭, বিবিসি রুলস] সঠিক উত্তর : ৩ দিন ; [বিধি: ৭, বিবিসি রুলস] 83 / 89 83. হাইকোর্ট বিভাগে পারমিশন পরীক্ষা্য় অংশগ্রহণের জন্য দাখিলকৃত আবেদনের সাথে কয়টি মামলার তালিকা জমা দিতে হয়? ১০ টি দেওয়ানী ও ১০ টি ফৌজদারী ২৫ টি দেওয়ানী বা ফৌজদারী বা উভয় ৫ টি দেওয়ানী ও ৫ টি ফৌজদারী মোট ২০ টি মামলা সঠিক উত্তর : ২৫ টি দেওয়ানী বা ফৌজদারী বা উভয় ; [বিধি: ৬৫এ, বিবিসি রুলস] সঠিক উত্তর : ২৫ টি দেওয়ানী বা ফৌজদারী বা উভয় ; [বিধি: ৬৫এ, বিবিসি রুলস] 84 / 89 84. আইনজীবী হিসেবে তালিকাভূক্তির পরীক্ষা পদ্ধতি সংক্রান্ত বিধান করা হয়েছে বার কাউন্সিল রুলস এর কত বিধিতে? ৬০এ বিধি ৬০ বিধি ৫৩ বিধি ৫৪ বিধি সঠিক উত্তর : ৬০এ বিধি ; [বিধি: ৬০এ, বিবিসি রুলস] সঠিক উত্তর : ৬০এ বিধি ; [বিধি: ৬০এ, বিবিসি রুলস] 85 / 89 85. আইনজীবী হিসেবে তালিকাভূক্তির পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন এর মেয়াদ হবে- ৬ মাস ১২ বছর ৫ বছর ১০ বছর সঠিক উত্তর : ৫ বছর ; [বিধি: ৬০, বিবিসি রুলস] সঠিক উত্তর : ৫ বছর ; [বিধি: ৬০, বিবিসি রুলস] 86 / 89 86. হাইকোর্ট বিভাগে প্রাকটিস করার জন্য নিম্নলিখিত কোন ক্ষেত্রে হাইকোর্ট পারমিশনের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করা প্রয়োজনীয় না? আইনে ডিগ্রি আছে এবং বিচারিক পদে সর্বনিম্ন ১০ বছর কর্মরত বিচারক বার কাউন্সিলের অ্যাডভোকেট হিসেবে তালিকাভূক্ত হলে আইনে ডিগ্রি আছে এবং বিচারিক পদে সর্বনিম্ন ২ বছর কর্মরত বিচারক আইনের ডিগ্রি থাকলে এবং নিম্ন আদালতে নূন্যতম ২ বছর আইন চর্চা করলে সঠিক উত্তর : আইনে ডিগ্রি আছে এবং বিচারিক পদে সর্বনিম্ন ১০ বছর কর্মরত বিচারক ; [বিধি: ৬৫এ, বিবিসি রুলস] সঠিক উত্তর : আইনে ডিগ্রি আছে এবং বিচারিক পদে সর্বনিম্ন ১০ বছর কর্মরত বিচারক ; [বিধি: ৬৫এ, বিবিসি রুলস] 87 / 89 87. নির্বাচনী প্রস্তাব জমা এবং যাচাই বাছায় এর মধ্যে কত দিনের বিরতি থাকবে? ৭ দিন ৫০ দিন ১৪ দিন ৪৫ দিন সঠিক উত্তর : ৭ দিন ; [বিধি: ৩, বিবিসি রুলস] সঠিক উত্তর : ৭ দিন ; [বিধি: ৩, বিবিসি রুলস] 88 / 89 88. “An Advocate shall not represent conflicting interests.” এটি .... এর প্রতি একজন আইনজীবীর আচরণ সম্পর্কিত নীতি। [বার : ২০২২] আদালত অন্যান্য আইনজীবী সাধারণ জনগণ মক্কেল সঠিক উত্তর : মক্কেল ; [চ্যাপ্টার ২ : আচরণবিধি] সঠিক উত্তর : মক্কেল ; [চ্যাপ্টার ২ : আচরণবিধি] 89 / 89 89. বার কাউন্সিলের সভা পরিচালনা করবেন- সেক্রটারী ভাইস-চেয়ারম্যান চেয়ারম্যান সচিব সঠিক উত্তর : চেয়ারম্যান ; [বিধি: ৩৪, বিবিসি রুলস] সঠিক উত্তর : চেয়ারম্যান ; [বিধি: ৩৪, বিবিসি রুলস] Your score is Facebook 0% Restart quiz By Wordpress Quiz plugin