আইনকানুন একাডেমি

/41
21

BBC [Art. 27-46] - Advanced Exam

এখানে বার কাউন্সিল অর্ডারের ২৭-৪৬ অনুচ্ছেদ নিয়ে অ্যাডভান্সড লেভেলের এমসিকিউ টেস্ট আছে। সংশ্লিষ্ট ধারাগুলো পড়ে নিয়ে এটি অনুশীলন করুন।

এখানে আপনার নাম ও ফোন নাম্বার লিখুন। ইমেইলটি লেখা বাধ্যতামূলক নয়; তবে, ইমেইল এড্রেস দিলে আপনার ইমেইলে বিস্তারিত ফলাফল চলে যাবে।

1 / 41

1. অ্যাডভোকেট হওয়ার সব যোগ্যতা থাকার পরেও একজন ব্যক্তি অ্যাডভোকেট হতে পারবে না, যদি সে — [বার : ২০১৭]

2 / 41

2. সরকারী বিধিবদ্ধ সংস্থা হতে নৈতিক স্খলনজনিত কারণে চাকুরি হতে অপসারিত বা বরখাস্ত হলে কত বছর অতিবাহিত না হলে তিনি আইনজীবী হিসেবে তালিকাভুক্তির আবেদন করতে পারবেন না?

3 / 41

3. নিম্নের কে বার কাউন্সিল ট্রাইবুনালের সদস্য হতে পারবে না?

4 / 41

4. কতজন সদ্যসের সমন্বয়ে বার কাউন্সিল ট্রাইবুনাল গঠিত হয়?

5 / 41

5. অ্যাডভোকেট ব্যতীত অন্য কোনো ব্যক্তি যদি আইন ব্যবসা করেন, তাহালে তাকে কারাদণ্ডে দণ্ডিত করা যেতে পারে- [বার : ২০১৩]

6 / 41

6. অ্যাডভোকেট হিসেবে তালিকাভূক্তির যোগ্যতা সংক্রান্ত বিষয়ে নিচের কোনটি সঠিক?

7 / 41

7. আইনজীবী হিসেবে তালিকাভূক্তির অযোগ্যতা হিসেবে নিচের কোনটি সঠিক?

8 / 41

8. অবৈধভাবে আইনপেশা চর্চার শাস্তি বার কাউন্সিল অর্ডারের কত অনুচ্ছেদে বলা আছে?

9 / 41

9. বার কাউন্সিল কর্তৃক গঠিত ট্রাইব্যুনালের কোন এখতিয়ার নেই? [বার : ২০২০]

10 / 41

10. বার কাউন্সিল ট্রাইব্যুনাল কোনো অ্যাডভোকেটকে অসদাচরণের জন্য নিবন্ধন বাতিলে আদেশ দিলে, অ্যাডভোকেট কি পদক্ষেপ নিতে পারে? [বার : ২০১৭]

11 / 41

11. বার কাউন্সিলের বিধি প্রনয়ণ এর ক্ষমতা বার কাউন্সিল অর্ডারের কত অনুচ্ছেদে বলা আছে?

12 / 41

12. বার কাউন্সিল ট্রাইবুনালের দেওয়ানি আদালতের অনুরূপ ক্ষমতা থাকে নিচের কোন ক্ষেত্রে?

13 / 41

13. বার কাউন্সিল ট্রাইবুনালের চেয়ারম্যান হবে -

14 / 41

14. অ্যাডভোকেট হিসেবে তালিকাভূক্তির যোগ্যতা সংক্রান্ত বিষয়ে বার কাউন্সিল অর্ডারের কত অনুচ্ছেদে বিধান করা আছে?

15 / 41

15. নৈতিক স্খলনজনিত কারণে সাজাপ্রাপ্ত হলে সাজার মেয়াদ অতিক্রান্ত হওয়ার পরে কতদিন অতিবাহিত না হলে বার কাউন্সিল এর তালিকাভূক্ত হওয়ার যোগ্যতা অর্জন হয়না?

16 / 41

16. বার কাউন্সিল অর্ডারের কত অনুচ্ছেদ এর মাধ্যমে ১৯৬৫ সালের বার কাউন্সিল এ্যাক্ট রহিত করা হয়?

17 / 41

17. বার কাউন্সিল ট্রাইবুনালের অধীনে প্রত্যেকটি অনুসন্ধান judicial proceeding বলে গণ্য হবে কোন আইনের কোন ধারার সংজ্ঞানুসারে?

18 / 41

18. তালিকাভূক্ত আইনজীবী নয় এমন ব্যক্তি যদি আইনপেশা চর্চা করেন তবে তিনি দণ্ডিত হবে-

19 / 41

19. একজন ব্যক্তির অন্য সকল যোগ্যতা থাকা সত্বেও আইনজীবী হিসেবে তালিকাভূক্ত হওয়ার জন্য অনূন্য বয়স হতে হবে -

20 / 41

20. বার কাউন্সিল অর্ডারের কত অনুচ্ছেদ এর অধীনে বার কাউন্সিল ‘বার এসোসিয়েশন’- কে অনুমোদন দিতে পারে?

21 / 41

21. বার কাউন্সিল অর্ডারের কত অনুচ্ছেদ এর বিধান অনুসারে বার কাউন্সিল ট্রাইবুনাল গঠিত হয়?

22 / 41

22. একজন অ্যাডভোকেটকে আইন পেশা থেকে বহিষ্কারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যায় কার নিকট? [বার : ২০১২]

23 / 41

23. বার কাউন্সিল কর্তৃক গঠিত ট্রাইব্যুনাল হয়- [বার : ২০১৩]

24 / 41

24. অ্যাডভোকেট হিসেবে তালিকাভূক্তির অযোগ্যতা সংক্রান্ত বিষয়ে বার কাউন্সিল অর্ডারের কত অনুচ্ছেদে বিধান করা আছে?

25 / 41

25. অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্তির জন্য একজন প্রার্থীর বয়স কত? [বার : ২০১২]

26 / 41

26. নিম্নের কোন ক্ষেত্রে বার কাউন্সিল বিধি প্রনয়ণ করতে পারে?

27 / 41

27. বার কাউন্সিল ট্রাইব্যুনাল তার রায় রিভিউ করতে পারে — [বার : ২০১৭]

28 / 41

28. বার কাউন্সিল ট্রাইবুনাল সংক্রান্ত বিষয়ে নিচের কোন বক্তব্যটি সঠিক?

29 / 41

29. বার কাউন্সিল ট্রাইবুনাল কর্তৃক প্রদত্ত আদেশের বিরুদ্ধে সংক্ষুব্ধ পক্ষের প্রতিকার কি?

30 / 41

30. বার কাউন্সিল ট্রাইবুনাল কতৃর্ক প্রদত্ত আদেশের বিরুদ্ধে সংক্ষুব্ধ পক্ষ কোথায় আপিল করতে পারবে?

31 / 41

31. বার কাউন্সিল কর্তৃক প্রাপ্ত অ্যাডভোকেট হবার সকল আবেদনপত্র এর যে কমিটিতে উপস্থাপন করতে হয় তা হলো - [বার : ২০১৫]

32 / 41

32. The Bangladesh Legal Practioners and Bar Conucil Order, 1972 এর কোন অনুচ্ছেদটি লিঙ্গ বৈষম্য বিরোধী? [বার : ২০২৩]

33 / 41

33. একজন ব্যক্তির অন্য সকল যোগ্যতা থাকা সত্ত্বেও অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্তির জন্য তার অন্যূন বয়স হতে হবে- [বার : ২০১৩]

34 / 41

34. বাংলাদেশ বার কাউন্সিলে অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্তির দরখাস্ত কে মঞ্জুর বা না—মঞ্জুর করতে পারেন?

35 / 41

35. সরকারি চাকরি হতে নৈতিক স্খলনের দায়ে বরখাস্তকৃত একজন ব্যক্তি অ্যাডভোকেট হবার জন্য অযোগ্য হবে, যদি না সে অতিবাহিত করে— [বার : ২০১৫]

36 / 41

36. ‘কোনো একজন মহিলা শুধুমাত্র তার লিঙ্গের কারণে একজন অ্যাডভোকেট হিসেবে অযোগ্য হবেন না’ - এটি বার কাউন্সিল অর্ডারের কত অনুচ্ছেদে বলা আছে?

37 / 41

37. অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্তির দরখাস্ত মঞ্জুর বা না—মঞ্জুর করার ক্ষমতা বার কাউন্সিল অর্ডারের কোন অনুচ্ছেদে বর্ণিত?

38 / 41

38. ট্রাইব্যুনালের কোনো আদেশ দ্বারা সংক্ষুদ্ধ ব্যক্তি আপিল করতে পারেÑ [বার : ২০১৩]

39 / 41

39. যদি বার কাউন্সিল ট্রাইব্যুনাল মনে করে অ্যাডভোকেটের বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা, সে ক্ষেত্রে অভিযোগকারীকে সর্বোচ্চ কত টাকা জরিমানা করতে পারে? [বার : ২০১৭]

40 / 41

40. বার কাউন্সিল কতটি ট্রাইবুনাল গঠন করতে পারে?

41 / 41

41. বার কাউন্সিল ট্রাইবুনাল কতৃর্ক প্রদত্ত আদেশের বিরুদ্ধে সংক্ষুব্ধ পক্ষ কতদিনের মধ্যে আপিল করতে পারবে?

Your score is

0%